![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একফোটা শিশিরকনার বিনিময়ে তোমায় দিতে পারি সমুদ্রজানোইতো,আমার দেবার মত ওই একটা কিছুই আছে..আমার ক্লান্ত দুচোখ বন্ধ করেই ছুটে যেতে পারি সমুদ্রেভূলগুলোকে দূরে ভাসিয়ে দিয়ে একমূহুর্তে হারাতে পারি;আমায় দেখো, শিশিরকনার একটি ফোটায় মিটে যাবে আমার আকন্ঠ নিমজ্জিত তৃষ্না।
জীবনানন্দ দাশের কোন কোন কবিতা যেন উত্তরের অপেক্ষায় থাকে। তাই সেইসব কবিতার উত্তর খুজেছি আমার মনের ভাষায়, কবিতার ভাষায়.. কবি যদি থাকতেন, তবে হয়তো তাকে আবৃত্তি করে শোনাতাম:-)
'বনলতা সেন' কবিতার উত্তর হিসেবে লেখা কবিতাটি লিখছি এখন:
"তোমার হেটে যাওয়া হাজার বছরের পথ ধরে
আমার অন্ধ পথ চলা নিশীথের অন্ধকারে
পৃথিবীর অজস্র সমুদ্রে; প্রাচীন সেই ধূসর নগরে
তোমার পদধ্বনি রয়ে গেছে; তুমি হারিয়েছো কালের গহ্বরে;
আমার ক্লান্তি হার মানে, জেগে ওঠে জীবনের আকুলতা
কারন আমি নই তোমার কবিতার সেই নাটোরের বনলতা।
রাজ্যের কালোমেঘ এসে ভীড় করে আমার খোলা চুলে,
আয়নায় দেখি অচেনা মুখ; তবু যেন দূর বহুদূরে
সাহারায় দিশেহারা পথিক পথ হারায় ভূলে
মিথ্যে মরুদ্যান দেখে যখন সে মরীচিকার পিছে ঘোরে,
তেমন করেই তোমায় খুঁজি; বলি, 'ফিরে এসো তুমি'
চেয়ে দেখো কবিতার সেই চোখ নিয়ে বনলতা আমি।
সন্ধ্যার সমাপ্তিতে শিশিরের শব্দ পেছনে ফেলে
রাত আসে; ক্লান্ত ডানায় ভর করে আশ্রয় খোঁজে চিল;
পৃথিবীর নিভে যাওয়া রঙে অন্ধকার পাখা মেলে
তারিমাঝে অজস্র জোনাকির মত নক্ষত্রের মিছিল;
প্রকৃতি ঘুমিয়ে যায়- বাকি থাকে আমাদের যত লেনদেন;
শুধু একা আমি, কবিতার মুখোমুখি নাটোরের বনলতা সেন।"
২| ২৯ শে জুলাই, ২০১১ দুপুর ১২:০০
জলধি বলেছেন: এইযে, তোমাকে তাহলে পেলাম এখানে আমি বনলতা নই, চাইলেও তো হতে পারবোনা..কারন আমাকে নিয়ে কেউ তো আর ওরকম একটা কবিতা লিখবেনা
তুমি এটা আবৃত্তি করবে অনীক? সত্যি করবে? আমি কিন্তু আগে শুনবো, একদম প্রথমে
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:২২
আম-আঁটির ভেঁপু বলেছেন: তুমি নিজেই জানোনা হয়তো.... তুমিই বনলতা সেন। এই কথাগুলো বনলতা ছাড়া আর কারো পক্ষে বলা কিভাবে সম্ভব? কবিতাটা অসাধারণ সুন্দর। আবৃত্তির জন্য কালেকশনে রাখলাম।