![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আ...আ...আমি জোনাইদ সাইম....এমন ভাব নিয়ে বলছি যেন বড়ধরনপর একখানা লেকচার দিয়ে দিব।আসলে আমার সম্পর্কে বলার মত তেমন কিছুই নেই।কারন আমি আপনার মতো অসাধারন কেউ না, খুবই সাধারনের একজন।সব সময় সকলের সাথে মিলেমিশে ভাল হয়ে চলার চেষ্টা করি। কিন্তু কিছু বদঅভ্যাস আছে যেমন:ফাকিবাজি,সবসময় সর্টখাট খোজাঁ,পড়ার সময় ফেবু ও সিওসি,পড়তে বসলে ঘুম আসা ইত্যাদি।আমি আপনার এক ছোট ভাই।এখনো মাধ্যমিকের গন্ডি পার হতে পারিনি।ছাত্র হিসেবে তেমন একটা খারাপ না,মোটামোটি ভালই।সাইন্স বিভাগপ পড়লেখা করছি।একটু আধদু লেখালেখি করি।তেমন ভাল লিখতে পারি না, তবুও চেষ্টা করি ভাল কিছু লেখার।
তোহ কিসে পড়ে তোর বি.এফ?
-আমার সাথেই
-কি বলস!সেইম এইজ?
-হুম!
-ও আচ্ছা
.....
-জানোস? ওর বি.এফ সেইম ক্লাসেই পড়ে।
-হাহাহা...ভালো তোহ! কয়দিন টিকে দেখবো।
-হ। বুঝস নাহ? সেইম এইজ রিলেশন করতেসে। টাইম পাস আর কি। কোন
ফিউচার আসে এইসব রিলেশন এর?
এই হচ্ছে সেইম এইজ রিলেশন শুনার পর বেশিরভাগ মানুষের
প্রতিক্রিয়া "ফিউচার নাই সেইম এইজ রিলেশন এর"!
অথচ আমার মতে এই রিলেশনগুলাই হয় সবচেয়ে কিউট।
একজন আরেকজন কে তুই তুই করে ডাকা,খুনসুটি করা,টাইম ম্যানেজ
করে হলেও একই কোচিং এ পড়তে যাওয়া...সেটা সম্ভব না হলে
কোচিং ছুটির পরে কানে হেডফোন লাগিয়ে বালকটির অপেক্ষা করা
আর তাই দেখে বালিকাটির সলজ্জ হাসি।
খুব বেশি চাওয়া নাহ! কোন এক ঝুম বৃষ্টির দিনে দুইজনের রিক্সা করে
ঘুরে বেড়ানো। পরিচিত কেউ দেখে ফেলবে এই ভয়ে বালিকাটির
বালকের পিঠের পিছনে মুখ লুকিয়ে ফেলা!
ক্রাশ নিয়ে একজন আরেকজন কে জেলাস ফিল করানো আর
রাগারাগি, "হ্যাঁ,যাওনা। ওর সাথেই তোমাকে মানায়"
রাতের পর রাত কাটিয়ে দেওয়া তাদের বিয়ের ছবি কোন কোন পোস এ
তুলা হবে আর ছেলেমেয়ের নাম কি রাখা হবে এই ভেবে!
শত মান অভিমানের পর ও নক দিয়ে জিজ্ঞেস করা "এই,খাইসিস?"
দু'জন ই জানে তাদের ফিউচার এ বাধার অন্যতম কারণ হবে তাদের
সমবয়স। তাই মেয়েটার বাসায় যাতে ঝামেলা না করে,এই ভেবে
ছেলেটার প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে সিনসিয়ারলি পড়ালেখা।
আবার কেউ যখন সেইম এইজ শুনে মুখ বাঁকায়...তখন মেয়েটির মনে মনে
ভাবা "হুম,এদেরকেই দাওয়াত দিবো আমাদের বিয়েতে সবার আগে।
গ্রুপ পিক তুলবো একটা!"
সেদিন একটা ফেসবুক পেইজ এর ট্রল দেখলাম..."১ মিনিট নিরবতা তাদের জন্য
যারা মনে করে তাদের সেইম এইজ রিলেশন সফল হবে"
অদ্ভুত লাগলো! তাহলে কিএই ইমোশন,এই ফিলিংসগুলো একেবারেই
সস্তা?
নাহ! হয়তো কিছু সম্পর্ক মাঝপথে এসে থেমে যায়, কিন্তু যারা
সম্পর্কটাকে আগলে রাখতে জানে সবার কথাকে তুড়ি মেরে উড়িয়ে
দিয়ে তারাই একসাথে কাটায় সারাটা জীবন।
তখন লাল চুড়ি পরা হাতটিকে রিস্টব্যন্ড পরা হাতটি ধরে রাখা
কভার পিকের ক্যাপশন থাকে...
"তুমি চেয়ে আছো তাই,আমি পথে হেঁটে যাই
হেঁটে হেঁটে বহুদুর,বহুদুর যেতে চাই"
২| ২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:২২
নির্ঝরের_স্বপ্ন বলেছেন: সেইম এজ রিলেশনে কঠিন একটা জিনিস পাওয়া যায় - বন্ডিং! যেটা অন্য কোন রিলেশনশিপে হাজার চেষ্টাতেও আসেনা।
৩| ২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৭
জোনাইদ সাইম বলেছেন: বল্ডিং মানে বুঝি নি...
৪| ২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪১
মার্কো পোলো বলেছেন:
আপনার মতে এটি হতে পারে কিউট, কিন্তু বেশিরভাগের মতে ঠিক নয়। কারণ বেশিরভাগ সেইম এজ রিলেশনে ঝামেলা হয় বেশি। একজন আরেকজনের উপর ডোমিনেট করার প্রবণতা, ঝগড়া হয় বেশি। আশেপাশে খেয়াল করলেই দেখা যায়। সুতরাং যতটা কিউট মনে করছেন ততটা ভাল হয় না।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৩
নির্ঝরের_স্বপ্ন বলেছেন: সেইম এজ রিলেশনে কঠিন একটা জিনিস পাওয়া যায় - বন্ডিং! যেটা অন্য কোন রিলেশনশিপে হাজার চেষ্টাতেও আসেনা।