নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার আর্তচিৎকার ......

আসক্তির প্রাক্কালে প্রারম্ভিক যোগ্যতর সামান্য কস্টার্জিত আবেদন লেখায় ফুটিয়ে তোলার কিছু ব্যর্থ চেস্টা

জনৈক কবি

কিছু কথা বলতে গিয়েও তা বলতে না পারার যে আফসোস থাকে তা ঘুচাতে এলাম সামুর তীরে ....

জনৈক কবি › বিস্তারিত পোস্টঃ

চলমান বাংলাদেশ (একটি ছন্দ কবিতা ; ছন্দে ছন্দে বাস্তবতা) - [পর্ব - ০২]

০৯ ই জুলাই, ২০১১ দুপুর ১:৪১

সংস্কৃতি চর্চা

---------------



আগের আমলের গানগুলো সব

কবিতারই রূপক আসর

ছন্দে মোহনীয় কোমল হৃদয়

সাজানো স্বপ্নের বাসর ।



কিন্তু এখন গান শুনতে

এমন লাগে রাগ

শুনার আগেই কানে ধরে

দৌড়ে পালিয়ে ভাগ ।



ইভা, মিলা আর হৃদয় খান

গানের সে কি সুর !!!!

ওদের গান শুনে মনে হয়

সুর , সে তো অনেক দূর ।



হাবিব-বালাম যন্ত্রে করে

সুরের চর্চা স্বাধীন

এসব করে দেশটাকে কেন

করছে তারা পরাধীন ?



কবিতার আসর আর বসেনা তেমন

কবিগুলো সব না খেয়ে মরে

পেটের স্বার্থেই অনেকে আবার

এ পথ থেকে সরে পরে ।



আগের দিনের জারি-সারি গান

ভাটিয়ালী মোহনীয় ছন্দ

এখন কি শোনার আর আছে সুযোগ ?

সে পথ এখন রীতিমত বন্ধ ।





প্রকৃতি

----------



এখনো পুস্পশোভিত দেশটা আছে

নদীর গর্ভে সতেজ

আছে আরও ভোরের সূর্য উঠা

আর তার গভীর তেজ ।



এখন লাল-সবুজে দেশটা মোড়া

নতুন নতুন গান

হঠাৎ করে চুপটি হেসে

গালে মোড়ানো পান ।



আশা নিয়ে দূরের পানে

অবিরাম চেয়ে থাকা

আরও আছে শিশির ভেজা

ঘাসের ভিজান রাখা ।



চোখটি মেলে ঝুঝরে কেউ

সুবাস ভরা বাতাস

মাথার উপর আরও আছে

নীল চাদরের আকাশ ।



হয়তো আমি হাঁটছি একা

খালি আমার পা

আরও আছে শহর ছেড়ে

মিষ্টি আমার গাঁ ।





যোগাযোগ ব্যাবস্থা

------------------------



অনুন্নত এই দেশে আছে

ট্রেন , লঞ্চ আর বাস

গাদাই করে লোক নেওয়া

ভরপুর সব ঠাস ।



একে একে বাড়ছে যেন

সড়ক দুর্ঘটনা

জীবন গেলে ফিরবে না আর

জীবন স্রোতের টানা ।



সময় বাঁচাতে মানুষের এখন

অশেষ দীর্ঘশ্বাস

কিন্তু ভাবে না , জীবন বড়

সময় তো থাকে বারমাস ।



হঠাৎ করেই পেপার খুললেই

মানুষের মৃত্যু শুনি

এভাবে আর কত কোল খালি হবে

বসে বসে খালি গুনি ।



একটা কথা বলতে চাই

যদি পাই অনুমতি

যোগাযোগ ব্যাবস্থা ভালো চাই

চাই না জীবনের যতি ।





মিডিয়া

------------



শত শত চ্যানেল আর

শত শত পত্রিকা

এভাবেই কাটছে দিন আমাদের

আর কাটছে রাত্রিকা ।



সব খালি অপরকেই দুষায়

নিজের বেলায় ঠুস

কখন জানি এদের হবে

একটুখানি হুশ ।



যদি বলি ভালো আমি

খারাপ বানাবে তারা

সত্য বললে পার পাবে না

মিথ্যা বললে ছাড়া ।



মিডিয়া দেশের সম্পদ খুব

অপপ্রচার থামাও

নতুন কোন ভালো খবর

জনগণকে জানাও ।



ইদানিং শুধু চটকদার খবর

নয় খুব প্রয়োজন

তবুও তারা জোর করে বলে

মন দিয়ে তোরা খালি শোন ।





পরিশেষ

-----------



স্বাধীনতার ৪০ বছর পেরিয়ে

আমরা কি পেয়েছি ?

সততাকে জলাঞ্জলি দিয়ে

ইজ্জতটাকে হারিয়েছি ।



খুব ছোট্ট একটি দেশ এটি

উন্নত হতে সময় না লাগার কথা

কিন্তু আসল সমস্যা তো অন্যখানে

ঔসুধ নেই এ এমনই ব্যাথা ।



দেশটাতে ছড়িয়েছে আজ

অসুখ সব মহামারী

দেশটা আমার মায়ের মতন

কেমনে টা ভুলতে পারি ?



মাকে যদি সালাম জানাই

দেশও টা পাবে

আমাদের দেশের সম্মান আমাদেরই

নইলে সবই হারাবে ।



আমায় যদি প্রশ্ন করো

মরবেও কি এ দেশে ?

আমি খালি মাথা নাড়াবো

একটু খানি মুচকি হেসে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.