![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জামাত শিবিরের অর্থের দেশীয় উৎস গুলোর একটি তালিকা দরকার । আসুন সবাই মিলে এই প্রতিষ্ঠানগুলো বয়কট করি।
১। ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড-
২। ইবনে সিনা ট্রাস্ট
৩।ইবনে সিনা ফার্মাসিউটিকালস
৪। নয়া দিগন্ত
৫। দিগন্ত টেলিভিশন
৬।ফোকাস বিশ্ববিদ্যালয় কোচিং
৭।রেটিনা মেডিকেল ভর্তি কোচিং
৮।মানারত ইউনিভার্সিটি, মহাখালী,ঢাকা।
৯।ফারইষ্ট লাইফ ইনসুরেন্স।
১০।আল-ফালাহ প্রিন্টিং প্রেস
১১।বিডি ফুডস লিমিটেড।
১২।আল মারকাজুল হাসপাতাল
১৩।ফুয়াদ আল খতিব মেডিকেল ট্রাষ্ট (কল্যানপুর, ঢাকা)
১৪।বুয়েট ভর্তি কোচিং কনক্রিট
১৫।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ইনডেক্স
১৬।খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং রেডিয়াম
১৭।ডুয়েট(গাজীপুর) ভর্তি কোচিং অপটিমাম
১৮। কেয়ারি লিঃ
১৯। দৈনিক সংগ্রাম
২০।কিশোরকন্ঠ ফাউন্ডেশন
২১। মানারত ইন্টারন্যাশনাল স্কুল
২২। ইসলামী ইন্সুরেন্স
২৩। ইসলামী ফাইনান্স
২৪। ইয়ূর্থ গ্রুপ
২৫। গ্লোবাল ইন্সফ্রাস্টাক্টার
২৬। ইসলামী ইউনিভার্সিটি
২৭। ইসলামি ব্যাংক হাসপাতাল
২৮। হাওজিং ব্যবসায় এর ( কম করে হইলেও ২০ টা গ্রুপ আছে )
২৯। আল হাজ টেক্সটাইল
৩০। ১০০ এর মাঝে ৯৫টি কোচিং সেন্টার ছিদ্র শিবি
৩১। ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স
৩২। ফারইস্ট ইসলামী ব্যাংক।
তালিকাটি পূর্ণ করার জন্য সবার সহযোগিতা কাম্য।
২| ১৭ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:৪৩
স্পুতনিক বলেছেন: আর ভারত তোমার মামু বাড়ি।
কাজ কর্ম নাইতো, কাচি আর রেজার নিয়ে বস, ....... দের নিম্নংগের কেশ পরিষ্কার কর।
৩| ১৭ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:৪৪
sumon3d বলেছেন:
প্রিয়তে নিলাম। ফিউচারে কাজে লাগবে।
৪| ১৭ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:৪৯
িফেরাজ আহেমদ ভুইয়া বলেছেন: পোস্ট এর মানে বুজলাম না ।
৫| ১৭ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:৫০
শীবলী সাদীক বলেছেন:
স্পুতনিক বলেছেন: আর ভারত তোমার মামু বাড়ি।
কাজ কর্ম নাইতো, কাচি আর রেজার নিয়ে বস, ....... দের নিম্নংগের কেশ পরিষ্কার কর।
৬| ১৭ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:৫০
ভাইরাস২০১২ বলেছেন: স্পুতনিক ছাগলটার দাড়ি ধরে টান দিছেন কেন?
৭| ১৭ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:৫৫
কলাবাগান১ বলেছেন: গ্রেট
৮| ১৭ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:৫৮
এ জাফর বলেছেন: খুঁজে দেখুন আপনার অনেক নিকটাত্নীয় এসকল প্রতিষ্ঠানে চাকুরী করে সংসার চালায়।
৯| ১৭ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:০০
লিঙ্কনহুসাইন বলেছেন: িলাচ মারলাম ,
১০| ১৭ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:০১
এই আমি রবীন বলেছেন: "শেষ জমানায় কিছু প্রতারক সৃষ্টি হবে। তারা ধর্মের নামে দুনিয়া শিকার করবে। তারা মানুষের নিকট নিজেদের সাধুতা প্রকাশ ও মানুষকে প্রভাবিত করার জন্য ভেড়ার চামড়ার পোষাক পড়বে (মানুষের কল্যাণকারী সাজবে)। তাদের রসনা হবে চিনির চেয়ে মিষ্টি। কিন্তু তাদের হৃদয় হবে নেকড়ের হৃদয়ের মতো হিংস্র। (তিরমিজী)"
-সিপি মারলাম! ;-)
১১| ১৭ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:০৩
sumon3d বলেছেন:
স্পুতনিক@ পোষ্ট হইলো জামাত শিবিরের ব্যবসা প্রতিষ্ঠান নিয়া। তর পুটুতে আগুন লাগলো ক্যামনে???
ছাগুগিরি করো????
১২| ১৭ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:০৬
ঝটিকা বলেছেন: ভালো। আর কেউ কিছু আ্যাড করছে না কেন?
১৩| ১৭ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:০৬
এবিডি বলেছেন: খুব বালা কাম করছো চান্দু, এইবার এইসব অফিসের সামনে গিয়া বাটি নিয়া খারায়া থাক
১৪| ১৭ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:১১
সুহৃদ আকবর বলেছেন: যে কোন রাজনৈতিক দলের ব্যবসা প্রতিষ্ঠান থাকতেই পারে। এতে আমার কোন আপত্তি নাই। রাজনীতি করা যে রকম সবার অধিকার, ব্যবসা করাও সবার অধিকার। দেশ গড়তে সবার সম্মিলিত প্রচেষ্টা আর সাধনা প্রয়োজন। যে ভাবে আমরা একজোট হয়ে ৫২ এর ভাষা আন্দোলন, ৫৯ এর আন্দোলন এবং সর্বশেষ ৭১ এর মহান স্বাধীনতা সংগ্রাম করেছিলাম।
১৫| ১৭ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:১১
দি হাবলু বলেছেন: বাগানের মধ্যে কে রে ?
আমি কাঁঠালপাতা খাইনি ।
ছাগুর ম্যাতকার শোনা যাইতেছে রে । ওরে কে কোথায় আছিস ওরে ধর । ওরে ধরতে পারলে ২৭ তারিখের কুরবানির ঈদ টা ভাল যাইবে রে
১৬| ১৭ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:১৪
মাহফুজার রহমান বলেছেন: ব্লগে বসে গঠনমূলক লেখার পাশাপাশি বিনোদনমূলক লেখার ঘাটতি বুঝি এভাবেই পূরণ করবেন?
যা হোক এদেশ পাকিস্তান বা আফগানিস্তান কখনওই হবে না। অস্ত্র জমা দিলেও ট্রেনিং সবারই আছে। ভয়ংকর তারা ছিল দেশের স্বাধীনতার বিরুদ্ধে। এখন তারা স্বাধীন দেশের সকল সুবিধা নিলজ্জের মতো ব্যবহার করছে। ক্ষমাও চায় না তাদের তৎকালিন ভূমিকার জন্য। তালিকা করছেন প্রতিষ্ঠানের? প্রতিষ্ঠানতো দেশের নিয়মমেনেই চলছে। বরং ভয়ংকর বিষয়ে ভাবুন অর্ধ শিক্ষিত/অশিক্ষিত সরল মানুষে পূর্ণ এ দেশে শুধু লোভ দেখিয়ে কারা লাভবান হচ্ছে?
আরও কিছু MLM প্রতারণা প্রতিষ্ঠান চালু হয়েছে।
বিভিন্ন রেস্টুরেন্টে এরা নতুন নামে কিছু উঠতি ছেলেমেয়েকে তালিম দিয়ে চলেছে। সাধারণত মেডিকেল ইকুইপ্টমেন্ট সাপ্লাই বা চেইন শপের সাপ্লাই দেয়ার কথা বলে মূলত MLM প্রতারণাই শেখানো হচ্ছে।
সাবধান
১৭| ১৭ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:১৪
জিললুর রহমান বলেছেন: এসব তো জামাত প্রতিষ্ঠা করেছে। এবার আওয়ামীলীগ তারচেয়ে ভাল প্রতিষ্ঠান গড়ে দেখাক; তাহলে মানুষ এম্নিতেই চলে যাবে।
১৮| ১৭ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:১৫
sumon3d বলেছেন:
এরপর যারা কমেন্ট করবে তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি। এখনো পর্যন্ত যেসব গেলমান এই পোষ্টে পুটু উন্মুক্ত করিয়াছেন--------
স্পুতনিক
িফেরাজ আহেমদ ভুইয়া
শীবলী সাদীক
এ জাফর
এবিডি
সুহৃদ আকবর
এদের মধ্যে কেউ কৌশলে আবার কেউ উলংগ হইয়াই মাঠে নামছে।
ছাগু এ্যালার্ট।
১৯| ১৭ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:২৩
টিকলু বলেছেন: ছালছাবিল সহ অনেক গাড়ির মালিকও জামাতের....
প্রবাহ কোচিং সেন্টার-চট্টগ্রাম
২০| ১৭ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:৩৫
আব্দুল্লাহ মুহাম্মদ তালহা বলেছেন: ব্যবসা করা ভাল। কেউ ভাল কিছু করলে বা করতে দেখলে তা ফলো করা উচিৎ এবং আমি সেটাই করি।
২১| ১৭ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:৩৯
halim37 বলেছেন: এ প্রতিস্থান গুলো ভাল না তারা ভাল সেবা দিআ মানুসের মন জায় কর্ছে তাই এ গুলো তুলে দিতে হবে।
২২| ১৭ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:৫২
জুলকারনাইনসাবাহ বলেছেন: জামাতের মতো দেশের আইনে চালিত ও বৈধ অন্যদলের যেসব প্রতিষ্ঠান আছে--তার লিস্ট দিলে পোস্টটা নিরপেক্ষ হতো; এতে জামাতেরই তো প্রচার বাড়ছে।
সুতরাং জামাতবিরোধীদের প্রতিষ্ঠানের তালিকাও চাই।
২৩| ১৭ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:২৫
নজিবুল্লাহ বলেছেন: আপনাদের সমস্যাটা কোথায় ? ৭১ এ জামাত দেশ বিরুধী অবস্থান নিয়েছিল এটা সবাই জানে। কিন্তু এ রকম আরো কয়েকশত জামাতি প্রতিষ্ঠান রয়েছে তারা কি দেশ ও জাতি গঠনে অবদান রাখছেনা ? নাকি শুধু জামাতি হবার কারনেই এদেরকে বয়কট করতে হবে ? পারলে এ সকল প্রতিষ্ঠানের সমকক্ষ্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে তারপর তাদেরকে বয়কট করেন। শুধু বিরোধিতার জন্যই বিরোধিতা জাতি বিরোধী এ অত্মহনন এর পথ কখনোই দেশকে উন্নতির দিকে নিতে পারবেনা। দেশ প্রেম এর সস্তা বুলি না কপচিয়ে কাজ করে দেশ প্রেম দেখিয়ে দেন হেডাম থাকলে। অতিতে জামাত কি করেছিল তা নিয়ে ত্যানা না পেচিয়ে বর্তমানে কি করছে তা নিরিক্ষণ করুন। আমাকে আবার জামাতি ভাইবেন না। আমার পোষ্টগুলো পইরা আইসেন ট্যাগ লাগাবার আগে।
২৪| ১৭ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:২৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভাইজান আপনাদের মতো জ্ঞানপাপীদের জন্য বড়ই করুণা হয় কারন আপনারা তো মানুষের জন্য কোন উপকার করেন না এবং যে করে তার পাঁছায় আঙ্গুল দিতে খুব মজা পান।
ভাইজানের কাছে আমার প্রশ্ন :
১) আপনার বাবা কয়জন মানষের কর্মসংস্থান করেছে?
২) আপনার বাবা কয়টি প্রতিষ্ঠান করেছে যে গুলোতে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়।
খোঁজ নিয়ে দেখেন আপনার মত ছাপোষার অনেক আত্নীয় স্বজন চাকুরী করে তার পরিবার পরিজন অসহায় বৃদ্ধ মা-বাবাকে নিয়ে বেঁচে আছে।
৩) আপনি কয় জন অসহায় বৃদ্ধ প্রতিবেশীকে সাহায্য করেন? একটিও না।
যদি এগুলো করতে না পারেন তা হলে ছাগলের মতে ম্যাত ম্যাত করছেন কেন?
বেশ জামাত খারাপ কিন্তু তাদের এসকল প্রতিষ্ঠান তো খারাপ না কারণ এগুলো আমাদের দেশের সম্পদ।
আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি এবং অন্যান্য যে কোন দলেরই হ'ক না কেন সব প্রতিষ্ঠানই আমাদের দেশের সম্পদ।
তাই আসুন ছাগলের মতে ম্যাত ম্যাত না করে গঠন মূলক কিছু বলি এবং করার চেষ্টা করি।
২৫| ১৭ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:৪৭
নিয়েল ( হিমু ) বলেছেন: নজিবুল্লাহ@ ঠিক কৈছেন । সিলেটে ইবনে সিনা হসপিটালের মত একটাও নাই । এইটার দরজার সামনে গিয়া খারাইলে একা একাই দরজা খুইলা যায় পুরাই ইউরুপ এমরিকা । আর ভিত্তর তো পুরাই পাকিস্তান আর ইন্ডিয়া । জামাত শিবির এবং এদের প্রতিষ্টান সমুহ বয়কট করার মদ্ধ দিয়ে একদিন তাদের মেরুদন্ড আমরা ভেংগে দিতে পারার স্বপ্ন দেখছি । ইনশাআল্লাহ ।
২৬| ১৭ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:৪৯
এম আই খান বলেছেন: একটি ক্লাশের অবস্থা: কিছু ছেলের আচরণ/অভ্যাস নিম্নরূপ:
সিগারেট-মদ গাজা খায় না
মেয়েদের সাথে প্রয়োজন ছাড়া কথা বলেনা
প্রেম করেনা
স্যারদের সাথে ভাল ব্যবহারকারী
নিয়মিত নামায আদায়কারী
এরা কোন দলের হতে পারে????????
আপনার স্নেহের বোন/মেয়েটিকে বিয়ে দেয়ার জন্য যদি উপযুক্ত পাত্র চান তাহলে জামাত-শিবিরই খুজতে হবে।
২৭| ১৭ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:১৭
ডিগবাজি বলেছেন: জামাত শিবিরের প্রত্যেকের বাড়ি হাগুখানা ও আছে। যা সাফ করে আয়।
২৮| ১৭ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:১৮
তামাটেসেলিম বলেছেন: sumon3d বলেছেন:
স্পুতনিক@ পোষ্ট হইলো জামাত শিবিরের ব্যবসা প্রতিষ্ঠান নিয়া। তর পুটুতে আগুন লাগলো ক্যামনে???
ছাগুগিরি করো????
২৯| ১৭ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:২৪
পৈতাল বলেছেন: জামাত শিবির এবং এদের প্রতিষ্টান সমুহ বয়কট করার মদ্ধ দিয়ে একদিন তাদের মেরুদন্ড আমরা ভেংগে দিতে পারার স্বপ্ন দেখছি ।
৩০| ১৭ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:৩৬
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
১) ইসলামী ইন্সুরেন্স
২) ইসলামী ফাইনান্স
৩) ইয়ূর্থ গ্রুপ
৪) গ্লোবাল ইন্সফ্রাস্টাক্টার
৫) ইসলামীক টিভি
৬) ইসলামী ইউনিভার্সিটি
৭) ইসলামী টিভি
৮) হাওজিং ব্যবসায় এর ( কম করে হইলেও ২০ টা গ্রুপ আছে )
৯) আল হাজ টেক্সটাইল ( টেক্সটাইল ডাইং নিটিং কম কইরাওও ৫০ টার উপরে আছে ---সরি নাম কইতে কইলে ১০ টা পারমু তাই নাম কইলাম না ,,,,,,
পোষ্টের --- স্বপ্ন দেখেন --- ৭১ , আর , একুশে ভাই টিভির মালিকানা শেয়ার কি এদের মধ্যে অন্তভূক্ত ?
৩১| ১৭ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:৩৮
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: অনেক গুলা প্রাইভেট ইউনিভার্সিটি আছে
এমন কি সব থেকে বড় প্রাইভেট ইউনিভার্সিটি করতাছে এরা -- মেডিকেল কলেজ আছে প্রাইভেট -- লিষ্ট করেন ---
৩২| ১৭ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:৩৮
দরিদ্র তারা বলেছেন: দুবাইতে তাদের বেশ কয়েকটি প্রতিষ্ঠান আছে সাথে চট্টগ্রামে তাদের অনেক প্রোপার্টি বিজনেস ও আছে জানি একটার নাম জতটুক মনে পরে হিল্টন প্রপার্টিজ না কি জানি আরো অনেক আছে আর চট্টগ্রামে তো ১০০ এর মাঝে ৯৫টি কোচিং সেন্টার ছিদ্র শিবির ( গেলমান জামাত) এর হাতে
প্রথমে সুন্দর কথা বলে পরে সিডি প্রশিক্ষণ দিয়ে পরে টুপি পরাইয়া শয়তান বানাবে, শুয়োররা ইসলামের নাম দিয়ে ধান্ধা করে
৩৩| ১৭ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:৪১
সুদীপ্ত কর বলেছেন: দলে দলে ছাগুরা ধরা পড়তেসে। কইষ্যা গদাম..
৩৪| ১৭ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:৪৫
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
ও ও ভাই পরিবহন বোরাক -- আনন্দ -- পাশাপাশি বাহন -শতাব্দী পূবালী - সহ অনেক পরিবহন রাস্তায় আছে ---
ভাই এর নিশ্চয়ই হুন্ডা আছে ?
৩৫| ১৭ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:৫৫
রবিউল ৮১ বলেছেন: কেয়ারি লিঃ,মানারত ইন্টারন্যাশনাল স্কুল আর কনক্রিট ও যে তাদের সেটা জানতাম না।আর বাকিগুলোর ব্যপারে জানি।এই কেয়ারি লিঃ কি সেই কেয়ারি লিঃ যাদের জাহাজ কি না cox to saintmartin যাতায়াত করে?
৩৬| ১৭ ই অক্টোবর, ২০১২ দুপুর ১:১১
নাহিয়ান ব্লগ বলেছেন: গোপন নামে আরো অনেক আছে । জামাতি ছাড়া এসব জায়গায় কাজ সহজে পাওয়া জায়না । বি এন পি এর কাধে চইরা জামাত বহু কিছু কইরা নিছে ।
ধর্মের নামে ব্যবসা কইরা হারাম খাওয়ার শীর্শে এরা । সবগুলান হারামখোর।
৩৭| ১৭ ই অক্টোবর, ২০১২ দুপুর ১:১৩
ভাইরাস২০১২ বলেছেন: নিয়েল ( হিমু ) বলেছেন:জামাত শিবির এবং এদের প্রতিষ্টান সমুহ বয়কট করার মদ্ধ দিয়ে একদিন তাদের মেরুদন্ড আমরা ভেংগে দিতে পারার স্বপ্ন দেখছি । ইনশাআল্লাহ ।
সহমত।
জামাত শিবির কে ঘৃণা। তাদের প্রতিষ্ঠান বিদেশি উগ্রবাদীদের সাহায্যে পরিচালিত। আসুন প্রতিষ্ঠানগলোকে বয়কট করার মধ্য দিয়ে ঘৃণার প্রকাশ করি। আর যারা কাঠালপাতার জন্য লাফালাফি করতিছে, সামনে কোরবানি ঈদ!
৩৮| ১৭ ই অক্টোবর, ২০১২ দুপুর ১:২৭
চলতি নিয়ম বলেছেন: দি হাবলু বলেছেন: বাগানের মধ্যে কে রে ?
আমি কাঁঠালপাতা খাইনি ।
ছাগুর ম্যাতকার শোনা যাইতেছে রে । ওরে কে কোথায় আছিস ওরে ধর । ওরে ধরতে পারলে ২৭ তারিখের কুরবানির ঈদ টা ভাল যাইবে রে :
হা হা হা ...................ভাই একা কয়টা নিবেন ??
পোস্ট প্রিয়তে নিয়ে রাখলাম।
৩৯| ১৭ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:১২
ধূসর পান্ডুলিপি বলেছেন: ইউনিক বাস সার্ভিস- ঢাকা টু সিলেট
৪০| ১৭ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:২২
রোমান সৈনিক বলেছেন: ওরে কত ছাগুরে?
৪১| ১৭ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:২৭
রাশেদ হাসান নোবেল বলেছেন: s
সানরাইজ কোচিং সেন্টার চট্টগ্রাম । বুকমার্ক দিয়া রাখলাম পোন্দায়তে থুক্কু পরে আসতেছি ;-)
৪২| ১৭ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:৩৯
নুর মাহমুদ বলেছেন: ভাই এই প্রতিষ্টান গুলো কি আপনারে পুটু মারছিলো?
৪৩| ১৭ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:০৮
ওপেস্ট বলেছেন: অসুস্থ ভাবনা থেকে উদৃত পোস্ট ।
৪৪| ১৭ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:২২
রাশেদ হাসান নোবেল বলেছেন: এপিক পোস্ট । দেখিলাম তাহাদের অনেক সম্পদ প্রতিষ্টান । কেউ বলিল না এই গুলা স্থাপনের টাকা কই থিকা আইলো । নুরু সুনা তুমার পিয়ারা প্রতিস্টান দেখে জালুনি উঠলো ক্যান তুমার ত খুশি হওনের কাম ( ̄へ ̄)
৪৫| ১৭ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:২৪
রাশেদ হাসান নোবেল বলেছেন: এপিক পোস্ট । দেখিলাম তাহাদের অনেক সম্পদ প্রতিষ্টান । কেউ বলিল না এই গুলা স্থাপনের টাকা কই থিকা আইলো । নুরু সুনা তুমার পিয়ারা প্রতিস্টান দেখে জালুনি উঠলো ক্যান তুমার ত খুশি হওনের কাম ( ̄へ ̄)
৪৬| ১৭ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:৩১
রাশেদ হাসান নোবেল বলেছেন: আর একটা বড় ইঙ্কাম করে এরা ঘরে তালিম বসায়ে । ধর্ম প্রান মানুষদের বিশ্বাস কে পুজি করে এরা মাসিক চাদা তোলে । পাকি সৌদি এর পর এটায় ছিল এদের প্রধান আয় এর রাস্তা ।
৪৭| ১৭ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:৩১
রাশেদ হাসান নোবেল বলেছেন: আর একটা বড় ইঙ্কাম করে এরা ঘরে তালিম বসায়ে । ধর্ম প্রান মানুষদের বিশ্বাস কে পুজি করে এরা মাসিক চাদা তোলে । পাকি সৌদি এর পর এটায় ছিল এদের প্রধান আয় এর রাস্তা ।
৪৮| ১৭ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:৪০
রাশেদ হাসান নোবেল বলেছেন: এই সব প্রতিস্টানে চাকরি পাবার প্রধান শর্ত জামত শিবির ব্যাকগ্রুন্ড । অন্যান্য যোগ্যতা শিথিল যগ্য । এই সব প্রতিস্টান এ এরা গোপন সম্মেলনও করে হঠাত শত শত বোর্কা পরে মেয়েরা রুদ্ধদার বইঠক করে আবার সেকেন্ড এর ভিতর উধাও । ইফ দে হ্যাভ নাথিং টু হাইড দেন হোয়ায় দিস
৪৯| ১৭ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:০৯
সায়েদ রিয়াদ বলেছেন: প্রথম কমেন্টেই কেপি পজেটিব । খাপো , তুই গিয়া গোয়া আর মইত্যার ঘেটুগিরি কর । সামু তোর লাইগা না ।
৫০| ১৭ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:১১
সায়েদ রিয়াদ বলেছেন: গুড পোস্ট । এদের অর্থের উৎস শুধু এইগুলা না ।
ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স আছে ।
এদের ছোট ছোট অনেক প্রতিষ্টান আছে ।
৫১| ২১ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:৫৬
জাহিদ হাসান বলেছেন: ৪। নয়া দিগন্ত
ভাইয়া একদম সত্যি কথা বলেছেন । নয়াদিগন্ত যে ছাগুদের পত্রিকা তা অনেক আগেই আমি বুঝতে পেরেছি । তখন নয়াদিগন্ত রাখতাম । দেখলাম তাদের ছাগুগিরি সহ্যের সীমানা ছাড়িয়ে গেছে । প্রত্যেক খবরে জামাত ভালো এই খবর । শেষে সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ায় পত্রিকাটি রাখা ছেড়ে দিয়েছি । নয়াদিগন্তের কিছু দালালের সাথে ফেসবুকে আমার ব্যাপক কথা-কাটা-কাটি হয়েছিল । ছাগুদের বড় গলা । উলঙ্গ হয়ে ঝগড়া করতে আসে ।
৫২| ০৫ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:০৩
রুবেল১৯৮৭ বলেছেন: @ ভাই বিকারগ্রস্থ মস্তিস্ক ধন্যবাদ নতুন নাম দেওয়ার জন্য।
কিন্তু একুশে টিভির মালিকানা শেয়ার এদের মধ্যে অন্তভূক্ত বিষয়টি আমার জানা নাই।
কিন্তু ৭১ টিভির মালিকানা শেয়ার এদের মধ্যে অন্তভূক্ত নাই।
৫৩| ০৫ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:০৬
রুবেল১৯৮৭ বলেছেন: সব ভাইদের ধন্যবাদ।
৫৪| ০৫ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:১৩
হাছুইন্যা বলেছেন: শালার হারামীগুলাতো দেশ দখল করে ফেল্লো, এত প্রতিষ্ঠান এদের
৫৫| ০৫ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:৪৭
রুবেল১৯৮৭ বলেছেন: সৈয়দ মশিউর রহমান সাহবে, আপনি প্রশ্ন করেছেন?
১) আপনার বাবা কয়জন মানষরে কর্মসংস্থান করছেন?
উত্তর:- বুঝতে পারলাম জামাত আপনার পিতা? কিন্তু জামাতের কে আপার পিতা বলেননি। আপনার প্রশ্ন প্রমাণ করে জামাতের কে আপনার পিতা আপনি জানেন না সম্ভবত আপনার ... ও নিশ্চয়ই তা জানেন না।
২) আপনার বাবা কয়টি প্রতিষ্ঠান করেছে যে গুলোতে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়?
উত্তর:- জামাত তার প্রতিষ্ঠানে চাকুরী দিয়ে হাজার হাজার (!) ছাগল লালন পালন করে এবং প্রয়োজনে জামাতের অপরাধী রাজনীতির অপকর্মে মাঠ নামায়। এটাকে কি কর্মসংস্থান বলে? জামাত না করলে কেউ তাদরে প্রতিষ্ঠানে চাকুরী পায় না। আপনি সম্ভ্যবত এটা বেশী জাননে। কিন্তু মিথ্যাচার করছেন- আপনার অজানা-অচতেন পিতাদের রক্ষার কৌশলে।
৩) আপনি নিজে কয় জন অসহায় বৃদ্ধ প্রতিবেশীকে সাহায্য করেছেন?
উত্তর:- আপনি নিজে কয়জন বৃদ্ধ প্রতবিশেদিরে সাহায্য করেছেন- বলেনি কেন? কাউকে সাহায্য করে ডোল বাজাতে আমি পছন্দ করিনা- হিসাবটিও আপনাকে দেবার মত যোগ্যতা আপনার নেই। আপনার ব্যবহৃত ভাষা তাই প্রমাণ করে। আপনার ব্যবহৃত ভাষায় ক্ষুব্ধ হয়ে আমি কিছু বাজে শব্দ ব্যবহার করেছি মাত্র- এ জন্য দুঃখিত।
জামাতের কোন প্রতিষ্ঠানই বাংলাদেশের স্বার্থ রক্ষা করার মানসে প্রতিষ্ঠিত করা হয় নি- সমাজ ও রাজনীতিতে প্রভাব বিস্তার করার প্রয়োজনে মানব কল্যাণের নামে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টায় জামাত তার সকল প্রতিষ্ঠান বানিয়েছে। জামাত তার প্রতিষ্ঠিত ও নিয়ন্ত্রিত সকল প্রতিষ্ঠানের অর্থ দিয়ে বাংলাদেশবিরোধী কর্মকান্ড পরিচালনা করে (অবৈধভাবে লক্ষ লক্ষ ডলারের বিনিময়ে মীর কাশেম আলীর লবিষ্ট নিয়োগ তার একটি ক্ষুদ্র উদাহরণ মাত্র)। সবশেষে বলতে বাধ্য হচ্ছি- আপনি নিজেই জামাতের উচ্ছিষ্টভোগী একজন ছাগল- আপনি আপনার লেখায় তা প্রমাণ করেছেন। স্বাধীনতা বিরোধী, বাঙালির চেতনা বিরোধী কোন ছাগলদের স্থান বাংলাদেশের মাটিতে আমরা দেব না।
৫৬| ০৫ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:৫৪
শফিউল বাসার বলেছেন: নিয়েল ( হিমু ) বলেছেন: নজিবুল্লাহ@ ঠিক কৈছেন । সিলেটে ইবনে সিনা হসপিটালের মত একটাও নাই । এইটার দরজার সামনে গিয়া খারাইলে একা একাই দরজা খুইলা যায় পুরাই ইউরুপ এমরিকা । আর ভিত্তর তো পুরাই পাকিস্তান আর ইন্ডিয়া । জামাত শিবির এবং এদের প্রতিষ্টান সমুহ বয়কট করার মদ্ধ দিয়ে একদিন তাদেরমেরুদন্ড আমরা ভেংগে দিতে পারার স্বপ্ন দেখছি । ইনশাআল্লাহ ।
আপাতত দুইটাই একাউন্ট আমার হাতে আছে তাই একি কমেন্ট দিয়ে একটা হিট বাড়ায়া গেলাম
৫৭| ১১ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:২২
নীল_কষ্ট বলেছেন: সামুতে নতুন পাগলের আমদানি । তবে এটি যে সুমন ৩ডি নামক হালার পুতের ব্লগ সোট কিন্ত নিশ্চিত।
মনে রাখিস এসব প্রতিষ্ঠান বন্ধ বা বয়কট তোর চোদ্দ পুরুষের পক্ষেও সম্ভব না।
তোরা গলাবাজি কর, আর আমরা মজা লুটি , বালের পুত
৫৮| ১১ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৩০
পুদিনা পাত০০৭ বলেছেন: @রুবেল১৯৮৭ সহমত।
৫৯| ১২ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:০৮
এস এম সাইদুর রহমান বলেছেন: প্রতিষ্ঠান গুলো যদি দেশ গঠনে সাহায্য করে তাহলে সমস্যা কোথায়?
৬০| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫১
কাব্যহীন রেওয়াজ বলেছেন: প্রিয়তে নিলাম।
বি.ডি ফুডেরটা জানতাম না...। লেখককে ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:২৯
ভাইরাস২০১২ বলেছেন: গ্রেট পোষ্ট!