![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই ছোট বেলা থেকে শুনে এসেছি ---
ভালোবাসা দিয়ে পৃথিবীও জয় করা যায়।মোটিভিশনের বই পড়ে ইতিবাচক মনোভাব ধারন করেছি। ইতিবাচক মনোভাব এর কারনে অনেক ক্ষেত্রে ঠকেছিও তারপরও আজো ইতিবাচক মনোভাবকে ছাড়তে পারিনি।
ভাল ব্যবহার দিয়ে কি সত্যি সবাইকে জয় করা যায়?
বিপথে যাওয়া মানুষ গুলি কি সব সময় ভাল কথা বুঝে?
সত্যেই সুন্দর কিন্তু সেই সত্য প্রতিষ্ঠা করতে সব সময় সঠিক পথই কি সঠিক হয়?
যেমন ধরুনঃ একটি বাচ্চা হামাগুড়ি দিয়ে হারিকেনের আলো ধরতে চায় !! আপনি বারবার তাকে ফিরিয়ে আনছেন । যতবারই তাকে নিয়ে আসছেন ততবারই সে নব উদ্যমে ছুটে যাচ্ছে। আপনি তো জেনেছেন ওটা ধরলে তার হাতে ফোসকা পড়তে পারে কিন্তু বাচ্চাটি জানে না। আপনি কতক্ষন তাকে পাহারা দিয়ে রাখবেন?
ঐ বাচ্চাটির একটি অদম্য বাসনা রয়েই যাবে। আপনার অগোচরে সে সুযোগ পেলেই ধরবে হারিকেনের আলো তখন বড় কোন দুর্ঘটনা যে ঘটবে না তার নিশ্চয়তা কে দেবে?
এক্ষেত্রে আপনি তাকে বারবার সরিয়ে না দিয়ে বরং তার আঙুলটি ধরে হালকা করে হারিনের গ্লাসে স্পর্শ করিয়ে দিন। সে যখন বুঝবে এটি গরম তাহলে আর জীবনেও আপনার অনুপস্থিতিতেও হারিকেন ধরবে না।
উদাহরণটি দেবার কারণ হলো, কিছু অপরাধের ক্ষেত্রেও এমন যে মাফ করা ঠিক হবে না। যদিও ক্ষমা করা মহৎ গুন। কিন্তু কিছু ক্ষমা তাকে ঐ কাজে উৎসাহ দেয়।
তাই একান্তই আমার মত ভুলের ক্ষমা অবশ্যই থাকবে তবে তা সহনীয় শাস্তির পরে।
যার যার ভাবনা তার তার কাছে।
আমার ভাবনা একান্তই আমার।
©somewhere in net ltd.