![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি বলেছেন - 'আমার স্ত্রীর জায়গা বাড়ির রান্নাঘরে আর আমার বেডরুমে।'।
উনি একটি দেশের প্রেসিডেন্ট। উনার শিক্ষা, জ্ঞান, অভিজ্ঞতা এসবের কি কমতি আছে? নাকি উনার মধ্যে মানবতার অভাব আছে? অথচ উনি প্রচন্ড অমানবিক ও চরম আপত্তিকর উক্তিটি করে বসেছেন! এই উক্তি দিয়ে বুঝিয়ে দিলেন তার দৃষ্টিতে নারীর স্থান কোথায়?!
যেখানে তিনি তার স্ত্রীর বেলায় এমন মন্তব্য করেছেন সেখানে বুঝতে বাকী থাকেনা অন্য নারীদের ক্ষেত্রে উনি কতটা মানবিক!
বলি অনেক শিক্ষিত আর জ্ঞানের অধিকারী হলেই শুধু মানুষ হওয়া যায় না, মানুষত্ববোধও থাকা লাগে।
শিক্ষিত হওয়া মানে সার্টিফিকেটধারী হওয়া তা এই প্রেসিডেন্টের কথায় স্পষ্ট। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল। এমন প্রেসিডেন্টের চেয়ে মূখ্য মানবও ভাল। কারণ, মূখ্য অন্তত আবোল তাবোল বলে দেশ এবং বিশ্বের জন্য এতটা ক্ষতিকর হয় না।
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪৩
উম্মু আবদুল্লাহ বলেছেন: আপনার কথা মেনে নিতে পারলাম না। বুহারির স্ত্রী প্রেসিডেন্টের রাষ্ট্রীয় কাজে নাক গলাতেন। এতে বিরক্ত হয়ে বুহারি এই মন্তব্য করেন। মনে রাখা দরকার বুহারির স্ত্রী নির্বাচিত প্রেসিডেন্ট নন।
আমেরিকাতে বিল ক্লিনটন নির্বাচিত হবার পরে ফার্স্ট্ লেডি হিলারী ক্লিনটন হেলথ কেয়ারের দায়িত্ব নেন। আম জনতা এটা পছন্দ করেনি। হিলারী এর জন্য বহু সমালোচনা শোনেন। মানুষ একটি কথাই তখন বলত, "হু ইলেক্টেড হার?" নির্বাচনের আগে হিলারী বারবারাকে ইংগিত করে বলতেন, "আমি রান্নাঘরে বসে কুকি রান্না করিনা।"