নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যই সুন্দর

জয়িতা জামান

জয়িতা জামান › বিস্তারিত পোস্টঃ

খোলা চিঠি

৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৪৯

প্রিয় সমাজ

আমি একজন অসহায় বিবেকবান পুরুষ।আমি সুস্থ্য--সবল পুরুষ।আমারও কামনা আছে। নারীর শরীরের প্রতি আমারও আছে আকর্ষণ। কেননা,নারীদেহের প্রতিটি বাঁক,ভাঁজ আমাকে বিমোহিত করে, বিমুগ্ধ করে। তাই বলে আমি অসুস্থ নই,অসভ্য নই। যদিও নারী দেহ আমাকে প্রলুব্ধ করে তাই বলে আমি রাস্তা-ঘাটে,পথে--প্রান্তরে, জনসম্মুখে সেই নারীদের শুনিয়ে শুনিয়ে নারীদেহের বিশেষ কোন অংশের প্রশংসা করিনা। বিশেষ কোন অংশের সাইজ চোখ দিয়ে মেপে দেখিনা । আমি সুযোগ পেলেই নারীদেহের উদ্ধত অংশে দাঁতের কামড়ে রক্তাক্ত করিনা। আমি নখের আচড়ে নারীর মুখ ক্ষত-বিক্ষত করিনা।

তুমি কি শুনতে পাচ্ছো ?
আমি জানোয়ার, হায়েনা নই। আমি সত্যিই একজন মানুষ। আমার ঘরে মেয়ে নেই বলে ৫ বছরের শিশু দেখলে আমার ভাগ্নির কথা মনে পড়ে। পথেঘাটে যুবতী মেয়ে দেখলে আমি আমার বোনকে দেখতে পাই। বিশ্বাস করো, আমি সবার মতো নই। কিন্তু আজ আমি বড্ড অসহায়। তুমিই বলো, বিকৃত পুরুষ এর সংখ্যা কম নয় কি ? তাহলে কেন সবাই এক কথায় বলে, পুরুষ ছি! আমি তো সকল ঘটনার কারনে মর্মাহত, ব্যথিত।

এতো খুন,ধর্ষন,রাহাজানি, অন্যায়,অপরাধ চোখের সামনে ঘটতে দেখেও আমি এর কোন প্রতিরোধ বা প্রতিকার করতে পারিনা।। কেন পারিনা সেই ব্যর্থতা আমাকে প্রতিনিয়ত কাঁদায়!!

তুমি বিশ্বাস করো আমি মানুষ । সৃস্টির সেরা হয়েও আজ ব্যর্থ। আজ এ পৃথিবীতে নিজেকে বড় অযোগ্য এবং বেমানান মনে হচ্ছে। তাই ক্ষমা চাওয়ার মতো মনোবলও আমার হারিয়ে যাচ্ছে । সত্যি আমি এক অসহায় মানুষ!!!

আমার আর কিছু বলার নেই।

ইতি

আমি এক হতভাগ্য পুরুষ কিন্তু মানুষ

[লেখকঃ নাম প্রকাশে অনিচ্ছুক]

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৪৯

কানিজ রিনা বলেছেন: তবে আমার দেখা এক ষাট বছরের বুইড়া
লোকটা দুর্দান্ত বহুহামী প্রচন্ড ব্যভিচারী সে
এবয়সে সাতাশ বছরের এক চাকরানী সাদী
করেছে। চাকরানীর আবার সাত বছরের এক
মেয়ে সাথে আছে। দুই তিন বছরে বয়োসন্ধি
হবে,ভাবছি মেয়েটি বইড়ার ব্যভিচারী থেকে
রক্ষা পাবে নাকি। লোকটা মদ ইয়াবা খায়।
যদি তাই হয় চাকরানী প্রতিবাদ করবে কিনা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.