![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে জয়িতা জামান দেখছেন এটি আমি নই। আমার ছদ্দনাম। যেটা কিনা আমার চরিত্রের সাথে বেমানান। আমি অত্যন্ত ক্ষোভের সহিত বলছি-----এই ব্লগে আমার আরেকটা আইডি আছে। ভাল লাগছিল ব্লগে এসে। তবে হঠাত দেখি ব্লগে লেখা যাচ্ছে না। ব্লগ কর্তৃপক্ষ বলছেন তিনদিনের জন্য আপনাকে সাসপেন্ড করা হল। ঠিক আছে অন্যায় করলে তার শাস্তিও আছে। আমার অপরাধ কি? আমার লেখা নাকি কপি পেয়েছে। ভাল কথা। আমাকে প্রশ্ন বা জবাদিহিতার কোন সুযোগ না দিয়েই আমাকে কর্তৃপক্ষ এটি করতে পারেনা বলে আমি মনে করি। আর যদি করেও থাকেন তবে আমি মেনেও নেব। কেন আমাকে তিন দিন পর লেখার সুযোগ দিচ্ছে না? কারন কি? অপরাধের ক্ষমা তো স্বয়ং খোদাও করেন তবে আপনি এমন কি যে এই অপরাধের ক্ষমা নেই? আমি মনে করি এটি এই ব্লগের অহংকার। আর অহংকার পতনের মূল। আজকের পর চাইলে আপনি আমার এটাকেও যা ইচ্ছা তা্ই করতে পারেন।
শুধু একটি কথা-----আপনার বল্গ একারনেই হয়ত বেশ নাম করেছে কারন আমার মতো হাজার হাজার ব্লগার এখানে লিখছে।
দেখায় বা বোঝায় বা জানায় বা লেখায় ভুল থাকতে পারে। জরুরী নয় আপনি যেটা বুঝেছেন সেটাই সঠিক। ধন্যবাদ।
আড়ালে থেকে প্রকাশ আমার ভাল লাগে না।
আজ নিজেকে মুক্ত মনে হচ্ছে।
জয় হোক আপনার।
২| ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৬
কানিজ রিনা বলেছেন: ঋদ্ধ ব্লগার হাসান মাহব,তাহার সরল স্বীকার
পোষ্ট, আমিত জানি ব্লগে অনেক নাস্তিকরাই
অনেক নিক ব্যবহার করে। তাছারা সরল
মানুষ কেন অনেক নিক প্রয়োজন। রহস্য
থেকেই যায়। আবার সহজ সরল স্বীকারক্তি
চোখে আঙুল দেওয়া নয় কি?
যেমন অসংখ্য নামে অপ্সরা আছে।
৩| ০২ রা নভেম্বর, ২০১৬ ভোর ৪:১৩
রক্তিম দিগন্ত বলেছেন:
কপি পেস্টের জন্য ধরা খেয়ে ব্যান হয়েছেন। সেটা বলতে হয় - অপরাধ অনুযায়ী শাস্তি পেয়েছেন। যদি অপরাধ নাও করে থাকেন - তাহলেও তিনদিন খুব বেশি কিছু না।
কিন্তু তিনদিনের বেশি সময় চলে যাবার পরও ব্যান না ছুটানোর কারণটা হতে পারে - সার্ভার সমস্যা। নতুন সার্ভারের কারণে বেশ কিছু সমস্যাই হচ্ছে।
ব্লগকে নিয়ে অভিসম্পাত করার আগে সেগুলো জেনে নেওয়া উচিৎ ছিল।
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৬ রাত ১১:৩২
আহমেদ জী এস বলেছেন: জয়িতা জামান ,
নিজের ক্ষোভের কথা বলেছেন । এ ও বলেছেন , ব্লগে আপনার আরেকটা আইডি আছে । এরকম মাল্টি নিক নিয়ে আছেন অনেকেই । আমি এদের সবার কাছে একটিই প্রশ্ন রাখতে চাই , যদি সৎসাহসের সাথে ব্লগিং করার ইচ্ছে থাকে তবে মাল্টি নিকের প্রয়োজনটি কি ? অন্য কোন উদ্দেশ্যে ?
ছদ্দনাম তখনই নিতে হয় যখন নিজের উপর আস্থার ঘাটতি হয় । অবশ্য বিখ্যাত অনেক লেখকই প্রথমে ছদ্দনাম ব্যবহার করে
সে নামে ধন্য হয়েছেন । করেছেন, কাউকে অসম্মান করার খারাপ উদ্দেশ্যে নয় । নিজের স্বকীয়তা বজায় রাখার মানসিকতা নিয়ে। এই ব্লগে আমরা কি তাদের মতো ভালো লেখার জন্যে নিবেদিত মানসিকতা ধারন করি ? মনে হয় না করি ! সমস্যাটি এখানেই । মাল্টি নিকদের দেখলেই আমরা সাধারন ব্লগাররা ভয় পাই । আবার এদের মধ্যে কারো কারো কাজের জন্যে সব মাল্টি নিকধারীরাই ভয়ের প্রতীক হয়ে দাঁড়ান । এ প্রসঙ্গে ঋদ্ধ ব্লগার হাসান মাহবুবের একটি সরল স্বীকারোক্তিমূলক পোস্ট আছে , দেখে নিতে পারেন সবাই ।
লিখেছেন - জরুরী নয় আপনি যেটা বুঝেছেন সেটাই সঠিক। হয়তো ! কিন্তু যুক্তি বলে , যা ভেবেছি সেটা সঠিক হবার সম্ভবনা সবচেয়ে বেশী ।
আপনার এই উপলব্ধিটি হয়েছে জেনে ভালো লাগলো - আড়ালে থেকে প্রকাশ আমার ভাল লাগে না।
এবারে স্বনামে আপনাকে দেখতে পাবো তো ?