নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয়দীপ বিশ্বাস

হুম

জয়দীপ বিশ্বাস › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা আর ভালবাসি

১৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৩০

ভালবাসা আর

ভালবাসি এর মধ্য অনেক

না!

অনেক অনেক

না!

অনেক অনেক অনেক পার্থক্য আছে।।।।।।



কেও হয়তো দূর থেকে

আবার কেও হয়তো খুব কাছ থেকে তার প্রিয় মানুষটিকে ভালবাসে.....

ভালবাসা শুধু এক অপরিচিত মানুষ এর সাথে নয়...

ভালবাসা হলো যে ভালবাসতে জানে....



তাকেই

ভালবাসবো যে ভালবাসার সঠিক মর্যাদাটা দিতে পারে..





আজকাল আমরা প্রায়ই ব্রেক আপ নামক জিনিসটা শুনে থাকি!!!

ব্রেকাপ!

এটা কি?

উ: এটা হলো এমন একটি শব্দ যাহ এক অপরিচিত মানুষ এর সাথে পরিচিত হওয়ার মাধ্যমে তাদের গভীর সম্পর্ক স্থাপন করে...

যখন সেই মানুষ এর মধ্য যেকোনো একজন অন্য আরেকজন মানুষ এর সাথে গভীর মিতালি বা সম্পর্ক স্থাপন করতে চাই তখন তার আগের প্রিয় মানুষটিকে ছেড়ে চলে যায়....

এখানে আমি মানুষ মানুষ বলছি....

কেন?

আজকাল সত্য বলার সাহস কেও রাখে না....

তবুও আমার মতো দামাল ছেলেরা সেই সাহস রাখে!!

:-D

না মানে ইয়ে একটু পার্ট দেখলাম....!



হুম

কোথায় ছিলাম!!



যখন মানুষটি ছেড়ে চলে যায়....

তখন আরেক মানুষটি গভীর ভাবে শোকাহত হয়...

আমাদের ক্ষেত্রে এমনটা ঘটে...

এর মেইন চরিত্র হলো মেয়ে!!!



আমরা প্রায় দেখতে পায় মেয়ের কারনে হেন আর তেন.....

প্রায় খবরের কাগজে পড়ি

"একটা মেয়ের কারনে ছেলেটি করল আত্মহত্যা!!!!"



হুম তারপর

আর কি ছেলেটি

খারাপ পথে এগয়ে যায়

সিগারেট নিয়ে দুটা টান দিয়ে রাস্তায় কারো উপর মনোযোগ না রেখে হাটতে শুরু করে.....



ভাই!!!

কেন!!!

যার ফলে কষ্ট পায় তোমারই মা বাবা!!!

যে তোমাকে ১০ মাস পেটে রেখেছে আর যে ১০ মাস তোমাকে কাঁধে তুলে ঘুরে বেড়িয়েছে

যে মা তোমাকে ভাত খাবিয়ে মানুষ করেছে তাকেই তুমি কষ্ট দিচ্ছো!!!



থাক!!!

আমার বলে কিছু হবে না!!

বলেই বা কি লাভ!!

যে লাউ সেই কধু!!!



কিচ্ছুই করার নেই...

আসহায়!

আমি!

তুমি!

আর

তোমার মা বাবা!!!









না মানে ইয়ে!!!

একটু আবেগি হয়ে গেছি আর কি!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.