![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুম
ভালবাসা!
এই উঠতি বয়সে ভালবাসাটা তেমন কোন
ব্যাপারই না!
এটা একজনের সামাজিক অধিকার!
তবে এই সামাজিক অধিকারের জন্য
দুইজনেরই মত লাগে....
কিন্তু যদি কারও যদি মত পোষনে মানা করে
তবে
he/she ভালবাসার সামাজিক অধিকার
থেকে বঞ্চিত হন....!!!
তবে সমস্যা নাই! বাংলাদেশ এ ভাল
মানুষের অভাব নেই....
কিন্তু একটাই খারাপ লাগে যখন পুরোনো
স্মৃতি গুলা মনে পড়ে.......
তখন he/she ভালবাসার অধিকার এর পথে
বাধা বিঘ্ন হয়ে
দাড়ায়!
আজকাল প্রায়ই দেখি তার ভালবাসা
প্রকাশ করার জন্য
ডিসি হিল, সি আর বি আরও প্রায়ইই জায়গায়
যাই....
ওইদিন দেখলাম একদা এক
ছেলে মেয়ে চুম্মা চাটি করতেছে!
এটাই কি ভালবাসা!!!!!!!!!!!
এটাই তাহলে ভালবাসারর প্রকাশ!!!
বাট অনেক্ষন চিন্তার মধ্য দিয়ে দেখলাম
না এটা ভালবাসা হতেই পারে না!!!
ওই ছেলে মেয়ের শুধু তাদের শারীরিক
দেহটাই চাই!
আর কিছু না!!!!
এটা কে ভালবাসা বলে কিনা
আমার তাতে কোনই যায় আসে না!!!
এটা তাদের সামাজিক অধিকার!
হুম!
ভালবাসা!
যখন কোন ছেলে বা মেয়ে তাদের
ভালবাসা একজন আরেকজনরে প্রকাশ করে
তখন তারা হ্যা বলে
তখন তারা বলে আমরা দুজন দুজনরে
ভালবাসি
আবার যখন অন্য কোন কারন নিয়ে
কোন বন্ধুর কথা শুনে তাকে যদি ছেড়ে দেয়
মানে ব্রেকাপ করে তখন তুমি তাকে কি
বলবে....
।।
ভালবাসা????????
আসলেই কি!!!
ভাও আমি এত কিছু বুঝি না
আমি ভালবাসা জিনিষটা কি??
তাই ভালবাসা জিনিস টা কি
কেও যদি বলতে পারস ভাই বলিস?
ক্রিয়েটিভিটি টু নো!!!
দেখ ভাও!!!!
কেও যদি মনে করে আমি ভালাবাসার
শোকে
তাবায় চ্যাকা খেয়ে বা প্রেমে পড়ে
স্ট্যাটাসটা দিসি
তাহলে সে আঁতেল ছাড়া আর কিছুই না!!!!!
যাক অনেক আবেগী হয়ে গেলাম!
এতক্ষন পড়ার জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.