নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বার্থপর জয়

জয় সুমন

একা থাকারও অন্য রকম মজা আছে । আসলে আমি আলোর চেয়ে অন্ধকার বেশি পছন্দ করি । রাত এ একা একা জাগতে অনেক ভাল লাগে ।

জয় সুমন › বিস্তারিত পোস্টঃ

নিরব ভালবাসা (রিমির গল্প )

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৮

আজ ২১৷

এখনো নয় দিন??

২৪ ঘন্টার দিনগুলো যদি ২০ ঘন্টা করে হতো তবুও একটু খরচ কম হতো৷

চিন্তা কম হতো৷



কালকে ২২৷

রিমির জন্মদিন৷

পকেটের অবস্থা খুব......৷

ওকে কিছু দিতে হবে৷

অন্তত ও যা দিয়েছিল তার থেকে দামি৷



ভেবেছি একটা রিং দেবো৷

এই ২১দিন সিগারেট না খেয়ে টাকাগুলো জমিয়েছি৷

বেশ কিছু টাকা হয়েছে৷

একটা সিগারেট ৯টাকা৷

দৈনিক ৪/৫টা খেতাম৷

এই একুশ দিনে একটা সিগারেটও মুখে পুড়িনি৷



এখন রাত ১১টা,

ওর সাথে আজ একবারও কথা হয়নি৷

আমি জানি আমাদের মাঝে যা কিছু ভুল হবে সব দোষ আমার আর যা কিছু ঠিক হবে সব ক্রেডিট ওর৷

চুপচাপ থাকি৷

কিছু বলি না৷

ওকে জয়ী দেখতে ভালো লাগে৷



১২:১০৷ওকে

উয়িশ করবো৷

হায়!ফোনে টাকা নেই৷



ভালোবাসো আর নাইবাসো শুধু তোমায় ভালোবাসতে.......

-হ্যালো

-কি ব্যাপার??

-সরি,সরি,ফোনে টাকা ছিলো না,ধার আনব ভাবছিলাম আর তখনই তোমার ফোন......

-হইছে,আর বলতে....

-I love u rimi,,

হঠাৎ এই শব্দ গুলি কেমন যেন আবেগী করে তুলল রিমিকে,,চুপ করে চোখের জল জড়লো নীরবে৷

আর কথা না বাড়িয়ে ফোন কেটে দেয় রিমি,

তার কিছু সময় পর মেসেজ সরি৷



কোনো রিপ্লায় দেয় না রিমি৷

ও আজ অভিমান করেছে,

গভীর সে অভিমান,

পাহাড় সমান৷

কিন্তু রাহিবের ভালোবাসার কাছে তা নিতান্তই অসহায়৷

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৪

রসায়ন বলেছেন: আরো ডিটেইলস লিখেন ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.