![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিশীথিনী,
তুমি কি এখনো রাত জাগো,
রাতের নিস্তব্ধতা কি এখনো তোমার ঘরে আসে,
একাকি রাতগুলোতে কি আমায় এখনো মনে পড়ে,
নিশীথিনী,
তুমি কি এখনো জোছনা দেখো,
পূর্ণিমার চাদটা দেখে কি এখনো কাউকে গান শোনাও।
নিশীথিনী,
আমার রাতগুলোতে তোমায় এখনও খুঁজি আমি,
খুজে খুজে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি,
তখন তুমি স্বপ্ন হয়ে আসো,
আলোকবর্ষ দূরে থেকেও তোমাকে খুজে পাই আমি,
আমার মনে,আমার স্বপ্নে,আমার কবিতায়
২৬ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৯
নীল কৃষ্ণগহ্বর বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৫৫
যোগী বলেছেন:
ফাউল কবিতা বন্ধ করা যায় না?
২৬ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২০
নীল কৃষ্ণগহ্বর বলেছেন: যাহা আপনার কাছে ফাউল তাহাই আমার জীবন
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৩৫
সরদার হারুন বলেছেন: হারয়ে গেছে সে কোন অন্ধকারে হায়
তাই আলো জ্বলেনা তোমার ঘরে সন্ধ্যা
বয়ে যায় ।
তোমার মতো শত শত লোক
তারাও পেয়েছে এমনি শোক।
২৬ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২১
নীল কৃষ্ণগহ্বর বলেছেন: ভাল লাগল
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৩
অপূর্ণ রায়হান বলেছেন: ভালোই।
শুভকামনা
২৬ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২২
নীল কৃষ্ণগহ্বর বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০০
দ্যা লায়ন বলেছেন: খুব সরলতায় সুন্দর একটা কবিতা
ধন্যবাদ শেয়ার করার জন্য
ভালো থাকবেন
২৬ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৩
নীল কৃষ্ণগহ্বর বলেছেন: আপানাকেও ধন্যবাদ, আপনিও ভাল থাকবেন
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:২৩
তানজীব তন্ময় বলেছেন: অসাধারন লাগলো । .....আমার রাতগুলোতে তোমায় এখনও খুঁজি আমি,
খুজে খুজে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি,
তখন তুমি স্বপ্ন হয়ে আসো,