নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

আমাকে কী তোমার ভালো লাগবে?

১২ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৪৮


আমি ঘুমাই দু:খ ভোলার জন্য
আমি তামাটে রোদে পুড়ি পাপ মোছার জন্য
আমি যে মঞ্চ নাটকে বাস করি
টানাপোড়েন, শোষণ, বেঁচে থাকার লড়াই
এ সব কিছু ই সে নাটকের শেষ কথা।
শেষ পর্যন্ত আমাকে কী তোমার ভালো লাগবে?

আমি হারিয়ে যাই নিজেকে খুঁজে পাওয়ার জন্য
আমি মর্মন্তুদ জীবনেও ইস্তফা দেই নি কবিতা লেখাতে
আমি বেশি উন্মুক্ত হতে পারি নি
বেশি উদার হতে পারি নি
যেখানে সেখানে জীবনের সব অর্গল খুলে দিতে পারি নি ।
শেষ পর্যন্ত আমাকে কী তোমার ভালো লাগবে?


আমি ইচ্ছের বিপরীতে চলে যাই দাসত্বের দায় শোধের জন্য
আমি কৌশলের খেলা খেলি না
বিশ্বাস ও মূল্যবোধের যুদ্ধ করি
মৃত্যু পরোয়ানায় সিগনেচার করে রাখা এই বোনাস জীবনে একবার তোমার দেখা পাওয়ার অপেক্ষায় রয়েছি।
শেষ পর্যন্ত আমাকে কী তোমার ভালো লাগবে??

মন্তব্য ৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: পুতু পুতু টাইপ কবিতা লিখলে হবে না। এসব কবিতা মানুষের হৃদয়ে ছাপ ফেলে না। আপনাকে নজরুলের মতো জ্বালাময়ী কবিতা লিখতে হবে।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২৭

মাসুদ রানা শাহীন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনি যে রকম কবিতা চাইছেন সেটা নিজে লিখলেই তো পারেন। কে কেমন কবিতা লিখবে সেটার পিছনে না দৌড়ে নিজেই জ্বালাময়ী কবিতা লিখে ফেলুন যত খুশি মন চায়।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৩৪

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার লাগলো

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৩২

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:১৫

আলামিন১০৪ বলেছেন: ছেড়ে দেন, যে ফিরে আসার এমনিতেই আসবে, আর যদি না আসে বুঝবেন, এটাই আপনার জন্য মঙ্গলকর। প্রেম কিভাবে মানুষকে তিলে তিলে শেষ করে দেয়, তা চোখের সামনে দেখেছি...প্রেম না করে বিয়ে করেন। আর বিয়ের পর ভালোবাসার কবিতা লিখুন। আইনে প্রেমের বয়স আর বিয়ের বয়সের এক করা উচিত। কত বালক বালিকা দেখলাম প্রেমের নেশায় চুর হয়ে রয়েছে..ছোয়া-ছুয়ি থেকে রুম ডেট করলেও আইনে তা অবৈধ না। অথচ বিয়ে করলেই, শ্রীঘর। চুশীলরা চোখে ঠুলি মেরে বসে আছে..

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৪৪

মাসুদ রানা শাহীন বলেছেন: আলহামদুলিল্লাহ আমি বিবাহিত বেশ কয়েক বছর থেকে। বিবাহিত অবস্থায় সব ধরনের কবিতাই লিখছি। এটাকে পারসনাল হিসেবে না দেখে সামগ্রিক ভাবে দেখাই ভালো।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:০৭

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.