![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ
আমি ঘুমাই দু:খ ভোলার জন্য
আমি তামাটে রোদে পুড়ি পাপ মোছার জন্য
আমি যে মঞ্চ নাটকে বাস করি
টানাপোড়েন, শোষণ, বেঁচে থাকার লড়াই
এ সব কিছু ই সে নাটকের শেষ কথা।
শেষ পর্যন্ত আমাকে কী তোমার ভালো লাগবে?
আমি হারিয়ে যাই নিজেকে খুঁজে পাওয়ার জন্য
আমি মর্মন্তুদ জীবনেও ইস্তফা দেই নি কবিতা লেখাতে
আমি বেশি উন্মুক্ত হতে পারি নি
বেশি উদার হতে পারি নি
যেখানে সেখানে জীবনের সব অর্গল খুলে দিতে পারি নি ।
শেষ পর্যন্ত আমাকে কী তোমার ভালো লাগবে?
আমি ইচ্ছের বিপরীতে চলে যাই দাসত্বের দায় শোধের জন্য
আমি কৌশলের খেলা খেলি না
বিশ্বাস ও মূল্যবোধের যুদ্ধ করি
মৃত্যু পরোয়ানায় সিগনেচার করে রাখা এই বোনাস জীবনে একবার তোমার দেখা পাওয়ার অপেক্ষায় রয়েছি।
শেষ পর্যন্ত আমাকে কী তোমার ভালো লাগবে??
©somewhere in net ltd.