![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হেটে গিয়েছি সেই চেনা পথ ধরে,
চেনা পথের মাঝে আজ অচেনা তুমি,
পাইনি খুজে তোমায়,
তপ্ত সূর্য আমায় করেছে ঘর্মাক্ত,
তবু দমিনি,
এগিয়ে গিয়েছি তোমায় দেখব বলে,
তোমার ঘরের বন্ধ জানালার দিকে চেয়ে রয়েসিলাম,
ওপাশে আছো জানি আমি,
তবু ডাকতে পারিনি,
তবু আশা ছিলো মনে,
অন্য অনেকবারের মতো হবে কাকতালীয় দেখা
হয়নি
তাই ফিরে এলাম ব্যাস্ত সময়ে,
শেষে তোমার কণ্ঠস্বর শুনে তৃপ্ত হয়েছি,
মন ভরে উঠেছে অজানা খুশিতে
০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৫
নীল কৃষ্ণগহ্বর বলেছেন: আপনাকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৪
সেলিম আনোয়ার বলেছেন: অজানা খুশিতে মন ভরেছে জেনে ভাল লাগলো ।