![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশি কিছু তো চাইনি আমি
শুধু চেয়েছি আমার নির্ঘুম রাতে
কেউ আমায় ঘুমাতে বলুক ।
শুধু চেয়েছি কোন এক রাতে
সেও হোক আমার নির্ঘুম সাথি।
চেয়েছি আমার রাতগুলোতে কেউ আমায়
শুভ রাত্রি জানাক ।
বেশি কিছু তো চাইনি আমি
একটু রঙ্গিন স্বপ্ন দেখতে চেয়েছি কাউকে নিয়ে ।
বলতে চেয়েছি ভালবাসি তোমায় ।
আর এক সাথে দেখতে চেয়েছি জোছনা ।
চেয়েছি অমাবস্যার রাতে ভুতের ভয় দেখাতে ।
বেশি কিছু তো চাই নি আমি
চেয়েছি তোমার হাত টা ধরে একটুখানি হাটতে ।
একসাথে কিছু মধুর সময় কাটাতে ।
চেয়েছি তোমার চোখে চোখ রাখতে ।
এক সাথে তোমার প্রিয় খাবার খেতে ।
বেশি কিছু তো চাই নি আমি
চেয়েছি কেউ আমার কবিতাগুলোর শিরোনাম দিক ।
কবিতাকে হৃদয় দিয়ে পড়ুক ।
আর কবিতার ভেতর আমার কষ্ট বুঝুক........................
০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:৪৩
নীল কৃষ্ণগহ্বর বলেছেন: নির্মলেন্দু গুনের ছায়া
হ্যাপি নিউ ইয়ার
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২২
অপূর্ণ রায়হান বলেছেন: একটা বিখ্যাত কবিতার ছায়া দেখতে পাচ্ছি।
যাই হোক, হ্যাপ্পি নিউ ইয়ার