![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতবার তোমায় মনের খাচায় ভেবেছি করব বন্দি
কিন্তু খাচার মুখ কখনও রাখিনি বন্ধ
তুমি ইচ্ছামত এসেছ আবার ইচ্ছামত গেছও চলে
তোমায় হাতের মুঠোয় নিয়েছি যতবারই
দূর আকাশের পানে দিয়েছ পাড়ি
আমি দিগন্তের পানে খুজেছি তোমায়
অপেক্ষায় ছিলাম তুমি কখন আসবে আবার
হয়তো আর আসবেনা কখনই
বলতেও পারিনা তোমায় ছাড়া পারবনা
দাওনি সেই অধিকারটুকুও
কোন এক বিকালে দেখব
তুমি আর তোমার কপোত
ভেবে নেব গেছ মরে তুমি
তোমার সাথে আমিও
হেটে চলে যাব ওই সাগরে
সমুদ্রস্নানে করব অবগাহন
চোখের জলে কি স্নান করা যায়
যায় নাকি , জানলে বলোতো..................
১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৬
নীল কৃষ্ণগহ্বর বলেছেন: ধন্যবাদ
২| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০২
নিলু বলেছেন: ভালো
১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৪
নীল কৃষ্ণগহ্বর বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৪
মাঝিবাড়ি বলেছেন: আপনার আবেগ চমৎকার!