![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একাত্তর তুমি কি এই বাংলাদেশ চেয়েছিলে
আজ এই দেশে ক্ষুধার্ত শীতার্ত কত শত মানুষ
দুর্নীতি হানাহানিতে দুঃশাসনে অতিষ্ট জনপদ
দেশের বাতাসে লাশের গন্ধ পাওয়া যায়
একাত্তর তুমি কি এই বাংলাদেশ চেয়েছিলে
জাতির জনককে খুন করে মীরজাফরেরা
স্বৈরাচারের পদধ্বনিতে শঙ্কিত গনতন্ত্র
দলকানারা উঠে ক্ষমতার শীর্ষে
বিজয়ের দিনে ফুল দেওয়া নিয়ে হয় মারামারি
রাজাকারের গাড়িতে পতাকা দেখে একাত্তর আজ মুখ লুকায়
একাত্তর তুমি কি এই বাংলাদেশ চেয়েছিলে
শত কোটি টাকা খরচ করে করা হয় রেকর্ড
কত মুক্তিযোদ্ধা না খেয়ে বস্তিতে পরে আছে
সেই রেকর্ড কেউ রাখেনা
কোটার নামে চলে প্রহসনের নাটক
একাত্তর তুমি কি এই বাংলাদেশ চেয়েছিলে
আজ শাহজালাল শাহ পরাণের পুণ্যভূমিতে
পরিপুর্ণ ইসলাম মানলেই হয় জঙ্গি
ধর্মব্যবসার বিরোধিতা করলেই হয় নাস্তিক
একাত্তর তুমি কি এই বাংলাদেশ চেয়েছিলে
আজ বিজয়ের দিনে মুক্তিযোদ্ধা-বীরঙ্গনাদের নেয়না কেউ খোঁজ
সবাই আজ তার প্রেমিক প্রেমিকার সাথে ব্যাস্ত সময় কাটাতে
যুদ্ধে যে মা বোনের সম্ভ্রমহানি করছে হানাদাররা
লিটনের ফ্ল্যাটে আজ তাই করে ভণ্ড প্রেমিকেরা
যে সম্ভ্রম হারিয়ে বীরাঙ্গনারা হয়েছিল লজ্জিত
আজকের তথাকথিত আধুনিক মেয়েরা তা বিলিয়ে দিয়ে হয় উচ্ছ্বসিত
একাত্তর তবু স্বপ্ন দেখে কোটি মানুষের চোখে
তারুণ্যের দৃপ্ত অঙ্গীকারে ,৪৩ বছরের অর্জনে
গর্জে উঠবে বাংলাদেশ গর্জে উঠবে একাত্তর
এক দেশপ্রেমের বিপ্লবে বদলে যাবে সব কিছু
সেই স্বপ্ন দেখে একাত্তর,সেই স্বপ্ন দেখে বাংলাদেশ
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৩
নীল কৃষ্ণগহ্বর বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৩
অনুপম দেবাশীষ রায় বলেছেন: একই মতধারা থেকে কালরাতে কবিতা লিখলাম-
এই লোকটি আজকের বাংলাদেশকে
বাংলাদেশ বলে মানেনি
এই লোকটি আজকের বাংলাদেশকে
বাহান্নোর থুতু বলে ডেকেছিলো
এই লোকটি আজকের বাংলাদেশকে
একাত্তরের লজ্জা বলে ডেকেছিলো
http://www.somewhereinblog.net/blog/AnupamDebashis/30010249