![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বালিকা
পারবনা আমি তোমায় ভালবাসতে
পারবেনা তুমি আমায় ভালবাসতে
বালিকা
পারবনা তোমায় দিতে মিথ্যা আশ্বাস
করতে প্রেমের মিত্থ্যে অভিনয়
বালিকা
আমি তোমার জন্য জাগতে পারবনা সারারাত
ঘুম ধরলে আমি ঘুমিয়ে যাব
করবনা কোন ন্যাকামি
বালিকা
পারবনা আমি আঠার মত তোমার পিছে থাকতে লেগে
আমার পিছেও কেউ লেগে থাকুক এও চাইনা আমি
বালিকা
তোমার রাগ ভাঙ্গাতে করবনা কোন গিফট
ভুলে যাব তোমার জন্মদিন
আমি যে ভুলোমনা অনেক
বালিকা
পারবনা তোমার মিথ্যা প্রশংসায় ভাসিয়ে দিতে
সত্যকে সত্য বলেই মানতে জানি
বালিকা
সারাদিন তোমার সাথে করতে পারবনা চ্যাট
মোবাইলে নেটে যে ব্যালেন্স কম
একটুতেই হয়ে যায় শেষ
বালিকা
পারবনা তোমায় নিতে কোন রেস্টুরেন্টে
পারবনা ধার করে দিতে বিল
বালিকা
পারবনা তুলতে তোমার আমার সেলফি
ভাঙ্গাচোরা একটাই মোবাইল যে আমার
বালিকা
পারবনা সিট রাখতে আমি ভার্সিটি বাসে
তোমার খাওয়ার সময় অযথা বসে থাকতে
বালিকা
আমি নই কোন বুয়েট,মেডিক্যাল,ঢাবির ছাত্র
তাই আমি তোমার কাছে হতে চাইনা হাসির পাত্র
বালিকা
করতে পারবনা তোমায় আমি শব্দে বিভ্রান্ত
আমি যে নই কোন শিল্পী কবি সাহিত্যিক
বালিকা
আমি নই কোন নায়ক অথবা গায়ক
এক অদ্ভুত সাদাসিধে ছেলে আমি
দাড়িওয়ালা প্রাচীনমূর্তি এক
বালিকা
তোমায় আমি নেবনা কোন হুডতোলা রিকশায়
অথবা কোন চিপায়চাপায়
বিবেকের কাছে যে আমি দায়বদ্ধ
বালিকা
পারবনা তোমায় নিতে লিটনের ফ্ল্যাটে
আমার অন্তরেতে বাধে শেষ করতে তোমার সতীত্ব
বালিকা
আমি তোমায় আমি দেখব কোন বাসর রাতে
তারপর আমি হয়ে যাব সুবোধ বালক
বাসব তোমায় ভাল
চলব তোমার কথায়
যা করতে বলবে তাই করব
হবেনা কোন নড়চড়
তাঁর আগ পর্যন্ত ভাল থেকো তুমি
এই প্রত্যাশায় রইলাম আমি
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৮
নীল কৃষ্ণগহ্বর বলেছেন: ধন্যবাদ
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৯
আবু শাকিল বলেছেন: ভাল লাগল ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪০
নীল কৃষ্ণগহ্বর বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০০
নিলু বলেছেন: লিখে যান