নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন পাঠক। পড়তে ভালোবাসি। মাঝেমধ্যে একটু আধটু লিখার চেষ্টা করি। পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ফাইন্যান্স বিভাগে।

জাবির আহমেদ জুবেল

আমি জাবির আহমেদ জুবেল, একটু আধটুকু গল্প লিখি। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্টে বিবিএ পড়ছি ( ব্যাচ ২৪)

জাবির আহমেদ জুবেল › বিস্তারিত পোস্টঃ

আমি বীরাঙ্গনার বাবা বলছি

০৫ ই মে, ২০১৬ সকাল ১১:২২

তিমির রাতের নিস্তব্ধ পৃথিবী,
ঘরের বাহিরে ডাকছে শুধু ঝিঁঝি ;
কখনো ডাকছে শাহেদের কুকুরটি।
দূর কোনো বনে, গর্ত থেকে বেরিয়ে ;
শেয়ালের দল কাঁদছে করুণ সুরে।

এখনি হয়ত আকাশে উদয় হবে
অমাবস্যার নিঃসঙ্গ চাঁদ,
সকল তমঃ সকল কদর্যতা
দূর করে দেবে, পৃথিবীর বুক থেকে ;
অমাবস্যার নিঃসঙ্গ চাঁদ।

এমন রাত্রে একা আমি আছি জেগে -
একটি চাপা সুরে কান্না শুনতে ।
এটি কি সত্যি বেদনাময় কান্না ?
নাকি এটি কোনো ঘোর ঘৃণ্যধ্বনি ?
না ! এ মনে হয় নিষিদ্ধ ঘটনার
পবিত্র প্রাপ্তির আনন্দধ্বনি !!

যুদ্ধ শিশুর আগমনী বার্তায়
আমি আছি জেগে সেই কাল রাত থেকে -
খাকি পোষাকে আবৃত এক পিশাচের ঘার্মক্ত লোমশ দেহ,
রক্তাক্ত করে যায়, অপবিত্র করে যায় আমার মেয়েকে -
সেই মুহূর্ত থেকেই আমি এক বীরাঙ্গনার বাবা বলছি।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৬ সকাল ৭:১০

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর লিখেছেন

শুভ ব্লগিং

২| ০৭ ই মে, ২০১৬ সকাল ৮:১১

জাবির আহমেদ জুবেল বলেছেন: ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ।
আমার ব্লগে প্রথম আপনিই মন্তব্য করলেন। :-D

৩| ১৪ ই মে, ২০১৬ সকাল ১০:৩৬

খায়রুল আহসান বলেছেন: ব্লগিং এ স্বাগতম!
অমাবস্যার নিঃসঙ্গ চাঁদ - অমাবস্যায় আবার চাঁদ ওঠে নাকি? সেটা আবার-
সকল তমঃ সকল কদর্যতা দূর করে দেয়, পৃথিবীর বুক থেকে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.