নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বর্গ পাতাল মর্ত্য ছাড়িয়ে আপনাকে খুজি আপনি হারিয়ে

যুক্তিহীন আঁতেল

চিন্তা করি মহাবিশ্ব এত সুন্দর কেন ? আর সুন্দর এই মহাবিশ্বতে মানুষ এত দুঃখী কেন ? তারা ভরা আকাশ ,ঝিরঝিরে বাতাস ,গোধুলীর রক্তিম সূর্য,প্রকৃতির এত আবেগ এত স্নেহ ! তারপরেও মানুষ কেন তুচ্ছ সব কারণে অসুখী ? আমি তো চেষ্টা করেও অসুখী হতে পারিনা; না পারি না কারণ আমি যুক্তিহীন;পারি না কারণ আমি আঁতেল

যুক্তিহীন আঁতেল › বিস্তারিত পোস্টঃ

মুক্তিপণ

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫২



জীবন নামের বহ্নিশিখায় যাক পুড়ে যাক সকল ভয়
ছাই হয়ে যাক জড় খরা খন্দ খানা আধার ক্ষয় ।
বিজয় কেতন উড়িয়ে দিয়ে নাড়িয়ে দিয়ে বসুন্ধরা
সৃষ্টি সুখের উল্লাসে আজ মাতাল নাচুক সকল মড়া ।
মুছিয়ে দিয়ে আত্নগ্লানি ঘুচিয়ে দিয়ে নয়ন জল
ছড়িয়ে পড়ুক আলোর নিশান স্বর্গ হতে সাগর তল ।
গুড়িয়ে দিয়ে সকল বাধা হেলিয়ে দিয়ে জগতটাকে
রসের নেশায় ঘুরুক সকল শিল্পনলের ঘূর্ণিপাকে ।
কান্ডারী সব আদিম নেশায় দিক ছেড়ে দিক সকল পাল
সকল দ্বারে আঘাত করুক সুরহীনাদের সুরের তাল ।
ছাড়িয়ে নিয়ে লোহার শেকল জাকিয়ে ধরে কারার শিক
জ্ঞানের পুথি মাড়িয়ে দিয়ে মূর্খরা সব শ্লোগান দিক ।
বিপ্লবীরা গর্জে উঠুক হোক নতুন এই পুরণ ধরা
সজ্ঞানী সব অজ্ঞানীদের মৃত্যু সাদা কাফন চড়া ।
হরিত্রী এই ধরিত্রীকে ঘুরিয়ে দিয়ে অসীম পাকে
সপ্নগুলো নামিয়ে নিয়ায় বাস্তবতার চরম বাকে ।
সন্ত্রাসীরা কাপতে থাকুক ভাবতে থাকুক দার্শনিক
বিজয়পাগল যোদ্ধাসকল কাতর মাঙ্গুক জীবনভিখ ।
মিটিয়ে দিয়ে সকল রাজার রাজ্য জয়ের মরণ সাধ
যৌবনের এই নতুন জোয়াড় দিক ভেঙ্গে দিক সকল বাধ।
জ্ঞানপাপী সব অচ্ছুতদের মিটিয়ে দিয়ে সকল ঋণ
জ্ঞানসাগরের দখল নিলেই ঘুচবে তবে জ্ঞানের দীন।
জাগরণের এই জোয়ারে আসার যারা করবে পণ
প্রাণ ছাড়া আর প্রেম ছাড়া হায় নেইতো কোনও মুক্তিপণ ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
কিছু বানানভুল আছে তবে দারুণ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৩

যুক্তিহীন আঁতেল বলেছেন: ভাই বাংলা লিখতে একটু সমস্যা হয় ।তাই বানানে কিছু ভুল থেকে গেছে ।আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.