নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বর্গ পাতাল মর্ত্য ছাড়িয়ে আপনাকে খুজি আপনি হারিয়ে

যুক্তিহীন আঁতেল

চিন্তা করি মহাবিশ্ব এত সুন্দর কেন ? আর সুন্দর এই মহাবিশ্বতে মানুষ এত দুঃখী কেন ? তারা ভরা আকাশ ,ঝিরঝিরে বাতাস ,গোধুলীর রক্তিম সূর্য,প্রকৃতির এত আবেগ এত স্নেহ ! তারপরেও মানুষ কেন তুচ্ছ সব কারণে অসুখী ? আমি তো চেষ্টা করেও অসুখী হতে পারিনা; না পারি না কারণ আমি যুক্তিহীন;পারি না কারণ আমি আঁতেল

যুক্তিহীন আঁতেল › বিস্তারিত পোস্টঃ

বিভ্রম

০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৫১




পথশ্রান্তি, ক্লান্তি সব ভুলে চলছিল পথিক ।দিগন্তে যেখানে অসীম আকাশ আর মর্ত্যলোক মিলিত হয় সেখানেই তার গন্তব্য ।
ওই তো !
আর মাত্র এতটুকু পথ !
তার পরেই সেই চির আকাঙ্খিত স্থান ।ওখানেই তো সেই অমৃত সুধা ! দুঃখ, দুর্দশা,অবিচার ,অনাচার ,কালিমা,পঙ্কিলতা,অজ্ঞতা, অমানিশার পরিসমাপ্তি ।ওটাই চির সফলতা ।ওখানে কোন কান্না নেই ,শোক নেই, আক্ষেপ নেই,নেই কোন ক্ষোভ ।ওখানে চির শান্তি বিরাজ করে ।ওখানেই তো পথিকের মোক্ষলাভ ।
কিন্তু হায় !
পথিক যতই এগিয়ে চলে গন্তব্য যেন ততই দূরে সরে যায় ।পথিকের পা আর চলতে চায়না ।নিঃশ্বাস যেন থমকে যেতে চায় ।কিন্তু তবুও..............................তবুও পথিক চলতে থাকে.......................................।
কিসের নেশায়..................... ?
হয়তোবা দিগন্তের হাতছানি উপেক্ষা করতে পারে না তাই ।
হয়তোবা সে জাত পথিক তাই।
হয়তোবা সে শৃঙ্খলিত , গন্তব্যে পৌছার পূর্বে তার নিস্তার নেই ।
কিন্তু তবুও সে যতই চলে গন্তব্য যেন ততই দূরে সরে যায় ।
এ যেন এক নিষ্ঠুর খেলা !
এ যেন এক অমানবিক পরিহাস !
এ যেন এক পাশবিক উৎপীড়ন !
পথিক তবু থামেনা.............................................
সে চলতেই থাকে ...........................চলতেই থাকে .....................
শেষ শক্তিটুকু সঞ্চয় করে........................
হঠাৎ............................................. !
হঠাৎ
বজ্রনিনাদ কন্ঠে ওরাকল গর্জে উঠল.................................!


ওরাকলঃ পথিক...............তুমি পথ হারিয়েছ ।
পথিকঃ তবে তুমিই পথের সন্ধান দাও ...............।
ওরাকলঃ তুমি যে পথের মাঝে পথ হারিয়েছ পথিক ।
তোমায় পথ দেখায় এ সাধ্য কার ............ ?

এবং তারপর..............................................................................
তারপর
এক অন্তহীন নীরবতা...............................................................
এই নীরবতার মানে শুধু নীরবতাই জানে ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৫৪

এ কে এম রেজাউল করিম বলেছেন:
এ যেন এক অন্য জগতের আহ্বান।
প্রিয়তে রাখিয়া দিলাম পরে আবারও পড়িব।

০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:২৮

যুক্তিহীন আঁতেল বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।পোস্টটি প্রিয়তে রেখেছেন জেনে কৃতার্থ হলাম ।

২| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৫৪

এ কে এম রেজাউল করিম বলেছেন:
এ যেন এক অন্য জগতের আহ্বান।
প্রিয়তে রাখিয়া দিলাম পরে আবারও পড়িব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.