নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁধারে নয় আলোতে ভয় ! দৃশ্যগুলো শব্দময়, শূন্যতার ভীড়ে হারিয়েছে স্তব্ধ সময়..

জুনা্যেদ সিদ্দিক

সত্যকে আলিঙ্গন করতে যদি মরণমরণও আসে,ফাঁসির দড়িতে যেন মুচকি হাসে!

জুনা্যেদ সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

"সিলেটের প্রখ্যাত ব্যক্তিত্ব,,

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১১

বৃহত্তম সিলেট বাংলাদেশের রাজনৈতিক-অর্থনৈতিক,আন্তর্জাতিক-সাংস্কৃতিক ক্ষেত্রে স্বর্ণ উজ্জ্বল দৃষ্টান্ত রেখে চলেছেন।

বৃহত্তম সিলেটের যেসব প্রখ্যাত ব্যক্তিত্ব বাংলাদেশ ও বিশ্বের বুকে সোনালী ইতিহাস রচনা করেছেন,তারা হলেন।

[]এম এ জি ওসমানী
বাংলাদেশেরর মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ও বাংলাদেশের প্রধান সেনা প্রধান।

[]এম সাইফুর রহমান
সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী।

[]এ এম এস কিবরিয়া,সাবেক অর্থ মন্ত্রী।

[]রিয়ার এডমিরাল মাহবুব আলী খান
সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর প্রধান।

[]বিচারপতি সৈয়দ এবি মাহমুদ হোসেন
বাংলাদেশেরর সাবেক প্রধান বিচারপতি।

[]রুনা লায়লা,বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী।

[]দিলওয়ার খান,বাংলাদেশের অন্যতম কবি।

[]এস মোখলেসুর রহমান চৌধুরী
বাংলাদেশের রাষ্ট্রপতিরর উপদেষ্টা ও মন্ত্রী।

[]শমসের মুবিন চৌধুরী,সাবেক পরারাষ্ট্র প্রতিমন্ত্রী।

[]সালমান শাহ,বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক।

[]এম.এ হক,সাবেক ভূমি মন্ত্রী।

[]নুরুল ইসলাম নাহিদ,বর্তমান শিক্ষা মন্ত্রী।

[]আবুল হারিছ চৌধুরী
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব।

[]সিরাজুল হোসেন খান
সাবেক তথ্য মন্ত্রী,সাবেক শ্রম ও জনশক্তি মন্ত্রী,সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী।

[]বিচারপতি সৈয়দ মোদাসসের হোসেন
বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি।

[]খলিল উল্লাহ খান,জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা।

[]এনামুল হক মোস্তফা শহীদ,সাবেক সমাজকল্যাণ মন্ত্রী।

[]এনামুল হক জুনিয়র
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার।

[]সৈয়দ রাগীব আলী,এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ দানবীর।

[]সৈয়দ মুজতবা আলী,বাংলাদেশের অন্যতম সাহিত্যিক।

[]লীলা রায়,ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ছাত্রী।

[]হুমায়ুন রশীদ,সাবেক পরারাষ্ট্র মন্ত্রী।

[]শাহ আবদুল করিম,বাউল সম্রাট।

[]রুশনারা আলী,ব্রিটিশ বাঙালী এমপি।

[]দেওয়ান ফরিদ গাজী
সাবেক মন্ত্রী ও স্বাধীনতা যুদ্ধের ৪ ও ৫ নং সেক্টরের বেসামরিক প্রশাসক।

[]রাজা গিরিশচন্দ্র রায়
প্রতিষ্ঠাতা,মুরারি চাঁদ (এমসি কলেজ) সিলেট।

[]হেলাল খান,জনপ্রিয় চিত্রনায়ক

[]ড.জাফর ইকবাল
বৈজ্ঞানিক লেখক ও অধ্যাপক,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

[]এস কে সিনহা,বাংলাদেশের প্রধান বিচারপতি।

[]ইকবাল চৌধুরী,বাংলাদেশের শীর্ষ ১০ ধনী ব্যক্তির মধ্যে অন্যতম।

[]আবুল মাল আবদুল মুহিত,অর্থ মন্ত্রী।

[]সৈয়দ মুহসিন আলী,সাবেক সমাজকল্যাণ মন্ত্রী।

[]সুরঞ্জিত সেন গুপ্ত,সাবেক রেল মন্ত্রী।

[]আবুল হোসেন,সাবেক যোগাযোগ মন্ত্রী।

[]এম.ইলিয়াছ আলী,বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক।

[]মতিন উদ্দিন,ভাষা আন্দোলনের বীর সৈনিক।

[]এম এ মান্নান,অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৬

মোহাম্মদ শামছুদ্দীন বলেছেন: অনেক ভালো লাগলো। তবে ড.জাফর ইকবাল এর বাড়ি সিলেটে নয়,নেত্রকোনায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.