![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যকে আলিঙ্গন করতে যদি মরণমরণও আসে,ফাঁসির দড়িতে যেন মুচকি হাসে!
জীবনে চলার পথে দিকনির্দেশনা প্রয়োজন,সেটা ব্যক্তি হোক, সমাজ হোক; হোক রাষ্ট্র। এই দিকনির্দেশনা আমরা পেয়ে থাকি ধর্ম থেকে ও মহান মানুষের জীবনের অভিজ্ঞতা থেকে। মানব সভ্যতার ইতিহাসে জন্ম নিয়েছেন অসংখ্য মহামানব। তারা জীবনকে উপলদ্ধি করেছেন গভীরভাবে। জীবনের বিভিন্ন দিক সম্পর্কে তারা সম্যক ধারনা লাভ করেছেন। তারা তাদের জ্ঞান-প্রতিভা ও অভিজ্ঞতার মাধ্যমে বিনির্মাণ করেছেন সমাজ,রাষ্ট্র ও সভ্যতা। জীবনে চলার পথে আমরাও অনেক বড় বড় মানুষের দেখা পেয়েছি। তারা আমাদের দিয়ে গেছেন সমাজ, রাষ্ট্র ও সভ্যতা। আমরা যে স্বাধীন দেশে বসবাস করছি-এটা তাদেরই চিন্তা ও কর্মের ফসল, যদিও আমরা তাদের নিয়ে বিভিন্ন বিতর্কে লিপ্ত হই। এই বিতর্ক থেকে তৈরি হয় আমাদের মধ্য বিভাজন। মনে রাখতে হবে, বিতর্ক করে কাউকে বড় বা ছোট করা যায়না। মূল্যায়ন কোনো ব্যক্তি নয়, নির্ধারন করে ইতিহাস। যার যতটুকু ইজ্জত প্রাপ্য-তা নির্ধারন করবে প্রকৃতি। আল্লাহ পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বলেছেন,'আমি কোনো সৎ মানুষের পরিশ্রম বৃথা যেতে দিইনা।' অন্যকে ছোট করে কেউ কোনোদিন বড় কিছু পায়না, বড় মানুষও হতে পারেনা। আমি যদি ইজ্জতের প্রত্যাশী হই-তাহলে অন্যকেও আমাকে ইজ্জত করতে হবে। আমরা অনেক বড় বড় বিতর্ক পেরিয়ে এসেছি। অবশিষ্ঠ যে বিতর্ক আমাদের জাতীয় জীবনকে আচ্ছন্ন করে রেখেছে, তাও আমরা পেছনে ফেলে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। জীবন, ইজ্জত, সম্পদ ও প্রজন্ম দিয়ে, লাল-সবুজের বুকে যে পতাকা আমরা উড়িয়েছি-তা সমুন্নত রাখব কর্ম ও আদর্শের মাধ্যমে। আল্লাহ আমাদের সহায় হোন।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫২
মেজদা বলেছেন: একেবারে সত্য কথা। আমীন