নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁধারে নয় আলোতে ভয় ! দৃশ্যগুলো শব্দময়, শূন্যতার ভীড়ে হারিয়েছে স্তব্ধ সময়..

জুনা্যেদ সিদ্দিক

সত্যকে আলিঙ্গন করতে যদি মরণমরণও আসে,ফাঁসির দড়িতে যেন মুচকি হাসে!

জুনা্যেদ সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

অবহেলিত শিশুদের পাশে দাঁড়ান

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৪

প্রিয় সুধী, পৃথিবীতে এমন বহু বাচ্চা আছে যারা আপনার বা আমার বাচ্চার মত কপাল নিয়ে জন্মায় নি।তারা মনের দিক দিয়ে ভেঙে পড়েছে,তারা নিরাশ,হতাশ হয়ে বেঁচে আছে,কিন্তু জীবন নেই,শ্বাস আছে,দৃঢ়তা নেই সুঠাম দেহ আছে,আমরা তাদের জন্য কিছু করতে পারি কি না? যদি পয়সা দিই তবে তা পরের দিনই শেষ হয়ে যাবে,যদি খেতে দেই তবে পরের দিন আবার খাদ্যান্বেষণ করতে হবে,তবে আমরা এমন কি করতে পারি যার দ্বারা তাদের ভবিষ্যৎ সামলে যাবে।

প্রতিটি বছরকে একটা আনন্দদায়ক বছর করার জন্য কোন একজন গরীব বাচ্চার শিক্ষায় খরচ করুন।ফ্রি,পোষাক এবং বই কেনার জন্য স্পন্সার করুন।এটি কোন অপচয় নয় বরং এতে আল্লাহর প্রতি বিশ্বাস এবং তাঁর সৃষ্টির প্রতি অনুগ্রহ প্রকাশ পায়---এই বাচ্চা আগামী দিনে কিছু তৈরি হয়ে ওঠার পর সে অন্য আর একটি বাচ্চাকে সাহায্য করবে এবং পরম্পরা চলতে থাকবে।একটা বাচ্চার মুখে হাসি ফোটাতে চান কি? আপনি কারো ভবিষ্যৎ সুন্দর করার দায়িত্ব গ্রহণ করতে পারেন কি?
আশা করি আপনি অবশ্যই এই প্রতিশ্রুতি গ্রহণ করবেন।আমার বিশ্বাস এই সাহায্য হাজার গুণ বেশি হয়ে আপনার কাছে ফিরে আসবে।তাদের প্রার্থনা আপনার জয়কে সুনিশ্চিত করবে।যদি আপনার পক্ষে সম্ভব হয়।আর না হলে সে সামর্থ্য অর্জন করুন।]

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫২

বিজন রয় বলেছেন: সুযোগ পেলে পাশে দাঁড়াই তো।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.