![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যকে আলিঙ্গন করতে যদি মরণমরণও আসে,ফাঁসির দড়িতে যেন মুচকি হাসে!
পর্যটন জেলা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে যারাই বেড়াতে যান তারা সাত রঙের চা পান করেননি এমন কমই শোনা যায়। এমনকি শ্রীমঙ্গলে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভোলেননি সাতরঙা চায়ের উদ্ভাবক রমেশের চা পান করতে। তবে রমেশের রহস্য ভেঙে এখন দেশের আরো দু’এক জায়গায় তৈরি হয় সাতরঙা চা। ভিন্ন সাটটি স্তরে সাজানো এ চা এখনও একটি রহস্য।স্বচ্ছ কাচের গ্লাস। চামচ দিয়ে না ঘুটে যতই নাড়াচাড়া করুন এক স্তর আরেক স্তরে মিশবে না। যিনি প্রথম বিষয়টি দেখবেন তার কাছে এটি চা ভাবতেই কষ্ট হবে। আর যিনি দেখেছেন আগেও, নিয়েছেন স্বাদ, তিনি ভাববেন এটা কীভাবে সম্ভব যদি জানতে পারতাম!
প্রথমে ১ টেবিল চামচ চিনির সাথে ২ টেবিল চামচ পানি মিশিয়ে সিরা করে নিতে হবে। পরিমাণমতো পানি এবং চা’পাতা চুলায় জ্বাল দিয়ে লিকার তৈরি করে নিন। ১ টেবিল চামচ লিকার ও ১ চামচ সিরা মিশিয়ে রাখুন। তারপর ২ টেবিল চামচ কনডেন্স মিল্কের সাথে ১ টেবিল চামচ লিকার মিশিয়ে নিতে হবে। তারপর একটা কাপে প্রথমে প্লেইন সিরা ঢেলে নিয়ে ২০ সেকেন্ড পরে সিরা মেলানো লিকারটা দিতে হবে। এর ৩০ সেকেন্ড পরে কনডেন্স মিল্কের milk মিশ্রণ দিতে হবে। তার ১ মিনিট পর বাকি লিকারটুকু গরম করে একদম কাপের ধার ঘেঁষে আস্তে আস্তে ঢালতে হবে। দেখুন সহজেই তৈরি ৭ লেয়ার চা।
০১ লা মে, ২০১৬ দুপুর ১:১২
জুনা্যেদ সিদ্দিক বলেছেন: ইন্দ্রনীলা সত্য বলেছেন,সৌন্দর্য্যে অতুলনীয় কিন্তু চা খেতে জঘন্য।
২| ০১ লা মে, ২০১৬ সকাল ১০:৫৬
ইমরাজ কবির মুন বলেছেন:
have you tried making?
০১ লা মে, ২০১৬ দুপুর ১:১৩
জুনা্যেদ সিদ্দিক বলেছেন: হুম
৩| ০১ লা মে, ২০১৬ দুপুর ১২:২৯
সোজোন বাদিয়া বলেছেন: বাঃ বেশ সহজ এবং মজার। অসংখ্য ধন্যবাদ্।
০১ লা মে, ২০১৬ দুপুর ১:১৪
জুনা্যেদ সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, সেজোন বাদিয়া।
৪| ০১ লা মে, ২০১৬ দুপুর ১২:৩১
পুলক ঢালী বলেছেন: সত্য কথা বলেছেন ইন্দ্রনীলা। এই চা না খাওয়া ভাল। তবে দেখলে চোখ জুড়িয়ে যায়, আগে ছিল ৫ রঙ্গা এখন হয়েছে ৭ রঙ্গা সামনে হয়তো ১২ রংয়ের চা আবিস্কার হবে।
০১ লা মে, ২০১৬ দুপুর ১:১৬
জুনা্যেদ সিদ্দিক বলেছেন: পুলক ঢালী, এই চা দেখার পর না খেয়ে কী পারা যায়,একবারে না।
৫| ০১ লা মে, ২০১৬ দুপুর ১:৪৬
আরণ্যক রাখাল বলেছেন: হাচা?
০১ লা মে, ২০১৬ বিকাল ৩:৪৩
জুনা্যেদ সিদ্দিক বলেছেন: হাহাহাহা
৬| ০১ লা মে, ২০১৬ দুপুর ১:৫৪
সুমন কর বলেছেন: তাই নাকি !
০১ লা মে, ২০১৬ বিকাল ৩:৪৪
জুনা্যেদ সিদ্দিক বলেছেন: সারাগামা
৭| ০১ লা মে, ২০১৬ দুপুর ২:৪৯
নায়লা শফিক বলেছেন: বিশ্রি একটা জিনিষ, সময় এবং টাকার অপচয়।
০১ লা মে, ২০১৬ বিকাল ৩:৪৫
জুনা্যেদ সিদ্দিক বলেছেন: নায়লা শফিক, ঠিক বলছেন।
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৬ সকাল ১০:৫২
ইন্দ্রনীলা বলেছেন: এই আবিষ্কারকে পুরষ্কার দেওয়া উচিৎ। সৌন্দর্য্যে অতুলনীয় কিন্তু এই চা খেতে জঘন্য।