নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁধারে নয় আলোতে ভয় ! দৃশ্যগুলো শব্দময়, শূন্যতার ভীড়ে হারিয়েছে স্তব্ধ সময়..

জুনা্যেদ সিদ্দিক

সত্যকে আলিঙ্গন করতে যদি মরণমরণও আসে,ফাঁসির দড়িতে যেন মুচকি হাসে!

জুনা্যেদ সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

ইতিহাসের পাতায় মে ! জেনে নিন মে মাসের আলোচিত নানা ঘটনা.!

০২ রা মে, ২০১৬ সকাল ৯:৩১





১ মে
১৯৯৮ : ইংরেজী কবি ও নাট্যকার জন ড্রাইডেনের মৃত্যু।
১৯৭৮ : জাপানী অভিযাত্রী নাওশী উয়েমারা এককভাবে উত্তর মেরু পৌছানোর রেকর্ড সৃষ্টি করে।
১৮৮৬ : শিকাগোর শ্রমিক আন্দোলনের স্মরণে মে দিবস পালিত হয়।
১৯৪৬ : আমেরিকায় প্রথম নিগ্রো গভর্ণর হিসেবে ডবলু এইচ হ্যাস্টি ভার্জি দ্বীপপুঞ্জের গভর্ণর নিযুক্ত হন।


২ মে
১৪৯৪ : কলম্বাস জ্যামাইকা আবিষ্কার করেন।
১৭৮৮ : লন্ডনের প্রথম সন্ধ্যা দৈনিক ‘দি ষ্টার’ প্রকাশিত হয়।
১৯৪৭ : জাপানের নতুন সংবিধান কার্যকর হয়।


৩ মে
১৯৭১ : এরিখ হোনেকার পূর্ব জার্মানীর ক্ষমতা লাভ করে।
১৪৬৮ : ইতালীর লেখক নিকোলো ম্যাকিয়াভেলীর জন্ম।
১৯৮৮ : বাংলাদেশে বিবিসির কার্যক্রমের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার।
১৯৯৬ : ইউনেস্কোর বার্ষিক সংবাদপত্র স্বাধীনতা পুরস্কার চালু।


৪ মে
১৯৯৬ : এডওয়ার্ড জেনার আট বছরের একটি ছেলেকে প্রথম বসন্তের টিকা দেন।
১৭৯৯ : বৃটিশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে টিপু সুলতান নিহত হন।
১৯০৪ : পানামা খালের খনন কাজ শুরু হয়।
১৯৮২ : ফকল্যান্ড দ্বীপপুঞ্জে আর্জেন্টিনার সাথে বৃটিশ সেনাবাহিনীর যুদ্ধ শুরু।


৫ মে
১১৭৩ : খৃষ্টান ষড়যন্ত্র বানচালকারী সুলতান নুরুদ্দীন মাহমুদ জঙ্গী এর মৃত্যু।
১৬৫৯ : ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর ক্যপ্টেন জন ডাটন সেন্ট হেলেনা দখল করে।
১৭৮৯ : ফরাসী বিপ্লব শুরু।
১৮২১ : ফ্রান্সের সম্রাট নেপোলিয়নের মৃত্যু।
১৯২১ ; চীনে একটি বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হয়।
১৯৩৬ : ইতালীয় বাহিনী আদ্দিস আবাব দখল করে।
১৯৪২ : দ্বিতীয় বিশ্বযুদ্ধে বৃটিশ বাহিনী মাদাগাঙ্কার দখল করে।
১৯৫৫ : পশ্চিম জার্মানী স্বাধীনতা ফিরে পায়।


৬ মে
১৫৮৯ : সঙ্গীত জগতের প্রবাদ পুরুষ তানসেনের মৃত্যু।
১৮৪০ : ইংল্যান্ডে বিশ্বের প্রথম ডাকটিকিট চালু হয়।
২০০০ : ইরানের দ্বিতীয় দফা পার্লামেন্ট নির্বাচনে সংস্কার পন্থীদের সংখ্যাগরিষ্ঠতা লাভ।


৭ মে
১৭৯২ : রাশিয়া পোল্যান্ড দখল করে।
১৭৯৫ : ইংরেজ লেখক জেমস বস ওসেলের মৃত্যু।
১৮৩২ : গ্রীসকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা হয়।
১৮৯২ : যুগোশ্লাভিয়ার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মার্শাল টিটোর জন্ম।
১৯০৭ সমাজ সংস্কারক মুন্সি মেহরুল্লাহর ইন্তেকাল।


৮ মে
১৯২১ : রুমানিয়ায় কমিউনিষ্ট পার্টি প্রতিষ্ঠিত হয়।
১৯৬১ : বিশ্বকবি রবীন্দনাথ ঠাকুরের জন্ম।
১৯৪৫ : মিত্রবাহিনীর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি।
১৯৯৫ জ্যাক শিরাক ফরাসী প্রেসিডেন্ট নির্বাচিত হন।


৯ মে
১৮০০ : আমেরিকা দাস বিদ্রোহের নেতা জন ব্রাউনের জন্ম।
১৯৮২ : বৃটেনের ফকল্যান্ড আক্রমণ।
১৯৯৪ : নেলসন ম্যান্ডেলা বর্ণ বৈষম্যহীন দণি আফ্রিকার প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৯৬ : ভারতের লোকসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয়।


১০ মে
১৫২৬ : পানিপথের যুদ্ধে বিজয়ী হয়ে মোঘল সম্রাট বাবর আগ্রায় প্রবেশ করেন।
১৭৭৪ : রাজা রামমোহন রায়ের জন্ম।
১৯৪০ : জার্মান বাহিনী হল্যান্ড, বেলজিয়াম ও লুক্সেমবার্গ আক্রমণ করে।


১১ মে
১৮৫৭ : দিল্লীতে সিপাহী বিদ্রোহ শুরু।
১৯৯৪ : ফিলিস্তিনী পুলিশের প্রবেশের মধ্য দিয়ে গাজায় দখলদারিত্বের অবসান।


১২ মে
৭২৩ : তাবেয়ী আবু বোরদাহ (রহঃ) এর ইন্তেকাল।


১৩ মে
১৬৪৮ : মোঘল সম্রাট শাহজাহানের উদ্যোগে দিল্লীর লালকেল্লার নির্মাণ কাজ শুরু হয়।
১৮৩০ : ইকুয়েডরে স্বাধীন প্রজাতন্ত্র ঘোষিত হয়।


১৪ মে
১৬৪৩ ; চতুর্দশ লুই বার বছর বয়সে ফ্রান্সের সম্রাট হন।
১৮১১ : প্যারাগুয়োর স্বাধীনতা ঘোষণা।
১৯৭৩ : মার্কিন যুক্তরাষ্ট্র মহাশূন্যযান স্কাইবল্যাব উৎপেণ করে।


১৫ মে
১৮৭৩ : ইস্ট ইন্ডিয়া কোম্পানীর বিলুপ্তি ঘটাতে বৃটিশ পার্লামেন্টে প্রস্তাব গৃহীত হয়।


১৬ মে
১৬৬০ : আওরঙ্গজেবের নিকট শাহজাদা পরাজিত হয়।


১৭ মে
১৫৪০ কনৌযের যুদ্ধে শের শাহের কাছে মোঘল সম্রাট হুমায়নের পরাজয়।


১৮ মে
১৮০৪ : নেপোলিয়ান বোনাপার্ট ফরাসী সাম্রাজ্যের সম্রাট পদে অধিষ্ঠিত হন।


১৯মে
১৮৮১ : আধুনিক তুরস্কের স্থপতি মোস্তফা কামাল আতাতুর্কের জন্ম।


২০ মে
১৪৯৮ : পর্যটক ভাস্কোদাগামা ভারতের কালিকট বন্দরে পৌঁছেন।


২১ মে
১৯৯৪ ; প্রবীণ সাংবাদিক সওগাত সম্পাদক নাসির উদ্দিনের ইন্তেকাল।


২২ মে
১৫৪৫ : দিল্লীর সম্রাট শেরশাহ সুরীর ইন্তেকাল।


২৩ মে
১৮১৮ : প্রথম বাংলা সংবাদপত্র সমাচার দর্পন এর প্রকাশ।


২৪ মে
৬৬১ হিঃ ইমাম ইবনু তাইমিয়া (রহ.) এর জন্ম।
১৮১৯ : ইংল্যান্ডের রাণী ভিক্টোরিয়ার জন্ম।


২৫ মে
১৮৯৯ : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম।


২৬ মে
১৫৬৪ : মুজাদ্দিদে আলফেসানী রহ. এর জন্ম।


২৭ মে
৮৪৯ : ইমাম আলী ইবনুল মাদানী রহ. এর মৃত্যু।


২৮ মে
১৯৭৬ : বাংলাদেশের প্রখাত চিত্রশিল্পী জয়নুল আবেদীন ইন্তেকাল করেন।


২৯ মে
১৪৫৩ : তুর্কীরা কনস্টান্টিনোপল দখল করে।
১৯৮৮ : পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হক ন্যাশনাল এসেম্বলী ভেঙ্গে দেন।


৩০ মে
১৮৭৩ : কবি মাইকেল মধুসূধন দত্তের মৃত্যু।


৩১ মে
১৮১৯ : কবি উইলিয়াম হুইটম্যানের জন্ম।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৬ সকাল ৯:৪৪

দিনাজপুরিয়া বলেছেন: ভালো লিখেছেন। জানানোর জন্য ধন্যবাদ।আপনার কাছ থেকে আরো নতুন কিছু জানবো এটা আশা রাখি :)

০২ রা মে, ২০১৬ সকাল ৯:৫০

জুনা্যেদ সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, দিনাজপুরিয়া। নতুন কিছু লেখা পোষ্ট করতে সব সময় চেষ্টা করব।

২| ০২ রা মে, ২০১৬ সকাল ১১:১৬

গোল্ডেন গ্লাইডার বলেছেন: অনেক কিছু জানা হলো

০২ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

জুনা্যেদ সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, গোল্ডেন গ্লাইডার।

৩| ০২ রা মে, ২০১৬ বিকাল ৩:০৬

সোজোন বাদিয়া বলেছেন: -ধন্যবাদ, মে দিবসের সালাম রইলো।

০২ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

জুনা্যেদ সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, সোজান বাদিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.