নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁধারে নয় আলোতে ভয় ! দৃশ্যগুলো শব্দময়, শূন্যতার ভীড়ে হারিয়েছে স্তব্ধ সময়..

জুনা্যেদ সিদ্দিক

সত্যকে আলিঙ্গন করতে যদি মরণমরণও আসে,ফাঁসির দড়িতে যেন মুচকি হাসে!

জুনা্যেদ সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

পুরো কোরআন হাতে লিখে তাক লাগিয়ে দিলেন বাংলাদেশি হুমায়ুন!

০৩ রা মে, ২০১৬ সকাল ৯:১১






এককালে পবিত্র কোরআন হাতে লেখার প্রচলন ছিল। সে সময় এটা একটি শিল্পও ছিল। তবে মেশিন আবিষ্কার হওয়ার পর হাতে লেখার প্রচলন উঠে গেছে বললেই চলে। এই যুগেও পুরো কোরআন হাতে লিখে তাক লাগিয়ে দিলেন বাংলাদেশি যুবক হুমায়ুন কবির সুমন।
হুমায়ুনের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বারড়িয়া গ্রামে। তার বাবার নাম রজব আলী শিকদার। কোরআন শরিফটি তার লিখতে সময় লেগেছে প্রায় তিন বছর।১৯৯৯ সালে এসএসসি পাশ করা হুমায়ুন কোনো মাদ্রাসায় পড়েনি। আরবি পড়া ও শেখার জন্য তার কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রিও নেই। সম্পূর্ণ নিজ ইচ্ছায় ও উদ্যোগে আরবি লেখা শিখেছেন হুমায়ুন । তার ইচ্ছা ছিল বড় চিত্র শিল্পী হওয়ার। কিন্তু পরিবারের আর্থিক অস্বচ্ছলতার জন্য পূরণ হয়নি তার এ ইচ্ছা ।
হুমায়ুন হাতে লেখা কোরআনে কারিমের অঙ্গসজ্জায় চমৎকার ক্যালিওগ্রাফিও ব্যবহার করেছেন। হুমায়ুনের ইচ্ছা রয়েছে, ভবিষ্যতে বিশ্বের সবচেয়ে বড় হাতের লেখা কোরআনে কারিম হাতে লিখে বিশ্ব রেকর্ড করার।হুমায়ুন ঢাকার গাউছিয়া মার্কেটের একটি শোরুমের সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত। ১৯৮২ সালে জন্ম নেওয়া হুমায়ুন ১ ছেলে ও ১ মেয়ের জনক।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৬ সকাল ৯:১৬

সদালাপি বলেছেন: কুরানের প্রতি ভালোবাসা আছে বলেই তিনি এমন সুন্দর কাজ করতে পেরেছেন। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন ।

০৩ রা মে, ২০১৬ সকাল ৯:২৩

জুনা্যেদ সিদ্দিক বলেছেন: সদালাপি, ধন্যবাদ।হুমায়ুনের মতো সকল মুসলমান যেন কুরআন -হাদীসের প্রতি ভালোবাসা প্রদর্শন করে।সুম্মা আমিন!

২| ০৩ রা মে, ২০১৬ সকাল ৯:৫২

যোগী বলেছেন:
হুমাযুনের উদ্দেশ্য তাহলে বিশ্ব রেকর্ড করা বা তাক লাগানো?
অধিকাংশ মানুষ ধর্ম পালন করে মানুষকে দেখানোর জন্য সামাজিক মর্যদা বৃদ্ধির জন্য আর নিজের কুকামের উপর সৎ সাইনবোর্ড লাগানোর জন্য।

০৩ রা মে, ২০১৬ সকাল ৯:৫৮

জুনা্যেদ সিদ্দিক বলেছেন: যোগী, সবাই কিন্তু মানুষ দেখানোর জন্য ধর্ম পালন করে না।সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য ধর্ম পালন করে।

৩| ০৪ ঠা মে, ২০১৬ ভোর ৬:৩৩

জুনেদ আহসান বলেছেন: সুবহানআল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.