![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যকে আলিঙ্গন করতে যদি মরণমরণও আসে,ফাঁসির দড়িতে যেন মুচকি হাসে!
কাঠের পূর্ণ কাঠামোয় তৈরি নুহের নৌকা যাবে এবারের অলিম্পিকের দেশ ব্রাজিলে। সেখানে অলিম্পিক গেমসের অন্যতম আকর্ষণ হিসেবে শোভা পাবে এই বৃহৎ শিল্পকর্ম। যার ভেতরে রয়েছে কাঠের তৈরি শত শত প্রাণিকুল।
১৬ লাখ ডলার খরচে তৈরি হয়েছে এই নৌকা। ডাচ কার্পেন্টার জোহান হুইবার চার বছর আগে এই নৌকাটি বানিয়েছেন।
তবে এখন সেটি ব্রাজিল পৌঁছানোই হয়ে গেছে বড় চিন্তার বিষয়। দীর্ঘ এই পথ কেমনে পাড়ি দেবে তা নয়, ববং ভ্রমণে যে খরচ হবে তা নিয়েই এই চিন্তা। আটলান্টিকের বুক চিয়ে ১৫ হাজার মাইল পাড়ি দিতে ২০ লাখ ডলার খরচ হবে।
ধর্মগ্রন্থে যে নুহের নৌকার কথা বলা হয়েছে তাতে হযরত নুহ (আঃ) আল্লাহর নির্দেশে একটি বড় নৌকা বানিয়ে মানুষসহ সকল প্রাণিকুলকে তুলে নিয়ে ভেসে গিয়েছিলে আর তার মাধ্যমেই প্রলয়ংকারী বন্যা থেকে সুরক্ষা মিলেছিলো। সেই প্রতিপাদ্য মাথায় রেখেই হুইবার তার এই নৌকাটি বানিয়েছেন। এর পাঁচটি পাটাতন রয়েছে। যার একেকটি ফুটবল খেলার মাঠের চেয়েও বড়। এটি ৪১০ ফুট দৈর্ঘ, ৯৫ ফুট প্রস্থ আর ৭৫ ফুট উঁচু। এতে মোট পাঁচ হাজার মানুষ একবারে ভ্রমণ করতে পারে।
২০১২ সালে উদ্বোধনের পর এ পর্যন্ত লাখ লাখ পর্যটক এই জাহাজটিতে উঠেছেন।
০৬ ই মে, ২০১৬ দুপুর ২:৩৬
জুনা্যেদ সিদ্দিক বলেছেন: জি এই নৌকা পুরোই কাঠের তৈরী।
২| ০৬ ই মে, ২০১৬ দুপুর ১২:১৮
নতুন গেম বলেছেন: ভালো শেয়ার ।
০৬ ই মে, ২০১৬ দুপুর ২:৩৭
জুনা্যেদ সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, নতুন গেম।
৩| ০৬ ই মে, ২০১৬ দুপুর ১২:২৭
সুমন কর বলেছেন: তথ্যবহুল পোস্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ।
০৬ ই মে, ২০১৬ দুপুর ২:৩৮
জুনা্যেদ সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, সুমন কর।
৪| ০৬ ই মে, ২০১৬ দুপুর ১২:৫৬
মুছাফির বলেছেন: ধন্যবাদ । অজানা ছিলো, আপনার মাধ্যমে জানলাম।
০৬ ই মে, ২০১৬ দুপুর ২:৩৯
জুনা্যেদ সিদ্দিক বলেছেন: মুসাফির, মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৫| ০৬ ই মে, ২০১৬ দুপুর ২:৫১
মীর সাখওয়াত হোসেন বলেছেন: নাস্তিকেরা রে রে করে উঠবে না?
৬| ০৬ ই মে, ২০১৬ দুপুর ২:৫৯
নতুন বলেছেন: ভাল.... ডোনেসন পাবার জন্য চমতকার একটা আইডিয়া.
আমার মনে হয় না যে এইটা সাগরে ভাসবে এবং এতো পথ পারি দিতে পারবে।
০৬ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
জুনা্যেদ সিদ্দিক বলেছেন: কেন সাগরে ভাসবে না,এতো পথ পাড়ি দিতে পারবে না।
৭| ০৬ ই মে, ২০১৬ রাত ৯:৫২
নতুন বলেছেন: এটা বানানো হয়েছে নুহু আ: এর নৌকার মিথের উপরে ভিক্তি করে... এরা এটাকে বড় বানিয়েছে, কাঠের প্রানীর তৌরি করেছে...
কিন্তু এটাকে সাগরের পথ পারি দিতে হলে সেই ভাবে বানাতে হবে...
আমার মনে হয়েছে এটা অনেকেটাই দৃস্টি আকষ`নের জন্য তৌরি... তাই বলেছি।
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০১৬ সকাল ১১:৫৫
হুকুম আলী বলেছেন: এই বিষয়টি জানা ছিল না। তবে এটা কি পুরোই কাঠের তৈরী?