![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যকে আলিঙ্গন করতে যদি মরণমরণও আসে,ফাঁসির দড়িতে যেন মুচকি হাসে!
সকল SSC পরীক্ষার্থীদের জন্য উৎসর্গকৃত
.
তুমি প্রকাশ হবে বলে
কেটেছে নির্ঘুম রাত, পলকহীন চোখ জোড়া মায়াবী স্বপ্ন । হৃদয়ে স্পন্দন দূরু দূরু কাপা ভয় ।
.
তুমি প্রকাশ হবে বলে
কেটেছে দশটি বছর, অক্লান্ত পরিশ্রমে বোনা ফলল ঘরে আসবে আজ, চিটে পোকা না হয় এটাই সংশয় ।
.
তুমি প্রকাশ হবে বলে
দেখেছি বাবার চোখে রঙ্গিন আশা, মায়ের মুখে বিষণ্ণতা কি হয় না হয় খোকা পাস করবে তো ?
.
তুমি প্রকাশ হবে বলে
গোশাল বাবুর মিষ্টির দোকান পরিপূর্ণ হরেক রকম মিষ্টি আর রসোগোল্লায় । বিক্রি হবে আজ খুশিতে আটখান ।
.
তুমি প্রকাশ হবে বলে
ছোট বোনের সাত খুন মাপ । নয় কোন ঝড়গা ঝাটি
তুই যা চাবি তাই পাবি যদি প্রত্যাশিত ফলটা আসে ।
.
তুমি প্রকাশ হবে বলে
পাশের বাড়ির মেয়েটা ও থাকে আশায়, তার ছোট্ট হৃদয়ে এক ফালি চাঁদ উকি দিয়ে যায় ভালোবাসায় ।
.
তুমি প্রকাশ হবে বলে
রিকশা চালক মজিদ মিয়া যায়নি আজ কাজে
প্রতিক্ষায় থাকে কখন আসবে ছেলেটার রেজাল্ট ।
.
তুমি প্রকাশ হবে বলে
দেশ জুড়ে আলোচনা, কাগজের পাতা আর অনলাইনে মানুষের হুমরে পরা ভিড় ।
.
তুমি প্রকাশ হবে বলে
বিদ্যালয় আজ মুখোরিত লোকে লোকারন্য
অভিভাবকের কানা ঘোসা, আশা নিরাশার দোলাচল ।
.
তুমি প্রকাশ হবে বলে
ছেলে মেয়ে ছুটে চলে দিক বেদিক, পাস না ফেল ?
হে রেজাল্ট হয়ো নাকো কাল ।
সবার মুখে যেন হাসি থাকে ২০১৬ সাল ।
১১ ই মে, ২০১৬ সকাল ১০:০১
জুনা্যেদ সিদ্দিক বলেছেন: ধন্যবাদ মোস্তফা সোহেল। অনেক অনেক শুভেচ্ছা রইল।
২| ১১ ই মে, ২০১৬ সকাল ১০:৩৯
আরিফুর রহমান খান বলেছেন: ভালো লেগেছে
১১ ই মে, ২০১৬ বিকাল ৪:৩০
জুনা্যেদ সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, আরিফুর রহমান খান। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩| ১১ ই মে, ২০১৬ সকাল ১১:২৬
আব্দুল্লাহ তুহিন বলেছেন: বাহহ, অসাধারণ।
১১ ই মে, ২০১৬ বিকাল ৪:৩১
জুনা্যেদ সিদ্দিক বলেছেন: ধন্যবাদ আব্দুল্লাহ তুহিন। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৬ সকাল ৯:৪২
মোস্তফা সোহেল বলেছেন: বাহ বেশ সুন্দর লিখেছেন।