নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

সীমান্ত হাট

১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১০





এক কানা কয় আর এক কানারে, চল এবার ভব পারে ।

নিজে কানা পথ চেনে না পরকে ডাকে বারং বার।

এসব দেখি কানার হাট বাজার


লালন শাহের এই বিখ্যাত আধ্যাতিক গানের কানার হাট বাজারের মতই আমাদের দেশ জুড়েও রয়েছে অসংখ্য হাট বাজার। আজ বাজার নয় শধু হাটের কথাই হোক। তা সেটা লালমনির হাট থেকে টেকের হাটই হোক,অথবা গাবতলী পশুর হাট থেকে যশোরের গঁদখালী ফুলের হাটই হোক। গদখালীর এই ফুলের হাটে নাকি লক্ষ লক্ষ টাকার ফুল কেনা বেচাই হয়। এরই সাথে রয়েছে পশ্চিমা বিশ্বের বিখ্যাত এক হাট যার নাম পিৎজা হাট। এর শাখা রয়েছে আমাদের দেশেও, যেখানে উচ্চবিত্ত রসনা বিলাসীদের পিৎজার স্বাদ নিত্য আনাগোনা, এছাড়া আরো আছে ছবির হাট, শিশুদের নিয়ে চাঁদের হাট, রূপসীদের জন্য রূপের হাট এমনতর অসংখ্য হাট।



গঁদখালী ফুলের হাট

অভিধানিক ভাষায় হাট হলো সেই স্হান যেখানে প্রকাশ্যে পন্যের কেনা বেচা চলে। তবে সেটা বাজারের মত প্রতিদিন বসে না। সপ্তাহের একটি নির্দিষ্ট দিন একটি নির্দিষ্ট স্থান শুধু বরাদ্দ থাকে হাটের জন্য। সেই দিনে হাটুরেরা সব দুরদুরান্ত থেকে আসে তাদের পন্য নিয়ে আর বিক্রি করে ফিরে যায় দিন শেষে তাদের নিজস্ব আলয়ে।



হাটের পথে যাত্রীরা।

এ সব কথা থাক। চলুন আজ আপনাদের নিয়ে যাই এক নতুন হাটে।এই হাটের নাম বর্ডার হাট। নামটা কি আপনাদের পরিচিত লাগছে ? হয়তো অনেকে শুনেছেন,আবার অনেকের কাছে একেবারেই আনকোরা। আমারও কিছুটা ধোঁয়াশা ছিল এই নতুন হাট নিয়ে।



যেখানে সীমান্ত আমার

এই সীমান্ত হাটের জায়গা হলো আমাদের প্রতিবেশী দেশের সীমান্ত আর আমাদের দেশের সীমান্তের মাঝে যাকে বলে নো ম্যান্স ল্যন্ড এ। স্থানটি সংরক্ষিত বলে ভোটার আইডি কার্ড বা ডিসির অনুমতি লাগে ব্যাবসায়ী ছাড়া সাধারন জনগনের হাটে প্রবেশ করতে ।

শুনেছিলাম এই হাট শুরু হয় প্রতি মঙ্গলবার দুপুর দুটো থেকে। কিন্ত ডিসির অফিস জানালো এই অভিনব হাট সকাল নটা থেকেই শুরু হয়। প্রথম দিকে কড়াকড়ি থাকলেও একটু বেলা গড়ালে সবার জন্যই খুলে দেয়া হয় এর দরজা। আর কথা নয় তাড়াতাড়ি রওনা হোলাম সীমান্ত হাটের উদ্দ্যেশে।



ঘাটের নাম হালুয়ারঘাট।

বাস স্ট্যান্ড থেকে নদীর এপারে হালুয়ার ঘাট অটো ভাড়া ১২০ টাকা। মাথাপিছু ৫ টাকা দিয়ে নৌকার ফেরি পেরিয়ে অপর পারে আসলাম। ঐ পারে এক ব্যাক্তির নির্দেশনায় সব অটোর চলাচল। সীমান্ত হাটে আসা যাওয়া এবং অপেক্ষা সব কিছুর জন্য ৬০০ টাকায় রিজার্ভ, এবং এই টাকা আপনি হাট থেকে ফিরে এসে ইজারাদারের হাতে দেবেন। অটোতে ৪০ মিনিটের মত লাগে গন্তব্যে পৌছাতে। আসার সময় সেই অটো আলাকে খুজে পাইনি। যেহেতু সিন্ডিকেট সুতরাং যে কোন অটো আমাদের ফিরিয়ে নিতে বাধ্য। এই প্রথম বারের মত সিন্ডিকেট সিস্টেম ভালো লাগলো ।



রাস্তার দু পাশে কেটে রাখা সোনালী ধান

সুন্দর এক গ্রামীন পরিবেশের ভেতর দিয়ে আমরা এগিয়ে চলেছি সেই আমাদের জন্য নতুন এক বিষয় সীমান্ত হাটের দিকে।



দূর থেকে মনে হলো আলুর ক্ষেত



অটোতে আমরা

দক্ষ চালকের সাথে ঢালাই করা রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি সীমান্ত হাটের দিকে।

রেস্ট্রিকটেড থাকায় এখানে পোষ্ট করা সব ছবির দিন তারিখ ও ব্যাক্তি বিশেষের ছবি মুছে দিলাম।

এখন দেখুন আমার চোখে দুদেশের সীমান্তে বসা বর্ডার হাট



বর্ডার হাট

প্রচুর লোক সমাগমে জায়গাটি তখনই গম গম করছে। সবাই সেই হাটে ঢুকতে চাইছে। কিন্ত একটি ছোট্ট সেতুর উপর দাঁড়ানো আমাদের সীমান্ত প্রহরী ভাইয়েরা আড়াআড়ি বাশ দিয়ে পথ আটকে রেখেছে।ওটাই আমাদের দেশের সীমানা। অনেকে মাটিতে বসে আছে গেট খোলার অপেক্ষায়।



খৈয়ামের কবিতার ভাষায় সবাই বলছে 'দুয়ার খোল দুয়ার খোল ভাই, সময় যে আর নাই'

বিফল মনরথে এদিক ঘুরতে লাগলাম। এক বার চেষ্টা করে বাশ প্যাঁর হোলাম। কিন্ত হাটের ভেতর প্রবেশের দরজা তখনো বন্ধ। বাইরে থেকে কিছু ছবি তুললাম



সবাই হাটের দরজার সামনে কিন্ত গেট বন্ধ

বিফল হয়ে ফিরে আসলাম। পথের মাঝে লোক জন ঘুর ঘুর করছে



আমরাও এখানে ঘোরাঘুরি করছি

খানিক পর রাস্তার ধারের এক অস্থায়ী রেস্তোরায় বসে চা আর ছোলা ভুনা খেলাম ।



হাটের মতই অস্থায়ী রেস্তোরা

এখান থেকে বের হয়ে অন্যপাশে চলে আসলাম । এখান থেকে কিছুটা দূরে সীমান্ত হাটকে দেখছিলাম । বুঝতে চেষ্টা করছিলাম কি বেচা কেনা হচ্ছে এখানে।



দূর থেকে সীমান্ত হাট



হাটের ছবি



তীক্ষ চোখে দেখা



কাঁটা তারের ভেতর হাটের ছবি



ওপারের সীমান্ত রক্ষীদের ট্রাক



ছোট্ট পানির ছড়ার এপার আমাদের দেশের ভেতর থেকে তোলা



দূর থেকে হাটের ভেতর।

আস্তে আস্তে ছোট ছড়াটি ডিঙ্গিয়ে এগিয়ে গেলাম কাটাতারের কাছে।



দূর থেকেই মনে হচ্ছে আমাদের দেশের বিখ্যাত চিপসের বস্তা।



অপর পারের ক্রেতা বিক্রেতার মাঝে আলাপ।



আমাকে ছবি তুলতে দেখে নিষেধ করছে ছেলেটি

অবশেষে ঠিক ঠিক দুপুর দুটোয় আমরা সেই সীমান্ত হাটে প্রবেশ করতে সক্ষম হোলাম। ভারতীয় বিক্রেতারা তাদের দেশীয় পন্য নিয়ে এসেছিল। তবে সেগুলো তেমন মান সম্পন্ন কোন জিনিস ছিল না। পরিমানেও কম তারপরও আমাদের দেশের ক্রেতাদের ঝাপিয়ে পড়া দেখে চমকে গেলাম। বেশিরভাগই ছিল কাচা সুপারী, এবং কমলা লেবু, সামান্য প্রসাধনী এবং কিছু শাল ও কম্বল।আমাদের বিক্রেতারা নিয়েছিল জ্যুস, চিপস , গরম কাপড় এবং মেলামাইন ও ঘর সংসারের জন্য প্রয়োজনীয় নিত্য পন্য।



কাঁচা সুপারী আর কমলা নিয়ে দাঁড়ানো সীমান্তে ঐ পারের এক বিক্রেতা

এই ছবিটা তোলার পর কি মনে করে আমি গেটের কাছে গিয়ে আমাদের এক সীমান্ত প্রহরী অফিসারকে বললাম "ভাই আমি গেটের উপরে লেখা বর্ডার হাট কথাটি ভালো করে তুলতে চাই"। সেতো আমাকে ব্যাগ থেকে ক্যামেরা বের করতে দেখে হতভম্ব হয়ে গেল। বল্লো 'আপনি কি করে এখানে ক্যামেরা নিয়ে এসেছেন ? আপনাকে কিছু বলে নি '!

কে কি বলবে হাজারও জনতার ধাক্কাধাক্কিতে কে কাকে চেক করে !

আমি বললাম "নাতো"! আমিও ততোধিক হতভম্ব হোলাম।

এরপর আর হাটের ভেতর ছবি তোলা হয়নি।সেই অফিসারের নির্দেশে ক্যামেরা ব্যাগে ঢুকিয়ে বিরস বদনে হাটে ঘুরলাম আধ ঘন্টার মত। তারপর ফিরে আসলাম সেই ভয়ংকর জানজট ঠেলে।



ছুটে আসা হাটুরেরা

তখনো মানুষ পাগলের মত সেই হাটের দিকে ছুটছে। তবে ওপার থেকে আসা বিক্রেতারা ছাড়া সে দেশের সাধারন ক্রেতা বলতে ছিলই না। নতুন এক ধরণের হাটে ঘোরার স্মৃতি হিসেবে কিনে আনলাম গোটা চারেক কমলা আর এলাচ।

রবি ঠাকুরও লিখেছেন কবিতায়

কোন হাটে তুই বিকোতে চাস ওরে আমার গান ?

কোনখানে তোর স্থান


মনে হয় গানেরও হাট আছে :)



ফুলের হাটের ছবিটি শুধু নেট থেকে নেয়া .....বাকি সব ছবি আমার তোলা ।

মন্তব্য ১০১ টি রেটিং +৩০/-০

মন্তব্য (১০১) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: "ভারতীয় বিক্রেতারা তাদের দেশীয় পন্য নিয়ে এসেছিল। তবে সেগুলো তেমন মান সম্পন্ন কোন জিনিস ছিল না। পরিমানেও কম তারপরও আমাদের দেশের ক্রেতাদের ঝাপিয়ে পড়া দেখে চমকে গেলাম।"

আসলেই আমরা কখনই আমাদের দেশীয় পণ্যের গুরুত্ব দেই না। ভারতীয় এবং তথাকথিত বিদেশী পণ্যের প্রতি আমাদের অাকর্ষণ সব সময়ই আকাশচুম্বী।

তা না হলে আজ বিশ্ববাজারে বাংলাদেশ হয়তো হতে পারতো অন্যান্যদের জন্য আইডল।

ভালো থাকবেন।

১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৮

জুন বলেছেন: সত্যি বলতে কি সেই নিম্ন মানের পন্য কেনার জন্য ঠেলাঠেলি দেখে আমি অবাকই হয়েছি। আর ক্রেতারাও গ্রাম থেকে আসা কৃষক মজুর শ্রেনী ভাইদের মত সাধারণ, তাও নয় ।
সুন্দর একটি মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ দিশেহারা রাজপুত্র।

২| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৬

রাতুল_শাহ বলেছেন: শাক সবজি দেখে কিনতে ইচ্ছে করছে। শাক কিনেছেন নাকি? কিনলে একদিন দাওয়াত খেতে চলে আসবো।

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১০

জুন বলেছেন: কোথায় শাক সব্জী দেখলা রাতুল :-*
এক হলো আলু ক্ষেত আরেক গদখালি ফুলের বাজারের ফুল :)
খালি দাওয়াত আর দাওয়াত :(
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ সাথে শুভকামনা রইলো ।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বরাবরের মতই দারুন একটা পোষ্ট।

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৩

জুন বলেছেন: দারুন বলে লজ্জা দিওনা । খুব বেশি হলে নিদারুন বলতে পারো :#>
যা দেখি দুই নয়নে তাই লিখে যাই আনমনে :)
অসংখ্য ধন্যবাদ কাল্পনিক

৪| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫১

রাতুল_শাহ বলেছেন: সীমান্ত হাটে কি মোটর সাইকেলও বিক্রি হয়?

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৮

জুন বলেছেন: হতে পারে আমার জানা নেই । এই মটর সাইকেলগুলো যাত্রী পরিবহনের কাজে ব্যাবহার করা হয় । সাশ্রয়ী ভাড়ায় বেশিরভাগ লোকেই এতে যাতায়ত করে তবে মারাত্নক দুর্ঘটনাও ঘটে অহরহ ।
আবার আসার জন্য অনেক ধন্যবাদ রাতুল :)

৫| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন, দারুন এবং দারুন------যেমন ছবি তেমন তার বর্ণনা--------

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২০

জুন বলেছেন: আপনাকেও অনেক অনেক অনেক ধন্যবাদ লাইলী আরজুমান খানম লায়লা :)
অনেকদিন ধরে সাথে আছেন অনেক ভালোলাগছে ।
শুভেচ্ছা রাত্রির

৬| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৯

আরমিন বলেছেন: বাহ, মজার তো! ছবিগুলো খুব সুন্দর হয়েছে জুন আপু !

১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৮

জুন বলেছেন: মজার লাগলো আরমিন২৯ :(
এখন ভাবি কত রিস্ক নিয়ে ছবিগুলো তুলেছিলাম। সেখানে আমাদের সহ ওদেশের সীমান্ত রক্ষীরাও পাহারা দিচ্ছিল :-&

পোষ্টটি পড়া আর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ :)

৭| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০০

নেক্সাস বলেছেন: যাবোনা সীমান্ত হাটে। যদি ফেলানীর মত মরে যাই.......

সুন্দর পোষ্ট জুনাপা

১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০১

জুন বলেছেন: হু সত্যি বটে । সেই সম্ভাবনা থাকে কি সীমান্ত হাটে নেক্সাস ? এতো উভয় দেশের উচ্চ পর্যায়ের সম্মতিতে বসা হাট । নিভৃত সীমান্তের উৎপাদিত ফসলের কেনা বেচার সুবিধার্থে হয়তো এই ব্যবস্থা ।কি জানি :(
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ নেক্সাস

৮| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০১

সাদা মনের মানুষ বলেছেন: আমার খুব ইচ্ছে, কোন একটা সিমান্ত হাটে যাওয়ার, ধন্যবাদ আপনাকে

১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৩

জুন বলেছেন: প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমার পোষ্টটি পড়া আর মন্তব্যের জন্য ।যাবেন একদিন সময় করে নিশ্চয় :)

৯| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৭

সাদা মনের মানুষ বলেছেন: ঐ হাটে কি ক্যামেরা নিয়ে যাওয়া যায়?

১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৬

জুন বলেছেন: আমিতো সাদা ভাই পোষ্টেই উল্লেখ করেছি ছবি তোলা সম্পুর্ন নিষেধ । যা আমি জানতাম না :(

১০| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩২

কলমের কালি শেষ বলেছেন: ব্লগের নিয়মিত হাটে আপনি দেখি সীমান্ত হাট নিয়ে এসেছেন !!.. ;)

আপনার অন্যরকম টাইপ ভ্রমন কাহিনীগুলো বেশ মজাদার । অনেক মজার মজার তথ্যের সাথে পরিচিত হই । ছবিগুলোও হয় মনোমুগ্ধকর । আপনার ছবির হাত খুব ভালো । এই হাত যেন বেঁচে থাকে যুগ যুগান্তর তাহলে আমরা পাবো অসাধারণ সব ভ্রমন কাহিনী সাথে ফ্রি মনকড়া ছবি !.. B-) B-)

অনেক শুভ কামনা জুন আপু । :#)

১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২০

জুন বলেছেন: ইশ এত্ত প্রশংসা শুনে কি যে ভালোলাগছে ককাশে B-)
আপনার মুখে ফুল চন্দন আর আমার শত্রুদের মুখে ছাই :P
হা হা হা অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন আর সামনের দিন গুলোতেও পাশে পাওয়ার আশা রাখি :)

১১| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৪

তুষার কাব্য বলেছেন: এরকম হাটে আমার যাওয়ার অভিজ্ঞতা হয়েছে দুবার।একবার বিছানাকান্দিতে মেঘালয়ের সাথে আর একবার বুরিমারিতে ।
....চমত্কার অভিজ্ঞতা.... :)

ছবিগুলো খুব সুন্দর হয়েছে আপু !

১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৩

জুন বলেছেন: অভিজ্ঞতা হয়েছে তো লিখলেন না কেন তুষার ? দেখলা আমি কেমন ফাস্টু হয়ে গেলাম :)
পোষ্ট পড়া আর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা

১২| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৮

তাহসিনুল ইসলাম বলেছেন: চমৎকার মিলনমেলা।

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২০

জুন বলেছেন: হু তাই বটে তাহসিনুল ইসলাম :)
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে সাথে একরাশ শুভকামনা ।

১৩| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সীমান্ত হাটের কথা শুনেছি । বিস্তারিত প্রথম জানলাম । নতুন ও মজার এক শব্দের সাথেও পরিচিত হলাম '' ছোলা ভুনা '' । :D :D

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৩

জুন বলেছেন: কিছু হলেও জেনেছেন জেনে অনেক ভালোলাগলো গিয়াসলিটন :)
ছোলা ভুনা শব্দটি নতুন শুনলেন ? কি বলেন ? আপনারা কি বলেন একে ?
কৌতুহলী থাকলাম :)
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে সাথে শুভেচ্ছা

১৪| ১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

সুমন কর বলেছেন: অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ।

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৫

জুন বলেছেন: আমার পোষ্ট থেকে কিছু হলেও জানছেন জেনে অনেক ভালোলাগলো সুমন কর :)
শুভেচ্ছা রাত্রির

১৫| ১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

বিদ্রোহী বাঙালি বলেছেন: //স্বদেশী পণ্য কিনে হও ধন্য//
তারপরও আমাদের বিদেশী পণ্যের প্রতিই দুর্বলতা বেশী। মান নিয়ে আমাদের কোন মাথা ব্যথা নেই। বিদেশী হলেই হল। হায়রে আমাদের বোধ!
হাটের তথ্য নিয়ে পোষ্টে হাট বসিয়ে দিয়েছেন। বর্ণনার সাথে ছবি সব সময়ই আলাদা মাত্রা যোগ করে। আপনারটাও ব্যতিক্রম হয় নাই। অনেক ভালো লাগলো। নিরন্তর শুভ কামনা রইলো।

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩০

জুন বলেছেন: তারপরও আমাদের বিদেশী পণ্যের প্রতিই দুর্বলতা বেশী। মান নিয়ে আমাদের কোন মাথা ব্যথা নেই

যথার্থই বলেছেন । দেখলাম তো কি নিম্ন মানের পন্যের সমাহার আর তাতে আমাদের হামলে পরার দৃশ্য । মনে হলো মেলায় উপস্থিত ঐ পারের রক্ষীরাও উপভোগ করছিল সেই দৃশ্য ।
সুন্দর এবং প্রাসঙ্গিক এক মন্তব্যের জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ বিদ্রোহী বাঙ্গালী ।

১৬| ১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২০

প্রামানিক বলেছেন: যাক এতদিনে দারুণ একটা পোষ্ট পেলাম। এরকম ছবি দেখে খুশি হলাম।

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩২

জুন বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ পোষ্টটি পড়া আর মন্তব্যের জন্য প্রামানিক ।
ভালো থাকুন আর সামনের দিনগুলোতেও সাথে থাকুন :)

১৭| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৯

মনিরা সুলতানা বলেছেন: আপা দারুন বললে মাইন্ড খাবেন , তাই কি নিদারুন অপূর্ব পোস্ট লিখলাম
ভাল লেগেছে আপু , তাহলে ঘুরাঘুরি আপনার ব্লগেই চলুক
কি বলেন ?


শুভ কামনা আপু :)

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৪

জুন বলেছেন: হা হা হা নিদারুনই বটে মনিরা সুলতানা :)
তারপরও সময় করে পড়া আর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
শুভকামনা রইলো

১৮| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৩

ঢাকাবাসী বলেছেন: বাস্তবধর্মী ছবিসহ-- চমৎকার বর্ণনাসহ একটা মনে রাখার মত পোস্ট। ভাল লাগল। ওই ব্যাটা ক্যামেরাটা ব্যাগবন্ধী না করলে মনে হয় আরো কিছু ছবি পেতুম! ধন্যবাদ।

১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৪

জুন বলেছেন: ওই ব্যাটা ক্যামেরাটা ব্যাগবন্ধী না করলে মনে হয় আরো কিছু ছবি পেতুম

হা হা হা আপনি ঠিকই বলেছেন । অসংখ্য ধন্যবাদ ঢাকাবাসী মন্তব্যের জন্য । শুভকামনা রইলো আপনার ও ভাবীর জন্য যারা আমাদের মতই ভ্রমণপিয়াসী :)

১৯| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৫

রাতুল_শাহ বলেছেন: আবারও অনেক অনেক অনেক ধন্যবাদ নিতে আসলাম। দাওয়াত তো আর দিবেন না।

১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৮

জুন বলেছেন: কিসের দাওয়াত :-*
কেন দাওয়াত রাতুল :((

তোমাকেও আবারও অনেক অনেক ধন্যবাদ আরেকবার আসার জন্য :)

২০| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২২

*কুনোব্যাঙ* বলেছেন: ব্লগ বতুতা যখন নাগরিক সাংবাদিক। শিক্ষাতরীর পর আমাদের দেখিয়ে আনলেন সুদূর সীমান্তের এক হাটের গল্প যা শুধু হাটই নয় জাতিতে জাতিতে ঐক্যের নিদর্শন। যদিও কাঁটাতারের বন্ধনী রয়েছে, রয়েছে বিভাজন, রয়েছে সশস্ত্র সতর্ক পাহারা তবুও এমন একটি হাট অবশ্যই উপভোগ্য এবং ব্যতিক্রম।


নবম ভালোলাগা।

১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৩

জুন বলেছেন: তোমাকেও অশেষ ধন্যবাদ কুনো তোমার তীক্ষ দৃষ্টির জন্য। ছবির মাঝেও এত কিছু দেখা আর তার বিশ্লেষন সত্যি দারুন ।
শুভকামনা রইলো আর সেই সাথে ভবিষ্যতেও পাশে থাকবে সেই কামনাও করি ।

২১| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৯

আহমেদ জী এস বলেছেন: জুন ,





দুটো প্রতিবেশী দেশের সীমান্তে যে পশরা, যে প্রানের মেলা ; তারই মতো অনবদ্য ভাবে সেজে উঠেছে ব্লগের এই পোষ্টটি সকল ছবি নিয়ে।
এক “নো ম্যানস ল্যান্ড” এ নিয়ে গেলেন আপনি যেখানে বর্ণ, ধর্ম, রং একাকার হয়ে আছে । কোনও ভেদাভেদ যেখানে “সীমান্ত” তুলে দিতে পারেনি ।
কেটে রাখা সোনালী ধানের মতোই লেখাটি রং ছড়াবে পাঠকের মনে ।

শুভেচ্ছান্তে ।

১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৮

জুন বলেছেন: আহমেদ জী এস সত্যি বলতে আপনার মন্তব্যের উত্তর দিতে দেয়ার সময় আমি একটু ভাবনায় পড়ে যাই। এত সুন্দর বাক্য বিন্যাসে গড়া মন্তব্যের উত্তর দিতে গিয়ে দেখি আমার শব্দের ভান্ডার বড়ই অপ্রতুল।
অসংখ্য ধন্যবাদ সব সময় সাথে থেকে উৎসাহ ব্যাঞ্জক মন্তব্য দেয়ার জন্য ।
শুভকামনা জানবেন আর ভবিষ্যতেও সাথেই থাকবেন ।

২২| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৬

মাহমুদ০০৭ বলেছেন: চমৎকার একটি পোস্ট । খুবই ভাল লাগলো ।
ওই ব্যাটা ক্যামেরাটা ব্যাগবন্ধী না করলে মনে হয় আরো কিছু ছবি পেতুম!
ঢাকাবাসি ভাইয়ের সাথে আমিও একমত ।

ভাল থাকবেন আপা।

১৩ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

জুন বলেছেন: আমারও এখন তাই মনে হয় কিন্ত সত্যি অর্থে কাজটা তো বে আইনী যা ছিল আমার অজানা মাহমুদ ০০৭ । তারপর এখানে প্রকাশ করা সেটাও অন্যায় জেনে সব তথ্য গোপন করে লেখার চেষ্টা করেছি, যারা দেখেনি, শুনেনি তাদের জন্য ।
ভালো থাকুন শুভেচ্ছা সন্ধ্যার ।

২৩| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১৩ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

জুন বলেছেন: অশেষ ধন্যবাদ ও শুভকামনা সেলিম আনোয়ার আপনার জন্য ।

২৪| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৬

হামিদ আহসান বলেছেন: দারুন একটা পোস্ট। এমন একটা হাট সরাসরি দেখার খুব ইচ্ছা আমার।

১৩ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

জুন বলেছেন: আপনাদের ইচ্ছা পুরণেই আমার এই প্রচেষ্টা হামিদ আহসান।
অসংখ্য ধন্যবাদ পোষ্ট পড়া আর মন্তব্যের জন্য ।

২৫| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: এই রকম পোস্ট দরকার ছিল

১৩ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২০

জুন বলেছেন: তাই নাকি নাজমুল হাসান মজুমদার !! খুশি হোলাম জেনে :)
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ।

২৬| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৫

আবু শাকিল বলেছেন: ছবি গুলা এত সুন্দর কিল্লাই??
পোষ্টে মাইনাস =p~ =p~

১৩ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

জুন বলেছেন: ছবি সুন্দর B:-/
ওক্কে পচা ছবি দিচ্ছি শীঘ্রই :)

মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।

২৭| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৪৪

ডি মুন বলেছেন:
হাটের ছবিসহ সবগুলো ছবিই খুব সুন্দর।
বিশেষ করে আলুক্ষেত আর সোনালি ধানের ছবি খুব ভালো লাগল :)

++++

১৩ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

জুন বলেছেন: ভালোলেগেছে জেনে অনেক ভালোলাগলো ডিমুন :)
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ও শুভকামনা

২৮| ১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০১

জাফরুল মবীন বলেছেন: সীমান্ত হাটের কথা জানা থাকলেও চাক্ষুস দেখা তো দূরের কথা এ বিষয়ে তেমন কোন তথ্যও জানতাম না।আপনার পোস্টের কল্যাণে বেশ বিছু তথ্য জানতে পারলাম।ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তথ্যগুলো শেয়ার করার জন্য।

১৩ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০১

জুন বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ আপনার সচেতনতামুলক পোষ্ট গুলো শেয়ার করার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য ।

২৯| ১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৫

মৃদুল শ্রাবন বলেছেন: গদখালীর ফুলের হাটের ছবিটা আমার কাছ থেকে নিলে আমিতো একটা ফটো ক্রেডিট পাইতাম :!> (আমার বাড়ী গদখলীর কাছেই)।

সুন্দর পোষ্ট আপু।

১৩ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০২

জুন বলেছেন: তাই নাকি মৃদুল শ্রাবন ? আমরা কয়েক বছর আগে যশোহর থেকে বটগাছ দেখে গদখালি বাজার হয়ে যশোর ফিরেছিলাম। তখন সেখানে ফসলের হাট ছিল আর কাঠালের ।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ :)

৩০| ১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: পঞ্চদশ ভাল লাগা। বর্ননা আর ছবিতে মিলে বৈচিত্রময় শিক্ষণীয় এক পোষ্ট।

১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৬

জুন বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ইমতিয়াজ ১৩ ।
শুভেচ্ছা সকালের ।

৩১| ১২ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

টয়ম্যান বলেছেন: এসব দেখি কানার হাট বাজার
আরো দেখি বর্ডার হাট বাজার B-)
+++++++++

১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৯

জুন বলেছেন: কত রকম হাট বাজার যে আছে আমাদের দেশে । চিটাগাং এর হাটহাজারী নামই হয়েছে হাজার হাট থেকে টয়ম্যান :)
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।

৩২| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





জুনাপ্পি......কেমন আছইন?

কানার হাট দেখে যেমন মজা পেলাম....
ফসলের মাঠ দেখে তেমনি উদাস হলাম....


চমৎকার সব ছবি....
আপনি সত্যিই ব্লগের ইবনে বতুতী......... ;) B-)

১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪২

জুন বলেছেন: ভালো আছি ভাই মাঈনউদ্দিন মইনুল :)
আশা করবো আপনিও অনেক অনেক ভালো আছেন ।

চমৎকার সব ছবি দেখা আর মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ
B-) B-)

৩৩| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাগ্য ভালো ওরা আপনার ক্যমেরা কেড়ে নেয়নি :)

পোস্টে +

১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৫

জুন বলেছেন: না তা নেয়নি সত্যই আমি ভাগ্যবান মাসুম । ঐ ক্যামেরায় আমার অনেক অনেক ছবি ছিল বিশেষ করে টাংগুয়ার হাওড় সহ অনেক জায়গার।
পোষ্ট পড়া আর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ :)

৩৪| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৮

সোহানী বলেছেন: পত্রিকা মারফত এ হাটের কথা শুনছিলাম কিন্তু আপনার সাথে বাস্তব বর্ডার হাটে ঘুরতে পেরে ও নতুন কিছু জানতে পেরে ভালো লেগেছে। বাট নিজের দেশের পন্যের বিক্রির অবস্থা দেখে হতাশ হয়েছি......

"ভারতীয় বিক্রেতারা তাদের দেশীয় পন্য নিয়ে এসেছিল। তবে সেগুলো তেমন মান সম্পন্ন কোন জিনিস ছিল না। পরিমানেও কম তারপরও আমাদের দেশের ক্রেতাদের ঝাপিয়ে পড়া দেখে চমকে গেলাম।"

ওরা তো কিনবেই কারন আমরাই ঝাপিঁয়ে পড়ি এসব অখাদ্য কিনতে...

ব্যাক্তিগত অভিজ্ঙতা শেয়ার করি.... আমার এক বস ছিল ভারতীয়। সে তার ব্যবহার্য সব কিছু, এমন কি চাল ডাল ... পারলে সব্জীও ভারত থেকে কিনে আনতো। এদেশে প্রায় ১০ লাখ টাকা বেতন পেতো মাসে কিন্তু একটা টাকা ও খরচ করতো না.............

১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৯

জুন বলেছেন: ঠিকই বলেছেন বিদেশী পন্যের প্রতি আমাদের অপরিসীম আগ্রহ দেখে ওরাও বোধহয় অবাক হয় সোহানী। মান নিয়ে মাথা ঘামানোর দরকার নেই।
প্রাসঙ্গিক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ সাথে শুভকামনা রইলো :)

৩৫| ১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৩

ইমিনা বলেছেন: জুন আপুর বর্ণনা এবং ছবিতে আমারও সীমান্ত হাট দেখা হয়ে গেলো।
অনেক অনেক ধন্যবাদ আপু।

১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২১

জুন বলেছেন: বিস্তারিত বর্ননা দিতে পারি নি তার জন্য আন্তরিক দুঃখিত ।
সাথে থাকা আর উৎসাহ দেয়ার জন্য অশেষ ধনবাদ ইমিনা ।

৩৬| ১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৬

আমিনুর রহমান বলেছেন:




আপনার সাহস আছে !



চমৎকার পোষ্ট +

১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৬

জুন বলেছেন: তা বলতে পারো আমিনুর :||
আমাকে একটা পুন্নি সাহা পুরস্কার দেয়া হৌক :P
পোষ্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ এই অসুস্থ অবস্থায়ও।
সম্পুর্ন সুস্থ হয়ে উঠো সেই কামনায় ।

৩৭| ১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৭

এহসান সাবির বলেছেন: ফুলের হাটের ছবিটি গঁদখালী.... মন চাইলেই চক্কর মারি.. :) :)

১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৮

জুন বলেছেন: ফুলের হাটের দিন ভালোলাগতে পারে কিন্ত যেদিন কাঠাল , ধান গরু মহিষ সেই দিন :(
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ এহসান সাবির :)
আমি অনেকবার যশোর গিয়েছি সেই সুত্রে জায়গাগুলো পরিচিত অনেক ।

৩৮| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৯

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ছান্দিক উপস্থাপন!

ছবি, বর্ণনা, শিরোনাম- সব মিলিয়ে অসাধারণ অনুভূতি!

ভালো লাগা এবং ভালো লাগা।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

১৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

জুন বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ দীপংকর চন্দ আপনার ছান্দিক মন্তব্যের জন্য :)
শুভেচ্ছা নিরন্তর

৩৯| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৫২

মোঃমোজাম হক বলেছেন: নুতন অভিজ্ঞতা জেনে নিলাম।অনেক ভাল লাগলো আপা

১৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

জুন বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ মোজাম ভাই অতদুর থেকেও আমাকে মনে রাখার জন্য :)
শুভেচ্ছা রাত্রির ।

৪০| ১৭ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:১৮

সায়েদা সোহেলী বলেছেন: জুন আপু শেষ পোস্টে গিয়েছিলাম টিকিট ছাড়া এবার একেবারে ভিসা পাসপোর্ট ছাড়াই বর্ডার এ :) ভাগ্যিস বি এস এফ এই খবর জানেনা! ! কাটাতাঁর এর দিকে কেন মুগ্ধ হয়ে তাকালাম সেই অপরাধেই হয়তো গুলি করে বসত! !

++++

১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৩

জুন বলেছেন: কোথায় গিয়েছিলে টিকিট ছাড়া সোহেলী ? আমি তো মনে করতে পারছিনা :(

না না ভয় নাই এই হাট তো বসেছে দুই সীমান্তের ঠিক মধ্যিখানে নো ম্যান্স ল্যন্ডের একদম মাঝখানে । আর দুই দেশের সীমান্ত প্রহরীরা সেখানে ঘুর ঘুর করছিল।
তা কাঁটাতারের দিকে তাকাইছো নাকি :-* তাইলে তো ভয়েরই কথা :-&
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ সেই সাথে রইলো শুভকামনা :)

৪১| ১৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১০

আমি ইহতিব বলেছেন: কত মজা আপনার আপু। কত্ত কত্ত জায়গায় ঘুরেন আপনি!!!

পোস্টে ভালো লাগা।

১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৮

জুন বলেছেন: আসলে আমরা ভাইবোন ছাড়াও আমার মা বাবার ফ্যমিলি সবাই ভ্রমন খুব পছন্দ করে । আমার স্বামীরও এই বাতিক আছে । তাই ঘুর ঘুর করা স্বভাব আমি ইহতিব :P
সাথে থাকা আর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ :)

৪২| ১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হাটে কোন দেশের জিনিস বেশী বিক্রি হয়, বাংলাদেশের না ভারতের? আর বেচা কেনা হয় কোন মুদ্রায়?

পত্রিকা মারফত বর্ডার হাটের কথা শুনেছিলাম আগে...

১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩১

জুন বলেছেন: প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি জহির মন্তব্য আর পোষ্ট পড়ার জন্য :)

হাটে ক্রেতা বেশি ছিল বাংলাদেশের। বাংলাদেশিরা বাংলাদেশি মুদ্রায় ভারতীয় জিনিস কিনছে আর ভারতীয়রা তাদের মুদ্রায় আমাদের দেশি জিনিস কিনছে। আমাদের পন্যের কোয়ালিটি ভালো ছিল দেখলাম ।

৪৩| ১৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আর এখানে ছবি কেন তোলা যাবে না সেটা বুঝলাম না !! এখানে কি অবৈধভাবে বেচা কেনা হচ্ছে?? :| :|

১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩২

জুন বলেছেন: নিরাপত্তার জন্যই বোধ হয় ছবি তোলা নিষেধ ।
না ঊভয় পক্ষের সীমান্ত প্রহরীরা উপস্থিত ছিল তাই অবৈধ পন্য ছিল মনে হয় না।
শুভেচ্ছা রইলো ।

৪৪| ১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:০২

মহামহোপাধ্যায় বলেছেন: সীমান্ত হাটের ছবি বর্ণনা মিলিয়ে চমৎকার একটা পোস্ট।

ভাল লাগা রইল :)

১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৪

জুন বলেছেন: বহুদিন পর পর মহামহোপাধ্যায় এর উদয়ে অনেক ভালোলাগা :)
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৪৫| ২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১১

দীপান্বিতা বলেছেন: ভাল লাগলো...কতদিন কোন হাটে যাওয়া হয় না!

২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:০১

জুন বলেছেন: ভালোলাগার জন্য একরাশ ভালোলাগা দীপা :)

৪৬| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৯

মুদ্রা সংগ্রাহক বলেছেন: জহির ভাইয়ের মত আমারও একই প্রশ্ন - ছবি তোলা নিষেধ কেন?

বরাবরের মতই দারুণ পোস্ট

২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪১

জুন বলেছেন: যে কোন সৈন্য বাহিনীর যাতায়তের স্থানগুলো সংবেদনশীল/ঝুকিপুর্ন এবং নিরাপত্তার জন্য সে এলাকায় হয়তো ছবি তোলা নিষেধ।
তা আপনাকে দেখলাম অনেক অনেক দিন পর মনে হচ্ছে মুদ্রা সংগ্রাহক। সেই যে কাজাখিস্তান নিয়ে লিখছিলেন । কই যে উধাও হলেন :)
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ সাথে রইলো শুভকামনা

৪৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৩০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দারুণ পোষ্টে অজস্র অসংখ্য ভালোলাগা। না গিয়েই কেমন দেখা হয়ে গেল। :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৯

জুন বলেছেন: না গিয়েও যেন দেখতে পারেন তার জন্যই তো আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা :)
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ও শুভকামনা সাথে থাকার জন্য ।

৪৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার পোস্টে ভালোলাগা রইল আপু। ভালো থাকা হোক সবসময়।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৮

জুন বলেছেন: আপনিও অনেক অনেক ভালো থাকুন বোকা মানুষ :)
ভালোলাগার জন্য অনেক ধন্যবাদ ।

৪৯| ১০ ই জুলাই, ২০১৫ সকাল ৯:০৭

টয়ম্যান বলেছেন: আরেকটা বর্ডার হাট খুলছে আপনে কি ঐখানে গেছিলেন নাকি আপা !

১১ ই জুলাই, ২০১৫ সকাল ১১:১৫

জুন বলেছেন: কোথায় ? ঠিকানাটা একটু বলেন তো খেলনা মানব :)

৫০| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অনেক পরে এসে পড়ে নিলাম,
চমৎকার মিলনমেলা,
কোন হাটে তুই বিকোতে চাস ওরে আমার গান ?
কোনখানে তোর স্থান

................................................................................................................
ঐ বেলাতে থাকব আমি,
অধীর হয়ে,
হাট বাজার ঘুরে ফিরে তোমার তরে,
থাকল আমার প্রান

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০০

জুন বলেছেন: অনেক পরে আমিও দেখলাম আপনার রেখে যাওয়া অনন্য মন্তব্যটি স্বপ্নের শংখচিল সাথে কবিতাটিও :)

অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ।

৫১| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৭

মলাসইলমুইনা বলেছেন: আমি কখনোই ব্লগে কোনো ভ্রমণ কাহিনী লিখবো না ঠিক করেছি I বর্ডার হাট নিয়ে কয়েকদিন আগে লিটন ভাইয়ের লেখাটা পরে আমি কমেন্ট করলাম, আমার ধাৰণা ছিল এটা নিয়ে ব্লগে আর কেউ লিখেনি I ওমা ! আপনি দেখি সেই প্রাচীন কালেই এটা নিয়ে লিখেছেন I কবিগুরু ব্লগে থাকলে -

দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশিরবিন্দু।


কবিতাটা আর লিখতেন না I আমাদের প্রিয় ব্লগার জুন বিদেশতো দেখেই ঘর হইতে দুই পা ফেলেও দেখে -খুব ভালো করেই দেখে I প্রিয় ব্লগার জুন, অনেক পরে পড়লেও লেখাটা খুব ভালো লাগলো I

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.