নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্যাগোডার শহর মান্দালে
রেঙ্গুন থেকে ৭১৬ কিমি দূরে ইরাবতী নদীর তীরে মায়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় । যেদিকে চোখ যায় শুধু সাদা আর স্বর্নালী গম্বুজে মেশা মঠ আর মঠ । আসুন আমার চোখে এলোমেলো ভাবে দেখে নিন মান্দালয় । অবশ্য ঐদেশের জনগন উচ্চারন করছে মান্দালে। উচ্চারন যাই হোক .।।
বিশাল ঘন্টাকৃতির গম্বুজ সহ কোনমুদো প্যাগোডা
কাছে থেকে
পাশে থেকে সেই মঠের চত্বর
আন্তর্জাতিক বৌদ্ধ বিশ্ববিদ্যালয় গেট
আন্তর্জাতিক বৌদ্ধ বিশ্ববিদ্যালয় ভবন
গেটের পাশে ব্যাং মহাশয়
সেগাই পাহাড়ের উপর উ মিন থন যে প্যাগোডার বাইরে লেখিকা
আর এই মঠের ভেতর রয়েছে বুদ্ধের ৪৫টি মুর্তি । গৌতমের বোধি প্রাপ্তি থেকে নির্বান লাভ পর্যন্ত সময় ছিল ৪৫ বছর । সেই ৪৫ বছর স্মরণ করে তৈরী বুদ্ধের এই ৪৫টি মুর্তি ।
পৃথিবীর সব মায়া ত্যাগ করা এক নান তপ্ত রোদে শান বাধানো আঙ্গিনা দিয়ে হেটে চলেছে তার চির জীবনের জন্য আবাসস্থল নানারীর মাঝে
প্রায় এক কিমির কিছু দীর্ঘ এই কাঠের খুটির ব্রিজ গাইডের মতে পৃথিবীর মধ্যে এক দীর্ঘতম। আমরা যাবার দুদিন আগেই তাদের বৃহত্তম উৎসব পানি ছিটানো শেষ হয়েছে। কিন্ত ভাঙ্গা হাটের মেলার চিনহ রয়ে গেছে ব্রিজের নীচে
ইরাবতী নদী পারাপারের জন্য দুটি ব্রিজ । এক ব্রিজ থেকে তোলা আরেকটি ব্রিজ যার সাথে যুক্ত রয়েছে রেললাইন
মান্দালয় পাহাড় চুড়ায় এক্সেলেটার বেয়ে উঠছি আরেকটি বিখ্যাত মঠ দেখতে
মান্দালয় পাহাড় চুড়ার বৌদ্ধ মন্দিরের দৃশ্য
মায়ানমারের বুদ্ধ অনুসারীদের বিশ্বাস ঠিক এই স্থানে দাঁড়িয়ে প্রার্থনা করলে তার মনস্কামনা অবশ্যই পুর্ন হবে
মান্দালয় পাহাড় চুড়া থেকে শহর
০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১:৫৩
জুন বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আরন্যক রাখাল । অবশ্যই ঘুরে আসবেন সুযোগ পেলে, সত্যি দেখার মত একটি দেশ । তবে তাড়াতাড়ি গেলে ভালো ।
২| ০৪ ঠা মে, ২০১৫ সকাল ১১:৪০
মামুন ইসলাম বলেছেন: চমৎকার পোস্ট আপু এবং ছবির সাথে বর্নণা গুলোও । দেখি যেতে পাড়লে কোন সময় যাবো ।
০৪ ঠা মে, ২০১৫ দুপুর ২:০২
জুন বলেছেন: পোষ্ট পড়া আর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ মামুন ইসলাম ।
গেলে তাড়াতাড়ি ঘুরে আসুন । এত দ্রুত উন্নত হচ্ছে যে কিছুদিনের মধ্যেই থাইল্যন্ডকে ধরে ফেলবে। তার ঐতিহ্য আর প্রাচীনত্ব হারিয়ে যাবে হয়তো । পশ্চিমা বিশ্বের তাবড় তাবড় ব্যাবসায়ীরা ওখানে ঘাটি গেড়েছে এরই মাঝে।
৩| ০৪ ঠা মে, ২০১৫ সকাল ১১:৫৭
শ।মসীর বলেছেন: ভালই ঘুরলেন দেখি........
০৪ ঠা মে, ২০১৫ দুপুর ২:০৪
জুন বলেছেন: হ্যা শামসীর অনেক ঘুরেছি গত পনের দিনে । আর দেখেছি প্রাচীন আর ঐতিহ্যময় কিছু বিখ্যাত শহর ।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।
৪| ০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১২:৫৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ছবিগুলো অসাধারণ হয়েছে আপু।
+++
০৪ ঠা মে, ২০১৫ রাত ৮:১২
জুন বলেছেন: তাই নাকি দিশেহারা ? অপটু হাতে তোলা ছবির প্রসংসা শুনে খুব ভালোলাগলো ।
অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য
৫| ০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১:০৯
সুমন কর বলেছেন: ৬ প্লাস, ছবি ব্লগে।
০৪ ঠা মে, ২০১৫ রাত ৮:১৭
জুন বলেছেন: সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ সুমন কর ।
৬| ০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১:৫৪
আবু শাকিল বলেছেন: ব্যাং মহাশয়কে দেখে মুগ্ধ হইলাম।
বার্মা য় ব্যাং এর বিশেষত্ব কি ??
জুনাপু আরেক্কান কথা- বার্মা যাইতে ভিসা লাগে?বিমান ভাড়া কত? এট্টু বিস্তারিত জানাইয়েন !
যাইতাম মুঞ্ছায়।
০৪ ঠা মে, ২০১৫ রাত ৯:২৩
জুন বলেছেন: অনেক দিন পর আবু শাকিলকে দেখে ভালোলাগলো ।
আমিও বুঝলাম না ব্যাং এর মাহাত্য তবে সুন্দর দেখতে । সেই রুপকথার ব্যাং রাজপুত্রের মত
হ্যা ভিসা লাগে । এখন ভিসা পদ্ধতি অনেক সহজ করেছে । তাদের দুয়ার সমস্ত বিনিয়োগকারী এবং ট্যুরিষ্টদের জন্য । অনেক পরিস্কার পরিচ্ছন্ন ফুলে ফলে শোভিত ছবির মত একটি দেশ ।
ঢাকা থেকে বিমান ছাড়া ফ্লাইট নাই । সপ্তাহে তিন নাকি চার দিন প্লেন যায়। ৪৯ হাজার টাকা আসা যাওয়া বিমান ভাড়া প্রতি জন। তবে সেখানে অন্যান্য খরচ বেশ কম ।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
৭| ০৪ ঠা মে, ২০১৫ দুপুর ২:২৪
বিদগ্ধ বলেছেন: নয়নজুড়ানো সব ছবি। আপনার চোখে মান্দালয়কে দেখলাম! গেটের পাশে ব্যাঙ মহাশয় কেন, জানতে মন চায়।
অনেক ধন্যবাদ আপনাকে।
০৪ ঠা মে, ২০১৫ রাত ৯:২৫
জুন বলেছেন: আমিও জানি না কেন এখানে ব্যাং এর মুর্তি বিদগ্ধ
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ পোষ্টটি পড়া আর মন্তব্যের জন্য
৮| ০৪ ঠা মে, ২০১৫ দুপুর ২:৪৪
রাতুল_শাহ বলেছেন: কেন জানি ছবি কম কম লাগছে।
মায়ানমারের সুন্দরী মডেলের ছবিটাও দেখতে পাচ্ছি না।
০৫ ই মে, ২০১৫ সকাল ৮:০১
জুন বলেছেন: তাই নাকি ! ওহ মডেল
আসবে, আসবে অপেক্ষা করো একটু রাতুল
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও সকালের শুভেচ্ছা ।
৯| ০৪ ঠা মে, ২০১৫ দুপুর ২:৪৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ছবির সাথে বর্ণনা --- আপনার বর্ণনায় দেখে নিলাম মিয়ানমারকে, অসাধারণসব ছবি -- যেখানে প্রার্থনা করলে ইচ্ছাপূরণ হয় -- আমি গেলে প্রার্থনা করতাম হাসিনা আর খালেদা যেন একই টেবিলে খোস গল্প করতে করতে চা খায় ---
০৫ ই মে, ২০১৫ সকাল ৮:০৫
জুন বলেছেন: হা হা হা আপনার এই প্রার্থনা পূরন করা মনে হয় তার পক্ষেও সম্ভব না লাইলী আরজুমান খানম লায়লা ।
সত্যি সুন্দর একটি দেশ । আমরা যেসব জায়গায় গিয়েছি তাদের আচার আচরনের সাথে দু দেশের মাঝে বিরাজমান রাজনৈতিক এবং মানবিক সংকটকে কিছুতেই মেলাতে পারিনি । এত নম্র ভদ্র জাতি আমি খুব কমই দেখেছি।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ এবং সকালের শুভকামনা রইলো
১০| ০৪ ঠা মে, ২০১৫ বিকাল ৩:১৭
অপু তানভীর বলেছেন: ভালু !
তবে একাই একাই গেলেন একবার কইলেনও না ! পিলাস দিমু না !
০৫ ই মে, ২০১৫ সকাল ৮:০৮
জুন বলেছেন: পিলাস না দিলে এত্তগুলি প্লাস হইলো কেম্নে অপু
একা যাইনি তো, সাথে আরেকজন ব্লগারও ছিল । সে তোমার ভাইয়া মুর্শেদ, সামুর একজন বিশিষ্ট ব্লগার
পোষ্টটি দেখা আর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ অপু ।
১১| ০৪ ঠা মে, ২০১৫ বিকাল ৪:৩৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: আপু ওইখানে এক সপ্তাহ থাকতে কেমন খরচ হবে ? তিনজনের জন্যে ?
০৫ ই মে, ২০১৫ সকাল ৮:১৫
জুন বলেছেন: প্রথমেই ধন্যবাদ জানাই পোষ্টটি দেখার জন্য নাজমুল হাসান মজুমদার।
বিমান ছাড়া আর কোন ফ্লাইট নেই। ভাড়া একজনের আসা যাওয়া ৪৯ হাজার টাকা। এখন অফ সিজন হোটেল সহ সব কিছুই কম। কিন্ত শীতের সময় পিক সিজনে প্রচুর পশ্চিমা বিশ্বের পর্যটক আসায় সব কিছুই ডবল হয়ে যায়। বাস ভাড়া , খাবার সবই কম মনে হয়েছে অন্যান্য দেশের তুলনায় । এখন আপনি কি ভাবে থাকবেন তার উপরেও অনেক কিছু নির্ভর করে । আপনি চাইলে আমাদের ট্যুর কোঃ ঠিকানা দিতে পারি । খুবই নির্ভরযোগ্য এবং ভালো যা আমি কমই দেখেছি অন্যান্য দেশে।
১২| ০৪ ঠা মে, ২০১৫ বিকাল ৪:৪২
সায়েম মুন বলেছেন: মান্দালয়ের পথে পথে ঘুরে খুব মজা পেলাম আপু।
০৫ ই মে, ২০১৫ সকাল ৮:১৬
জুন বলেছেন: মান্দালয়ের ২য় পর্ব অর্থাৎ শেষ পর্বেও সাথে থাকবে আশা করি মুন।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
কিছু লিখো না কেন আর ?
১৩| ০৪ ঠা মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩
মায়াবী রূপকথা বলেছেন: আমিও সেটাই বলতে চেয়েছিলাম, ম্যান্দালে বলে মনে হয় ওরা। অল্প কয়দিন আগেই ঘুরে এসেছেন দেখি। আপনি কি এমনি এমনি অনেক ঘুরেন?
০৫ ই মে, ২০১৫ সকাল ৮:২১
জুন বলেছেন: এমনি এমনি ঘুরি খাটি পর্যটকের মত । আমি, আমার স্বামী ও ছেলে তিনজনই বিভিন্ন দেশ ভ্রমন করতে অনেক পছন্দ করি। আসার সময় প্লেনে এক দেশী ভদ্র মহিলা শুনে বিস্মিত হয়েছিল যে আমরা কোন আত্মীয়র বাসায় বেড়াতে নয় শুধু ঘুরতেই গিয়েছি ১৫ দিনের জন্য । ১৮ ই এপ্রিল গিয়েছিলাম।
জী ম্যান্দালে বলে কিন্ত আমরাতো সেই শরৎচন্দ্রের আমল থেকেই মান্দালয় শুনে এসেছি তাই কি আর করা মায়াবী রূপকথা
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ
১৪| ০৪ ঠা মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
মনিরা সুলতানা বলেছেন: সুন্দর সব ছবি আপু
০৫ ই মে, ২০১৫ সকাল ৮:৩১
জুন বলেছেন: আরো অনেক ছবি আছে মনিরা সুলতানা ।
আশাকরি সাথে থাকবেন
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
১৫| ০৪ ঠা মে, ২০১৫ রাত ৮:০৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
০৫ ই মে, ২০১৫ সকাল ৮:৫৫
জুন বলেছেন: সত্যি সুন্দর সেলিম আনোয়ার । তাই তো মায়ানমারকে বলা হয় "জেম অফ এশিয়া "।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা
১৬| ০৪ ঠা মে, ২০১৫ রাত ৯:০৫
আহমেদ জী এস বলেছেন: জুন ,
আপনার ঘুরে বেরানো "ঠাং"য়ের প্রশংসা করেছি অনেকবার । আবারও করছি । এই ঠ্যাং নিয়ে মান্দালয়ের পথে পথে তোলা সব ঝকঝকে ছবি মন্দ লাগেনি ।
দুধের স্বাদ ঘোলে মেটানো গেল বটে তবে দুঃখটা হলো, পাশের দেশে এতো ছিমছাম সুন্দর স্থাপনাগুলো দেখেও আমাদের মরার দেশ এতোদিনে এরকমটা হয়ে উঠলোনা !!!!
ছবির সাথে খানিকটা বর্ণনা থাকলে ভালো হোত মনে হয় ।
০৫ ই মে, ২০১৫ সকাল ৮:৪৩
জুন বলেছেন: আমার ঘুর ঘুর করা ঠ্যাং এর প্রশংসার জন্য অশেষ ধন্যবাদ আহমেদ জী এস।
অনেক অনেক সুন্দর এবং পরিচ্ছন্ন একটি দেশ যা আমি খুব কমই দেখেছি ।
বর্ননা দিয়ে কি হবে ? পড়বে কে ? এটা আমি আমার জন্য আলাদা করে লিখে রেখেছি ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় করে এসে সুন্দর একটি মন্তব্য করে যান বলে ।
শুভকামনা আপনার সাফল্যের জন্য ।
১৭| ০৫ ই মে, ২০১৫ রাত ৩:০১
মোঃমোজাম হক বলেছেন: ভারত,নেপাল পাকিস্তান সম্পর্কে অনেককিছু জানলেও মায়ানমার বা বার্মার কিছুই জানা নেই।
তাই আপনার ভ্রমন কাহিনী থেকে অনেক কিছু জানার প্রত্যাশা করছি।
আজকের ছবিব্লগ দেখে মনে হচ্ছে আমাদের দেশে যেমন একব্যাক্তির ছবিতে সায়লাব তেমনি বার্মাতে প্যাগডা বা বৌদ্ব মন্দিরে ভরপুর
ভাল পোষ্টের জন্য ধন্যবাদ।
অনেক কিছু জানতে পারছি।কমপক্ষে দশ পর্বের কাহিনী চাই।
০৫ ই মে, ২০১৫ সকাল ৮:৫৪
জুন বলেছেন: মোজাম ভাই আপনি ঠিকই বলেছেন । সেই শরৎবাবুর বই থেকে যতটুকু জেনেছিলাম । পেপার পত্রিকায় তো তাদের মিলিটারী জান্তার অপশাসন এর কাহিনী। সেই সাথে মুসলমানদের উপর অবর্ননীয় অত্যাচার।
৮টি প্রধান নৃ গোষ্ঠীর সন্মেলনে গড়ে উঠেছে মায়ানমার। তাদের ভাষা আচার আচরণ এ পার্থক্য রয়েছে ।
ঠিক অসংখ্য বৌদ্ধ মঠে পুর্ন বিশেষ করে মান্দালে ।
দশ পর্ব
দেখি ।
শুভকামনা রইলো
১৮| ০৫ ই মে, ২০১৫ সকাল ১১:১১
গোল্ডেন গ্লাইডার বলেছেন: আপ্নের লগে মান্দালয় ঘুরলাম ++++
০৫ ই মে, ২০১৫ সকাল ১১:২০
জুন বলেছেন: শুনে অনেক খুশি হলুম গোল্ডেন গ্লাইডার । সাথে থাকুন আগামী পর্বগুলোতেও
১৯| ০৫ ই মে, ২০১৫ সকাল ১১:২৮
দীপান্বিতা বলেছেন: মান্দালয় কি দারুন!!!
০৫ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
জুন বলেছেন: সত্যি অসাধারন আমি যাবার আগেও ভাবি নি দীপান্বিতা । কতদিন পর পর উদয় হও। খুব ব্যাস্ত বুঝি ?
আর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ
২০| ০৫ ই মে, ২০১৫ সকাল ১১:৫৪
মৃদুল শ্রাবন বলেছেন: চুড়ায় ওঠার এক্সেলেটরও আছে নাকি?? বাহ ভালতো।
বার্মায় নাকি একশ ডলারে আস্ত একটা এসি পাওয়া যায়। সত্যি নাকি???
পোষ্টে প্লাস আপু।
০৫ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮
জুন বলেছেন: অনেক অনেক দিন পর আমার পোষ্টে মৃদুল শ্রাবনকে দেখে খুব ভালো লাগলো । মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
শুধু উপরে উঠার জন্য এক্সিলেটারই নয়, নীচে নামার জন্য লিফটও আছে
এসির খবর নেয়া হয়নি ভাইটি । তবে সব হোটেল আর রিসোর্টের এসি রুমেই থাকতাম। বাইরে থেকে তাদের যত অনুন্নত ভাবে ততটা তারা নয় । আমাদের থেকে অনেক উন্নত।
২১| ০৫ ই মে, ২০১৫ দুপুর ১:১৩
ইমরান আশফাক বলেছেন: এই দেশটি সম্পর্কে আমার আগ্রহ প্রচুর কিন্তু তেমন বেশী কিছু জানতে পারি নাই। ঐ দেশের লোকজন রহিংগাদের যেভাবে কচুঁকাটা করছে, জ্বালিয়ে দিচ্ছে তাতে ঐ দেশে যাওয়ার কথা ভাবলেই আমার জ্বর আসে। তাছাড়া শুনেছি ওরা মুসলমানদের এবং বিশেষ করে বাংলাদেশীদের তেমন একটা পছন্দ করে না (যে কারনেই হোক)। এইজন্যে এই দেশে আমাদের বিভিন্ন ভ্রমন কাহিনী খুব আগ্রহ সহকারে পড়ে থাকি।
আর হ্যা, এই মগের মুল্লুকে আমার যাওয়ার আ্গ্রহ আছে। এইজন্য আপনি কোথায় কিভাবে যোগাযোগ করলে ভালো হয় সেই ব্যাপারে একটা গাইডলাইন দিলে খুব খুশী হব।
০৬ ই মে, ২০১৫ রাত ৮:২৫
জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ইমরান আশফাক মনযোগী পাঠের জন্য । আপনার মত আমারও প্রচুর আগ্রহ ছিল দেশটি নিয়ে । কিন্ত বহুদিন তাদের দরজা বন্ধ থাকায় যাওয়া সম্ভব হয়নি । তাছাড়া দেশটি নিয়ে অনেক নেতিবাচক কথা বার্তা শুনেও যাওয়া হয়নি । কিন্ত এবার আমি আমি ১৫ দিন ঘুরে আমার ধারনা পালটে গেছে।
তাছাড়া শুনেছি ওরা মুসলমানদের এবং বিশেষ করে বাংলাদেশীদের তেমন একটা পছন্দ করে না (যে কারনেই হোক)
আমরা খোদ রেঙ্গুনের ডাউন্টাউন এলাকায় পাশাপাশি মসজিদ, মন্দির, গীর্জা আর প্যাগোডা দেখে এসেছি। মসজিদে মাইকে আজান শুনেছি রেঙ্গুন আর মান্দালয়ে, মন্দিরে পুজা হচ্ছে ঘন্টা বাজিয়ে । আমরা মুসলমান জেনে ট্যুরের সময় যে রেস্টুরেন্টগুলোতে খেয়েছি তাদের আগে থেকে নির্দেশ দিয়ে রেখেছিল প্লেট বাসন আর খাবারের ব্যাপারে।
আমার আবারও যাবার ইচ্ছে আছে ।
তাদের দেশে ৮টি প্রধান নৃ গোষ্ঠি আর তাদের অধীনে আরো অসংখ্য জাতী গোষ্ঠী রয়েছে। রোহিংগাদের সাথে রাখাইন্ জাতীর সংঘর্ষের ব্যাপারে সাধারন মানুষের মাঝে কোন আলাপ আলোচনা শুনি নি। অথবা তারা খোজ রাখেনা । বিশাল সেই দেশে।। বাংলাদেশের চেয়ে চারগুন বড় আর জনসংখ্যায় প্রায় ৬কোটি ।
আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি আর আগামীতেও সাথে থাকবেন আশা করছি ।
আপনি যেতে আগ্রহী জেনে খুব ভালো লাগলো । আমি পরে আমাদের ট্যুর কোঃ ঠিকানা দেবো তারা সব ধরনের ট্যুরই পরিচালনা করে থাকে।
০৬ ই মে, ২০১৫ রাত ৮:৩৮
জুন বলেছেন: ও হ্যা আরেকটি কথা বাঙ্গালীদের দেখতে পারা নিয়ে বলেছেন । আমার সাথে সেখানকার প্রাচীনতম শপিং মল স্কট মার্কেট এ এক বিড়ি বিক্রেতার সাথে কথা হলো । কক্সবাজারের বাসিন্দা বলে জানালো আর সেই সাথে চমকপ্রদ আরেকটি তথ্য জানালো তা হলো কক্সবাজারে তার স্ত্রী পুত্র রয়েছে এরপর বার্মা গিয়ে সে আরো চারটে বার্মিজ মেয়ে বিয়ে করেছে। প্রথমে শুনে অবিশ্বাস্য মনে হলো তারপর একাধিক বার জিজ্ঞেস করে কনফার্ম হোলাম। সে গর্বের সাথে হেসে জানালো এদেশের মেয়েরা খুব বোকা । আমি শুনে হতবাক হোলাম ।
২২| ০৫ ই মে, ২০১৫ দুপুর ১:৫০
মানস চোখ বলেছেন: বহু দিনের মন বাসনা বার্মা মুলুক দেখার........ জানিনা কবে এই বাসনা পূরন হবে......
ধন্যবাদ 'জুন' আপা .... আপনার সাথে কিছুটা হলেও মানস চোখে বার্মা মুলুক দেখলাম। শুধু ছবি দেখালেই হবে না কিন্তু আপা.....ঘটনা-বর্ণনাও কিন্তু জানাতে হবে....
একটা দারুন লেখাও আশা করছি!!!!!
ভালো থাকুন সব সময়!!!!!
০৬ ই মে, ২০১৫ রাত ৮:২৭
জুন বলেছেন: আমারও অনেক অনেক বছরের ইচ্ছে ছিল যাবার । অবশেষে যাওয়া হলো আর ঘুরেও আসা হলো ভালোভাবে ।
সাথে থাকবেন আশা করি সামনের পর্বগুলোর সাথেও মানস চোখ
২৩| ০৫ ই মে, ২০১৫ দুপুর ২:১১
লাবনী আক্তার বলেছেন: ছবি দেখে কিন্তু তৃপ্তি মেটেনি আপা। এত কম কেন?
যাক,ভালোলাগা রইল আপা।
০৬ ই মে, ২০১৫ রাত ৮:২৯
জুন বলেছেন: কি যে করি কোন দিকে যাই
বেশি ছবি দিলে বলে পেইজ লোড হয়না , কম দিলে বলে কম কেন
ভালোলাগা আর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ লাবনী সামনেও সাথে থেকো । ছবি দেখার নিমন্ত্রন রইলো
২৪| ০৫ ই মে, ২০১৫ রাত ৮:৫৭
ঢাকাবাসী বলেছেন: আপনার কল্যানে অপুর্ব সব ছবি দেখলুম, আর লেখাটি পড়লুম। দেখলুম আধুনিক বার্মাকে বা মায়ানমারকে। মনটা ভরে গেল। ধন্যবাদ আপনাকে।
০৬ ই মে, ২০১৫ রাত ৮:৩১
জুন বলেছেন: শেষ হয়নিতো ঢাকাবাসী, সামনে আরো ছবি আছে তা দেখবেন না
আমারও অনেক ভালোলেগেছে সুন্দর শহর , ভদ্র এবং সৎ লোকজন , খাবার দাবার সব মিলিয়ে ,
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
২৫| ০৫ ই মে, ২০১৫ রাত ১০:১৫
প্রামানিক বলেছেন: অনেক সুন্দর ছবিগুলো। যেতে মন চাইছে। ধন্যবাদ
০৬ ই মে, ২০১৫ রাত ৮:৩৩
জুন বলেছেন: আসলেও অনেক সুন্দর মায়ানমার । প্রচুর বৃক্ষরাজি আর বাগান পরিস্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট মানুষগুলো অনেক ভালো আমি যেসব অঞ্চলে ঘুরে এসেছি ।
২৬| ০৫ ই মে, ২০১৫ রাত ১১:৩৪
একজন আরমান বলেছেন:
লাইক দিয়া গেলাম জুনাপ্পি। পরের পোস্টের অপেক্ষায় !
০৬ ই মে, ২০১৫ রাত ৮:৪৫
জুন বলেছেন: লাইকের জন্য অনেক অনেক ধন্যবাদ একজন আরমান
আসছে পরের পর্ব খুব শীঘ্রই । সাথে থাকবে আশা করি ।
২৭| ০৬ ই মে, ২০১৫ রাত ১২:৩০
এরিসপ্লেটো বলেছেন:
বিশ্ব একটি পুস্তকের মত। যারা তা দেখবার জন্য ভ্রমনে বের হলোনা, তারা বড়জোর সেই পুস্তকের একটি পৃষ্ঠাই পড়লো!
" হে মানবজাতি,
প্রতিটা দিনই তোমাদের জন্য নতুন একটি ভ্রমনের মত। আর সেই ভ্রমনেই তোমরা খুজে পাবে তোমাদের বসত। মনে রেখো, ভ্রমনের উদ্দেশ্য কিছু স্থান দেখা নয়। এটা নিয়ে আসতে পারে আরো গভীর এবং স্থায়ী পরিবর্তন। এমনকি তোমরা যেভাবে জীবনযাপন করছো সেক্ষেত্রেও!!"
পোস্ট ভালো হইছে।
০৬ ই মে, ২০১৫ রাত ৮:৫০
জুন বলেছেন: অত্যন্ত সত্য কথাটি বলেছেন । এ ক্ষেত্রে কেউ কেউ হয়তো আর্থিক সামর্থের কথা বলবেন । তবে আমার জানামতে অনেক সামর্থ্য থাকা সত্বেও ভ্রমন কে অহেতুক টাকা নষ্ট বলে মনে করে অথবা অলসতা ।
পোষ্ট ভালোলাগা আর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। সামনের পর্বগুলোতেও সাথে থাকবেন আশা করবো । শুভেচ্ছা রাত্রির ।
২৮| ০৬ ই মে, ২০১৫ দুপুর ১২:৩৬
সায়েম মুন বলেছেন: লেখার মুড আসে না এখন আপু। মুড আসলে লেখা শুরু করবো।
০৬ ই মে, ২০১৫ রাত ৮:৫১
জুন বলেছেন: ঠিকই বলছো মুন আমারও এমন হয় । তবে এসব লিখছি ডায়রীর মত নিজেরো যাতে মনে থাকে ।
লিখো আমি অনেক মিস করি সেই সব দিনগুলোকে
২৯| ০৬ ই মে, ২০১৫ বিকাল ৩:১৭
জেন রসি বলেছেন: চমৎকার সব ছবি
ধন্যবাদ শেয়ার করার জন্য।
০৬ ই মে, ২০১৫ রাত ৯:২২
জুন বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ মুল্যবান সময় ব্যয় করে আমার ছবি ব্লগটি দেখার জন্য জেন রসি । আগামীতেও সাথে থাকবেন সেই আশা করি । শুভেচ্ছা রাত্রির
৩০| ০৬ ই মে, ২০১৫ বিকাল ৪:৪৭
*কুনোব্যাঙ* বলেছেন: এটা কি প্রাচীন স্থাপনাগুলোর অন্যতম নাকি পরবর্তীতে তৈরী হয়েছে? উপরের দুটো ছবিতে বার্মার রাস্তাঘাট দেখে চমৎকৃত হলাম। সুন্দর সব রাস্তাঘাট করেছে। ভবিষ্যৎ সম্ভাবনাময় একটি দেশ, হয়তো শরৎ বাবুর মতো ভবিষ্যতে কোন লেখক আবার রেঙ্গুন শহরে গিয়ে লিখে ফেলবে কোন বিখ্যাত উপন্যাস। দীর্ঘদিন ধরে পরিকল্পনা শুনি এশিয়ান হাইওয়ে যাবে আমাদের চিটাগাং কক্সবাজার হয়ে একেবারে রেঙ্গুন পর্যন্ত। আশা রাখি কোনদিন সড়ক পথে এদেশের মানুষের সাথে রেঙ্গুনবাসীর একটি যোগসুত্র স্থাপিত হবে।
২০ তম ভালোলাগা
ও শ্যাম রেঙ্গুন নো যাইয়ো রে
০৬ ই মে, ২০১৫ রাত ৯:২৮
জুন বলেছেন: কোনটা প্রাচীন স্থাপনা কুনো ? এখানেতো কয়েকটি স্থাপনার ছবি দেয়া আছে ।
সত্যি বেশিরভাগ রাস্তা ঘাট খুব পরিস্কার । রাস্তার দুপাশে বিশাল বিশাল সব গাছ বললে ভুল হবে যাকে বলা যায় মহীরুহ । কড়ই সেগুন আর অসংখ্য নিম গাছের সারি । অনেক পার্ক বাগান খোলা জায়গা । সত্যি না দেখলে বিশ্বাস হয়না ।
কেন বার্মা যেতে নিষেধ করলো কেন ? সুন্দ্রী বার্মিজ মেয়েদের প্রেমে পড়ার ভয়ে
হু আমরাও সে রাস্তার কথা শুনতে শুনতে বুড়ো হয়ে গেলাম
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আর সামনের দিনগুলোতেও সাথে থাকবে সেই আশা রইলো । শুভেচ্ছা রাত্রির
৩১| ০৬ ই মে, ২০১৫ বিকাল ৪:৪৯
*কুনোব্যাঙ* বলেছেন:
অঃটঃ বার্মাবাসীর ব্যাঙ-এর প্রতি সম্মান দেখিয়া কুনোব্যাঙ যারপর নাই আহ্লাদিত
০৬ ই মে, ২০১৫ রাত ৯:৩০
জুন বলেছেন: তাইতো আমি যত্নের সাথে ছবিটা তুলে এনেছি । চোখ দুটো সবুজ দামী পাথরে তৈরী আবার
৩২| ০৬ ই মে, ২০১৫ রাত ৯:১৩
শতদ্রু একটি নদী... বলেছেন: মন্তব্য পড়তে ভাল্লাগে। বার্মিজদের বাঙ্গালী বিদ্বেষের কারন বাঙ্গালীরা নিজেরাই। আপনার কাছে কক্সবাজারের লোকটা যা বললো সেটাও প্রমান করে খুব বেশি ভুল বলছিনা।
কক্সবাজারে যে এতো বৌদ্ধ মন্দির ভাঙ্গা হলো, এমন করে কক্সবাজারে যদি একটা মসজিদ ভাঙ্গা হতো তাহলে মনে হয় পুরা বাংলাদেশেই আর একটাও বৌদ্ধ মন্দির আস্ত থাকতোনা। কেবল রোহিঙ্গাদের উপর ওদের অত্যাচারের কথা বলে লাভ কি? রোহিঙ্গারাও ধোয়া তুলসীপাতা না।
পোস্টে প্লাস।
০৭ ই মে, ২০১৫ রাত ৯:২৮
জুন বলেছেন: আপনার কি মনে আছে শরৎচন্দ্রের শ্রীকান্তের কথা ? সে বইতে উনি তৎকালীন বার্মায় বাঙ্গালী পুরুষদের আচরনের উল্লেখ করেছিলেন। কি ভাবে সেদেশী মেয়ে বিয়ে করে প্রতারনা করতো তার বিস্তারিত বিবরণ। এত বছর পরেও সেই ঘটনার পুনারাবৃত্তি দেখে আমি সত্যি চমকে গিয়েছি শতদ্রু ।
তবে রোহিঙ্গা তথা মুসলমানদের সাথে বার্মার আটটি প্রধান নৃ গোষ্ঠীর একটি কারেন জাতির আচরন কোন ভাবেই মেনে নেয়া যায় না । হয়তো পরিস্থিতির কারনে রোহিঙ্গারা এমন হয়েছে । কে জানে ?
আপনাকে পোষ্টে দেখে ভালোলাগলো আগামীতেও সাথে থাকবেন আশা করি
শুভেচ্ছা রাত্রির ।
৩৩| ০৭ ই মে, ২০১৫ রাত ৮:৩২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার সব ছবি দিয়ে সাজানো পোস্ট পড়তে পড়তে অনেক কিছু জানতে ইচ্ছা করছিল। শেষে কমেন্ট এবং তার প্রতিত্তর পড়ে পড়ে সেই চাওয়াও পূর্ণ হল। যাই ২য় পর্ব পড়ে নেই।
ভালো থাকুন আপু, শুভকামনা রইল।
অট. সাধ এবং সাধ্যের যেদিন সমন্বয় ঘটবে সেদিন বেড়াতে যাব এই রহস্যময়ী সুন্দরী দেশে।
০৭ ই মে, ২০১৫ রাত ৯:৩১
জুন বলেছেন: অবশ্যই যাবেন বোকা মানুষ,
সারা জীবন বোকা থাকলে কি চলবে ?
সত্যি রহস্যময় এক দেশ, এশিয়ার রত্ন বলে উল্লেখ আছে ভ্রমন বিষয়ক বইতে ।
তবে যে হারে উন্নয়ন ঘটছে তাতে খুব শীঘ্রই থাইল্যান্ড বা সিঙ্গাপুরের সমকক্ষ হয়ে উঠতে দেরী নেই । তার আগেই ঘুরে আসুন
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ।
৩৪| ০৮ ই মে, ২০১৫ রাত ২:২৭
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
০৯ ই মে, ২০১৫ সকাল ১০:৪৪
জুন বলেছেন: ভালোলেগেছে জেনে অনেক ভালোলাগলো প্রামািনক।
অনেক অনেক ধন্যবাদ পোষ্টটি দেখার জন্য
৩৫| ০৮ ই মে, ২০১৫ রাত ৯:৪৪
কলমের কালি শেষ বলেছেন: আহা কি ভ্রমণ ! সাথে পাকা হাত ও বাহির ও ভেতরের চোখের কারিগরীতে ছবি । দোয়া রইলো এই হাত আর চোখের জন্য যাদের অবদানে দেখতে পাচ্ছি না গিয়েও !
০৯ ই মে, ২০১৫ সকাল ১০:৪৭
জুন বলেছেন: আমার পাকা হাতে লেখার কি ছিরি
আর মানুষের কাঁচা হাতে কি অপুর্ব এক একটি সৃষ্টি
আমি অবাক হই ককাশে
যাই হোক সাথে থেকে এমন অনুপ্রানিত মন্তব্য করে লেখার ইচ্ছেটা বাড়িয়ে দেবেন আশা করি ভবিষ্যতেও
অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা ।
৩৬| ১২ ই জুন, ২০১৫ রাত ১১:৩৬
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ৪৯,০০০ টাকা বিমান ভাড়া ! এতো দেখি সত্যিই মগের মুল্লুক ! ২্০,০০০ টাকার নীচে বিমান ভাড়া হওয়া উচিত ছিল...
১৫ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
জুন বলেছেন: মগের মুল্লুকের লোকরা ভাড়া নিচ্ছে না জহির নিচ্ছেতো আমাদের বিমান। কারন আর কোন ডায়রেক্ট ফ্লাইট না থাকাই এর কারন। নইলে ২০ হাজার টাকাই যথার্থ ছিল । প্যাসেঞ্জার কম তার উপর সপ্তাহে ৩টা নাকি ৪টা ফ্লাইট তার উপর বড় প্লেন । তবে আসার সময় ছোট প্লেন ছিল
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ । ইরান নিয়ে কিছু জানতে চাই
৩৭| ০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১২:২২
আমিনুর রহমান বলেছেন:
দারুণ ! ব্যাঙ এর ছবি স্ক্রল করে নিচে চলে গিয়েছিলাম দেখি" গেটের পাশে ব্যাঙ" লিখা ছবিতে ব্যাঙ খুঁজতে ছিলাম। নিচের ছবি একটা ভদ্রমহিলা দেখি তুমি মাথায়। আমি ভাবলাম নিজেকে ব্যাঙ বলছেন
২৭ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৩৪
জুন বলেছেন: এই মন্তব্যগুলো মনে হয় সামু বন্ধ থাকার সময় । নোটিফিকেশন না আসায় নজর এড়িয়ে গিয়েছিল । আমি দুঃখিত আমিনুর ।
অনেক অনেক ধন্যবাদ পোষ্টে আসার জন্য ।
৩৮| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ১২:২৮
মোঃ রাশেদ এয়াকুব বলেছেন: "কক্সবাজারে তার স্ত্রী পুত্র রয়েছে এরপর বার্মা গিয়ে সে আরো চারটে বার্মিজ মেয়ে বিয়ে করেছে। প্রথমে শুনে অবিশ্বাস্য মনে হলো তারপর একাধিক বার জিজ্ঞেস করে কনফার্ম হোলাম। সে গর্বের সাথে হেসে জানালো এদেশের মেয়েরা খুব বোকা ।" -- ১০০ বছর পরও শরতচন্দ্রের বিবরণের সাথে হুবহু মিলেযায়।
২৭ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৩৭
জুন বলেছেন: এই জিনিসটা আমাকে ভীষন আহত করেছে । প্রিয়জন সেজে মানুষের সরলতার সুযোগ নিয়ে ফায়দা ওঠানো বোধহয় যুগ যুগ ধরেই চলে আসছে । সরলতা আর বোকামী বোধ হয় আজ সমর্থক হয়ে দাড়িয়েছে েমাঃ রােশদ এয়াকুব ।
পুরনো পোষ্টে মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
৩৯| ২৭ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৩৫
আমিনুর রহমান বলেছেন:
জুন আপু দুঃখিত হবার কিছু নাই। নোটিফিকেশনের ভরসায় থেকে আমরা অনেক কিছু মিস করি এখন। কখন নোটিফিকেশন পাই আবার কখন পাই না।
২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৪৭
জুন বলেছেন: সেটাই আমিনুর , আবার আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ।
৪০| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ২:২৬
উইশ বলেছেন: অনেকদিন পর অাপ্নার লেখা পড়লাম অাপু, খুব ভালো লাগলো। ভাবলাম অাপ্নিও বুঝি অন্যদের মতো হারিয়ে গেলেন কি না?
২০ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৩
জুন বলেছেন: স্বাগতম আমার ব্লগে উইশ । আমার লেখা পড়া আর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।
একই মন্তব্য দুবার আসায় একটি মুছে দিলাম ভাই ।
৪১| ০৩ রা জুন, ২০১৬ দুপুর ১২:১৫
খায়রুল আহসান বলেছেন: ৭ নং ছবির ব্যাঙ মহাশয় কিসের প্রতীক? জ্ঞানের নাকি?
১০ নং ছবির পৃথিবীর সব মায়া ত্যাগ করা এক নানের তপ্ত রোদে শান বাধানো আঙ্গিনা দিয়ে হেঁটে চলার দৃশ্য দেখে মনটা উদাস হয়ে গেলো। আমারও মাঝে মাঝে যোগী বনে যেতে ইচ্ছে করে। হয়তো যেকোন দিন বান্দরবানের উদ্দেশ্যে হাঁটা ধরবো।
১২ নং ছবির ইরাবতী নদী পারাপারের জন্য এক ব্রিজ থেকে তোলা আরেকটি ব্রিজ, যার সাথে যুক্ত রয়েছে রেললাইন, দেখে আমাদের বাড়ীর কাছের তিস্তা রেল ব্রীজের কথা মনে পড়ে গেল! পাকশী ব্রীজটাও দেখতে অনেকটা একই রকম।
সব শেষের ছবিটা, মান্দালয় পাহাড় চুড়া থেকে দেখা শহরের ছবি, কিছুটা ঝাপসা হলেও দেখে খুব ভালো লাগলো।
সুন্দর একটা ছবি ব্লগ উপহার দেয়ার জন্য অশেষ ধন্যবাদ, জুন।
০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
জুন বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই এত খুটিয়ে খুটিয়ে আমার পোষ্টটি দেখার জন্য খায়রুল আহসান। যোগী হয়ে বান্দারবন? ভাবীকে সাথে নেবেন তো? ভালোই হবে যোগী আর যোগীনির গৃহত্যাগ
শেষের ছবিটা ঝাপসা হয়েছে প্রচন্ড রোদের জন্য অথবা ভালো করে ফোকাস হয়নি। বুঝেন তো আমার মত আনাড়ি ক্যমেরাম্যনের কাছে এর বেশি আর কিইবা আশা করতে পারেন।
অন্য প্রসংগ : আপনার কবিতা পোষ্টে আমার অনাকাংখিত মন্তব্যের জন্য আমি আন্তরিক দু:খিত। আমি ভেবেছি এ আপনার অবহেলা। আপনি যতখানি শৃংখলাপরায়ন আমি তত খানি বিশৃঙ্খল। তাই আপনার নিয়মটা বুঝতে পারি নি।
যাই হোক এরপর থেকে সিরিয়াল মেইন্টেন করবেন আশাকরি
আবারো অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো।
৪২| ০৩ রা জুন, ২০১৬ দুপুর ১২:৫০
খায়রুল আহসান বলেছেন: বর্ননা দিয়ে কি হবে ? পড়বে কে ? এটা আমি আমার জন্য আলাদা করে লিখে রেখেছি (১৬ নং মন্তব্যের উত্তরে)। আর কেউ পড়ুক বা না পড়ুক, আমি পড়বোই। আপনি তাড়াতাড়ি ওগুলো পোস্ট করে ফেলুন।
অটঃ আপনার পায়ের তলায় কিংবা হাতের তালুতে কয়টা তিলক আছে? যেভাবে ঘোরাঘুরি করেন, তাতে মাঝে মাঝে মনে হয় দেশ ভ্রমণের জন্যই আপনার জন্ম হয়েছে। অবশ্য এতে আমাদেরই লাভ হচ্ছে। আমরা বিনা খরচে আপনার লেখা থেকে দেশ ভ্রমণের কিছুটা স্বাদ পাচ্ছি।
০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
জুন বলেছেন: এরপর অনেকের অনুরোধে আমার মায়ানমার ভ্রমনের উপর অনেকগুলো লেখা পোষ্ট করেছি যা আপনার অনুরোধে আপনার পোষ্টে লিংক দিয়ে এসেছি খায়রুল আহসান। আশাকরি আপনি লেখাগুলো পড়ে তার মুল্যায়ন করবেন।
হা হা হা হাত পায়ের তালুতে তিল আছে কিনা জানি না, তবে পায়ের নীচে আমার সর্ষে আছে এই ব্যপারে আমি নিশ্চিত
আরেকবার আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানবেন সাথে শুভকামনা
৪৩| ১৩ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৭
খায়রুল আহসান বলেছেন: আপনার কবিতা পোষ্টে আমার অনাকাংখিত মন্তব্যের জন্য আমি আন্তরিক দু:খিত - মন্তব্যটি মোটেই অনাকাঙ্খিত ছিল না, বরং প্রাসঙ্গিকভাবেই এসেছে। আপনি যেটা ভেবেছেন, সেটা ভাবাটাই স্বাভাবিক। তবে সেটা যে মোটেও আমার অবহেলাজনিত কারণে ছিলনা, আশাকরি আমার ব্যাখ্যার পরে তা বুঝতে পেরেছেন। আমি এই ব্লগে লেখা শুরু করার পর থেকে আপনি নিয়মিতভাবে আমার লেখা পড়ে মন্তব্য করে আমাকে উৎসাহিত করে গেছেন, আপনাকে আমি অবহেলা করতে পারি কিভাবে? আর তা ছাড়া আপনার অনবদ্য লেখাগুলোর আমি একজন গুণমুগ্ধ ভক্ত, আশাকরি এ কথাটাও আপনি এত দিনে বুঝে গেছেন।
ভালো থাকুন জুন, অনেকদিন ধরে আপনার কোন নতুন লেখা পাচ্ছিনা কেন? অবশ্য আপনার পুরনো লেখাগুলোও পড়ার এখনো রয়েছে ঢের বাকী।
রমজানের শুভেচ্ছা ও দোয়া রইলো।
১৫ ই জুন, ২০১৬ সকাল ১০:৩০
জুন বলেছেন: ঐ প্রসঙ্গ টা থাক। বুঝতে পেরেছি ব্যাপারটা।
আমি একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য নতুন লেখা দিতে পারছি না খায়রুল আহসান। দেশের বাইরে থাকার জন্য ট্যাব ব্যাবহার করছি। এটাতে বড় লেখা লিখতে সমস্যা হয়।
অনেক জনের মাঝে যে দু একজন আমার এইসব পাতে তোলার অযোগ্য লেখারও যে অপেক্ষা করে তার মাঝে আপনি একজন। আশা করি খুব শীঘ্রই নতুন লেখা নিয়ে আসবো।
আর আপনি তো অনেক সহজ সরল ভাষায় লিখেন যা পড়তে ভালোলাগে। আর উতসাহ তো দেয়াই উচিত। এখানেতো আমরাই লিখি। তাই সবারই উচিত সবাইকে উতসাহিত করা, তাই নয় কি? আপনিও তো আমার পুরানো লেখাগুলো খুটিয়ে খুটিয়ে পড়ছেন। এমন কয়জনা করে বলুন? এটাও তো একরকম উতসাহিত করা তাই নয় কি?
অনেক ভালো থাকুন। শুভকামনা জানবেন।
৪৪| ১৫ ই জুন, ২০১৬ বিকাল ৫:৩৮
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ জুন, ব্যাপারটা বোঝার জন্য এবং এত সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকুন, সপরিবারে।
১৭ ই জুন, ২০১৬ সকাল ৭:৪০
জুন বলেছেন: আপনিও অনেক ভালো থাকুন খায়রুল আহসান। আর ঈদের আগাম শুভেচ্ছা রইলো আপনার পরিবারের সবার জন্য
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মে, ২০১৫ সকাল ১১:১৩
আরণ্যক রাখাল বলেছেন: ops. সন্দর পোস্ট। ভাবছি চলে যাব ডানা লাগিয়ে