নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত বৈপরিত্য.।। কিছু এলোমেলো কথা

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৫



মনটা দারুন বিক্ষিপ্ত আজ । এলোমেলো কিছু লিখতে ইচ্ছে করছে । কিন্ত শুদ্ধ করে লিখতে পারি না একলাইন, তারপর ও পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে চলি। কি ধৃষ্টতা আমার । লোকে বলে বলিহারি বাপু, তোমার ধৈর্য্যের প্রশংসাই করতে হয় ।সে লেখা পড়ে লোকজন বলে 'সাধারন', আমি সামনে একটি অ বসিয়ে নিয়ে মনে ভাবি না না উনি নিশ্চয় অসাধারন ই লিখেছে । আমি দারুন খুশি হই ,আড়ালে মুচকি হেসে ওঠে কেউ কেউ।

ভাগ্যে বিশ্বাস করি না তারপর ও সকাল হলেই পত্রিকা টেনে নিয়ে রাশিচক্র খুলে বসি । দেখিতো আজ হয়তো ভালো কিছু লিখেছে আমার রাশিতে। লেখা আছে আজ আপনার দিনটি অনেক অনেক ভালো যাবে । চরম বিষন্ন মনে অশ্রুসজল চোখে লেখাগুলো ঝাপ্সা হয়ে আসে । তারপর ও খুটিয়ে খুটিয়ে দেখি কোথায় ভালো আমার, কোন খানে তুই লুকিয়ে আছিস বল ?

সব কিছু সরল সোজা চোখে দেখা আমার অভ্যাস ছিল । ইদানিং কি করে জানি বেঁকে যায় সব কিছু।

আকাশ দারুন মেঘলা করে আছে , ভাবি আজ নির্ঘাত সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে বৃষ্টিতে। চাল ডাল ধুয়ে চট জলদি হাড়িতে খিচুড়ি চড়াতেই দেখি আমাকে ব্যাঙ্গ করে কাঠ ফাটা এক সুর্য্য উঠে বসেছে চারিদিক উড়িয়ে পুড়িয়ে দিয়ে। ঘেমে টেমে একসা হয়ে ইলিশ মাছ আর খিচুড়ি নিয়ে বসি ।

মানুষ চেনার ব্যাপারে নিজেকে ভীষন পন্ডিত ভাবি কখনো সখনো । ভাবি সব্বাইকে আমি চিনি আমার হাতের তালুর মত, কিন্ত না, মানুষ আমার আজও চেনা হলো না ।

চিনতে ঠিকই ভুল করে ফেলি দারুন ভাবে । মুখ মিষ্টি মানুষটাকেই পরম বিশ্বাসে বিশ্বাস করে বসি। হাতে হাত রাখি, এক সময় দেখি শুধু হাত নয় নীল হয়ে গেছে গোটা শরীর। তা যাক নীল আমার ভীষন প্রিয় রঙ । বিষ হলেই বা কি ? প্রিয় তো ?

পাশের খোপে খোপে বাস করা কবুতরগুলোর খুশির কূজন গুন্জনে ভারী হিংসে হয় যা কিনা আমার স্বভাববিরূদ্ধ। একবার ইচ্ছে করে আচ্ছা মত ঠুকরে দেই। পরক্ষনেই মনে পরে কেন ওরা আমার কি করেছে শুনি !

বয়স তো তোর কম হলো না । এখন থেকে মন যা ভাববে ভাবুক , আমি আর ভেবে ভেবে মরবো না বাপু।


মন্তব্য ১১৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (১১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২১

প্রামানিক বলেছেন: আমি প্রথম হইছি চা দেন----

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪০

জুন বলেছেন: ল্যপটপে বসে নেই প্রামানিক ভাই,তখন না হয় চা দিবো । ট্যব থেকে পারছিনা :(
অনেক ধন্যবাদ

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৩

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ভাল লেগেছে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৯

জুন বলেছেন: অনেক ধন্যবাদ তাজেরুল ইসলাম স্বাধীন

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩০

প্রামানিক বলেছেন: রোদের পরে বৃষ্টি এসেছিল আপনার ইলিশ খিচুড়ি বৃথা যায়নি।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪১

জুন বলেছেন: না একটু ও বৃথা যায়নি প্রামানিক ভাই , সাথে আবার আমের আচার ও ছিল :P

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: এমন দিনে রবীন্দ্রনাথের গান শুনতে পারেনঃ অাজি ঝড়ো ঝড়ো মুখর বাদড় দিনে...!

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৪

জুন বলেছেন: বাসার লোকজনের ক্যচর মেচর শুনতে শুনতে দিন যায় , রবিবাবুর গান শোনার টাইম কই সাধু ?
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৬

নুরএমডিচৌধূরী বলেছেন: আকাশ দারুন মেঘলা করে আছে , ভাবি আজ নির্ঘাত সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে । চাল ডাল ধুয়ে চট জলদি হাড়িতে খিচুড়ি চড়াতেই দেখি আমাকে ব্যাংগ করে কাঠ ফাটা এক সুর্য্য উঠে বসেছে চারিদিক উড়িয়ে পুড়িয়ে দিয়ে। ঘেমে টেমে একসা হয়ে ইলিশ মাছ আর খিচুড়ি নিয়ে বসি

লিখা পড়ে খাবার লোভ হোল
োনেক ভাল লাগা আপু

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৬

জুন বলেছেন: স্বাগতম আমার ব্লগে জনাব নুর ।
ভাললাগার জন্য অনেক ভালোলাগা ।

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১২

কাবিল বলেছেন: ইলিশ খিচুড়ির মতই লেখাটা স্বাদ লাগলো।
আমার ইলিশ খিচুড়ির কই আপু, খুব লোভ হচ্ছে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৮

জুন বলেছেন: মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ কাবিল । খিচুড়ি শেষ :(

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মনটা খুব বিক্ষিপ্ত হয়ে আছে , ঋতু বৈচিত্র না অন্য কি কারণে , নাকি কারন ছাড়াই আমারও মাঝে মাঝে এমন হয়
আপনার মত নানা ভাবনা মাথায় ভিড় করে ।
তখন আমি কাকের ঠ্যাং ,বকের ঠ্যাং আঁকতে বসি , মন খারাপ ভাবটা কিছুক্ষনের মধ্যে ভুলে যাই ।
ট্রাই করতে পারেন =p~

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪

জুন বলেছেন: না ভাই কোন কিছুই না । এমনি লিখলাম , লোকজন এসে জিগগেস করে কিছু লিখিনা কেন ? তাই একটা হাবিজাবি লেখা আরকি ।
বাসার কাজ করতে যেটুকু ফুরসত পাই এখানে এসে বসি :)
হ্যা আকিবুকিটা শুরু করতে হবে সময় পেলে ।
আন্তরিকতার জন্য অসংখ্য ধন্যবাদ গিয়াসলিটন :)

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৫

অন্ধবিন্দু বলেছেন: কোথাও কিছু একটা ভেঙে পড়েছে/পড়ছে। হয়তো লিখাটি আপনার ব্যক্তিকথা কিন্তু আমি দেখছি আমাদের সমগ্র চরিত্রে এর ট্রেইল অব ডেসট্রাকশন। বঙ্কিমের কৃষ্ণকান্ত থেকে ভ্রমরের কথাটি মনে করছি- “হে সন্দেহ ভঞ্জন, হে প্রাণাধিক, তুমি আমার সন্দেহ তুমি আমার বিশ্বাস!! আজ কাহাকে জিজ্ঞেস করিব? আমার কি সন্দেহ হয়?”

আমিও এলোমেলো কথা বলতে শুরু করে দিলুম না-তো !! হাহ হা। এই অধমের সহানুভূতি রেখে গেলুম।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৩

জুন বলেছেন: কি ভেঙ্গে পড়লো অন্ধবিন্দু ? এটা কোন ব্যাক্তি কথন নয় ভাই এটাকে বলতে কুড়িয়ে পাওয়া শব্দ ।
অনেক অনেক দিন পর এলেন কি বলে যে কৃতজ্ঞতা জানাবো ভাষা খুজে পাচ্ছি না । আপনার সহানুভুতির জন্য অনেক অনেক অনেক ধন্যবাদ ভাই :)

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৭

লেখোয়াড়. বলেছেন:
ভাল লেগেছে জুনাপু।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৩

জুন বলেছেন: ভাললাগার জন্য অনেক অনেক ধন্যবাদ লেখোয়াড় ।

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

গেম চেঞ্জার বলেছেন: সবচেয়ে সেরা অংশ "বয়স তো তোর কম হলো না । এখন থেকে মন যা ভাববে ভাবুক , আমি আর ভেবে ভেবে মরবো না বাপু। "


অনেক অনেক শুভকামনা জানবেন ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৭

জুন বলেছেন: বাহ গেম চেঞ্জার আমার পোষ্টের চুম্বক অংশটুকুই ধরে ফেলেছেন ?
অনেক অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকবেন সব সময় সেই কামনা করি ।

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১

মাহমুদ০০৭ বলেছেন: এলেমেল কথামালা সে ত মনের কথাই ।
] ভাল লাগ ল

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৮

জুন বলেছেন: হু আজকাল মনের কথা কেউ শুনতে চায় না । তাই আমাদের মত পাব্লিকের জন্য ব্লগই ভরষা মাহমুদ০০৭ :(
অনেকদিন পর আপনাকে দেখে অনেক ভালোলাগলো ।
ধন্যবাদ :)

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

সুমন কর বলেছেন: কিন্ত না মানুষ আমার আজও চেনা হলো না । ............

এলোমোলো কথা ভালো লেগেছে।
+।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৩

জুন বলেছেন: হু সুমন কর মনে মনে আমার খুব গর্ব যে এক সেকেন্ডে আমি যে কোন মানুষ চিনে ফেলি। কিন্ত কাজের সময় ঠন ঠন । দেখা গেল আমি তাকে এক বিন্দুও চিনতে পারি নি । এ আমার আত্নীয় স্বজন থেকে বন্ধু বান্ধব সবার ক্ষেত্রেই প্রযোজ্য ।

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: বয়স তো তোর কম হলো না । এখন থেকে মন যা ভাববে ভাবুক , আমি আর ভেবে ভেবে মরবো না বাপু।

ঢং ;)

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৩

জুন বলেছেন: এই লাইনটাই মনে হয় সবার ভালোলাগলো :||
হ আপনার ঢং কবিতা পড়েছি । এত কবিতা লিখেন কি করে বলেন দেখি ?
আমি তো তাজ্জব হয়ে যাই আপনার প্রতিভায় সেলিম আনোয়ার !
যাই হোক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বাব্বাহ!.... জুনাপা আজ দুনিয়ার দর্শন নিয়ে বসেছেন! ব্লগের ইবনে বতুতা বলে কথা...

//চাল ডাল ধুয়ে চট জলদি হাড়িতে খিচুড়ি চড়াতেই দেখি আমাকে ব্যাংগ করে কাঠ ফাটা এক সুর্য্য উঠে বসেছে চারিদিক উড়িয়ে পুড়িয়ে দিয়ে। ঘেমে টেমে একসা হয়ে ইলিশ মাছ আর খিচুড়ি নিয়ে বসি ।
...নিজেকে ভীষন পন্ডিত ভাবি কখনো কখনো । ভাবি সবাইকে আমি চিনি, কিন্ত না মানুষ আমার আজও চেনা হলো না ।
...বিষ হলেই বা কি ? প্রিয় তো ?
...বয়স তো তোর কম হলো না । এখন থেকে মন যা ভাববে ভাবুক , আমি আর ভেবে ভেবে মরবো না বাপু। //


দারুণ লেগেছে কিন্তু!!!

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪০

জুন বলেছেন: মাঈনউদ্দিন মইনুল আমার একজন প্রিয় ব্লগার নিয়মিত আসছেন ব্লগে মন্তব্য করছেন দেখে খুব ভালো লাগছে ।
আমার এই হাবিজাবি পোষ্টই পড়েছেন আবার প্রশংসাও করেছেন দেখে খুব ভালোলাগলো ।
অসংখ্য ধন্যবাদ উৎসাহিত করার জন্য :)

১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৪

আহমেদ জী এস বলেছেন: জুন ,



কল্পিত বা বাস্তবের কোনও মানুষের খুব আবেগী কিছু ভাবনার ভেতরে লেখক নিজের অজান্তেই আসল মানব মনের গতি প্রকৃতির একটি জটিল অধ্যায় তুলে ধরেছেন ।
একাধিক মন্তব্যে একাধিক মানসিক বিশ্লেষন ও দেখতে পেলুম এখানে ।

মানুষের মন যে বড়ই জটিল ! দেবতাদেরও যা বোধের অগম্য ।
এক একজন মানুষের ভাবনার জগতও তাই এক এক রকম । আবার একই মানুষের ভাবনারাও চলে একই সাথে ভিন্ন ভিন্ন পথে । যেমন লেখক লিখেছেন - “ভাগ্যে বিশ্বাস করি না তারপর ও সকাল হলেই পত্রিকা টেনে নিয়ে রাশিচক্র খুলে বসি …” । মানুষের মনের ভেতরেই এই রকম আজস্র দ্বৈততা পাশাপাশি চলে । তাই একজন মানুষ যে নিজেকেই ঠিকঠাক চিনে উঠতে পারেনা , অন্য মানুষকে চিনে উঠবে কি করে ! ভ্রান্তি হতে পারে প্রতি পদে পদে । আবার মানুষকে দেখার চশমাটিতেও তো গন্ডগোল হতে পারে ! সোজা দেখাটিকে চশমাটি হয়তো দেখছে বাঁকা । তাই মানুষকে চিনে ওঠা কঠিন বৈকি ।

আর “বিশ্বাস” তো স্থিত হয় ব্যপ্তিতে । নিজেকে ছড়ানোতে । নিজেকে মেলে ধরে অন্যের কাছে গ্রহনযোগ্য করে তোলার একটি স্বাভাবিক মনঃপ্রয়াস বিশ্বাসের ভিত তৈরী করে দেয় । এটা দ্বিতীয় পক্ষের একটা অনুভবের ব্যাপার । কিন্তু ঐ যে বললুম – দ্বিতীয় পক্ষের দেখার চশমাটিতেও যদি গলদ থাকে তবে অনুভব বাঁকা পথে চলতেই পারে , এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে আলোর প্রতিসরনের মতো, বেঁকে বেঁকে যাওয়া ।

তাই ভ্রম হতে পারে হাতে হাত ধরার লেখকীয় বিশ্লেষনে । যে হাত আসলেই উষ্ণতা ছড়ায় তাকে তাই আগুনের “ছ্যাকা”র মতো মনে হতে পারে লেখকের কাছে।
অন্যত্র দেখলুম লেখক লিখেছেন, পাখিদের খুশির কূজন গুঞ্জনে লেখকের ভারী হিংসে হয় যা কিনা আবার লেখকের স্বভাব বিরূদ্ধ । এই হিংসে বস্তুটাও অনেকগুলি নেগেটিভ মানসিক অবস্থার মিথস্ক্রিয়ার ফল ।নইলে পাখিদের খুশির কূজন গুঞ্জনে তো খুশি হওয়ার কথা । আবার পর মূহুর্তেই লেখক বলেছেন - “ পরক্ষনেই মনে পরে কেন ওরা আমার কি করেছে শুনি …… “ । এটা লেখকের পজেটিভ চিন্তার কথাই বলছে ।

তাহলে দেখুন, এখানে লেখকের নিজেরই মনের স্থিরতা নেই সেখানে তার মনটা তো দারুন বিক্ষিপ্ত হতেই পারে ।এটাই প্রতিটি মানুষের জন্যে স্বভাবতই বাস্তব ।তাই শুরুতেই বলেছিলুম , লেখক নিজের অজান্তেই আসল মানব মনের গতি প্রকৃতির একটি জটিল অধ্যায় তুলে ধরেছেন ।


আসলে কি জানেন , নিজেকে চিনে ওঠাটাই আসল । মনটা মাঝে মাঝে বিক্ষিপ্ত হওয়াটা বায়ু পরিবর্তনের মতো মনের সতেজতা এনে দিতে পারে ।

যাকগে, মন্তব্য করতে এসে অনেক ফিলোসোফি আউড়ে গেলুম ।ক্ষমাপ্রার্থী ।

শুভেচ্ছান্তে ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৭

জুন বলেছেন: জনাব আহমেদ জী এস ,
আপনার সুগভীর, সুচিন্তিত এবং মানুষের মন নিয়ে বিশ্লেষনসুচক মন্তব্যের জবাব দেবার জন্য রাতটুকু বেছে নিলাম । অত্যন্ত সচেতন এই মন্তব্য থেকেহয়তো কোন ভয়ংকর মানসিক রোগী তার চিকিৎসার কোন উপায় বা উপাদান খুজে পেতে পারে ।

অন্যত্র দেখলুম লেখক লিখেছেন, পাখিদের খুশির কূজন গুঞ্জনে লেখকের ভারী হিংসে হয় যা কিনা আবার লেখকের স্বভাব বিরূদ্ধ । এই হিংসে বস্তুটাও অনেকগুলি নেগেটিভ মানসিক অবস্থার মিথস্ক্রিয়ার ফল ।নইলে পাখিদের খুশির কূজন গুঞ্জনে তো খুশি হওয়ার কথা । আবার পর মূহুর্তেই লেখক বলেছেন - “ পরক্ষনেই মনে পরে কেন ওরা আমার কি করেছে শুনি …… “
ঠিক তাই তারা তো যে যার খোপে বসে আছে , মনের সুখে বাকুম বাকুম করছে, কে কার কথা শুনছে ?
কিন্ত যার কানে ক্রমাগত সে আওয়াজ ভেসে আসছে তার তো বিরিক্তি লাগারই কথা তাই নয় কি ?
আসলে কি জানেন , নিজেকে চিনে ওঠাটাই আসল
ঠিক তাই । অনেকে নিজের দোষ ত্রুটি গুলো দেখিয়ে দিলেও দেখতে চায় না বা স্বীকার করে না । হয়ে উঠে আক্রমনাত্নক। বিষাক্ত বাক্যে সেই জনাকে পর্যদুস্ত না করা পর্যন্ত শান্তি খুজে পায় না। আরো কিছু ধরার আশায় ছুটতে থাকে ক্রমাগত। সেক্ষেত্রে স্থান কাল পাত্র কিছুই তার বিবেচনায় আসে না । ভাবে না নিজের অবস্থান। ত্যানা পেচিয়ে চলতেই থাকে চলতেই থাকে।
হা হা হা প্রিয় ব্লগার আপনার মন্তব্যের জবাব দিতে গিয়ে আমিও কিছু ফিলোজফি ঝেড়ে ফেল্লুম যার সম্পর্কে বিন্দু বিসর্গও আমার ধারনা নেই ।
যাই হোক আপনার সুবিশাল মন্তব্যের জবাবে শুধু ধন্যবাদ লিখলে মন্তব্যের অমর্যাদা হতো । তাই কষ্টে সৃষ্টে আমিও একটু পাল্লা দিয়ে বসলাম ।
অসংখ্য ধন্যবাদ আপনার আগমনের । শুভেচ্ছান্তে ।

১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩০

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর অনুভূতি ভাল লেগেছে ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৮

জুন বলেছেন: ভাললাগার জন্য অনেক অনেক ধন্যবাদ । ও হ্যা স্বাগতম আমার ব্লগে এক মজার নিক নাম কথাকথিকেথিকথন ।

১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫১

এস কাজী বলেছেন: বিক্ষিপ্ত চিন্তা ভাবনা। অনেক ভাল লেগেছে জু আপু।

আমার আম্মা সকালে পেপার নিয়ে প্রথমেই উনার সব ছেলের রাশি দেখবে। আপনার লেখা দেখে শেয়ার করতে ইচ্ছে হল।
আর আজ প্রচুর বৃষ্টি হচ্ছে। হালকা খিছুরির লোভ ও লাগিয়ে দিয়েছেন। :)

পাশের খোপে খোপে বাস করা কবুতরগুলোর খুশির কূজন গুন্জনে ভারী হিংসে হয় যা কিনা আমার স্বভাববিরূদ্ধ। একবার ইচ্ছে করে আচ্ছা মত ঠুকরে দেই। পরক্ষনেই মনে পরে কেন ওরা আমার কি করেছে শুনি !


হুম ভাল লাগলো।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৯

জুন বলেছেন: ভালোলাগার জন্য অনেক অনেক ধন্যবাদ এস কাজী।
যদিও বিশ্বাস করি না তারপর ও রাশিচক্র নিয়ে লেখা যে কোন কিছু পড়তে অনেক মজা পাই। তবে সত্যি কথা হলো লিখিত যে কোন কিছুই পড়তে আমার অনেক ভালোলাগে । কাকে জানি একবার ব্লগে বলেওছিলাম যে ঝাল মুড়ির ঠোঙ্গাটাও আমার পড়ার হাত থেকে অব্যাহতি পায় না :)

১৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৩

কামরুন নাহার বীথি বলেছেন: আপু, মনে হচ্ছে আপনার মনের আকাশেই যেন আজ মেঘ করেছে?!!!!!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩২

জুন বলেছেন: ঠিক ঠিক কামরুন্নাহার বিথি, শুধু কি মন ! শারিরীক ভাবেও ভোগান্তি পোহাচ্ছি :(
মন্তব্য আর সাথে থেকে উৎসাহ দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ :)

১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৭

ঢাকাবাসী বলেছেন: বয়স তো... আরি দুর মাত্তর তো জিন্দেগী বিগিনিং! ভাল লাগল।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৩

জুন বলেছেন: লাইফ বিগিন্স এট ফর্টি কি বলেন ঢাকাবাসী ?
ভালোলাগার জন্য অনেক অনেক ভালোলাগা ভাই । আপনার ইওরোপ ২য় পর্বের জন্য অপেক্ষায় :)

২০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩০

সাহসী সন্তান বলেছেন: "মনটা দারুন বিক্ষিপ্ত । এলোমেলো কিছু লিখতে ইচ্ছে করছে । কিন্ত শুদ্ধ করে লিখতে পারি না একলাইন, তারপর ও পৃষ্ঠার
পর পৃষ্ঠা লিখে চলি।"

-আপু লিখতে পারেন না তাই এই, আর লিখতে পারলে না জানি কি হইতো? কত সুন্দর একটা লেখা লিখছেন আপনি জানেন?

লেখাটা পড়ে খুবই ভাল লাগলো!!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৫

জুন বলেছেন: -আপু লিখতে পারেন না তাই এই, আর লিখতে পারলে না জানি কি হইতো? কত সুন্দর একটা লেখা লিখছেন আপনি জানেন?
আপনার মুখে ফুল চন্দন পড়ুক সাহসী সন্তান । ভালোলাগার জন্য আন্তরিক ভালোলাগা ভাই

কোন মন্তব্যে জানি লিখেছেন বাড়ী যাচ্ছেন ঈদ করতে । ঠিক ঠাক মত আশাকরি পৌছেছেন ? ঈদের শুভেচ্ছা রইলো । বাবা মা ভাই বোন দের সাথে আনন্দে কাটুক আপনার ঈদ :)

২১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: আপনার লেখার মধ্যে ঢং না থাকলে কেউ লিখা আগ্রহ সহকারে পড়ে না । অভিনয় বলেন গল্প বলেন আর কবিতাই বলেন ঢং একটা বিশেষ কিছু ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৯

জুন বলেছেন: না সেলিম আনোয়ার ঢং করার বয়সেই ঢং করতে পারি নি, আর এই বুড়ি বয়সে :-*
আমি তা মনে করি না ভাই । যদি আপনার লেখায় এমন কিছু থাকে যা কৌতিহ্লদ্দীপক , জ্ঞ্যান , এবং প্রাসংগিক তবে অবশ্যই আপনার লেখা পাঠক নন্দিত হবে বলে আমার মত এক নগন্য ব্লগারের বিশ্বাস ।
ভালো থাকুন আর ঈদের শুভেচ্ছা জানবেন ।

২২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০১

মশিকুর বলেছেন:

আবহাওয়াটাইতো বিক্ষিপ্ত! বৃষ্টি বোধহয় আপনার জন্যই নেমেছিল। আমাদের খিচুড়ি কই? যাক অন্তত খিচুড়ির ছবি দেন নাই :)

ভাল থাকুন :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৬

জুন বলেছেন: বলেন দেখি মশিকুর এ কেমন প্যাচ প্যাচে বৃষ্টি শুরু হলো ? এটা কোরবানীর পরে হলে পরিস্কার পরিচ্ছন্নতায় কাজে লাগতো :)
বললাম না খিছুড়ি নিয়ে ডাইনিং টেবিলে যখন বসি কাঠফাটা রোদে তখন সব ভেসে যাচ্ছে । জেদের চোটে সব খিচুড়ি সাবার :`>

আপনিও ভালো থাকুন আর ঈদের শুভেচ্ছা জানবেন ।

২৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৯

কলমের কালি শেষ বলেছেন: বয়স তো তোর কম হলো না । এখন থেকে মন যা ভাববে ভাবুক , আমি আর ভেবে ভেবে মরবো না বাপু।

এই তো বেশ হয়ে গেল । সকল সলিউশান তো এখানেই ! ;)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৮

জুন বলেছেন: হু বুড়িতো হোলামই ভেবে আর কি হবে ? বাচবো আর কয়দিন বলুন ?
আমি আবার কারো কারো মত বয়স লুকাই না ককাশে ;)
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।
ঈদের শুভেচ্ছা ।

২৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৪

শতদ্রু একটি নদী... বলেছেন: মাঝে মাঝে যা খুশী লেখা ভালো। মন হালকা হয় :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩১

জুন বলেছেন: হু শতদ্রু অত পন্ডিত তো আর নই । এই সব যা খুশি তাই লেখার জন্যই তো ব্লগে নিক খুলেছি ;)
আমায় কেউ শিখিয়ে পরিয়ে বানাতে চাইলেও আলটিমেটলি শিব বানাতে বানরই গড়বে । পরিশ্রমই বৃথা তার চেয়ে সেই কাজটা অন্যত্র করলে দারুন সুবিধা । রথ দেখা কলা বেচা এক সাথে :)
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে । দারুন একটা সিরিজ শেষ করলেন বটে ।
ঈদের শুভেচ্ছা জানবেন ।

২৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৭

সচেতনহ্যাপী বলেছেন: কিন্ত শুদ্ধ করে লিখতে পারি না একলাইন, তারপর ও পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে চলি।লিখি একারনে যে মনটা হলকা হয়।।তারপরও কি হালকা হতে পারি??যখন সব কিছু সরল সোজা চোখে দেখা আমার অভ্যাস ছিল । ইদানিং কি করে জানি বেঁকে যায় সব কিছু। কিন্তু কেন?? আসলে যদিও কথায় আছে,মেয়েদের মতিগতি দেব..না হয়ে মানবপ্রকৃতির...হওয়া উচিৎ।। আবোল-তাবোলের মাঝেও কিন্তু থাকে অব্যক্ত কিছু।। মন খারাপ কিন্তু কেন??(বুঝতে ভুল হলে ক্ষমাপ্রার্থী)।।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮

জুন বলেছেন: মেয়েদের মতিগতি দেব..না হয়ে মানবপ্রকৃতির
দেব না জানন্তি ক্যুত মনুষ্য ।
সুতরাং আমি যেহেতু মানুষ তাই বুঝতে পারি না :(

জী সচেতন হ্যাপী বলতে পারেন ক লিখতে কলম ভাঙ্গি দশা আর কি :(
মন খারাপ না ভাই তবে হয়তো আছে, তবে খুটিয়ে দেখলে দেখি কিছুই নেই শুধু রাশিফল পড়া ছাড়া । যদিও জানি বৈজ্ঞানিক ভাবে এবং ধর্মীয় ভাবে কোনটাতেই রাশি দেখা বা বিশ্বাস করা গ্রহন যোগ্য নয় । কিন্ত আমার খুব মজা লাগে পড়তে ।
সাথে থেকে উৎসাহ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে । ঈদের শুভেচ্ছা জানবেন ।

২৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৮

সায়েদা সোহেলী বলেছেন: মানুষ চেনার ব্যাপারে নিজেকে ভীষন পন্ডিত ভাবি কখনো সখনো । ভাবি সব্বাইকে আমি চিনি আমার হাতের তালুর মত, কিন্ত না, মানুষ আমার আজও চেনা হলো না ।

চিনতে ঠিকই ভুল করে ফেলি দারুন ভাবে । মুখ মিষ্টি মানুষটাকেই পরম বিশ্বাসে বিশ্বাস করে বসি। হাতে হাত রাখি, এক সময় দেখি শুধু হাত নয় নীল হয়ে গেছে গোটা শরীর। তা যাক নীল আমার ভীষন প্রিয় রঙ । বিষ হলেই বা কি ? প্রিয় তো ?


:( আজকাল বিধাতার কাছে এই একটি চাওয়া ই বারবার চলে আসে , যেন এই বিষ হজম করেই বেচেঁ থাকতে পারি হাসিমুখে । কেউ যেন দেখতে না পায় ক্ষত !


কিছু এলোমেলো কথায় , একটু এলোমেলো কমেন্ট :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩

জুন বলেছেন: আজকাল বিধাতার কাছে এই একটি চাওয়া ই বারবার চলে আসে , যেন এই বিষ হজম করেই বেচেঁ থাকতে পারি হাসিমুখে । কেউ যেন দেখতে না পায় ক্ষত !
জানো সোহেলী ভোরের দিকে ঘুম ভেঙ্গে গেলে তখন চাইবে সৃষ্টিকর্তার কাছে খুব গভীর ভাবে অন্তর দিয়ে। আমি দেখেছি সে সময়ের আমার চাওয়া আল্লাহ রাব্বুল আল আমীন বেশিরভাগ ক্ষেত্রেই কবুল করেছেন ।
হু বিষ হজম করা বেশ কষ্ট আর আমাদের মেয়েদের এটা হজম করেই যেতে হয় নীলকন্ঠের মতই ।
অনেক অনেক দিন পর ব্লগে দেখে অনেক ভালোলাগলো । ঈদের শুভেচ্ছা নিও :)

২৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৩

মহান অতন্দ্র বলেছেন: " কিন্ত শুদ্ধ করে লিখতে পারি না একলাইন, তারপর ও পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে চলি। কি ধৃষ্টতা আমার । লোকে বলে বলিহারি বাপু, তোমার ধৈর্য্যের প্রশংসাই করতে হয় ।সে লেখা পড়ে লোকজন বলে 'সাধারন', আমি সামনে একটি অ বসিয়ে নিয়ে মনে ভাবি না না উনি নিশ্চয় অসাধারন ই লিখেছে । আমি দারুন খুশি হই ,আড়ালে মুচকি হেসে ওঠে কেউ কেউ।" স্যাটায়ার টা খুব ভাল লেগেছে আপু। তুমি যেন অনেকের কথায় বলে দিলে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৪

জুন বলেছেন: এত ব্যাস্ততার মাঝেও সময় করে পোষ্টটি পড়া ও মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে মহান অতন্দ্র ।
ঈদের শুভেচ্ছা রইলো :)

২৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৭

শামছুল ইসলাম বলেছেন: কোন কোন লেখা/পোষ্ট কেন ভাল লাগে তা বলতে পারব না, তবে সহজ বোধ্যতা বোধ করি একটা বিশাল ব্যাপার।
সেইটা খুঁজে পেলে সময়টা কেমন করে কেঁটে যায় টের পাই না।
আপনার মত ব্যাপারটা আমাকেও বেশ ভাবায়ঃ
বয়স তো তোর কম হলো না । এখন থেকে মন যা ভাববে ভাবুক , আমি আর ভেবে ভেবে মরবো না বাপু।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৮

জুন বলেছেন: ভাই শামছুল ইসলাম আমি কিন্ত ব্যাক্তিগত ভাবে সত্যি একটু সরল সোজা টাইপের মানুষ । আমি ভাবতেও পারি না মানুষ অকারনে অপ্রয়োজনে মিথ্যে কথা বলতে পারে । যখন বুঝতে পারি তখন খুব দুঃখ হয় ।
তবে আমার এই লেখার সাথে উপরে লেখা আমার উপলব্ধি গুলো এক সুত্রে গাথা নয় । এটা আমার অকারন হাবিজাবি লেখার একটা বাতিক আছে । তাই ভাবতে পারেন ।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।

২৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২৩

প্রামানিক বলেছেন: এই জুন আপা আপনি গেলেন কই? অনেকেই এসে আপনার ব্লগে ডাকাডাকি করছে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪০

জুন বলেছেন: দাড়ান দাড়ান প্রামানিক ভাই আপনার চা নিয়ে আসি । এই যে ধরুন ভালো করে গরম গরম চা :)


আছি ভাই নানা রকম ব্যাস্ততার মাঝে । তারপরেও আজ সুযোগ পেয়ে কয়েকবার আসা হয়েছে ।

৩০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩০

জেন রসি বলেছেন: এভাবে মন খুলে লিখে ফেলার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে।তবে মন যখন বিক্ষিপ্ত থাকে চারপাশের সবকিছুকেই তখন ভিলেন ভিলেন মনে হয়! :P

সাবলীল লেখা অনেক ভালো লেগেছে। :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪২

জুন বলেছেন: তবে মন যখন বিক্ষিপ্ত থাকে চারপাশের সবকিছুকেই তখন ভিলেন ভিলেন মনে হয়! :P
হু এইটা একদম ঠিক বলেছেন জেন রসি সব্বাইরে গব্বর সিং এর মত লাগে :)
ভালোলাগার জন্য অসংখ্য ধন্যবাদ ।

৩১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৯

আমিনুর রহমান বলেছেন:



মনটা মাঝে মাঝে বিক্ষিপ্ত না হয়ে নিয়মিত হলে আমরা ছাইপাশ এলোমেলো কিছু ভালো পেতাম নিয়মিত।

শুভ সকাল জুন আপু :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৪

জুন বলেছেন: শুভ রাত্রি আমিনুর :)
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৩২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫২

রিকি বলেছেন: আপি মন খারাপ মনে হচ্ছে?? :( মন খারাপ থাকলে আমি এই পন্থা আপ্লাই করি।

view this link

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৭

জুন বলেছেন: না রিকি মন খারাপ নয় তবে শারিরিক ভাবে কিছুটা খারাপ যাচ্ছে । আমি ইদানীং মন খারাপ থাকলে বা কারো সাথে কথা বলতে ইচ্ছে না করলে ট্যাবে বসে বসে মাই টকিং এঞ্জেলা গেমসটা খেলি । মুহুর্তে আমার মন ভালো হয়ে যায় ওকে খাইয়ে দাইয়ে দাত ব্রাশ করে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে :)
পাশে দাঁড়ানো আর সহানুভুতি প্রকাশের জন্য অনেক অনেক ধন্যবাদ রিকি :)
ঈদের প্রানঢালা শুভেচ্ছে রইলো ।

৩৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৭

লাবনী আক্তার বলেছেন: চিনতে ঠিকই ভুল করে ফেলি দারুন ভাবে । মুখ মিষ্টি মানুষটাকেই পরম বিশ্বাসে বিশ্বাস করে বসি। হাতে হাত রাখি, এক সময় দেখি শুধু হাত নয় নীল হয়ে গেছে গোটা শরীর। তা যাক নীল আমার ভীষন প্রিয় রঙ । বিষ হলেই বা কি ? প্রিয় তো ?

খুব যেন মিলে গেল এই কথাগুলো।

মনটা বিক্ষিপ্ত ছিল বলে এমন সুন্দর লেখা পেলাম। তবে জুন আপাকে মন খারাপ দেখতে ইচ্ছে করেনা।

সব সময় মুখে হাসি লেগে থাকুক আপা।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৯

জুন বলেছেন: লাবনী তোমাকে আমার লেখার মাঝে দেখতে পেলে খুব ভালো লাগে । অনেক অনেক ভালো থেকো আর আমার জন্য দোয়া করো ।
ঈদের শুভেচ্ছা নিও কেমন ।

৩৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ঈদ মোবারক আপু। :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫১

জুন বলেছেন: বঙ্গভূমির রঙ্গমেলায় আপনাকেও জানাই
ঈদ মোবারক

৩৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪

মুরশীদ বলেছেন: মন খারাপের কারণ কি ? ঈদে শাড়ী পান নাই ;)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫২

জুন বলেছেন: শাড়ী গহনার প্রতি আমার কোনদিনই কোন আকর্ষন নেই :(
এমনি এমনি মন খারাপ /:)

৩৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫০

স্নিগ্ধ শোভন বলেছেন: আপু কেমন আছেন?
[৮০ টাকা দরের কমেন্ট :-B ]

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৬

জুন বলেছেন: হায়রে এই ৮০ টাকার কথা লোকজন এখনো মনে রেখেছে :|
ভালো আছি আমি। তোমরা কেমন আছো ?
ঈদের শুভেচ্ছা রইলো :)

৩৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৪

আবু শাকিল বলেছেন: এলোমেলো কথন ভাল লেগেছে :)
মাঝে মাঝে মন খারাপ হোক ,আমরা যেন এলোমেলো কিছু পাই--

"চাল ডাল ধুয়ে চট জলদি হাড়িতে খিচুড়ি চড়াতেই দেখি আমাকে ব্যাঙ্গ করে কাঠ ফাটা এক সুর্য্য উঠে বসেছে চারিদিক উড়িয়ে পুড়িয়ে দিয়ে।"
"সব কিছু সরল সোজা চোখে দেখা আমার অভ্যাস ছিল । ইদানিং কি করে জানি বেঁকে যায় সব কিছু।"

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৮

জুন বলেছেন: ভালোলাগার কথা শুনে অনেক ভালোলাগা আবু শাকিল ।
মন খারাপের অবশ্য আরো একটি কারন আছে, তা হলো মনের আশা পুর্ন না হওয়া ।
ঈদের শুভেচ্ছা রইলো অনেক ।

৩৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৫

দীপংকর চন্দ বলেছেন: ...মানুষ আমার আজও চেনা হলো না ।

চিনতে ঠিকই ভুল করে ফেলি দারুন ভাবে । ...


গোলকধাঁধা!!!

শুভকামনা থাকছে। অনেক।

অনেক ভালো থাকবেন। সবসময়।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৯

জুন বলেছেন: ভীষন গোলক ধাঁধা দীপংকর চন্দ । তবে এটা কাটিয়ে ওঠার জন্য দোয়া করবেন আশা করি ।
আপনার সুন্দর মন্তব্যে অনেক অনেক ভালোলাগা ।
ঈদের শুভেচ্ছা জানবেন

৩৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৩

মোঃমোজাম হক বলেছেন: ঈদ মোবারক আপু।

আমার জানালার সেডের উপর বসে জালালি কবুতরগুলি যখন ডাকে, আমি কিন্তু খুবই আনন্দিত হই । ও বলে আমাদের ভালবাসার প্রকাশ নাকি তারাই করছে :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১১

জুন বলেছেন: জালালি না মোজাম ভাই , আমার এখানে বিভিন্ন জাতের পাখি আসে ।
আপনি ও আপনার পরিবারের সবার জন্য রইলো ঈদের শুভেচ্ছা :)

৪০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১২

শায়মা বলেছেন: হায়রে আপুনি কি হলো তোমার! মন খারাপ কেনো?? ঈদের রান্নাবান্না শুরু করে দাও । বিজি হয়ে গেলে সব মন খারাপ চলে যাবে।:)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৩

জুন বলেছেন: না না মন খারাপ নয় শায়মা । কেন মন খারাপ করবো বলো ?
খৈয়ামের ভাষায় বলতে হয় ঃ-
মিথ্যে যখন এই ধরনী
তখন হেথা কিসের ভয় ?
দূর করে দাও ভাবনা যত ,
কিছুই সখা সত্য নয় ।।

এখুনি শুরু করবো নান্না -বান্না তার আগে ব্লগে দেখে নিচ্ছি কে কেমন রান্না বান্নার পোষ্ট দিল :)
ঈদের শুভেচ্ছা ।

৪১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৭

লালপরী বলেছেন: আপু আপনার মন ভালো হয় নাই ? এই তো ইদ আসছে এখন মন ভালো হয়ে যাবে :)
ইদ মোবারক

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৩

জুন বলেছেন: খারাপ থাকলে তো ভালো হবে লালপরী ! খারাপ থাকার সময়ই তো পাই না ব্যাস্ততার জন্য । তবুও খোজ নেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে :)

৪২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৮

বাঘ মামা বলেছেন: ঈদ মোবারক আপু।:) কেমন আছো তুমি?

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৫

জুন বলেছেন: আলহামদুলিল্লাহ আছি বাঘের দোয়ায় যেমন থাকার ঠিক তেমন টি :)
ঈদ মুবারক বাঘমামার জন্য :)

৪৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০০

স্নিগ্ধ শোভন বলেছেন: ভালো আছি আপু। ঈদের শুভেচ্ছা।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৯

জুন বলেছেন: চলে যাওয়া ঈদের শুভেচ্ছা স্নিগ্ধ শোভন ।

৪৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১২

জসিম বলেছেন:

আজকে রাশি দেখতে গিয়ে যা পেলাম- সেটা হলো ভাবাভাবির একটি ব্লগে মন্তব্য করার সম্ভাবনা.

এখন দেখি সেইটাই হয়ে গেলো! রাশিফল আসলে কাজের জিনিস. কি বলেন জুনাপু!

ভালো থাকুন.

০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৫

জুন বলেছেন: হ্যা আপনি ঠিক বলেছেন জসিম । এক ফোটা নেই বিশ্বাস,
তারপর ও সকাল বেলা পেপার খুলে রাশি চক্রের পাতায় নজর বুলিয়ে যাই । :)
অনেক অনেক দিন পর খুব ভালোলাগলো আপনাকে দেখে ।

৪৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩

রঙ তুলি ক্যানভাস বলেছেন: এলোমেলো লিখায় ভাল লাগা রইল আপু,তবে বিক্ষিপ্ত মনের বিষন্নতায় নয়।
জেনরসির মতন বলতে হয় -মন যখন বিক্ষিপ্ত থাকে সবকিছুকেই ভিলেন মনে হয়,তাইতো এখন মন বেশি বিক্ষিপ্ত থাকলেই সবার থেকে আড়ালে চলে যাই, অনেকটা "পলায়ন" টাইপ,যাতে শুধু শুধু কারো কথায় অকারণ বিরক্তি তৈরী না হয়।আর আগে এলোমেলো লিখে ফেলতাম।
এখনকার সময়টাই বোধহয় এরকম যে সহজ সরল ভাবে ভাবতে দেয়না আমাদের।একটা সময় পর্যন্ত আমিও সবকিছু সরলভাবে ভাবতাম,কিন্তু সময় ও পরিস্থিতি এতটা বদলে দিল যে এখন আর সহজ করে ভাবতেই পারিনা!!বরং সহজ জিনিসটাও জটিল করে ফেলি মাঝে মাঝে।
আমিও বোধহয় এলোমেলো বলছি, এমনিতেই এলোমেলো মন্তব্য করি আমি আর এলোমেলো কথার পোস্ট হলেতো কথাই নেই :D
শুভকামনা রইল আপু :)

০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৫

জুন বলেছেন: কতদিন পর রঙ তুলি ক্যানভাসকে দেখলাম । কেমন আছেন শুনি ?
এখন মন বেশি বিক্ষিপ্ত থাকলেই সবার থেকে আড়ালে চলে যাই, অনেকটা "পলায়ন" টাইপ
না না এমন পালিয়ে বেড়ানো চলবে না । আমার মতই এলোমেলো হাবিজাবি লেখা লিখতে থাকুন দেখবেন মন ভালো হয়ে যাবে । ব্লগে আর কত জন বুকার প্রাইজ পাওয়া বলেন ? বেশিরভাগই আমাদের মত আম জনতাতেই ভরা :)
অনেক অনেক শুভ কামনা রইলো । আগামীতেও সাথে থাকবেন রঙ তুলি আপা :)

৪৬| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১:৪৫

জসিম বলেছেন:
আরে না. রাশিফল নিয়ে আমার আসলে কোনো অভিজ্ঞতা নাই. নিজেও দেখি না কখনো. আপনার পোস্ট পড়ে মনে হলো রাশিফল ও ফল দেয় হয়তো!

অনেক দিন পর ব্লগের পাতায় ফেরত এলাম তো. সব কিছু চিনতে হচ্ছে আবার নতুন করে.
তোমার ভাবাভাবি পোস্টের চেয়ে আমি কিন্তু ভ্রমণ কাহিনীর ভক্ত বেশি.

অনেক ভালো থাকো আপু.
ধন্যবাদ.

০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৮

জুন বলেছেন: আমি দেখি জসিম যে কোন বিষয় যা থেকে কিছু জানা যায় তা পড়তে আমার খুব মজা লাগে । বিশ্বাস করি আর না করি ।
সত্যি অনেক অনেক দিন পরই দেখলাম আমাদের এক প্রিয় ব্লগার জসিম কে । এই অনুপস্থিতি আর সহাস্য পদচারনায় ব্লগ মাতিয়ে রাখা সবাইকে অনেক অনেক মিস করি ।
অনেক অনেক শুভকামনা রইলো জসিম :)

৪৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৩

রাতুল_শাহ বলেছেন: রাশিফল দেখি না।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫০

জুন বলেছেন: আমি তিন চারটা পত্রিকায় দেখি রাতুল :P

৪৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৬

রাতুল_শাহ বলেছেন: আজকে কি দেখলেন

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৮:৫১

জুন বলেছেন: B-)

৪৯| ০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:০১

রাতুল_শাহ বলেছেন: আজকে তো মনে হয় মিলে গেছে

০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৫

জুন বলেছেন:
:`>

৫০| ০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৮

রাতুল_শাহ বলেছেন: আমার কন্যা রাশি।

০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৪

জুন বলেছেন: ছেলে হয়ে কন্যা B-)

৫১| ০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৫

রাতুল_শাহ বলেছেন: আপনার অভিজ্ঞতা থেকে কন্যা রাশি সম্পর্কে বলেন।

০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৭

জুন বলেছেন: B-)) B-))

৫২| ০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৭

রাতুল_শাহ বলেছেন: :(

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৮

জুন বলেছেন: B-)

৫৩| ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩২

নেক্সাস বলেছেন: অন্তরকাব্য পড়ে বেশ লাগলো। পুরাটা লিখা্য শুরু থেকে শেষ অবধি বাক্যের ছন্দ ছিল। ফেবু তে এড থাকলে আপনাকে একটা কারকেশান দিতাম।
লিখে যান জুনাপা..সব্যসাচী ব্লগার

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫০

জুন বলেছেন: পোষ্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ নেক্সাস। অনেকদিন পর আপনাকে আমার ব্লগ বাড়ীতে দেখে খুব ভালোলাগলো :)
কি ভুল এখানেই বলেন। নো প্রব্লেম।
শুভকামনা অনেক

৫৪| ০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৫

রাতুল_শাহ বলেছেন: :(

০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৫

জুন বলেছেন: :#)

৫৫| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩০

রাতুল_শাহ বলেছেন: :(

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৫

জুন বলেছেন: B-)

৫৬| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩০

রোদেলা বলেছেন: পড়তে পড়তে কেমন জানি একটা ধাক্কা খেলাম,ঠিক ধরতে পারছি না।

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৭

জুন বলেছেন: আপনি বোধহয় প্রথম আমার ব্লগে আসলেন রোদেলা। অনেক ভালোলাগলো আপনার মন্তব্য পেয়ে। আপনার মতন একজনকে ধাক্কা দিতে পারাটা কিন্ত বিশাল ব্যাপার :)

৫৭| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বেশ লাগলো আপনার এলোমেলো একান্ত কথামালা। সচরাচর আপনার ভ্রমণ ব্লগ গুলো খুব জম্পেশ হয়, তবে অন্য লেখাতেও দেখি আপনি কম যান না। অজস্র শুভেচ্ছা।

১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৯

জুন বলেছেন: চেষ্টা করি আরকি রেজোয়ানা আলী তনিমা :) গল্প কবিতা অনুবাদ ফিচার ঐতিহাসিক ঘটনা সবই লেখার চেষ্টা করেছি । বাট জগাখিচুড়ী ছাড়া আর কিছুই হয়নি ।
আপনার জন্য ও রইলো অজস্র শুভকামনা । আর আপনাদের জন্যই ব্লগে আসি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.