নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

আমার বারান্দার গাছ আর পাখীরা --- ছবি ব্লগ

১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৯


বাসার পাশের রাস্তায় ফুটে থাকা কমলা পলাশের ফুলে বসে আছে সবুজ টিয়া ।

অনেক আগে একজোড়া চিল আর শালিকের গল্প শুনিয়েছিলাম । আজ আমার চড়ুই এর গল্প সাথে অন্য কিছু টুকটাক ।
একটু সবুজ দেখার আশায় ছোট্ট বারান্দার কোনে কোনে কিছু গাছ লাগিয়েছি। আর তাতে সারাদিনই আসে কিছু চড়ুই, শালিক, বুলবুলি দোয়েল আর ফিঙ্গে।

অপেক্ষারত কাক

মাঝে মাঝে একটা কাক ও এসে উকি ঝুকি মেরে ওদের জন্য দেয়া খাবার নিয়ে ফুরুৎ করে উড়ে যায় পাশের বাড়ীর উচু ছাদে। বুলবুলিগুলো খাবারের ব্যাপারে বড্ড খুতখুতে। ফল ছাড়া যেন কিছুই তাদের মুখে রোচে না । তাই তাদের জন্য আসে পাকা কলা, পেপে আর আমের দিনে আম।

বুলবুলি বসে আছে ফল পাকুড় খেয়ে , জানালার ভেতর থেকে তোলা

চড়ুইগুলো ছাড়া অন্য পাখিগুলো ভারী চালাক । যে ভাবেই ছবি তুলতে চাই না কেন ঠিকই টের পেয়ে পালিয়ে যায় । তাই ছবি তোলা হয় শুধু চড়ুই এর ।
এই হলো আমার পাখী আর বারান্দায় কিছু গাছ ।

নিঃসঙ্গ এরিকা পাম


সেই টবের মাটিতে কি যেন খুটে খাচ্ছে দুষ্ট চড়ুই


টবে বোনা পাম


ফার্নের সারি , খোলা আকাশ নেই , মাটি নেই , পানি নেই এখানে ফার্ন ছাড়া আর কি বা হবে ?


কিছু সবুজ, এখানে আসে সেই অন্যান্য পাখির দল


এক কোনায় কিছু গাছ তাতে আছে নাইন ও ক্লক
ঠিক ঠিক নটাতেই নাইন ও ক্লক নামের এই ফুল ফোটে কি না এ নিয়ে ছেলেবেলায় ভীষন কৌতুহলী ছিলাম । স্কুলে যাবার সময় ভালো করে নজর দিতাম লনে অযত্নে অবহেলায় ফুটে থাকা এই জংলী ফুলের দিকে।

সবুজ বাটিতে কাউনের চাল দিয়ে রেখেছি, তাতে ওনারা দুজন এসেছে মধ্যানহ ভোজে


ওরা এখন আর আমাকে ভয় পায় না, এখন ই আমার পাশে এসে চিক চিক করে ডাকছে


মাঝে মাঝে ছানা পোনা সহ আসে আর মুখে তুলে খাইয়ে দেয় সেই অস্থির বাচ্চাগুলোকে


গিন্নী খাচ্ছেন আর কর্তা একটু উপরে বসে চৌকিদারি করছেন


এই ফার্নটি আমি এনেছি শ্রীমঙ্গলের মাধবপুর লেকের পাশ থেকে


সবুজ টিয়ার আরেকটি ছবি


মেহগনি গাছের আড়ালে বসে থাকা শালিক । কাচের জানালার ভেতর থেকে তোলা । তাই আমাকে দেখতে পায়নি ।


খেয়ে দেয়ে বিশ্রামে বসে থাকা চড়ুই


সবই একটু একটু করে বুনেছি , দেখা যাক কি হয় ?

সব ছবি আমার ট্যাব নেক্সাস নাইনে তোলা, তাই তেমন আহামরি কিছু হয়নি । তবে ওদের মুল্য আমার কাছে অপরিসীম ।

মন্তব্য ১৫৮ টি রেটিং +২৪/-০

মন্তব্য (১৫৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৩

গেম চেঞ্জার বলেছেন: প্রথম হইছি। চা চাই-------

১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৬

জুন বলেছেন:

/:)

২| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । সব গাছ আর পাখির সচিত্র বর্ণনা ভাল লেগেছে ।+

১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১০

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার ভালোলাগার জন্য :)

৩| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৬

তেজসনেত্র বলেছেন: অসাধারণ

১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১১

জুন বলেছেন: স্বাগতম আমার ব্লগ বাড়ীতে তেজসনেত্র। ভালোলাগায় অসংখ্য ধন্যবাদ :)

৪| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১২

গেম চেঞ্জার বলেছেন: সবুজ ফার্নের কারনে অন্তত বিশুদ্ধ অক্সিজেন(অল্প হলেও কম কি) কিন্তু পাচ্ছেন আপু। কি চমৎকার সব পাখি। আহারে! ঘুম থেকে উঠতেই বেলা হয়ে যায়। কতদিন হলো পাখির ডাকই শুনিনা। অবশ্য থাকলে তো। ওরাও তো নেই।

ভাল কথা, চায়ে চিনি একটু বেশিই ছিল। তবে চা ভাল হইছে।

১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৭

জুন বলেছেন: আপনি ঠিকই বলেছেন গেম চেঞ্জার। চারিদিকে বিশুদ্ধ অক্সিজেনের আজ বড্ড অভাব। । ওদের চেচামেচিতেই আমার ঘুম ভাংগে। বিশেষ করে চড়ুইগুলোর ডাকে। তবে অদের যখন খেতে দেই তখন ডাকুবুকো শালিকগুলো এসে ওদের ভাগিয়ে দিয়ে বাটি খালি করে রেখে যায়। তবে শালিক দেখেছি বেশিরভাগ সময় রূটি খেতে পছন্দ করে।
চা ভালোলাগায় অনেক অনেক খুশি হয়েছি তবে আমার সারপ্রাইজের কি হলো!!

৫| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৭

রাতুল_শাহ বলেছেন: এত গুলো পাখির ছবি তুললেন, তাদের কি অনুমতি নিয়েছিলেন?

১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৯

জুন বলেছেন: না অনুমতি নেই নি :( এখন কি হবে রাতুল! এর জন্য আমার কপালে কি শাস্তি আছে আল্লাহ ই জানে :((
সাথে থাকা আর সব সময় উতসাহ দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ রাতুল :)

৬| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন:

( সর‍্যি জুনাপু, আপনি গত পোস্টের টাকাটা ভুল নাম্বারে ফ্লেক্সি করেছিলেন। তাও আমি হতাশ না হয়ে এই পোস্টটার ব্যাপারেও একই সিদ্ধান্ত নিয়েছি। )

ব্যতিক্রম পোস্ট বেশ ভালো লেগেছে। পাখিদের প্রতি এত ভালোবাসা ইদানিং দেখাই যায় না।

১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৬

জুন বলেছেন: আমিও যখন জেনেছি টাকাটা অন্য কোথাও গেছে তখন খুব কষ্ট পেয়েছি কাল্পনিক :(
আশাকরি নেক্সট টাইম আর ভুল হবে না।
পাখিকে ভালোবাসার কথা বললে তাহলে একটা কথা বলি। আমি যেই পার্কে হাটতে যাই সেখানে একটি জায়গায় কিছু বাশ আর কংক্রিটের খুটি আছে। অগুলোর মাথায় একটা করে হুতুম নাকি লক্ষী প্যাচা বসে থাকে। আমি ওদের দেখার জন্য বার বার ঘুরে ঘুরে যাই সেখানে। কি যে সুইট দেখতে। এক বুড়ো প্রফেসর সেখানে আবার ফ্রি হ্যান্ড ব্যায়াম করে।। এতে প্যাচাগুলো ভয় পেয়ে চলে যায়। আমি বাধ্য হয়ে তাকে বলেছি যেন ওদের বিরক্ত না করে। কি মিষ্টি দেখতে চোখ গোল গোল করে তাকিয়ে থাকে যখন।
যাই হোক এই হলো আমার প্যাচা কাহিনী।
মন্তব্য আর সব সসময় সাথে তথাকার জন্য অসংখ্য ধন্যবাদ :)

৭| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৭

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগলো পাখীগুলোর ছবি ।

১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

জুন বলেছেন: আর আমার গাছগুলো! ওগুলো ভালোলাগেনি!
এমনি বললাম। আশা করি কিছু মনে নেবেন না :)
অসংখ্য ধন্যবাদ আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে।

৮| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

আপনার প্রিয় গাছ ও পাখিরা খুবই সুন্দর।
এটি খুব ভালো যে তারা আপনাকে ভয় পায় না। চড়ুইদের সাহস দিন দিন বেড়ে গেছে।
মানুষের সাহসও দিন দিন কমে যাচ্ছে কিনা, কে জানে :)

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৭

জুন বলেছেন: আসলেই তারা বেশ ডাকুবুকো হয়ে উঠেছে মাইনুদ্দিন মইনুল । ওদের যেখানে ফডুক দেখেছেন ভোর হলেই সেখানে এসে এমন কিচির মিচির জুড়ে দেয় যে ঘুমাবে কার সাধ্যি । আমিও চালাক হয়েছি, তাই রাতের বেলায় আমি ঘুমানোর আগেই বাটিতে খাবার রেখে আসি :)
কৈ মানুষের সাহস কমছে ? তাহলে কি এত সামান্য ব্যাপারে এমন নৃশংস খুনোখুনি হয় বলুন ?
পাশে থেকে মন্তব্য দিয়ে উৎসাহিত করার জন্য সংখ্য ধন্যবাদ ।

৯| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার পোষ্ট। পাখিদের নিয়ে পোষ্ট। ধন্যবাদ।






ভালো থাকবেন নিরন্তর।

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৯

জুন বলেছেন: ফুল পাখি এগুলোর বেশিরভাগই দেখতে অনেক সুন্দর এবং বৈচিত্রময়। দেখলেও মন ভালোলাগায় ভরে যায় ।
আপনাকেও অশেষ ধন্যবাদ সাথে আছেন বলে । ভালো থাকুন আপনিও ।

১০| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৫

হাসান রাজু বলেছেন: ছবি ব্লগ ভালো লাগে । আর ক্যাপশনে , ক্যাপশনে ছবি যেন কথা বলে।
** আঙুর গাছ লাগিয়েছেন । টক হবে আপু । মিষ্টি হলে আমার দাওয়াত ।

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৮

জুন বলেছেন: আমারো ছবি ব্লগ ভালোলাগে ইহা রাজু ।
কোন কিছু পড়াপড়ির ঝামেলা নাই , শুধু ছবি দেখা :)
অনেক আগে যখন সিঙ্গেল ইউনিট বাসায় থাকতাম তখন একবার লাগিয়েছিলাম । ঠিকই বলেছেন টক হয় ।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে ।

১১| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৬

ভিটামিন সি বলেছেন: আপনার পাখি ওরফে ছবি ব্লগ ভাল্লাগছে। আমারও দুইটা পাখি আছে দেশের বাড়িতে। নাম জানি না। আমাদের পুরোনো কাঠাল গাছের ফোকরে থাকে। তাদের নিয়ে আমিও মনে হয় একটা লেখা দিয়েছিলাম এখানে। ফার্ণ তো, এই বেহায়া গাছ যত্ন ছাড়াই বনে জঙ্গলে অনেক দেখেছি সিঙ্গাপুরে। বিশেষ করে চায়নিজ গার্ডেনে। আমার খুবই পরিচিত একজন (এক্স ফ্যাক্টরের বাবা) ফার্ণের কচি পাতার শাক খেতেন।

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১২

জুন বলেছেন: আমার এগুলো ও তো বুনো । কই থেকে উড়ে আসে খেয়ে দেয়ে চলে যায় । বাসা বাড়ী চিনি না । তবে শালিক দুটো আমার এসির পেছনে অনেক দিন হলো বিনে ভাড়ায় থাকছে :)
আর ফার্ন তো জঙ্গুলে গাছই । আমি যেটা সিলেটের শ্রিমঙ্গলের মাধবপুর লেকের পাশ থেকে এনেছি ওটাতো ওখানে জঙ্গল হয়ে আছে। নিজে নিজে জন্মেছে ।
আপনার পরিচিত যে ফার্ন খাচ্ছে তা আমাদের দেশে ঢেকি শাক নামে পরিচিত । আমরা চিটাগাং এ ওটা বাজারে শাক হিসেবে প্রচুর দেখেছি ।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভিটামিন সি :)

১২| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫২

জেন রসি বলেছেন: চমৎকার সব ছবি।মন ভালো করে দেওয়ার মত। :)

ধন্যবাদ আপু। ভালো থাকুন সবসময়। :)

২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৩

জুন বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ জেন রসি।
শুভেচ্ছা সকালের :)

১৩| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৪

আলোরিকা বলেছেন: 'কাছে যাওয়া বড্ডবেশি হবে
এই এখানেই দাঁড়িয়ে থাকা ভাল ।
তোমার ঘরে থমকে আছে দুপুর
বারান্দাতে বিকেল হয়ে এল । ' - ফুল ,পাখি ওয়ালা এরকম সুন্দর বারান্দা থাকলে , আর তো রবে নাহি মন ঘরেতে ! :) :) :)

খুব সুন্দর জুনাপু ! ++ ( ছবিগুলো না আপনার বারান্দাটা ) ;)

২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৫

জুন বলেছেন: আমারতো মনে হয় পাখিগুলো বেশি সুন্দর আলোরিকা :)
সুন্দর একটি মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ

১৪| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১০

নাভিদ কায়সার রায়ান বলেছেন: খুব বেশী সুন্দর

২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৫

জুন বলেছেন: অনেক বেশী ধন্যবাদ নাভিদ কায়সার রায়ান :)

১৫| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪২

নাবিক সিনবাদ বলেছেন: অনেক সুন্দর।

২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:২১

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য নাবিক সিন্দাবাদ।
সামনের ভরাডুবির দিনগুলোতেও সাথে থাকবেন আপনার জাহাজ নিয়ে সেই আশায় থাকলুম :)

১৬| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

বেশ পোষ মেনে গেছে পাখিগুলো!

আসলেই প্রাণীরা নিখাদ ভালবাসাকে কেমন করে যেন বুঝে নেয়! আর কৃতজ্ঞতা প্রকাশেও জুড়ি নেই তাদের!!!

++++

২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৯

জুন বলেছেন: বুনো পাখিরা কি আর তেমন পোষ মানে বিদ্রোহী! নিয়মিত আসে আর খেয়েদেয়ে ঝিমুয় অথবা ফুরুত করে উড়ে যায় ।
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যে :)

১৭| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১১

সাহসী সন্তান বলেছেন: সমস্থ পোস্ট জুড়ে বৈচিত্র্যময় পাখি আর ফুলের সমাবেশ অনেক ভাল লাগলো জুনাপু! তবে শেষের বুনাবুনির ব্যাপারটাতে হঠাৎ ছোট বেলায় পড়া একটা ছড়া মনে পড়ে গেল!

খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গী এলো দেশে,
বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে!
ধান ফুরালো পান ফুরালো খাজনার উপায় কি?
আর কয়টা দিন সবুর করো রসুন বুনেছি.....!!

অনেক চমৎকার পোস্ট! শুভ কামনা জানবেন!

২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫১

জুন বলেছেন: সাহসী এত শুধু আমার বারান্দা আর আশেপাশের ছবি। পাখি আর গাছ ভালোবাসি তাই এই ক্ষুদ্র প্রচেষ্টা। হু রসুন বুনেছি আর কিছুদিন অপেক্ষার পালা :)
অনেক অনেক ভালোলাগা আন্তরিক মন্তব্যে। শুভকামনা রইলো আপনার জন্য।

১৮| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৮

ডি মুন বলেছেন: সুন্দর সব ছবি
টিয়া পাখি পোষার খুব শখ ছিল ছোটবেলায়।

+++

২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৮

জুন বলেছেন: ছোটবেলায় এই ঢাকা শহরেই আমাদের পোষা টিয়া, ময়না,হাস -মুরগি, কুকুর- বেড়াল সবই ছিল। এখন তা কল্পনার অগোচর মনে হয় ডি মুন ।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই :)

১৯| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৪

শামছুল ইসলাম বলেছেন: গানের কথা আমার খুব একটা মনে থাকে না।
//বারান্দায় রোদ্দুর,.../
যাই গুগল ভাইয়ের একটু সাহায্য নেই্।

//বারান্দায় রোদ্দুর আমি আরাম কেদারায় বসে দু’পা নাচাইরে
গরম চায় চুমুক দিই আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা ওল্টাইরে
কলিং-এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি
দারোয়ান দাঁড়ায় এসে তোমার দেখা নাই
তোমার দেখা নাইরে তোমার দেখা নাই
তোমার দেখা নাইরে তোমার দেখা নাই//

এই সুন্দর সুন্দর পাখী আর মনোরম বারান্দা দেখলে গীতিকার নিশ্চয়ই বারান্দা নিয়ে আর একটা গান লিখত!!!

ভাল থাকুন। সবসময়।


২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩১

জুন বলেছেন: বাহ দারুন এক কবিতায় আমার আংগিনা বলবোনা বারান্দাটা ভরে উঠলো শামছুল ইসলাম।
আমার গাছ আর পাখিময় বারান্দা সুন্দর কি না জানি না, তবে সবুজ আর পাখি ভালোবাসি। তা সে বুনো গাছই হোক আর বুনো পাখি ই হোক।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

২০| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৮

সুদীপ্তা মাহজাবীন বলেছেন: আপনার বারান্দাটা খুব সুন্দর । ভাললাগল অনেক :)

২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩২

জুন বলেছেন: আপনার ভালোলেগেছে জেনে আমারও অনেক ভালোলাগলো সুদীপ্তা মাহজাবীন :)
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ

২১| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০০

এস কাজী বলেছেন: জুন আপু, ছবি ভাল লেগেছে। সুন্দর পোস :)

২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৪

জুন বলেছেন: কমেন্ট দেখে মনে হইলো দৌড়ের উপর আছেন কাজী সাহেব :-*
যাক তারপর ও যে ভুলেন্নাই তার জন্য এক ট্রাক ধইন্না পাতা :)

২২| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১১

রাতুল_শাহ বলেছেন: জানতাম, যে আপনি অনুমতি নেন নাই। এই সব তো ঠিক না।

এখন যদি তারা অভিযোগ করে!!!!!!!!!!

চিন্তায় আছি!!!! কি যে হবে?

২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৬

জুন বলেছেন: হু আমিও ভীষন চিন্তায় আছি রাতুল কি যে হবে আমার :(
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ :)

২৩| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আপু আপনি বিশাল ভাগ্যবতী। নাগরিক হয়েও পাখির কাছে , সবুজের কাছে থাকতে পারছেন।

২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৮

জুন বলেছেন: তাই নাকি শুনে অনেক অনেক খুশী হোলাম রেজোয়ানা আলী তনিমা ।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ :)

২৪| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৫

মামুন রশিদ বলেছেন: লেডি কারুন!!!

দাওয়াত দিয়ে তো বাসায় নিবেন না, তাই পাখির উছিলায় বাসার ডেকোরেশন দেখিয়ে নিলেন ।

হাহাহা....

২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫১

জুন বলেছেন: লেডি বতুতা শুনেছি কিন্ত লেডি কারুন :-* এর অর্থ কি মামুন বুঝলাম না ।
এতক্ষন গেষ্ট ছিল সারাদিন থেকে তারা এই মাত্র চলে গেল আর আমি নামাজ পরে উত্তর দিতে বসলাম । দেরী হওয়ার জন্য আন্তরিক দুঃখিত ।
মন্তব্য আর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ।

২৫| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৭

মেহবুবা বলেছেন: খুব ভাল একটা পোষ্ট পেলাম মনের মত।
এটা দেখে আমারো পোষ্ট দিতে ইচ্ছে করছে।

২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৩

জুন বলেছেন: তাড়াতাড়ি দিন আপু আপনার পোষ্টের প্রতীক্ষায় রইলাম :)
ভালোলাগার জন্য অনেক অনেক ধন্যবাদ ।

২৬| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৭

রাবার বলেছেন: আপা আপনার গাছ, পাখি, বারান্দা সবই চমৎকার :)

২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৪

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পছন্দ করেছেন জেনে রাবার :)

২৭| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৭

শতদ্রু একটি নদী... বলেছেন: কংক্রিটের জঙ্গলে আপনার একচিলতে উঠানে প্রকৃতির ছোঁয়া। দারুন লাগলো। :)

২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৫

জুন বলেছেন: সেটাই শতদ্রু । আগে খোলামেলা ছিল , বাসা বাড়ি কম ছিল অনেক ভালোলাগতো, এমনকি বুনো জংলী গাছগুলোকেও । এখন কংকৃটের জঙ্গলে দম আটকে আসে ।
সাথে আছেন সব সময় তার জন্য অশেষ ধন্যবাদ ।

২৮| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৪

এহসান সাবির বলেছেন: চমৎকার পোস্ট আপুনি।

চড়ুই গুলোর বাসা কোথায়?

২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৬

জুন বলেছেন: কি জানি কোথায় এহসান সাবির ? তবে সারাক্ষনই তারা আমার আসে পাশে ঘুর ঘুর করে :)
শুভেচ্ছে সন্ধ্যার

২৯| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৭

রমিত বলেছেন: খুব সুন্দর ছবিগুলো! আমিও বাগান করা পছন্দ করি।

২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

জুন বলেছেন: বাগান করার শখটা কিন্ত দারুন একটি ব্যাপার । সবার থাকে না । গাছ লাগিয়ে ফুল ফুটলে মনে এক অনাবিল আনন্দে ভরে উঠে ।
অসংখ্য ধন্যবাদ রমিত আপনার মন্তব্যের জন্য ।

৩০| ১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

আহমেদ জী এস বলেছেন: জুন ,



এমন সুন্দর একটি বারান্দা যার , যিনি তিমির সবুজের আগলে বেঁধে রাখেন তাকে, আবার পাখিদের কথাও লেখেন ; বুঝতে হবে শরতের আকাশের মতো একখানা মনপ্রান্তর লুকিয়ে আছে তার বুকের পাঁজরের বারান্দায় ।
পাখির কিচির মিচিরের মতো সে প্রান্তর কথা কয়ে যায় , না বলা কথা । পাখিদের মতো । সে কথাই মাঝে মাঝে এসে উঁকি ঝুকি দিয়ে যায় এই ব্লগপাতায় । আমি মুগ্ধ হই আর ভাবি ........আর ভাবি..........আর ভাবি !!!!!

২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

জুন বলেছেন: আহমেদ জী এস সব কিছুর মাঝে সুন্দর খুজে বের করা আপনার একটি সুন্দর মনের পরিচয়। হাত খানেক চিলতে বারান্দার মালকিন আমি । কিইবা হতে পারে এতে বলুন ?
তারপর আপনার প্রশংসা শুনে এই ক্ষুদ্র প্রয়াসটুকুই বিশাল আনন্দ দিয়ে গেল ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

৩১| ১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

গেম চেঞ্জার বলেছেন: ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৭ ০
লেখক বলেছেন: আপনি ঠিকই বলেছেন গেম চেঞ্জার। চারিদিকে বিশুদ্ধ অক্সিজেনের আজ বড্ড অভাব। । ওদের চেচামেচিতেই আমার ঘুম ভাংগে। বিশেষ করে চড়ুইগুলোর ডাকে। তবে অদের যখন খেতে দেই তখন ডাকুবুকো শালিকগুলো এসে ওদের ভাগিয়ে দিয়ে বাটি খালি করে রেখে যায়। তবে শালিক দেখেছি বেশিরভাগ সময় রূটি খেতে পছন্দ করে।
চা ভালোলাগায় অনেক অনেক খুশি হয়েছি তবে আমার সারপ্রাইজের কি হলো!!

সারপ্রাইজ মোটামুটি রেডি। কিন্তু প্রশ্নের কৌতুহলের কি হলো?? B-))

২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

জুন বলেছেন: সারপ্রাইজ মোটামুটি রেডি। কিন্তু প্রশ্নের কৌতুহলের কি হলো??
গেম চেঞ্জার সত্যি কথা বলতে কি আমি বর্তমানে সারপ্রাইজ অনেক ভয় পাই :)
তাই একটু ভেবে চিনতে দেখি কি করা যায় ;)

৩২| ১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমার মনটাই জুড়িয়ে গেল --- ভাগ্যিস ব্লগে ঢু মেরেছিলাম, তা না হলে বড় একটা বিষয় মিস হয়ে যেত ------- প্রতিটি ছবি নতুন করে ভাবতে শেখায়, বাঁচার প্রেরণা জোগায় ----- পাখিদের নিয়ে খুব কমই ভাবে সবাই ----- আপনার কালেকশন অনেক --- পাখিদের সাথে সবুজের মিতালী -- ভাললাগা টুকু নিয়ে গেলাম আর ভালবাসাটুকু দিয়ে গেলাম

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৬

জুন বলেছেন: আপনাকে অনেক দিন পর দেখে অনেক ভালোলাগলো।
হ্যা আমাদের জন্য হলেও মাঝে মাঝে ব্লগে ঢু মারবেন লাইলী আরজুমান খানম লায়লা।
ভালোলাগার জন্য অশেষ ভালোলাগা :)

৩৩| ১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

প্রামানিক বলেছেন: যে ট্যাবেই ছবি তোলেন না কেন ছবি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ জুন আপা।

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৭

জুন বলেছেন: বেশ অনেকদিন আগের তোলা প্রামানিক ভাই। হঠাত মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি আমার প্রিয়জনদের। আপনাকেও অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।

৩৪| ১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

কামরুন নাহার বীথি বলেছেন:

আমার বারান্দার পাখিটার " বড় একা একা লাগে, তুমি পাশে নাই বলে! "
আপু,পাঠিয়ে দেব আপনার বারান্দায়? :) :)

অনেক অনেক ভাল লাগল আপনার ছবিগুলো!!!!

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৯

জুন বলেছেন: তাড়াতাড়ি পাঠিয়ে দিন বিথি আপা। আমার এখানে শুধু এই দুটোই না, আরো অনেকগুলো আছে। আপনার ছবিটাও অপুর্ব হয়েছে :)

৩৫| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১০

দর্পণ বলেছেন: গাছ, পাতা, ফুল ও পাখিদের অভয়ারন্যের পোস্টটি দারুন লাগলো জুন আপু।

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১০

জুন বলেছেন: আপনার ভালোলেগেছে জেনে আমারও অনেক অনেক ভালোলাগলো দর্পণ :)

৩৬| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২০

প্রামানিক বলেছেন: জুন আপার ফুল গাছে নাহার আপা পাখি পাঠিয়ে দেয়, কেমন বন্ধুত্ব এখন বোঝেন- - - -

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১১

জুন বলেছেন: আপনি ঠিকই বলেছেন প্রামানিক ভা।। নাহার আপা অনেক অনেক ভালোমনের এক জন মানুষ :)

৩৭| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জুনাপু , আমি নিজেও পাখির সিরিয়াস ফ্যান তয় কাউয়ার না , ব্যাটায় আমার গিন্নীর কবুতরের ডিম খেয়ে ফেলে ।
মডেল হিসেবে চড়ুই গুলি দারুণ দারুণ পোজ দিয়েছে :D

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৪

জুন বলেছেন: না না এমন কান্ড করলে আর কাকের ফ্যান হবেন কি করে! সত্যি অনেক পাজী কাক।
গিয়াসলিটন মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ

৩৮| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৬

সুমন কর বলেছেন: চমৎকার ছবি ব্লগ !!! গাছ আর পাখি দেখে খুব ভালো লাগল। !:#P

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৫

জুন বলেছেন: পাখি আমারও অনেক ভালোলাগে সুমন কর। অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য :)

৩৯| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৩

সচেতনহ্যাপী বলেছেন: বারান্দাটিতো সুন্দর সবুজে সাজিয়েছেন।। এমনই হওয়া উচিৎ,যেখানে একটু বসলে পাওয়া যাবে প্রকৃতির ছোয়া।। মনটা ভরে যাবে কানায় কানায়।। চড়ুইগুলির সাথে পুরো বন্ধুত্ব হয়ে গেলে দেখবেন সময় কিভাবে কেটে যাচ্ছে।।

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৭

জুন বলেছেন: শুধু কি বারান্দা সচেতনহ্যাপী,! সেই সাথে পলাশ আর মেহগনী গাছের বাগান রয়েছে। দেখেছেন তাতে আমার ভাড়াটে শালিক বসে আছে।
মন্তব্য আর উতসাহ যুগিয়ে যাবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৪০| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১:০৭

কামরুন নাহার বীথি বলেছেন: জুন আপার ফুল গাছে নাহার আপা পাখি পাঠিয়ে দেয়, কেমন বন্ধুত্ব এখন বোঝেন- - - -

প্রামানিক ভাই, এই বন্ধুত্বের কি নাম দেবেন ভাই!!!!!??? :) :)

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৯

জুন বলেছেন: প্রামানিক ভাই নাহার আপার প্রশ্নের উত্তর দিয়ে যাবেন আশাকরি :)

৪১| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:৪৮

রঙ তুলি ক্যানভাস বলেছেন: বাহ! সুন্দর পোস্ট।আমাদের বারান্দায়ও পাখি আসে, সকালবেলা চড়ুইয়ের কিচির মিচির ভালই লাগে মাঝে মাঝে,কিন্তু চড়ুই গুলো পাজি, বারান্দা নোংরা করে রাখে প্রায়ই :(

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫১

জুন বলেছেন: পাখিতো সবার বাসায়ই আসে রং তুলি ক্যানভাস কিন্ত আদর পেলে আর যেতে চায় না। ঠাই গেড়ে বসে আর কিচি মিচি শব্দে জানিয়ে দেয় তাদের উপস্থিতি। আমার বারান্দাও নোংরা করে কিন্ত তারপর ও মায়া লাগে। বার বার পরিস্কার করি।
উপস্থিতিতে অনেক ভালোলাগা।

৪২| ২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪২

ভিটামিন সি বলেছেন: শালিক পাখি বাসা বানাইছে সেই জন্যে যদি ভাড়া নেন তাহলে আমি আপনার উপর ভ্যাট বসামু কইলাম।

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৪

জুন বলেছেন: ভ্যাট :-* বলেন কি! আপনি কি আমাদের মামু হলেন নাকি ভিটামিন! না না কোন ভাড়া টারা নেই না :(
অসংখ্য ধন্যবাদ আবার এসেছেন বলে :)

৪৩| ২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৩

ঢাকাবাসী বলেছেন: পশু পাখি আর ফুল আর গাছ। আপনি ভাল ছবি তোলেন জানি, আজ আবার দেখলুম। অপুর্ব লাগল। কিছু গাছের নামই জানলুম এখন, বিশ্বাস করুন। বাসাটা মনে হচ্ছে উপরের দিকের মানে আকাশের কাছাকাছি, আরো সুন্দর। মনটা ফুরফুরে হয়ে গেল্, ধন্যবাদ।

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৭

জুন বলেছেন: সুন্দর একটি মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঢাকাবাসী। মাটির কাছাকাছি আর থাকা হয়না আজকাল, বলতে পারেন অনেক উপরেই থাকা হয়।

৪৪| ২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৪

রিকি বলেছেন: :-B বিথি আপুর ফুলের বাগানের ফুলচোর আপির বাসার কৃষ্ণচূড়ার গাছে চলে গেছে মনে হচ্ছে !

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৯

জুন বলেছেন: রিকি বিথি আপার ফুলচোর হয়তো হবে, কারন ওদেরতো অবারিত আকাশ। মাইলের পর মাইল উড়ে যায় মুহুর্তে। কিন্ত গাছটা পলাশ, কৃষ্ণচুড়া নয় এব্যাপারে আমি শিওর :)

৪৫| ২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৩

প্রামানিক বলেছেন: আমার বারান্দায় দাঁড়িয়ে রেখে জুন আপা কোথায় গেল?

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০১

জুন বলেছেন: অতিথি সেবায় ব্যাস্ত ছিলাম প্রামানিক ভাই। সেই সন্ধ্যা বেলায় ছুটি পেয়েছি। আপনাদের এতক্ষন অপেক্ষা করিয়ে রাখার জন্য আন্তরিক দু:খিত।

৪৬| ২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৪

প্রামানিক বলেছেন: থুক্কু-- আমাদেরকে বারান্দায় দাঁড়িয়ে রেখে জুন আপা কোথায় হাওয়া হয়ে গেল?

২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৭

জুন বলেছেন: প্রামানিক ভাই সবার মন্তব্য স্কিপ করে আপনার মন্তব্যের উত্তর দিচ্ছি এই কারনে যে এতে সবাই বুঝতে পারবে আমার দশা।
তা হলো রান্নাঘর টু পিসি, পিসি টু রান্নাঘর এই দৌড়ের উপর থেকেই আপনাদের সবাইকে উত্তর দিচ্ছি। দায়সারা গোছের উত্তর দিতে আমার ইচ্ছে করে না যে :)

৪৭| ২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫০

রমিত বলেছেন: জুন আপা,
কষ্ট করে আমার কবিতা পড়ার ও মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনার প্রশংসা আমার অনুপ্রেরণা।

২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৪

জুন বলেছেন: রমিত সহজবোধ্য এবং পরিচিত পরিবেশ এবং কাহিনীর উপর ভিত্তি করে লেখা আপনার কবিতাগুলো অত্যন্ত সুখপাঠ্য । তার জন্যই আমি নিয়মিত আপনার কবিতার পাঠক । আপনার লেখার মান প্রশংসনীয়ই বটে ।
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ।

৪৮| ২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৪

গুলশান কিবরীয়া বলেছেন: সুন্দর ছবি গুলো , অনেক ভালো লেগেছে ।

২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৮

জুন বলেছেন: ভালোলাগার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে গুলশান কিবরিয়া ।

৪৯| ২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২১

Md. Zafor Sadaque বলেছেন: ranna ghor to PC, PC to ranna ghor. er majhei gach r pakhi. r kichui dorker hoi na jibone. somoi kete jai. tai apni sundor kore sob kichu uposthapona korte paren. sobai ta pare na.

২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৩

জুন বলেছেন: আমাদের মত বেশিরভাগের নারী ব্লগারদের জীবনটাই এমন । ঘর সংসারের কাজ সামলে একটু খানি আনন্দের জন্য লেখালেখির উপর অত্যাচারই বলতে পারেন একে । তারপর ও কত রকম প্রতিকূলতার মুখোমুখি হতে হয় । পৃথিবী এগিয়ে গেলেও আমাদের এই পদচারণা এদেশের সমাজ উদার ভাবে মেনে নিতে পারে না এখনো Md. Zafor Sadaque ।
তারপর ও আপনারা গুটিকতক মানুষ পড়েন , মন্তব্য করেন , উৎসাহ দেন তাই এখনো যুদ্ধ করে টিকে আছি ।
অনেক অনেক শুভকামনা আপনার জন্য ।

৫০| ২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: গাছপালা / ফুল আর পাখিদের সমারোহ দেখে মুগ্ধ হলাম আপু!

২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৪

জুন বলেছেন: আমিও মুগ্ধ হই ঈপ্সিতা চৌধুরী তাই আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারি নি ।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

৫১| ২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৯

আমিনুর রহমান বলেছেন:


জুন আপু আপনার বারান্দাখানা চমৎকার। আমি অবশ্য এইমাত্র লাইভ দেখে আসলাম মানে আপনার ছবি দেখে আর আশেপাশের বিল্ডিং দেখে আপনার বাসাটা চিনতে অসুবিধা হইলো না। শেষ পর্যন্ত আনলাকি নাম্বারের বাসায় থাকেন :P

সময় আছে এখন ৮০ টাকার নাস্তা খাওয়াইয়া দেন নাইলে কইলাম সবাইরে নিয়ে হাজির হয়ে যাবো তখন ৮০০ টাকার নাস্তাও হবে না :P

২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৬

জুন বলেছেন: পোষ্টটি পড়া আর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আমিনুর ।

৫২| ২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

অপ্রকাশিত কাব্য বলেছেন: পাখি এবং সবুজের প্রতি আপনার ভালোবাসা মুগ্ধ করেছে আমায়। অনেক ভালো একটি পোস্ট

২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৭

জুন বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ অপ্রকাশিত কাব্য ।

৫৩| ২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

কথাকথিকেথিকথন বলেছেন: বাহ আপনি তো বেশ সৌখিন । খুব ভাল লেগেছে প্রকৃতি সাজানোর আয়োজন ।

২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৮

জুন বলেছেন: সাজাতে চেষ্টা করি কথাকথিকেথিকথন । কিন্ত কতটুকু হয় কে জানে ?
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৫৪| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৩

মুরশীদ বলেছেন: ++++

২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৯

জুন বলেছেন: :) :)

৫৫| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৬

কামরুন নাহার বীথি বলেছেন: রিকি বলেছেন: বিথি আপুর ফুলের বাগানের ফুলচোর আপির বাসার কৃষ্ণচূড়ার গাছে চলে গেছে মনে হচ্ছে !

হুম্ম, এটাইতো প্রামানিক ভাই কতভাবে বোঝাতে চাইছেন ------ :) :) @ রিকি আপু!

২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৯

জুন বলেছেন: @ রিকি আপু :)

৫৬| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩০

কলমের কালি শেষ বলেছেন: ইসস এমন অপরূপ সৌন্দর্যের মাঝে যদি থাকতে পেতাম । কেউ একজন যদি এভাবে সাজিয়ে দিত!!

অসাধারণ লেগেছে প্রকৃতি-পক্ষি-ফুলে প্রেম জুন আপু ।

২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৪

জুন বলেছেন: একটু চেষ্টা করলে কলমের কালি শেষও এমন গরিব বাগানের মালিক হতে পারবেন :)
মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা সকালের ।

৫৭| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৭

জসিম বলেছেন:
সবকিছু প্রকৃতি ঘেরা. অনেক সুন্দর.
+

২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৫

জুন বলেছেন: ফিনল্যান্ডের মত নির্মল কোমল শান্ত সুন্দর হলে আরো ভালো হতো জসিম ।
মন্তব্যে অনেক ভালোলাগা ।

৫৮| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৬

ভ্রমরের ডানা বলেছেন: প্রানী ও উদ্ভিদের প্রতি অসাধারন আসত্তি দেখে শ্রদ্ধা দ্বিগুণ হয়ে গেল।
একজন প্রানীপ্রেমী ব্লগার এই অধমের চোখে সবসময় অনেক উচু তলায় বাস করে। Afterall, I am a vet apu so if you face any problem with thats birds let me know if you wish

২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৯

জুন বলেছেন: পশু পাখি গাছপালার প্রতি আমার আজন্ম প্রেম ভ্রমরের ডানা । বলতে পারেন সেই ছোট বয়স থেকে। আর এখন তো বুড়ো হয়ে মরার পথে । তারপরো প্রেম যায় নি ।
আপনি ভেট অর্থাৎ অসহায় পশুদের ডাক্তার শুনে খুব ভালোলাগলো । অবশ্যই বলতাম যদি ওরা আমার খাচা বন্দী পাখি হতো । ওরাতো বুনো পাখির দল :)
মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ।

৫৯| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১:০৯

রুদ্র জাহেদ বলেছেন: অসাধারন আপুনি!মন-প্রাণ প্রফুল্ল হয়ে গেলো...

২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০০

জুন বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ পোষ্টটি পড়ার জন্য রুদ্র জাহেদ ।

৬০| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:০৪

লালপরী বলেছেন: বতুতা আপু প্রকৃতি প্রেমীও বটে :)

২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০০

জুন বলেছেন: লালপরীকে এক গুচ্ছ ফার্নের শুভেচ্ছা :)

৬১| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৪

নেক্সাস বলেছেন: জুনাপু আপনারে নিষেদ করছি এমন পোষ্ট না দিতে। তারপরেও দেন। ডিএসএলআর কিন্তু চুরি কইরা হালামু।

২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৩

জুন বলেছেন: আপনার মন্তব্যের দ্বারা প্রমানিত যে আপনি না পড়েই আমার পোষ্টে কমেন্ট করেছেন নেক্সাস :(
ছবির নীচে পরিস্কার লেখা আছে ক্যামেরার ঠিকুজি কোষ্ঠি তারপর ও ডিএস এল আর B-)
আন্তরিক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ নেক্সাস ।

৬২| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৮

নেক্সাস বলেছেন: ছবি ওয়ালা পোষ্ত দেখলে মেজাজ থিক থাকেনা আপু। দুনিয়ার ডিএসএল ও্য়লাদের হিংসা হয় :) :) :) ওমা ক্যামেরার দেখি আমার নাম? :) :)

ছবি ভাল হইছে। ছবি তুলতে পছন্দ করি। বাট ভাল ক্যামেরা নাই। তাই মজা করলাম

২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৭

জুন বলেছেন: আর সেজন্যইতো ক্যামেরার নামটা লিখেছি নেক্সাস ,
নয়তো শুধু ট্যাবই বলতাম B-)

মেজাজ গরম করা ভালুনা /:)
অনেক ধন্যবাদ ফিরতি মন্তব্যের জন্য :)

৬৩| ২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৪

মানবী বলেছেন: "টাইম ফ্লাওয়ার" বা "নাইন ও ক্লক" এর সাথে আমাদের সকলের শৈশব মিশে আছে মনে হয়। প্রতিদিন ভোরে স্কুলে যাবার আগে এই ফুলের সাথে দেখা করার স্মৃতি এখনও স্পষ্ট!
ছোটবেলায় আমার একটা টিয়া ছিলো। পোষা পশুপাখির ব্যপারটা আমার পছন্দের ছিলোনা, তারপরও একজ গিফ্ট করেছিলেন! বেশ অনেক দিন পর সে খুব অস্থির হয়ে উঠেছিলো, আমার মা বলেছিলেন ওর এখন সঙ্গী সাথীদের সাথে বসবাসের সময়, সেই শুনে আমি মহা আনন্দে খাঁচা খুলে দিয়েছিলাম :-)

সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ জুন। ভালো থাকুন।

২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৫

জুন বলেছেন: মানবী অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
খাচায় পাখি পোষা আমার ও পছন্দ নয়। তবে আমি যখন ছোট ছিলাম তখন আমার মা এর ছোট চাচা দুটো বিশাল পিতলের খাচায় এক জোড়া ময়না আর এক জোড়া টিয়া উপহার দিয়েছিল। তখন অনেক জায়গা জুড়ে থাকা বাড়ীতে ছিলাম। ওরা গাছপালার ছায় ছায়াই থাকতো। আর কুকুর বিড়াল তো অনেক প্রিয় ছিল। আমাদের দু বোনের দূটো বিড়াল। আমাদের সাথে সাথেই থাকতো ঘুমাতো। এখন এই টং এর উপর এপার্টমেন্ট নিজেদেরই দম বন্ধ হয়ে আসে তো ওদের কথাতো ভাবনায়ই আনি না।
শুভেচ্ছা রইলো সকালের :)

৬৪| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০০

বনমহুয়া বলেছেন: ফুল আর পাখির ছবিগুলি ভালো লাগলো

২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০২

জুন বলেছেন: ভালোলাগলো জেনে অনেক ভাললাগলো বন মহুয়া।
স্বাগতম আমার ব্লগে।

৬৫| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৯

নীল ভোমরা বলেছেন: টোনা-টুনি নিয়ে ভালই সংসার পেতেছেন!........ আপনার ব্যালকনি বাগানটা খুব সুন্দর লাগলো!...ভাল থাকতেন নিরন্তর! শুভকামনা!

২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৫

জুন বলেছেন: টোনা-টুনি থাকলেতো ভালোই হতো । বাগান ভালো লেগেছে শুনে ভালোলাগলো ।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ শুভকামনা ভাই আপনাকেও ।

৬৬| ২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৪

আবু শাকিল বলেছেন: আপনার বাসা প্রকৃতির সাঁজে উপরূপ সাজিয়েছেন ।ছবিতে দেখে খুব ভাল্লাগছে ।
আমারও খুব ইচ্ছা -আমার শোবার ঘরের জানালা,দেয়াল এর সাইড গুলো লতা পাতা,গাছ গাছালী দিয়ে সাজাবো ।
কিন্তু -বাড়িতেই থাকা হয় না। =p~
কেমন আছেণ আপু ?

২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৬

জুন বলেছেন: আমি আছি চলে যাচ্ছে কোনরকম। আপনি ভালোতো আবু শাকিল?
পোষ্ট ভালোলাগার জন্য অনেক অনেক ধন্যবাদ :)

৬৭| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৬

কিরমানী লিটন বলেছেন: সুন্দরের ছোঁয়ায়- সব কিছুই অপূর্ব হয়ে উঠে
অসাধারণ!!!

শুভকামনা সতত ...

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫০

জুন বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমার বুনো পাখি আর বাগান বিলাস দেখে যাবার জন্য কিরমানী লিটন।

৬৮| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৮

রোদেলা বলেছেন: শ্রীমঙ্গলে তোলা আমার ছবিগুলো ট্যাবে।আপনার মনের অবস্থা বুঝতে পারছি।
আমার পোস্টে আবার মন্তব্য করেন,খুঁজে পাচ্ছি না।

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২২

জুন বলেছেন: ওহ ট্যাবে হলেও অনেক সুন্দর রোদেলা।। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে :)

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪০

জুন বলেছেন: রোদেলা আপনার পোষ্টেতো আমি কালই মন্তব্য করে এসেছি। খুজে পাচ্ছেন না! আমি তো কাল রাতেও দেখেছি আমার পচা মন্তব্যটি আপনার পোষ্টে টিম টিম করে জ্বলছে :)

৬৯| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ২:২৮

অন্ধবিন্দু বলেছেন:
ঘর-বাড়ি-গাছ-পাখি-নেক্সাস সবই আছে দেখছি ! হাহ হা। একদিন পাখি হয়ে উড়ে এসে মধ্যাহ্ন ভোজনে হাজির হবো। সেবার আমাকে আপনি দেখতে পাবেন না কিন্তু !

সবুজের কাছাকাছি থাকতে পারাটা সৌভাগ্যের। আপনার চেষ্টায় মুগ্ধ হলেম। আমাদের সবার মধ্যেই কিন্তু ন্যাচারালেস্টিক এসথেটিক অবচেতনে হলেও প্রভাব বিস্তার করে আছে। এটাকে সামনে আনতে পারলে বেঁচে থাকাটা চমৎকার...

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৮

জুন বলেছেন: অবশ্যই আসবেন অন্ধবিন্দু তবে হয়তোবা শংখচিল শালিকের বেশে :)
চেষ্টা করি এই প্রানহীন কংক্রীটের পাষানপুরীতে সামান্য সবুজের ছোয়ায় মুগ্ধ হতে।
ভারী সুন্দর একটি মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ প্রিয় ব্লগার।

৭০| ২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩০

রাতুল_শাহ বলেছেন: চাঁদপুর গিয়েছিলাম। অনেক অনেক মাছ ভাজা খেয়ে আসলাম, অনেক মজা। আমার কাছে ডিএসএলআর ছিলো না, থাকলে ছবি তুলে পোষ্ট করতাম।

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৪

জুন বলেছেন: আমিও অনেক অনেক বছর আগে একবার চাদপুর গিয়েছিলাম রাতুল। তবে দক্ষিনের দিকে যাতায়তের সময় দূর থেকে চাদপুর দেখে যাই যা আমার শশুড়ের ভিটে বাড়ী ছিল। বহু বহু বছর আগেই যা মেঘনার করাল গ্রাসে হারিয়ে গিয়েছে।
ডিএসেলার দরকার কি! আমিতো কত ছবি মোবাইল, ট্যাব, ক্যানন ক্যামেরা থেকে পোষ্ট করি।

৭১| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৩

রাতুল_শাহ বলেছেন: কচুয়ার রাস্তা জঘন্য রকমের খারাপ। তাই ফেরার সময় আমরা লঞ্চে ফিরলাম। প্রথম লঞ্চে উঠলাম। ভয় লাগছিলো। লঞ্চ যদি ডুবে যায়। সাঁতার না জানা বন্ধুৃর সংখ্যা বেশি ছিলো। ভয় লাগছিলো তাদের জন্য। ওরা তো ডুববে, সাথে আমাকেও নিয়েও ডুববে।
আমার নোকিয়া ২৭০০ মডেলের ক্যামেরাটিও নষ্ট হয়ে গেছে। যে কোন একটা ক্যামেরা কেনার টাকা জমাইতে পারছি না। জমলেও খরচ করতে ইচ্ছা করে না। এত কষ্ট জমানো টাকা খরচ করতে ইচ্ছা করে না। কোনদিন যদি লটারিতে পাই, সে আশায় পথ চেয়ে আছি।

৭২| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৪

রাতুল_শাহ বলেছেন: আচ্ছা কোনটা বেশি ভয়ংকর- পদ্মা না মেঘনা।

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৮

জুন বলেছেন: দুটোই রাতুল। তবে মেঘনার মোহনায় তিনটি নদী এসে মিশেছে চাদপুরে। তাই ওটা খুব ভয়ংকর বিশেষ করে ভরা বর্ষায়।
আচ্ছা লটারী যেন শিঘ্রীই ভাগ্যে লেগে যায় সেই দোয়া থাকলো ছোট ভাইয়ের জন্য।

৭৩| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০১

কিরমানী লিটন বলেছেন: অন্ধবিন্দু বলেছেন:
ঘর-বাড়ি-গাছ-পাখি-নেক্সাস সবই আছে দেখছি ! হাহ হা। একদিন পাখি হয়ে উড়ে এসে মধ্যাহ্ন ভোজনে হাজির হবো। সেবার আমাকে আপনি দেখতে পাবেন না কিন্তু !

সবুজের কাছাকাছি থাকতে পারাটা সৌভাগ্যের। আপনার চেষ্টায় মুগ্ধ হলেম। আমাদের সবার মধ্যেই কিন্তু ন্যাচারালেস্টিক এসথেটিক অবচেতনে হলেও প্রভাব বিস্তার করে আছে। এটাকে সামনে আনতে পারলে বেঁচে থাকাটা চমৎকার...

আবারো মুগ্ধতা রেখে গেলাম,অনেক শুভকামনায় ... .. .

২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৪

জুন বলেছেন: আবারো মন্তব্যের জন্য আপনাকে অজস্র ধন্যবাদ কিরমানী লিটন :)

৭৪| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৭

মোঃমোজাম হক বলেছেন: অস্থির এই পৃথিবীতে কি সুন্দর পাখি প্রেম :)
আমাদের নেত্রীদের মাঝে যদি এর ছিটে ফোটাও থাকতো :(

২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৬

জুন বলেছেন: জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ইশ্বর মোজাম ভাই। অনেকদিন পর আপনাকে দেখলাম মনে হলো। আশাকরি সপরিবারে অনেক ভালো আছে।।

৭৫| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৪

প্রামানিক বলেছেন: জুন আপা নতুন পোষ্ট কই?

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৯

জুন বলেছেন: সিলেটের উপর একটা পোষ্ট রেডি করেছিলাম , কিন্ত এ ব্যাপারে অনেক পোষ্ট আসায় আর পাবলিশ করলাম না এখন । আমি আগামী সপ্তাহে এক মাসের জন্য দেশের বাইরে যাচ্ছি প্রামানিক ভাই, ফিরে এসে হয়তো কিছু লিখবো । আর ঐখান থেকে সুযোগ পেলে হয়তো দিতেও পারি :)

৭৬| ০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৩

আলোরিকা বলেছেন: সব মিলিয়েই তো বারান্দাটা আপু ! :)

০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:০৭

জুন বলেছেন: তা ঠিক আলোরিকা :)

৭৭| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুন্দর ছবিব্লগ। +++

৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:২৭

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বোকামানুষ :)

৭৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৬

আমি মাধবীলতা বলেছেন: চড়ুই-শালিক-টিয়ে-ফার্ন-নাইন ও ক্লক-বারান্দা---দারুণ লাগলো আপু !!! একদিন বুলবুলি হয়ে চলে আসতে ইচ্ছে করছে !!!

০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩

জুন বলেছেন: হ্য বুলবুলিটা কাল দুপুরে এসেছিল অনেক দিন পর মনে হয় । আমরা ছিলাম না তাই সঠিক জানি না । ওর প্রিয় খাবার ফল কিনে এনেছি কাল রাতে । দেখা যাক আজ আসে কি না ? আমার পাখিরা হলো মুক্ত বলাকার মত আমি মাধবী লতা ।
স্বাগতম আমার ব্লগে আর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

৭৯| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:২০

সাদা মনের মানুষ বলেছেন: খুবই সাধারণ, অথচ কতো অসাধারণ............এমন দেখলে ইচ্ছে করে হারিয়ে যাই প্রকৃতি আর ফুল পাখিদের সনে।

১৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৩

জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ সাদা মনের মানুষ এমন আন্তরিক মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.