নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

সামু বড় আদরের জায়গা আমার/ আমাদের

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১২

প্রথম আলো ছাড়াও এইমাত্র বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতেও দেখলাম আমাদের প্রিয় ব্লগ সামু বন্ধ করে দিচ্ছে। চারিদিকে কেমন যেন অন্ধকার ঘনিয়ে আসছে। মনে হচ্ছে সব দরজা জানালা বন্ধ হয়ে গেল। নয় বছরের মায়া কাটানো বড় কঠিন।
কতৃপক্ষের কাছে আবেদন আমাদের লেখালেখির জায়গাটি বন্ধ করে দেবেন না। এ জায়গাটি গুটিকয়েক মানুষের পরম আদরের। ৪০ উর্ধ্বে ৮০ জন মানুষ দেশের কি স্বার্থ পরিপন্থী কাজ করবে তা আমার মাথায় আসছে না।

নয় বছর পুর্তি উপলক্ষে।

মন্তব্য ৯৪ টি রেটিং +২১/-০

মন্তব্য (৯৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সামু একটা সম্প্রীতির যায়গা। অসুস্ত চিন্তার কাছে এ এক বিষ্ফুরকের নাম। আমাদের কাকুতি ওরা শুনবে না। তবে সামুকেও আটকে রাখতে পারবে না।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৯

জুন বলেছেন: তবে সামুকেও আটকে রাখতে পারবে না।
আপনার কথাটি যেন সত্য হয় সুজন। মনটা ভীষণ ভারাক্রান্ত আজ।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৬

অন্তরন্তর বলেছেন: জুন আপু সামু আশা করি বন্ধ হবে না। সরকারের শুভবুদ্ধির উদয় হউক। কোথাও আসলে ভুল হচ্ছে। সামু তার স্বকীয়তায় উজ্জ্বল থাকুক সবসময় এই প্রত্যাশা করি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৩

জুন বলেছেন: আপনার কথাটি ফলুক এই প্রত্যাশা আমার। কত একাকী সময়, মন ভালো না থাকার সময় সামুতে এসে আবোল তাবোল লিখে, সহ ব্লগারদের নানা রকম মজার লেখায় মন ভালো করেছি। আজ এই দজরনের খবর শুনেও কষ্ট হয় অন্তরতর।
ভালো থাকুন সবসময় একথাটা আআরেকদিন আপনাকে লিখতে পারবো কি!!!

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমার মনে হয় বন্ধ হবে না। হলে আর কি করা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৫

জুন বলেছেন: বন্ধ না হলে কত খুশি যে হবো তা ভাষায় প্রকাশ করতে পারছি না মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তবে হাল আমলে মডারেশন খুব বেশী একটা পজিটিভ ছিল তাও বলা যাবে না। ভালো মডারেশন দরকার্ যার যা খুশী বলা মনে গণতন্ত্র নয়। সবাইকে নিয়মনীতি মেনে চলা দরকার।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৮

জুন বলেছেন: আপনার কথার সাথে একমত।

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩১

রাজীব নুর বলেছেন: আমরা ব্লগাররা দেশকে ভালোবাসি। দেশের কথা লিখি। স্বপ্নের কথা লিখি।
আমরা সব সময় নিজ দেশের স্বার্থে আছি। থাকবো। সামু বন্ধ করার প্রশ্নই আসে না। যারা এই সিদ্ধান্ত নিয়েছে তাদের বুঝা উচিত সামু কি? সামু কারো ক্ষতি করে না।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৩

জুন বলেছেন: আপনার প্রতিটি লাইনের সাথে একমত রাজীব নুর। আমরা দেশের স্বার্থ বিরোধী কোন লেখাই এখানে লিখিনা কখনো।
মন্তব্যের জন্য ধন্যবাদ

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৫

মনিরা সুলতানা বলেছেন: আমার ও অস্থির লাগছে :(
কত কত গল্প কথা , কত প্রিয় মুখ !

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৫

জুন বলেছেন: মনিরা তোমাকে স্বচক্ষে দেখি নি কখনো তারপর ও মনে হয় কত আপন কতদিনের চেনা বোন আমার। খুব খুব খারাপ লাগছে ভাবতে।

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪২

অন্তরন্তর বলেছেন: আপু আবার আসলাম একথা বলতে যে আমি নেট এ আসি শুধু সামুর জন্য। আমার সবটুকু সময় কাটে সামুর লিখা পড়ে। আসলেই খুব খারাপ লাগছে সামু নিয়ে সকলের পোস্টগুলো দেখে। এত ভালবাসার যায়গা বন্ধ হয়ে যাবে তা কল্পনা করতে পারছি না।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৪

জুন বলেছেন: আমারো সেই একই অবস্থা অন্তরতর। যে কোন খবরের আপডেট দেখতে আমি সামুর পাতায় আসি। কিছু জানতে হলেও ব্লগে আসি। এ যেন আমার প্রাত্যহিক জীবনের এক সংগী। আরেকবার আসার জন্য অশেষ ধন্যবাদ ভাই।

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৩

বিলিয়ার রহমান বলেছেন: সামুকে নিয়ে চক্রান্ত করা হয়েছে।

ওরা নির্লজ্জ মিথ্যাচার করছে।

সেইম!! ছিঃ!!

#সামুপর্ণসাইটনয়

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৩

জুন বলেছেন: যাইহোক বিলিয়ার শেষ পর্যন্ত ব্লগটি বন্ধ হয়ে গেলে আমাদের জন্য ভীষণ মর্মান্তিক একটি ঘটনাই হবে। সারাদিন কাজে কর্মে যতই ব্যস্ত থাকি ফাক পেলেই ঝট করে সামুতে চোখ না বুলিয়ে পারিই না। খুব খারাপ লাগছে আজ।

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপুরে! কি আর বলবো। মনটা বড়ই খ্রাপ:(:( :(

বর্ষপুর্তিতে যে একটু মজা মাস্তি করবো, সেই মুড নাই রে ভাই। জব্বার কাকুর মন্তব্যে/সামুর পরিনতির কথা ভেবে সব গুলিয়ে যাচ্ছে। :(

আমরা ‘জাতীয় স্বার্থের পরিপন্থী’ কাজ করি!!! OMG


পুনশ্চঃ "মুক্ত আমি রুদ্ধ দ্বারে বন্দি করে কে আমারে"X(
সামুকে বন্ধ করতে পারবে না। ২০১৬তেও ১২টি আইএসপি অফ করেছিল। কচু হয়েছেX(। আইপি কত বন্ধ করবে করুক। আমরা অন্য উপায় বের করবো :(

[ওমা! এ দেখি পোস্টের চেয়ে মন্তব্যই বড় হয়ে যাচ্ছে। বেঁচে থাকো বাছা। ...:P]

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৬

জুন বলেছেন: হেই পাঠক আমি এত টেকনিক্যাল বিষয় বুঝি না, আমি বুঝি আমি সামুতে প্রবেশ করতে অনেক ঝঞ্জাট পার হতে হচ্ছে। আশাকরি খুব দ্রুতই আমাদের লেখালেখির জায়গাটি নিরাপদ বলে ঘোষিত হবে। আর জন্মদিন :(

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৮

বিলিয়ার রহমান বলেছেন: নয়বছর পূর্তির শুভেচ্ছা আপি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

জুন বলেছেন: ধন্যবাদ বিলিয়ার, আপনার জন্যও অশেষ শুভকামনা।

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৩

মৃত্যু হবে একদিন বলেছেন: এটা মেনে নেওয়া কঠিন যদিও এই দেশে এর চেয়ে অনেক বড় বড় অন্যায় আমরা চখ মুখ বুজে মেনে নিয়েছি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৪

জুন বলেছেন: আর তা মেনে নেয়ার গ্লানি ভুলে যেতে এখানে খানিকটা ফোকর পেয়ে ঘাড় গুজে লিখে গেছি মনের আনন্দের জন্য কিছু কথা, কিছু কবিতা । দেশের স্বার্থ হানিকর কেউ কিছু লিখেছে বলে মনে করতে পারছি না মৃত্যু।
আমার ব্লগে স্বাগত।

১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৬

খায়রুল আহসান বলেছেন: এ ব্যাপারটি নিয়ে গত বেশ ক'দিন ধরে একটা অস্বস্তি, আস্থিরতায় ভুগছি। মত প্রকাশের স্বাধীনতার উপর অবাঞ্ছিত হস্তক্ষেপ কখনোই শুভ ফল বয়ে আনে না। আশাকরি, কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত (হয়ে থাকলে) পরিবর্তন করবেন, ব্লুগারদের সাথে গণতান্ত্রিক আচরণ করবেন। সরকারের এ নিয়ে কোন ইস্যু থেকে থাকলে ব্লগ কর্তৃপক্ষের সাথে আলচনায় বসা যেতে পারে।
আপনি ব্লগারদের মনের কথা বলেছেন, এজন্য ধন্যবাদ, এবং শুভেচ্ছা----

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭

জুন বলেছেন: আপনার মন্তব্যের প্রতিটি বাক্যের সাথে আমি একমত খায়রুল আহসান । আমার ভাবতেও কষ্ট হয় যে এত এত সহব্লগারদের সাথে কাটানো সময়গুলো হারিয়ে যাবে কালের গভীরে। কত রাগ অভিমান হাসি খুনসুটি সব স্বপ্নের মত মনে হবে। আমার নিজের এতগুলো লেখা আর দেখতে পাবো না কখনো। কিছু ভালোলাগছেনা বা মনটা খুব খুশী ঠাস করে সামুর পাতাটা খুলে লিখতে বসলাম যা মনে চায়। কি হবে এখন? আর নতুন করে কোথাও লেখালেখির আগ্রহ খুজে পাই না। মেবি এটাই হয়তো হবে আমার শেষ পোষ্ট।
ভালো থাকবেন আপনিও। সন্ধ্যার শুভেচ্ছা

১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৩

আল ইফরান বলেছেন: সার্ভার ডাউন না করে দিলে, এই সরকারের কারো সাধ্য নাই আমাদের জন্য এই ব্লগের এক্সেস বন্ধ করতে পারবে।
তবে এই ধরনের অনাকাংখিত হস্তক্ষেপ বাকস্বাধীনতার চূড়ান্ত মাত্রার লংঘন ছাড়া আর কিছুই না।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭

জুন বলেছেন: আশাকরি আমাদের বাধ ভাংগার আওয়াজ সকল বাধ ভেংগে সকল প্রতিকূলতাকে ভাসিয়ে নিয়ে যাবে আল ইফরান। আপনার মন্তব্যে কিছুটা আশ্বাস পেলাম। ধন্যবাদ অনেক সাথে শুভকামনা।

১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২২

জাহিদ অনিক বলেছেন:


জানি না ব্লগ বন্ধ হয়ে যাওয়া বলতে কি বুঝি সেটাই বুঝতেছি না, সবার মত আমিও অস্থিরতায় আছি।
সরকার ঠিক কী ভেবে এই কাজটা কারছে জানি না। ব্লগ যদি ইচ্ছে করেই বন্ধ করে দেয় তাহলে তারও কয়েকটা ধাপ আছে। কিছু কিছু পদ্ধতি থাকে।

আর অনেকভাবে ব্লগ বন্ধ করা যায়।
যদি দেশের প্রোভাইডের থেকে আইপি বন্ধ করে দেয় তাহলে বিদেশ থেকে অথবা ভিপিএন ব্যবহার করে ব্লগে যাওয়া যাবে। মানে নিজের ঘরে সামনের দরজা দিয়ে না ঢুকে খিড়কি দিয়ে ঢোকা।
আর যদি সরকার চায় যে ব্লগের নাম চিহ্ন মুছে দেবে তাহলে ব্লগের ডোমেইন হোষ্টীং বন্ধ করে দেবে - যদিও সেই ক্ষমতা সরকারের হাতে আছে বলে মনে হয় না, ব্লগের হোশটিং মনে হয় এমাজন হোস্টের আওতায়। ক্লাউড হোস্টিং আছে কিনা জানি না
এসব কথা চিন্তা করি আর ভাবি, ধুর কিছুই হবে না ব্লগের।

তবুও কেমন যেন একটা মন খারাপ করা তো আছেই---

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৩

জুন বলেছেন: জাহিদ অনিক ,
মাঝে মাঝে টেকনিক্যাল ত্রুটি সারানোর জন্য অল্প সময় সামু তার গেট বন্ধ রাখতো তাই কি অস্থির হয়ে যেতাম । আর এখন যদি সত্যি কারো প্রতিহিংসার শিকার হয়ে আমাদের চলে যেতে হয় তা বড়ই পরিতাপের বিষয় হবে বলে আমি মনে করি ।

নিজের ঘরে সামনের দরজা দিয়ে না ঢুকে খিড়কি দিয়ে ঢোকা। এটাও তো আত্মসন্মানে লাগে জাহিদ । যাই হোক আমরা আশাবাদী ব্লগ কতৃপক্ষের সুচিন্তিত হস্তক্ষেপে এই সমস্যা দ্রুতই নিরসন হবে ।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

১৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৪

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা কি মোহাম্মদ আলী জিন্নাহ হতে যাচ্ছেন? আমরা ৫২ সালে ফিরে যাচ্ছি?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৬

জুন বলেছেন: B:-)

১৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৭

তারেক_মাহমুদ বলেছেন: আজ কয়েকদিন ধরেই স্বাভাবিকভাবে যখন সামুতে ঢুকতে পারছি না তখন মনটা খারাপ হয়ে যাচ্ছে, আসলে আমাদের সবার মন খারাপ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৭

জুন বলেছেন: আসলে আমাদের সবার মন খারাপ তারেক_মাহমুদ ।

১৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৭

করুণাধারা বলেছেন: আমারও মন ভারী হয়ে আছে জুন। আমরা নানা বয়সের, নানা অভিজ্ঞতার মানুষ এই সামুতে সুযোগ পেয়েছিলাম নিজেদের ভাবনা ও মুক্তচিন্তার প্রসার ঘটানোর, এখানে কত বিষয়ে কত চমৎকার পোস্ট পড়ি, কতটা ভালো লাগা মনকে ভরিয়ে তোলে........ আর কি এসব পাব না!!!!

আমার মনে হয়েছে সামু মানুষের মধ্যে শুভ বোধের উন্মেষ ঘটায়। আজ সামু সম্পর্কে যে অভিযোগ উঠল এটা ঠিক নয়, কিছুতেই ঠিক নয়। তবে এটা হতেই পারে, কেউ কেউ সামুকে বিপজ্জনক মনে করছেন, নানা অভিযোগ করে সামুকে বন্ধ করে দিতে চাইছেন। সে ক্ষেত্রে সামু কর্তৃপক্ষ যদি অভিযোগকারী কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নেন ঠিক কী ধরনের পোস্টে তাদের আপত্তি এবং সেই ধরনের পোস্ট দেওয়া বন্ধ করে দেন, তাহলে হয়তো সামু টিকে থাকবে........

সামু থাকুক.......না হয় শর্ত মেনেই থাকুক। সামু ছাড়া যে আমাদের খুব কষ্ট হবে......

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৩

জুন বলেছেন: করুনাধারা
আপনার প্রতিটি কথার সাথে একমত আমি। নানান দেশে বসত করা সব বয়সী বাংলা ভাষাভাষী দের বড় আনন্দের জায়গা এই সামু। আমি কত সময় ব্যস্ততার জন্য সামুতে আসতে পারি নি। কিন্ত মনে মনে জানতাম আমার সামু ঠিকঠাক মতই আছে, কোথাও সে আমাদের ফেলে চলে যাবে না।
এখন আমি আতংকিত মন নিয়ে একটু পর পর উকি দেই "সে আছে তো"!
সামু ছাড়া আমাদের বলা কথাগুলো কে শুনবে! সামু ছাড়া থাকতে সত্যিই আমাদের অনেক কষ্ট হবে।

১৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৩

সাহাদাত উদরাজী বলেছেন: খুবি দুঃখজনক ব্যাপার, বলার কিছু দেখি না!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৪

জুন বলেছেন: সত্যি দুঃখজনক উদার ভাই। খুব খারাপ লাগবে যারা সামুর মাঝে বেচে আছে অহর্নিশি।

১৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৪

ভুয়া মফিজ বলেছেন: মনের দুঃখে এরকমই কিছু একটা লিখবো ভাবছিলাম। আপনি লিখাতে আর প্রয়োজন মনে করছি না.....আপনার কথাই আমার কথা। তবে, ঘটনা হচ্ছে, ব্লগ একদম বন্ধ করার ক্ষমতা সরকারের নাই। তারা যেটা করতে পারে...তা হলো ব্লগারদের/সামুর জীবন দুর্বিসহ করে তোলা।

অনেকেই দেখলাম প্রধানমন্ত্রীকে দায়ী করছেন। আমার ধারনা, উনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানেন না। ভাসা ভাসা কিছুটা যদিওবা জানেন, গুরুত্ব দেন নাই। এটা সম্পূর্ণভাবে একটা প্রতিহিংসা চরিতার্থ করার জব্বারীয় সিদ্ধান্ত! X(

তবে, বেশী দুশ্চিন্তা করবেন না। সব ঠিক হয়ে যাবে ইন শা আল্লাহ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৫

জুন বলেছেন: আমিও আপনার বক্তব্যের সাথে একমত ভুয়া মফিজ। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অনেক অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। একটা ব্লগ বন্ধ বা খোলা এসব নিয়ে চিন্তা ভাবনা করার সময় আছে কি উনার? যদি না সেখানে ভয়ংকর রাস্ট্র বা জাতীয় বিরোধী কিছু কাজ কারবার না হয়। আর উনি নিজেও লেখালেখি করেন। এবার বইমেলাতেও ওনার বই প্রকাশ হয়েছে বলে শুনেছি।

যাই হোক আপনার কথাই সত্য হোক । সামুর জয় হবেই ইনশাআল্লাহ।

২০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৬

নীলপরি বলেছেন: আপনার মতো আমার মনেরও এক অবস্থা । গুছিয়ে কিছু বলতে পারছি না । কবি জাহিদের কথা শুনে কিছুটা আশা জাগছে । তবু খারাপ লাগা থেকেই যাচ্ছে ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৭

জুন বলেছেন: নীলপরি আমিও অনেকের কাছে শুনছি কিছু হবে না। আমাদের সবার প্রত্যাশা পুর্ন হোক।

২১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৯

আরোগ্য বলেছেন: আপু আপনাকে অভিনন্দন জানাবো নাকি সানুর জন্য দুঃখ প্রকাশ করবো বুঝতে পারছি না।

আমার তো এখনও নয় মাসই হয় নি। আর আপনি নয় বছর ধরে লিখছেন। আমারই এতো খারাপ লাগছে, না জানি আপনার কত খারাপ লাগছে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

জুন বলেছেন: ব্লগের মায়ায় যে একবার জড়িয়ে যা সেটা নয় মাসই হোক আর নয় বছরই হোক আরোগ্য, সেই মায়া কাটানো বড় কঠিন।

২২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাংলা ভাষায় মত প্রকাশের সব চেয়ে বড় প্লাটফর্ম ‘সামহোয়্যারইন ব্লগ’ বন্ধ করার সরকারী সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

জুন বলেছেন: তীব্র নিন্দা জানাই আমিও গিয়াস লিটন।

২৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সামু বন্ধ করার জন্য আমি কারোর প্রতিহিংসা চরিতার্থ করার কথাই ভাবছি। তারা সামু বন্ধ করার ক্ষমতা রাখেননা, তারা কেবল কিছু পাঠক কমাতে পারবে নির্দিষ্ট এরিয়ায়।

সামু আছে, সামু থাকবে

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

জুন বলেছেন: সামু আছে সামু থাকবে নাইম। আপনার সাথে আমাদেরও একই প্রত্যাশা।

২৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

নতুন নকিব বলেছেন:



আশা করছি সরকার বাংলা ভাষাভাষীদের অনলাইনে কথা বলার সর্ব বৃহত এই সুন্দর প্লাটফর্মটির পথচলাকে রুদ্ধ করে দিবেন না। প্রয়োজনে ব্লগ কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে এর পরিচালনায় নীতিগত কোনো পরিবর্তন কিংবা সংশোধনী দরকার হলে তারা সেটি করে এই আলোকিত প্রাঙ্গনকে সামনে এগিয়ে নিতে সহযোগিতা করবেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২২

জুন বলেছেন: আশা করছি সরকার বাংলা ভাষাভাষীদের অনলাইনে কথা বলার সর্ব বৃহত এই সুন্দর প্লাটফর্মটির পথচলাকে রুদ্ধ করে দিবেন না। প্রয়োজনে ব্লগ কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে এর পরিচালনায় নীতিগত কোনো পরিবর্তন কিংবা সংশোধনী দরকার হলে তারা সেটি করে এই আলোকিত প্রাঙ্গনকে সামনে এগিয়ে নিতে সহযোগিতা করবেন।
নতুন নকিব এরপর আর কিছু বলার নেই ।

২৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

মলাসইলমুইনা বলেছেন: প্রিয় ব্লগার জুন,
যত যাই হোক তবুও নয় বছর পূর্তির শুভেচ্ছা।
স্বাধীনতার প্রায় পঞ্চাশ বছর পরেও দেশের একটা প্রধান অনলাইন পোর্টাল সম্পর্কে সরকারের সিদ্ধান্ত নিয়ে খায়রুল ভাইয়ের এই মন্তব্য (এ ব্যাপারটি নিয়ে গত বেশ ক'দিন ধরে একটা অস্বস্তি, আস্থিরতায় ভুগছি। মত প্রকাশের স্বাধীনতার উপর অবাঞ্ছিত হস্তক্ষেপ কখনোই শুভ ফল বয়ে আনে না।আশাকরি, কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত (হয়ে থাকলে) পরিবর্তন করবেন, ব্লুগারদের সাথে গণতান্ত্রিক আচরণ করবেন। সরকারের এ নিয়ে কোন ইস্যু থেকে থাকলে ব্লগ কর্তৃপক্ষের সাথে আলচনায় বসা যেতে পারে। আপনি ব্লগারদের মনের কথা বলেছেন, এজন্য ধন্যবাদ, এবং শুভেচ্ছা----) দুঃখের সাথে একমত হলাম (এমন আক্ষেপ ভরা মন্তব্যও এখনো করতে হয় !)। চাঁদগাজী সাহেবের মন্তব্যে (শেখ হাসিনা কি মোহাম্মদ আলী জিন্নাহ হতে যাচ্ছেন? আমরা ৫২ সালে ফিরে যাচ্ছি?) কঠিন বাস্তবতা মেনে নিয়ে একমত হলাম । প্রিয় করুনাধারা, আর আপনার (মুনিরা সুলতানাকে করা ) মন্তব্যে একমত হলাম ভালোলাগার সাথে ।হ্যা কাউকেই ব্যক্তিগত ভাবে না চিনলেও ব্লগের লেখায় লেখায় অনেককে যেভাবে চেনা জানা,পরিচয় সেটা মিস করবো যদি .....

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪০

জুন বলেছেন: প্রিয় ব্লগার মলাসইলমুইনা ,
ধন্যবাদ আপনাকে শুভেচ্ছার জন্য ।
আপনি যাদের নাম উল্লেখ করেছেন তারা সবাই সামুর বিজ্ঞ ব্লগার । তাদের মতামতের সাথে আপনার চিন্তা ভাবনার মিল থাকাটাই স্বাভাবিক (আমি বাদে ) ।
এই যে বাতাসে বাতাসে আমাদের পরিচয় আলাপ সুখ দুখের সাথী হওয়া এটা এই ব্লগের জন্যই সম্ভব হয়েছে বলে মনে করি । আপনি নিয়মিত নন তবুও জানি আপনি আছেন । এই থাকাটাই হয়তো হারিয়ে যাবে । আপনি সহ সবাইকে মিস করবো অনেক অনেক ।

২৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৮

সুমন কর বলেছেন: আমাদের বিশ্বাস, সামু বন্ধ হবে না।। সামু ছাড়া একদিনও ভাবতে পারিনা, খুব অস্থিরতার মধ্যে আছি। আশা করি, সব ঠিক হয়ে
যাবে।

আপনার জন্য অস্থির সময়েও রইলো, "অভিনন্দন এবং শুভকামনা।"

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:১৯

জুন বলেছেন: আমাদের বিশ্বাস যেন সত্যে পরিনত হয় সুমন কর। শুভেচ্ছা জানানোর জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

২৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৮

দৃষ্টিসীমানা বলেছেন: সামু আমাদের অনেক প্রিয় স্থান যেখানে অনায়াসে আমরা আমাদের মনের কথা , গল্প , কবিতা , ছবি ভাল মন্দ লাগা ইত্যাদি প্রকাশ করতে পারি যা আমাদের ব্লগের বন্ধুদের সাথে শেয়ার করতে পারি , সামুকে আমরা সবাই অনেক পছন্দ করি এবং সামুর দীর্ঘায়ু কামনা করি । প্লিজ সামুর পিছনে যেন কেউ কোন ষড়যন্ত্র করতে না পারে প্লিজ । সামু আমাদেরকে অন্যরকম একটা আনন্দ দেয় যা আমাদেরকে ভাল লাগে ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৭

জুন বলেছেন: দৃষ্টিসীমানা বলেছেন: সামু আমাদের অনেক প্রিয় স্থান যেখানে অনায়াসে আমরা আমাদের মনের কথা , গল্প , কবিতা , ছবি ভাল মন্দ লাগা ইত্যাদি প্রকাশ করতে পারি যা আমাদের ব্লগের বন্ধুদের সাথে শেয়ার করতে পারি , সামুকে আমরা সবাই অনেক পছন্দ করি এবং সামুর দীর্ঘায়ু কামনা করি ।
এরপর আর বলার কিছু থাকে না আমার দৃষ্টিসীমানা । অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ।

২৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সরকার এবং ব্লগ কর্তৃপক্ষ, দুজনেরই এই ব্যাপারে করণীয় হচ্ছে আলোচনায় বসা। জাহিদ অনিক যে কথাটি বলেছেন, একটি ব্লগ বা যে কোন প্রকাশনা বন্ধের জন্য আইনানুগ প্রক্রিয়া রয়েছে। আমরা জানি না, সামু কর্তৃপক্ষ সে রকম কোন নোটিশ বা সরকারী সমন পেয়েছে কিনা। আমরা চাই, সামুর পথচলা সুন্দর হোক, কলংকমুক্ত হোক।

নয় বছর পূর্তির শুভেচ্ছা রইলো জুন আপু। যদিও বড্ড অসময়ে এই শুভেচ্ছা জানাতে হচ্ছে। ভাল থাকুন সবসময়।

ভাল থাকুক সামুব্লগ, ভাল থাকুক ব্লগারেরা, ভাল থাকুক মুক্তবুদ্ধির চর্চা, ভাল থাকুক কলমযোদ্ধারা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৯

জুন বলেছেন: অনেক অনেকদিন পর এই দুর্দিনেও প্রিয় ব্লগার বোকা মানুষকে আমার ব্লগ বাড়ীতে খুব খুশী হয়েছি যা বলার নয় ।

আপনার কন্ঠের সাথে আমরাও তাল মিলিয়ে বলি ঃ-
ভাল থাকুক সামুব্লগ, ভাল থাকুক ব্লগারেরা, ভাল থাকুক মুক্তবুদ্ধির চর্চা, ভাল থাকুক কলমযোদ্ধারা।

২৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১৭

আহমেদ জী এস বলেছেন: জুন,




শেষ সীমানায় পা পড়ার পরে আমরা আর যাবো কোথায় ? শেষ আকাশে ডানা মেলার পরে পাখিরা আর উড়বে কোথায় ? বাতাসে শেষবারের মতো শ্বাস টানার পরে এ অরণ্যকুল যাবে কোথায় ? পৃথিবী যখন সীমিত হয়ে যায় তখন " মরন রে তুহু মম শ্যাম সমান" বলে দৃপ্ত পায়ে উঠে দাঁড়ান কেউ কেউ যাঁরা বিশেষ কারন ছাড়াই আশাবাদী হওয়ার বিরল ক্ষমতা রাখেন । আমার পায়ে সে জোর নেই যে উঠে দাঁড়ানোর তেমন ক্ষমতা রাখি।

আপনার মতোই আটকে আসছে দম। ঈশানের কালো মেঘে লুকিয়ে থাকা একটা ঝড়ের দমকা হাওয়ায় আপনার মতোই তছনছ আমার সাজানো বাগানটিও।
তবুও আশায় থাকি, মেঘ কেটে যাবে একদিন!

খায়রুল আহসান এর মতোই আশাকরি, কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত ( হয়ে থাকলে ) পরিবর্তন করবেন, ব্লুগারদের সাথে গণতান্ত্রিক আচরণ করবেন। সরকারের এ নিয়ে কোন ইস্যু থেকে থাকলে ব্লগ কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসবেন।

লেখালেখির জীবনে আপনার নবম বছর পার করে আসা সময়টিতে এভাবে হতাশার, মনোকষ্টের, দীর্ঘশ্বাসের সাথে আপনাকে অভিনন্দন জানাতে হচ্ছে বলে বৈরী সময়টার উপর আক্ষেপ থেকেই গেলো!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৭

জুন বলেছেন: পৃথিবী যখন সীমিত হয়ে যায় তখন " মরন রে তুহু মম শ্যাম সমান" বলে দৃপ্ত পায়ে উঠে দাঁড়ান কেউ কেউ যাঁরা বিশেষ কারন ছাড়াই আশাবাদী হওয়ার বিরল ক্ষমতা রাখেন ।
আপনার এ কথাটি মন ছুয়ে গেল আহমেদ জী এস । আবার আপনার কথাতেই ফিরে যাই শেষ অবধি ঃ-

তবুও আশায় থাকি, মেঘ কেটে যাবে একদিন!

৩০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৫

বলেছেন: এটা একটা গুজব মনে হয় - আমাদের আদর্শের জায়গা বন্ধ হবে না এটাই আশাবাদী।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৮

জুন বলেছেন: এটা একটা গুজব মনে হয় - আমাদের আদর্শের জায়গা বন্ধ হবে না
আপনার কথাটি সত্য হোক ল

৩১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৩

ঢাবিয়ান বলেছেন: নয় বছর পূর্তির শুভেচ্ছা আপু। ব্লগ এত সহজে বন্ধ হবে না নিশ্চিন্ত থাকতে পারেন। হাজার হাজার ব্লগার একটা না একটা উপায়ে এই ব্লগ চালু রাখবেই। ব্লগারদের টেকনোলজিকাল জ্ঞান , সরকারের মন্ত্রনালয়ে থাকা ব্যক্তিদের চাইতে অনেক অনেক বেশি।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৯

জুন বলেছেন: শুভেচ্ছার জন্য অসংখ্য ধন্যবাদ ঢাবিয়ান । আপনার কথাই সত্য হোক ।

৩২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আজ আমাদের সবার মন খারাপ
আজ সকল ব্লগারের মন খারাপ
আজ বাঙালী কমিউনিটির মন খারাপ
আজ ব্লগ কমিউনিটির মন খারাপ

আজ সামু পরেছে কলংক তিলক
আজ সামু পেয়েছে মিথ্যে অপবাদ
আজ সামুর উপর হেনেছে বান
আজ সামুকে করেছে ব্যান!

আজ ওদের সবার মন খারাপ
আজ আমাদের সবার মন খারাপ
আজ সকল ব্লগারের মন খারাপ - -

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১১

জুন বলেছেন: আজ ওদের সবার মন খারাপ
আজ আমাদের সবার মন খারাপ
আজ সকল ব্লগারের মন খারাপ - -

৩৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩২

ওমেরা বলেছেন: আপু চিন্তা করিয়েন না , সব ঠিক হয়ে যাবে , সামু বন্ধ হবে না । ইনশা আল্লাহ ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১২

জুন বলেছেন: ওমেরা আপনার কথা সত্য হোক শেষ পর্যন্ত । মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৩৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ বন্ধ হবে না

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১২

জুন বলেছেন: আপনার কথাই সত্যি যেন হয় কাজী ফাতেমা ।

৩৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৭

যায্যাবর বলেছেন: সামু বড় আদরের যায়গা আমাদের বলেই তো এখন বাঁদরদের নজর এর উপর পড়েছে। তবে সবাই যদি আমরা সোচ্চার হয়ে উঠি অন্যায়ের বিরুদ্ধে তাহলে হয়ত তা ঠেকানো যেতে পারে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৪

জুন বলেছেন: সবাই যদি আমরা সোচ্চার হয়ে উঠি অন্যায়ের বিরুদ্ধে তাহলে হয়ত তা ঠেকানো যেতে পারে।
সেটাই ঃ---
বহুদিন পর আপনাকে ব্লগে দেখে ভালোলাগলো যাযাবর ।

৩৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৯

সাহসী সন্তান বলেছেন: আমাদের এলাকায় একটা কথা প্রচলিত আছে! কেউ যদি কোন ভাল বিষয়কে ঘুরিয়ে খারাপের দিকে নিতে চায়, কিংবা খারাপ ধারনা পোষণ করে; তখন তাকে উদ্দেশ্য করে বলা হয়- 'পাগল (পাগলামী) করো নাকি জুব্বার'...

এখন কথা হইলো, জুব্বার নিজেই যদি পাগল করে তাইলে তাকে থামাইবে কে?

ব্লগ নিয়ে আপনার/আমাদের আবেগটা অমূলক নয়। কিন্তু দেখার বিষয় হল, কাগু এই আবেগের মূল্য ঠিক কতটা দিচ্ছে! বা আদৌ দিবে কিনা! :(

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৬

জুন বলেছেন: এখন কথা হইলো, জুব্বার নিজেই যদি পাগল করে তাইলে তাকে থামাইবে কে? B:-)
আবেগের মূল্য ঠিক কতটা দিচ্ছে! বা আদৌ দিবে কিনা! :( সেটাই আসল প্রশ্ন ।
ধন্যবাদ মন্তব্যের জন্য ।

৩৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৬

উম্মু আবদুল্লাহ বলেছেন: ভয়ংকর অবস্থা। আজ সকালে যখন সিকিউরিটি নোটিশ পাচ্ছিলাম তখন মনে হল সব বুঝি শেষ। যাক এখন আবার আপনাদের কাছে আসতে পেরেছি। এটা যে কতটুকু ভাল লাগার তা ভাষায় ব্যাখা করতে পারব না।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৮

জুন বলেছেন: উম্মু আবদুল্লাহ
সত্যি এমন কিছু ঘটলে তা হবে আমাদের জন্য নিদারুন কষ্টের । কত না দেখা প্রিয় মুখ হারিয়ে যাবে ।
আপনার মত আমিও এমন ভেবেছি নোটিশ দেখে।
মন্তব্যে আন্তরিক ধন্যবাদ আপনাকে ।
শুভকামনা রইলো

৩৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৯

মুক্তা নীল বলেছেন:
আপা, আপনার লেখার শিরোনাম খুবই মর্মস্পশী। আমার বিশ্বাস সামু বন্ধ হবে না। আর কি লিখবো!!!
ভালো থাকবেন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৬

জুন বলেছেন: মুক্তা নীল বলেছেন: আমার বিশ্বাস সামু বন্ধ হবে না। আর কি লিখবো!!!
আমিও আপনার বিশ্বাসে বিশ্বাসী হতে চাই ।
ভালো থাকবেন আপনিও।

৩৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:১৪

সোহানী বলেছেন: নয় নয়টা বছর পূর্তির শুভেচ্ছা জুনাপু.... । সব ভুলে কিছুক্ষন নয়টা বছরে স্মৃতিকে মনে করি না হয়...........। আরো অনেক অনেক দিন থাকুন আমাদের সাথে সবার সাথে!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৮

জুন বলেছেন: সোহানী আমরা সবাই মিলে মিশে থাকতে চাই সবার সাথে । আমাদের এই প্রত্যাশা যেন হাওয়ায় মিলিয়ে না যায় এই প্রার্থনা রইলো । ভালো থাকবেন আর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ।

৪০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

সামহোয়ারইনের ওপর সরকারের আচরণ নিয়ে আমি ব্যক্তিগতভাবেও লজ্জা পাচ্ছি। এত্তবড় বেক্কল মানুষ কীভাবে হয়

০৩ রা মার্চ, ২০১৯ দুপুর ১২:৫৯

জুন বলেছেন: মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আমি ব্যক্তিগতভাবেও লজ্জা পাচ্ছি।
কেন কেন ব্যক্তিগতভাবে কেন মাইনুদ্দিন মইনুল :-*
সেই মহান ব্যাক্তি কি আপনার সাথে ---- বাধা????????

৪১| ০৩ রা মার্চ, ২০১৯ সকাল ১০:২৮

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: সামু ব্লগ বন্ধ হলে আমার হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাবে । তখন সে দায় কে নিবে বলি? খুব দুঃখজনক । এমন হতে পারে না ।

০৩ রা মার্চ, ২০১৯ দুপুর ১:০১

জুন বলেছেন: নুরুন নাহার লিলিয়ান আপনার মন্তব্যেই বোঝা যাচ্ছে আপনি কতখানি আবেগপ্রবন আমাদের প্রিয় ব্লগ সামুকে নিয়ে ।
সত্যি অনেক কষ্ট হবে আমরা যারা সামুকে অনেক ভালোবাসি ।
আপনার কথাই সত্য হোক
এমন হতে পারে না ।

৪২| ১১ ই মার্চ, ২০১৯ রাত ৮:১৭

রাতুল_শাহ বলেছেন: নয় বছরের শুভেচ্ছা রইলো।
আরও কিছু লিখতে চেয়েছিলাম। মাথায় কিছু আসছে না।
ইদানিং মন্তব্য করার জন্যও শব্দ আসে না। শব্দ খোঁজার জন্য আপনার মত ভ্রমণে বের হতে হবে

১২ ই মার্চ, ২০১৯ রাত ৮:৪৪

জুন বলেছেন: হেই রাতুল এতদিন পর পর কই থেকে উদয় হও শুনি :-*
পুরনো মুখগুলো দেখলে ভীষন ভালোলাগে তা জানতো ?
অনেকদিন গ্যাপে থাকলে অনেক সময় শব্দের অভাব দেখা দিতে পারে ;)
তাই এখন থেকে নিয়মিত হও B-)

৪৩| ১২ ই মার্চ, ২০১৯ সকাল ৮:২৫

খায়রুল আহসান বলেছেন: একটা অন্ধকার, প্রতিকূল সময়ে আপনি সামুতে আপনার নবম বর্ষপূর্তি পালন(?) করলেন। তবে তা হোক, নবম বর্ষপূর্তি তে আন্তরিক অভিনন্দন এবং উষ্ণ শুভেচ্ছা!!!!
আশাকরি, দশম বর্ষপূর্তি টি মহাসমারোহে একটি আলোকজ্জ্বল সময়ে উদযাপন (?) করবেন।

১৬ ই মার্চ, ২০১৯ রাত ৮:৫২

জুন বলেছেন: আপনার শুভকামনা আমার লেখালেখির পাথেয় হয়ে থাকুক খায়রুল আহসান । আপনার মন্তব্যের জবাব দিতে দেরী হয়ে গেল তার জন্য আন্তরিক দুঃখিত ।আসলে এত ঝঞ্জাট পার হয়ে সামুতে আসতে হয় যে ভালোলাগে না মাঝে মাঝে ।
দশম বর্ষপূর্তি টি মহাসমারোহে একটি আলোকজ্জ্বল সময়ে উদযাপন (?) করবেন।
দোয়া করবেন আপনার কথাটি যেন সত্য হয় :)
অশেষ ধন্যবাদ মন্তব্যের জন্য সাথে শুভকামনা আপনার জন্যও ।
ভালোথাকুন ।

৪৪| ১২ ই মার্চ, ২০১৯ সকাল ৮:২৭

খায়রুল আহসান বলেছেন: ঢাবি'র একজন এ্যালামনাই হিসেবে সাম্প্রতিক ডাকসু নির্বাচন নিয়ে কী ভাবছেন?

১৬ ই মার্চ, ২০১৯ রাত ৮:৫৬

জুন বলেছেন: ঢাবি'র একজন এ্যালামনাই হিসেবে সাম্প্রতিক ডাকসু নির্বাচন নিয়ে কী ভাবছেন?
:(
ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বড় গর্বের জায়গা , বড় সন্মানের সাথে অত্যন্ত প্রিয় একটি স্থান জুড়ে আছে আমার মনে । তাকে যখন দেখি এইসব দলাদলি মারামারিতে বিপর্যস্ত হতে তখন বড় দুঃখ হয় ।

৪৫| ১২ ই মার্চ, ২০১৯ রাত ৮:৫১

রাতুল_শাহ বলেছেন: টানা ১৫৩ দিন কামলা দেওয়ার পর ছুটি পেয়েছি। বাড়ি থেকে এবার ল্যাপটপ নিয়ে আসলাম। ৬ হাজার টাকা দিয়ে ডিসপ্লে আর ব্যাটারি চেঞ্জ করলাম। তারপর সামুতে আসলাম। প্রথম পোস্ট কিন্ত আপনারটাই পড়েছি।
গত দেড় বছরে প্রচন্ড মানসিক চাপে ছিলাম। ইদানিং তা কমেছে। হালকা লাগছে। কিন্তু সমস্যা হচ্ছে , মানুষের কথা বা কোন লেখা বুঝতে পারছি না।

১৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৩৭

জুন বলেছেন: রাতুল
এতদিনে তোমার সব সমস্যার সমাধান হয়ে গেছে শুনে ভালোলাগলো ।
এবার নিয়মিত থাকো দেখবে সবার লেখাই বুঝতে পারছো , সব্বাই বাংলায় লিখছে , ফরাসী বা স্পেনিশ না B-)
অনেক অনেক শুভকামনা তোমার জন্য :)

৪৬| ২২ শে মার্চ, ২০১৯ রাত ৮:৪৩

খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো পোস্ট "ভেনিস আমার স্বপ্নের ভেনিস (১ম পর্ব)" পড়ে একটা মন্তব্য রেখে এসেছিলাম। এর ঠিক আগের পোস্টটাতেও আমার একটা মন্তব্য আপনার অদেখা রয়ে গেছে। একবার সময় করে দেখে নিলে খুশী হবো।

২৫ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৫৬

জুন বলেছেন: আন্তরিক শুভেচ্ছা সকালের প্রিয় ব্লগার খায়রুল আহসান। ভিপিএন দিয়ে ব্লগে লগ হচ্ছি, লগ ইন দেখাচ্ছেও। কিন্ত কোন মন্তব্য লেখা বা নিজের পোস্টের জবাব দিতে জেরবার হয়ে যাচ্ছি। লিখে পাব্লিশে ক্লিক করলেই শো করছে আপনাকে লগ ইন করতে হবে

৪৭| ২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমাদের আদরের জায়গাটাতে বাঁদর ঢুকেছে
কে দেখেছে কে দেখেছে.........। খুব কষ্ট লাগছে।

২৫ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৫৮

জুন বলেছেন: বাদর!! :-*

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.