|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বিশ্বের বর্তমান পরিস্থিতিতে মনটা এত বিষাদ ভারাক্রান্ত হয়ে আছে যে কিছুই ভালো লাগছে না।  আমার অনেক পোস্টে আপনাদের অনেকের মন্তব্য আছে। কিন্ত সেগুলোর জবাব দিতে গিয়েও পারছি না। ক্ষমা করুন আমাকে। 
কিছুই ভালো লাগছে না কিছুই না। কি হবে আমাদের?  কি হবে সবার?  কি ভবিষ্যত পৃথিবীর ? কোথায় যাচ্ছি? কত দুর যেতে হবে???  
 ৪৯ টি
    	৪৯ টি    	 +৯/-০
    	+৯/-০  ১০ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:০৫
১০ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:০৫
জুন বলেছেন: পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ প্রান্ত।
২|  ০৯ ই এপ্রিল, ২০২০  দুপুর ১২:৫৮
০৯ ই এপ্রিল, ২০২০  দুপুর ১২:৫৮
মিরোরডডল  বলেছেন: জুনাপু , এ অবস্থায় ভালো না লাগা , অস্থির থাকাটাই স্বাভাবিক ।
সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে কিন্তু অনেকগুলো জীবন হারিয়ে । 
স্টে স্ট্রং আপু । টেইক কেয়ার ইউরসেলফ । সেইফ থেকো ভালো থেকো  ।
  ১০ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:০৭
১০ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:০৭
জুন বলেছেন: ভালো থাকার আপ্রান চেষ্টা করছি মিরোরডল।  ধন্যবাদ পাশে আছেন জেনে।
আপনিও ভালো থাকুন সবসময়।
৩|  ০৯ ই এপ্রিল, ২০২০  দুপুর ১২:৫৯
০৯ ই এপ্রিল, ২০২০  দুপুর ১২:৫৯
ফয়সাল রকি বলেছেন: আমরা সবাই ভালো কিছুর অপেক্ষায় আছি। আশা করি ভালো কিছুই হবে। সাবধানে থাকুন, সুস্থ থাকুন।
  ১০ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:০৯
১০ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:০৯
জুন বলেছেন: আমিতো সেই জানুয়ারী থেকে করোনা আতংক নিয়ে আছি। এত লম্বা সময় ধরে এই স্ট্রেস আর সহ্য হচ্ছে না ফয়সাল রকি। ভালো থাকুন আপনিও।
৪|  ০৯ ই এপ্রিল, ২০২০  দুপুর ১:০৪
০৯ ই এপ্রিল, ২০২০  দুপুর ১:০৪
পদাতিক চৌধুরি বলেছেন: ঠিক আছে আপু। একদম দুশ্চিন্তা করবেন না। পারলে টিভি, পোর্টাল সহ যে কোন খবর না পড়লে বেশি ভালো থাকবেন।
গৃহেই থাকুন সবসময়। দেখবেন সব ঠিক হয়ে যাবে।
  ১০ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:১৪
১০ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:১৪
জুন বলেছেন: ঘরেই থাকি পদাতিক। দুশ্চিন্তা করবো না বল্লেই কি আর দুশ্চিন্তা না করে থাকা যায় বলেন? জানিনা কবে এই ঘোরতর অমানিশা কেটে যাবে। ভালো থাকুন আপনারাও।
৫|  ০৯ ই এপ্রিল, ২০২০  দুপুর ১:০৬
০৯ ই এপ্রিল, ২০২০  দুপুর ১:০৬
মৃন্ময়ী শবনম বলেছেন: পুলিশ অফিসার বাবার কাছে বন্দী জীবন, জেল জীবন সম্পর্কে শুনেছি, কিন্তু আমার ক্ষুদ্র জীবনে সমগ্র বিশ্ব এভাবে বন্দী দেখবো কখনো ভাবিনি।
  ১০ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:১৯
১০ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:১৯
জুন বলেছেন: আমার বাবাও পুলিশ অফিসার ছিলেন মৃন্ময়ী শবনম। স্পেশাল ব্রাঞ্চ, সি আইডির অত্যন্ত নীতিবান দুদে অফিসার মনে প্রানে ছিলেন মাটির মানুষ। আর স্কুল শিক্ষিকা মা ছিলেন অত্যন্ত শক্ত মনের হার না মানা এক জন যাকে কোন পরিস্থিতিই বিচলিত করতো না। আমি ঘুরে ফিরে বাবার মতই হয়েছি। সহজেই আবেগে ভেসে যাওয়া একজন। আন্তরিক ধন্যবাদ আপনাকে।
৬|  ০৯ ই এপ্রিল, ২০২০  দুপুর ১:০৮
০৯ ই এপ্রিল, ২০২০  দুপুর ১:০৮
আহমেদ জী এস বলেছেন: জুন,
যা হবার তাই-ই হবে! অতীতের মতোই ভবিষ্যতেও পৃথিবীর আছে চলা...শুধু চলা। 
এরকম উৎকন্ঠা এখনকার বৈরী সময়ের জন্যে ভালো নয়। উৎকন্ঠা ঝেড়ে ফেলুন। ভালো লাগাতে চেষ্টা করুন সবকিছু।।
অল্প অল্প করে বারবার রান্না করুন, ব্লগে সময় কাটান-এরকম ছোট পোস্ট দিন- মন্তব্য করুন, আপনার বারান্দার পার্মান্যান্ট মেহমান পাখিদের খাবার দিন, ঘর দিনে দুবার ফ্লোর ক্লিনার দিয়ে মুছে নিন, প্রতিটি কাজের পরে হাত ধুয়ে নিন, হালকা ব্যায়াম করুন, ফোনে বন্ধুদের সাথে কথা বলে হালকা হোন, মুখে দু'টুকরো আদা ফেলে চিবুতে থাকুন, নামাজ পড়ুন সাথে বিশ্বমানবের কল্যান কামনা করে প্রার্থনার সময়টাকে প্রলম্বিত করুন। ইত্যাদি যাবতীয় কাজে ঘড়ির কাঁটাকে তাড়িয়ে নিয়ে যান। ক্লান্ত হয়ে 
রাত্রে বিছানায় শুয়ে শুয়ে গান শুনতে শুনতে   ভালো একটি ঘুম দিন। আপনার ইমিউন সিষ্টেম তাতে চাঙ্গা থাকবে। 
এরকম উৎকন্ঠা  ছড়ানো পিচ্চি লেখায় "প্লাস" হয়না, তারপরেও প্লাস দিচ্ছি নিজ কষ্টটাকে ব্লগে আমাদের সাথে ভাগাভাগি করাতে।
হাসিতে থাকুন - আনন্দে থাকুন...............
  ১০ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:২৫
১০ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:২৫
জুন বলেছেন: আহমেদ জী এস আপনার প্রেসক্রিপশন এটাই প্রমান করে আপনি অত্যন্ত নিষ্ঠাবান আপনার প্রফেশনে।  বড্ড বৈরী সময়। আপনার উল্লেখিত কাজের সব কিছুই করছি তারমাঝেই সারাক্ষণ করোনার উকিঝুঁকি ভীষণ বিপর্যস্ত করে দিচ্ছে। ছেলেটা আমার কাছে থাকলেও হতো। 
আপনিও ভালো থাকবেন পরিবারের সবাইকে নিয়ে।
৭|  ০৯ ই এপ্রিল, ২০২০  দুপুর ১:১৬
০৯ ই এপ্রিল, ২০২০  দুপুর ১:১৬
বংগল কক বলেছেন: করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। নিউইয়র্ক টাইমস জানিয়েছে সৌদি রাজ পরিবারের ১৫০ জন সদস্যর দেহে এই ভাইরাস পাওয়া গেছে। অন্যদিকে ইরানে নিহতের পরিমাণ ৪ হাজার ছাড়িয়েছে খোমেনির কয়েকজন উপদেষ্টা সহ দেশটির সংসদের প্রধান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আমেরিকাতে একদিনে প্রায় ১৮০০ মারা গেছেন সারা দুনিয়ায় নিহত প্রায় ৮৫ হাজারের বেশী।
বাংলাদেশ আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়েছে অনেক উচ্চপদস্থ অফিসার আক্রান্ত হয়েছে অনেকের নাম প্রকাশ করেনি। বিশেষ করে দুদকের পরিচালক নিহত হয়েছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ এর ডিসি, এসপি ও মেজিস্ট্রেস করোনাভাইরাসে আক্রান্ত। বিশেষ করে ডিসির করোনা পজিটিভ আসে বাকিদের নজরধারীতে রাখা হয়েছে।
  ১২ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:৩৫
১২ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:৩৫
জুন বলেছেন: সারা দুনিয়ার জন্য এক ভয়ংকর দুর্দিক বংগল কক।    
মানুষ যাতে ভয় না পায় তার জন্যই হয়তো এই গোপন করার চেষ্টা  বাংলাদেশ সরকারের।  
মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
৮|  ০৯ ই এপ্রিল, ২০২০  দুপুর ১:২৮
০৯ ই এপ্রিল, ২০২০  দুপুর ১:২৮
রাজীব নুর বলেছেন: হতাশ হবেন না।
 সব ঠিক হয়েজাবে খুব শ্রীঘই।
  ১২ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:৩৬
১২ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:৩৬
জুন বলেছেন: হতাশ হতে চাই না রাজীব নুর তারপর ও এক ভয়ংকর হতাশা গ্রাস করে। আন্তরিক ধন্যবাদ জানবে।
৯|  ০৯ ই এপ্রিল, ২০২০  দুপুর ১:৪৪
০৯ ই এপ্রিল, ২০২০  দুপুর ১:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: সবকিছু ঠিক হয়ে যাবে । প্রার্থনা করেন।
  ১২ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:৩৮
১২ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:৩৮
জুন বলেছেন: প্রার্থনা তো করছি সব সময় এই জগতে আল্লাহর সৃষ্টি সমস্ত প্রানীকুলের জন্য। মন্তব্যে অনেক ধন্যবাদ রইলো।
১০|  ০৯ ই এপ্রিল, ২০২০  বিকাল ৫:১৪
০৯ ই এপ্রিল, ২০২০  বিকাল ৫:১৪
চাঁদগাজী বলেছেন: 
আপনি এখন কোন দেশে?
  ১২ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:৪০
১২ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:৪০
জুন বলেছেন: দেশের বাইরে। ধন্যবাদ আপনাকে।
১১|  ০৯ ই এপ্রিল, ২০২০  বিকাল ৫:৩৯
০৯ ই এপ্রিল, ২০২০  বিকাল ৫:৩৯
করুণাধারা বলেছেন: আমারও একই অবস্থা। কী এক নিদারুণ সময়। সবসময় প্রার্থনা করছি, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন। প্রতিটা মৃত্যুই, হোক অজানা কেউ, দীর্ঘ সময় বিষাদগ্রস্ত হয়ে থাকি।
ভালো থাকুন, সবাই ভালো থাকি যেন।
  ১২ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:৪৩
১২ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:৪৩
জুন বলেছেন: আপনিও অনেক ভালো থাকুন আর সুস্থ থাকুন করুনাধারা। আন্তরিক মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
১২|  ০৯ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:২৫
০৯ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:২৫
খায়রুল আহসান বলেছেন: আহমেদ জী এস এর পরামর্শগুলো মেনে চলুন। ভুলে যাবেন না, একজন ভাল ব্লগার হওয়া ছাড়াও, তিনি একজন ডাক্তারও বটে! 
এরকম উৎকন্ঠা ছড়ানো পিচ্চি লেখায় "প্লাস" হয়না, তারপরেও প্লাস দিচ্ছি নিজ কষ্টটাকে ব্লগে আমাদের সাথে ভাগাভাগি করাতে - আমিও একই কারণে পোস্টে প্লাস দিয়ে গেলাম।
  ১২ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:৪৬
১২ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:৪৬
জুন বলেছেন: পরামর্শ মানার মত মনটাই আমার নেই খায়রুল আহসান। আমার ছেলের সাথে আর দেখা হবে কি না সেই ভাবনায় উৎকন্ঠিত আমার মন। কিছুই ভালো লাগছে না। আপনিও আপনার পরিবারের সবাই ভালো থাকুন এই দোয়া করি। আন্তরিক মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
১৩|  ১০ ই এপ্রিল, ২০২০  রাত ২:০২
১০ ই এপ্রিল, ২০২০  রাত ২:০২
ভুয়া মফিজ বলেছেন: আপনি মন খারাপ করে বসে থাকলে বিশ্ব-পরিস্থিতির কোন উন্নতি হবে না, অবনতিও হবে না; যা হওয়ার তাই হবে। বরং মন খারাপের কারনে নিজের রোগ-প্রতিরোধ ক্ষমতাকে দূর্বল করে তুলবেন। যতদিন আমরা বেচে আছি, জীবনটাকে, জীবনের প্রতিটা মূহুর্তকে অর্থবহ করার চেষ্টা করি না কেন? আমরা নিয়তি বদলাতে পারি না, বড়জোর সাবধান হতে পারি; সেদিকেই মন দেন।
এখন যেটাতে আনন্দ পান, সেটাই করেন। জী এস ভাই দারুন কিছু পরামর্শ দিয়েছেন, ওগুলো করেন। ওনার পরামর্শ আপনার জন্য খুবই কার্যকর। বড় করে একটা গল্প লেখেন, মনের ভাবগুলি লিখে পোষ্টান। মন্তব্যগুলির উত্তর দেন। মন হাল্কা হবে। 
আমার লেটেষ্ট পোষ্টটা দ্যাখেন, মন্তব্যগুলি দ্যাখেন.......মন আরেকটু হাল্কা হওয়ার চান্স আছে!  
 
থিঙ্ক হেলদি, স্টে হেলদি!!! 
আমার এই মন্তব্য করুণাধারা আপার জন্যও প্রযোজ্য। 
  ১৩ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:০৯
১৩ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:০৯
জুন বলেছেন: ভুয়া আপনাদের মন্তব্য পড়ে ভালো লাগলো।  আপনারা আমার জন্য এতটা ভাবছেন যা মন ছুয়ে যায়। কেউ কাউকে দেখিনি তারপর ও একে অপরের প্রতি এই সহমর্মিতা সত্যি অনন্য।
  খারাপ লাগে যখন ছেলে আর আমাদের মধ্যে এতটা অনতিক্রম্য দুরত্ব সৃষ্টি করেছে এই ভাইরাস।  মনে হয় আমি মরে গেলেও ও আসতে পারবে না। কি কষ্টকর অনুভূতি। চেষ্টা করি এই ব্লগে আপনাদের সাথে ঝগড়াঝাটি, হাসাহাসি করে সব কিছু ভুলে থাকতে। 
অনেক ভালো থাকবেন ভুয়া বাসার সবাইকে নিয়ে।
১৪|  ১০ ই এপ্রিল, ২০২০  সকাল ১১:৩৮
১০ ই এপ্রিল, ২০২০  সকাল ১১:৩৮
মলাসইলমুইনা বলেছেন: জুন,
কোনো অসুবিধে নেই । যখন ভালো লাগবে তখন ব্লগিং করুন । সেটাই ভালো হবে। এখন ভালো  না লাগারই সময় ।কিচ্ছু করার নেই । ভালো থাকুন এই ভয়াল প্রহরে ।
  ১৩ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:১২
১৩ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:১২
জুন বলেছেন: মলাসইলমুনা, 
 আপনার উপদেশ মেনেই যখন ভালো লাগছে তখনই আসছি ব্লগে।  মন অস্থির থাকে কিছু ভালো লাগছে না।  এই জীবনে এমন দৃশ্য কল্পনাতীত। আল্লাহ আপনাকে ও আপনার পরিবারের সবাইকে ভালো রাখুন এই দুয়া রইলো।
১৫|  ১০ ই এপ্রিল, ২০২০  দুপুর ১:০৭
১০ ই এপ্রিল, ২০২০  দুপুর ১:০৭
রাজীব নুর বলেছেন: কোথায় আপনি?? কেমন আছেন??
  ১৩ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:১৫
১৩ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:১৫
জুন বলেছেন: বাসায় আছি রাজীব নুর। ভালো আছি। দোয়া করবেন। আপনিও ভাবী সহ পরিবার নিয়ে ভালো থাকুন।
১৬|  ১০ ই এপ্রিল, ২০২০  দুপুর ২:৪২
১০ ই এপ্রিল, ২০২০  দুপুর ২:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
েএকদিন সব ঠিক হয়ে যাবে।
  ১৪ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:১১
১৪ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:১১
জুন বলেছেন: সেই প্রত্যাশায় থাকি আমরা সবাই। মন্তব্যে অনেক ধন্যবাদ।
১৭|  ১০ ই এপ্রিল, ২০২০  বিকাল ৩:৫০
১০ ই এপ্রিল, ২০২০  বিকাল ৩:৫০
ঠাকুরমাহমুদ বলেছেন: 
জুন আপা,
আপনার লেখা পড়ে আপনার জন্য বিশেষ করে ব্লগের সকলের জন্য পোষ্ট লিখছি আশা করি আজ অথবা কাল ব্লগে পোষ্ট দিয়ে দিতে পারবো। প্রিয় গল্পের বইগুলো পড়তে পারেন, প্রিয় বই বারবার পড়া যায়। জীবনের প্রবল ব্যস্ততার মাঝে এভাবে অবসরে যাবো কখনো কল্পনাও করিনি। 
ভালো থাকুন বোন আর আমার জন্যও দোয়া করবেন।
  ১৪ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:১৩
১৪ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:১৩
জুন বলেছেন: আপনি শুনলে হয়তো অবাক হবেন আমি বই পড়েই কিছুটা সময় পার করছি।  আর সেই বইগুলো হলো লরা ইংগলস ওয়াইল্ডের লিটল হাউস অন দ্যা প্রেইরি সিরিজের।
অনেক ভালো থাকুন।
১৮|  ১০ ই এপ্রিল, ২০২০  বিকাল ৪:১৫
১০ ই এপ্রিল, ২০২০  বিকাল ৪:১৫
মা.হাসান বলেছেন: গতকাল থেকে আমারো মনটা কেমন যেন করছিলো। আমি ভাবছিলাম বুঝি বিষন্নতা। এর পর এই খবরটা দেখলামঃ 
  
 
  
এর পর এই উপসংহারে  আসলাম যে আমি বিষন্ন না, অবসাদগ্রস্থ। আপনি ভেবে দেখেন, সিদ্ধান্ত পাল্টাবেন কি না।  
(আমার প্রবীণ হতে আপত্তি নেই, প্রবীণের সাথে রাস্তায় বেরুতে আমার ওনার আপত্তি থাকার কথা, সেই হিসেবেই আমি আমার অনুভূতি পাল্টালাম)
  ১৪ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:১৬
১৪ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:১৬
জুন বলেছেন: আমিও বিষন্নতা পাল্টে অবসাদগ্রস্ত হোলাম মা হাসান   
 
মজার মন্তব্যটি পড়ে অনেক হাসলাম।  ভালো থাকুন সবসময় পরিবারের সবাইকে নিয়ে।
১৯|  ১১ ই এপ্রিল, ২০২০  রাত ২:১৯
১১ ই এপ্রিল, ২০২০  রাত ২:১৯
সোহানী বলেছেন: আরে জুনাপু, জীবন যেখানে যেমন। মরে গেলেতো মরেই গেলাম। তার আগে এতো এতো চিন্তা করে আগে ভাগে মরার মানে কি???
বেস্ট ইউটাইলাইজ ইউর টাইম......। আমিতো খুব খুশি। সারাদিন লাগায়ে এটা সেটা রান্না করি, বাচ্চাদের সাথে খেলি, ছবি দেখি, ঘর গুছাই, ছেলে মেয়েকে পড়াই। এতো ফ্রি সময় আমি আমার জীবনে পাইনি। বাচ্চারা মহা খুশি সারাদিন আমাকে পেয়ে। আর আমার মেয়েতো আমার সাথে আঠার মতো লেগে থাকে।  মা মেয়ে অনেক কিছু করি। এরই মাঝে আমাদের অন্তত ১৫ টা নতুন আইটেম রান্না শেষ।
  ১৪ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:১৯
১৪ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:১৯
জুন বলেছেন: আরেহ সোহানী মরে যাওয়ার ভয় করছি না।  খারাপ লাগছে এই ভেবে যে আমরা তো দুনিয়ার অনেক কিছুই দেখলাম। কত মানুষের জীবনতো মাত্রই শুরু হলো।  তাছাড়া ছেলেটা দুরে থাকে,  চাইলেও তার কাছে যেতে পারছি না।  এটা আমাকে দারুনভাবে মর্মাহত করে।
ভালো থাকুন সবসময় এই দোয়া রইলো।
২০|  ১৩ ই এপ্রিল, ২০২০  রাত ২:১৬
১৩ ই এপ্রিল, ২০২০  রাত ২:১৬
মুক্তা নীল বলেছেন: 
জুন আপা , 
সচেতন থাকছি আর আল্লাহকে ডাকছি --এই হলো আমার অবস্থা ।
দুশ্চিন্তা কইরেন না ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে ।
  ১৪ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:২১
১৪ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:২১
জুন বলেছেন: আমারও একই অবস্থা মুক্তা নীল। আশাকরি খুব শীঘ্রই সব আগের মত হয়ে যাবে। সেই পর্যন্ত ভালো থাকুন।
২১|  ১৩ ই এপ্রিল, ২০২০  বিকাল ৩:৪৬
১৩ ই এপ্রিল, ২০২০  বিকাল ৩:৪৬
শোভন শামস বলেছেন: নিরাপদ থাকুন, শুভেচ্ছা
  ১৪ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:২১
১৪ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:২১
জুন বলেছেন: আপনার জন্যও একই শুভকামনা রইলো শোভন সামস।
২২|  ১৪ ই এপ্রিল, ২০২০  বিকাল ৪:০১
১৪ ই এপ্রিল, ২০২০  বিকাল ৪:০১
আমি তুমি আমরা বলেছেন: করোনা পরবর্তী পৃথিবীতে আমাদের জন্য অপেক্ষা করছে অর্থনৈতিক মন্দা আর দুর্ভিক্ষ 
  ১৪ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:২৪
১৪ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:২৪
জুন বলেছেন: আশাকরি শীঘ্রই পরিস্থিতির পরিবর্তন হবে আমি তুমি আমরা। অনেক ধন্যবাদ আপনাকে।
২৩|  ২৯ শে এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:৫৬
২৯ শে এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:৫৬
মোঃমোজাম হক বলেছেন: এখন কেমন আছেন? 
আমি আপনার দীর্ঘশ্বাস উপলব্ধি করতে পারছি। 
আমার গিন্নির আহাজারিও আমাদের মেয়েকে নিয়ে। সারাদিন একটিই কথা আমার মেয়েকে কাছে এনে দাও 
  ২৯ শে এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:২৬
২৯ শে এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:২৬
জুন বলেছেন: মোজাম ভাই সালাম নিবেন। আমরা আছি, চলছি আল্লাহর রহমতে বেচে বর্তে এখনো। আপনি কেমন আছেন এই রমজানে ? কোথায়? দেশে না বাইরে? মেয়ে কই আছে? আমিও তো আমার ছেলের জন্য অস্থির আছি। কিচ্ছু ভালো লাগছে না। কবে হবে এই বন্দী জীবনের অবসান জানি না। দোয়া করবেন। আপনিও ভালো থাকুন আর সাবধানে থাকুন।
২৪|  ০৫ ই মে, ২০২০  বিকাল ৩:৫৭
০৫ ই মে, ২০২০  বিকাল ৩:৫৭
মোঃমোজাম হক বলেছেন: দুঃখিত সময়মতো সাড়া দিইনি।
আমার অবস্থা খুবই করুন। বুঝতে পারিনি এমন হয়ে যাবে।
আমার ছেলে ও তার মা ঢাকায়,আমি সৌদি আরবে আর মেয়ে কানাডায়।
এবার বলুন কেমন থাকতে পারি!
দোয়া করবেন আপা, আপনিও সাবধানে থাকবেন
  ০৫ ই মে, ২০২০  রাত ৮:২৪
০৫ ই মে, ২০২০  রাত ৮:২৪
জুন বলেছেন: মোজাম ভাই আসলেই এমন পরিস্থিতিতে পড়তে হবে আমিও কল্পনা করি নি। আমরা সবাই সবার জন্য দোয়া করি যেন এই মহামারী খুব শীঘ্রই দুনিয়া থেকে বিদায় নেয়। ভালো থাকবেন আর সাহস হারাবেন না। আল্লাহ ভরষা।
২৫|  ০৮ ই মে, ২০২০  সন্ধ্যা  ৭:৫৯
০৮ ই মে, ২০২০  সন্ধ্যা  ৭:৫৯
অনল চৌধুরী বলেছেন: হাসির ছবি দেখেন।
1The Three Stooges
2.Spy Hard
3.Austin Powers: The Spy Who Shagged Me
4.Army Of Darkness
5.Hot Shot 1,2
6.Mars Attacks !!!
7.Get Smart (film)
©somewhere in net ltd.
১| ০৯ ই এপ্রিল, ২০২০  দুপুর ১২:৪৬
০৯ ই এপ্রিল, ২০২০  দুপুর ১২:৪৬
ব্লগার_প্রান্ত বলেছেন: সামনে একটি মানবিক পৃথিবী অপেক্ষা করছে আপু।