|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
কাঠঠোকরা আসে প্রায়শই   
   
   
টিয়াতো আমার হররোজকার মেহমান  
   
 তারে দোল খাচ্ছে আরামসে, আমি যে এত কাছে তাও ভ্রুক্ষেপহীন। 
ছবি আমার মোবাইল হিউওয়াওয়ে তে তোলা।
 ৫৬ টি
    	৫৬ টি    	 +১৫/-০
    	+১৫/-০  ০৯ ই নভেম্বর, ২০২০  রাত ১১:০৯
০৯ ই নভেম্বর, ২০২০  রাত ১১:০৯
জুন বলেছেন: কি যে কন!  এইটুকু পোস্ট দিতেই এতক্ষণ লাগলো।  সামুর যে কি হইসে আল্লাহ মালুম   
 
তারপর ও পরীক্ষা পোস্টে আসা আর পুত্তুম হওয়ার জন্য ম্যালা ধন্যবাদ
২|  ০৯ ই নভেম্বর, ২০২০  রাত ১১:০২
০৯ ই নভেম্বর, ২০২০  রাত ১১:০২
চাঁদগাজী বলেছেন: 
পুর্ব এশিয়ায় সম্পর্কে আপনার অভিজ্ঞতা আছে, ব্লগারদের সেগুলো জানালে ভালো হয়; ব্লগারেরা শুধু আরবদের জানেন।
  ০৯ ই নভেম্বর, ২০২০  রাত ১১:১৮
০৯ ই নভেম্বর, ২০২০  রাত ১১:১৮
জুন বলেছেন: থাইল্যান্ডে গনতন্ত্রকামী ছাত্ররা গত চার মাস ধরে আন্দোলন করছে সংবিধান সংশোধন, প্রধানমন্ত্রীর পদত্যাগ আর রাজকীয় নিয়মকানুন পরিবর্তন এর জন্য। স্কুল কলেজ আর ইউনিভার্সিটির তরুন ছাত্র ছাত্রীরা এই আন্দোলনে আছে। তাদের নেতারা পুলিশের হাতে বন্দী হওয়ার পরো তারা সুশৃংখল ভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে কোন রকম ভাংচুর ছাড়াই। হংকং এর ছাত্ররা তাদের একাত্বতা প্রকাশ করেছে টি মিল্ক সম্পর্ক বলে।  অত্যন্ত ইন্টারেস্টিং সাবজেক্ট, এ বিষয় নিয়ে লিখতে পারলে ভালো হতো কিন্ত ব্যাক্তিগত সমস্যায় পরতে পারি বলে সম্ভভ নয়। 
৩|  ০৯ ই নভেম্বর, ২০২০  রাত ১১:০৪
০৯ ই নভেম্বর, ২০২০  রাত ১১:০৪
করুণাধারা বলেছেন: পোস্টে লাইক। 
স্টপ ওয়াচ নিয়ে বসেছি, লাইক দিতে লাগল ৫৪ সেকেন্ড। বড় পোস্ট হলে হয়ত আরো বেশি সময় আমাকে ঘুরাতো।
  ১০ ই নভেম্বর, ২০২০  সকাল ১১:৫০
১০ ই নভেম্বর, ২০২০  সকাল ১১:৫০
জুন বলেছেন: আপনি তো ৫৪ সেকেন্ডে মন্তব্য করতে পেরেছেন করুনাধারা কিন্ত আমি ১৫৪ সেকেন্ডেও আপনার মন্তব্যের উত্তর দিতে পারি নি   
  
সামুর এই হ্যাংওভার কাটলো কি না দেখার জন্যই এই টেস্ট পোস্ট।  
এত কষ্ট করে লাইক আর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ  
৪|  ০৯ ই নভেম্বর, ২০২০  রাত ১১:০৬
০৯ ই নভেম্বর, ২০২০  রাত ১১:০৬
ইসিয়াক বলেছেন: মূল পোস্টের অপেক্ষায়। ++
  ১০ ই নভেম্বর, ২০২০  সকাল ১১:৫৫
১০ ই নভেম্বর, ২০২০  সকাল ১১:৫৫
জুন বলেছেন: আমিও পাবলিশ করার অপেক্ষায় ইসিয়াক বাট সামু ভীষণ স্লো।  গত রাতেও আপনাদের মন্তব্যের জবাব দিতে পারি নি   
 
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
৫|  ০৯ ই নভেম্বর, ২০২০  রাত ১১:০৮
০৯ ই নভেম্বর, ২০২০  রাত ১১:০৮
শাহ আজিজ বলেছেন: অপেক্ষায় ------------------
  ১০ ই নভেম্বর, ২০২০  সকাল ১১:৫৭
১০ ই নভেম্বর, ২০২০  সকাল ১১:৫৭
জুন বলেছেন: দেখি আজ সন্ধ্যায় ট্রাই করবো শাহ আজিজ।
৬|  ১০ ই নভেম্বর, ২০২০  রাত ১২:১৯
১০ ই নভেম্বর, ২০২০  রাত ১২:১৯
রাজীব নুর বলেছেন: মীনা কার্টুন দেখার পর থেকে টিয়া পাখি আমার বিশেষ পছন্দ।
  ১০ ই নভেম্বর, ২০২০  দুপুর ১২:০২
১০ ই নভেম্বর, ২০২০  দুপুর ১২:০২
জুন বলেছেন: টিয়া পাখি আসলেও তার রূপে অনন্য রাজীব নুর। সামু এত স্লো ক্যান? অন্য সব সাইটতো খুবই ফাস্ট। কষ্ট করে মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে
৭|  ১০ ই নভেম্বর, ২০২০  রাত ১২:২৩
১০ ই নভেম্বর, ২০২০  রাত ১২:২৩
ওমেরা বলেছেন: ব্লগে তো দেখছি নানা রকম সমস্যা কি ভাবে কমেন্ট করবো !!
  ১০ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:৪৩
১০ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:৪৩
জুন বলেছেন: সেই সমস্যা নিয়েই তো এই পোস্ট ওমেরা।  অনেক দিন পর দেখা হলো মনে হয়।  এই করোনা কালে বদ্ধ ঘরে ব্লগিং করেই একটু সময় কাটে।  এখন ব্লগের যদি এই অবস্থা হয়!  
তারপর ও মন্তব্য করেছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ রইলো।
৮|  ১০ ই নভেম্বর, ২০২০  রাত ১:০০
১০ ই নভেম্বর, ২০২০  রাত ১:০০
ডঃ এম এ আলী বলেছেন: 
পরীক্ষা দিতে সময় কত লেগেছে ?
লাইক বাটন চাপার পরে  চাক্কাতো অনেকক্ষন ঘুরে লাইটি গ্রহন করে নিল ।
জানিনা মন্তব্য লেখার পরে সাবমিট বাটন চাপলে  
 চাক্কাতো কতক্ষন ঘুরে ঘুরে যে মন্তব্যটি প্রকাশিত হবে তা  আল্লাই জানেন ।
যাহোক মেইন পোষ্টটি দিয়েই ফেলুন । 
  ১০ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:৪৮
১০ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:৪৮
জুন বলেছেন: হা হা হা টেস্টে তো মোটামুটি পাশ করেছেন আলী ভাই।  প্রশ্নও তো ছোট ছিল। ব্রড কোয়েশ্চেন হলে তখন কি করবেন?  তখন লাইক বাটনে চাপ দিয়ে চা বানাতে বসবেন আর মন্তব্য লিখে রান্নাবান্না   
  
কষ্ট করে আমার পোস্টে এসেছেন তার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।  ভালো আছেন সপরিবারে আশা করি। ভালো থাকুন সবসময়।
৯|  ১০ ই নভেম্বর, ২০২০  রাত ১:১১
১০ ই নভেম্বর, ২০২০  রাত ১:১১
নেওয়াজ আলি বলেছেন: পছন্দ হয়েছে মুল পোষ্ট দিতে পারেন অবলীলায়
  ১০ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:৫১
১০ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:৫১
জুন বলেছেন: নেওয়াজ আলি কইলেন তো অবলীলায় কিন্ত এই পোস্টে আপনাদের মন্তব্যের উত্তর দিতেই আমার ধৈর্য্যচ্যুতি ঘটছে বারবার   
  
মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ রইলো
১০|  ১০ ই নভেম্বর, ২০২০  রাত ১:১৭
১০ ই নভেম্বর, ২০২০  রাত ১:১৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনি১০০%পাস । এবার মূল লেখা দিতে পারেন। 
  ১০ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:৫২
১০ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:৫২
জুন বলেছেন: হাসু মামা ঠিকই বলেছেন কিন্ত দেখলেন তো নীচে ব্লগার আহমেদ জী এস কি বলেছে  
১১|  ১০ ই নভেম্বর, ২০২০  সকাল ৭:৩৬
১০ ই নভেম্বর, ২০২০  সকাল ৭:৩৬
আমি সাজিদ বলেছেন: চমৎকার
  ১০ ই নভেম্বর, ২০২০  রাত ৯:১৩
১০ ই নভেম্বর, ২০২০  রাত ৯:১৩
জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমি সাজিদ
১২|  ১০ ই নভেম্বর, ২০২০  সকাল ৯:৩৩
১০ ই নভেম্বর, ২০২০  সকাল ৯:৩৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পরীক্ষায় পাশ।
  ১০ ই নভেম্বর, ২০২০  রাত ৯:১৫
১০ ই নভেম্বর, ২০২০  রাত ৯:১৫
জুন বলেছেন: প্রশ্ন ফাস জেনারেশনের মানুষ কি না তাই   
  
 আসলে আমি দেখতে চাইছি তিন ছবিওয়ালা ব্লগ ওপেন হতে কত সময় লাগে।  
মন্তব্যে অনেক ধন্যবাদ রইলো
১৩|  ১০ ই নভেম্বর, ২০২০  দুপুর ১২:৫০
১০ ই নভেম্বর, ২০২০  দুপুর ১২:৫০
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার ছবি। বিশেষ করে প্রথম ২টি।
কাঠঠোকরা মাদার অব থাউজেনের কাছে কি করছিলো কেজানে!!!
  ১১ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:২১
১১ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:২১
জুন বলেছেন: মরুভূমির জলদস্যুর মন্তব্য পড়ে বুঝলাম জলদস্যু হলেও দৃষ্টিও ৬/৬   
  
কাঠঠোকরা খানাপিনা শেষে বিশ্রাম নিচ্ছে। সব পাখিরা তাই করে,  আবার একটা ঝুঁটি শালিক আছে তার কাজ হলো খেয়েদেয়ে বাকি খাবার নিয়ে চৌকিদারি করা যাতে অন্য পাখিরা খেতে না পায়।  
  মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ রইলো 
১৪|  ১০ ই নভেম্বর, ২০২০  দুপুর ১২:৫১
১০ ই নভেম্বর, ২০২০  দুপুর ১২:৫১
রামিসা রোজা বলেছেন: 
ভাগ্যবানদের বাসায় পাখির আগমন হয়, টিয়া পাখিগুলো 
খুব সুন্দর।পাখিপ্রেমী আপুর প্রতি  ভালোবাসা ও পোস্টে ভালোলাগা রেখে গেলাম ।
  ১১ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:২৬
১১ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:২৬
জুন বলেছেন: নিজেদের আমরা সত্যি ভাগ্যবান মনে করি এত পাখির ভালো বাসা পেয়ে রামিসা রোজা।  নাহলে আমাদের অনেক পরিচিত চেষ্টা করেছে কিন্ত আসে নি।  তবে আমরা ধৈর্য্য ধরে ছিলাম বহুদিন।  প্রথম  প্রথম চড়ুই আসতো তারপর বুলবুলি আস্তে আস্তে দোয়েল, ফিংগে, কাঠ শালিক,  ঝুটি শালিক, টিয়া ঘুঘু ছাড়াও অনেক অনেক পাখি এখন আমাদের মেহমান। 
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে রোজা।
১৫|  ১০ ই নভেম্বর, ২০২০  দুপুর ১:৪৬
১০ ই নভেম্বর, ২০২০  দুপুর ১:৪৬
রাজীব নুর বলেছেন: সামু কিছুদিন ধরে খুব স্লো। আশা করি ঠিক হয়ে যাবে। আসলে এর জন্য আমি দায়ী। সারাদিন এত এত পোস্ট করি। সার্ভার ভাবী করে ফেলেছি। হে হে---- 
  ১২ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:১৫
১২ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:১৫
জুন বলেছেন: সামু কিছুদিন ধরে খুব স্লো।  আসলে এর জন্য আমি দায়ী। সারাদিন এত এত পোস্ট করি। সার্ভার ভাবী করে ফেলেছি   
  
   
    
এই কথা শোনার পর আর কিইবা বলার আছে আমার রাজীব নুর ।
অনেক ধন্যবাদ থাকলো এমন অকপট স্বীকরোক্তির জন্য 
১৬|  ১০ ই নভেম্বর, ২০২০  দুপুর ২:৪৭
১০ ই নভেম্বর, ২০২০  দুপুর ২:৪৭
ভুয়া মফিজ বলেছেন: আপনের পরীক্ষার কি অবস্থা মনে হয়? আমি তো পুরাই টায়ার্ড। ছবিগুলা তো বড়ই চমৎকার। পোষ্টায় ফালান, যদি ধৈর্য থাকে। আপনে কষ্ট কইরা পোষ্টাইলে আমরাও কষ্ট কইরা দেইখ্যা ফালামু নে!! 
  ১২ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:২০
১২ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:২০
জুন বলেছেন: আমি তো পুরাই টায়ার্ড।  হ আমিও ড্যাম টায়ার্ড এই চাক্কার ঘুর্নিতে    
    
পুরাই অসহ্য লাগছে । ছবি ব্লগ বোঝেনই তো একটা ছবি আপলোড করতে দিয়ে মাছ বা মাংসের মশল্লাটা কষিয়ে ফেলি । সময়ের সর্বোচ্চ ব্যাবহার আরকি   তো এইভাবে দুজন মানুষের জন্য কতবার তরকারি নান্না করবো কন !!
   তো এইভাবে দুজন মানুষের জন্য কতবার তরকারি নান্না করবো কন !! 
যাক পরীক্ষায় আপ্নেও পাশ করছেন তার জন্য ম্যালাটি ধন্যবাদ দিয়া আপ্নেরে খাটো করতে চাই না । এমনিতেই খাটো মানুষ  
১৭|  ১০ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:২৩
১০ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:২৩
আহমেদ জী এস বলেছেন: জুন,
একটা প্রশ্ন ফাস জেনারেশনের মতো পরীক্ষা দিলেন মনে হয়।  ব্লগের চরকা যে ঘোরে আর ঘোরে সে প্রশ্নতো ফাস হয়েছে কতো আগে! সেটা জেনেও পরীক্ষায় বসলেন ?
 ব্লগের চরকা যে ঘোরে আর ঘোরে সে প্রশ্নতো ফাস হয়েছে কতো আগে! সেটা জেনেও পরীক্ষায় বসলেন ?   নাকি আমাদের পরীক্ষা করে দেখলেন, কতোখানি ধৈর্য্য ধরে আমরা পোস্টের গিট্টু খুলে উত্তর দিতে পারি ? ভেরী ব্যাড।
  নাকি আমাদের পরীক্ষা করে দেখলেন, কতোখানি ধৈর্য্য ধরে আমরা পোস্টের গিট্টু খুলে উত্তর দিতে পারি ? ভেরী ব্যাড।  
এখন তো আন্নের পাখিগুলানরে দিয়া  বলাইতে হয় - "যাও পাখি বলো তারে / ব্লগ যেন ভোলেনা মোরেএএএ................."
পরীক্ষায় আন্নেও পাশ আমরাও পাশ। 
  ১২ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:২৮
১২ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:২৮
জুন বলেছেন: একটা প্রশ্ন ফাস জেনারেশনের মতো পরীক্ষা দিলেন মনে হয়।  ব্লগের চরকা যে ঘোরে আর ঘোরে সে প্রশ্নতো ফাস হয়েছে কতো আগে! সেটা জেনেও পরীক্ষায় বসলেন ?
 ব্লগের চরকা যে ঘোরে আর ঘোরে সে প্রশ্নতো ফাস হয়েছে কতো আগে! সেটা জেনেও পরীক্ষায় বসলেন ?  নাকি আমাদের পরীক্ষা করে দেখলেন, কতোখানি ধৈর্য্য ধরে আমরা পোস্টের গিট্টু খুলে উত্তর দিতে পারি ? ভেরী ব্যাড।  এখন তো আন্নের পাখিগুলানরে দিয়া বলাইতে হয় - "যাও পাখি বলো তারে / ব্লগ যেন ভোলেনা মোরেএএএ................."
 নাকি আমাদের পরীক্ষা করে দেখলেন, কতোখানি ধৈর্য্য ধরে আমরা পোস্টের গিট্টু খুলে উত্তর দিতে পারি ? ভেরী ব্যাড।  এখন তো আন্নের পাখিগুলানরে দিয়া বলাইতে হয় - "যাও পাখি বলো তারে / ব্লগ যেন ভোলেনা মোরেএএএ................."
পরীক্ষায় আন্নেও পাশ আমরাও পাশ। 
   হা হা হা আহমেদ জী এস আপনার রসিকতায় আমি মুগ্ধ এর জন্য আপ্নারে জিপিএ ৫ দিলাম   
   
প্রশ্নফাস তো আছি সাথে ডোডোপাখির মত নির্বোধ ।নইলে এত কিছু জেনেও পরীক্ষায় বসা   
    
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।
১৮|  ১০ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:৪৫
১০ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:৪৫
ঠাকুরমাহমুদ বলেছেন: 
আমার কেনো জানি মনে হচ্ছে বিচিত্র কোনো কারণে পাখিরা আপনাকে পছন্দ করেন। - আমি নিজে পাখি পছন্দ করি তাই আমার কাছে এমনটি মনে হচ্ছে।
  ১২ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:৩৬
১২ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:৩৬
জুন বলেছেন: আসলেও তাই মনে হয় পাখিরা আপনাকে পছন্দ করে ঠাকুরমাহমুদ । 
খাবারের গুড়ো উড়ে যায় নীচ তালার বারান্দায় কমপ্লেন করে । ভাবি আর খাবার দেবো না কিন্ত এমন ডাকতে থাকে মাঝে মাঝে রাগও প্রকাশ করে তখন আর না দিয়ে পারি না । কত বিচিত্র পাখি যে আসে । 
আন্তরিক মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে 
১৯|  ১০ ই নভেম্বর, ২০২০  রাত ৮:৪৭
১০ ই নভেম্বর, ২০২০  রাত ৮:৪৭
ঢাবিয়ান বলেছেন: টিয়া পাখিগুলান বড়ই সুন্দর। আর ছবির  বিল্ডিংগুলাও খুব সুন্দর। ঢাকা শহড়ের ছবির দিকে বেশিক্ষন তাকাতে পারি না। ভেতরটা কেমন জানি করে  
  ১২ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:৪০
১২ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:৪০
জুন বলেছেন: এক একটি পাখির এক এক রকম আচরন ঢাবিয়ান । টিয়া অবশ্য তার সৌন্দর্য্যে অপরূপ কিন্ত অন্যান্যরাও তাদের নানা রকম সৌন্দর্য্যে দ্বেদীপ্যমান । 
বাইরে থাকলে দেশের জন্য সত্যি মন কেমন করে ।  সেটা বাইরে না গেলে বোঝা যায় না ।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।
২০|  ১০ ই নভেম্বর, ২০২০  রাত ৯:০৬
১০ ই নভেম্বর, ২০২০  রাত ৯:০৬
মনিরা সুলতানা বলেছেন: পরীক্ষায় গোল্ডেন এ এ +++++
  ১২ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:৪২
১২ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:৪২
জুন বলেছেন: মনিরা আপ্নেগো এইসব সার্টিফিকেটতো আমার কাছে রিজেন্টের শাহেদের দেয়া সনদপত্রের মতই লাগতেছে   
  
হা হা হা অনেক ভালো থেকো সবসময় । মন্তব্যে ধন্যবাদতো রইলোই ।
২১|  ১১ ই নভেম্বর, ২০২০  রাত ১১:০৮
১১ ই নভেম্বর, ২০২০  রাত ১১:০৮
মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন: মরুভূমির জলদস্যুর মন্তব্য পড়ে বুঝলাম জলদস্যু হলেও দৃষ্টিও ৬/৬ 
মাইনাস ফোর পাওয়ারের চশমা চোখে আমার।
  ১২ ই নভেম্বর, ২০২০  দুপুর ১২:০৮
১২ ই নভেম্বর, ২০২০  দুপুর ১২:০৮
জুন বলেছেন: মাইনাস ফোর   বলেন কি !!
  বলেন কি !! 
তারপর ও কি নিখুত ছবি তোলেন আপনি । অলকানন্দাগুলো অসাধারন লাগছে এ কথাটি লিখতেই ভুলে গিয়েছি আপনার পোস্টে জলদস্যু ।  অসংখ্য ধন্যবাদ মন্তব্যে ।
২২|  ১২ ই নভেম্বর, ২০২০  দুপুর ১২:৩৮
১২ ই নভেম্বর, ২০২০  দুপুর ১২:৩৮
রানার ব্লগ বলেছেন: টিয়া ও ঘুঘু আমার ফেভারেট পাখি , কেউ যদি আমাকে টিয়ার রাজ্যে ছেড়ে আসে আমি মহা আনন্দে থাকবো। আপনি কোথায় থাকেন টিয়া পাখি আপনার এত্ত কাছে আসে , ভাবাই যায় না।
  ১২ ই নভেম্বর, ২০২০  রাত ৮:০০
১২ ই নভেম্বর, ২০২০  রাত ৮:০০
জুন বলেছেন: ঘুঘুও আসে রানার ব্লগ। কিযে সুন্দর গোলাপি রঙ দেখার মত। টিয়ারা একটু বেশি সাহসী অন্য পাখিদের চেয়ে। মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ রইলো।
আমি আপাতত ঢাকায় আছি। আপনি অনেক দিন পর ব্লগে আসলেন মনে হলো। আশাকরি ভালোই ছিলেন।
২৩|  ১৩ ই নভেম্বর, ২০২০  রাত ১০:১৮
১৩ ই নভেম্বর, ২০২০  রাত ১০:১৮
আমি তুমি আমরা বলেছেন: ঢাকা শহরে টিয়া আর কাঠঠোকরা? বাহ।
  ১৬ ই নভেম্বর, ২০২০  দুপুর ১২:৪০
১৬ ই নভেম্বর, ২০২০  দুপুর ১২:৪০
জুন বলেছেন: হু টিয়া কাঠঠোকরা ঘুঘু বুলবুলি কত রকম পাখি আসে   
  
মন্তব্যে অনেক ধন্যবাদ।
২৪|  ১৫ ই নভেম্বর, ২০২০  বিকাল ৪:২০
১৫ ই নভেম্বর, ২০২০  বিকাল ৪:২০
ফয়সাল রকি বলেছেন: সুন্দর।
  ১৬ ই নভেম্বর, ২০২০  দুপুর ১২:৪১
১৬ ই নভেম্বর, ২০২০  দুপুর ১২:৪১
জুন বলেছেন: অবশ্যই সুন্দর ফয়সাল রকি।  আই লাভ দেম  
২৫|  ১৭ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:৩৬
১৭ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:৩৬
কবিতা পড়ার প্রহর বলেছেন: কাঁঠঠোকরা দেখে মুগ্ধ হলাম।
  ১৭ ই নভেম্বর, ২০২০  রাত ৯:২৬
১৭ ই নভেম্বর, ২০২০  রাত ৯:২৬
জুন বলেছেন: হু ওরা আমার সন্টু পাখির দল কবিতা   
২৬|  ২০ শে নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:৫১
২০ শে নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:৫১
আহমেদ জী এস বলেছেন: জুন,
আপনার পরীক্ষা কি এখনও শেষ হয়নি ? আমার সাম্প্রতিকতম পোস্টে গায়ে গতরে হৃষ্টপুষ্ট একটি মন্তব্য করে এসেছেন যখন তখন বোঝাই যাচ্ছে ব্লগের কার্সার চক্করের ঝামেলা আপনার নেই। আমাদেরও এখন অনেকটাই নেই। 
এখনই সুযোগ ছবি ব্লগ দেয়ার। বলা যায়না আবার কখন কার্সার চক্করবাজী দিতে শুরু করে।  
 
এখন অটো প্রমোশন পাচ্ছেন , দেরী করলেই আবার পরীক্ষায় বসতে হবে কিন্তু ..............  
  
  ৩০ শে নভেম্বর, ২০২০  সকাল ১০:৩০
৩০ শে নভেম্বর, ২০২০  সকাল ১০:৩০
জুন বলেছেন: জী জী আমার পরীক্ষা শেষ।  বুঝেন্না প্রশ্নফাস হলে সেই পরীক্ষা দিতে কি আর সময় লাগে   
 
আর বইলেন্না পরীক্ষা পাসের পর এমন তড়তড়িয়ে গাছের মাথায় উঠে যাচ্ছিলাম যে নীচে কিছু পড়ে আছে খেয়ালই করি নি। এটা অত্যন্ত গর্হিত এক কাজ হয়েছে আমার।  আন্তরিক দুঃখিত আহমেদ জী এস। আপনার কাছে দুঃখ প্রকাশ করছি আমি। ভালো থাকুন সাথে থাকুন সবসময় এই প্রত্যাশা রইলো  আমার। সকালের শুভেচ্ছা।
২৭|  ২৪ শে নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:৫৯
২৪ শে নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:৫৯
মেহবুবা বলেছেন: দারুন।
এই জায়গায় আপনার সাথে আমার একটু মিল পাচ্ছি, সময় পেলে একটা পোষ্ট দেব ।
  ৩০ শে নভেম্বর, ২০২০  সকাল ১০:৩৩
৩০ শে নভেম্বর, ২০২০  সকাল ১০:৩৩
জুন বলেছেন: অবশ্যই দিবেন মেহবুবা। আপনার পোস্টের অপেক্ষায় থাকলাম। মন্তব্যে অনেক ধন্যবাদ জানবেন।
২৮|  ২৫ শে জানুয়ারি, ২০২১  সকাল ৯:৫৩
২৫ শে জানুয়ারি, ২০২১  সকাল ৯:৫৩
খায়রুল আহসান বলেছেন: পাঠকের রায়ে পরীক্ষায় তো পাশ করেছেন সেই কতদিন আগে! প্রায় সবাই বলেছেন, তারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন মূল পোস্টের জন্য। কিন্তু সেটা কোথায়! 
আপনার পাখিভাগ্য খুব ভাল, তা আগে থেকেই জানি। আর ভাল হবেই না বা কেন। পাখিরা এমন দিলখোলা মেহমানদারি উপেক্ষা করে কি করে? আমার ভাগ্য আপনারটার মত এতটা ভাল না হলেও, কিছু কিছু পাখি আমার বারান্দায়ও আসে। কিন্তু সেটা চড়ুই, বুলবুলি আর শালিক পর্যন্তই। মাঝে মাঝে কিছু কাকও হানা দেয়। ওরা এসে খেয়েও যায়, আবার দেখেও যায় প্ল্যান্টের টবে কোন পাখি বাসা বেঁধেছে কিনা, ডিম রেখে গেছে কিনা। আমার বাসার সামনে দিয়ে ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি কর্কশ স্বরে ডাকতে ডাকতে উড়ে গিয়ে অনতিদূরের গাছে গিয়ে বসে। আমার নাতনি সেটা দেখে খুশি হয়, কিন্তু ও চায় যে কিছু টিয়া আমার বারান্দাতেও আসুক। কিন্তু ওরা আসে না।
  ২৮ শে জানুয়ারি, ২০২১  রাত ৮:৩২
২৮ শে জানুয়ারি, ২০২১  রাত ৮:৩২
জুন বলেছেন: প্রায় সবাই বলেছেন, তারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন মূল পোস্টের জন্য। কিন্তু সেটা কোথায়!  
 সেটা তো কবেই দেয়া শেষ । আপনার চোখ ফাকি দিয়ে গেছে মনে হয়  
  
পাখিরা আসবে ধীরে ধীরে । প্রথমে চড়ুই বুলবুলিরাই আসে ।
সময় করে আমার পোষ্টে এসে একটি সুচিন্তিত মন্তব্য করেছেন তার জন্য অনেক ধন্যবাদ জানবেন ।  
©somewhere in net ltd.
১| ০৯ ই নভেম্বর, ২০২০  রাত ১০:৫৮
০৯ ই নভেম্বর, ২০২০  রাত ১০:৫৮
সোহানী বলেছেন: পরীক্ষায় পাস... । এইবার মূল পোস্ট দিয়ে ফেলেন..................
 । এইবার মূল পোস্ট দিয়ে ফেলেন..................