নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

শুভ সকাল

২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:৩৪


আমার ছোট বাগানের কসমসিয় শুভেচ্ছা।

আজ পেপার পড়তে গিয়ে নিউজটায় চোখ আটকে গেল। চীন বলেছে করোনা ভাইরাস এর উৎপত্তি ভারত আর বাংলাদেশে, তাদের উহানে নয়। চীন কি শুধুমাত্র ভারতের নাম নিতে ভয় পেলো! তাই আমাদের দেশের নামটাও জুড়ে দিল!!
বাংলাদেশে চীনের এত বড় বড় প্রকল্প চলছে, চলবে মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, বিশাল তিস্তা প্রকল্প এছাড়াও আরও কতশত। এসব কথা কি চীন ভুলে গেল! নাকি মনে করে বাংলাদেশ তাদের এতই ঘনিষ্ঠ বন্ধু যে মিথ্যা ইলজাম দিলেও তারা কিছু মনে করবে না। আইআইডিডিসিয়ার অবশ্য এই বক্তব্যকে ভুয়া বলেছে।
ব্লগার শাহ আজিজ এটা নিয়ে আরও বিস্তারিত কিছু লিখবে হয়তো। আমি নাস্তার ফাকে ফাকে মোবাইলে যেটুকু পারলাম শেয়ার করলাম তাদের জন্য, যারা এখনো নিউজটি পড়েন নি।
যাইহোক আমার ছোট বারান্দার ফুল দেখুন।

আমার বাগানের ফুলের শুভেচ্ছা

ছবি আমার মোবাইলে আমার গাছের

মন্তব্য ৫৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:২১

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: সকাল বেলা চায়ের সাথে খবরের কাগজ না পড়ে ফুলের ছবি দেখা অনেক প্রশাস্তিদায়ক ও স্বস্তিদায়ক।

২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৩৪

জুন বলেছেন: ঠিকই বলেছেন আপনি। তাইতো নিউজ পড়ে বারান্দায় গিয়ে ফুল দেখে প্রশান্তি লাভ করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম :)

২| ২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:২৯

সাবিনা বলেছেন: আপনাকেও ফুলল শুভেচ্ছা শুভেচ্ছা

২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৩৬

জুন বলেছেন: আপনার জন্যও রইলো অনেক শুভকামনা সাবিনা :)

৩| ২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৪৬

ইসিয়াক বলেছেন: খুব সুন্দর ফুলের ছবি।
শুভসকাল আপু।

২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৩৬

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে ইসিয়াক :)

৪| ২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:০০

আল ইফরান বলেছেন: আপু, এইগুলা চায়নার স্মিয়ারিং ক্যাম্পেইনের একটা অংশ।
বরঞ্চ আমাদের মত দরিদ্র দেশগুলোর উচিত চীনকে অবহেলাজনিত গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে হাজির করানোর ব্যবস্থা করা। উহান থেকে কিভাবে ভাইরাস ছড়িয়েছে (প্যাশেন্ট জিরো উহানেই ছিলো) তার প্রপার রিপোর্ট পাবলিকলি এভেইলেবল করার জন্য চীনের উপর চাপ সৃষ্টি করা উচিত।

২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৪৯

জুন বলেছেন: আল ইফরান যৌক্তিক মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে। আমি কালই আমার হাসবেন্ডকে এ কথাই বলছিলাম যে এই করোনা অবশ্যই কোন জীবানু অস্ত্রের পরিনাম। যদি চীনের গবেষণাগার থেকে এটা লিক হয়েই থাকে তবে চীনকে এত সহজে ছেড়ে দেয়া ঠিক হবে না। আমি একমাত্র আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়া চীনের বিরুদ্ধে আর কোন দেশের প্রধানদের কাউকে একটি কথাও বলতে শুনি নি। ভারত যে দিনরাত চীনের সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, দেশ বিদেশ থেকে মিলিয়ন মিলিয়ন ডলারের স্বমরাস্ত্র কিনছে স্বয়ং সেই ভারতও করোনা ভাইরাসের ব্যাপারে চীনের বিরুদ্ধে একটি কথাও বলে নি।
বাংলাদেশ আর ভারতেই যদি উৎপত্তি হয়ে থাকে তবে ২০২০ এর জানুয়ারি ফেব্রুয়ারি থেকে থাইল্যান্ডের বিটিএস স্কাই আর মেট্রোরেল এর মনিটরে স্টেশনের নাম ঘোষণার পাশাপাশি "প্রে ফর উহান" কথাটা ভেসে আসতো ক্যানো! আর উৎপত্তি স্থলে একটা সংক্রমণ ও হলো না আর হাজার হাজার লোক কি না মারা যাচ্ছিল উহানে!!
অনেক কথা লিখলাম। ভালো থাকুন সবসময়।

৫| ২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:০৪

শাহ আজিজ বলেছেন: সকালে আমিও তাজ্জব !! মনে মনে হোম ওয়ার্ক করছি কি দিয়ে শুরু করা যায় । ছাদে গেলাম রোদ্দুর লাগাতে । এই নামলাম ভিটামিন ডি সংগ্রহ করে । এখন লিখব ঝেড়ে কেশে ।

২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৫৪

জুন বলেছেন: লিখেন শাহ আজিজ। আমি আপনার লেখার প্রতীক্ষাই করছি। আপনি খুব অল্প করে আমার বিস্ময়ের প্রকাশ করেছি মাত্র।
আর শোনেন ১১ টার আগের রোদে কাজ হবে না শুনেছি। ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত রোদ ভিটামিন ডি এ ভরপুর ;)

৬| ২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: সংবাদ পত্র পড়া ও টেলিভিশনের সংবাদ শোনা বাদ দিয়ে আমি যে ভুল করি নাই সেটা আবারও প্রমান হলো।

২৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৩৫

জুন বলেছেন: সেটাই জলদস্যু। কিন্ত পড়তে আমার খুউব ভালো লাগে এমনকি ঝাল মুড়ি খেয়ে ঠোংগা পর্যন্ত খুলে পড়ি =p~
টিভিতে খবর খুব কম দেখি ইদানীং। আর দেখলেও বিবিসি। বাংলাদেশ, সিএন এন তো নাই। বাংলাদেশের খবরে এত দুর্নীতি, এত হিংস্রতা আর বীভৎস খবর থাকে যা দেখতে আমার বিন্দুমাত্র ইচ্ছে করে না। পেপারে আপনার সংবাদ বাছাই এর স্বাধীনতা থাকে এই আর কি। ধন্যবাদ আপনাকে।

৭| ২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ সকাল আপি

২৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৩৫

জুন বলেছেন: শুভ দুপুর কাজী ফাতেমা :)

৮| ২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৩৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: কসমসির শুভেচ্ছা পেয়ে মন চনমনিয়ে উঠেছে।
শুভেচ্ছা আপনাকেও।

২৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৫০

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ছন্দের যাদুকর বি এম বরকতউল্লাহ :)

৯| ২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৪১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: চিন্তার কোনো কারণ নেই - চীনকে সাইজ করার জন্য আগামী বছর আসিতেছে 'জ বাইডেন '।

২৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৫৫

জুন বলেছেন: কি যে বলেন বিশুদ্ধানন্দ! আমারতো মনে হয় বাইডেন নিজেই সাইজ হয়ে আছে। দেশ চালাবে কমলা। চার বছর পর ডেমোক্রেটদের যে চুড়ান্ত পরাজয় হবে তা আমি স্বচক্ষে দেখতে পাচ্ছি আম্রিকার এই জুড়ুয়া দুজন রাস্ট্র প্রধানকে দেখে। এসব নিয়ে কিছু বলতেও ভয় পাই কলাবাগান না এসে হাজির হয় :-&

১০| ২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৪৭

রামিসা রোজা বলেছেন:
চায়না জাতী সব সময় মিথ্যা কথা বলে এটা ওদের সহজাত স্বভাব ।

সৌন্দর্যময় ফুলের শুভেচ্ছা পেয়ে মুগ্ধ হ'লাম।
আপনাকেও শুভেচ্ছা আপা ।

২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৬

জুন বলেছেন: এক সময়ের আফিমের নেশায় বুদ সাধারণ চীনারা রাজাদের আমলে আজীবন কঠোর আইন কানুন এর মাঝে জীবন যাপন করেছে। এরপর বিপ্লবের মাধ্যমে কম্যুনিজম প্রতিষ্ঠিত হলে তার সাথে যোগ হয়েছে গোপনীয়তা। সারা দুনিয়ার সাথে বিচ্ছিন্ন থেকে এখন কিছুটা স্বাধীনতা পেলেও তাদের মন মানসিকতা পালটে যায় নি। বিরাট দেশ বিশাল জনসংখ্যা নিয়ে এখনো কম্যুনিস্ট পার্টির শাসনেই আছে।
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে রামিসা রোজা। ভালো থাকুন সবসময়।

১১| ২৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:০২

ঠাকুরমাহমুদ বলেছেন:



সু - সংবাদ
চীনরে ১৪০ কোটি জনসংথ্যা যে আসলে বাংলাদেশী এটাতো জানা ছিলো না। এতো বড় তথ্য চীন এতোদিন গোপন করেছে! এতো মহা অন্যায় ও রিতিমতো জালিয়াতি! অচিরেই আমরা চীনের পাসপোর্ট হাতে পাচ্ছি উইথ ট্যাক্স পেয়ার ন্যাশনালিটি।

২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২১

জুন বলেছেন: পাসপোর্ট পাবেন ঠিকই তবে উইঘুর পাসপোর্ট ঠাকুর মাহমুদ B-)
তবে বিকেলে দেখলাম এটা ভিত্তিহীন সংবাদ জানিয়েছেন বাংলাদেশের চীনা রাস্ট্রদুত। সাউথ চায়না মর্নিং পোস্ট আর বৃটিশ দ্যা সান পত্রিকার মিলিত তথ্য এটা।
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে :)

১২| ২৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: মেঘ ইন চাইনা। সবকিছু সম্ভব।‌ ওসব না ভেবে বরং ভ্যাকসিন হোক আমাদের সকলের আশার...

আপনার ছোট বাগানের শুভেচ্ছা নিলাম। তবে আপু আমার আপনার মত বাগান নেই ঠিকই কিন্তু অন্তরের শুভেচ্ছা রইলো আপনাকে।

অফটপিকা:-কিছুদিন আগে মাহা ভাইয়ের সঙ্গে কথা হলো। উনি ওনার পেশাগত কাজে প্রচন্ড ব্যস্ত।সময় পেলে ব্লগে ফিরবেন জানিয়েছিলেন।

২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৭

জুন বলেছেন: পদাতিক সত্যি বলতে কি আমি একটু ক্যাপিটেলিষ্টক মাইন্ডের। ঐসব গরীব কম্যুনিস্ট দেশের ( চীন রাশিয়া) ভ্যাক্সিনে ভক্তি নাই ;) আমি অপেক্ষায় আছি ফাইজার বা মর্ডানার ভ্যাক্সিনে =p~
আপনার শুভেচ্ছা আন্তরিকতার সাথে গৃহীত হইলো যদিও কোন ছবি দ্যান্নাই ( নেট থিকা হইলেও দিতে পার্তেন) :`>
মাহার ব্যাপারে চিন্তিত ছিলাম। আপনার তথ্যে একটু নিশ্চিন্ত হোলাম। ইদানীং কেউ বেশি দিন অনুপস্থিত থাকলে ভয় হয়। যাক ভালো আছে জেনে অনেক ভালো লাগলো। এটা জানিয়ে দেবেন মাহাকে। ধন্যবাদ অনেক অনেক।

১৩| ২৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩৮

নেওয়াজ আলি বলেছেন: এর চেয়ে আরো বড় মিথ্যা অপবাদ দিলে আমরা বলবো লাভ ইউ। কারণ চেয়ার ঠিক রাখাই আমার কাজ। শুভ কামনা।

২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩০

জুন বলেছেন: শি জিন পিং কে জানিয়ে দিতে হবে আপনার ভালোবাসার কথা নেওয়াজ আলি। চেয়ার ধরে রাখেন শক্ত করে ;)
মজার একটি মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।

১৪| ২৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:১১

ভুয়া মফিজ বলেছেন: ফেসবুকিয় পোষ্ট। শকিং!! আপনে কি লেখালেখি ভুইলা গেলেন নাকি? দুইটা ফুলের ফটুক দিছেন দেইখ্যা একটা লাইক দিয়া গেলাম। =p~

২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

জুন বলেছেন: ফেসবুকিয় পোষ্ট। শকিং! :-* কি যে কন! আমি কাকুর থিওরি ধরছি। যখন তখন ধুমধাম দুই লাইন। হিট আর হিট। টিয়ারপি হু হু কইরা বাড়তেছে B-)
আপ্নের লাইকের জন্য মেলাটি ধন্যবাদ ভুয়া। ভালো থাকুন আর প্রতিবেশির খোজ খবর রাখুন।

১৫| ২৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৫৯

রাজীব নুর বলেছেন: এই নিউজ আমাকে প্রচন্ড মর্মাহত করেছে।
আমরা দরিদ্র দেশ বলে, লোকে যা খুশি বলে দিবে?
আমার প্রচন্ড রাগ লাগছে।

২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪২

জুন বলেছেন: হু গরীব বলে অনেকেই দু চার কথা শুনিয়ে দেয় রাজীব নুর। দুনিয়ার কোথাও গরীবের ভাত নাই :((
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে :)

১৬| ২৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:



"দি সান" একটা টেব্লয়েড পত্রিকা; আপনি কোথায় পড়েছেন?

২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

জুন বলেছেন: নেটে চাদগাজী। আমি তো নেটে প্রায় ৮/১০ টা পেপার পড়ি। বাংলাদেশের পেপার ছাড়াও আনন্দবাজার, টাইমস অফ ইন্ডিয়া, ব্যাংকক পোস্ট, থাইগার, বিবিসি, সাউথ চায়না মর্নিং পোস্ট এইসব আর কি।

১৭| ২৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩২

ওমেরা বলেছেন: উনারা মনে হয় এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন !
আপনাকেও অনেক শুভেচ্ছা আপু
আমার নভেম্বর ক্যাকটাস ফুলের ।

২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

জুন বলেছেন: শাক দিয়ে দুরের কথা ত্রিপল দিয়েও মনে হয় ঢাকতে পারবে না তাদের কান্ডকারখানা ওমেরা। যাক এই বিপদ থেকে দুনিয়া শীঘ্রই মুক্তি পাক এই দোয়াই করি। মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ রইলো।

১৮| ২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৩

ঢাবিয়ান বলেছেন: শীত এলেই বড় বেশি মিস করি ফেলে আসা দেশটাকে। প্রথম যেই ছবিটা দিয়েছেন, তা আমার বড় প্রিয় এক দৃশ্য। দেশে এখন সব বাসায় বাসায় বারান্দায় শোভা পাবে এই গাদা ফুল, রাস্তা দুই ধারেও দেখা যাবে হলুদের এই সমারোহ। বড় মনোরম, দৃষ্টিনন্দন এই দৃষ্য।

২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

জুন বলেছেন: গাঁদা ফুল আমি প্রথম দেখে মুগ্ধ হয়েছিলাম সীতাকুণ্ড থাকার সময়। তখন আমি অনেক ছোট। সবার বাসার সামনে বিশাল লন আর তাতে বড় বড় হলুদ গাদাফুল ফুটে আছে।
আপনাকে স্মৃতি কাতর করে তোলার জন্য দুঃখিত ঢাবিয়ান। ভালো লাগলো আপনাকে মন্তব্যে পেয়ে। ভালো থাকুন সবসময়।

১৯| ২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৬

ভুয়া মফিজ বলেছেন: আপনে কাকু ভয় পান, কলাবাগান ভয় পান, বাশবাগান ভয় পান........আর কি কি ভয় পান? এত্তো এত্তো ভয় নিয়া ব্লগান কেমনে? :P

২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

জুন বলেছেন: সেজন্য ভাবছি লেখার শুরুতেই একটা হোরাসের চক্কু লাগায় দিবো ভুয়া। তবে আমি কাকুরে বেশি ডড়াইনা। ডড়াই বাশবাগানরে :-& বাপ্রে কি ধমক আর ধমক :P

আরেকবার আইসা পোস্ট নিয়া কিছু বইলেন। সাইড ডিশ নিয়া পইরা থাকলে কি চলবে #:-S

২০| ২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০১

মেহবুবা বলেছেন: স্নিগ্ধ ফুলেল পোষ্টে হঠাৎ ভ্রমরের (চীনের) আবির্ভাব !

২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

জুন বলেছেন: হু মেহবুবা এখন গুন গুন করে আসুন আমরা গাই "ভ্রমর কইও গিয়া ---- :)
মন্তব্যর জন্য আন্তরিক ধন্যবাদ রইলো।

২১| ২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১২

আহমেদ জী এস বলেছেন: জুন,




"শুভ সকাল" বলে এই অশুভ খবরটি কেন দিলেন ?
এটা জানেন না, ট্রাম্প সাহেবকে এতোদিন থেকে দেখে দেখে চীনও এখন "ট্রাম্পীয়" ষ্ট্যান্টবাজী শিখে গেছে কারন "প্রচারেই প্রসার" ? :P
ট্রাম্পের বাইডেন-কমলার পেছনে লাগার মতো ভুয়া মফিজও আপনার পেছনে লেগেছে কেন ? আপনি কি কমলা হ্যারিস ? না হৈলে ভুয়া মফিজ ক্যান জিগাইলো - এত্তো এত্তো ভয় নিয়া ব্লগে কামলা দ্যান কেমতে ? :)

যাইকগা -- এ সন্ধ্যায় আপনার জন্যে ..............

৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:৪৫

জুন বলেছেন: এক শুভ সকালের শুভেচ্ছার উত্তর আরেক শুভসকালে দিচ্ছি। বুঝলেন দিয়েছিলাম তো নাস্তা নাস্তা খেতে খেতে হাল্কা চালে এই পোস্ট। এখন দেখছি এটা আপনার লেখা মহাবেকুব জাতীয় কথনের একজন বেকুব বনে যাচ্ছি :P
সাউথ চায়না মর্নিং পোস্ট, ডেইলি সান ( এটা নাকি ট্যাবলয়েড পত্রিকা) আনন্দবাজার ছাড়াও আমাদের দেশের জাতীয় পত্রিকায় লিখেছে, চীনা রাস্ট্রদুত এই খবরে রিএকশন দেখিয়েছে, দেখিয়েছে আমাদের আইআইডিসি সি আর। এখন এটা সামুতে শেয়ার করে যদি বেকুব উপাধি পেতে হয় তাহলে আর বলার কিছু নেই।
ভুয়ার মনে হয় আমার উপর রাগ যেদিন ডায়নার মোমের মুর্তিতে উনার আংগুলের নখের অগ্রভাগ দেখে হিউইটের ঘোড়ার ঘাস কাটা আংগুলের তুলনা করেছিলাম =p~
মজার একটি মন্তব্যের জন্য আপনাকে কি বলে যে ধন্যবাদ দেবো ভেবেই পাচ্ছি না। সব সময় আমার সাথে আছেন আমার হাজারো ত্রুটি বিচ্যুতিকে ক্ষমাসুন্দর চোখে দেখে তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। ভালো লাগা রইলো অনেক অনেক।

২২| ২৯ শে নভেম্বর, ২০২০ রাত ৮:২০

মনিরা সুলতানা বলেছেন: সুন্দর ফুল !

৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:৪৭

জুন বলেছেন: ফুলগুলো খুব রংগীন আলো ঝলমলে। মন্তব্যে হাজারো ধন্যবাদ মনিরা।

২৩| ৩০ শে নভেম্বর, ২০২০ ভোর ৫:১৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: লেখিকা বলেছেন : দেশ চালাবে কমলা।

দেশ না চালালেও সে তার পূর্বপুরুষদের দেশ থেকে থেকে হাবিগুষ্টি (সিলেটের ভাষায়) এনে ভরে ফেলতে পারে। =p~
এমনিতেই আইটি সহ অনেক মধ্যম লেভেলের চাকুরী স্থানীয়দের হাত থেকে দাদাদের হাতে চলে যাওয়ায় স্থানীয়রা অনেকটা ফ্রাস্ট্রেটেড। তার মুক্ত শ্রমবাজারের নীতি ভবিষ্যতে রিপাবলিকানদের ভোটই বৃদ্ধি করবে।

দেশ চালাতে পারবে বলবে বলে মনে হয় না - যুক্তরাষ্ট্রের সিনেটর এবং কংগ্রেসম্যানরা এতটা কাঁচা নয় যে কমলাকে খোলা মাঠে গোল দিতে দিবে। তাদের সিস্টেমটাই চেক এন্ড ব্যালান্সের - সেখানে একজন গোটা দেশকে বাপ্দাদার সম্পত্তি বানিয়ে বেশি দিন টিকতে পারে না। পাগলা দাশু ট্রাম্প তারই জ্বলজ্যান্ত উদাহরণ।

কলাবাগান দ্বারা আক্রান্ত হলে আপনি কাঁঠালবাগানে পালিয়ে গা বাঁচাতে পারেন। =p~

০১ লা ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৪৫

জুন বলেছেন: দেশ না চালালেও সে তার পূর্বপুরুষদের দেশ থেকে থেকে হাবিগুষ্টি (সিলেটের ভাষায়) এনে ভরে ফেলতে পারে। =p~
এমনিতেই আইটি সহ অনেক মধ্যম লেভেলের চাকুরী স্থানীয়দের হাত থেকে দাদাদের হাতে চলে যাওয়ায় স্থানীয়রা অনেকটা ফ্রাস্ট্রেটেড। তার মুক্ত শ্রমবাজারের নীতি ভবিষ্যতে রিপাবলিকানদের ভোটই বৃদ্ধি করবে।
এই কথাটি আমি বলায় অভিযুক্তের কাঠগড়ায় লোকজন আমাকে দাড় করাতে চেয়েছে :( হিস্পানিকরাও চায়না তাদের কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা বৃদ্ধি পাক মেক্সিকোর বর্ডার উন্মুক্ত করে দিয়ে। সিনেট আর কংগ্রেস শক্ত আমিও জানি। দেখা যাক কি হয়। কমলা হয়তো নৃত্য করবে ঠমকিয়া ঠমকিয়া :`>
কাঠালবাগানেও জায়গা না হলে খেজুর বাগানে যাইতে হপে আরকি =p~
অনেক অনেক ধন্যবাদ রইলো সুন্দর ও মজার একটি মন্তব্যের জন্য স্বামী বিশুদ্ধানন্দ।

২৪| ৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ৮:১৩

ঢাবিয়ান বলেছেন: আরে আপু, কলাবাগান হউলো এই ব্লগের সবচেয়ে বড় বিনোদন। কাকুর রাজনৈতিক রম্য ( উনার ভাষ্যমতে অবস্য দেশের উন্নয়নমুলক পোস্ট) , কলাবাগানের হাহাপগে মার্কা কমেন্ট এইগুলো দেখার জন্যইতো ব্লগে আসি :)

০১ লা ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৪৮

জুন বলেছেন: আপনার মত আমিও ব্লগার চাদগাজীর মন্তব্য উপভোগ করি। তবে বাশবাগান আমার সাম্প্রদায়িক মুখোশ উন্মোচন করে দেয়ায় আমি মর্মাহত হয়েছিলাম /:)
দিলখোলা এক মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে ঢাবিয়ান :)

২৫| ৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ৮:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শুভ সকাল।

০১ লা ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৪৯

জুন বলেছেন: আপনাকে জানাই শুভসকাল সাজ্জাদ হোসেন।

২৬| ০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ৩:০৮

সোহানী বলেছেন: সবাই তার ফুলের ছবি দিচ্ছে..। দাঁড়ান আমিও দিচ্ছি..........

০২ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৫

জুন বলেছেন: জলদি জলদি দেন। অসাধারণ সেই সুন্দর ফুলগুলো স্বচক্ষে দেখি সোহানী :)

২৭| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৮

মোস্তফা সোহেল বলেছেন: বাংলাদেশকে হয়তো সব রাষ্ট দূর্বল ভাবে তাই যে যেভাবে পারছে একটা বদনাম চাপিয়ে দিচ্চে।
আদতে বাংলাদেশের ভাল চাই এমন রাষ্ট আছে কিনা আমার সন্ধেহ আছে।
রোহিঙ্গা ইস্যু নিয়েই একটু ভাবুন না।

১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

জুন বলেছেন: আসলে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে কোন দেশই আমাদের সাহায্যে এগিয়ে আসবে না। যতই বলুক ভারত চীন আমেরিকা আমাদের পরীক্ষিত বন্ধু। আমাদের চেয়েও বড় স্বার্থ মায়ানমারের সাথে জড়িত। ভৌগোলিক দিক দিয়ে অনেক সুযোগ সুবিধা, অফুরন্ত সম্পদে পুর্ন দেশ, জনসংখ্যা কম এমন দেশই তো প্রথম প্রায়োরিটি থাকবে। রোহিঙ্গা নিয়ে তাদের বিরাগভাজন হওয়ার কোন দরকার আছে কি! আর আমরা তারা কিছু না দিলেও আমরা তাদের পা চেটেই যাবো আজীবন। এটা ভারতের ক্ষেত্রে লক্ষ্য করলেই বুঝবেন। ভালো থাকুন মোস্তফা সোহেল। মন্তব্যে অনেক ধন্যবাদ আপনাকে।

২৮| ১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৮

ধ্রুবক আলো বলেছেন: শুভেচ্ছা

১৮ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৭

জুন বলেছেন: ধন্যবাদ ধ্রুবক আলো :)

২৯| ২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫৯

খায়রুল আহসান বলেছেন: শুভ সকাল এর কসমসীয় ফুলের শুভেচ্ছা এই রাতের বেলাতেও স্নিগ্ধতা ছড়িয়ে গেল।
একটা উটকো খবরের বিরক্তি চমৎকার ফুলেল ছবি দেখে কেটে গেল।
আপনি যা কিছুই লিখেন না কেন, পোস্টে হোক আর প্রতিমন্তব্যে হোক, ইতিহাসের ছিটে ফোঁটা হলেও কিছু না কিছু পাওয়াই যায়। আর সেটা খুব ভাল লাগে। ইতিহাসে এম এ পাশ করার পর আপনি কি কোথাও অধ্যাপনা করেছিলেন?
"১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত রোদ ভিটামিন ডি এ ভরপুর" (৫ নং প্রতিমন্তব্য) - আমি তো মনে হয় কোথাও পড়েছিলাম যে সকাল ৮টা থেকে ১১টার রোদই সবচেয়ে ভাল ভিটামিন ডি এর ব্যাপারে। তবে নিশ্চিত নই, আপনার তথ্যটাই হয়তো সঠিক।
মা.হাসান এর অনুপস্থিতি নিয়ে চিন্তিত ছিলাম। তার ব্যাপারে কিছুটা তথ্য পাওয়াতে স্বস্তি পেলাম এবং এজন্য পদাতিক চৌধুরি কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
ভুয়া মফিজ এর দুটো মন্তব্যেই বেশ মজা পেলাম, আপনার উত্তরেও। মেহবুবা এর মন্তব্যটাও ভাল লেগেছে, যেমন লেগেছে আপনার ২০ ও ২৩ নং প্রতিমন্তব্য দুটো।
সীতাকুণ্ড শেষ কবে গিয়েছিলেন?
পোস্টে একাদশতম প্লাস + +।

২৪ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৫

জুন বলেছেন: শুভ সন্ধ্যা জনাব খায়রুল আহসান। অনেক অনেক দিন পর আমার ব্লগে আপনার পদধুলিতে সত্যি বলতে গেলে অনেক খুশি হয়েছি। যাক আমাকে ভুলে যাননি । পোস্ট ও বিভিন্ন মন্তব্যে আপনার ব্যাবচ্ছেদ আপনাকে ব্যাতিক্রমী করে তুলেছে এই ব্লগে।
ভিটামিন ডি দুপুর ১১টা থেকে ২/৩ টা পর্যন্ত আমি সব আর্টিকেলে পড়েছি খায়রুল আহসান। আপনি তারপর ও আবার চেক করে নিন, আমার ভুল তথ্যে যেন আপনার ভিটামিনের ঘাটতি না হয় :)
আমরা ভাইবোনরা যখন ছোট স্কুলেও ভর্তি হইনি তখন সীতাকুণ্ডে ছিলাম। অনেক পরে একবার বেড়াতে গিয়েছিলাম।
ভালো থাকুন সবসময়, ভুলে যাবেন না যেন আবার। সব সময় সাথে থাকবেন সেই প্রত্যাশা রইলো :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.