নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক ক্যাচাল হয়েছে এবার আসুন রিয়েল লাইফ জোকস শুনে একটু হাসির চেষ্টা করি
১ নম্বর
ঢাকার এক কোচিং সেন্টার, আমরা কয়েকজন মা ছেলেপুলেদের পড়তে দিয়ে বসে থাকি । আমাদের জন্য একটা রুম বরাদ্দ। কার্পেট করা সোফা দিয়ে সাজানো। সেখানে অল্প কয়েকদিনের মধ্যে আমার বেশ কিছু বন্ধু জুটে গেল।কেন জানিনা আমাকে সবাই খুব পছন্দ করতো
একদিন আমি বসে আছি এমন সময় সেখানে গড়ে উঠা আমার এক নতুন বান্ধবী তার মেয়েকে ক্লাসে দিয়ে আমার পাশে এসে বসলো। উনি আমার চেয়ে বয়সে অনেক বড়, অনেক বড়লোক, ওনার তিন ছেলে বড় বড় আর টু তে পড়া এই এক মেয়ে। বড় ছেলে ইন্জিনিয়ার আর ইঞ্জিনিয়ারিং শেষ বর্ষে পড়ে এমন এক মেয়েকে ভালোবেসেছে, পরে বাবা মাই বিয়ে দিয়ে দেয়। বউ পড়া লেখা করুক এটা তার একটুও পছন্দ না। বিভিন্ন ভাবেই সে এটা বলতো। বউটা পড়তে চা্য যা তাঁর ভালোলাগে না ইত্যাদি।
সেদিন এসে উনি আমার পাশে বসলো, মনমরা চেহারা।
আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাবী?
বল্লো 'কিচ্ছু না'
তবে এমন মন খারাপ করে আছেন কেনো ?
"কি আর বলবো আফনাকে.... আমার ফুতের বউটা.. বুইচ্ছেননি ভাবী... ভীষন ছালাক মাইয়া
আমি অবাক হয়ে জানতে চাইলাম, 'কেন সে আবার কি চালাকি করলো !!
আমার বিস্ময়ের জবাবে উনি জিহ্বা দিয়ে টকাশ্ করে একটা শব্দ করে বল্লো, "সেটাই তো ধইত্তে পাইত্তেছিনা
তার করুন চেহারা দেখে আমার খুব খারাপ লাগছিল,তাকে সাহায্য করার জন্য জিজ্ঞেস করলাম,
' কেন সেকি আপনার ছেলে অর্থাৎ তার স্বামীকে হাত করে ফেলেছে
উনি একেবারে রাগত গলায় বলে উঠলো, 'না না কি বলেন আফনে! আমার ফুত আমার জন্য ফাগল, এখনও আমার হাতে নলাত তুলি ভাত খায়
আমি আবার বল্লাম 'তাহলে কি আপনার এই একমাত্র মেয়েকে সে পছন্দ করেনা' !
"না না হেতি আর মাইয়ারে খুব বালোবাসে, সাথে লই শুই থাকে"।
মনোবিশারদ জুন " তাহলে সে কি আপনার বাকী দুই ছেলেকে অপছন্দ করে" !
"আন্নে যে কি কন! কাল রাইতেই হেতি আর দুই ফুতের লাই চার হাজার টাকার ফিজা আর পল প্রুটস কিনি আইনছে"
তার চেহারা দেখে অসীম মমতায় অদম্য কৌতুহলী আমি এরপর জিজ্ঞেস করলাম, ' তাহলে সেকি আপনাকে অবহেলা করছে'
"না না হেতি সব সময় আমার খোজ রাখে আই কি খাই না খাই"।
যাকে বলা যায় শার্লক হোমসের মত আমিও নাছোড়বান্দা!
শেষ চেস্টা হিসেবে প্রশ্ন করলাম 'তবে! তবে কি সে আপনার স্বামীকে বাবা বাবা ডেকে পটিয়ে ফেলেছে (যেটা অনেক মেয়েরাই করে থাকে)।
কথাটা বলা মাত্র উনি যেন তেলে বেগুনে জলে উঠলো, চোখ দুটো পাকিয়ে আমার দিকে ভয়ংকর এক দৃষ্টি হেনে বল্লেন,
" আন্নে কি কইলেন! আমার স্বামীকে ফটান এত্ত বড় বুকের পাডা,এত্ত শাবাস আছেনি হেতির
আমি ভয় পেয়ে গলাটা নামিয়ে আস্তে করে জানতে চাইলাম, 'তাহলে কি চালাকি করলো সে !
মুখটা করুন করে গলা নামিয়ে আবারও জিভ দিয়ে চকাস্ করে একটা হতাশার শব্দ উচ্চারন করে বল্লো,
"সেটাই তো ধইত্তে হাইত্তেছিনা
২ নং গল্প
আমার প্রতিবেশীনি তুহিন নামে এক বাচ্চার মা খুব মিশুক আমার সাথে খুব ভালো সম্পর্ক।স্বামী সরকারী চাকরী করে। যাইহোক একদিন আমার বাসায় রাইস কুকার দেখে বল্লো “ভাবী এরকম একটা জিনিসের আমার খুব শখ”। তখন বাংলাদেশে রাইস কুকারের এত অঢেল প্রচলন ছিল না। আমি বললাম “ভাই যখন গতবছর জাপানে অফিসিয়াল ট্যুরে গেল তখন বলে দিলেন না ক্যানো ! ভদ্র মহিলা ম্লান গলায় জানালেন তখন তাঁর একটুও মনে পরে নাই। তারপর বলতে লাগলো "জাপানে যাবার দুই তিনদিন পর তুহিনের আব্বা ফোন করছিল,তবে আমি কথা বলি নাই, আখতার (ওনার দেবর)ভাইই কথা বলছে”। তারপর আমার একটু কাছে এসে লাজুক হেসে জানালো বুঝলেন না ভাবী আমি আবার ইংরাজীতে টকিং করতে পারি না তো"
৩ নং
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার দুই সহপাঠী বন্ধু , দুজনই আমেরিকা প্রবাসী, বাংলাদেশে বেড়াতে এসে আমাদের সাথে এক গেট টুগেদারে। এক জনের নাম শাহেদ আরেক জনের নাম কামাল। শাহেদ দুটো ভাষায় অনর্গল কথা বলতে পারে, একটা হলো ইংরেজী আরেকটা হলো নোয়াখালী এর মধ্যে আর কিচ্ছু নেই, তবে হিন্দী সিনেমার কল্যানে কিছু কিছু হিন্দী জানে। কিন্ত কামাল শুধু বাংলা আর ইংরেজী।
যাই হোক একবার ওরা দুই বন্ধু শাহেদ আর কামাল, সাথে কামালের স্ত্রী সহ শশুর বাড়ির লোকজন সহ নায়েগ্রা ফলস দেখতে গিয়েছে। কামালের শ্বশুরের সাথে শাহেদের আবার খুব ফ্রেন্ডলি সম্পর্ক। তারা দুজন হিন্দীতে বাতচিৎ করে কিন্ত কামাল তার এক লাইনও বুঝেনা
কামালের ভাষায় বলছিঃ
বুঝেছো, বোটে করে নায়েগ্রা ফলসের কাছে গিয়ে আমরা তো সবাই তার সৌন্দর্যে মুগ্ধ। এমন সময় আমার শ্বশুর মশাই আমাকে ডেকে বল্লেন, 'কামাল বেটা জলদি করকে এক তাসবীর লাও'।
ওনার কথা শুনে আমিতো পাগলের মত ব্যাগ হাতড়াচ্ছি। মনে মনে ভাবছি শ্বশুর মশাই নিশ্চয় এত সুন্দর এই সৃস্টি দেখে তসবীহ পড়ে সৃস্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করবেন, ব্যাগ ভরা হাবিজাবি জিনিস কিন্ত তার ফরমায়েশী জিনিস আর খুজে পাইনা।
এমন সময় শাহেদের ডাক শোনা গেল ' কিরে কামাইল্লা কি করস তুই! এত দেরী করস কিল্লাই!
আমি ভয়ে ভয়ে বল্লাম "দোস্ত তসবীহ তো খুজে পাচ্ছিনা"।
নায়েগ্রা ফলসের গর্জন ছাপিয়ে শাহেদের গর্জন শোনা গেল 'এরই (গালি) হেতে তো তোরে একখান তসবীর, তসবীর মানে ছবি তুইলবার লাই কইছে, আর তুই তসবীহ বিচরাস কিত্তো
দ্বিতীয়টি ছাড়া বাকি দুটো রিপোস্ট। ছবিটি আমার আকা আর ঘটনাগুলো আমার জীবনের
৩০ শে মে, ২০২১ রাত ৮:২৩
জুন বলেছেন: এই ক্যাচালের মাঝে ফাস্ট হয়েছেন সোহানী আপনাকে যে কোথায় বসতে দেই কি করি ভেবেই পাচ্ছি না
বউ শাশুড়ি আর ইংরাজীতে টকিং করতে না পারা দুটোই মনে হলে আমি এখনো হাসি চেপে রাখতে পারি না । উনি কি মনে করেছেন বিদেশে গিয়ে স্বামীর কথা ইংরাজীতে ট্রান্সলেট হয়ে আসছে
অনেক অনেক ধন্যবাদ আপনাকে , ভালো থাকুন
২| ৩০ শে মে, ২০২১ রাত ৮:০৫
খায়রুল আহসান বলেছেন: বড় ও বড়লোক ভাবির জিহবা দিয়ে টকাশ করে শব্দ করে কথা বলার দৃশ্যটা চরম এঁকেছেন (পরের বারে অবশ্য সেটা চকাশ হয়েছে)! ঐ শব্দটাই একটা চরিত্র ফুটিয়ে তোলার জন্য যথেষ্ট! তার বাকি ডায়ালগগুলোও সেরকম!
৩০ শে মে, ২০২১ রাত ৮:৩৭
জুন বলেছেন: হা হা হা মজার মন্তব্য করেছেন খায়রুল আহসান । একদম এই শব্দটিই সে করেছিল
মন্তব্যের জন্য অজস্র ধন্যবাদ আপনাকে /
৩| ৩০ শে মে, ২০২১ রাত ৮:০৮
আহমেদ জী এস বলেছেন: জুন,
আই ধইত্তে হাইত্তেছিনা আন্নে কিল্লাই এই ক্যাঞ্জেলের মইদ্দে এইডা লই আইলেন!
তয় ছবিখানা ভালা হইছে। বহুৎ কসরৎ কইচ্চেন।
মোন বালা করার "তসবীর" লই আইছেন, গুইন্না দেখি লই কয়ডা হাসি বাইরাইছুন মুখের থন ..............
৩০ শে মে, ২০২১ রাত ৮:৪৫
জুন বলেছেন: আই ধইত্তে হাইত্তেছিনা আন্নে কিল্লাই এই ক্যাঞ্জেলের মইদ্দে এইডা লই আইলেন!
এইডা আন্নে কি কইলেন মনু ! এয়ার মৈদ্দে এড্ডু হাসেন নৈলে চলবে ক্যামনে !!
কি হাসি বাইর অয় নাই এইয়া আম্নে কন কি !! মুই এত কষ্ট করিয়া ল্যাখলাম
ধন্যবাদ মজার একটি মন্তব্যের জন্য ।
৪| ৩০ শে মে, ২০২১ রাত ৮:৩১
পদ্মপুকুর বলেছেন: ভালো হইছে রিয়েল লাইফ জোক। হেতে অ্যান্ড হেতির দেশের লোকেদের বুদ্ধি বেশি থাকে তো, তাই কিছু হওয়ার আগেই বুঝে ফেলেছে যে কিছু একটা হইছে কিন্তু ধরতে পারছেন না...
৩০ শে মে, ২০২১ রাত ৯:০৫
জুন বলেছেন: মানে বউ এর দোষ ধরেই ছাড়বে হা হা হা
আর মজার কথা কি পদ্মপুকুর আমি ঢাকা সদর আসন ১ এর বাসিন্দা হলেও আমার প্রিয় বন্ধুদের তালিকায় রয়েল ডিস্ট্রিক্টের মানুষই বেশি । মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে
৫| ৩০ শে মে, ২০২১ রাত ৮:৩৪
বিদ্রোহী সিপাহী বলেছেন: নতুন নামকরণ করা হোক- চরম হাসির পোষ্ট
৩০ শে মে, ২০২১ রাত ৯:০৭
জুন বলেছেন: এইটা কি মন থিকা বললেন নাকি অন্য কিছু বিদ্রোহী সিপাহী
যদি না বলেন তো আবার আইসা ক্লিয়ার করবেন কিন্ত
৬| ৩০ শে মে, ২০২১ রাত ৮:৩৪
পদ্মপুকুর বলেছেন: বছর পঁচিশ আগে রামপুরা রোডে একটা দোকান ছিলো, নাম- He and She Departmental Store. একদিন আমরা চারজন রিকশা করে আসছিলাম (তখন আমরা নিয়মিত চারজন এক রিকশায় উঠতাম), একজন দোকানের সাইনবোর্ডটা দেখিয়ে বললো- আচ্ছা, এইটার বাংলা কি হবে? সে (পুরুষ) এবং সে (মহিলা) ডিপার্টমেন্টাল স্টোর.....
তখন লক্ষীপুরের সিরাজ ভাই বললেন- আরে এইটার অরিজিনাল বাংলা হবে নোয়াখাইল্যা ভাষায়- হেতে অ্যান্ড হেতি ডিপার্টমেন্টাল স্টোর...
৩০ শে মে, ২০২১ রাত ৯:১৩
জুন বলেছেন: ব্যাংককে এক নোয়াখালীর ভদ্রলোকের বাসায় দুপুরে দাওয়াত । দুই বাচ্চার মধ্যে বড়টা যার বয়স দুই কি তিন সে কান্নাকাটি করে তাঁর বাবার দৃষ্টি আকর্ষনের চেষ্টা করছিল । অল্প বয়সী বউটা যে টেবিল ঠিক করছিল সে একটু পর পর তাঁর স্বামীকে বলছে হেতেরে জোতা দি হিডান উল্লেখ্য তাঁর এক ঘর ভর্তি স্নিকার, ভদ্রলোক জুতার ব্যাবসায়ী, দোকান সম্প্রসারনের জন্য সব জুতা ঘরে এনে রেখেছে
আপনার হেতে আর হেতি স্টোর নাম শুনে আমার উপরের ঘটনাটি মনে করে খুব হাসলাম
আরেকবার আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
৭| ৩০ শে মে, ২০২১ রাত ৮:৪০
মরুভূমির জলদস্যু বলেছেন: দ্বিতীয়টা খুবই গভীর বিষয়, অনেকের মাথার উপর দিয়ে যাবে।
আমার কি গেছে!!! কে জানে!!!!
৩০ শে মে, ২০২১ রাত ৯:১৯
জুন বলেছেন: দ্বিতীয়টি মনে হলে এখনো আমি হাসি জলদস্যু । উনি ভেবেছে বিদেশ থেকে ফোন আসলে মনে হয় ইংলিশে ট্রান্সলেট হয়ে আসে তাই স্বামীর সাথে কথা বলার সাহস হয়নি , দেবরকে দিয়েছে কথা বলতে
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে
৮| ৩০ শে মে, ২০২১ রাত ৮:৪৮
শায়মা বলেছেন: আপু!!!!!!!!!!!!!!
ফার্স্টেরটা পড়েই আমি শেষ!!!!!!!!!!! হা হা হা হা
তোমার মত বউ আসলেও তার খবরই ছিলো!!!!!!!!!!
৩০ শে মে, ২০২১ রাত ৯:২৩
জুন বলেছেন: তোমার মত বউ আসলেও তার খবরই ছিলো! তুমি কি আমাকে খুব দজ্জাল বউ মনে করো নাকি শায়মা
আমার শশুর বাড়ীতে আমি হোলাম সবচেয়ে নিরীহ সরল টাইপ । আর আমার ঘটনার বউটি কিন্ত এসব কিছুই জানে না, কিন্ত তাঁর শাশুড়ি তাঁর চালাকি বের করার জন্য ব্যাকুল
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে
৯| ৩০ শে মে, ২০২১ রাত ৮:৫০
শায়মা বলেছেন: হা হা হা সবগুলাই পড়লাম। আর খুব সুন্দর ছবি আঁকছো! এক্কেবারে আমার নার্সারী ক্লাসে পড়া বাবুদের মত!!!!!
৩০ শে মে, ২০২১ রাত ৯:২৫
জুন বলেছেন: এই ছবিটা আকার জন্য স্মুদ ড্র এপস্টা খুলে মাত্র আকা শুরু করেছি ঠিক ঐ সময়ে আমার ছেলে ফোন করেছে । ওর সাথে কথা বলতে বলতে আকা । আমার আর বদলাতে ইচ্ছে করলো না শায়মা । ভালো থেকো অনেক অনেক
১০| ৩০ শে মে, ২০২১ রাত ৮:৫২
শায়মা বলেছেন: ৬. ৩০ শে মে, ২০২১ রাত ৮:৩৪০
পদ্ম পুকুর বলেছেন: বছর পঁচিশ আগে রামপুরা রোডে একটা দোকান ছিলো, নাম- He and She Departmental Store. একদিন আমরা চারজন রিকশা করে আসছিলাম (তখন আমরা নিয়মিত চারজন এক রিকশায় উঠতাম), একজন দোকানের সাইনবোর্ডটা দেখিয়ে বললো- আচ্ছা, এইটার বাংলা কি হবে? সে (পুরুষ) এবং সে (মহিলা) ডিপার্টমেন্টাল স্টোর.....
তখন লক্ষীপুরের সিরাজ ভাই বললেন- আরে এইটার অরিজিনাল বাংলা হবে নোয়াখাইল্যা ভাষায়- হেতে অ্যান্ড হেতি ডিপার্টমেন্টাল স্টোর...
হা হা হা হা হা হা হেতে আর হেতি!!!!!!!!!
আহা এমন নাম যদি থাকতো!!!!!!!!!
৩০ শে মে, ২০২১ রাত ১০:০৪
জুন বলেছেন: আন্নে হেতেরে আই মিন ফদ্মফুকুররে কিছু কইলেন্নি
১১| ৩০ শে মে, ২০২১ রাত ৮:৫২
ঢাবিয়ান বলেছেন: াহাসতে হাসতে পড়ে গেলাম। অনেকদিন পর ব্লগে ফিরলেন দম ফাটানো কিছু হাসির কৌতুক নিয়ে। ব্লগের উত্তপ্ত পরিবেশ ঠান্ডা করতে আফামনিরা বাধ্য হয়েছেন তৎপর হতে কোন এক আপু ব্লগার কইসিল যে এই ব্লগের আপুরা রক্সসসসস। আসলেই তাই
৩১ শে মে, ২০২১ সকাল ৯:৪৪
জুন বলেছেন: কি করবো বলেন? সারাদিনের অনেকটা সময় চুলার পাশে থেকে একটু ব্লগে আসি জানার জন্য আর মন ভালো করার জন্য। সেখানেও যদি আমাদের উত্তপ্ত কড়াই থেকে জ্বলন্ত চুলায় ঝাপ দিতে হয় তাহলে আর কি করা বলেন?
জোকস ছাড়া উপায় নাই মধুসূদন
অশেষ ধন্যবাদ আপনাকে আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা আপনি উপভোগ করেছেন বলে ঢাবিয়ান।
৩১ শে মে, ২০২১ সকাল ১০:০৮
জুন বলেছেন: স্যরি গোলাম হোসেন হবে, উপায় নাই গোলাম হোসেন
১২| ৩০ শে মে, ২০২১ রাত ৯:১৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: চমৎকার জোকসগুলো পড়ে মজা পাইলাম আপুনি।
৩১ শে মে, ২০২১ সকাল ৯:৪৮
জুন বলেছেন: আপনাকেও অনেক অনেকদিন পরে দেখে খুব ভালো লাগলো মাহমুদূর রহমান সুজন। কিছুই লিখেন না ইদানীং। লিখেন লিখেন আমরা একটু পড়ি
১৩| ৩০ শে মে, ২০২১ রাত ৯:২০
অপু তানভীর বলেছেন: দুই নম্বর টা আমি ঠিক বুঝলাম না ।
৩১ শে মে, ২০২১ সকাল ৯:৫২
জুন বলেছেন: দুই নম্বরটা বুঝলেন না অপু তানভীর!! মনে করেন আপনার বাংগালী স্ত্রী তুহিনের আম্মা অফিসিয়াল ট্যুরে বিদেশে গেছে। এখন উনি যদি সেখান থেকে ফোন করে তাহলে কি সে আপনার সাথে ইংরেজিতে কথা বলবে? নাকি ফোন অটো ট্রান্সলেট ইন্সটল করা
যাইহোক আমার সামান্য লেখাটি পড়েছেন ও মন্তব্য করেছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।
১৪| ৩০ শে মে, ২০২১ রাত ৯:২০
আহমেদ জী এস বলেছেন: জুন,
হাসি তো বাইর হইছে। আগে কইলাম না, তাসবীর গুইন্না দেখি লই কয়ডা হাসি বাইরাইছুন মুখের থন ?
আন্নে হাসির কতা ল্যাকলেন, মিরোরডডল ল্যাকলেন - আহেন মোরা মজা করি ( লেটস হ্যাভ সাম ফান), কাভা ল্যাকলেন - গরমে নরম কিছু। মুই তয় কি লিকমু ? দেহি কি ল্যাহা যায়................।
৩১ শে মে, ২০২১ সকাল ৯:৫৭
জুন বলেছেন: মিররড্ডল ছাড়া আবার কাভাও জোক্স লিখছে কিন্তু তার পোস্ট এত্ত বিরাআআআট যে আমারে না পইড়াই "অসাধারণ হাসতে হাসতে শ্যাষ" এই মিছা কথা কৈয়া আইত্তে অইবে হ্যানে
আরেকবার এসে একটি মজার মন্তব্য / জবাব দিয়েছেন তার জন্য অশেষ ধন্যবাদ জানবেন।
১৫| ৩০ শে মে, ২০২১ রাত ৯:২৮
শায়মা বলেছেন: আমার শশুর বাড়ীতে আমি হোলাম সবচেয়ে নিরীহ সরল টাইপ । আর আমার ঘটনার বউটি কিন্ত এসব কিছুই জানে না, কিন্ত তাঁর শাশুড়ি তাঁর চালাকি বের করার জন্য ব্যাকুল
না তোমাকে দজ্জাল টাইপ মনে করি না!!!!!!!!!
তবে বোকা এবং নিরীহও মনে করি না ....
আমিও তোমার চালাকি বের করার জন্য আকুল!!!!!!!!! শ্বাশুড়ির মত!!!!!!!!!
৩১ শে মে, ২০২১ সকাল ১১:৩১
জুন বলেছেন: দেখি তুমি কত্ত বড় জ্যাকেল আর আমি কত্ত ছোট্ট হাইড
নেক্সট প্রতিযোগিতা এই বিষয়ে শায়মা কি কউ
তবে আমি পয়লা রাউন্ডেই হাইরা যাবো বইলা দিলাম
হা হা হা। অনেক অনেক ধন্যবাদ আরো একটি বার আসার জন্য। ভালো থেকো অনেক অনেক।
১৬| ৩০ শে মে, ২০২১ রাত ৯:৩৮
পদাতিক চৌধুরি বলেছেন: জোকস ভালো হয়েছে আপু। বেশ মজা পেয়েছি পড়ে। তবে আমার কিন্তু প্রথমটাই বেশি ভালো লেগেছে।
শুভেচ্ছা জানবেন আপু।
৩১ শে মে, ২০২১ সকাল ১১:৪১
জুন বলেছেন: আপনি ইদানীং কই থাকেন? অনেক ব্যাস্ত বুঝি? নাকি বাসায় কোন ঝামেলা? প্রায় সময়ই আপনার অনুপস্থিতি নিয়ে ভাবি পদাতিক। তাছাড়া করোনায় আপনারা যেমন পর্যদুস্ত। এত বড় একটা শক্তিধর রাস্ট্র শুধু মাত্র নেতৃত্বের অভাবে এই অবস্থা। থাইল্যান্ডের অবস্থাও ভয়াবহ। মাস কয়েক আগ পর্যন্ত সংক্রমণ এবং মৃত্যু ছিল না বললেই চলে। কিন্ত গত দুই মাসে অবস্থা কাহিল। টিকা নাই, চিকিৎসা ব্যাবস্থার অপ্রতুলতা, দূরদর্শী চিন্তা ভাবনার অভাব সবকিছু মিলিয়ে লেজে গোবরে অবস্থা। আমার ছেলে ওখানে আটকে আছে ওর চিন্তায় আমরা দুজন আরো অস্থির।যাইহোক ভালো থাকেন, মাঝে মাঝে জানান দিয়েন। শুভকামনা রইলো অনেক।
১৭| ৩০ শে মে, ২০২১ রাত ৯:৪১
জটিল ভাই বলেছেন:
মন্তব্য কইত্তে আইছিলাম। মাগার আমিতো ইংরেজি ফারিনা
৩১ শে মে, ২০২১ সকাল ১১:৪৩
জুন বলেছেন: আইও তো বাংলা ফইত্তে ফারি না তাই উত্তর দিতে দেরী অই গেলো
অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রথম বার আমার ব্লগে আসার জন্য
১৮| ৩০ শে মে, ২০২১ রাত ৯:৪২
মা.হাসান বলেছেন: খোলস ছাড়ার পর আপ্নের পারফরমেন্সের কিছু একটা ফরিভর্তন হইচে।
কি ফরিভর্তন সেইটাই ধইত্তে হাইত্তেছিনা।
বাগ্গিস সামু বলোগে সব অটো বাংলাত টেরানছলেট অই যায়। নাইলে তো দুই লাম্বার খান বুইজথেই ফাইত্তাম না।
৩১ শে মে, ২০২১ বিকাল ৫:৩৩
জুন বলেছেন: সাপে শুনেছি খোলস ছেড়ে কিছুদিন চুপচাপ থাকে আমার কি বিপরীত অবস্থা মা হাসান :-* আপনাদের কলকাকলি (ক্যাচাল) দেখে আর চুপ থাকতে পারলাম না
হ দুই নম্বরটা কেন জানি অনেকের বুঝতে কষ্ট হইতেছে, ভুয়াতো নাকি কোনটাই বুঝে নাই এই কথাও কি আমারে বিশ্বাস করতে হপে বলেন????
নাকি আপনারা বাংলায় রাইটিং ফইত্তে পাইত্তেছেন্না !! "
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়।
১৯| ৩০ শে মে, ২০২১ রাত ১০:০০
ভুয়া মফিজ বলেছেন: জোকসগুলি ঠিক মতোন বুঝি নাই। মনে হইতাছে, জোকস নিয়া আমার আরো পড়ালেখা করতে হইবো। ''How to understand jokes properly'' জাতীয় কোন বইয়ের নাম যদি রেফার করতে পারেন, খুবই উপকৃত হইতাম।
তবে, আপনের হ্যান্ড রাইটিং আসলেই সুন্দর। পছন্দ হইছে।
৩১ শে মে, ২০২১ বিকাল ৫:৩৯
জুন বলেছেন: হে হে হে নাম আপ্নের ভুয়া হইলেও বুদ্ধিতে আপনি কুয়া,
কুয়া মানে হইলো কুয়ার মত গভীর গিয়ানী
আপনে সবসময় ইংরেজিতে টকিং করেন বইলা বাংলা রিয়েল লাইফ জোক্স বুঝবেন্না তাই কি হয়
এই কথা আমি একটুও বিশ্বাস কইত্তে ফাইত্তেছি না ফাইত্তেছি না।
বই পইড়া আবার আসেন, আমার সাথে ভুয়ামী করা চৈলতো ন।
আসেন -----
৩১ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:০৩
জুন বলেছেন: ওহ আরেকটা কথা, আমার হাতের লেখা দেখলে ভাববেন টাইপ করা লেখা বুঝি। ছেলের সাথে কথা বলতে বলতে বা হাতে লিখছি তো তাই
২০| ৩০ শে মে, ২০২১ রাত ১০:৫১
নেওয়াজ আলি বলেছেন: জোকস পড়ে হাসির বন্যা বয়ে গেল
৩১ শে মে, ২০২১ বিকাল ৫:৪২
জুন বলেছেন: নেওয়াজ আলি আপনার হাসির বন্যা শুনে খুব ভালো লাগলো
যাক লেখা তাহলে স্বার্থক। ধন্যবাদ আপনাকে।
২১| ৩০ শে মে, ২০২১ রাত ১১:৩৭
শেরজা তপন বলেছেন: আজকে তুলে রাখলাম - কালকে পড়ব আপু
৩১ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:০৬
জুন বলেছেন: আচ্ছা কালকে মানে আজকেই পড়বেন ঠিকাছে শেরজা তপন। তবে কাল মানে আজ শেষ হতে বেশি সময় বাকি নেই
অনেক অনেক শুভকামনা রইলো।
২২| ৩০ শে মে, ২০২১ রাত ১১:৪৭
ঢুকিচেপা বলেছেন: হা হা হা .............
শেষেরটা দারুণ
৩১ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:১৩
জুন বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ঢুকিচেপা
২৩| ৩১ শে মে, ২০২১ রাত ২:১০
রাজীব নুর বলেছেন: হাসলাম কিছুটা।
৩১ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:১৪
জুন বলেছেন: কিছুটা মাত্র কি বলেন রাজীব নুর!! আমি তো এসব ঘটনা মনে পরলে এখনো হাসি
অশেষ ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য ।
২৪| ৩১ শে মে, ২০২১ রাত ২:১৪
আমি সাজিদ বলেছেন: আপনার হোমটাউন নোয়াখালী মনে হচ্ছে আপি। এত ডিটেইলসে নোয়াখালীর ভাষায় অন্য কোন জেলার লোক লিখতে পারবে না।
৩১ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:২১
জুন বলেছেন: না না রয়েল ডিস্ট্রিক্ট এর রয়েল হওয়ার মত কোন যোগ্যতাই আমার নেই। আন্নে এগুনা কি কন!!
আমার হোমটাউন ঢাকা সদর আসন ১
তবে মুই ভেন্ন ভেন্ন দ্যাশের ভাষায় এড্ডু আধডু কতা কইতে পারি। হেয়া শুনলে পরে আম্নেও কইবেন হ্যানে মোগো বাড়ি বুঝি বরিশাল
অসংখ্য ধন্যবাদ আমি সাজিদ, ভালো থাকুন সবসময়।
২৫| ৩১ শে মে, ২০২১ ভোর ৫:০৩
ডার্ক ইথান বলেছেন: ভালা লাইগলো ভায়া
৩১ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৫৪
জুন বলেছেন: ভালো লাগার ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে ডার্ক ইথান। প্রথম আসলেন আমার ব্লগে তাই স্বাগত জানাই।
২৬| ৩১ শে মে, ২০২১ সকাল ৯:৩০
পদ্মপুকুর বলেছেন: লেখক বলেছেন: আন্নে হেতেরে আই মিন ফদ্মফুকুররে কিছু কইলেন্নি [/sb
আঁই আঁর নাম পাল্টি হালামু.....
৩১ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৫৭
জুন বলেছেন: পাল্টি ফালাইবেন এইয়া কন কি আন্নে!!
হাল্টাইলে নাম রাখেন হানা হুকুর ( পানা পুকুর)
আরেক বার এসেছেন কষ্ট করে তার জন্য আন্তরিক ধন্যবাদ রইলো।
২৭| ৩১ শে মে, ২০২১ সকাল ১০:০২
ইসিয়াক বলেছেন: হা হা হা সবগুলো মজার ছিলো ,
#কি বলবো আমিও ইংরেজিতে টকিং করতে পারি না ।
#তাও ভালো তসবীর লাও বলেছে তাসবীর খিঁচো বললে কি না কি হয়ে যেতো ।
০১ লা জুন, ২০২১ সকাল ১১:০৮
জুন বলেছেন: মেনি মেনি থ্যাংকস আপনাকে ইসিয়াক পোস্ট পড়া, উপভোগ আর মন্তব্যের জন্য
বাংগালীরা বিদেশে গেলেই ইংরেজিতে টকিং করে
শুভকামনা জানবেন।
২৮| ৩১ শে মে, ২০২১ সকাল ১০:১৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। খুবই ভালো হয়েছে।
০১ লা জুন, ২০২১ সকাল ১১:১০
জুন বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ দেশ প্রেমিক বাংগালী, আপনি যে বিদেশে গেলেই ইংরেজিতে টকিং করেন না এইটা আমি সিউর
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।
২৯| ৩১ শে মে, ২০২১ সকাল ১১:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা ............. দারুনসসসসসসসসসস আপি
তবে দ্বিতীয় গল্পের সাথে আমার মিল আছে আমি ইংরাজিতে টকিং করতারিনা
ভালো লাগলো
০১ লা জুন, ২০২১ সকাল ১১:১২
জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ছবি আপনাকে
আমি কিন্ত বাংলাতে টকিং করতে পারি না, শুধু ইংরেজিতে আর ইংরেজিতে, তয় লেখতারি
৩০| ৩১ শে মে, ২০২১ সকাল ১১:১৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ওখানকার মহিলাদের আপা না ডেকে ভাবী ডাকেন।
এর কারণ কি?
এর কারণ কী?
০১ লা জুন, ২০২১ সকাল ১১:১৩
জুন বলেছেন: কি জানি হয়তো আমার হাজবেন্ডকে ওনারা ভাই ডাকে তাই হয়তো উনি/আমি ভাবী। তবে আমরা আপাও ডাকি
৩১| ৩১ শে মে, ২০২১ সকাল ১১:২২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ওখানকার মহিলাদের আপা না ডেকে ভাবী ডাকেন।
এর কারণ কি?
এর কারণ কী?
০১ লা জুন, ২০২১ সকাল ১১:১৪
জুন বলেছেন:
৩২| ৩১ শে মে, ২০২১ সকাল ১১:৩৯
শাহ আজিজ বলেছেন: ফরেন থনে আইয়ে নি ?
০১ লা জুন, ২০২১ সকাল ১১:১৫
জুন বলেছেন: ন বাজি, আর গম লাগেদ্দেন উনি ছট্টগ্রাম থন আইয়েরে
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।
৩৩| ৩১ শে মে, ২০২১ সকাল ১১:৫১
রানার ব্লগ বলেছেন: প্রথম দুইটা জোস !!!!
০১ লা জুন, ২০২১ সকাল ১১:৩২
জুন বলেছেন: ক্যান ৩ নম্বরটা কি দোষ করলো রানার ব্লগ
আরেক বার পড়েন দ্যাখেন ঐটাও খুব ভালো লাগতেছে
অসংখ্য ধন্যবাদ আপনাকে পোস্ট পড়ার জন্য।
৩৪| ৩১ শে মে, ২০২১ দুপুর ২:১৪
বিদ্রোহী সিপাহী বলেছেন: ভাই হাসতে হাসতে পেট ফেটে গেল তাই বললাম চরম হাসির পোষ্ট। অন্যকিছু!
আর তুই তসবিহ বিচরাস কিত্তো? হা হা হা
০১ লা জুন, ২০২১ সকাল ১১:৩৬
জুন বলেছেন: আমি দুঃখিত বিদ্রোহী সিপাহী। ভালোলাগার জন্য রইলো অনেক ভালোলাগা।
৩৫| ৩১ শে মে, ২০২১ বিকাল ৩:১২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সবকটি ভাল্গাগছে। ++++
০১ লা জুন, ২০২১ বিকাল ৫:৪৫
জুন বলেছেন: ভালোলাগলো জেনে আমারও অনেক ভালো লাগলো
৩৬| ৩১ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:০২
মনিরা সুলতানা বলেছেন: "সেটাই তো ধইত্তে হাইত্তেছিনা
হাহাহাহা আপু ! বাজিমাৎ
০১ লা জুন, ২০২১ বিকাল ৫:৪৮
জুন বলেছেন: আসলেই ওনার টার্গেট ছিল ধরা কিন্তু পারছিলো না
যাক সবাই সুখে শান্তিতে থাক এটাই আমার চাওয়া, ঝগড়া ঝাটি, ঝুট ঝামেলা কখনো পছন্দ না।
ভালো থাকুন সবসময় মনিরা।
৩৭| ৩১ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:২৮
শেরজা তপন বলেছেন: আমি এমন এলাকায় প্রায় প্রতিদিন ২৪/২৫ কিলোমিটার পাড়ি দিয়ে যাই সেখানে প্রতি সপ্তাহে ঘোষনা দিয়ে দিনের বেলা আট ঘন্টা করে বিদ্যুৎ থাকে না!!!!
আর বিদ্যুৎ না থাকা মানে ক্যবল ইন্টারনেট বন্ধ! তখন মোবাইল লই বই বই আঙ্গুল চুষি আর কি- কিছু কইত্তে ফাইত্তাম ন!!( ভাষাগত ত্রুটি মার্জনীয়)
নোয়াখালী ভাষায় আপনার দখল সাংঘাতিক! প্রথমটা চরম হৈসে! মাঝেরটা মোটামুটি আর শেষেরটাও মজার!
০১ লা জুন, ২০২১ বিকাল ৫:৫১
জুন বলেছেন: আসলেও শেরজা তপন আমরা এই সব টেকনোলজির সাথে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে এক মুহূর্ত এসব ছাড়া চোখে অন্ধকার দেখি।
আমি বিভিন্ন এলাকার ভাষা একটু আধটু বলতে পারি তবে পন্ডিত বলতে যা বুঝায় ততটা নই
যাইহোক আবার এসেছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে সাথে শুভেচ্ছা সন্ধ্যার।
৩৮| ৩১ শে মে, ২০২১ রাত ১১:৪১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তুমি কি আমাকে খুব দজ্জাল বউ মনে করো নাকি শায়মা?
- আমি এই লাইনটা পড়ে আপু আপনার চেহারার অভিব্যক্তি কল্পনা করছিলাম। হা হা হা হা।
তবে আমার শশুরবাড়িতে এক ভদ্রমহিলা ভাড়া থাকেন। আমার ধারনা দজ্জাল শব্দটা উনাকে মাথায় রেখে সৃষ্টি করা হয়েছে। আল্লাহর ত্রিশ দিন তিনি মহা চিল্লাচিল্লি করেন। আমি থাকি দুই তলায় আর তিনি থাকেন চার তলায়। খাওয়ার টেবিলে তারা কি কি কথা বলেন আর বেচারা ভদ্রলোককে কি কি গালাগাল করেন, আমি সেটা স্পষ্ট শুনি।
আমি ঈদে শশুরবাড়ি আসলে চেষ্টা করি আগে উনার সাথে কোলাকুলি করতে। আমার স্ত্রী ও বাসার বাকি সবাই অবাক হয়ে আম্মাকে জিজ্ঞেস করল, আমি কেন এমন করি?
আমি বললাম, দেখো, এই ভদ্রলোক প্রতিদিন যেভাবে বউয়ের অত্যাচার সহ্য করে, তাতে আখিরাতে নিশ্চয় আল্লাহ এই ধৈর্য্যের পুরুষ্কার হিসাবে তাঁকে জান্নাত দান করবেন। তাই আমি আগে ভাগে একজন জান্নাতি ব্যক্তির সাথে মুসাবিদা করে নিজের জন্য সুপারিশের ব্যবস্থা করি আর কি।
কথা কি ভুল না সঠিক আপা??
০১ লা জুন, ২০২১ বিকাল ৫:৫৫
জুন বলেছেন: আপনি যে প্রতিবেশীর উদাহরণ দিয়েছেন তা সত্যি কষ্টকর। এমন চরিত্রের স্বামী বা স্ত্রী থাকাটা দুনিয়াতেই জাহান্নামে থাকার মত। ইদানীং তো আরও ভয়ংকর অবস্থার মাঝে যাচ্ছি, কাউকে বিশ্বাস নাই, কখন কে পালিয়ে যায় তো কাকে খুন করে কোন নিশ্চয়তা নেই।
যাই হোক আমার সত্যি ঘটনাগুলো ভালোলাগার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
৩৯| ০১ লা জুন, ২০২১ রাত ১২:০৫
ডঃ এম এ আলী বলেছেন:
হাতিয়া তুন লক্ষিপুর , বেগ্নান আই চিনি, তয় আই কিন্ত নোয়াখালির পোলা নই ইয়েন বুজ্জুননি ।
প্রথম গল্পের মধ্যে হাতরে হাতরে গুরি অনেক মজা হাইছি । মনে হচ্ছে গল্পের ভাবি সাব সংসারে অনেক
কিছু পেয়েও সুখের মাত্রাতিক্যে এক্কেবারে হানিত হড়ি গেছে ,হিয়ানো যায় আবার হিয়ান্তন ইয়ানো আয় ।
মনে হচ্ছে তার ফুতের বউএর এত বেশী ডং তাই আর লইতে হারছে না। হেতি তার বড় ফুতের বউ,আরা কিত্তাম,
আরা হাইত্তান্ন ,শুধু বলতে পারি আন্নে কি হাগল নি, তয় এই কথা ভাবীকে বললে তো আর উপাই নাই। বলবে
হিচা মারি তোর কোয়াল বেড়াই ( তোর কপালে ঝাড়ু মারি )।যাহোক, নোয়াখালী ভাষায় কথোপকথন বেশ ভাল
করে উপভোগ্য করে তুলে ধরেছেন দেখে ভাল লাগল । ভাষার দিক থেকে নোয়াখালী একটি সমৃদ্ধ
ও বৈচিত্র্যময় অঞ্চল। ঐ ভাষা ব্যবহারের সময় কখনো কখনো নানান উপমা শ্লোক প্রবাদ
এবং নানান কাহিনী ব্যবহৃত হয় সুন্দরভাবে । যার অনেক গুলোর মধ্যেই গভীর ভাব ও
দর্শন লুকায়িত থাকে । এ সব ভাব ও দর্শন ঐ অঞ্চলের মানুষদের নিত্যদিনের অনুসঙ্গ ।
যেমনটি প্রথম গল্পের এক জায়গায় দেখা যায় হয়েছে বলা -
আন্নে কি কইলেন! আমার স্বামীকে ফটান *এত্ত বড় বুকের পাডা* ,এত্ত শাবাস আছেনি হেতির *
মনে হল এটা ঠিক যেন আগুনে মোম হানি,হেতেনের কাছে হেতি গেলে, ভুলি যায় বকনি।
মোদ্দা কথা হল স্বামী স্ত্রীর সু-সর্ম্পক থাকলে পরিবারে কোন অশান্তিই থাকে না। তার বেলাতেও
এমনটিই অনুভুত হয়েছে , মুখে যাই বলুন ভাবিছাব তার স্বামি সস্তান আর বড় ফুতের বউ
নিয়ে বেশ সুখে স্বাচ্ছন্দেই আছে । জানিনা মনোবিষারদ জুন ঐ মহিলার কথোপকথনের মধ্যে
লোকায়িত ভাবধারাগুলিকে কিভাবে ব্যাখা করবেন ।
বাকি গল্প দুটিও বেশ উপভোগ্য হয়েছে ।
শুভেচ্ছা রইল
০১ লা জুন, ২০২১ সন্ধ্যা ৬:০১
জুন বলেছেন: হা হা হা আলী ভাই আপনার জমজমাট মন্তব্যে আমি হাসতে হাসতে শেষ। উপরেও উল্লেখ করেছি এক নোয়াখালীর ভদ্রলোক এর বাসায় দাওয়াত এ গিয়ে কি অবস্থা। স্বামীর জুতার ব্যাবসা মহিলা ছেলের বিরক্তিতে বিরক্ত হয়ে স্বামীকে বার বার বলছে হেতেরে জোতা দি হিডান। মনে মনে ভেবেছিলাম ভাগ্যিস জুতা, বন্দুকের ব্যাবসা হলে তো বিপদ ছিল, হেতেরে বন্দুক দি গুল্লি করেন
অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো আছেন নিশ্চয়? আমি এখনো ততটা সুস্থ হইনি তাই সময় লাগছে মন্তব্যের জবাব দিতে গিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন
৪০| ০১ লা জুন, ২০২১ বিকাল ৪:২৩
ভুয়া মফিজ বলেছেন: বই পইড়া আবার আসেন, আমার সাথে ভুয়ামী করা চৈলতো ন। বই আর পড়তে পারলাম কই? আপনেরে না কইলাম, একটা বই রেফার করেন? রেফার করেন আগে.........পইড়া, বুইঝা তারপরে দেখমু!!!
০১ লা জুন, ২০২১ সন্ধ্যা ৬:০৪
জুন বলেছেন: সরল বাংলা জুক্স শিক্ষা এইটা ডাউনলোড করেন, তারপর পাতা উল্ডায়া পাল্ডায়া হেয়ার পর আহেন।
আইতে হপেই ভুয়া, নইলে ঐ ইয়ে ভাবীর কাছে বিচার থাকবে
৪১| ০১ লা জুন, ২০২১ বিকাল ৫:৫৩
করুণাধারা বলেছেন: ইংরেজিতে টকিং করতে পারিনা তো, দারুন কথা!! মাথায় গিথে গেছে...
শাশুড়ির যন্ত্রনাবিদ্ধ মুখ কল্পনা করে হাসি পেল। বেচারি নিশ্চয়ই বউয়ের চালাকি ধরে ফেলার জন্য অনেক কায়দা কসরত করেছেন... আহারে!!
Laughter is the best medicine. হাসতে পেরে খুব ভালো লাগলো জুন।
০১ লা জুন, ২০২১ সন্ধ্যা ৬:১০
জুন বলেছেন: আপনি এতদিন কই ছিলেন? ভালো ছিলেন তো? আমি মে মাসের ২৬ তারিখ থেকে দীর্ঘ এক অসুস্থতা থেকে উঠলাম। করোনা না কিন্তু কি যে হয়েছিল ডাক্তারও ধইত্তে হারে নাই। মাঝখান থেকে আমার সারা শরীরের এক পল্লা চামড়া নাই হয়ে গেল। এখনো ১০০% ভাগ সুস্থ হই নাই। যোগাযোগ বন্ধ থাকায় ছেলের সাথে দেখা হয় না এক বছরের বেশি। কবে দেখা হবে তাও জানি না। এটা আমাকে অসম্ভব ডিপ্রেশনে ফেলে দিচ্ছে। তাই একটু হাসতে এই লেখাটি দিলাম।
অনেক অনেক ধন্যবাদ মনে করে এসেছেন
৪২| ০২ রা জুন, ২০২১ সন্ধ্যা ৬:৪০
মোস্তফা সোহেল বলেছেন: রিয়েল লাইফ জোকস ভালই লেগেছে আপু।
০৩ রা জুন, ২০২১ সকাল ১১:৪০
জুন বলেছেন: ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ মোস্তফা সোহেল
৪৩| ০৫ ই জুন, ২০২১ রাত ১০:৩৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: সেই হয়েছে
০৬ ই জুন, ২০২১ রাত ১০:১২
জুন বলেছেন: অনেক দিন পর আপনাকে আমার ব্লগে দেখে ভালো লাগলো সামিউল ইসলাম বাবু। ভালো লাগার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।
৪৪| ০৬ ই জুন, ২০২১ রাত ১১:৫৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: খুব ব্যস্ত থাকতে হয় ভাই / আপু
০৭ ই জুন, ২০২১ রাত ৮:৫৫
জুন বলেছেন: আমিও অনেক ব্যাস্ত থাকি, আর নেট এত স্লো যে বলার মতো না।
আমি আপু
৪৫| ০৭ ই জুন, ২০২১ রাত ১:২৮
মুক্তা নীল বলেছেন:
জুন আপা ,
মাঝরাতে ঘুম একেবারেই হারাম হয়ে গেল হাসতে হাসতে।
প্রথমটি তে এমন শাশুড়ি থাকলে আর সংসার করা হবে না
দ্বিতীয় টি সেই প্রচলিত বাক্য অল্প বিদ্যা ভয়ংকরী ।
সবসময় ভালো থাকুন , ধন্যবাদ আপু ।
অ,ট: নাম-না-জানা তারিখের জন্মদিনের শুভেচ্ছা ।
০৭ ই জুন, ২০২১ রাত ৮:৫৯
জুন বলেছেন: যাক আমার কৌতুক পড়ার জন্যও যে আপনি শেষ পর্যন্ত ব্লগে এসেছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে মুক্তানীল। কই থাকেন? অনেক ব্যাস্ত কি? মাঝে মাঝে আসবেন। পুরনো লোকজন দেখলে ভালো লাগে। আমার জন্মদিন ১২ জুন। আগাম শুভেচ্ছার জন্য অনেক অনেক খুশী হয়েছি।
©somewhere in net ltd.
১| ৩০ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৫১
সোহানী বলেছেন: হাহাহা.... ইংরেজির জ্ঞান আর তসবী খুঁজছে দেখে হাসতে হাসতে শেষ।
প্রথমটা জটিল। এ কারনেইতো বলে বউ শাশুড়ির ঝামেলার সম্পর্ক।
ভালো লাগলো আপুনি।