নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

কার অভিশাপ লাগলো আমার :(

১৬ ই জুন, ২০২১ রাত ৮:৪৬



বছর কয়েক আগের কাহিনী চোখের সমস্যা নিয়ে ঢাকায় এক চোখের ডাক্তারের কাছে গেলাম। বেশ ভালো হাসিখুশি ভদ্রলোক সময় নিয়ে অনেকক্ষন দেখে টেখে বল্লো "আপনার চোখে ছানি পরছে" ।
ডাক্তারের কথা শেষ হওয়ার আগেই আমি লাফ দিয়ে চেয়ার থেকে উঠে দাড়ালাম
'কি বলছেন ডাক্তার সাহেব' !
আমার অবস্থা দেখে ডাক্তারও তাঁর চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বল্লো, "না না ঘাবড়াবেন্না, বসেন বসেন, এখনো ছানি পরে নাই, তবে আসছে"।
'আসলে কি হবে'? আমার ভীত গলার প্রশ্ন শুনে উনি জানালেন ছানি আসার পর যখন ম্যাচিউর হবে তখন অপারেশন করে ফেল্লেই হবে
আমি তো শুনে দারুন মুষড়ে পরলাম, চোখে ছানি পরা মানে আর কি বাকি আছে বুড়ো হওয়ার :-/
ঢাকায় থাকলেই মাস কয়েক পর পরই ওনার চেম্বারে যাই আর জিজ্ঞেস করি 'আমার ছানি কি এসেছে ডাক্তার সাহেব' ?
উনি দেখে বলে "না না এখনো দেরী আছে"।
গত বছর জানুয়ারীর দিকে আমি তখন ব্যংককে হঠাৎ খেয়াল করলাম চোখে ঝাপসা দেখছি , ঘরের লোককে জানানোর পর বল্লো সেও নাকি ঝাপসা দেখছে । কি ব্যাপার দুজনেই কি একই রোগে আক্রান্ত হোলাম নাকি !
যাই হোক নেটে সার্চ দিয়ে এক চক্ষু হাসপাতাল বের করলাম যা অনেকগুলো তারকা খচিত । সেখানে যাওয়ার সাথে সাথে নার্সরা আমাদের মাথা ঝুকিয়ে স্বাগতম (সোয়াদিখা) জানালো । তারপর আমাদের সমস্যা শুনে সোফায় বসতে বলে সিল্ড করা ঠান্ডা পানি এনে দিল, আমরা জানালাম ইংলিশ স্পিকিং ডাক্তার দেখাতে চাই।
আমার মুখ শুকিয়ে আমসী দিব্যচক্ষে দেখতে পাচ্ছি আমি সাদা ছড়ি হাতে নিয়ে আমার আল্লাহ নবীজির নাম গাইতে গাইতে রাস্তা দিয়ে হেটে যাচ্ছি । একটু পরেই নার্স এসে আমাদের দুজনকে দুই ডাক্তারের চেম্বারে নিয়ে গেল। হাল্কা কিছু প্রশ্ন করে নার্সকে বল্লো চোখের এক্সরে করতে । রিপোর্ট আসার পর সব কিছু দেখে যুবক ডাক্তারটি জানালো আমার চোখে কোন সমস্যাই নাই , আমি বললাম 'ক্যাটারাক্ট'!
বল্লো "না"
হতাশ গলায় আবার প্রশ্ন করলাম 'তবে কি গ্লুকোমা'!
সে মাথা ঝাকিয়ে বল্লো "ওহ নো নো ইউ হ্যাভ নো প্রবলেম", কোন ওষধ পত্র আই ড্রপ কিছুই দরকার নেই । তবে তুমি যদি আগামী বছর আসো তখন পারলে দেখিয়ে যেও তবে অত জরুরী না ।
বাসায় ফিরে আসলাম মনের মাঝে কি একটু হতাশা বিরাজ করছিল কি না বুঝতে পারছি না । বড় কোন সমস্যা বের হলেই কি ভালো হতো ইত্যাদি ভাবনায় বিকেল কেটে রাত আসলো আর হুড়মুরিয়ে নামলো ঢল বৃষ্টি । থাইল্যান্ডে বৃষ্টি নামলে ঘন্টা দুই তিনেক চলে আর ইয়া বড় বড় ফোটা যেন দুনিয়া ভাসিয়ে নিয়ে যায়। যাইহোক খেয়েদেয়ে ঘুম । সকালে উঠে দেখি সবকিছু যেন পরিস্কার দেখছি । কি ব্যাপার? টিভির খবরে বলছে এতদিন বায়ু দুষনে সারা ব্যাংকক স্মগে ঢেকেছিল যা গতরাতে বৃষ্টি হওয়ায় কেটে গেছে সেই সাথে আমাদের চোখে ঝাপসা দেখারও ইতি ঘটলো ।

ছবি নেট থেকে



মন্তব্য ৬৬ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০২১ রাত ৮:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিতো সেই স্কুল থেকে চশমা পরি, দূরের জিনিস ঝাপশা দেখি বলে। বই-টই পড়ার সময় চশমা খুলে রাখি। ইদানিং লক্ষ্য করছি বই পরার সময় চশমা থাকলে পড়তে সমস্যা হচ্চে। এবার মনে হয় + পাওয়ারও লাগবে।
শুভকামনা ও অভিনন্দন আপনাকে।

১৬ ই জুন, ২০২১ রাত ৯:০৩

জুন বলেছেন: আমার অবশ্য রিডিং গ্লাস লাগে । মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে জলদস্যু ।

২| ১৬ ই জুন, ২০২১ রাত ৯:০২

নজসু বলেছেন:



ঢাকার ডাক্তার কোন আক্কেলে ছানির কথা বললো? :-B
অযথা ভয় পাইয়ে দেয়।

১৬ ই জুন, ২০২১ রাত ৯:১২

জুন বলেছেন: আমার পরিচিত একজন বয়সের তুলনায় বাচ্চা বাচ্চা মনে হয় । চোখের ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তার তাকে স্নেহের সুরে বল্লো
'মা তোমার কি সমস্যা' ?
মেয়েটি জানালো "ডাক্তার সাহেব আমি কাছের জিনিস দেখতে পাই না" ।
ডাক্তার সাহেব সাথে সাথে তুমি থেকে আপনিতে উঠে পরলো
ওও আপনি কাছের জিনিস দেখতে পান না =p~

মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ নজসু :)

৩| ১৬ ই জুন, ২০২১ রাত ৯:১৯

ঢাবিয়ান বলেছেন: আপনের চালশে হইসে আপুমনি।৪০ বছরের পর যেটা হয়। আমারো একই অবস্থা। রিডিং গ্লাস ছাড়া কাছের সব লেখা ঝাপসা দেখি।

১৬ ই জুন, ২০২১ রাত ৯:২১

জুন বলেছেন: চালশে :-*
এত অল্প বয়সে কি চালশে হয় নাকি ঢাবিয়ান X((
=p~
মন্তব্যে ধন্যবাদ অনেক অনেক

৪| ১৬ ই জুন, ২০২১ রাত ৯:২৬

আমি সাজিদ বলেছেন: আপনার ও ভাইয়ার ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার আছে? এমনভাবে তো বলা যায় না যে চোখে ছানি পড়ে নাই তবে আসতেসে, আমিও প্রথম এই টাইপ কথা শুনলাম।

১৬ ই জুন, ২০২১ রাত ৯:৪৪

জুন বলেছেন: হাই ব্লাড প্রেশার আছে, ব্যাংককের ডাক্তারও তাই বল্লো যখন আমি জিজ্ঞেস করেছিলাম তাহলে আমি ঝাপসা দেখছি ক্যানো!!
ছানি আসতেছে আম্মো পয়লা শুনলাম আমি সাজিদ ;)
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৫| ১৬ ই জুন, ২০২১ রাত ৯:২৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: সব যদি ঠিক থাকে তবে ডাক্তার আগামী বছর আবার দেখা করতে বলল কেন?

১৬ ই জুন, ২০২১ রাত ৯:৪৬

জুন বলেছেন: এটা মনে হয় সব ডাক্তারই বলে থাকে সাড়ে চুয়াত্তর। বিশেষ করে আমি যখন ঝুলোঝুলি করছিলাম কিছু একটা চক্ষু রোগ বের করার জন্য, তাই বোধহয় স্বান্তনা সুচক :).
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৬| ১৬ ই জুন, ২০২১ রাত ৯:২৯

খায়রুল আহসান বলেছেন: মধুরেণ সমাপয়েৎ! বিনা চিকিৎসায় মুশকিল কেটে যাওয়ায় আন্তরিক অভিনন্দন!
তবে ব্লগ পঠন কিংবা লিখনে বসলে ৪০ মিনিট পর পর একটা চক্কর দিয়ে আসবেন। নাহলেও অন্ততঃ জানালার পাশে দাঁড়িয়ে থাই বৃষ্টি দেখে আসবেন। আর বৃষ্টির ফোঁটা বেশি বড় হলে সেগুলো গোণার চেষ্টা করবেন। প্রতিটি প্রতিমন্তব্য লিখার পর একবার করে চেয়ার ছেড়ে উঠবেন এবং ঘুরে আসবেন।

১৬ ই জুন, ২০২১ রাত ৯:৫১

জুন বলেছেন: আসলেই তাই করা উচিত আমাদের সবারই এখানে বয়স কোন ফ্যাক্টর না খায়রুল আহসান। কোভিডে যে ভাবে আমরা ঘরকুনো হয়ে পরছি আর নেটে সময় ব্যয় করছি, এতে সবার চোখে ছানি আসছে না,চলে আসারই কথা।
ভালো থাকবেন আর এত সুন্দর আর সুচিন্তিত মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৭| ১৬ ই জুন, ২০২১ রাত ৯:৩৪

শাহ আজিজ বলেছেন: ঈশ , ডাক্তার , ও টি , ওষুধের দোকানের ক্ষতি করল শালা ব্যাংককের ডাক্তার । গুষ্ঠি কিলাই ।





আমার তিন রকম গ্লাস , সবগুলোই কোভিডে আক্রান্ত , পালটায়া লমু ভাবতাছি ।

১৬ ই জুন, ২০২১ রাত ১০:০১

জুন বলেছেন: হা হা হা আসলেই শাহ আজিজ, অনেক টাকা লস হলো ওনাদের। এখানে চশমার দোকানে ডাক্তারকে দেখিয়েছিলাম, যদি তার হসপিটালে যেতাম দেখতেন কতগুলো টেস্ট করিয়ে ছাড়তো। হারুন আই ফাউন্ডেশনে এই অভিজ্ঞতা আমার আছে। এত টেস্ট দিয়েছিল যে আমাকে পর পর তিন দিন যেতে হয়েছিল।
ভালো থাকুন সবসময়। মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।

৮| ১৬ ই জুন, ২০২১ রাত ৯:৩৬

আহমেদ জী এস বলেছেন: জুন,





ইশশশশশশশশশশশশশশশশশশশ, দেশে থাকলে আপনার সাদা ছড়ি হাতে "আমার আল্লাহ নবীজির নাম...." গাইতেই হইতো। :P বেঁচে গেছেন!
যাক চালসে যখন ধরেনি আর চোখ যখন ফকফকা তখন বোঝা গেলো বয়স হয়নি তেমন। ;)

১৬ ই জুন, ২০২১ রাত ১০:০৫

জুন বলেছেন: হা হা হা আপনি বঞ্চিত হলেন আমাদের সমবেত সঙ্গীত শোনা থেকে =p~
ইয়েস আল্লাহর অশেষ রহমতে মাছের রাজা ইলিশ আর বাত্তির রাজা ফিলিপসেত মত দৃষ্টি শক্তি আমার ফকফকা B-)
মজার একটি মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে আহমেদ জী এস। ভালো থাকুন সবসময়।

৯| ১৬ ই জুন, ২০২১ রাত ৯:৫৭

জটিল ভাই বলেছেন:
আপনার ছানি কি এসেছে? আসলে মিষ্টিমুখ করিয়েন =p~

১৬ ই জুন, ২০২১ রাত ১০:০৫

জুন বলেছেন: ওকে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

১০| ১৬ ই জুন, ২০২১ রাত ৯:৫৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাংলাদেশের ডাক্তাররা অনেক ম্যাল প্র্যাকটিস করে। কম্পিউটার অধিক ব্যবহারের কারণে আমার চোখ থেকে পানি পড়তো। একজন মোটামুটি প্রথিতযশা চোখের ডাক্তারকে দেখানোর পর উনি কিছু ওষুধ দিলেন এবং গ্লুকোমা টেস্ট দিলেন। আসলে গ্লুকমার সাথে এই উপসর্গের কোন সম্পর্ক নেই। উনি গ্লুকোমা টেস্টের মেশিন কিনেছেন ওনার আই কেয়ার সেন্টারের জন্য, তাই বিভিন্ন অসিলায় রোগীদের ঐ টেস্ট দেন। আমি ওনাকে জিজ্ঞাস করলাম আমার রোগের সাথে গ্লুকমার কি সম্পর্ক। উনি বললেন যে সম্পর্ক নাই তবে সবারই এই টেস্টটা করা ভালো নিরাপদ থাকার জন্য। আমি আমার স্ত্রীর চাপাচাপিতে টেস্ট করালাম। টেস্টের ফলাফল অনুযায়ী আমার গ্লুকোমা নেই। বাংলাদেশের অনেক ডাক্তার অপ্রয়োজনীয় টেস্ট এবং ওষুধ লিখে থাকেন। তবে হয়তো থাইল্যান্ডের ডাক্তারেরা ভালো।

১৭ ই জুন, ২০২১ সকাল ৯:২৭

জুন বলেছেন: এই ঘটনা আমাদের দেশে অহরহই ঘটছে সাড়ে চুয়াত্তর। আমার পরিচিত এক ডাক্তার ডায়গোনস্টিক সেন্টারের মালিককে হাসতে হাসতে বলছে "একদম চিন্তা করবেন না ওই রোগীকে হার্টের কিছু টেস্ট প্রেস্ক্রাইব করে এসেছি"। সেই রোগীকে আমিও দেখেছি, মনে হলো গ্রাম থেকে আসা নিতান্তই এক গরীব অসহায় রোগী। এই হলো আমাদের অবস্থা, আরও বাস্তব ঘটনা আছে যা বলতে গেলে অনেক লিখতে হবে।
মন্তব্যে আপনার বাস্তব ঘটনা যোগ করার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সবসময়।

১১| ১৬ ই জুন, ২০২১ রাত ১০:০০

কামাল১৮ বলেছেন: ঘরের লোক,নতুন শব্দ মনে হলো।আমাদের ডাক্তাররা বেশির ভাগই ভুল চিকিৎসা করে।আমার বেশ কিছু অভিজ্ঞতা আছে।

১৭ ই জুন, ২০২১ সকাল ৯:২৯

জুন বলেছেন: জী ঘরের লোকটা আবার আমার সহ পর্যটক ও কামাল ১৮ :)
আপনার কি আগে অন্য কোন নিক ছিল? ছবিটি পরিচিত লাগছে কিনা তাই।
অনেক অনেক ভালো থাকুন।

১২| ১৬ ই জুন, ২০২১ রাত ১০:১২

নজসু বলেছেন:


পরিচিতার গল্পটা শুনে মজা পেলাম আপা। :D

১৭ ই জুন, ২০২১ সকাল ৯:৩০

জুন বলেছেন: আমরাও অনেক হেসেছি নজসু। এক ধাক্কায় তুমি থেকে আপনি :)
আরেকবার এসেছেন তার জন্য আরেকটি ধন্যবাদ রইলো।

১৩| ১৬ ই জুন, ২০২১ রাত ১০:১৮

ইসিয়াক বলেছেন: ছানি আসতেছে..... বালাই ষাট। যাক যা হয়েছে ভালোই হয়েছে। হয়তো ঘূর্ণিঝড়ের মত ছানিও দিক পরিবর্তন করেছিলো। যার শেষ ভালো তার সব ভালো।

আমার আল্লাহ নবীজির নাম। পোস্টে ভালো লাগা। আচ্ছা বিষন্ন ভালো লাগা এরকম লিখলে মনে হয় ঠিক হতো নাকি।

আপু মন খুলে কমেন্ট করলাম। ভুল ক্রুটি৷ মার্জনীয়।

শুভ কামনা রইলো।

১৭ ই জুন, ২০২১ সকাল ১১:৫৮

জুন বলেছেন: ইসিয়াক আপনার মন্তব্য পড়ে কাল থেকে হাসছি :)
আসলেই এর আগে একবার অন্য অসুখ নিয়ে এমন নাজেহাল হয়েছিলাম ঢাকার এক নামকরা হসপিটালে সেইটা আরেকদিন বলবো।
শুভকামনা রইলো আপনার জন্যও। ভালো থাকুন আর সুস্থ থাকুন সবসময়।

১৪| ১৬ ই জুন, ২০২১ রাত ১০:২০

ডঃ এম এ আলী বলেছেন:


যাহোক বাঁচা গেছে কারো কোন অভিশাপ লাগে নাই ।
কার বুকের এত পাটা যে আপনাকে অভিশাপ দিবে ।
কবিতায় কবিতায় ছন্দে ছন্দে তাকেএমন জারিই দিব
যে তার চৌদ্দগুষ্টি উড়ে যাবে । :)
কাওকে অভিশাপ দেয়ার ঠেলা কাকে বলে বুঝবে ।

যাহোক, কাচ যেমন অস্বচ্ছ হয়ে গেলে আর কাচের ভেতর দিয়ে
কোনো কিছু দেখা যায় না, তেমনি চোখের লেন্স যদি ধোলাবালু
লেগে কোন কারণে অস্বচ্ছ হয়ে যায় তবে সে কারণ দুর হলেও
তার কিছু দীর্ঘ মেয়াদি ছাপ রেখে যায় , যা পরবর্তীতে চোখের
দৃষ্টিশক্তির উপর ধীরে ধীরে প্রভাব ফেলে । তাই চোখের
সামান্য সমস্যা হলেই বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে পরিক্ষা করিয়ে
নেয়া ভাল ।
যাহোক চোখে সমস্যা নেই শুনে আশ্বস্ত হলাম ।

শুভেচ্ছা রইল
পেতে থাকে

১৭ ই জুন, ২০২১ দুপুর ১২:০৩

জুন বলেছেন: কার এত বুকের পাটা হা হা হা ভালোই বলেছেন আলী ভাই :)
তারপরও আপনারা আমাকে যা কিছুটা জানেন তা ওই ডাক্তার সাহেবতো আর জানে না তাই আসিতেছে, আসিতেছে শীঘ্রই শুভমুক্তি বলে বলে আমাকে খোয়াড়ে নিয়ে যাচ্ছিলো আর কি =p~

সত্যি বলতে কি ডাক্তারদের কাছে যেতে আমার একটুও ইচ্ছে করে না, তবুও বাধ্য হয়ে যেতে হয়।
বরাবরের মতই মজাদার সাথে তথ্য সমৃদ্ধ মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।

১৫| ১৬ ই জুন, ২০২১ রাত ১০:৩১

খায়রুল আহসান বলেছেন: "আপনি বঞ্চিত হলেন আমাদের সমবেত সঙ্গীত শোনা থেকে" (৮ নং প্রতিমন্তব্য) - এখন থেকে হরিণ একটা বান্ধা ছিল গাছেরই তলায় গো প্র্যাকটিস করতে থাকেন দ্বৈত কন্ঠে! :)

১৭ ই জুন, ২০২১ দুপুর ১২:০৯

জুন বলেছেন: হা হা হা আসলেই প্রাকটিস করতে হবে তবে আমার স্বামী কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই একসময়ে খুবই ভালো গাইতো, বিশেষ করে গন সংগীত, হেমন্তের গান এইসব । বাসা থেকে বাবার অসহযোগিতা ছিল তারপরও সে গান চালিয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক আর ইউনিভার্সিটির মঞ্চে। এখন আর গায় না বল্লেও তবে আমি গাইলে সে হয়তো সারিন্দা বাজাতে পারে =p~
আরেকবার এসেছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ আরেকবার ।

১৬| ১৬ ই জুন, ২০২১ রাত ১০:৩১

রানার ব্লগ বলেছেন: আপনি এক কাজ করেন আগের ডাক্তারের কাছে আবার যান দেখেন তিনি কি বলে। একটা মজার কথা বলি, ২৫ -২৬ বছর বয়সে আমি প্রায় হাত দেখাতাম মনে হয় হতাশা থেকে, যাই হোক এক নামকরা জতিষ আমার হাত দেখে বললেন আমার বিদেশ ভ্রমণের সম্ভাবনা তো নাই সেই সাথে আমি যেনো কোন দিনো ভুলেও ভিসার জন্য এপ্লাই না করি এতে আমার প্রান যেতে পারে যদিও ভিসার সাথে প্রান যাওয়ার কি সম্পর্ক কে জানে, এর পর বছর দুই বাদে আমি প্রথম দেশের বাহিরে যাওয়ার সুজুগ পেলাম, যথারিতি আমি ভিসা প্লেনের টিকেট সব কিছু হাতে পেয়ে ওই জতিষির কাছে আবার গেলাম যেয়ে হাত দেখালাম জিজ্ঞাসা করলাম কোন পরিবর্তন আছে কি না, সে হাত দেখে বললো আপনি অজথা চেস্টা করছেন বিদেশ যাওয়া আপনার কপালে নাই, আমি দাত বের করে আমার ভিসা আর প্লেনের টিকেট দেখিয়ে বললাম ভাইসাব আমি ইউরোপ যাচ্ছি তাও একদিনের জন্য না পাক্কা ৪ বছরের জন্য। জতিষি ঠোঁট উল্টিয়ে বললো প্লেনে উঠতে পারবেন না। প্লেনে ওঠার পর আমার খুব ইচ্ছা হচ্ছিলো ব্যাটারে ফোন দিয়া বলি ভাইজান আমি কিন্তু প্লেনে।

১৭ ই জুন, ২০২১ দুপুর ১২:১৮

জুন বলেছেন: আমাকে বহু বচ্ছর আগে মহাজাতক হাত দেখে বলেছিল আপনার অধিকাংশ দিন বিদেশে কাটবে। বিদেশ যদি থাইল্যান্ড হয় তাইলে আমার আর বলার কিচ্ছু নাই রানার ব্লগ :(
এরা যে কত ধাপ্পা দিতে পারে তা আল্লাহই মালুম। আসলে সকল প্রকার প্রতারকরাই এক একটা উল্লেখযোগ্য চরিত্র। এক লোকের কাছে কিছু টাকা পাই, তার দেয়া সময় অনুযায়ী চাইলেই বলে আমার হার্টের অপারেশন হইছে দোয়া করিয়েন আর দুই মাস পরে যোগাযোগ করিয়েন, দুই মাস পর ওনার স্ত্রীর করোনা, তার দুই মাস পর মেয়ের করোনা, তার দুই মাস পর উনার ভাই করোনায় মারা গেছেন তাকে দাফন করে ঢাকা আসতেছে। দুইমাস পর জিজ্ঞেস করলাম কি ভাই খবর কি? জানালেন এখন ওনার করোনা দোয়া করতে বল্লো। তো এই হলো আমাদের দেশের বিভিন্ন মানুষের সামগ্রিক চরিত্র :(
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সবসময়।

১৭| ১৬ ই জুন, ২০২১ রাত ১০:৩২

হাবিব বলেছেন: সবসময় ভালো থাকুন এই কামনা করি আপু।

১৭ ই জুন, ২০২১ দুপুর ১২:১৮

জুন বলেছেন: আপনারাও আরিশ বাবুকে নিয়ে সব সময় ভালো থাকুন এই দোয়া করি হাবিব স্যার। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

১৮| ১৬ ই জুন, ২০২১ রাত ১০:৫৭

শেরজা তপন বলেছেন: কিছুদিন আগে চোখের সমস্যায় আমিও গিয়েছিলাম ডাক্তারখনায়- সপ্তাখানেক ধরে এই সেই পরিক্ষা, শেষমেষ দিল গ্লুকোমা টেষ্ট।

বড় টেনশনে ছিলাম- গ্লুকোমা পরিক্ষার নামে আধা ঘন্টা ধরে চরন ধৈর্যের পরিক্ষা দিতে গেম খেললাম!!! রেজাল্ট একশতে নিরানব্বুই।
শেষমেষ ডাক্তার মশাই বললেন; আমার জন্ম থেকে অক্ষিগোলক বড়, আর লবন পানির ঘাটতি! হাঁফ ছেড়ে বেচেছি।
এইটা হারাইলে কুল্লু খালাস :)

আপনার এইটা অভিশাপ হবে কেন- বড় সুখবর!!
ভাল থাকুন -সুস্থ্য থাকুন

১৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩৬

জুন বলেছেন: আপনার মন্তব্যের উত্তর দিতে আমার বড্ড দেরী হয়ে গেল শেরজা তপন । জী আমাদের দেশে রোগীদের যে কি পরিমান হয়রানি করে এসব নিয়ে লিখতে গেলে এনসাইক্লোপিডিয়া হয়ে যাবে । উপরে ব্লগার সাড়ে চুয়াত্তর লিখেছে উনাকেও গ্লুকোমা টেষ্ট দিয়েছিল কারন উনি গ্লুকোমা টেষ্টের মেশিন কিনে এনেছে । এখন তাঁর পয়সা উঠাতে হবে আমাদের মত গোবেচারা রোগীদের উপর দিয়েই । ব্যাংককের ডাক্তারও তো একটা প্রাইভেট হসপিটালে বসেছিল সেও তো পারতো আমাকে এক গাদা টেষ্ট দিতে ।
আওনারও যে ভয়ংকর কিছু মানে গ্লুকোমা হয় নাই তাঁর জন্য শুকরিয়া শেরজা তপন । আপনিও ভালো থাকুন :)

১৯| ১৬ ই জুন, ২০২১ রাত ১১:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
'বালাই ষাট !'
অভিশাপ লাগবে কেন
শত্রুর মুখে ছাই দিয়ে
শিঘ্রই আপনি সুস্থ্য হয় উঠবেন

১৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:২২

জুন বলেছেন: দোয়া করেন নুরু ভাই
দোয়া ছাড়া উপায় নাই
আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় ভালো আছি ।
শুধু কাহিনিটা আপনাদের সাথে ভাগবাটোয়াড়া করে নেয়া আরকি :)
আপনিও ভালো থাকুন সুস্থ থাকুন ।

২০| ১৭ ই জুন, ২০২১ সকাল ৯:৫১

মনিরা সুলতানা বলেছেন: আপু থাইল্যান্ডে তো দেখাইছেন ভালোই হইছে , মেলা খরচ বাচঁলো
বাংলাদেশে তো কোথাও না কোথাও ঘোষনা দিয়ে বীনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প হয় পুরাই মাগনা ।

যাক মজা করে লিখেছেন আমাদের দেশের জনতার দূর্ভোগের কথা।



১৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:২৬

জুন বলেছেন: আপু থাইল্যান্ডে তো দেখাইছেন ভালোই হইছে , মেলা খরচ বাচঁলো আসলেও মনিরা অনেক কম টাকাই লেগেছিল আমাদের দুজনার । এখানে তো আসছে আসছে করেই প্রতিবার ফি নিতো :-/
ভালো থেকো অনেক অনেক আর ডাক্তার নিয়ে আরেকটি মজার কাহিনী আছে লিখবো সময় পেলে । তুমি আমার ছবি ব্লগ প্রতিযোগীতার জন্য দেয়া ব্লগটি দেখো কিন্ত :)

২১| ১৭ ই জুন, ২০২১ সকাল ১০:০৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমিও হারুন আই ফাউন্ডেশনে একবার দেখিয়েছেলাম তবে অভিজ্ঞতা ভালোনা।

১৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:২৮

জুন বলেছেন: আমাকে একবার রুটিন চেকাপে হারুন আইতে পাঠিয়েছিল আমি তিন দিন পর কানা হয়ে ছাড়া পেয়েছিলাম তাদের হাত থেকে সে এক বিশাল কিচ্ছা দেশ প্রেমিক বাংগালী । দেশ প্রেম থাকলেও এদের অত্যাচারে আর দেশ প্রেম বজায় রাখতে পারি না :(
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে

২২| ১৭ ই জুন, ২০২১ সকাল ১১:৪২

নীল আকাশ বলেছেন: এটা এই দেশের খুব কমন ব্যাপার। অবাক হইনি। আমার স্ত্রীর সময়েও ঘটেছিল। দুইজন ডাকতার দুই রকম পাওয়ার দিয়েছিল। প্লাস / মাইনেস। শেষ খুব সিনিয়র একজন দেখে বলো কোন চশমারই দরকার নেই। পাচবছর ধরে দিব্য ভাল আছে।

১৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩০

জুন বলেছেন: ঠিকই বলেছেন নীল আকাশ আমাদের কিছু কিছু ডাক্তারের জন্য সব ডাক্তারদের বদনাম ।
অনেকদিন পর আপনাকে আমার ব্লগে দেখে খুশী হোলাম । আশাকরি ভাবীকে নিয়ে এই দুর্যোগে সহি সালামতেই আছেন । মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে ।

২৩| ১৭ ই জুন, ২০২১ দুপুর ১:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




মালয়েশিয়া থাইল্যান্ড ব্রুনাই সহ আসিয়ান দেশগুলো বৃষ্টির দেশ। হয়তো তাই দেশগুলো খুবই পরিস্কার পরিচ্ছন্ন। ছোখ খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। তাছাড়া চোখে সামান্য বালি পরলেও মনে হয় পাহাড় এসে পরেছে।

১৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩৪

জুন বলেছেন: সিঙ্গাপুর জাপান সবই তো পরিস্কার যত নোংরা আমাদের এই উপমহাদেশ । আমার ছেলে স্টুডেন্ট অবস্থাতেই দুবার টোকিও ইউনিভার্সিটির আমন্ত্রনে সাতদিনের জন্য ওয়ার্কশপে গিয়েছিল । ছেলে বলে আম্মু তুমি টোকিওর রাস্তায় খাবার রেখে খেতে পারবা আর ড্রেনের পানিও আমাদের কলের পানির চেয়ে পরিস্কার ।
চোখ সত্যি গুরুত্বপুর্ন । মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে ঠাকুর মাহমুদ ।

২৪| ১৭ ই জুন, ২০২১ দুপুর ১:৪৮

করুণাধারা বলেছেন: শ্বাসরুদ্ধকর লেখা! শেষ পর্যন্ত না পড়ে বুঝতেই পারছিলাম না কী হবে!

আমি তিনজন ডাক্তার দেখিয়ে যে দুজনের প্রেসক্রিপশন কাছাকাছি তার একটা থেকে চশমা বানিয়েছি। এখন মনে হচ্ছে ছানীর জন্য দেখাতে হবে, কিন্তু ভরসা পাচ্ছি না...

শেষ ভালো হলে ভালো লাগে, তাই এটা পড়েও ভালো লাগলো

+++

১৭ ই জুন, ২০২১ রাত ৮:৩৪

জুন বলেছেন: করুনাধারা শেষ পর্যন্ত আপনি আমাদের মায়া ছেড়ে যে সত্যি সত্যি চলে যাননি তাঁর জন্য মন থেকে ধন্যবাদ জানাচ্ছি । আমি জানি আপনি আমাদের মায়া, সামুর মায়া ছাড়তে পারবেন না কারন আপনিতো মায়াময়ী একজন । আমি অপেক্ষা করছিলাম দেখি আর দুদিন তারপর আপনার নামে হারানো বিজ্ঞপ্তি দিতাম । তবে মন বলছিলো আপনি ফিরে আসবেনই আসবেন ।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য :)

২৫| ১৭ ই জুন, ২০২১ দুপুর ২:০২

ভুয়া মফিজ বলেছেন: আপনের প্রথম মন্তব্যের প্রতিউত্তর পইড়া বুঝলাম, আপনের চালশে হইছে। ছানি পড়া সময়ের ব্যাপার। প্রস্তুতি লওন শুরু করেন। আপনের প্রস্তুতিতে কিন্চিৎ সহায়তা প্রদান করলাম। :-B
view this link

১৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫৩

জুন বলেছেন: আপনের চালশে হইছে। ছানি পড়া সময়ের ব্যাপার।
লেখা পইড়া বুঝেন্নাই আর বুঝলেন কি না মন্তব্য পইড়া :-*
যাউকগা কিছু হইলেও তো বুঝছেন নাকি /:)
=p~
ঐ গান একা গাওয়া যাইবেক না গাছেরই তলায় বলার সময় লোকজন লাকপে ভুয়া ;)
পোস্ট পড়া ও সুচিন্তিত মতামতের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন ।

২৬| ১৭ ই জুন, ২০২১ দুপুর ২:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যাক ছানি মানি কিছু না, বাঁচা গেল।

১৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

জুন বলেছেন: আমিও বেচেছি নইলে ছানি হলে কি উপায় যে হতো মোঃ মাইদুল সরকার :)
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে ।

২৭| ১৭ ই জুন, ২০২১ বিকাল ৩:০১

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার কারো অভিশাপ লাগে নাই এবং তা’ কখনো না লাগুক সেই কামনা করি।

১৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫৫

জুন বলেছেন: আপনি তো আমাদের সনেট কবি তাই না ? এতদিন কোথায় ছিলেন ?
আপনার দোয়ায় যেন সুস্থ থাকি এই মহামারীতে আল্লাহ পাক কবুল করে নেয় যেন ।
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে ।

২৮| ১৭ ই জুন, ২০২১ বিকাল ৪:০৯

শেরজা তপন বলেছেন: কি ব্যাপার ফের চোখের ডাক্তারের কাছে গেলেন নাকি??

১৭ ই জুন, ২০২১ রাত ৮:৩২

জুন বলেছেন: না না আর যাই নাই আছি শেরজা তপন । সংসারের নানা কাজের ফাকে ফাকে লেখালেখি বুঝতেই পারেন অখন্ড অবসর তো আর ভাগ্যে জুটে না তাই এই অবস্থা । ছবি ব্লগ প্রতযোগীতায় নাম লিখিয়েছি দেখবেন আশা করি । আর আপনিও এই দৌড়ে সামিল হোন জলদি জলদি :)
ভালো থাকুন ।

২৯| ১৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: আমি প্রথমেই বলতে চাইছিলাম - আমার অভিশাপ না এটা নিশ্চিত তবে পড়ে চোখে ছানি (আন্ধা হওয়ার প্রথম ধাপ) হয়নি শুনে হাপ ছেড়ে বাছলাম। কারণ,ছানি পড়লেত আমারই :P বদনাম হইত।

যাক এখন সাদা ছড়ি হাতে না হয় বেচে গেলেন তবে স্বাভাবিক ভাবেই একটু আল্লাহ-নবীজির নাম (গান গাওয়ার) নেওয়ার অনুরোধ রইল। কারন,আল্লাহ বড় বাচান বাচাইছে।

আমার মনে হয় আমাদের দেশের বদ X(( ডাঃ আপনার চোখের প্রেমে পড়েছিল আর সেই চোখের বিরহে কাতর হয়ে,তাকে না পেয়ে আপনাকে ব্যাপোক টেনশন দিয়ে মজা পাওয়ার জন্য ছানির নাটক করেছে।এই ডাঃ কে কি করব? কি করবেন ? ভাবছেন কিছু? আমার ত মন চায় !!!! কি চায় B-)) জানিনা -----------------

খালি মজা করলাম বাংলা (লেডি) বতুতা ।

১৮ ই জুন, ২০২১ সকাল ১০:১২

জুন বলেছেন: ছানি পড়লেত আমারই :P বদনাম হইত। এইটা সত্যি বলছেন বিনা অপরাধে দোষী সাব্যস্ত হওয়া একেই বলে মোহামমদ কামরুজজামান B-)
স্বাভাবিক ভাবেই একটু আল্লাহ-নবীজির নাম (গান গাওয়ার) নেওয়ার অনুরোধ রইল। কারন,আল্লাহ বড় বাচান বাচাইছে।
আল্লাহ নবীজির নাম সব সময় নেই বলেই তো এই পর্যন্ত আছি ।

এই ডাঃ কে কি করব? কি করবেন ? ভাবছেন কিছু? আমার ত মন চায় !!!! কি চায় B-)) জানিনা -----------------
কি আর করবো বলেন তবে সে একটা সম্ভাব্য ছানির রোগী হারালো আর কি ;)
অনেক অনেক ধন্যবাদ জানবেন আর নেক্সট পোস্ট পড়ে প্লাস আর মন্তব্য করে আমাকে ছবি ব্লগ প্রতিযোগীতায় জয়যুক্ত করে বাধিত করবেন =p~


৩০| ১৭ ই জুন, ২০২১ রাত ৮:৩০

করুণাধারা বলেছেন: অনেক ধন্যবাদ। এবার মুছে দিতে পারেন।

আমি কিছু সমস্যা নিয়ে এত বিপর্যস্ত হয়ে আছি যে ঠিকমতো লিখতে পারিনি, তাই এই ভুল বোঝাবুঝি! সামু ছেড়ে কোথায় যাবো!

এক জায়গায় যাওয়া খুবই দরকার, গতবছরের মার্চে ভিসা ইন্টারভিউ ছিল, বাতিল হতে হতে এখন এবছরের ডিসেম্বরে গিয়ে ঠেকেছে। এই নিয়ে নানা সমস্যায় পড়ে গেছি।

১৮ ই জুন, ২০২১ সকাল ১০:১৮

জুন বলেছেন: আমি কিছু সমস্যা নিয়ে এত বিপর্যস্ত হয়ে আছি যে ঠিকমতো লিখতে পারিনি, তাই এই ভুল বোঝাবুঝি! সামু ছেড়ে কোথায় যাবো! করুনাধারা আমি আপনার একটি মন্তব্যে পড়েছিলাম আপনার ছেলের গাড়ি দুর্ঘটনার কথা। সন্তানদের জন্য মায়ের মন কেমন করে সেটা মায়েরাই বুঝতে পারে । আমার ছেলে ফোন করেই এক জপুনি আসো তোমরা আসো । যত বলি ফ্লাইটই তো চালু হয়নি । আমিও মাঝে মাঝে অস্থির হয়ে পরি । তখন কিচ্ছু ভালোলাগে না । আর ভিসা দেয়া নিয়ে যা শুরু করেছে তা বলার নয় । আমাদের কাছে মেইল লিখে জানায় আরও দুই মাস ধৈর্য্য ধরো । কিন্ত দুই মাস আর শেষ হয়না। অবশ্য এর জন্য করোনাও অনেকটা দায়ী।
ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইলো ।

৩১| ১৮ ই জুন, ২০২১ সকাল ১০:৩১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আর যাই করেন, নুরু ভাইয়ের অভিশাপ লাগাইয়েন না।
সে বড়ো কঠিন অভিশাপ - তিনটি কালা মুরগি জবাই দিয়েও কাটানো যায় না। =p~

১৮ ই জুন, ২০২১ সকাল ১১:২৩

জুন বলেছেন: হা হা হা এই করোনাকালে কোথায় পাবো তিন কালা মুরগী শেষে শাপগ্রস্ত রাজা যযাতির মত নিজের অভিশাপ অন্যের ঘাড়ে চালান করার জন্য দুয়ারে দুয়ারে ঘুরতে হবে আরকি B-)
নুরু ভাই আমাকে অভিশাপ না দোয়া করে গিয়েছেন স্বামী বিশুদ্ধানন্দ :)

মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আর ঐ ইয়ে মানে আমার বর্তমানে ছবি ব্লগ প্রতিযোগীতার ১নং পোস্টে কমেন্ট ও লাইক করে আমাকে জয়যুক্ত করতে সাহায্য করুন =p~

৩২| ১৯ শে জুন, ২০২১ রাত ৯:৫৫

আমি তুমি আমরা বলেছেন: শেষের টুইস্টটা ভাল লেগেছে।

নগর ঢেকেছে ধূলোয়,
ভাবি চোখটা গিয়েছে চুলোয়।

২০ শে জুন, ২০২১ সকাল ১১:৩২

জুন বলেছেন: নগর ঢেকেছে ধূলোয়,
ভাবি চোখটা গিয়েছে চুলোয়।

বাহ চোখ নিয়ে দেখছি দারুন কবিতা লিখে ফেললেন
আমি তুমি আমরা :)
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যে ।

৩৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৩

জুল ভার্ন বলেছেন: ২০১৮ সনে আমি গুম অবস্থায় টানা ১২ দিন আমার চোখ বেঁধে রেখেছিলো। তারপর গ্রেপ্তার দেখিয়ে দুই দফায় আরো ১২ দিন রিমান্ড শেষে পাঁচ মাস জেল জীবন। জেলে থাকতেই চোখের সমস্যায় লবেজান! জামিনে বেরিয়ে নানাবিধ চিকিতসা শেষে ঢাকা আই হসপিটালের পরিচিত চোখের ডাক্তারের কাছে যাই-যিনি আমার গুম হওয়া থেকে জেলযাপন সবই অবগত। ডাক্তার আমাকে অনেক পরীক্ষা নিরীক্ষা শেষে নিশ্চিত করলো-দুই চোখেই ছানি পরেছে-অতিসত্তর সার্জারী করতে হবে(পারলে তখনই আমার চোখে অপারেশন করে দেয়)। আমি স্বভাব মতো আরো দুই হাসপাতালে দুই জন চোখের ডাক্তার দেখাই-দুই যায়গা থেকেই আমাকে নিশ্চিত করছে-চোখে ছানী পড়েনি। আসলে শেষের দুই ডাক্তার আমার জেল পূর্ব এবং জেল জীবন সম্পর্কে কিছুই জানতেননা।

আলহামদুলিল্লাহ। এখনো আমার চোখ ভালো আছে।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৫৪

জুন বলেছেন: গুম হয়েও যে ফিরে এসেছেন এটাই বিরাট ব্যাপার। আমাদের দেশে গুম হলে অনেকেই আর ফিরে আসে না। চোখে সমস্যা নেই জেনে ভালো লাগলো। ভালো থাকুন, নিরাপদ থাকুন এই দোয়া রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.