নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে
বালিরটেক, মানিকগঞ্জ
২০১১
একখানা ছইওয়ালা নৌকায় কালীগঙ্গা নদী দিয়ে বহু আগে একবার মানিকগঞ্জ থেকে বালিরটেক পাড়ি দিয়েছিলাম। শীতের সেই শান্ত- স্নিগ্ধ, নিস্তরংগ নদী বেয়ে এগিয়ে চলেছিল আমাদের নৌকা। নদীর পানি কমে আসায় তাঁর দুই তীর ছিল অনেক উচুতে। সেই নদীর পাড়ে গর্ত করে অজস্র পাখি ঘর বেধেছিল। তাদের কলকাকলি, নদীর কলকল আর সবুজ শ্যমল গাছের শোভায় মনে হচ্ছিলো প্রকৃত যেন তাঁর সবটুকু সৌন্দর্য্য উপুর করে দিয়েছিল চারিদিক ঘিরে। পরদিন ভোর সকালে কুয়াশার চাদর ভেদ করে সুর্য্যি মামা যখন উকি দিল তখন গাছের উপর মাকড়সার জালে সেই আলো পরে যে অসাধারন এক স্বর্গীয় নঁকশা সৃস্টি হয়েছিল তা মানুষ কল্পনাও করতে পারবে না।
নির্জন নিরালায়, দুজনে দুজনায়
মহেশখালী, কক্সবাজার ।
২০১৩
কক্সবাজার থেকে স্পীডবোটে করে গিয়েছিলাম মহেশখালিতে সে এক দারুন অভিজ্ঞতা আমাদের তিনজনার। আমিতো কিছুটা পথ সমুদ্র পাড়ি দিতে হবে শুনে যাবোই না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্ত আমাদের হোটেলের পাশের রেস্তোরার গার্ড আমাকে সাহস জুগিয়েছিল। যার জন্য এক অসাধারন রূপসী বাংলাকে দেখার সৌভাগ্য অর্জন করেছিলাম।
সুনসান চারিদিক
মহেশখালী, কক্সবাজার
২০১৩
এটাও মহেশখালি থেকে ফেরার সময় ঘাট থেকে তোলা ট্রলার। এখানেও আছে জোয়ার ভাটার খেলা। এখন ভাটার সময় তাই বেধে রেখেছে ট্রলারসহ আরো জলযানকে। আশেপাশে সুন্দরবনের চরিত্র অনুযায়ী লবনাক্ত পানির গাছ গজিয়ে উঠেছে আর ঠেকিয়ে রাখছে অসাধারন রূপসী দ্বীপ মহেশখালিকে ভাঙ্গনের হাত থেকে।
কে গো তুমি আসো পিছু পিছু, কানে কানে বলবে কি কিছু!
টেকনাফ থেকে সেন্টমার্টিনের পথে
২০১৮
নাফ নদী পার হয়ে নীল সমুদ্র বক্ষে আমাদের পিছু নিয়েছে এক নাম না জানা জলযান। সাগরের বুকে সাগর কন্যা সেন্ট মার্টিন বাংলাদেশের শেষ সীমানা, যে যায়নি তাঁর একবারের জন্য হলেও ঘুরে আসা উচিত। সেন্ট মার্টিন স্থানীয়রা বলে নারিকেল জিঞ্জিরা, এতো বলতেই হবে কারন অজস্র নারিকেল গাছের পাতার শর শর শব্দ সেই সাথে সৈকতে ক্ষনে ক্ষনে ভেংগে পড়া সমুদ্রের ঢেউ এর মোহনীয় রূপে পাগল হয়নি এমন কাউকে খুজে পাওয়াই যে মুশকিল। আমাকে নিশিতে পাওয়া মানুষের মত তিনবার টেনে নিয়ে গেছে সেন্ট মার্টিন।
রূপসী হাওড় টাঙ্গুয়ার নিস্তরংগ জলে, ছইওয়ালা নাও খানি ভেসে ভেসে চলে
টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ, সিলেট
২০১৪
টাংগুয়ার হাওরে আমাদের মাঝি ভাই তাঁর নৌকা নিয়ে সারাদিন ছিল আমাদের সাথে। অনেক অনেক ভালো একজন মানুষ । তাহিরপুর থেকে আমাদের উঠিয়ে নিয়ে সারা টাঙ্গুয়ার হাওর ঘুরিয়ে এনেছিল। রূপমুগ্ধ আমরা অবাক বিস্ময়ে শুধু তাকিয়ে ছিলাম আমাদের দেশের অপার সৌন্দর্য্যের দিকে। অনেক অনেক বিল ঘুরিয়ে এনেছিল, এনেছিল পাখীদের রাজত্ব ঘুরিয়ে অবশেষে বিকেলে তাহিরপুরে পৌছে দিল মাঝি ভাই ।
কতদুর আর কতদুর
লালা খাল, সিলেট
২০১৪
আয়না সবুজ স্বচ্ছ লালাখালে একবার যদি কেউ নৌকায় ঘুরে আসে তাঁর মনে হবে বার বার ঘুরে আসি । আমাদের দেশের যে এত সৌন্দর্য্য তা ঘুরে না বেড়ালে চোখে পরার কথা নয়। একদিকে সিলেটের চা বাগান অন্যদিকে ভারতের সীমান্তবর্তী গ্রাম তাঁর মাঝখান দিয়ে পান্না সবুজ রঙের পানি নিয়ে বয়ে চলেছে লালা খাল। লালাখালের বুক বেয়ে নৌকা করে বালি নিয়ে চলেছে দুজন।
জীবনের পথ পাথরের মত ভারী, তাই নিয়ে মোরা চলেছি যে সারি সারি
বিছানাকান্দি, সিলেট
২০১৫
বিছানাকান্দির বুক জুড়ে অজস্র পাথর আর নুড়িতে বোঝাই।সেই পাথর নৌকায় ভরে চলেছে কোন অজানায়। ভারতের মেঘালয় রাজ্য যাতে রয়েছে অজস্র পাহাড় আর সেই পাহাড়ের বুকে জমা কষ্টগুলো যেন পাথর হয়ে বেরিয়ে আসছে চোখের পানির মত আর টুপ টাপ করে একে একে গড়িয়ে এসে জমা হচ্ছে বিছানাকান্দির বিশাল বুকে। সেই দুখী পাহাড়ের কান্না জমা পাথর কুড়িয়ে আমাদের দুঃখী মানুষরা তাদের দুঃখ ঘোচানোর কাজে ব্যস্ত।
চলেছি ভয়াল জল পথ ঠেলে, যদি মধুর দেখা কভু মেলে
সুন্দরবন, খুলনা
২০১৮
সুন্দরবনের মৌয়াল মধুর সন্ধানে জীবন বাজি রেখে চলেছে নৌকায়। যে কোন মুহুর্তে বনের রাজা দক্ষিন রায়ের মুখোমুখি হতে পারে, হতে পারে কুমিরের খাবার, চুপিসারে পা ধরে টেনে নিয়ে যাবে অতল জলে, আর কিছু না হোক অজস্র সাপখোপ তো আছেই । তারপরও পেটের তাগিদে বন্ধ হয়না তাদের এই ভয়-সংকুল পথে চলা।
একাকী
দুবলার চর
২০১৬
সুন্দরবনের দুবলার চরে নেমেছিলাম সবাই, তখন দেখা হলো বৈঠা বেয়ে চলা এক নিঃসংগ নৌকার। ধুধু চরের ওপাশে সাগর মিশেছে দিগন্ত রেখায় যা এক অসাধারন সৌন্দর্য্য সৃষ্টি করেছে।
রঙ বাহারী ট্রলার
কক্সবাজার, ফিশারী ঘাট।
২০১৭
জাল গুছিয়ে খাবার দাবার আর মিঠা পানি নিয়ে রওনা হবে সাগরে তাঁর প্রস্ততি নিচ্ছে জেলেরা। জানে না কবে ফিরে আসবে পরিবার পরিজনের কাছে বা আদৌ কি সেই বিস্তীর্ন জলরাশি পেরিয়ে সমুদ্র সেচে মানিক রতন কুড়িয়ে আনতে পারবে কি না !
ভাংগনের শব্ধ শুনি
হিজলা বরিশাল।
২০১৪
"শুধু বিঘে দুই আছে মোর ভুই আর সবই গেছে ঋনে,
বাবু কহিলেন বুঝেছো উপেন এ জমি লইবো কিনে"
কবি রবীন্দ্রনাথের বিখ্যাত এই কবিতার মতই কি জীবন বরিশালের হিজলাবাসীদের? যা ছিল সম্পদ সবই গেছে, ছিল শুধু বাপ দাদা চৌদ্দ পুরুষের ভিটেটুকু তবে সেটা কবিতার সেই জমিদার বাবুর গ্রাসে নয়, হারাতে হচ্ছে কীর্তনখোলা নদীর গ্রাসে। যেটুকু সম্বল ঘরের চাল, বাশের বেড়া আর ছেড়া কাথাকানি নিয়ে নৌকায় করে আরেক যায়গায় চলেছে নতুন ঠাইয়ের সন্ধানে। জানেনা কি আছে তাদের ভাগ্যে! তারপরও যেতে হবে।
ট্রলার দুর্বিনীত এক জলযান, হেসেখেলে কেড়ে নেয় শত মানুষের প্রান
সুন্দরবনের পথে মরাভোলা নদী
২০১৪
সুন্দরবন ভ্রমনে যেতে মরাভোলা নদীতে খুব সকালে দেখা মিললো শরীরের চারভাগের তিনভাগ ডুবিয়ে রাখা রঙ বেরংগের ট্রলারের। যেতে পথে দেখা মিলে বালি বহন করা এই ট্রলারগুলোর। এর চালকরা অত্যন্ত বেপরোয়া। এদের সীমাহীন দুর্বিনীত আচরনে অনেক মানুষের প্রান গিয়েছে। তারপরও একটুও শোধরায়নি তাদের চরিত্র। আমাদের নিয়ে চলা গাইড ট্যুরস লিমিটেডের লঞ্চ অবসরকেও সামনে থেকে প্রচন্ড ধাক্কা দিয়েছিল। এতে লঞ্চের এক কর্মচারী মাথায় বাড়ি খেয়ে নদীতে পরে গিয়েছিল। ভাগ্যিস তাঁর সহকর্মীরা তাকে ধরে ফেলেছিল নাহলে সেদিন আমাদের এক মৃত্যুর সাক্ষী হতে হতো। পরে চাদপুর হাসপাতাল থেকে তাঁর মাথায় সেলাই করে আনা হয়েছিল।
সব ছবি আমার ক্যামেরা , মোবাইলে তোলা ।
ছবির স্বর্বসত্ব সংরক্ষিত
১৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:৪৭
জুন বলেছেন: ক্যান বাকিগুলো ভালোলাগে নাই আমি সাজিদ
কত কষ্ট করে ছবি তুলেছি
সেন্ট মার্টিনের ছবিটা আবার দেখেন কি সুন্দর
ভালোলাগার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।
সাথে থাকবেন আর প্লাস দিয়ে দিয়ে আমাকে প্রতিযোগীতায় ফাস্ট করবেন
২| ১৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:৫০
আহমেদ জী এস বলেছেন: জুন,
ব্লগে ঢুকতেই দেখি আপনার দেয়া ছবি , বিছানাকান্দিতে পাথর বোঝাই নৌকার মিছিলের মতোই ছবি ব্লগের মিছিল।
সুন্দর ছবি ও লেখা ।
১৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:৫৪
জুন বলেছেন: বাপরে বাপ আমি দেখি মহা ভাগ্যবান ব্লগে ঢুকেই আমার লেখা !
অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য ।
ভালো থাকুন সবসময় ।
৩| ১৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:০২
ঠাকুরমাহমুদ বলেছেন:
বাংলাদেশের অতীত দেখতে হলে নদীপথে যেতে হয়। নদীপথে বাংলার ইতিহাস থরে থরে সাজানো। ছবি ব্লগ খুবই ভালো হয়েছে।
১৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫৮
জুন বলেছেন: জী এইজন্যই তো পৃথিবীর সব বড় বড় শহরগুলো নদীর মোহনায় গড়ে উঠেছে । কারন তখন দ্রুতগতির জন্য একমাত্র জলযানই ভরষা ছিল ঠাকুর মাহমুদ । মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে
৪| ১৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:০৫
ঢাবিয়ান বলেছেন: বাহ, দারুন ছবিগুলো
১৭ ই জুন, ২০২১ রাত ৮:৫৫
জুন বলেছেন: প্লাস দিয়েছেন তো ঢাবিয়ান
বুঝেন না ফাস্ট হইতেই হবে
ছবিগুলো ভালোলাগার জন্য অসংখ্য ধন্যবাদ ।
সব ছবি আমার তোলা কিন্ত
৫| ১৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:১৬
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ছবি ও লেখা খুব সুন্দর । আমার ও ছবি ব্লগ ভাল লাগে ।
১৭ ই জুন, ২০২১ রাত ৮:৫৭
জুন বলেছেন: আপনিও তাড়াতাড়ি একটা ছবি ব্লগ দিয়ে ফেলেন নুরুন নাহার লিলিয়ান
আপনার পটল ভাজি কালকেই বানিয়ে খেতে হবে কারন পটল আমার প্রিয় সব্জী ।
মন্তব্যে ধন্যবাদ ।
৬| ১৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:২৭
কামাল১৮ বলেছেন: প্রতিটা ছবি দেখার মতো।ছবি পরিচিতি আরো সুন্দর সাফল্য কামনা করি।
১৭ ই জুন, ২০২১ রাত ৮:৫৯
জুন বলেছেন: প্রতিটা ছবি দেখার মতো আপনার এই কথা শোনার পর ধন্যবাদ দেয়ার ভাষা হাতড়ে বেড়াচ্ছি কামাল১৮ ।
ভালো লাগা রইলো অনেক অনেক
৭| ১৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: হরেকরকমের নৌযান দেখা হলো।
১৮ ই জুন, ২০২১ সকাল ১০:২৮
জুন বলেছেন: আমার তোলা বিদেশী অনেক নৌ যানেরও ছবি আছে । তবে নির্ধারিত সংখ্যার জন্য বাদ দিতে হলো
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে ।
৮| ১৭ ই জুন, ২০২১ রাত ৮:২৪
করুণাধারা বলেছেন: সব ছবিই চমৎকার। সবচেয়ে ভালো লেগেছে সেন্টমার্টিনের পথের কিছুটা রহস্যময় জলযান।
১৮ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:০৭
জুন বলেছেন: আমার কাছেও ঐ ছবিটি চলৎকার লাগে করুনাধারা ।
আসলে এখানে ছোট দেখাচ্ছে তাই হয়তো তাঁর সেই মহিমা ফুটে উঠেনি
ছবি ভালোলাগার জন্য রইলো ভালোলাগা অনেক অনেক ।
৯| ১৭ ই জুন, ২০২১ রাত ৮:৩৮
মরুভূমির জলদস্যু বলেছেন: বাহ!! ছবি গুলি চমৎকার হয়েছে।
১৮ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:১১
জুন বলেছেন: একজন ফটোগ্রাফারের প্রশংসা পাওয়া সোজা কথা নয় কিন্ত জলদস্যু
পুরস্কার আশা করতেই পারি কি বলেন
আন্তরিক ধন্যবাদ জানবেন
১০| ১৭ ই জুন, ২০২১ রাত ৮:৪৯
শাহ আজিজ বলেছেন: নৌকার সংগ্রহ খুব ভাল ।
সুনসান ছবিটা পুরাতন কথা মনে করিয়ে দিল । পেছনে ফ্লোরে বসে হুইস্কি খেয়ে টাল হয়ে সমুদ্রকে ভাল বেসেছিলাম । কি দারুন সময় ছিল তখন , আহা মিসিং !!!
১৮ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:১৫
জুন বলেছেন: যাক আপনার মত শিল্পীর সার্টিফিকেট পেয়েছি এখন পুরস্কার না পেলেও চলবে কি বলেন
পেছনে ফ্লোরে বসে হুইস্কি খেয়ে টাল হয়ে সমুদ্রকে ভাল বেসেছিলাম ।
কনকি আমরা স্বামী স্ত্রী দুজনাই সমুদ্র ভালোবাসি। কই তাঁর জন্য হুইস্কি বা শ্যাম্পেন যাই বলেন কোনদিন তো কোনোটাতেই একটুও চুমুক দিলাম না বিশেষ করে আমি
১১| ১৭ ই জুন, ২০২১ রাত ৮:৫১
ডঃ এম এ আলী বলেছেন:
বিবিধ প্রকারের নৌযানের ছবি সুন্দর হয়েছে,
পারিপার্শ্বিক দৃশ্যপটও প্যনরমিক ।
আমি নিজেও প্রতিযোগী হয়ে যেতে পারি
তাই আর বেশী কিছু বললামনা
তবে ছবিতে আনেক অনেক ++++++++
দিয়ে গেলাম । অন্যের ভাল চাইলে নীজের
ভাল ডাবল হয়ে যেতে পারে , জানিনা এমন
হলে কেমন হবে, কার মুখে হাসি ফুটবে
১৮ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪২
জুন বলেছেন: আমিও তাই বিশ্বাস করি আলী ভাই। দেখেন না নামাজের মোনাজাতে আমরা কত চেনা অচেনা মানুষের জন্যও দোয়া করি। আপনার ছবি ব্লগ কবে দিবেন? তাত্তাড়ি দেন তা নইলে ডেট চলে যাবে যে। ভালো থাকুন সবসময়। মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে
১২| ১৭ ই জুন, ২০২১ রাত ৯:২৯
শায়মা বলেছেন: নৌকা দেখলেই আমার মনে পড়ে একটা গান......
অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া .....
দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বাওয়া .........
১৮ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৫
জুন বলেছেন: আমি জানি নৌকা দেখলে রবি ঠাকুরের গান মনে না পরে তোমার যাবেই না শায়মা। অনেক অনেক ভালো লাগা রইলো
১৩| ১৭ ই জুন, ২০২১ রাত ১০:১৪
শোভন শামস বলেছেন: অপূর্ব আপনার থিম ভিত্তিক ছবিগুলো, আপনার আন্তরিকটা প্রশংসার দাবী রাখে +++++
১৯ শে জুন, ২০২১ দুপুর ১২:৪৮
জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে আন্তরিক এক মন্তব্যের জন্য শোভন শামস।
ভালো থাকুন সবসময় এই প্রত্যাশা রইলো।
১৪| ১৭ ই জুন, ২০২১ রাত ১১:০১
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: জুন আপু, আপনাকে হিংসে হয়
দারুণ সব ছবি।
১৯ শে জুন, ২০২১ দুপুর ১২:৫০
জুন বলেছেন: হিংসা করা ভালো নয় ঝিঝি পোকা, বলেন গর্বিত
আন্তরিক ধন্যবাদ আপনাকে আমার ব্লগ উঠানে পা দেয়ার জন্য
১৫| ১৭ ই জুন, ২০২১ রাত ১১:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো আপি। সুন্দর ছবিগুলো
১৯ শে জুন, ২০২১ দুপুর ১২:৫৩
জুন বলেছেন: আপনার ছবির মত সুন্দর হয়না ছবি
তারপর দারুন ছবিওয়ালা যখন প্রশংসা করলো তখন তো একটা কিছু অবশ্যই হয়েছে কি বলেন ফাতেমা ছবি। অন্নেক ধন্যবাদ।
১৬| ১৭ ই জুন, ২০২১ রাত ১১:২১
শেরজা তপন বলেছেন: আপনি ফাসটো
এমন দুর্দান্ত সব ছবির সাথে অতি চমৎকার বর্নণা দেবার পরে, দু-য়েকখানা ছবি ব্লগে দেবার জন্য যাওবা মনস্থির করেছিলাম সে
চিন্তা বাদ ফের আও ফাও লেখা লেখিতে মনযোগী হলাম
১৯ শে জুন, ২০২১ দুপুর ১২:৫৪
জুন বলেছেন: আমি তো ছবি ব্লগ দিয়ে এখন বেকুব। এত সুন্দর সুন্দর ছবির রাজ্যে আমার লাস্টো হওয়া ঠেকায় কে শেরজা তপন তারপর ও উৎসাহিত করছেন তার জন্য অশেষ ধন্যবাদ জানবেন। ভালো থাকুন সবসময়।
১৭| ১৮ ই জুন, ২০২১ রাত ১২:১২
হাবিব বলেছেন: দারুণ সব ছবি। শুভকামনা রইলো প্রতিযোগিতার জন্য।
১৯ শে জুন, ২০২১ দুপুর ১২:৫৬
জুন বলেছেন: ধন্যবাদ হাবিব স্যার। এত সুন্দর সুন্দর ছবির মাঝে আমি কোন আশা ভরষা দেখছি না ভাই
১৮| ১৮ ই জুন, ২০২১ রাত ১২:৩৯
সোহানী বলেছেন: শেরজা তপন বলেছেন: এমন দুর্দান্ত সব ছবির সাথে অতি চমৎকার বর্নণা দেবার পরে, দু-য়েকখানা ছবি ব্লগে দেবার জন্য যাওবা মনস্থির করেছিলাম সে চিন্তা বাদ ফের আও ফাও লেখা লেখিতে মনযোগী হলাম
হাহাহাহাহা......... আমিও আপনার দলে। যা একটু খানি চিন্তা ভাবনা উকিঁ দিচ্ছিলো তাও পালাইলো.........!!!!
১৯ শে জুন, ২০২১ দুপুর ১২:৫৯
জুন বলেছেন: আমি দিয়েছি বটে কিন্ত এখন এক একটা অসাধারণ ছবি ব্লগ দেখে মনে হচ্ছে প্রতিযোগিতা থেকে নাম কাটিয়ে আপনার আর শেরজা তপনের মত লেখালেখিতে মন দেয়াই ভালো সোহানী
মনখোলা এক আন্তরিক মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন।
১৯| ১৮ ই জুন, ২০২১ রাত ১১:৩৯
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ছবি, ক্যাপশন এবং লেখা তিনটি বিষয়ই চমৎকার হয়েছে।
১৯ শে জুন, ২০২১ দুপুর ১:৫১
জুন বলেছেন: আপনার প্রশংসা শুনে সত্যি খুব ভালো লাগলো বিশুদ্ধানন্দ।
অনেক অনেক অনেক ধন্যবাদ আপনাকে
২০| ১৯ শে জুন, ২০২১ রাত ১২:১৩
ঢুকিচেপা বলেছেন: ছবিগুলো দারুণ হয়েছে এবং একটা সাবজেক্ট বেছে নিয়েছেন।
৫ নম্বর ছবি দেখে মনে হচ্ছে সোনার নৌকা।
শুভকামনা রইল।
১৯ শে জুন, ২০২১ বিকাল ৩:১৪
জুন বলেছেন: আসলেও বিকেলের সোনা রোদে আমাদের নৌকাটিও যেন সোনার বরণ হয়ে উঠেছে ঢুকিচেপা। মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে
২১| ১৯ শে জুন, ২০২১ দুপুর ১:৩১
মনিরা সুলতানা বলেছেন: কে গো তুমি পিছু পিছু আসো !
সবচেয়ে ভালো লেগেছে।
অনেক সুন্দর সব ছবি জুন আপু !!
১৯ শে জুন, ২০২১ রাত ৮:০৮
জুন বলেছেন: আমারও ঐ ছবিটা বেশি ভালোলাগে মনিরা বিশেষ করে বড় করে দেখলে ।
আপনিও একটা ছবি ব্লগ দিচ্ছেন না ক্যানো !
সবাই মিলেই দেই হারাজিতা কোন বড় বিষয় নয়
২২| ১৯ শে জুন, ২০২১ দুপুর ১:৪২
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: নিজের মালটোভা নিজে খাওয়া যাবেনা কিন্তু এক গ্লাস মালটোভা কি আবার দিতে পারি রাজকন্যার পক্ষ থেকে?
১৯ শে জুন, ২০২১ রাত ৮:০৯
জুন বলেছেন: নিজের মালটোভা নিজে খাওয়া যাবেনা কিন্তু এক গ্লাস মালটোভা কি আবার দিতে পারি রাজকন্যার পক্ষ থেকে?
এই মন্তব্যের মাধ্যমে কি বুঝালে কংকাবতী আমিতো কিছুই বুইঝতে ফাইত্তেছিনা
২৩| ১৯ শে জুন, ২০২১ বিকাল ৫:১৩
ইসিয়াক বলেছেন: ছবি যেন শুধু ছবি নয়।
প্রতিটা ছবি খুবই দৃষ্টি নন্দন।
এককথায় লেখা ও ছবি মিলিয়ে মনোমুগ্ধকর উপস্থাপন।
খুব ভালো লাগলো আপু।
শুভেচ্ছা রইলো
১৯ শে জুন, ২০২১ রাত ৮:২২
জুন বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ ইসিয়াক এতটা প্রশংসা করার জন্য । আপনার ভালো লেগেছে জেনে আমার নিজের কাছেও অনেক অনেক ভালোলাগছে ভাই ।
আচ্ছা পদাতিকের কি অবস্থা জানেন কিছু আপনি ? ইন্ডিয়াতে তো কোভিডের অবস্থা ভয়ংকর।
২৪| ১৯ শে জুন, ২০২১ বিকাল ৫:২২
সামিয়া বলেছেন: অসাধারণ সব ছবি
২০ শে জুন, ২০২১ সকাল ১১:৩০
জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে সামিয়া
২৫| ২০ শে জুন, ২০২১ দুপুর ১২:০৫
শাহিন বিন রফিক বলেছেন:
প্রকৃতি যে নাহি বাসে ভাল
সে কি মানুষ?
আমি বলি না, সে শুধু মাটির মূর্তিতে এক অচল জীবন।
আপু, চমৎকার ছবি। মহেশখালী গিয়েছিলাম, সত্যি বলতে ঐ ঘাট পর্যন্ত ভাল লেগেছিল, মহেশখালি অত ভাল লাগেনি তবে শুটকি এক নম্বর।
আমার প্রথম স্পীড বোর্ডে ঐটাই প্রথম এরপর উত্তাল পদ্ধাও পাড়ি দিয়েছি।
যেহেতু তিনটি পর্যন্ত ব্লগ করা যাবে আশাকরি আপনি তিনটিই করবেন।
শুভকামনা নিরন্তর।
২০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:২৩
জুন বলেছেন: প্রকৃতি যে নাহি বাসে ভাল
সে কি মানুষ?
তাই কি হয় শাহিন বিন রফিক !
মহেশখালি সদরে গিয়ে থাকলে ভালো না লাগারই কথা , আর দশটা শহরতলীর মত ঘিঞ্জি অবস্থা । কিন্ত আমরা প্রায় তিনদিন মহেশখালির অনেক যায়গায় ঘুরেছি। তাঁর মাঝে মাতারবাড়ির জালুয়াপাড়ার রূপে আমরা মুগ্ধ হয়েছি । একটা ছবি দিলাম মহেশখালির মাতারবাড়ির
অবশ্য এই মাতারবাড়িতে এখন বিদ্যুৎ প্রকল্প আর বহির্নোঙ্গর বন্দর হচ্ছে চীনের সহায়তায় । আর কি সেই সৌন্দর্য্য থাকবে ? আমার খুব ভয় ভয় করছিল স্পীড বোটে সেই সমুদ্রের টুকরো টুকু পাড়ি দিতে ।
তিনটা না দিলেও আরেকটা হয়তো দিতে পারি ।
শুভকামনা আপনার জন্যও । ভালো থাকুন
২৬| ২০ শে জুন, ২০২১ বিকাল ৩:০৭
মোঃমোজাম হক বলেছেন: চমৎকার সব ছবি। এতো সুন্দর ছবি এবং বর্ননা শুধু আপনার পোস্টেই পাই।
২০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৫৭
জুন বলেছেন: মোজাম ভাই আপনি সব সময় মন্তব্যের মাধ্যমে আমার সাথে আছেন দেখে খুব ভালোলাগে । আপনার প্রশংসায় আমি সত্যি আভিভুত । অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য ।
২৭| ২০ শে জুন, ২০২১ বিকাল ৫:২৮
মিরোরডডল বলেছেন:
প্রতিটা ছবি ও বর্ণনা ভিন্নরকম সুন্দর ।
পোস্টটা দেখে যে গানটা শেয়ার করতে ইচ্ছে করছে কলিম শরাফির পথে পথে , যদিও অনেক ওল্ড এন্ড ডার্ক ।
রিমেকটাও দিলাম ।
২০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:১৬
জুন বলেছেন: মিররড্ডল আমার ছবিগুলো ভালোলাগার জন্য আপনার জন্যও রইলো অনেক ভালোলাগা ।
আর এই গান আমাদের পরিবারের সব্বার খুব প্রিয় গান । আমার হাজবেন্ড তাঁর শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও অফিসের বহু অনুষ্ঠানে এই গানটা গাইতো অনুরোধে। প্রিয় গানটি দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে
২৮| ২০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:০৮
ভুয়া মফিজ বলেছেন: আপনে যেমনে নৌকা নিয়া টানাটানি করতাছেন, আপনেরে ফাস্টো না বানাইলে তো মডু বিপদে পড়বো!! সরকারের তরফ থিকা মডুরে শো'কজও করা হইতে পারে, ঘটনা জানার জন্য!! এইটা একধরনের বিলাক-মেইলিং.........এইসব মানি না, মানবো না!!!
না আসলেই ছবিগুলান চমৎকার হইছে। বাসাভর্তি স্কটল্যান্ড থিকা আগত গেস্ট, সামুতে আসনের টাইম পাইতাছি না। এইমাত্র সব শপিংয়ে বাইর হইছে। আমি কায়দা কইরা না গিয়া একটু উকি-ঝুকি মারতে বইলাম।
২০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৭
জুন বলেছেন: সর্বনাশ আমি তো চিন্তা ভাবনা ছাড়াই বিষয়বস্ত বাইছা নিছিলাম ।
এর জন্যই গুরুজনরা বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না
যাক আপনে যে মোসাদ আপারে স্কটিশ বাহিনীর সাথে ঘরের বাইর করতে পারছেন তাঁর জন্য ম্যালাটি ধন্যবাদ
আপনি মন্তব্য না করলে আর প্লাস না দিলে কি আমি ফাস্ট হইতে পারমু কন :-*
এখন আয়ারল্যান্ড থিকা কিছু লুকজন আইনা ঘর ভর্তি করেন,
তারপর আপনে উঠানে বইসা ব্লগিং করার একটা যুক্তি দিতে পারবেন
অনেক অনেক ধন্যবাদ ভুয়া যাক গোস্বা করেন নাই দেইখা খুব ভালোলাগলো।
বুঝেন না দিন শেষে ব্লগে সবাই আমরা আমরা ব্লগাররাইতো !
আর আমি কি জীবনে লন্ডনে যামু !! আমার যাওয়ার কথা তো আম্রিকা
২৯| ২১ শে জুন, ২০২১ দুপুর ১:৪৯
মোহামমদ কামরুজজামান বলেছেন: "দেখিতে গিয়াছি পর্বতমালা,
দেখিতে গিয়াছি সিন্দু।
দেখা হয় নাই দুই চক্ষু মেলিয়া,
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া।
একটি ধানের শিশের উপর,
একটি শিশির বিন্দু"।
আপনার ছবি গুলি দেখে মনে হইল,আসলে এ জন্যই কবি বলেছেন,"এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি,সকল দেশের রাণী সে যে আমার জন্মভুমি"। আসলে আমরা অনেকেই অনেক জায়গায় বেড়াতে বা ঘুরতে যাই কিন্তু আমাদের আশেপাশেই যে কত প্রাকৃতিক সৌন্দর্য আছে তা আমরা না জানার কারনে তার সৌন্দর্য সুধা থেকে বঞ্চিত হই।
" লেডি বতুতা " তার চমতকার কারিশমায় যেভাবে নদীমাতৃক সোনার বাংলার অপরুপ সৌন্দর্য তুলে ধরেছেন তা এক কথায় অপূর্ব । আপনার ছবি ব্লগে নদীমাতৃক বাংলার অপরুপ সৌন্দর্য দেখতে দেখতে শুধু এই বার বার মনে আসছে , " এই পথ যদি না শেষ হত,তবে কেমন হত বলনা"?
কথায় আছে," ঘ্রাণেই আর্ধেক ভূরিভোজন " সেই কথার সূত্র ধরেই বলছি, আপনার ছবি ব্লগের মাধ্যমেই ঘুরে আসলাম দেশের উত্তর-পূর্ব,দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ-পশ্চিম অঞ্চল তথা একতৃতীয়াংশ বাংলাদেশ তাও ফাও ফাও (বিনা পয়সায়)।
এত সুন্দর একটা পোস্টের জন্য আপনাকে একটা ধন্যবাদ দেয়াই যায় আর পোস্টে +++।
২২ শে জুন, ২০২১ বিকাল ৫:৩৫
জুন বলেছেন: বাব্বাহ প্রথমেই কবি গুরুর কবিতা দিয়ে শুরু করলেন কামরুজজ্জামান অনেক অনেক খুশী হয়েছি আপনার মন্তব্যে । আসলেও আমরা নিজের দেশটাকে ভালোমত দেখার আগেই ছুটে যাই বিদেশে । আর কোথাও গেলেও আমরা সময় নিয়ে কিছু দেখি না। আমরা সব সময় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে পাগলের মত ছুটে যাই এক এক যায়গায় তারপর ক্যামেরায় দুই তিনটা ক্লিক, খাওয়া দাওয়া খোশ গল্প তারপরেই আবার পাগলের মত ছুটে আসি। প্রকৃতির সৌন্দর্য্যকে গভীর ভাবে দেখার, অনুভব করার সময় নেই কারো । অনেক কথা বলে ফেললাম আশা করি কিছু মনে করবেন না
আবারও ধন্যবাদ রইলো ।
৩০| ২১ শে জুন, ২০২১ রাত ১০:৫৮
পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার ছবি ব্লগ।বড্ডদেরী করে ফেললাম আপু। আজকেই জানতে পারলাম একটা প্রতিযোগিতা হচ্ছে। এখানে অংশ না নিলে কি আইডি বাজেয়াপ্ত হবে কিনা ধন্দে পরে গেলাম।আর যদি কিছু ছবি ধার দিতেন আপু বড়ো উপকৃত হতাম।হেহেহে
২২ শে জুন, ২০২১ বিকাল ৫:৩৭
জুন বলেছেন: আরে না না এখনো সময় আছে তাড়াতাড়ি করে আপনার ছাদ বাগান নিয়েই একটা পোস্ট দিয়ে ফেলুন পদাতিক । মাত্রই তো ১২টা ছবি । ধার দেয়া লাগবে না , এমনিতেই আপনার কাছে বিশাল ছবির ভান্ডার আছে তা আমি জানি
চমৎকার বলেছেন তাঁর জন্য অনেক ভালোলাগা রইলো ।
৩১| ২৩ শে জুন, ২০২১ সকাল ১১:৪৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অনেক সুন্দর হয়েছে আপনার ছবি গুলো।
২৩ শে জুন, ২০২১ বিকাল ৫:২০
জুন বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন দেশ প্রেমিক ।
৩২| ২৩ শে জুন, ২০২১ বিকাল ৪:১৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর++
২৩ শে জুন, ২০২১ বিকাল ৫:২২
জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে । আচ্ছা আপনি কি আমাদের প্রিয় ব্লগার সনেট কবি ? শুনেছিলাম আপনি অসুস্থ । এখন কি আল্লাহর রহমতে ভালো আছেন ? ভালো থাকুন, সুস্থ থাকুন এই দোয়া করি ।
৩৩| ২৩ শে জুন, ২০২১ বিকাল ৪:৪৮
অপু তানভীর বলেছেন: দ্বিতীয় ছবিতে দেখেন নৌকারও একটা গার্লফ্রেন্ড রয়েছে । জোড়ায় জোড়ায় ঘুরতেছে আর আমি এখনও একা একাই রয়ে গেলাম । হায় এই জীবনে রেখে আর কিতা লাভ হবে !
অনেক অনেক আগে একবার সুন্দরবনে গিয়েছিলাম বড় লঞ্চে করে । পরে এই রকম নৌকাতে করে ভেতরে ঢুকতে হয়েছিলো ।
পোস্টে প্লাস দিয়ে গেলুম !
২৩ শে জুন, ২০২১ বিকাল ৫:২৬
জুন বলেছেন: অপু তানভীর ,
আসল কথা হলো আপনি এত্ত বেশি ভুতের গল্প লেখেন বলে এখনো সিঙ্গেল । জানেন তো মেয়েরা ভুত ভয় পায়
আমরা সুন্দরবন ৩বার ঘুরে এসেছি তারপর ও মনে হয় আবারও যাই । অসাধারন সুন্দর আমাদের সুন্দরবন ।
আপনার পোস্টেও একটা প্লাস আর মন্তব্য রেখে এসেছি
৩৪| ২৬ শে জুন, ২০২১ দুপুর ২:২১
রানার ব্লগ বলেছেন: ওরে নীল দরিয়া
২৬ শে জুন, ২০২১ বিকাল ৩:১৪
জুন বলেছেন: অনেক প্রিয় একটা গান সাথে ম্যুভিটাও রানার ব্লগ। আপনাকে অশেষ ধন্যবাদ গানটি শেয়ার করার জন্য
৩৫| ২৬ শে জুন, ২০২১ বিকাল ৩:৩৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি সনেট কবি। তবে পাস ওয়ার্ড এবং যে ই-মেইল দিয়ে আইডি খুলে ছিলাম তা’ ভুলে যাওয়ায় সনেট কবি ব্লগে লগ ইন করতে পারি না। এ বিষয়ে মডুকে ই-মেইল করে কোন ফলাফল পাচ্ছি না। সুতরাং অবশেষে মহাচিন্তায় পড়ে আমি মহাজাগতিক চিন্তা হয়েছি। এখন প্রথম পাতা পাচ্ছি না। কবে পাব জানি না। আপনারা মনে রেখেছেন সেটা উপভোগ করছি। সেজন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।
২৬ শে জুন, ২০২১ বিকাল ৪:১১
জুন বলেছেন: আশাকরি খুব শীঘ্রই আপনার আবেদন মডারেশন টিমের দৃষ্টিগোচর হবে। প্রথম পাতায় আপনার লেখা প্রকাশিত হোক সেই প্রত্যাশা রইলো। ধন্যবাদ আরেকবার এসে আপনার অবস্থান জানানোর জন্য প্রিয় সনেট কবি৷ আপনার সনেট মিস করি। ভালো থাকুন সবসময়।
৩৬| ২৭ শে জুন, ২০২১ সকাল ১০:৩২
মলাসইলমুইনা বলেছেন: জুন মাসের এই চরম গরমে আপনার নৌযানে ভ্রমণ করে প্রাণ শীতল হয়েছে । মানে বিউটিফুল ফটো ব্লগ এজ ইউজুয়াল ।
২৭ শে জুন, ২০২১ সকাল ১১:৫৫
জুন বলেছেন: জুন মাসের এই চরম গরমে না না মলাসইলমুনা আমাদের এখানে প্রায় দিনই বৃষ্টি হচ্ছে যাকে বলে বরিষ ধরা মাঝে শান্তিরও বারি
বিউটিফুল বলেছেন পড়ে খুব ভালোলাগলো । আমার প্রতিযোগীতার ২য় পর্ব দেশ থেকে দেশে ছবি ব্লগটিও দেখবেন আশা করছি
আর নীল আকাশের পোস্টে আপনাকে উদ্দেশ্য করে একটা মন্তব্য করেছি আশা করছি আপনি কিছু মনে করবেন না । আসলে আমি ডেভিডের মুর্তি স্বচক্ষে দেখে এসেছি ইতালীর ফ্লোরেন্সের উফিজি মিউজিয়ামে ।
ভালো থাকবেন অনেক অনেক শুভকামনা রইলো ।
৩৭| ০৪ ঠা জুলাই, ২০২১ সকাল ৯:১৫
অপু তানভীর বলেছেন: আমার পোস্ট টি আপনি দেখেছেন এবং সেটাতে আপনার ছবি ব্যবহারে আপত্তি করেন নি। এই জন্য অশেষ ধন্যবাদ। ভাল থাকুন সব সময়।
১৩ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৩০
জুন বলেছেন: আপনাকেও ধন্যবাদ এই অভাজন এর ছবি স্মরনে রাখার জন্য
৩৮| ১১ ই জুলাই, ২০২১ রাত ৮:১৭
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ছবি এবং বর্ণনা দুটিই হৃদয়গ্রাহী। ধন্যবাদ।
১৩ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৩৪
জুন বলেছেন: আপনার মত গুনী একজনের এই মন্তব্য পেয়ে মনটা ভরে গেল কামাল ভাই । ভালো থাকবেন আর আরও সফল হোন এই প্রত্যাশা রইলো
৩৯| ১৯ শে জুলাই, ২০২১ রাত ৯:৪২
খায়রুল আহসান বলেছেন: প্রত্যেকটা ছবি অসাধারণ হয়েছে, অনিন্দ্যসুন্দর! + +
ছবির সাথে জুড়ে দেয়া উপ-শিরোনাম ও বর্ণনা, দুটোই ভাল হয়েছে। প্রথম ছবির বর্ণনাটা খুবই ভাল হয়েছে। নদীর পাড়ে গর্ত করে অজস্র পাখির বাসা বাঁধা, গাছের শাখায় পাতায় পাতায় বিছিয়ে রাখা মাকড়সার জালে অরুণ রবির কিরণমালা পড়ে এক স্বর্গীয় দৃশ্যের অবতারণা-- এসব অনুপম বর্ণনা কল্পনা করতে খুব ভাল লাগে।
নাফ নদী পার হয়ে 'নীল সমুদ্রবক্ষে ভাসমান অজানা জলযান' এর ছবিটা খুব ভাল লেগেছে, মনে গেথে র'লো। টাঙ্গুয়ার নিস্তরঙ্গ জলে নাওটির ছই এর ভেতরে কে বা কাহারা ছিল, জানতে কৌতুহল হচ্ছে। ছইওয়ালা নাও এবং গরুরগাড়ি- দুটো দেখতেই আমার খুব ভালো লাগে। সেই মাঝি ভাই এর কথা জেনে তার প্রতি আমারও শ্রদ্ধা জাগলো। খুবই ভালো মনের মানুষ হয়ে থাকে ওরা।
বিদ্যুত চলে যাবে, এমন সংকেত পাচ্ছি। তাই এখনকার মত এতটুকুই পোস্ট করে রাখলাম।
২০ শে জুলাই, ২০২১ সকাল ৯:৪৫
জুন বলেছেন: আপনি আমার প্রিয় ছবির কথাই উল্লেখ করেছেন খায়রুল আহসান । সত্যি সেই নদীর বুকে নৌকায় করে বালিরটেক যাওয়া আমার জীবনের বিশাল একটি স্মৃতি ।
অজানা জলযান ছবিটিও আমার খুব প্রিয় । আর টাঙ্গুয়ার হাওরের মাঝিভাই অসম্ভব ভাল এক মনের মানুষ । হাওরে জাল পাতা নিষিদ্ধ জেনেও অনেকে লুকিয়ে জাল পেতে রেখেছিল তাতে আটকে অনেক মাছ মরেছিল । সে যতটুকু পারে জাল গুলো ছিড়ে টুকরো টুকরো করেছিল আর আমার সহ পর্যটককে আন্তরিক অনুরোধ করেছিল আমরা যেন যথাযথ কতৃপক্ষের কাছে লিখিত নালিশ জানাই । তাঁর সততায় আমরা অবাক হয়েছি যেখানে আমাদের শিক্ষিত বড় বড় ব্যাবসায়ী আর চাকুরেরা এতটা অসৎ ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য । ভালো থাকুন সাথে রইলো ঈদের শুভেচ্ছা
৪০| ১৯ শে জুলাই, ২০২১ রাত ৯:৫৮
খায়রুল আহসান বলেছেন: সিলেটের জৈন্তাপুরের লালাখাল এবং নিকটবর্তী এলাকায় এক সময় পায়ে হেঁটে অনেক ঘুরেছি। বালুবাহী নৌকোর ছবিটা তাই চিরপরিচিত। বিছানাকান্দি'র বুক জুড়ে থাকা অজস্র পাথর আর নুড়ির কথা বলতে গিয়ে আপনি যে কথাগুলো বলেছেন, তা এক অপরূপ কাব্য হয়ে এ ব্লগে শোভা পাবে চিরদিন (মানে যতদিন ব্লগটা বেঁচে থাকে)। অভিনন্দন আপনাকে, এতটা সুন্দর করে কথাগুলো বলতে পারার জন্য। সব ছবির কপালে এমন অর্ঘ্য জোটেনা।
দুবলা'র ধূ ধূ চরে একাকী নৌকোটা এবং তার মাঝিকে দেখে মানটা কেমন করে উঠলো। জীবিকার জন্য তাদেরকে কতই না কষ্ট করতে হয়! বছরের (২০১৪) শেষ দিনে তোলা হিজলার কীর্তনখোলার ভাঙনের ছবিটা দেখে, গৃহত্যাগী নারী পুরুষ ও শিশুর নতুন আশ্রয়ের সন্ধানে নৌকো সম্বল করে অজানার উদ্দেশ্যে যাত্রার এ ছবিটা দেখে মনটা হু হু করে উঠলো!
অতি চমৎকার এ পোস্টটিতে ৩২তম ভাললাগা রেখে গেলাম। + +
২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:১৬
জুন বলেছেন: জী গৌরবময় সামরিক বাহিনীতে থাকার জন্য আপনাকে অবশ্যই সীমান্ত রক্ষায় থাকতে হয়েছে । আর তখন আপনি যদি ব্লগ লিখতেন তখন হয়তো বিভিন্ন ঋতুতে বিভিন্ন সময়ে লালখালের অপরুপ সৌন্দর্য্য দেখার সৌভাগ্য হতো আমাদের, যারা এক বেলায় ঘুরে এসেই মুগ্ধ হয়েছি।
আমার লেখায় ভালোলাগার কিছু উপাদান খুজে পেয়েছেন তাঁর জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন ।
নানা ঝামেলায় উত্তর দিতে দেরী হয়ে গেল বলে লজ্জিত আমি । আসলে কেমন একটা ডিপ্রেশনে ভুগছি । ছেলেটা ব্যাংককে আটকে আছে । এতদিন তো সেখানকার পরিস্থিতি ভালো ছিল । এখন ভালো না । ঘরে রাস্তায় করোনা রোগীরা মরে পরে থাকছে । ছেলের চিন্তায় আমার কিছুই ভালোলাগছে না । সব রকম ফ্লাইট বন্ধ । কোন ভ্যাক্সিন নাই , চিকিৎসা নাই ভয়াবহ অবস্থা ।
৪১| ১৯ শে জুলাই, ২০২১ রাত ১০:১৪
খায়রুল আহসান বলেছেন: ৫ নম্বর ছবি দেখে মনে হচ্ছে সোনার নৌকা - এমন মন্তব্য (২০ নং) পড়তে ভালো লাগে।
২৫ নং প্রতিমন্তব্যে দেয়া ছবিটাও খুব সুন্দর!
মিরোরডডল এর দেয়া গানটা আমারও খুব প্রিয়। ধন্যবাদ তাকে, গানটা এখানে দেয়ার জন্য।
২৮ নং প্রতিমন্তব্যটি চমৎকার হয়েছে।
প্রতিযোগিতায় আপনার সাফল্য কামনা করছি।
২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:১৭
জুন বলেছেন: আপনাকে আবারও ধন্যবাদ আরেকবার এসেছেন ।
৪২| ২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৫৩
খায়রুল আহসান বলেছেন: "ছেলের চিন্তায় আমার কিছুই ভালোলাগছে না । সব রকম ফ্লাইট বন্ধ । কোন ভ্যাক্সিন নাই , চিকিৎসা নাই ভয়াবহ অবস্থা" - এমন উদ্বেগাকুল অবস্থায় আপনার এবারের ঈদটা কেমন কেটেছে, তা বুঝতে পারছি। মন শক্ত করুন এবং আল্লাহতা'লার উপর ভরসা রাখুন। নিশ্চয়ই বিপদ কেটে যাবে। মনকে শক্ত করে না বাঁধলে ডিপ্রেশন জেঁকে বসবে।
আমিও এবারের ঈদের দিনে ভারাক্রান্ত ছিলাম। গত এক মাসে মোট পাঁচজন নিকটজনকে করোনায় হারিয়েছি, তার মধ্যে দু'জনকে খুবই দ্রুত এবং আকস্মিকভাবে। এসব নিয়ে এখন আর লিখতেও ইচ্ছে করে না, ভাবতেও না। তবুও বলছি আলহামদুলিল্লাহ, কারণ এর চেয়েও ঢের বেশি খারাপ অবস্থায় থাকতে পারতাম।
আপনি দ্রুত আপনার ছেলের সাথে সাক্ষাৎ করতে সক্ষম হোন, এ কামনা করছি।
ভাল থাকুন সপরিবারে, সুস্বাস্থ্যে। শুভকামনা....
২৫ শে জুলাই, ২০২১ দুপুর ১:৪৯
জুন বলেছেন: এই করোনায় আপনার মত আমিও বহু আপনজন হারিয়েছি। এখন আতংকে আছি ছেলে নিয়ে। দোয়া করবেন। শুভকামনা রইলো অনেক অনেক।
©somewhere in net ltd.
১| ১৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩৮
আমি সাজিদ বলেছেন: কালীগঙ্গা নদীতের ছইয়ের নৌকা, মহেশখালি থেকে ফেরার সময়ের ট্রলারটি, বিছানাকান্দির পাথর বোঝাই নৌকার সারি ও সুন্দরবনের মৌয়াল এই ছবিগুলো বিশেষ ভালো লেগেছে।