নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

এক মুক্তিযোদ্ধার নিঃশব্দ প্রস্থান

০১ লা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৪০



১৬ বছরের কিশোর এক ধনীর আদরের দুলাল, সোনার চামচ মুখে নিয়ে জন্ম, যার পরিবারে রাজনীতির ছায়া মাত্র নেই সেই কি না এক রাতে সবার অগোচরে পালিয়ে গিয়ে যোগদান করলেন আমাদের মহান মুক্তিযুদ্ধে । দেশের স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য অসীম সাহসিকতায় ভয়ংকর সব অপারেশনে অংশগ্রহন করেছেন সহ-যোদ্ধাদের সাথে সমানতালে ।

যুদ্ধের শেষ মুহুর্তে সে পাক বাহিনীর হাতে ধরা পরে যায়। ফাঁসীর আদেশ হয় তাঁর, জায়গা হয় ঢাকার কেন্দ্রীয় কারাগারের কন্ডেম সেলে। কিন্ত তার ফাঁসী কার্যকর করার আগেই আমাদের দেশ স্বাধীন হয়। মৃত্যুর অপেক্ষায় থাকা সেই অসীম সাহসী কিশোর ছেড়া লুঙ্গি আর গেঞ্জি পরে উন্মুক্ত করে দেয়া কারাগার থেকে দৌড়াতে দৌড়াতে সাঁঝের আধারে এসে হাজির হয় ধানমন্ডির এক আত্মীয়ার বাসায় যেখানে অপেক্ষায় ছিলেন তাঁর মা। যারা সেদিন সেই দৃশ্য দেখেছিল তারা কেউই চোখের পানি আটকে রাখতে পারে নি।

অনেকেই তাকে চিনে, তাঁর কথা জানে, কিন্ত উনি ছিলেন প্রচার বিমুখ তাই তাঁর নাম আমি উল্লেখ করলাম না। বলতেন " পাকিদের কাছ থেকে দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করেছি তা নিয়ে বলাবলির কি আছে "! তারপরও আমি অনেকদিন বলেছি " মামা আপনার এই ইতিহাস নিয়ে আমি একটু হলেও লিখতে চাই" উনি বলতেন আচ্ছা পরে পরে ---------
হাজারও গল্প হলো ওনার সাথে কিন্তু সেই পরের আর পর হলো না।
কিছুদিন আগে তার কোভিড ধরা পরলো দুই ছেলে আর স্ত্রী সহ। হাসপাতালে শুয়ে শুয়ে নিজেই লিখেছেন আই নিড প্রেয়ার , তাঁর দুদিন পরে লিখেছেন আমি কি ট্রাম্পের মত একই চিকিৎসা পাচ্ছি? তারপর লেখা আই এম নেগেটিভ আত্মীয়স্বজন সবাই খুশী কিন্ত তাঁর ঠিক দুদিন পর তাঁর ছোট ভাই জানালেন তাঁর নিঃশব্দ প্রস্থানের কথা । হাসপাতাল থেকেই রাতের আঁধারে তাকে বিদায় জানিয়েছেন হাসপাতালে থাকা তাঁর কোভিড আক্রান্ত প্রিয়তমা স্ত্রী আর পুত্রদ্বয়। হিংস্র পাকবাহিনী তাকে ফাসীর দড়িতে ঝুলাতে পারে নি, নতজানু হন নি তাদের কাছে, করেন নি ক্ষমা প্রার্থনা, তবে শেষ পর্যন্ত হেরে গেলেন ভয়ংকর কোভিডের কাছে।

আমাদের খুব ঘনিষ্ঠ আত্মীয়দের একটি পেইজ আছে সেখানে তাঁর নামের নীচে এই লাইনটি উনি লিখে রেখেছেন। তাঁর জীবনের সাথে মিলে যাওয়া নীচের এই ইংরেজি লাইনটি কোথা থেকে সংগৃহীত কি না জিজ্ঞেস করা হয় নি হাজারও আলাপের মাঝে। নাকি নিজের মন থেকেই লিখেছিলেন তা আর জানা হলো না !
Freedom fighters don't cry, when time comes they silently go into the night

মন্তব্য ৫৪ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:



উনার জন্য ও উনার পরিবারের জন্য অনেক অনেক শ্রদ্ধা রলো।

একটা কথা, উনি ব্যতিক্রমদের একজন; যাদের পরিবারিক অবস্হা ভালো ছিলো, সেইসব পরিবার থেকে সাধারণত মুক্তিযুদ্ধে যেতে দেয়া হয়নি।

০১ লা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১৮

জুন বলেছেন: আসলেও ইংলিশ মিডিয়মে পড়া ধনীর আদরের সন্তান ১৬ বছরের কিশোরের মুক্তিযুদ্ধে অংশ গ্রহন আমরাও একটু অবাক হই । আপনাকে অনেক ধন্যবাদ চাঁদগাজী ।

২| ০১ লা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:০৭

কামাল১৮ বলেছেন: একজন মুক্তিযুদ্ধার মৃত্যুত্ শ্রদ্ধার সাথে গভীর শোক জানাই।

০১ লা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২৭

জুন বলেছেন: আন্তরিক ধন্যবাদ মন্তব্যের জন্য কামাল১৮

৩| ০১ লা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার সেজো মামা (আমরা বলি ডাক্তার মামা যদিও উনি ডাক্তার নন) একজন মুক্তিযোদ্ধা। কিন্তু তখনো কোথাও তাকে সটা নিয়ে গর্ভ করতে দেখি নাই বা শুনি নাই। নামের সাথে মুক্তিযোদ্ধা লেখেন না। কোনো সুযোগ সু্বিধা নেয়ার চেষ্টা করেন না। কখনো গণ্পোও করেন না যুদ্ধের। অল্প যা জানি সেটা বড় মামার ছেলের কাছ থেকে শোনা। আমার মামা মোল্লা বাড়ির ছেলে, সৌখিন মানুষ ছিলেন তখন। তবুও যুদ্ধে গেছেন ইসলামের ঠিকাদার পাকিস্থানীদের বিরুদ্ধে।

আপনার মামার জন্য শ্রদ্ধা রইলো। আল্লাহ উনাকে বেহেস্ত দান করুন।

০১ লা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫৩

জুন বলেছেন: আমাদের সুর্য্য সন্তান তারা, হাজারও সালাম তাদের প্রতি জলদস্যু । আমার মামাও কোন সুযোগ সুবিধা নেন নি এমনকি সার্টিফিকেটও না । বলতো দেশের জন্য যুদ্ধ করেছি তাঁর জন্য আবার সার্টিফিকেট কিসের ! অনেক অনেক ভালো মানুষ ছিলেন ।

৪| ০১ লা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৪০

সাড়ে চুয়াত্তর বলেছেন: মুক্তিযোদ্ধাদের ত্যাগকে আমরা ৫০ বছরেও সঠিকভাবে বুঝতে পারিনি। দেশের এই পরীক্ষিত সন্তানদের দেশ গড়ায় কোন সুযোগ দেয়া হয়নি। আপনার মুক্তিযোদ্ধা মামার রুহের মাগফেরাত কামনা করছি

০১ লা আগস্ট, ২০২১ রাত ৮:১৭

জুন বলেছেন: মুক্তিযোদ্ধাদের ত্যাগকে আমরা ৫০ বছরেও সঠিকভাবে বুঝতে পারিনি বিশেষ করে প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন যারা ।
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন ।

৫| ০১ লা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইন্নািলল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন..

আল্লাহ উনাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন।

এই নাম ফাটানো আর নামবিক্রির চলতি সময়েও উনার বলাবলি না করার মানসিকতাকে স্যালুট।
উনার শোক সন্তপ্ত পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারেন -প্রার্থনা রইলো

০১ লা আগস্ট, ২০২১ রাত ৯:০৪

জুন বলেছেন: আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন বিদ্রোহী

৬| ০১ লা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

শাহ আজিজ বলেছেন: স্যালিউট !!!!!!

০১ লা আগস্ট, ২০২১ রাত ৯:৫৮

জুন বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৭| ০১ লা আগস্ট, ২০২১ রাত ৮:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




মৃত্যুর কাছে তিনি পরাজিত হয়েছেন - যদি সম্ভব হয় প্লিজ কথাটি মুছে দিন। তিনি একজন যোদ্ধা আর যোদ্ধারা কখনো পরাজিত হোন না। হয় শহীদ হবেন নয় গাজী।

অমর যোদ্ধার প্রতি গভীর ভালোবাসা থাকবে অনন্তকাল।

০১ লা আগস্ট, ২০২১ রাত ৯:৫৯

জুন বলেছেন: ঠিক করে দিয়েছি ঠাকুর মাহমুদ। আপনার আন্তরিকতার জন্য আন্তরিক ধন্যবাদ।

৮| ০১ লা আগস্ট, ২০২১ রাত ৯:১০

আমারে স্যার ডাকবা বলেছেন: শ্রদ্ধা রইলো দেশের একজন মুক্তির নায়কের জন্য

০২ রা আগস্ট, ২০২১ সকাল ১০:৫০

জুন বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে।

৯| ০১ লা আগস্ট, ২০২১ রাত ৯:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: একজন বীরের নিঃশব্দে প্রস্থান।স্যালুট ওনাকে সঙ্গে বিনম্র শ্রদ্ধাঞ্জলী। ওনার মাগফিরাত কামনা করছি। শেষ লাইনটি যেন ওনার জীবনেরই ভবিতব্য।


০২ রা আগস্ট, ২০২১ সকাল ১০:৫৩

জুন বলেছেন: আপনি ঠিকই বলেছেন পদাতিক। তার নামের সাথে এই লেখাটি আমার মনে সবসময় একটি করুন সুর বাজাতো। গল্প করার সময় অনেকবার ভেবেছি তাকে জিজ্ঞেস করবো কোথায় পেয়েছেন এই মরমীয়া কথাকটি। কিন্ত আর তাকে জিজ্ঞেস করা হয়ে উঠেনি।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

১০| ০১ লা আগস্ট, ২০২১ রাত ১০:২৫

সেলিম আনোয়ার বলেছেন: বিনম্র শ্রদ্ধা বীর মুক্তিযুদ্ধা। পুরো পৃথিবী এখন ঘোর সংকটে করোনার কারণে।

০২ রা আগস্ট, ২০২১ দুপুর ১২:৩৩

জুন বলেছেন: গতকাল মারা গেলো আমার মামাতো ভাই, বয়সে অনেক ছোট আমার চেয়ে। এক শোক কাটিয়ে ঊঠতে না উঠতেই আরেকটা। মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।

১১| ০১ লা আগস্ট, ২০২১ রাত ১০:৪৩

রানার ব্লগ বলেছেন: বিনম্র শ্রদ্ধ্যা জানাচ্ছি। তার ত্যাগের কাছে আমরা চিরদিন ঋনি হয়ে রইলাম।

০২ রা আগস্ট, ২০২১ দুপুর ১২:৩৪

জুন বলেছেন: আজীবন গর্ব করবে তার পরিবার পরিজন বন্ধু বান্ধব মন্ডলী। মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে রানার ব্লগ।

১২| ০২ রা আগস্ট, ২০২১ রাত ২:০৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বিনম্র শ্রদ্ধা !

০২ রা আগস্ট, ২০২১ দুপুর ১২:৩৪

জুন বলেছেন: আন্তরিক ধন্যবাদ স্বামী বিশুদ্ধানন্দ।

১৩| ০২ রা আগস্ট, ২০২১ রাত ৩:০৩

কাছের-মানুষ বলেছেন: ইন্নািলল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । আমার শ্রদ্ধা রুইল তার প্রতি।

০২ রা আগস্ট, ২০২১ দুপুর ১২:৫৭

জুন বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।

১৪| ০২ রা আগস্ট, ২০২১ সকাল ১০:০৪

হাবিব বলেছেন: বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি বীরসেনাকে। ওনারাই প্রকৃত দেশ প্রেমিক। রুহের মাগফেরাত কামনা করছি।

০২ রা আগস্ট, ২০২১ দুপুর ১২:৫৭

জুন বলেছেন: অনেক ধন্যবাদ হাবিব স্যার।

১৫| ০২ রা আগস্ট, ২০২১ দুপুর ১২:৩৮

ভুয়া মফিজ বলেছেন: ওনার বিদেহী আত্মার প্রতি অনেক অনেক শ্রদ্ধা।

০২ রা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১১

জুন বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভুয়া ।

১৬| ০২ রা আগস্ট, ২০২১ দুপুর ১২:৪২

করুণাধারা বলেছেন: শেষ বাক্যটি গভীর ভাবে ভাবনায়... এই বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা এবং দোয়া।

আপনার পোস্ট পড়ে মনে হচ্ছে উনি নেগেটিভ হয়েছিলেন। তারপর দুদিনের মধ্যে কী হলো? গতকাল একজনের কথা শুনলাম, তিনিও নেগেটিভ হবার পর মারা গেছেন। তাহলে নেগেটিভ হবার অর্থ কী!

বলা হয় ভ্যাকসিন নেয়া থাকলেও কোভিড হতে পারে, কিন্তু অবস্থা মারাত্মক হয় না। এই কথার সত্যতা যাচাই করার জন্য আমি কোভিডে মৃত প্রতিজনের সম্পর্কে জিজ্ঞেস করি, "উনি কি ভ্যাকসিন নিয়েছিলেন?" আপনাকেও প্রশ্নটা করছি, উত্তর জানা থাকলে দয়া করে জানাবেন। খুবই দুর্ভাবনায় দিন কাটাচ্ছি।

০২ রা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২০

জুন বলেছেন: শেষ বাক্যটি আমি যখনই দেখতাম আমার মন কেমন করে যেন উঠতো বলতে পারেন বিউগলের লাস্ট পোস্টের বিষন্ন সুরের মত । তাই তাকে জিজ্ঞেস করতে সংকোচ বোধ করেছি ।
আমার জানা মতে নেগেটিভ হয়ে অনেকেই মারা গেছেন , ফকির আলমগীর দুই ডোজ টিকা নিয়েও মারা গেলেন । ঐ যে ৮০% সুরক্ষা তাঁর মানে বাকি ২০% এ তারা পরেছে । আমার মামা যখন লিখেছেন নাউ আই আম নেগেটিভ তখন আমরা সবাই হাফ ছেড়েছিলাম । কিন্ত দুদিন বাদেই তাঁর ম্যাসিভ হার্ট এটাকে মৃত্যু হলো। আমার ছোট জা এরও একই ঘটনা, করোনা থেকে ভালোর দিকে গিয়ে তারপর হার্ট এটাক ।
খুব কষ্টকর এবং বেদনাদায়ক করুনাধারা । টিকা নেয়ার পরও কিন্ত ডাক্তাররা সবাইকে মাস্ক হাত ধোয়া স্যোশাল ডিসটেন্স মেইন্টেন করতে বলছে। টিকা ১০০% সুরক্ষা না ।
আন্তরিক মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন ।

১৭| ০২ রা আগস্ট, ২০২১ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: গভীর শ্রদ্ধা জানাই।

০২ রা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২১

জুন বলেছেন: আন্তরিক ধন্যবাদ রাজীব নুর

১৮| ০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৫:৩১

শেরজা তপন বলেছেন: আমি এমন একজনকে চিনি -তিনি 'শাহজামান মজুমদার' সর্ব কনিষ্ঠ( সম্ভবত) বীরপ্রতিক
ঠাকরালের সি ই ও ও বাংলাদেশের একজন গ্রেট ফ্যাশন আইকন হিসেবে যার পরিচিতি- কিন্তু মুক্তিযুধের বিষয় নিয়ে একদম চুপ।
আমার অনেক গল্প আছে তার সাথে।

আপনি কেন ইঁনার নামটা বললেন না? আমরাতো শ্রদ্ধা জনাতে পারতাম

০৩ রা আগস্ট, ২০২১ সকাল ১০:৩৫

জুন বলেছেন: আপনার আমার সবার চেনা অচেনা সকল মুক্তিযোদ্ধাদের প্রতি রইলো সশ্রদ্ধ সালাম। আমার মামা কখনো তার নাম প্রকাশ করতে চাইতেন না, কিন্ত তাকে যারা চেনে সকলেই তার অসীম সাহসিকতাকে শ্রদ্ধা ভরেই স্মরণ করে থাকে শেরজা তপন। মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।

১৯| ০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৫:৩৫

শেরজা তপন বলেছেন: হয়তোবা ইতিহাসে তোমাদের নাম লেখা হবেনা
সাধারন মানুষের ভীড়ে- জ্ঞানী আর গুণীদের আসরে
তোমাদের কথা কেউ কবেনা
তবু হে বিজয়ী বীর মুক্তি সেনা
তোমাদের এই ঋন কোনদিন শোধ হবে না...


খান আতাউর রহমানের কালজয়ী এই কথাগুলো এঁদের জন্যই নিবেদন

০৩ রা আগস্ট, ২০২১ সকাল ১০:৩৭

জুন বলেছেন: মুক্তিযোদ্ধাদের ঋন কখনোই পরিশোধ যোগ্য নয়। আজন্ম তারা আমাদের সকল প্রজন্মকে ঋনী করে রাখবেন। আরেকবার এসেছেন তার জন্য ধন্যবাদ আপনাকে।

২০| ০২ রা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১৮

ডঃ এম এ আলী বলেছেন:



একজন মুক্তিযুদ্ধা যিনি দেশের তরে নীজের জীবন
উৎসর্গ করে দেয়ার জন্য সদা ছিলেন প্রস্তুত তিনি
যে নিরবে নিঃশব্দে চলে যেতে চাইবেন সেটা্‌ই
খুব স্বাভাবিক । এমন মুক্তিযুদ্ধার জন্য রইল
শ্রদ্ধাঞ্জলী ।

০৩ রা আগস্ট, ২০২১ সকাল ১০:৩৯

জুন বলেছেন: এমন মুক্তিযোদ্ধাদের জন্য রইলো শ্রদ্ধাঞ্জলি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আশাকরি শীঘ্রই দয়াময় আল্লাহ রাব্বুল আলামীন আপনাকে সুস্থ করে দিবেন।

২১| ০২ রা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২৩

ডঃ এম এ আলী বলেছেন:



শরীরটা একেবারেই ভাল যাচ্ছেনা
একটু ভাল ফিল করলে এই বিষয়ে
পরে আবার এসে কিছু কথা বলার
একান্ত ইচ্ছা রাখি ।

০৩ রা আগস্ট, ২০২১ সকাল ১০:৪৩

জুন বলেছেন: অপেক্ষায় রইলাম আপনার মন্তব্যের যার তুলনা আপনার মন্তব্যই। সুস্থ হয়ে উঠুন তাড়াতাড়ি এই দোয়া রইলো।

২২| ০২ রা আগস্ট, ২০২১ রাত ৮:৩৩

আহমেদ জী এস বলেছেন: জুন ,




নাম না জানা এই বীরের নীরব প্রস্থানে মর্মাহত।
নিভৃতচারী এই মুক্তিযোদ্ধার প্রতি আমার সকল শ্রদ্ধার্ঘ্য ...............

০৩ রা আগস্ট, ২০২১ সকাল ১০:৪৪

জুন বলেছেন: আপনার শ্রদ্ধা পৌছে দেয়া হলো তার প্রিয়জনদের কাছে। মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।

২৩| ০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৪:২৭

আমি তুমি আমরা বলেছেন: উনার আত্মার মাগফিরাত কামনা করি। মহান আল্লাহপাক উনাকে জান্নাত নসীব করুন-দোয়া রইল।

০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৫:৩২

জুন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে আমি তুমি আমরা । অনেক দিন পরে আসলেন মনে হলো ।

২৪| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ৯:১৫

সোহানী বলেছেন: আপু, এমন মানুষদেরকে সামনে আনা আমাদের নৈতিক দায়িত্ব। উনার পরিচয় দেয়া উচিত বলেই আমি মনে করি। তাহলে আরো যারা জানে তারা উনাকে নিয়ে লিখতে পারে। কারন আর দু এক প্রজন্ম পরে কেউই আর বেঁচে থাকবে না সে প্রজন্মের।

০৪ ঠা আগস্ট, ২০২১ বিকাল ৫:১৯

জুন বলেছেন: জী সোহানী আমি আপনার সাথে সহমত । মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন ।

২৫| ০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ২:২৬

মোঃমোজাম হক বলেছেন: গভীর সমবেদনা রইলো।
তিনি দেখে গিয়েছেন মুক্তিযোদ্ধা নাম ভাঙ্গিয়ে মানুষ যা তা করে বেড়াচ্ছেন! তাই নিরব নিভৃতেই থাকতেন।
এখন কিন্তু "পরে" সময়টা এসে গিয়েছে, আপনি নাম সহ লিখতে পারেন।

১০ ই আগস্ট, ২০২১ সকাল ১০:০২

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে মোজাম ভাই। নাহ উনি কখনো আমাকে অনুমতি দেয় নি এখন তার অবর্তমানে??

২৬| ২৬ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৪০

খায়রুল আহসান বলেছেন: আপনার প্রয়াত মুক্তিযোদ্ধা মামার প্রতি সালাম, শ্রদ্ধা এবং ওনার মাগফিরাতের জন্য দোয়া রইলো। + +

কভিড-১৯ নীরব ঘাতক। বহু মানুষ এ রোগে ভুগে পরিবার পরিজনের সাহচর্য কিংবা শেষ দেখা-ছোঁয়া ছাড়াই পরপারে চলে গেছেন। এমনকি ওনাদের অনেকের দাফনেও পরিবার পরিজন উপস্থিত থাকতে পারেন না/থাকেন নি।

২৮ শে আগস্ট, ২০২১ রাত ৮:২৭

জুন বলেছেন: এমনকি ওনাদের অনেকের দাফনেও পরিবার পরিজন উপস্থিত থাকতে পারেন না/থাকেন নি। এটাই সত্য হয়েছিল তাঁর জীবনে । আন্তরিক মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে ।

২৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩৪

জুল ভার্ন বলেছেন: এমন ব্যতিক্রমী মুক্তিযোদ্ধা অনেক আছেন-যারা জীবন বাজী রেখে মুক্তি যুদ্ধ করে শুণ্য হাতে নিজেকে বিলিয়ে দিয়েছেন-মরা তাঁদের মনে রাখিনা।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৫২

জুন বলেছেন: আপনি সত্যি বলেছেন আসলেও তিনি ছিলেন প্রচার বিমুখ। ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.