নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

নারকেলের তৈরি দুটো থাই মিষ্টি খাবার

০৬ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২২


থাইল্যান্ডের স্থানীয় একটি মিষ্টি খাবার নাম তাঁর খাও নিয়াও মা মুয়াং
থাই ভাষায় খাও নিয়াও অর্থ স্টিকি রাইস আর আমকে বলে মা মুয়াং।অসাধারন স্বাদের এই খাবারটি বানাতে প্রয়োজন হয় পাকা আম,স্থানীয় সুগন্ধী জেসমিন আতপ চাল, চিনি আর নারিকেল। এই সব উপকরন সবই আমাদের দেশে পাওয়া যায়, তাই এটা খুব সহজেই বানিয়ে আমরা খেতে পারি। ৮০০ গ্রাম নারিকেলের দুধ আর চিনি দিয়ে এক কেজি জেসমিন আতপ চালের ভাত রান্না করতে হবে, এই হলো পরিমান। এখন আপনারা নিজেদের পরিবার বুঝে রান্না করুন।
আমাদের জন্য কিনে এনেছিলাম দুই প্যাকেট
নারিকেলের স্বাদে আর গন্ধে ভরপুর এই সুগন্ধী ভাতের সাথে পাকা আম কেটে শুরু করে দিন খাওয়া। একবার খেলে বার বার খেতে মন চাইবে । থাইদের অত্যন্ত পছন্দের এই আম-ভাত পশ রেস্তোরা থেকে শুরু করে ফুটপাতের দোকেনেও বিক্রি হচ্ছে । প্রথম প্রথম আমি খেতে দ্বিধা করতাম এখন প্রায়ই খাওয়া হয় ।


তব তুম খ্রাব যা আমাদের দেশের ফালুদার মত অনেকটা
বিভিন্ন ফল, বীজ , জেল্লো আর নুডলস সাথে নারিকেলের ঘন দুধ আর বরফ কুচি অসাধারন । এখানে একটা লাল ফল ব্যবহার করা হয় ওরা বলে রেড রুবি । এটা আমাদের দেশের পানিফল নামে পরিচিত । এই ফলগুলোকে সাইজ মত অর্থাৎ চৌকোনা বা গোল করে কেটে খাবার রঙ ওঁ চিনি দিয়ে সিদ্ধ করে নেয়া হয়। শ্বেত শুভ্র তরলের মাঝে ভেসে থাকা গোলাপী পানি ফলের টুকরোগুলো সত্যি মনে হয় মগক খনির রুবি । তার উপর দেয়া হয় এক কাপ কুচানো বরফ । ব্যাংককের গরমে সেই শীতল খাবারটি তাঁর রুপে আর স্বাদে আপনাকে আকৃষ্ট করবেই করবে।।৩৫ বাথ দিয়ে শুরু ।

শপিং মলের ফুডকোর্টের এই দোকানের সামনেই আমি খেতে বসি যেন মুল খাবারের পরেই এই ডেজার্ট আনতে দূরে যেতে না হয় ।

সুন্দর করে বাটিতে সাজিয়ে রেখেছে বিভিন্ন উপকরন, আপনি পছন্দ করে দিবেন কি কি খেতে চান ।


এই ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি পোস্টটি সোনাগাজী ওঁ নীল আকাশকে উৎসর্গ করা হলো :)
প্রথম ছবিটি আর তব তুম ক্রব বা রেড রুবির ছবিটি নেট থেকে নেয়া বাকি ছবি আমার তোলা তবে

মন্তব্য ৫০ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ফালুদা টাইপের কোন খাবারই আমি খেতে পারি না।

০৬ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৩৮

জুন বলেছেন: স্বপ্নবাজ এই মিষ্টি খাবারটি যদি একবার ট্রাই করতেন দেখতেন অসম্ভব মজার । মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে ।

২| ০৬ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৩২

সোনাগাজী বলেছেন:



মনে হয়, সুস্বাদু খাবার। আমি বিন্নি চালের ষ্টিকি রাইস খুব পছন্দ করি।

ব্লগার নীল আকাশ বড় সাহিত্যিক, অনেক বই টই লিখেছেন; আমাকে সব সময় "লাথি মারতে" চান; আমি ভাবি, ইহা কি ঘোড়া সাহিত্যিক!

০৬ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪০

জুন বলেছেন: অনেক অনেক মজার , আপনি এরপর জেসমিন চাল দিয়ে ট্রাই করেন । আমেরিকায় তো এই চাল পাওয়া যায় ।
আপনারা আর ক্যাচাল করবেন না প্লীজ । এমন দেখলে ব্লগে আসতে ইচ্ছে করে না সত্যি বলছি।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে ।

৩| ০৬ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৩৩

ভার্চুয়াল তাসনিম বলেছেন: কি কঠিন নাম রে বাবা। খাও নিয়াও মা মুয়াং

০৬ ই জুলাই, ২০২২ রাত ৮:১৩

জুন বলেছেন: থাই ভাষায় খাও নিয়াও অর্থ আতপ চালের ভাত আর খাও সুয়ে অর্থ নর্মাল সিদ্ধ চালের ভাত ।
ঠিকই বলেছেন ওদের অনেক সোজা সোজা কথাগুলো কঠিন :)
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে ।

৪| ০৬ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: জুন আপা,
এবার লোভ লাগছে। সুযোগ থাকলে ট্রাই করবো।

০৬ ই জুলাই, ২০২২ রাত ৮:৩২

জুন বলেছেন: অবশ্যই ট্রাই করবেন স্বপ্নবাজ , ঠকবেন না আমি মনেপ্রানে বিশ্বাস করি ।
আরেকবার এসেছেন তাঁর জন্য আবারও ধন্যবাদ ।

৫| ০৬ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৭

দ্বীপ ১৭৯২ বলেছেন: মজার খাবার

০৬ ই জুলাই, ২০২২ রাত ৮:৪২

জুন বলেছেন: আসলেও মজার দ্বীপ১৭৯২ । আমার ব্লগে স্বাগত । মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে ।

৬| ০৬ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৭

জুল ভার্ন বলেছেন: বুজ্জি, এই জিনিস খায়

০৬ ই জুলাই, ২০২২ রাত ৮:৪৮

জুন বলেছেন: জী :)
মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৭| ০৬ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৫

ইসিয়াক বলেছেন: এত সুন্দর সুন্দর লোভনীয় খাবারের ছবিগুলো দেখে লগ ইন না করে পারলাম না।

পোস্টে ভালো লাগা।

০৬ ই জুলাই, ২০২২ রাত ৮:৪৯

জুন বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সব সময় মন্তব্যে উৎসাহিত করার জন্য ইসিয়াক ।

৮| ০৬ ই জুলাই, ২০২২ রাত ৮:৪০

জ্যাকেল বলেছেন: খাও নিয়াও মা মুয়াং = খাও নিয়া আর মুরাও (Squeez)

মনে হইয়াছিল। =p~ =p~

যাক পোস্টে দারুণ কিছু চেখে দেখবার ইচ্ছা হইল।

০৭ ই জুলাই, ২০২২ সকাল ৮:৪৭

জুন বলেছেন: খাও নিয়াও মা মুয়াং = খাও নিয়া আর মুরাও (Squeez) হা হা হা জ্যাকেল ভালোই বলেছেন । তবে সংখ্যা গননায় আপনি যদি কোনরকমে ১ থেকে ১০ পর্যন্ত গননা করতে পারেন তবে ১০০ পর্যন্ত পারবেন নির্দ্বিধায় । যেমন ৫ কে বলে হা , ১০ কে বলে সিব । আপনি পঞ্চাশ বললে বলতে হবে হা সিব । আর ৫৫ বলবেন হা সিব হা । ৮৫ বলতে চাইলে প্যা সিভ হা । ৮ হলো প্যা । অর্থাৎ আমাদের মত ১০ এর পর এগারো বারো এই ধরনের গননা নাই তাদের সংখ্যায় ।

যাক পোস্টে দারুণ কিছু চেখে দেখবার ইচ্ছা হইল। অবশ্যই দেখবেন এই ঈদে আর বুঝতে পারবেন এর স্বাদ :)
অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য ।

৯| ০৬ ই জুলাই, ২০২২ রাত ৯:৪০

মনিরা সুলতানা বলেছেন: আপু আমি থ্যাইল্যান্ড গেলে তো এই নারিকেল টাইপ খাবার খেতে খেতে মরে যাবো মনে হয়। উফ দারুণ ইয়াম্মি পোষ্ট !
দুবাই তে এই আম নারিকেল স্টিকি রাইস যে কত খাইছি আহা টেঁস ! নিশ্চয়ই লোকাল টা আরও মজাদার হবে ?
তবে এই ফালুদা তব তুম খ্রাব খাওয়া হয় নাই। কিরপিনের সেই ভ্রমণ পোষ্টে যে আধা কচি নারকেল দেখাইছিল সেইটা ও চোখে লেগে আছে।

দারুণ পোষ্ট :``>>

০৭ ই জুলাই, ২০২২ সকাল ৮:৫২

জুন বলেছেন: মনিরা আমি ভয়ে ভয়ে খাই কোলস্টেরলের ভয়ে । তাও লোভ সামলাতে পারি না :P
তব তুম ক্রবটা খেয়ে দেখো যদি সুযোগ পাও । নারকেলের দুধের একটা ক্রিমি টেক্সচার সাথে গন্ধই মন ভরে দেয় । ব্যাংককের তীব্র গরমে বরফ দেয়া ওমন এক বাটি হলে আর কি চাই !!
অশেষ ধন্যবাদ সাথে থাকার জন্য আপু :)

১০| ০৬ ই জুলাই, ২০২২ রাত ৯:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাহারি মিষ্টি দেখতে দারুন
কিন্তু খেতে ডাক্তারের বারণ!
যত আছে ফুড থাই
মন চায় আরো খাই!
কিন্তু বিধি বাম
কেমন করে খাই!

০৭ ই জুলাই, ২০২২ সকাল ১১:৪২

জুন বলেছেন: খেতে ডাক্তারের বারণ! :(
কিন্ত একদিন খেলে মনে হয় কিছু হবে না নুরু ভাই :)
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে ।

১১| ০৬ ই জুলাই, ২০২২ রাত ১০:১৭

রাজীব নুর বলেছেন: এসব খাবার আমার ভালো লাগে না।
সাদা ভাত ই আমার ভালো লাগে।

০৭ ই জুলাই, ২০২২ সকাল ১১:৪৪

জুন বলেছেন: সাদা ভাত অন্য জিনিস আর ডেজার্ট অন্য জিনিস রাজীব নুর । একবার বানাতে বলেন সুরভী ভাবীকে দেখবেন সবাই কেমন চেটেপুটে খায় :)

১২| ০৬ ই জুলাই, ২০২২ রাত ১০:৪২

সাড়ে চুয়াত্তর বলেছেন: ফালুদা আমার খুব প্রিয় খাবার। তাই আমার ধারণা দ্বিতীয় খাবারটা আমার বেশী ভালো লাগবে। সাথে আবার নারকেল আছে। প্রথমটাও ভালো লাগবে কারণ আমি যে কোন নারিকেলের খাবার খুব পছন্দ করি।

০৭ ই জুলাই, ২০২২ সকাল ১১:৪৬

জুন বলেছেন: ফালুদা আমার মনে হয় না নারকেলের দুধ দিয়ে তৈরী হয় সাড়ে চুয়াত্তর ? দুটো ডেজার্টই অসম্ভব মজার । একবার বানিয়ে খেয়েই দেখুন তারপর বলবেন আমি সত্যি বলেছি কি না :)
মন্তব্য করেন নিয়মিত তাঁর জন্য আন্তরিক ধন্যবাদ সাথে শুভকামনা আপনার ওঁ আপনার পরিবারের সবার জন্য ।

১৩| ০৬ ই জুলাই, ২০২২ রাত ১০:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
ছবি গুলা দেখেইতো খেতে ইচ্ছে করছে!!!
নাম বিটকিলে হলেও খেতে নিশ্চই ভালো হবে, দেখেই বুঝা যায়।

০৭ ই জুলাই, ২০২২ সকাল ১১:৪৯

জুন বলেছেন: নাম বিটকেলে হলেও খেতে অসম্ভব মজার জলদস্যু । এই ঈদে একবার নতুন এই ডেজার্টটা বানিয়ে খেয়েই দেখেন । সত্যি অসাধারন স্বাদের কি না ? অনেক অনেক ধন্যবাদ নিয়মিত মন্তব্য করে উৎসাহিত করার জন্য :)

১৪| ০৬ ই জুলাই, ২০২২ রাত ১১:৪৫

হাসান কালবৈশাখী বলেছেন:
আতপ চালের ভাত, নারকেল আর আমের টুকুরা,
আমাদের দেশের 'আম দুধ ভাত' এর মত। খারাপ না।

০৭ ই জুলাই, ২০২২ সকাল ১১:৫১

জুন বলেছেন: না না শুধু আতপ চাল নয় এখানে আপনাকে ব্যবহার করতে হবে জেসমিন রাইস । আম দুধ ভাত যেমন তরল হয় এটা তেমন না । এই খাবারটি খানিকটা নরম তবে জমাট বাধা চামচ দিয়ে কেটে খেতে হয় ।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।

১৫| ০৬ ই জুলাই, ২০২২ রাত ১১:৫১

শূন্য সারমর্ম বলেছেন:


খাবার দেখলে খেতে ইচ্ছে করে।

০৭ ই জুলাই, ২০২২ রাত ৮:৩৩

জুন বলেছেন: আমারও শুন্য সারমর্ম :)
ধন্যবাদ মন্তব্যে ।

১৬| ০৭ ই জুলাই, ২০২২ রাত ২:১১

অপু তানভীর বলেছেন: একদিন দাওয়াত দেন । খেয়ে দেখি কেমন লাগে ! :D

০৭ ই জুলাই, ২০২২ রাত ৮:৩৫

জুন বলেছেন: চলে আসেন অপু , খেতে যে অসাধারন তাঁর সাক্ষী নীচে ঢাবিয়ানও দিয়ে গেছে :)

১৭| ০৭ ই জুলাই, ২০২২ সকাল ৭:৫৬

শেরজা তপন বলেছেন: গতরাতেই পড়েছিলাম। থাইল্যান্ডের বেশীরভাগ ফলজাতীয় খাবার আমার কাছে অতুলনীয়-সর্বোত্তম মনে হয়।
নারিকেলের দুধের খাবার আমার প্রিয়- তবে তেলের রান্নায় অস্বস্তি লাগে!
আপনার চমৎকার কিছু খাবারের ছবি আর হালকা করে বলা রেসিপি লোভ বাড়াল :)

আচ্ছা আপনি কি থাইল্যান্ডে আমাদের মোগ্লাই পরোটাম মত করে তৈরি হয় ; ভিতরে সাগল কলা লম্বা স্লাইস করে কেটে বেশ খানিকটা বাটার দিয়ে ভাজে( দিম কি দেয়? দেয় মনে হয় ভুলে গেছি) । খাবারটা মুখে দিলে শন পাপড়ির মত গলে যায় যেন- চেখে দেখেছেন কখনো?
আপনার( তব তুম খ্রাব) এই ফালুদা টাইপের একবাটি খাবার খেতে গিয়ে হাঁপিয়ে গিয়েছিলাম! পরিমানে অনেক দিয়েছিল বলে হয়তো

০৭ ই জুলাই, ২০২২ রাত ৮:৫১

জুন বলেছেন: ইদানীং যে কোন দেশের যে কোন তেলের খাবারই আমার ভালো লাগে না শেরজা তপন। ইভেন বিরিয়ানী পোলাও না, মনে হয় বুড়ি হইছি তাই :`>
আপনি যেই খাবারটার কথা বলেছেন তা আমি একদিন খুব খুধার্ত অবস্থায় খেয়ে মনে হলো অমৃত খেলাম। পরোটা টাইপ এই খাবারে ওরা কনডেন্সমিল্ক ও দেয়। আপনি কি এমনটাই খেয়েছিলেন ? আমি শুনেছি এটা মুলত মালয়ান খাবার।

আপনার( তব তুম খ্রাব) এই ফালুদা টাইপের একবাটি খাবার খেতে গিয়ে হাঁপিয়ে গিয়েছিলাম!
বলেন কি :-* আমারতো মনে হয় খেতেই থাকি, খেতেই থাকি, আসলে আপনি মনে হয় দৌড়ের উপর ছিলেন ;)
অনেক অনেক ধন্যবাদ ও ঈদের শুভেচ্ছা আপনি ও আপনার পরিবারের জন্য।

১৮| ০৭ ই জুলাই, ২০২২ সকাল ৯:২৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: থাইল্যান্ডের ফল জাতীয় খাবার গুলো খুবই মুখরোচক হবে বলেই মনে হচ্ছে। রঙও দারুণ।

০৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৫

জুন বলেছেন: জী এখানে সব ধরনের আবহাওয়া উপযোগী সব রকম ফল সারা বছরই পাওয়া যায়। খেতেও অসাধারণ আর রংগেও চোখ জুড়ানো :)
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ সাথে ঈদের শুভেচ্ছা।

১৯| ০৭ ই জুলাই, ২০২২ দুপুর ১:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন: লোভনয়ীয়।

০৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৬

জুন বলেছেন: সত্যিই তাই :)
পবিত্র ঈদের শুভেচ্ছা জানবেন।

২০| ০৭ ই জুলাই, ২০২২ বিকাল ৩:১১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সাদা ভাত অন্য জিনিস আর ডেজার্ট অন্য জিনিস রাজীব নুর । একবার বানাতে বলেন সুরভী ভাবীকে দেখবেন সবাই কেমন চেটেপুটে খায়

সুরভি প্রতিদিনই বিকেলের নাস্তায় এসব কিছু না কিছু তৈরি করছেই। আমি এসব খাই না। পুডিং, পায়েস, বোরহানী, সবজি, কেক ইত্যাদি।

০৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৭

জুন বলেছেন: এত কিছু বানায় ভাবি আর আপনি পছন্দ করেন সাদা ভাত :-*
কি আর বলবো রাজীব নুর! ঈদের শুভেচ্ছা জানবেন।

২১| ০৭ ই জুলাই, ২০২২ রাত ৮:০৪

ঢাবিয়ান বলেছেন:

মজাদার এই সব আইটেমগুলো আমার এখানেও পাওয়া যায়। ম্যাংগো স্টিকি রাইস্তো খুব মজার। ব্যাংককের এয়ারপোর্টেও দেখেছি বিক্রি করে। এটা মনে হয় ওদের জাতীয় ডেজার্ট।

জেলো ,,বিভিন্ন ফল , কয়েক প্রকার দিরাপ ও সাথে বরফকুচি দিয়ে তৈরী ডেজার্টগুলো অসাধারন। ছবির ডেজার্টের নাম হচ্ছে আইস ক্যচাং। খুবই পপুলার এই ডেজার্ট এখানে।

০৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩১

জুন বলেছেন: আমের স্টিকি রাইস আগে দেখতাম কিন্ত খাইনি, একদিন এক থাই বল্লো এটা খুব মজা খেতে তখন ট্রাই করলাম ঢাবিয়ান। এখন প্রায়ই খাই। আপনার দেয়া তব তুম খ্রাবের ছবিটি খুব সুন্দর। মন্তব্যের মাঝে সব সময় সাথে থাকছেন তার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে সাথে পবিত্র ঈদের শুভেচ্ছা জানবেন।

২২| ০৭ ই জুলাই, ২০২২ রাত ৮:১৮

মিরোরডডল বলেছেন:




ইয়াম ইয়াম !!!
ফালুদার মতো যেটা দেখায়, ওটাতো অনেকই সুন্দর জুনাপু ।
ফালুদা খুব প্রিয় ।
এবারও ঢাকায় দুদিন আড়ং-এর টেরাকোটা টেলসে গিয়েছি অনলি ফর ফালুদা ।
ওদেরটা বেস্ট ।
থাই এবং মালয়েশিয়ান স্টিকি রাইস ডেজার্টও ভীষণ মজা ।




০৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩৫

জুন বলেছেন: ফালুদা আমি ঢাকায় এক কি দুই দিন খেয়েছি মিররডডল অসাধারণ খেতে। কিন্ত থাইল্যান্ডের এই ডেজার্টটা মনে হয় ভিন্ন স্বাদের। বিভিন্ন ড্রাই ফ্রুটস, সিরাপ আর জেলো তো আছেই কিন্ত নারকেলের দুধের স্বাদ গন্ধ এতে ভিন্ন মাত্রা যোগ করে। সুযোগ পেলে একদিন ট্রাই করবেন অবশ্যই। ঠকবেন না আমার বিশ্বাস।
ভালো থাকুন সব সময় আর শুভেচ্ছা জানবেন পবিত্র ঈদের :)

২৩| ০৭ ই জুলাই, ২০২২ রাত ৮:২৫

মিরোরডডল বলেছেন:




সেকি !!!
ঢাবি আবার এটা কি নিয়ে আসলো B:-)
দুর্দান্ত চেহারার ডেজার্ট :)

এটা খেলে কিন্তু ঢাবির পেটে পিলে হবে বলে দিচ্ছি X((

০৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩৬

জুন বলেছেন: @ঢাবিয়ান পিলে নিয়ে কি করে থাকবেন তাই একটু ভেবে দেখেন তো B-)

২৪| ১০ ই জুলাই, ২০২২ বিকাল ৩:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ইয়াম্মি ফূড লুকিং ডেলিসিয়াস। ঈদ মুবারক জুন আপু।

১২ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৪৭

জুন বলেছেন: আপনাকেও ঈদের প্রানঢালা শুভেচ্ছা :)

২৫| ১৩ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫৪

আহমেদ জী এস বলেছেন: জুন,




কোরবানীর গরু খোঁজার মতো তাগড়া ব্লগ পোস্ট খুঁজতে খুঁজতে আপনার হাটে এসে দেখি- লোল ঝরানো বিশাল আম আর আঠালো ভাতের আয়োজন। :D
এই ক'দিন গরুর গোশত খেতে খেতে মুখে পেটে চালশে পড়ে গেছে, হাড়ুম -হুড়ুম গ্যাস বেরুচ্ছে। এখন কি কোনও ভাবে এই "লোল - খাবার" বিক্যাশ ( বিকাশ ) বা "নগদ" এ পাঠানো যাবে ? :P তা হলে পেটটা একটু ঠান্ডা হতে পারতো। :-0 কোরবানীর ত্যাগের মহিমায় না হয় এইটুকু ত্যাগই করলেন ................ :-P

পোস্টের মতো ঈদের মিষ্টি মিষ্টি শুভেচ্ছা........................

১৭ ই জুলাই, ২০২২ সকাল ৯:৩১

জুন বলেছেন: আমিও আপনার মত ভাংগা হাটে ঘুরে বেড়াতে বেড়াতে দেখি আপনিও এসে কিছু ছাপ রেখে গ্যাছেন, যেমন খালি পানির বোতল, ভাংগা চশমা এইসব।
বিকাশে যদি পাঠানোই যেত তাহলে কিভাবে বানায় সেকি আর লিখতাম :( বিকাশে পাঠালে ফোনের কীবোর্ড দিয়ে আম আর এই ফালুদার রস পরতো যে টুপটাপ :)
অনেক অনেক ভালো থাকুন। মন্তব্যে প্লাস রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.