নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

চারটি ছাগল ও শাকিব খান

১৭ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৫১


প্রথম আলোর আজ দুটো বিচিত্র খবর :||
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার সম্পদের হিসাব দিয়েছে, সেই হিসাব অনুযায়ী তার সম্পদ চারটি ছাগল আর তার স্ত্রীর কোন গয়না নেই। ধনী এক অভিজাত পরিবারের সন্তান, বিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্র, বিশ্বকাপ জয়ী অধিনায়ক, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান যিনি কি না মাত্র চার ছাগলের মালিক । এয়ে বোঝা যাচ্ছে ইনিই এই উপমহাদেশের সবচেয়ে গরীব রাজনৈতিক নেতা। তার চেয়ে গরীব আর কেউ নেই :((

ক্রিকেটার নয়, নায়ক শাকিব খান আজ ঢাকায় আসলেন, তার আগমনে হাজার হাজার ভক্তের পদভারে ঢাকা এয়ারপোর্ট এলাকা মুখরিত। এক সাংবাদিককে উনি জানালেন দেশে ফিরতে পেরে আই এম এক্সাইটমেন্ট । এতদিন মার্কিন যুক্তরাষ্ট্রে থেকেও এই ভুল ইংরেজিতে মিডিয়ার লোকজন নাকি হতাশ লিখছে প্রথম আলো :(
উনি আরও বলেছেন সে নাকি একটু পর পর কেবিন ক্রুদের জিজ্ঞেস করেছেন "ঢাকায় ল্যান্ড করতে আর কত সময় লাগবে!"? কি আজব কথা, পাইলটের ঘোষণা ছাড়াও সামনে ডিসপ্লেতে সারাক্ষণ দেখাতে থাকে গন্তব্য কত দূর আর কত ঘন্টা, মিনিট, সেকেন্ড পরে বিমান অবতরণ করতে যাচ্ছে। উনার কাছে আমার প্রশ্ন উনি আম্রিকা থেকে কিসে করে আসলেন! মানে যানবাহন কি ছিল :-*

তথ্য প্রথম আলো আর ছবি নেট

মন্তব্য ৭৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:০৭

আহমেদ জী এস বলেছেন: জুন,




হা....হা...হা....
জবর খবরই বটে। =p~

এখন ঐ চারটি ছাগলের দুধ বিক্রি করে ইমরান সাহেবের দিন চলে! :((
আর সাকিব খান দেশে ফেরার সুখে "এক্সাইটেড" ছিলেন বলেই গড়বড় করে ফেলেছেন, এটা্ও কি প্রথম আলোর সাংবাদিকেরা বোঝেননা ? কিসের সাংবাদিক তারা? :|

১৭ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:১৪

জুন বলেছেন: ভাই আপনি তো দারুণ একটা মন্তব্য করেছেন কিন্ত নায়কের নামখানি লিখতে তো মহা ভুল করে ফেলেছেন দেখছি। আরে উনি ক্রিকেটার সাকিব খান না, উনি হলেন ঢালিউড এর নায়করাজ শাকিব খান।
প্রথম মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।

২| ১৭ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২০

আহমেদ জী এস বলেছেন: জুন,




ও....হ....হো .... আই এ্ম এক্সাইমেন্ট ছিলুম বলেই "শা" এর বদলে সার্কাসের "সা" মাথায় ঢুকে গেছে। :)
চরি....চরি .......... :((

১৭ ই আগস্ট, ২০২২ রাত ৮:০০

জুন বলেছেন: আমারও তাই মনে হয়েছিল আহমেদ জী এস হা হা হা। নইলে এত বড় বুল করার কথা না আপ্নের =p~
আপনার রসিক মন্তব্য থেকে আমার আগের দুটো পোস্ট কিন্তু বঞ্চিত মনে রাইখেন ;)
সুন্দর, প্রানবন্ত, প্রাসঙ্গিক ও মজাদার দুটো মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ রইলো সাথে একগুচ্ছ শুভকামনা :)

৩| ১৭ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: ইমরান খান নিজেও এক ফকির আর বিয়েও করেছেন আরেক ফকিন্নিকে। :) তাই ওনাদের ৪টা ছাগল, একটা কালো রঙের শেরওয়ানী আর একটা সাদা আবায়া ছাড়া আর কিছু নাই। তবে ওনার স্ত্রীর হাতে আংটি দেখা যাচ্ছে। যেটা সম্পদ বিবরণী থেকে বাদ পড়েছে। :)

১৭ ই আগস্ট, ২০২২ রাত ৮:০৫

জুন বলেছেন: উনি এতই গরীব যে ছাগলের জন্য কাঠাল পাতা কিনতেও অক্ষম। তা এই কাঠাল পাতা সাপ্লাই এর দায়িত্ব কোন দেশ নিবে তাই ভাবছি। ভারতের প্রধানমন্ত্রীও নাকি গরীব। তার নাকি বাড়ি গাড়ি জমি জমা কিছুই নাই, ব্যাংকে সামান্য ফিক্সড ডিপোজিটই তার সম্বল :| আর শ্রীলঙ্কার কথা কি বলবো তার তো বাড়িটাও পুড়িয়ে দিয়েছে। সেতো পুরাই রাস্তায় সাড়ে চুয়াত্তর :`>
মজাদার একটি মন্তব্যের জন্য অনেক অনেক অনেক ধন্যবাদ ভাই।

৪| ১৭ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪৬

কামাল৮০ বলেছেন: এবার ইমরান লাইনে এসেছে।প্রথম বউ বিকিনি টিকিটি পড়ে ঘুরতো।

১৭ ই আগস্ট, ২০২২ রাত ৮:০৮

জুন বলেছেন: জী তার প্রথম স্ত্রীর শরীরে কাপড় চোপড় না থাকলেও সে ধনী ছিল আর এনার এত কাপড় থাকার পরেও তার গয়না নাই :((
সব সময় সাথে আছেন, সাথে থাকেন তার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে

৫| ১৭ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: তিনি এতই গরীব যে ঐ চারটা ছাগলও তার না। সব বিয়েতে গিফট হিসেবে পেয়েছে।

১৮ ই আগস্ট, ২০২২ সকাল ৮:৪৯

জুন বলেছেন: হা হা হা ভালোই বলেছেন তমাল। উনি তিনটি বিয়ে করেছেন তাতে তিনটি ছাগল না হয় যৌতুক হিসেবে পেয়েছেন, তাহলে চার নম্বর ছাগলটা কোত্থেকে আসলো!!

৬| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ৮:৪৩

জগতারন বলেছেন:
তাহার চাচা নিয়াজী বাংলাদেশে লক্ষ লক্ষ বাংলাদেশীদের হত্যা করেছিল।

১৮ ই আগস্ট, ২০২২ সকাল ৮:৫০

জুন বলেছেন: জী উনার নামও তো ইমরান খান নিয়াজী। কিন্ত তারা আত্মীয় ছিল এটা জানা ছিল না জগতারন। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ রইলো।

৭| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ৮:৫২

মোহাম্মদ গোফরান বলেছেন: শ্রদ্ধেয় আহমেদ জী এস বলেছেন: জুন,




হা....হা...হা....
জবর খবরই বটে। =p~

এখন ঐ চারটি ছাগলের দুধ বিক্রি করে ইমরান সাহেবের দিন চলে! :((
আর সাকিব খান দেশে ফেরার সুখে "এক্সাইটেড" ছিলেন বলেই গড়বড় করে ফেলেছেন, এটা্ও কি প্রথম আলোর সাংবাদিকেরা বোঝেননা ? কিসের সাংবাদিক তারা? :|

১৮ ই আগস্ট, ২০২২ সকাল ৮:৫২

জুন বলেছেন: সাংবাদিকদের জ্ঞ্যান গরিমা নিয়ে প্রশ্ন করলে শেষে আপনাকেই না বিপদে পরতে হয় গোফরান। তারা যতই কান্নাকাটি করুক এদের মাঝেই অনেকের আংগুল ফুলে কলাগাছ !

৮| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ৯:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
লালু প্রসাদ যাদব! ইন্ডিয়ার ভীষণ পরিচিত মন্ত্রী। ইংরেজী একেবারেই জানতেন না। তিনি ইতস্ততবোধ না করলেও এটা নিয়ে নাকি হাসাহাসি হয়। প্রধানমন্ত্রী এটা নিয়ে চিন্তিত। একবার বারাক ওবামা ইন্ডিয়াতে এলেন। উনার কানে কথাটা গেল। উনি প্রস্তাব দিলেন সাত দিনে তিনি মোটামুটি ইংরেজি শিখিয়ে দেবেন যাতে লজ্জায় পড়তে না হ্য়। প্রধানমন্ত্রী আর লালু প্রসাদ দুজনাই আগ্রহ দেখালেন এবং রাজি হলেন। মিডিয়ায় আলোড়ন তুললো। কাভারেজ আর আপডেটের জন্য রেডি। প্রতিদিন ওবামা লালুর রুমে দুই ঘন্টা সময় দেন। বাইরে মিডিয়া অধীর আগ্রহে অপেক্ষা করেন। ওবামা বের হতেই মাইক্রোফোন নিয়ে হাজির। ওবামা আশ্বস্ত করে।
এভাবে দিন যায়। শেষ দিন যেন ঐতিহাসিক দিবস। সবাই অপেক্ষা করছে।
বারাক ওবামা বের হতেই মিডিয়া তাঁকে ধরলো। ডজনখানেক মাইক্রোফোন তাঁর সামনে। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, মিঃ প্রেসিডেন্ট আপনার ছাত্র মানে মন্ত্রী মহাদয় স্যার লালু প্রসাদ যাদবের কি খবর?
বারাক ওবামা চরম বিরক্ত আর হতাশ হয়ে বললেন , 'ইয়্যা লালু কাভি নেহি সুধরে গ্যা।'


খান সাহেবের ইংরেজী শুনে মনে হলো।

১৮ ই আগস্ট, ২০২২ সকাল ৯:০০

জুন বলেছেন: লালু প্রসাদ যাদব বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন। যেবার গোখাদ্য চুরির দায়ে তাকে গ্রেফতার করা হলো সে সময় তিনি তার পুরোদস্তুর গৃহিনী রাবড়ি দেবীকে রান্নাঘর থেকে ধরে এনে তার উপর মুখ্যমন্ত্রীর দায়িত্ব চাপিয়ে জেলে গেলেন। এখনতো তার পুত্র তেজস্বী বিহারের মুখ্যমন্ত্রী বিজেপি থেকে সদ্য পদত্যাগী নীতিশের সাথে হাত মিলিয়ে বিহারের ক্ষমতায়। এই লালুকে নিয়ে কলকাতা থেকে কন্যাকুমারী ট্রেনে যাবার সময় ভুবনেশ্বর থেকে উঠা এক সিংগাড়া আলা কবিতায় কবিতায় অপ্রতিদ্বন্দ্বী লালু প্রসাদকে নিয়ে বলছিল জংগলমে ভালু, সামোসে মে আলু ঔর বিহারমে লালু B-)
ধন্যবাদ ও শুভকামনা রইলো স্বপ্নবাজ।

৯| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ১০:০৪

মনিরা সুলতানা বলেছেন: আপু ইমরান খানের খবর তো পড়ি নাই , বয়স হয়ে গেছে উনার তাই বেশি আগ্রহ দেখাইলাম না। কিন্তু সাকিব খান বলেছেন যে " বাবা মায়ের পছন্দের মেয়ে কে বিয়ে করে সংসারী হতে চায়। সবাই আলহামদুলিল্লাহ না বলে যাবেন না।

১৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৮

জুন বলেছেন: বয়স হয়ে গেছে উনার তাই বেশি আগ্রহ দেখাইলাম না। হা হা হা মনিরা ভালোই বলছো =p~
বাবা মায়ের পছন্দের মেয়ে কে বিয়ে করে সংসারী হতে চায় শাকিব খান
আর অপু বিশ্বাসকে যে বিয়ে করেছিল সেটা কি :-*
যত্তসব ।
ভালো থেকো আর শুভেচ্ছা শুভকামনায় :)

১০| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ১০:৪৬

ডঃ এম এ আলী বলেছেন:



ইমরান খানকে যতটা বুদ্ধিমান মনে করা হতো
সাম্প্রতিক কালে তার বিবিধ কর্মকান্ডে তাকে
এখন বেশি করে ছাগল বলে বিবেচিত হচ্ছে ।
নায়ক সাকিব এর পরিচয় যা হওয়া উচিত ছিল
তাই সে প্রতিপন্ন করেছে । পোষ্ট ভাল লেগেছে ।

শুভেচ্ছা রইল

১৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:০০

জুন বলেছেন: অনেক অনেকদিন পর আমার ব্লগ বাড়িতে আসলেন ডঃ এম এ আলী ভাই । এতদিন কই ছিলেন ? আপনি ভালো আছেন তো ?
পোস্ট ভালোলাগার জন্য অনেক ধন্যবাদ ।

১১| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ১১:৫৭

অপু তানভীর বলেছেন: ইমরান খানের ঐ চার ছাগলের একটাতে চেপে আসে নি তো ? :D

১৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:০২

জুন বলেছেন: ইমরান খানের ঐ চার ছাগলের একটাতে চেপে আসে নি তো ? আমারও তাই মনে হয় অপু তানভীর :`>
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ রইলো ।

১২| ১৮ ই আগস্ট, ২০২২ রাত ১:২৪

পোড়া বেগুন বলেছেন:
আমাদের কাজের বেটি রহিমার আছে ৫ ট ছাগল যার দুইটি পাঠা
আর একটা খাসি। বাকী দুইটা ছাগী। এছাড়াও আছে একটা ছাগীর
তিনটা বাচ্চা।
ইম্রান খানের চেয়ে আমাদের রহিমা বড় মেয়ে লোক!

সাকিব খান ঠ্যালা গাড়িতে করে ঢাকায় এলেন এটা
না বোঝার কি আছে? ঠ্যালা গাড়ির হেড লাইট থাকেনা!
আমেরিকাতে এখন বাংগালীতে ভরে গেছে, তাই বাংলিশ
শব্দ তাদের ডিকশনারীতে স্থান পাচ্ছে।

১৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:০৫

জুন বলেছেন: ইম্রান খানের চেয়ে আমাদের রহিমা বড় মেয়ে লোক! আমার বুয়ারও দেশের বাড়িতে দুটো ব্ল্যাক বেংগল গোট আছে কাকে জানি বর্গা দিয়ে আসছে পালার জন্য, সে মনে হয় হাফ বড়লোক B-)
সাকিব খান ঠ্যালা গাড়িতে করে ঢাকায় এলেন আমারও তাই মনে হয় :)

১৩| ১৮ ই আগস্ট, ২০২২ ভোর ৬:০৮

ককচক বলেছেন: হা হা... এক্সসাইটেড বলতে গিয়ে হয়তো....

গালতি সে মিসটেক হ গ্যায়া...
কিন্তু দূরত্ব, কত সময় লাগবে জিজ্ঞেস করাটা হাস্যকর!

ইমরান খানের কোটি কোটি টাকা গেলো কই?

১৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:৪৫

জুন বলেছেন: গলতিসে মিসটেক তো বটেই ককচক নইলে আর কত দূর জানতে চাইবে কেনো !!
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

১৪| ১৮ ই আগস্ট, ২০২২ ভোর ৬:২২

হাসান কালবৈশাখী বলেছেন:
ইমরান খান সকল অবৈধ অর্থ তার বান্ধবী কাম সেক্রেটারির কাছে রাখে।
এই বান্ধবী আসলে তার বউয়ের বান্ধবী। পারিবারিক সদস্য। যার নিজস্ব প্রাইভেট জেট বিমান আছে। পানামা ও পেন্ডোরা পেপারে অর্থ পাচারের নাম এসেছিল।

২০ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৩২

জুন বলেছেন: ইমরান খান সকল অবৈধ অর্থ তার বান্ধবী কাম সেক্রেটারির কাছে রাখে।
জী আমিও তাই জানতাম হাসান কালবৈশাখী । এবার পদচ্যুতির আগ মুহুর্তে তিনি ঐ বান্ধবীর মাধ্যমে টাকা পাচার করেছেন ।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে । মন্তব্যের জবাব দিতে অনিচ্ছাকৃত দেরীর জন্য দুঃখিত ।

১৫| ১৮ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৪৭

হাসান কালবৈশাখী বলেছেন: - - সাকিব
- - সাকিব

২০ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৩৫

জুন বলেছেন: দন্তস্যতে সাকিব কিন্ত আমাদের ক্ষমতাধর কাপ্তান । সিনেমা জগতের সেলিব্রিটির নামের আদ্যাক্ষর তালেব শ্য । এমন বানান বিপর্যয়ে কিন্ত বিপদ আছে ;) তাদের দুজনেরই আছে প্রচুর ভক্ত আশেক । কখন কি হয় :(

১৬| ১৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
বেপক মজা হইছে তো!!

২০ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৩৬

জুন বলেছেন: তাই নাকি জলদস্যু !! জলদস্যুর ভালো লেগেছে জেনে আমারও ভালোলাগলো অনেক :)

১৭| ১৮ ই আগস্ট, ২০২২ দুপুর ২:১১

রানার ব্লগ বলেছেন: ইমরান খান হা হা হা, এই লোক মস্তবড় হা হা হা!!! আর্মী একে ক্ষমতা দিয়েছিল নিজেদের স্বার্থে ক্ষমতা কেড়েও নিয়েছে নিজেদের স্বার্থে। এই লোক বাংলাদেশে এসে বাংলাদেশ ও বাংলাদেশের ক্রিকেটেরদের সাথে চরম অপমান জনক আচরণ করে সে এখন মায়া কান্না কাদে। এত্ত দিন রুচি ছিলো উর্বশী টাইপ মডেলদের উপর রাজনীতিতে এসে রুচি বেড়েছে তুকতাক করা মহিলাদের উপর। যদি সম্পদ হিসাবে ছাগল আর স্ত্রী দেখায় পাকিস্তান সরকারের উচিৎ ছাগলে সতিত্ব পরিক্ষা করা।

শাকিব খান! এক কথায় উত্তর কয়লা ধুইলে ময়লা যায় না। বাংলাদেশের সেলিব্রিটিদের এটাই যোগ্যতা। বেশিরভাগ অ বলতে ক এর ঘড় ভাংগে। লিস্ট দেখুন জলিল, হিরো আলম, শাকিব খান, বাপ্পা এরা নাকি সেলিব্রিটি!!! তাও অভিনয় শিল্পি হিসাবে। আমদের আসলে রুচি খারাপ।

২০ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৪২

জুন বলেছেন: ইমরানের এই বউ নাকি কালাযাদু করে :-& ইমরানের ক্ষমতায় থাকা নিশ্চিত করার জন্য সে নাকি হাজার খানেক মুর্গি বলি দিয়েছে পেপারে পড়লাম । কি আর করবে তাদের তো আর ভারত ভাগ্য বিধাতা নেই যে ক্ষমতায় জোর করে বসে থাকবে :P সুতরাং কালা মোরগ আর কালাযাদু ছাড়া তাদের আর কোন উপায় নাই রানার ব্লগ :((

হু এইসব সেলিব্রিটিরা নিজেদের যে কি মনে করে আল্লাহ মালুম ।
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে ।

১৮| ১৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:১৪

ঢাবিয়ান বলেছেন: Pakistan's Imran Khan has $684,000 assets , four goats and the first lady doesn't possess any jewelry। আমাদের বাংলা পত্রিকায় এসেছে শুধু চার ছাগল এবং বিবির গয়না না থাকার খবরটা। সাংবাদিকতা এখন আর সাংবাদিকতার পর্যায়ে নাই আমাদের দেশে।

২০ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৪৬

জুন বলেছেন: আপনার নিউজের সুত্র দেন ঢাবিয়ান, কইলেই কি হইলো নাকি তার এত সম্পদ , অত সম্পদ =p~
আমি দেখেন লিখছি প্রথম আলো, চার ছাগল আর গয়না ছাড়া বউ ;)
মন্তব্যের উত্তর দিতে বড্ড দেরী হয়ে গেল তার জন্য দুঃখিত আমি ।

১৯| ১৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এই কারনেই সাকিব খান
হিরো নাম্বার ওয়ান !

২০ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৪৮

জুন বলেছেন: আপনার স আর শ তে গুলিয়ে ফেলছেন কেনো সবাই :-* আপনি কি জানেন না তারা দুজনাই মহাপ্রতাপশালী । যে কোন সময় মাঝ রাত্রে দরজায় টোকা দিতে পারে :-&
মন্তব্যের জবাব দিতে অনিচ্ছাকৃত দেরীর জন্য দুঃখিত নুরু ভাই ।

২০| ১৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: হাহাহা....জবর খবর বটে আপু। ইমরান খানের চেয়ে শাকিব খানের এক্সাইটমেন্টের খবরটি বেশি উপভোগ্য লাগলো।

২০ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৫৩

জুন বলেছেন: হায় পদাতিক অনেকদিন পর আপনাকে আমার লেখায় দেখে খুউব ভালোলাগছে ভাই । সেদিন কার পোস্টে মনে হয় শেরজার পোস্টে লিখে আসছি পদাতিক আসে না :(
আসলে একই শিরোনামে খন্ড খন্ড আর পর্ব পর্বে সব কিছু গুলিয়ে যায় । আর মন্তব্যের উত্তর দিতেও বড্ড দেরী হয়ে গেল, তার জন্য দুঃখিত আমি
তা আছেন কেমন ? অনেক দিন হয় আপনার খবর পাই না ।


২১| ১৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৫৬

শাহ আজিজ বলেছেন: একটা ব্যাপার খেয়াল করেছেন যে শাকিব খানের জন্য এয়ারপোর্টে ভিড় , কারা সেই ভিড় করে ? আবার কারা , বাঙ্গালরা ! শাকিব গরুর গাড়িতে চড়ে প্যাসিফিক সাঁতরায়ে ঢাকায় নামছে । যারা মাহফুজ , হিরু আলুম এর পুজা করে তাদের দৌড় এয়ারপোর্ট পর্যন্তই থাকবে । শাকিবের গোটা ব্যাপারটা অন্ধকারকে আরও বাড়িয়ে দিলো , ওগো হারিকেনটা দাও দিকিনি !!

২০ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:০৩

জুন বলেছেন: আমি একবার থাইল্যান্ড থেকে আসছি থাই এয়ারে । মাঝখানের চার সীটের দ্বিতিয় সিটে আমার হাজবেন্ড তারপর আমি, আমার পাশে একজন লোক, ভদ্র লিখলাম না। সে থাই এর বিখ্যাত বেগুনি কম্বল মুড়ি দিয়ে বসা । আমি একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিলাম । চিনতে পারলাম না । এখন তো থাই এয়ারের ইকোনমি ক্লাসে তেমন হার্ড ড্রিংকস সার্ভ করে না ওয়াইন ছাড়া। সেই পাশে বসা লোক ২ ঘন্টা ১৫ মিনিটের জার্নিতে সারাক্ষন ওয়াইনের গ্লাস হাতে, তার পাশ দিয়ে কেবিন ক্রুরা যেতে পারছে না । প্রতিবারই রিকু করছে। তার সেই লাল চোখ দেখে আমিতো ভয়ই পেলাম। যাইহোক পরে জানলাম উনি আমাদের ঢালিউডের বিখ্যাত নায়ক মিলন । বোঝেন অবস্থা সেলিব্রিটিদের । তারা তো এক্সাইটমেন্ট হবেই =p~
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে :)

২২| ১৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: বোন জুন ,

পাকিস্তানের ইমরান খান মারকাটারী খেলোয়াড় ++++++ । সে যেভাবে খুশী সেভাবেই বলকে মাঠের বাইরে পাঠাতে পারে। আবার , এটাও জানে কিভাবে চারটি ছাগল থেকে একপাল ছাগল বানিয়ে গরীব থেকে বড় লোক হওয়া যায় । কাজেই সে গরীব নয় কারন তার অগ্রগতির সম্ভাবনা আছে ।

আর , আমাগো সাকিব খান - মাশাআল্লাহ !!!!!!!!!!!!!!

কি বলব ;) বাঘ নাই দেশে সুপারইস্টার।

আর, আমরিকা থাকতে বা আমরিকাতে থাকার সুযোগ পাইতে আমার মনে হয় ইংরেজী থেকে যা বেশী জরুরী তা হল টাকা। যেটা আবার আমাগো সাকিব খানের কম আছে বলে মনে হয়না।

আর সবশেষে , দেখছেন নি - আমাগো সাকিব খানকে তার ভক্তরা কিভাবে আলাবু :(( বলেছে সেভাবে কি ইমরান খানকে কেউ বলেছে?

২০ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৩১

জুন বলেছেন: হা হা হা অনেক মজা করে একটা মন্তব্য লিখেছেন কামরুজ্জামান । শোনেন ছাগলতো আই ওয়াশ এটা কি বিশ্বাসযোগ্য যে এই উপমহাদেশের একজন প্রাক্তন প্রধানমত্রীর সম্পত্তি চারটি ছাগল ;) এটা শুনলে তার ছাগলও হাসবে ।
অশেষ ধন্যবাদ মন্তব্যের জন্য ।

২৩| ১৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৪০

মিরোরডডল বলেছেন:




শাকিব বলেছে আই এ্ম এক্সাইমেন্ট এটা কোন নিউজ হলো ????
ও যদি সঠিক করে বলতো "এক্সাইটেড" তাহলে এটা একটা নিউজ হলেও হতে পারতো, কারন ভুল বলাটাই তার জন্য নর্মাল :)

২০ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৩৪

জুন বলেছেন: মিররড্ডল আপনি আসলে সত্যিই বলেছেন ঠিক বললেই অবাক হোতাম বৈকি । তবে ঢালিউডের সবাই যে এমন বলে তা কিন্ত নয় । উনি কতক্ষনে ল্যান্ড করবে তাই নিয়ে হয়তো এক্সাইটমেন্টে ছিল ;)
উত্তর দিতে অনেক দেরী হয়ে গেল মিরর মার্জনা প্রার্থী :)

২৪| ১৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৪১

মিরোরডডল বলেছেন:

টাইপো এক্সাইটমেন্ট

২০ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৩৫

জুন বলেছেন: B-)

২৫| ১৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৪৩

মিরোরডডল বলেছেন:




হাসান কালবৈশাখী বলেছেন:
ইমরান খান সকল অবৈধ অর্থ তার বান্ধবী কাম সেক্রেটারির কাছে রাখে।
এই বান্ধবী আসলে তার বউয়ের বান্ধবী। পারিবারিক সদস্য। যার নিজস্ব প্রাইভেট জেট বিমান আছে। পানামা ও পেন্ডোরা পেপারে অর্থ পাচারের নাম এসেছিল।


আমাদের হাসান সব জানে :)

২০ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৩৯

জুন বলেছেন:
তবে কথা হলো কি সাংবাদিকদের কল্যানে আমরা অনেক সত্যি মিথ্যা নিউজের সাক্ষী হই । আমাদেরও যাচাই বাছাই করার স্কোপ থাকে না ।

২৬| ১৯ শে আগস্ট, ২০২২ রাত ১২:০৫

হাসান কালবৈশাখী বলেছেন:

ইমরান খানের স্ত্রী বুশরা বিবির ঘনিষ্ঠ বান্ধবী ফারাহ খানের হাতব্যাগের দাম ৯০ হাজার ডলার


ইমরান খানের স্ত্রী বুশরা বিবির ঘনিষ্ঠ বান্ধবী ফারাহ খানের হাতব্যাগের দাম ৯০ হাজার ডলার

২০ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৪২

জুন বলেছেন: ৯০ হাজার ডলারের ব্যাগটা মাটিতে কালবৈশাখী :-*
ঠিক এই রকম ডিজাইন আর রংগের একটা ব্যাগ আমারও আছে তবে দামে আকাশ পাতাল ফারাক। মাত্র ২৬০০ টাকা :(
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।

২৭| ২০ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:১৭

এস এম মামুন অর রশীদ বলেছেন: পোস্ট এবং অনেক মন্তব্য পড়ে বোঝা যায়, অনেক শিক্ষিত মানুষকেও কত সহজে শুধুমাত্র নিউজ হেডলাইন দিয়েই ব্রেইনওয়াশ করে ফেলা যায়, যারা কষ্ট করে ছোট একটি সংবাদও পুরো পড়ে দেখে না। আপনার সংবাদেই লেখা:

“পাকিস্তানের নির্বাচন কমিশনকে (ইসিপি) ইমরান যে সম্পদের বিবরণ দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে, তাঁর সম্পদের মোট মূল্য ৩০৪ দশমিক ২ মিলিয়ন রুপির বেশি। হিসাবে তিনি ভাক্কর জেলায় উত্তরাধিকারসূত্রে পাওয়া দুটি বাড়ি এবং ২৮ দশমিক ৫ একর জমির কথাও উল্লেখ করেছেন।

এ ছাড়া কাগজপত্রে উল্লেখ করেছেন যে, তাঁর কোনো গয়না নেই। ইসলামাবাদে তাঁর একটি ফ্ল্যাট ও বাণিজ্যিক প্লট রয়েছে। এগুলো থেকে তিনি ১ দশমিক ৪ মিলিয়ন রুপি ভাড়া পান।”

https://www.prothomalo.com/world/pakistan/2c6sirsdww

২০ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৫৯

জুন বলেছেন: অনেক শিক্ষিত মানুষকেও কত সহজে শুধুমাত্র নিউজ হেডলাইন দিয়েই ব্রেইনওয়াশ করে ফেলা যায়, এটা আপনি সত্যিই বলেছেন মামুন রশীদ । আমরা কষ্ট করে ভেতরের নিউজ পড়িনা , পড়লে এত মিথ্যা পড়তে হয় যা তাদের প্রতি বিবমিষার উদ্রেক করে, তার জন্য ছাগলই ভালো । আমিও জানি তার ঐ সম্পত্তি বাবা দিয়েছে , ফ্ল্যাট মা দিয়েছে বানিজ্যিক প্লট ক্রিকেট খেলে কিনেছে এইসব। তার বৌয়ের পাচ আংগুলে পাচ আংটি যা হীরা জহরত খচিত হওয়ারই সম্ভাবনা ৯৯%।

ভারতের পশ্চিম বঙ্গের হেভী ওয়েট মন্ত্রী (শিক্ষা শিল্প আরও কি কি মন্ত্রনালয়ের যেন মনে পরছে না ) পার্থ বন্দোপাধায় , আরেকজন তৃনমুলের এক ডাকে চেনা গরু পাচারকারী হিসেবে পরিচিত অনুব্রত মন্ডল কখনো কিন্ত কোন মন্ত্রী এমপি ছিলেন না ছিলেন বীরভুমের তৃনমূলের মুকুটহীন বাদশা । এই দুজন সম্প্রতি ধরা পরেছেন তাদের দুর্নীতির জন্য । পার্থ চট্টোপাধায়ের কত যে ফ্ল্যাট আর সেখানে স্তুপাকৃত কত যে কোটি কোটি টাকা পরে আছে তা রূপকথাতে বলার নয়, কলম দিয়ে লেখার নয়, মেশিন দিয়ে গোনার নয় । রাজাপক্ষের দেশের মানুষ যখন না খেয়ে মরছে তখন তারা টাকার গদীতে শুয়ে নিরোর মত বাশী বাজাচ্ছিল । সুতরাং ভেতরের খবর নিয়ে না লিখলেও আমি যে তাদের লুটপাট আর দুর্নীর ব্যাপারে অজ্ঞ তা ভাববেন না মামুন রশীদ :) এত কিছু থাকতে শুধু ছাগলের কথা বলেছে এটাই হাস্যকর ।
ভালো থাকুন সুস্থ থাকুন । অনেক ধন্যবাদ ।

২৮| ২০ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:১৭

জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহাহা..... এখনও শাকিব ঝড়ে ভাসছে দেশ =p~

২০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০২

জুন বলেছেন: শাকিব ঝড়ে ভাসছে দেশ কি বলেন !! শাকিব ঝড় তুলেছিল যখন অপু বিশ্বাস বাচ্চা কোলে টিভিতে হাজির হয়েছিল । তারপর তাকে কি কেউ মনে রেখেছিল জটিল !! মন্তব্য করার জন্য জটিল ধন্যবাদ :)

২৯| ২০ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:১৪

মিরোরডডল বলেছেন:




ইমরান খানের স্ত্রী বুশরা বিবির ঘনিষ্ঠ বান্ধবী ফারাহ খানের হাতব্যাগের দাম ৯০ হাজার ডলার

So what ?
এতে কি করে প্রমাণ হয় যে ফারাহ খানের সব টাকা ইমরানের ?

আমি কিন্তু ইমরান, বুশরা অথবা ফারাহ সম্পর্কে কিছুই জানিনা ।
জানার কোন আগ্রহও ফিল করিনি কিন্তু হাসানের কমেন্ট দেখে আগ্রহ হয়েছে জানতে যে হাসান এতো কিছু কি করে জানে :)

আমার জানা একটি মেয়ে এখানে ব্যাংকে জব করে, খুবই সাধারণ একটা মেয়ে । সে শখ করে যে হ্যান্ডব্যাগ কিনেছে 5০০০ অস্ট্রেলিয়ান ডলার, সেখানে একজন ভিআইপি ধনী ভদ্রমহিলা শখ করে ৯০ হাজার ডলারে ব্যাগ কিনতেই পারে, শখের মূল্য লক্ষ্য টাকা ।

তথ্য প্রমাণ ছাড়া শুধুই কি সংবাদ দেখে এরকম বলা নাকি আদৌ কোন প্রমাণ আছে, তাই জানতে চেয়েছিলাম হাসান ।


২০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০৭

জুন বলেছেন: হাসান এতো কিছু কি করে জানে মিররড্ডল এগুলো নিয়ে আপনি মোটেই চিন্তা করবেন না কে কিভাবে জানে! এত পত্রিকা এত চ্যানেল খাদ্যাভাব তো আছেই । সুতরাং একই লেখা দু এক লাইন এদিক ওদিক করে প্রায় সবখানেই থাকে । ইমরান সরকারের যখন পতন হলো তখন তো তাকে নিয়ে তুমুল চর্চা তথ্য প্রমান নিয়ে কে মাথা ঘামায় বলুন ! কার সংবাদে কি আছে, শিরোনামে কি টুইষ্ট কি চমক এটাই আসল। আর এই চর্চা কিন্ত শুধু আমাদের দেশেই নয় , এটা বিশ্ব জুড়েই চলছে।
ধন্যবাদ সবাইকে ।

৩০| ২১ শে আগস্ট, ২০২২ রাত ১০:৫৭

হাসান কালবৈশাখী বলেছেন:

জুন আপা।
পাকিস্তান ও বিশ্বের সব মিডিয়া ইমরানের কর্মসুচিগুলোকে ফ্লপ বলা হলেও বাংলাদেশের একশ্রেনির মিডিয়া সুপার হিট বলে ফলাও করে গেছে। ইভেন পাকিস্তানের মিডিয়া ইমরানকে নিয়ে কেউ লাফালাফি না করলেও বাংলাদেশী মিডিয়া প্রতিদিনই এটা করে যাচ্ছে। দেখবেন প্রতিটি নিউজের সাথে বিকট ভাবে ইমরানের বড় বড় ছবি দেয়।

কারন পত্রিকাগুলো জানে ইমরান সমর্থক পাকিস্তানের চেয়ে বাংলাদেশে অনেক বেশী। আপনার পোষ্টের কিছু কমেন্টেও এর প্রতিফলন।
এখুনি সময়।
ইমরানের উচিত পাকিস্তান বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতিতে যোগ দেয়া, নির্বাচনে দাঁড়ানো।

২৩ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৪৪

জুন বলেছেন: ইমরানের উচিত পাকিস্তান বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতিতে যোগ দেয়া, নির্বাচনে দাঁড়ানো ;) হা হা হা আসলেও। উনি ক্রিকেটে যতটা জনপ্রিয় ছিলেন, বোম্বের নায়িকা সহ বহু রমনীর হৃদয় হরণ কারি ছিলেন রাজনীতিতে এসে পুরোই ফ্লপ।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে আরেকবার এসেছেন :)

৩১| ২১ শে আগস্ট, ২০২২ রাত ১১:৩৩

হাসান কালবৈশাখী বলেছেন:

বান্ধবী ক্লিন ইমেজের হলে ইমরান পতনের ৩দিনা আগে দুবাই পালালেন কেন?
view this link

২৩ শে আগস্ট, ২০২২ সকাল ১১:০১

জুন বলেছেন: ইমরান খান দুর্নীতিতে চ্যাম্পিয়ন এই উপমহাদেশের এক জন রাজনৈতিক নেতা আর তার বান্ধবীর ত ক্লিন ইমেজ B:-)

৩২| ২২ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৬

মিরোরডডল বলেছেন:




হাসান কালবৈশাখী বলেছেন:

বান্ধবী ক্লিন ইমেজের হলে ইমরান পতনের ৩দিনা আগে দুবাই পালালেন কেন?


হাসানের কিছু কমেন্ট পড়ে আমি মজা পাই ।
আমি প্রশ্নটা করেছিলাম ফান পয়েন্ট অভ ভিউ থেকে ।

আমি মোটেও ইমরান সাপোর্টার নই ।
আগের কমেন্টেও বলেছি এদের কারো নিউজে আমার কোন আগ্রহও নেই ।
হাসান মন্তব্যে শুরুতেই উল্লেখ করেছে পানামা ও পেন্ডোরা পেপারে অর্থ পাচারের নাম এসেছিল।
বান্ধবীকে ক্লিন ইমেজ বলিনি ।
এরা সবাই কমবেশি করাপ্টেড এবং ইল্লিগ্যালি অনেক অর্থ তাদের ।

আমি শুধু জানতে চেয়েছিলাম বান্ধবীর অর্থগুলো যে ইমরানের সেটা কি করে জানে ।
এনিওয়ে, জুনাপু অলরেডি লাস্ট প্রতিমন্তব্যে উত্তর দিয়ে দিয়েছে ।

স্যরি জুনাপু আবারও আসতে হল এখানে এই কমেন্ট নিয়ে ।
আশা করি এটাই শেষ ।

২৩ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৪৯

জুন বলেছেন: স্যরি জুনাপু আবারও আসতে হল এখানে এই কমেন্ট নিয়ে ।
আশা করি এটাই শেষ
:( why sorry mirorddl :-* আসলেই তো আমার টিয়ারপি বাড়বে, সেলিব্রিটি ব্লগারের খাতায় নাম উঠবে। আমার একজন ওয়েল উইশার হয়ে আপনি কি তা চান না :-*
হা হা হা মজার কমেন্টের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে। সাথে আছেন ভবিষ্যতেও সাথে থাকবেন সেই প্রত্যাশা রইলো :)

৩৩| ২২ শে আগস্ট, ২০২২ দুপুর ১:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা।আপু উপরওয়ালার ইচ্ছায় ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন সপরিবারে। আমি বিগত দুই সপ্তাহের মতো ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার জন্য ব্লগে ঢুঁ মারার সময় পাইনি। যে কারণে কমেন্ট বা পোস্ট দেওয়া কোন কিছুই সম্ভব হয়ে ওঠেনি, খুব শীঘ্রই একটা পোস্ট দেওয়ার ইচ্ছা আছে।
ভালো থাকবেন আপু সবসময়। শুভেচ্ছা আপনাকে।

২৩ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৫৩

জুন বলেছেন: ভালো আছেন শুনে ভালো লাগলো পদাতিক। আজকাল ভালো থাকাটাই বিরাট ব্যাপার। আপনার পোস্টেও আমার মন্তব্য দেয়া হয় না কারণ আমি বুঝে উঠতে পারি না এটা কি আমি পড়েছি কি না! যেই অবস্থা বাবনিকের :`> আসলে আপুটা বুড়ি হয়েছে তো তাই অনেক কিছুই আর মনে রাখতে পারে না ইদানীং :(

৩৪| ২৩ শে আগস্ট, ২০২২ ভোর ৫:০৮

হাসান কালবৈশাখী বলেছেন:


মিরোরডডল এত সিরিয়াস হওয়ার কিছু নেই।

আমি অতটা ইমরান বিরোধি নই। ইমরান খুবই সেয়ানা। তার নামে কোন অবৈধ মানি রাখেন নি, বান্ধবীর একাউন্টে ৩ বছরে বিপুল অর্থ ও বড় বড় বিলাশবহুল বাড়ী কেনা হয়েছিল, বাংলাদেশী মিডিয়াতে খুব একটা আসেনি। তবে পাকিস্তানে কেউ ক্লিন না। পানামা ও পেন্ডোরা পেপারে ৭০০ পাকিস্তানির নাম এসেছিল সামরিক জেনারেল সহ।
তবে আদালতে প্রমান করা সম্ভব হবে না,

২৩ শে আগস্ট, ২০২২ সকাল ১১:০২

জুন বলেছেন: @মিররডডল #:-S

৩৫| ২৩ শে আগস্ট, ২০২২ সকাল ৮:৪২

বিটপি বলেছেন: শাকিব খান আমেরিকায় গিয়ে কি উদ্ধার করে নিয়ে এসেছে যে এয়ারপোর্টে তাকে দেখার জন্য এত ভীড়? আমাএরিকায় গেছিলোই বা কেন, আর এসেছেই বা কেন?

ইমরান খানের কি কেবল চারটি ছাগলই আছে? আর কোন সম্পদ নেই?

২৩ শে আগস্ট, ২০২২ সকাল ১১:০৫

জুন বলেছেন: উনি কি করতে গিয়েছিল সেটা আমারও প্রশ্ন বিটপি।
ইমরান খানের নাকি আর কিছু ভুসম্পত্তি আছে, আছে একটা ফ্ল্যাট, বানিজ্যিক প্লট আর চারটা ছাগল B-)
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে

৩৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ সকাল ৭:৫৯

সোহানী বলেছেন: আপনার পোস্ট পড়ে হাসতে হাসতে অজ্ঞান :P । নতুন দি নিউ অনন্ত জলিলের আগমন ............

আর ইমরান!!! কি যে কমু ভাবতাছি B-))

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৫৩

জুন বলেছেন: আপনার মন্তব্য পড়ে মনে হলো যাক আমিও ব্লগের রম্য লেখকদের সেরা কাতারে না থাকলেও তাদের পিছু পিছু আগাচ্ছি সোহানী =p~
অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য সাথে শুভকামনা রইলো :)

৩৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১৩

শার্দূল ২২ বলেছেন: পোস্ট লিখেছেন ১২ বছর ৬ মাস,একদম ভুল তথ্য। ১২ বছর মানে এক যুগ, এক যুগে ধরে আমরা কিভাবে একজন মানুষকে একি রকম দেখছি। সামুর হিসেব ভুল।

ছাকিব খান আমাদের কৃষিজ সম্পদ। গৃহপালিত কিছু।

ইমরান খান নিয়ে কিছু বলছিনা। কারণ ইমরান খান আমার প্রিয় একটা নেতা । সেই প্রথম মুসলিম নেতা যে ৫২ মিনিট জাতি সংঘে ইসলাম পবিয়া নিয়ে কথা বলেছেন, এবং তার দেশে প্রচুর গরু ছাগলের মধ্যে সে একা মানুষ হিসেবে লড়ছেন।

মতিউর রহমানের নামের পাশে আমার বার বার নিজামি শব্দটা চলে আসে।

আপনাকে আমি ভুলিনি। মনে আছে পুরোদমে। দীর্ঘজীবি হন আর আমাদের মন ভালো করার মত লেখা দিয়ে যান আজীবন ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৫৮

জুন বলেছেন: ১২ বছর মানে এক যুগ, এক যুগে ধরে আমরা কিভাবে একজন মানুষকে একি রকম দেখছি। সামুর হিসেব ভুল। এই লাইনটি পড়ে প্রথম একটু কনফিউজড হোলাম তারপর মানে বুঝে মহা খুশী যাক তাহলে বুড়ি হইনি এখনো :)
ইমরান খান একা মানুষ হিসেবে লড়ছেন পশু প্রানীদের সাথে আর সেখান থেকেই চার ছাগলের মালিক হয়েছেন B-)

আপনি আমাকে ভুলেন নি বলছেন কিন্ত আমি তো আপনাকে চিনতে পারছি না । আপনি কি বাঘ মামা (শার্দুল) ওরফে মুকুট বিহীন সম্রাট :-*
এমন আন্তরিক মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ শার্দুল । অনেক ভালো থাকেন আর সুস্থ থাকেন সবাইকে নিয়ে ।

৩৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০২

খায়রুল আহসান বলেছেন: রম্য স্টাইলে লেখা পোস্টটি পড়ে ভালো লাগল। অনেকগুলো প্রতিমন্তব্যও।

৩৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১০

খায়রুল আহসান বলেছেন: আপনি অনেকদিন ধরে ব্লগে অনুপস্থিত রয়েছেন। আশাকরি ভালো আছেন? ভালো থাকার শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.