নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

ঢালিউডের নায়কের পেরেশানি /:)

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:০৬

বাজারে কাচা মরিচ বোঝাই
আজ প্রথম আলোয় একটা নিউজ পড়ে হাসি সামলাতে কষ্ট হলো। চিত্র নায়িকা বুবলি থাইল্যান্ডে শুটিং এ গিয়ে খেতে বসেছে। বিভিন্ন মজাদার থাই খাবার খাবার পর এখন সে ভাত খাবে কিন্তু তার মন খারাপ। কারণ সে ভাতের সাথে ৭/৮ টা কাচামরিচ খায় সব সময়, কিন্ত টেবিলে নাকি কাচামরিচ নাই। তার মুখ দেখে শাকিব খান বল্লেন "আমি বুঝতে পেরেছি বুবলী কেন মুখটা পটকা মাছের মত ফুলিয়ে রেখেছে, কারন সে কাচা মরিচ ছাড়া রাইছ খেতে পারে না"। তারপর তার জন্য রাইছ আর কাচামরিচ জোগাড় করার জন্য কি হুলুস্থুল কান্ডটাই না করলো শাকিব উরপে বাংলাদেশের কিং খান =p~

রাইস বা ভাত হলো থাইদের প্রধান খাবার আর ঝাল ছাড়া তাদের কোন খাবার হয় খুব কম। টেবিলে সাজানোই থাকে বিভিন্ন রকম সস আর চিলি ফ্লেক্স। রাস্তা ঘাটে আশে পাশে বাজারে কাচা মরিচ, পাকা মরিচের খনি আর ভাত তো রেস্তোরাঁ ছাড়া ফুটপাতেও প্যাকেট করে বিক্রি করে ৫ বাথ ১০ বাথ করে নীচের ছবির মতন। উনি কোথায় খেতে গিয়েছিলেন যে শাকিব খানকে ভাত আর কাচামরিচ জোগাড় করার জন্য দৌড়াতে হলো B:-) আহারে নায়কদেরও অনেক কষ্ট করতে হয় :(
প্যাকেট করা ভাত

প্রথম ছবিটা নেট দ্বিতীয় ছবিটি আমার তোলা

মন্তব্য ৫৭ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:১৮

ফুয়াদের বাপ বলেছেন: নায়িকা অযথা ন্যাকামি করেছে মনে হচ্ছে। অনেক বড়লোকেরই গরীব ভাব নেবার ঘোড়া-রোগ আছে। বাবু-বুবলী মনে হয় সেইরকম ভাব নিচ্ছে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪১

জুন বলেছেন: আপনি ঠিকই বলেছেন ফুয়াদের আব্বা, আনন্দ বাজার পত্রিকায় পড়ি বিভিন্ন নায়িকাদের ত্বকের জেল্লার গোপন কথা আর সেটা হলো তারা নাকি খালি পানি খায়। তাহলে এই বিলাত আমেরিকায় গিয়ে প্লাস্টিক সার্জারি আর লেজার ট্রিটমেন্ট এ কোটি কোটি টাকা খরচ করার কথা যে শুনতে পাই হাওয়া থেকে পাওয়ায়।
যত্তসব চাপাবাজী আজকাল।
যাইহোক মন্তব্যে ফাস্টু হইছেন তার জন্য একোটা ধন্যবাদ রইলো।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:২৫

নজসু বলেছেন:


আপা, এদের আহ্লাদ আর ন্যাকামি দেখে পিত্তি শরীর জ্বলে যায়। :)
বাড়িতে রাজকীয় খাবার খায় আর বাইরে গল্প করে বেড়ায় শুঁটকি মাছ নাকি ওদের ভীষণ প্রিয়।

শাকিব খানের অনেক কাজই মাঝে মাঝে হাস্য রসের সৃষ্টি করে।

এরা হিরো হিরোইন নাকি কমেডিয়ান? B-)

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪৪

জুন বলেছেন: হু উপরে মন্তব্যের উত্তরে লিখেছি তাদের কোমল মসৃন ত্বক আর স্লিম ফিগারের মুল চাবিকাঠি হলো কলস কলস পানি B-)
এরা কমেডিয়ানই হিরো তো হিরো আলম ঘোষণা দিয়েই রাখছে।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩২

মোগল বলেছেন: কত্ত ভাল একটা নায়ক !!

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৫৪

জুন বলেছেন: হা হা হা বেশ দায়িত্ববান বলতে হয় ;)

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩৪

মনিরা সুলতানা বলেছেন: নতুন প্রেম শুধু কাছে টানে না , বাজারে ও পাঠায় আপু ;)

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০৭

জুন বলেছেন: হা হা হা ভালো বলছো মনিরা =p~

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪৩

জ্যাক স্মিথ বলেছেন: উক্ত শুটিং এ মিশা সওদাগরও গিয়েছিল; সে ষড়যন্ত্র করে বুবলির ভাত আর কাঁচা মরিচ নিজ আস্তানায় লুকিয়ে রেখেছিল। বুবলির কান্না দেখে নায়ক শাকিবের আবির্ভাব; তারপর সে পাহাড়, পর্বত ডিঙিয়ে, আকাশ বাতাস কাঁপিয়ে মিশার আস্তানায় গিয়ে মিশাকে ঢিসুম, ঢিসুম কয়েকটা দিয়ে ভাত আর মরিচ উদ্ধার করে নিয়ে এসে বুবলিকে দেয়, তার খুশি আর দেখে কে। অতঃপর তারা সুখে শ্বান্তিতে বসবস করিতে লাগিলো। আর এভাবেই কালজয়ী এই সিনেমাটির সমাপ্তি ঘটে। B-)

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০৯

জুন বলেছেন: ভালো সিকোয়েন্সই তৈরি করেছেন জ্যাক স্মিথ, মনে হয় চিত্রনাট্যটা এমনই ছিল :) ডিপজল হলে ভালো হতো না!!
অটঃ আপনার লাস্ট পোস্টে মন্তব্য করে এসেছি দেইখেন।

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪৭

মিরোরডডল বলেছেন:




জুনাপুকে শাকিব খান ভুতে ধরেছে ।
তাই সম্প্রতি শুধু শাকিবকে নিয়ে পোষ্ট :)

শাকিবও একটা নায়ক আর তেলাপোকাও পাখি । =p~

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১৪

জুন বলেছেন: মিররডডল, বাংলার বলেন বিনোদন জগতের দুই শাকিবই আমার অপছন্দ তাদের নীতিহীন কাজ কারবারের জন্য। কথায় বলে নাঃ-
দেখতে না পারে যারে, তারেই ধরে বারে বারে
আমার হলো সেই অবস্থা =p~

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
উনাদের জগৎটাইতো ভিন্ন!

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১৫

জুন বলেছেন: হু খালি কাচামরিচ আর পান্তা ভাত :-/

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: নায়িকার জন্য নায়ক কতো কিছু করে। পুরা জান কুরবান। এদিকে নায়ক অনন্ত জলিল ব্রো বর্ষাকে ভাবীকে 'এই বউ' বলে সম্বোধন করায় মেহজাবিন যে আপসোস করে ফেবুতে পোস্ট দিসে সে খবর রাখেন আপনারা?

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৫৮

জুন বলেছেন: আসলে সত্যি কথা বলতে কি ঢালিউডের ম্যুভি ও তার জগত নিয়ে আমার ধারণা খুবই কম। আমাকে আবার স্নব ভাব্বেন্না যেন। একবার কক্সবাজার থেকে আসছি, ডিপার্চার লাউঞ্জে বসা এমন সময় ছোট খাটো এক তরুণী উদ্ভট পোশাক, সানগ্লাস আর লাল রঙের বিশাল উচু এক হাই হিল জুতায় সজ্জিত প্রবেশ করলো। আমরা তো চিনলামই না। উনি আমাদের পাশের চেয়ারে বসলো। একটু পরে চারিদিকে উস্খুষ। কি ব্যাপার? উনি নাকি ঢালিঊডের বলেন বিখ্যাত নায়িকা রত্না। আমরা না চিনতে পারায় অনেকে আমাদের প্রতি উষ্মা প্রকাশ করলো এবং তার সাথে সেল্ফি তোলার এক তুমুল প্রতিযোগিতা চলতে থাকলো প্লেন এ বোর্ডিং শুরু না হওয়া পর্যন্ত।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে :)

৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৩৯

জুল ভার্ন বলেছেন: জুন, বুঝলাম না, আপনি সাকিব খানের বিরুদ্ধে লাগলেন ক্যালা! =p~

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০১

জুন বলেছেন: আমি সকল সাকিবের বিরুদ্ধে। একজন দশ বছর ধরে লুকিয়ে বিয়ে করে কুমার বলে প্রচার করছে অন্য নায়িকাদের কাছে আরেকজন বেইটিং সোসাইটির সাথে যুক্ত হয়ে বলছে আমি এসব জানি না, বুঝি না #:-S
এই হলো আমাদের দেশের বিখ্যাত দুই শাকিবের চরিত্র
ধন্যবাদ আপনাকে

১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:০১

সামিউল ইসলাম বাবু বলেছেন: :-B :D

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০১

জুন বলেছেন: :-* B:-)

১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা আর সংবাদদাতারাও রসিয়ে এসব খবর প্রচার করে

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১৮

জুন বলেছেন: সেটাই নাহলে পত্রিকার কাটতি হবে কি করে কাজী ফাতেমা! কিছুদিন আগে দেখলাম ভারতের আনন্দবাজার পত্রিকায় পরীমনিকে নিয়ে প্রতিদিন হেডিং। আমি অবাক হইলাম খবরের কি এতই অভাব!! অনেক দিন পর আপনাকে আমার পোস্টে দেখে খুব ভালো লাগলো ছবি। ভালো থাকুন সব সময়।

১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৪৮

মুক্তা নীল বলেছেন:
জুন আপা,
এই শাকিব খান ও বুবলি দুইটাই শয়তান । এই দুটোকে আমার দেখতে ইচ্ছা করে না । তবে আপনার লেখায় চরম বিনোদিত হলাম ।

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:২০

জুন বলেছেন: মুক্তা আপু এটা আমার জোগাড় করা নিউজ না। এটা বাংলাদেশের প্রথম শ্রেনীর পত্রিকা প্রথম আলোর নিউজ। এদের লেখার বিষয় বস্ত এখন বুবলীর কাচামরিচ খাওয়া, পরীমনির বর্তমান অবস্থা ইত্যাদি।
অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১৬

আহমেদ জী এস বলেছেন: জুন,



হা..হা...হা.....
মনিরা সুলতানাই ভালো বলেছেন: নতুন প্রেম শুধু কাছে টানে না , বাজারে ও পাঠায়

রঙ্গে ভরা বঙ্গ । কতো রঙ্গ জানোরে যাদু কতো রঙ্গ জানো..... :P

তেমনি বাজার থেকে অনেক কষ্টে খুঁজে পেতে কাঁচা মরিচ আনার মতো আমাদের নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম্ও বলেছেন- আড়াইহাজারে ছাত্রলীগের কোনো ছেলে কখনো সিগারেট হাতে নিয়েছে এমন ঘটনা বাজার থেকে খুঁজে পেতে আনতে পারলে তিনি নাকি রাজনীতি ছেড়ে দেবেন ..... :| :((

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:২৩

জুন বলেছেন: শুধু আড়াইহাজার এর ছেলে হবে কেন আজ দেশের প্রতিটি ঘরে ঘরে ছেলে মেয়েরা আরও শক্তিশালী মাদকের নেশায় বুদ। সিগারেট তো খাইছেন সেই আপনাদের জমানায় যারে বলে ব্যাকডেটেড একটা নিশা B-)
রংগ না জানলে রঙিন দুনিয়ায় চলবে কি করে আহমেদ জী এস!
ভালো থাকুন অনেক অনেক সাথে শুভকামনা রইলো।

১৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৪৫

ঢাবিয়ান বলেছেন: আপু, মরিচের ছবিটা দারুন। থাই এবং ইন্দোনেশিয়ানরা আমাদের চেয়েও বেশি ঝাল খায়। তাদের বিভিন্ন ধরনের সাম্বাল চিলি দারুন টেস্টি।

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:০৪

জুন বলেছেন: আমিও তো তাই জানরাম ঢাবিয়ান, কিন্ত এতগুলো খাবার খেয়েও রাইছ আর কাচামরিচ এর অভাবে ওনার মুখটা নাকি পটকা মাছের মত বানিয়ে রেখেছিল বলে শাকিবের ভাষ্য ;)
হ্যোয়াট আ ল্যাংগুয়েজ =p~

১৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২০

শেরজা তপন বলেছেন: আমার বড় ভাই একবার জাপান থেকে এক কন্টেইনার ভাত এনেছিল(পেট বাটিতে একদম সিল্ড প্যাক করা রাইস) গরম পানিতে ১৫/২০ মিনিট প্যাকেট শুদ্ধ রেখে দিয়ে একেবারে গরম গরম ভাত। ব্যাবসা হয়নি- খেয়েছি অনেক।
কাচা মরিচের ছবি দেখে লোভ লাগছে। বুবলীর কি দোষ- ন্যাকামির সুযোগ পেলে সবাই করে।
হুমায়ুন আহমেদ বলেছিলেন, এফ ডি সি'তে নায়িকার জন্য স্পেশালি যে খাবার রান্না হয়( এত পদ আর স্বসাদু যে) সে খাবারে নায়িকাদের মোটা না হয়ে উপায় নেই।

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১১

জুন বলেছেন: এইসব ভাত আমাদের মুখে রুচে না শেরজা তপন। আমাদের সিদ্ধ চালের ভাত পানিতে ফুটিয়ে মাড় গেলে সেই ভাত খেতে হবে। তবে থাইরা দুই রকম ভাতই খায় সব কিছু খাওয়ার পর আতপ চালের ভাত চপস্টিক বা প্যাকেট থেকে কামড়ে খায় শুধু শুধু। থাই ভাষায় সিদ্ধ চালের ভাত "খাও সুয়ে" আর আতপ চালের ভাত "খাও নিয়ে" আর ফ্রাইড রাইস তো সব জায়গায় আছে।
আমাদের নায়ক নায়িকারা যে আমাদের কি মনে করে! আর নায়িকারা এত খায় নাকি! বুবলি সমস্ত খাবার শেষ করে ভাত আর কাচামরিচ এর জন্য অস্থির =p~ পেপারে পড়ি বলিউড হলিউড এর নায়িকারা তন্বী থাকিতে খালি নাকি পানি খায় ;)

১৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


নায়কদের আসলেই অনেক কষ্ট করতে হয়, আপু।

আমাদের স্ক্রিন প্লে রাইটিঙয়ের ট্রেইনার একবার বলেছিলেন যে, নায়করা যদি তাদের ছবির নায়িকাদের প্রেমে না পড়েন, তাহলে ছবি খারাপ হতে পারে।

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১২

জুন বলেছেন: হা হা হা ভালো বলেছেন আসলে এত ন্যাকামী শুধু ওদের মা আর আমাদের নায়করাই মনে হয় সহ্য করে ;)

১৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪১

মিরোরডডল বলেছেন:




শেরজা তপন বলেছেন: আমার বড় ভাই একবার জাপান থেকে এক কন্টেইনার ভাত এনেছিল(পেট বাটিতে একদম সিল্ড প্যাক করা রাইস) গরম পানিতে ১৫/২০ মিনিট প্যাকেট শুদ্ধ রেখে দিয়ে একেবারে গরম গরম ভাত।

১৫/২০ মিনিটে ফ্রেস চালের গরম গরম ভাত রান্না হয়ে যায়, তাহলে প্যাকেটের ভাত কেনো ? #:-S

যদি ইনস্ট্যান্ট নুডুলস এর মতো দু মিনিটে হয়ে যায়, তাহলে প্যাকাটের ভাত কেনা একটা সেন্স মেইক করে ।

ছবির মরিচগুলো আসলেই রূপসী ।


০৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১৭

জুন বলেছেন: শেরজার ভাত তো জাপান থেকে আনা মিররডডল। আর আমার ছবির ভাত থাইরা রাইস কুকারে রান্না করে বিভিন্ন সাইজের প্যাকেটে ভরে রেখেছে যার ওজন বিভিন্ন রকম। দামও বিভিন্ন। আমি অনেক সময় ৫ বাথ করে দুই প্যাকেট ভাত ১০ বাথ দিয়ে কিনে আনি ভাত রান্নার ঝামেলা থেকে বাচার জন্য। আর ভাত ও অনেক অনেক রকম হয় আতপ, সিদ্ধ, লাল, কুচকুচে কালো, থেকে ভ্যারাইটিস এটা নিয়ে একটা পোস্ট দিবো আমি।
আরেকবার এসেছেন তার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে :)

১৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই সব নায়ক নায়িকার কাজ কারবার হাস্যকর। এদের কারণেই বাংলা সিনেমার এই দশা।

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:০২

জুন বলেছেন: তাদের উদ্ভট পোশাক আশাক ততোধিক উদ্ভট তাদের সাজসজ্জা, অভিনয়ের কথা আর নাই বা বলি সাড়ে চুয়াত্তর।

১৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩৬

অপ্‌সরা বলেছেন: ভাতকে আবার রাইছ বলা লাগে!!!!!!!!!!!!!!!! :-/


দুই দিনের বৈরাগী ভাতেরে কয় অন্ন......

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:০৪

জুন বলেছেন: এই রাইছ পড়ে আমি অনেক হেসেছি, ওই যে এয়ারপোর্টে বলছে না আই এম এক্সাইটমেন্ট সেই রকম আর কি শায়মা =p~

২০| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ওরা তাদের কাঁচা পীরিত পাকতে দিলোনা !!

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:০৬

জুন বলেছেন: নুরু ভাই এও কি গানের লিরিক্স :-*

২১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১৯

কামাল৮০ বলেছেন: উত্তম সুচিত্রা,রাজ্জাক কবরী ছাড়া আর দুই এক জনকে চিনি।বর্তমানের কাউকেই চিনি না।এই বিষয়ে আমি মান্ধাতার আমলের।

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:০৯

জুন বলেছেন: আমি মান্ধাতার আমলের না হলেও পেপার পত্রিকা পড়ার অসম্ভব ঝোকের কারনে সব নিউজই মোটামুটি পড়া হয়। আমার পড়ার প্রতি এত ঝোক যে ঝালমুড়ির ঠোংগাটা পর্যন্ত খাওয়া শেষে খুলে পড়তাম। এটা আমার ব্লগ জীবনের প্রথম দিকের সতীর্থ ব্লগারদের অনেকেই জানে ;)

২২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৪

শেরজা তপন বলেছেন: মিরোরডডল বলেছেন:১৫/২০ মিনিটে ফ্রেস চালের গরম গরম ভাত রান্না হয়ে যায়, তাহলে প্যাকেটের ভাত কেনো ?

~আফারে; ওইটা হোল আইলস্যাদের জন্য- যারা ভাতের মাড় গালতে চায় না। জাপানী ভাত খুব স্টিকি- আমার পছন্দ না।

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:১০

জুন বলেছেন: স্টিকি রাইছ ( রাইস) আমারও পছন্দ না শেরজা। তার উপর রাইস কুকারে রান্না করা ;)

২৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২১

রানার ব্লগ বলেছেন: শাকিব খান বাংলাদেশীদের বলদ মনে করেছে তার ধারণা থাইল্যান্ডের মতো জায়গায় তিনি পেরথম নাজিল হইছেন।

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:২৮

জুন বলেছেন: মন্তব্য করে গিয়েছেন রানার ব্লগ আর আমি উত্তর দিতে পারিনি। অত্যন্ত দুঃখিত আর লজ্জিত আমি।

একবার শান্তিনিকেতন এর এক কর্মচারী প্রবল উৎসাহ নিয়ে জানাচ্ছিল যে এখানেই বাংলাদেশের বিখ্যাত সিনেমা বেদের মেয়ে জোছনার শ্যুটিং হয়েছিল। আমাদের মুখের অভিব্যক্তি দেখে আর ম্যুভিটা দেখি নাই শুনে তার মনটাই খারাপ হয়ে গিয়েছিল। বিনোদন জগতের শীর্ষে থাকা এই সিনেমাও যে কেউ না দেখে থাকতে পারে তারা কেমিন মানুষ! ঠাস করে মুখের উপর দরজাটা বন্ধ করে দিয়েছিল :(

২৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৫৭

বিটপি বলেছেন: বাংলাদেশের দর্শকদের জন্য শাকিব টাইপ নায়কই ঠিক আছে। মাঝখান দিয়া শাকিব বিহীন পরান সিনেমাটা এত জনপ্রিয় কিভাবে হল, ভাবতে অবাক লাগে।

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৩০

জুন বলেছেন: আপনি ঠিকই বলেছেন। আজকাল ভিন্ন ধারার সিনেমাগুলো সাধারণ মানুষের কাছে কিছুটা স্বস্তিকর হয়ে উঠেছে বিটপি। মন্তব্যের উত্তর দিতে দেরি হয়ে গেল তার জন্য আন্তরিক দুঃখিত আমি।

২৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বুবলি আর শাকিব মনে করা তারা অস্কার পাবার যোগ্য।

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৩২

জুন বলেছেন: হে হে হে ভালোই বলেছেন মাইদুল সরকার B-)
মন্তব্যের উত্তর দিতে দেরি হয়ে গেল দুঃখিত আমি।

২৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:০৫

সোহানী বলেছেন: হাহাহা........

বেচারা সাকিব খানতো দেখি আপনার জ্বালায় আবার দেশ ছাড়া হবে। যা একটু ফুলের মালা পড়ে দেশে ঢুকছে। আর আপনি তারে তাড়ানোর সব কায়দা কানুন করছেন......... B-)) :P :-P

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৩৪

জুন বলেছেন: আমি আর কি কায়দা কানুন করলাম সোহানী তারা নিজেরাই কত কায়দা কানুন জানে৷ মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ও শুভকামনা রইলো।

২৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:২৮

রানার ব্লগ বলেছেন: আরে ব্যাপার না। সব সময় শুভস্ব শিগ্রম না মাঝে মাঝে শুভস্ব ধিরম

২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:২৭

জুন বলেছেন: আপনার মন্তব্য আমি শিরোধার্য করে নিয়েছি রানার ব্লগ। তাই শ্যুভস্ব ধীরম B-)
আরেক বার আসার জন্য আন্তরিক ধন্যবাদ রইলো।

২৮| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৪৮

সোনালি কাবিন বলেছেন: হা হা হা

২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:৪২

জুন বলেছেন: B:-) B:-)

২৯| ২৮ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:১১

খায়রুল আহসান বলেছেন: বাংলার নারীদের 'পটকা মাছের মত' মুখ ফোলাতে আবার কোন কারণের দরকার হয় নাকি!
লেখার হাল্কা রম্য স্টাইলটি বেশ উপভোগ্য হয়েছে, ভালো লেগেছে। + +

ছোটবেলায় এসব পটকা মাছের ফোলা মুখে আরও কিছুটা বাতাস ঢুকিয়ে পায়ের গোড়ালি দ্বারা আচমকা চাপ দিয়ে বোমা ফাটানোর মত আওয়াজ করে সবাইকে চমকে দিতাম। পরে জেনেছি, এটা ভয়ঙ্কর বিষাক্ত মাছ।

থাইল্যান্ডে স্ত্রীটফুড হিসেবে স্টিকি রাইস আম আর দুধ মিশেলে খেয়ে খুব তৃপ্তি পেয়েছিলাম।

"ভাতকে আবার রাইছ বলা লাগে!!!!!!!!!!!!!!!! :-/ দুই দিনের বৈরাগী ভাতেরে কয় অন্ন......" - অপ্‌সরা ঠিকই বলেছেন। 'রাইছ' শব্দটা দেখে আমারও ঠিক এ কথাটাই মনে পড়েছিল।

"নতুন প্রেম শুধু কাছে টানে না , বাজারে ও পাঠায় আপু" - মনিরা সুলতানা'র এ মন্তব্যটার কোন জবাব নেই! :)

এখনকার দিনের নায়িকাদের মধ্যে এক পরিমনি ছাড়া আর কারো নাম তেমন শুনিনি।

অধুনা ব্লগে আপনার আনাগোনা অনেকটা কমে গেছে বলে মনে হচ্ছে। সবকিছু ঠিকঠাক আছে তো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.