নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উত্তাল সমুদ্র সফেন ঢেউ এর মাথায় চড়ে এগিয়ে আসছে প্রতি মুহূর্তে
থাইল্যান্ডের দেয়া নাম সী ত্রাং,তার আসার কথা ছিল আগামীকাল কিন্ত একটুও যেন ধৈর্য্য নেই তার। একটু আগে শুনি উনি আন্দামান সাগর থেকে রওনা দিয়েছেন তো বটেই তবে বড্ড দ্রুত গতিতে নাকি আসছে। কখন আসবে, কখন আছড়ে পরবে বেলাভূমিতে আর লন্ড ভন্ড করে দেবে সাজানো বাগান সেটাই ভাবার বিষয় । গত রাত ভর বৃষ্টি হয়েছে তবে আমরা টের পাইনি সুরক্ষিত ভবনের ভেতরে থাকায়। কিন্ত গরীব যেই লোকটা রুম পরিস্কার করতে আসে, মাটি আর ছনে ছাওয়া ঘরে যার ঠাই, নাম বল্লো জামালউদ্দিন। এই ছেলেটাই জানালো কাল সারারাত প্রচুর বৃষ্টি হয়েছে সাথে ঝোরো বাতাস। ভয়ে ঘুমাতে পারেনি কখন না জানি তার সেই পর্ন কুটিরটি ভেংগে পরে।
আমরা গতকাল সকালে এসেছি, তখন মোটামুটি আকাশ বাতাস সমুদ্র তুলনামূলক শান্ত। কিন্ত আজ সকাল থেকে কক্সবাজারের সায়মন হোটেলের কাচের দরজার ওপাশে দেখছি বিশাল সমুদ্রের উপর সি ত্রাংকের নাচন আর কিছুক্ষণ আগে থেকে শুনছি তার ভয়াবহ গর্জন। মাথার উপর দিয়ে তিন বার চক্কর খেয়ে ল্যান্ড করতে না পেরে বেসরকারি সংস্থার প্লেনটা কই জানি চলে গেল। না জানি ভেতরে থাকা যাত্রীরা কি আতংকেই না আছে।
উপরে মেঘ আর নীচে উত্তাল সমুদ্র দেখছি ঘর থেকেই
প্রচন্ড বেগে বাতাস বইছে, হোটেলের থাই এর দরজা ঝর ঝর শব্দ করছে [/ সমুদ্রের উপর দিয়ে ভেসে আসা সি ত্রাং এগিয়ে আসছে ঢেউ আর বাতাস
প্রচন্ড শক্তিতে ধেয়ে আসা জোয়ারের জল বাতাস আর পানি জোয়ার আর সূর্যগ্রহনের কাল, সবকিছু মিলিয়ে সমুদ্র উত্তাল ছাতা আর চেয়ার বাচানোর আপ্রাণ চেষ্টা
উত্তাল সমুদ্র, সি ত্রাং এর আসল রূপ দেখা যাবে গভীর রাতে। উপকূল এর জেলাগুলোতে ৬ থেকে ৮ ফিট উচু জলোচ্ছ্বাসের আশংকা
ইজি চেয়ার আর ছাতা সব কিছুই স্রোতের তোড়ে ভেংগে চুরমার
তীব্র ঝোরো হাওয়া আর বৃষ্টি সাগরের ঢেউ থেকে তীব্র কিছু হাওয়া এনে সি ত্রাং বইছে দেশের অনেক জায়গা জুড়ে। আশ্রয় কেন্দ্রে ছুটছে দলে দলে মানুষ। ২৫ হাজার মানুষের জন্য সাত হাজার আশ্রয় কেন্দ্র। ২১ ঘন্টার জন্যে বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম, বরিশাল আর কক্সবাজার বিমানবন্দর।
সব ছবি আমার মোবাইলে।
২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:০৪
জুন বলেছেন: আমি দুবার, একবার সেন্ট মার্টিনে আরেকবার কক্সবাজার। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যে কক্সবাজারের ঝড়ের কথা আমরা জানতামই না।ফিরে যাওয়ার সময় এক সহযাত্রীকে ফোনে বলতে শুনি যে ঝড় থাকলেও তারা ঠিক আছে মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে গোফরান।
২| ২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪৭
শ।মসীর বলেছেন: চেয়ার আর ছাতার লোকজন কই !!! এগুলা না সরিয়ে বসে আছে !
২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:০৭
জুন বলেছেন: ঝড়টা ঘোষণার চেয়ে দ্রুত আসলো শামসীর। আমরা শুনেছিলাম আগামীকাল সন্ধ্যায় ল্যান্ডফল হবে, এখন তো তা মনে হচ্ছে না। তা আপনি এতদিন কই ছিলেন?
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।
৩| ২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৫০
মনিরা সুলতানা বলেছেন: বাপরে কী প্রলয়ঙ্করী রূপ! ছবি গুলো কিছুটা ধারনা দিচ্ছে। ঢাকায় তো ফজর টাইম থেকে বৃষ্টি।
জামালউদ্দিন ভাই দের কুটিরবাসি দের মনে ও মহা বিপদ সংকেত চলছে আসলে।
আল্লাহ ক্ষয়ক্ষতি কমিয়ে দিক এই প্রার্থনা।
২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:১৬
জুন বলেছেন: আমরাও ঢাকায় আত্নীয় স্বজনদের কাছ থেকে শুনলাম বৃষ্টির কথা। আমরা তো উপভোগ করছি আর সাগর তীরের গরীব মানুষগুলোর কি অবস্থা। মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে।
৪| ২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৫১
অপ্সরা বলেছেন: তুমি কক্সেসবাজারে কি করো আপুনি!!!
এই ঝড়ের মাঝে সেখানে গেলে কেনো?
২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:১৯
জুন বলেছেন: বাপ বেটা আর আমি আমরা তিনজন এসেছি ঝড় দেখতে অপসরা। আমি এর আগে দুবার দেখেছি কিন্ত বাকিরা দেখে নাই তাই। মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে।
৫| ২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:১৫
রাজীব নুর বলেছেন: সাবধানে থাকবেন।
২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:২২
জুন বলেছেন: সাবধানেই থাকার চেষ্টা করছি রাজীব নুর। এত দামী হোটেল কিন্ত যে ভাবে দরজার গ্লাস ঝরঝর শব্দ করছে মনে হচ্ছে যে কোন মুহূর্তে ভেংগে পরবে
৬| ২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:১৬
সোনাগাজী বলেছেন:
যেই এরোপ্লেনটি নামতে পারেনি, তাদের কোম্পানী এই আভাওয়ায় কি করে ফ্লাই অর্ডার দিলো? দেশ ভরে গেছে বেকুবে।
২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:২৬
জুন বলেছেন: এই দামী প্রশ্নটা আমাদেরও। যাত্রী সহ পাইলট আর কেবিন ক্রুদের অবস্থা একবার কল্পনা করেন।
৭| ২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:১৮
মরুভূমির জলদস্যু বলেছেন: অনেক বছর আগে একবার এমন ঝড়ের সময় কক্সবাজারে ছিলাম। পরদিন সকালে হিমছড়ি যাওয়ার জন্য সিএনজি ঠিক করা ছিলো। শেষমূহুর্তে সেটি বাতিল করি। পরে খবরে দেখতে পাই হামছড়ি এলাকায় পাহাড় ধ্বসে ৭জন আর্মি সদস্য চাপা পরে মারা গেছে।
২৪ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:১৩
জুন বলেছেন: খুব দুঃখজনক ঘটনা জলদস্যু। আমরা এখন ঝড়ের মুখোমুখি। দোয়া করবেন।
৮| ২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:০৪
মিরোরডডল বলেছেন:
জীবন এক ধনী গরীবের নিষ্ঠুর খেলা ।
কেউ বা বেস্ট হোটেল থেকে ঝড় উপভোগ করে ।
আবার কেউ চিন্তায় অস্থির শেষপর্যন্ত মাথার ওপর আশ্রয়ের ঠাই থাকবে কিনা ।
কারো কাছে বিনোদন, কারো কাছে বাঁচামরার টানাপোড়ন ।
কি বিচিত্র এই জীবন !
জুনাপু ছবিগুলো দেখলাম বর্ণনাসহ কিন্তু ভিডিও করলে পারতে ।
ঝড়ের তাণ্ডবটা বোঝা যেতো ।
২৪ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:১৭
জুন বলেছেন: ভিডিও করেছি কিন্তু কিভাবে আপলোড করতে হয় মোবাইলে সেটাতো জানি না মিররডডল। সেই ব্যাং এর গল্পের মত আমাদের জন্য যা খেলা তা অন্যদের জন্য মরণ।অনেক ধন্যবাদ রইলো সাথে একগুচ্ছ শুভকামনা।
৯| ২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:০৮
মিরোরডডল বলেছেন:
ছাতা আর চেয়ার বাচানোর আপ্রাণ চেষ্টা
এই ছবিটা দেখে অবাক হলাম ।
সবাই জানতো ওয়েদার খারাপ এবং ঝড় আসবে ।
ওভারল ওয়েদার খারাপ ছিলো ।
তারপরও ওগুলো সরিয়ে নেয়নি
২৪ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:১৮
জুন বলেছেন: হ্যা জানে কিন্ত তারপর ও শেষ মুহূর্তে যদি কিছু টাকা আসে তার জন্য হয়তো সরায় নি। বা ভেবেছে এত শক্তিশালী হবে না।
১০| ২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:১৩
মোহাম্মদ গোফরান বলেছেন: পুরা চট্টগ্রাম কালো হয়ে আছে। দুনিয়ার সব বৃষতি সন্ধ্যার পর নামবে মনে হচ্ছে। সারারাত কারেন্ট থাকবেনা মাস্ট।
২৪ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:২২
জুন বলেছেন: কারেন্ট তো এখন ঝড় থাকলেও থাকে না, না থাকলেও থাকে না গোফরান
১১| ২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:২৫
মিরোরডডল বলেছেন:
বরিশাল আর চট্টগ্রামবাসীদের জন্য শুভকামনা, সবাই যেন সেইফ থাকে, ভালো থাকে ।
২৪ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:২২
জুন বলেছেন: শুভকামনা সবার জন্য
১২| ২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:২৯
শাহ আজিজ বলেছেন: এই সাইক্লোন এর সাইজ দুটো বাংলাদেশ ভূখণ্ডের সমান । আমি দেখতে পাচ্ছি ঝড় এর এপিসেন্টার ভারত বাংলাদেশ ঠিক মাঝখানে । ঝড়ের প্রান্ত সীমা ঢুকে পড়েছে সুন্দরবনে , মংলায় । আজ মাঝ রাত নাগাদ ঢাকার উপর / আসলে রাজশাহীর উপর দিয়ে যাবে সি ত্রাঙ্ক । খুব শীত লাগছে , চাদর গায়ে পি সিতে বসে ।
নিরাপদে থাকুন , সবাই ।
২৪ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:২৬
জুন বলেছেন: আসলেই প্রথমে মনে হয়েছিল খুব একটা ভয়ংকর কিছু হবে না। এখন তো দেখছি ধীরে ধীরে দানবে পরিনত হলো। দোয়া করবেন যেন নিরাপদে থাকি।
১৩| ২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:৩৯
মোহাম্মদ গোফরান বলেছেন: কই বিমান বন্দর থেকে ফ্লাইট ওঠা নামা করসে না তো। বন্ধ।
২৪ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:২১
জুন বলেছেন: নভো এয়ার এর ওই প্লেনটি মনে হয় ঢাকা থেকে এসেছিল শেষ মুহূর্তে। কিন্ত প্রচন্ড বাতাসের জন্য ল্যান্ড করতে পারে নি। আকাশে বার বার পাক দিচ্ছিল শেষ পর্যন্ত কই গেল কে জানে। তবে যেখানেই যাক সকল যাত্রী নিয়ে যেন সুস্থ নিরাপদ থাকে।
১৪| ২৪ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৫৮
খায়রুল আহসান বলেছেন: যাক, ব্লগের ইবনে বতুতার বদৌলতে আমরা সি-ত্রাঙ্ক এর একটা চলমান ধারা বিবরণী পাচ্ছি। আশাকরি রাত পর্যন্ত দিতে থাকবেন। জানমালের ক্ষয়ক্ষতি রোধকল্পে সরকার পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে তৈরি রয়েছেন বলে বলা হচ্ছে। তবুও প্রার্থনা রইলো, সবাই জানে মালে নিরাপদ থাকুক!
ঢাকায় গতরাতে হাল্কা ঝিরঝিরে বৃষ্টি হয়েছে। সকালে ফজরের নামাযের পর নীচে তাকিয়ে দেখি, পীচ ঢালা পথটা ভেজা ভেজা। নয়টা দশটা থেকে বারি ঝরা শুরু হলো। তখন থেকে থেমে থেমে ঝরছেই। মাঝরাতের দিকে প্রচণ্ড বৃষ্টি হবে শুনতে পাচ্ছি, আভাসও পাচ্ছি। বিকেল পাঁচটার কিছু আগে ব্যালকনিতে দাঁড়িয়ে সামনের কিছু বড় বড় গাছের ডালপালার হেলে দুলে নাচানাচি দেখলাম। হাঁটা পথের পাশে একটা আধমরা খাল আছে। সেটা দেখলাম জলে ভরপুর হয়ে আছে। রাতে আরও বৃষ্টি হলে দুকূল উপচে পড়বে। আমার এখানের কিছু ছবিঃ
০২ রা নভেম্বর, ২০২২ সকাল ১১:১৫
জুন বলেছেন: আমি আমার আত্নীয় স্বজনদের কাছ থেকে শুনেছি কক্সবাজার থেকে ঢাকায় বেশি ঝড় অনুভূত হয়েছে। এমনকি বৃষ্টিও বেশি। আপনার ছবিগুলো অসাধারণ সুন্দর। আমারগুলো মোবাইল ক্যামেরায় মেঘলা আকাশে তোলা
মন্তব্যের উত্তর দিতে অনেক দেরী হলো অনিবার্য কারনে তার জন্য আন্তরিক দুঃখিত আমি।
১৫| ২৪ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০১
খায়রুল আহসান বলেছেন: একটা ছবি ডুপ্লিকেট হয়ে গেছে। ওটার পরিবর্তে এটা দেখুনঃ
০২ রা নভেম্বর, ২০২২ সকাল ১১:১৬
জুন বলেছেন: অসাধারণ সুন্দর ছবি খায়রুল আহসান আমার পোস্টের সৌন্দর্য হাজার গুন বাড়িয়ে দিল মনে হচ্ছে। আরেকবার এসেছেন তার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।
১৬| ২৪ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১৫
ইলি বলেছেন: ভয়ংকর সুন্দর!! সাবধানে থাকবেন। ধন্যবাদ।
০২ রা নভেম্বর, ২০২২ সকাল ১১:১৮
জুন বলেছেন: জী সাবধানেই ছিলাম ইলি। হ্যা এটা ঠিক অনেক অনেক সুন্দর প্রকৃতির এই লীলাখেলা। মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে। উত্তর দিতে দেরির জন্য ক্ষমাপ্রার্থী।
১৭| ২৪ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৩২
নাহল তরকারি বলেছেন: ছবিগুলা সুন্দর
০২ রা নভেম্বর, ২০২২ সকাল ১১:১৯
জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নাহল তরকারি। মন্তব্যের উত্তর দিতে বড্ড দেরি হয়ে গেল ভাই।
১৮| ২৪ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৫০
শেরজা তপন বলেছেন: ঢাকাতেই অবস্থা বেশ নাজুক- উপকুলবর্তী এলাকার অবস্থা সহজেই অনুমেয়।
সবার মধ্যেই আতংক বিরাজ করছে। আমি পড়েছি আরেক বিপদে!!
০২ রা নভেম্বর, ২০২২ সকাল ১১:২২
জুন বলেছেন: ঢাকায় কক্সবাজারের চেয়ে বেশি অনুভূত হয়েছে সি ত্রাং এর প্রভাব শেরজা তপন। আমরা আসলে ছুটি কাটাতে চেয়েছিলাম সাথে ঝড় দেখা, যাকে বলে রথ দেখা আর কলা বেচা একই সঙ্গে
আপনার বিপদ কাটিয়ে উঠেছেন মন্তব্যে দেখলাম। শুনে খুব ভালো লাগলো। আর মন্তব্যের উত্তর দিতে বড্ড দেরি হয়ে গেল তার জন্য আন্তরিক দুঃখিত আমি।
১৯| ২৪ শে অক্টোবর, ২০২২ রাত ৮:০৫
খায়রুল আহসান বলেছেন: @শেরজা তপন,
কেমন বিপদে? প্রার্থনা, দ্রুত বিপদমুক্ত হউন!
০২ রা নভেম্বর, ২০২২ সকাল ১১:২৩
জুন বলেছেন: উনি ইতিমধ্যেই উত্তর দিয়েছেন। সকল ব্লগারদের প্রতি আপনার এই আন্তরিকতা সত্যি প্রশংসার যোগ্য।
২০| ২৪ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৪৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনের গতকালের সমুদ্রতীরের ছবি দেখে আইজকা সমুদ্রে গেছিলাম। ভালো একটা সময় কাটালাম। ধইন্যবাদ আপনেরে।
০২ রা নভেম্বর, ২০২২ সকাল ১১:৫৪
জুন বলেছেন: আপনি কি সমুদ্রপাড়েই থাকেন তাজুল ইসলাম? অনেক সুন্দর ছবিটি। ভালো থাকুন সব সময়। উত্তর দিতে দেরি হলো বলে দুঃখিত।
২১| ২৪ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৪৮
কামাল৮০ বলেছেন: কারা দিলো ঝড়ের এই নাম, এর অর্থই বা কি?
০২ রা নভেম্বর, ২০২২ সকাল ১১:৫৯
জুন বলেছেন: এই নামটি থাইল্যান্ড দিয়েছে, ট্রাং ঐদেশের একটি প্রদেশের নাম যেখানে জ্যাকারান্ডা প্রাদেশিক ফুল গাছ, সি ত্রাং। মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।
২২| ২৪ শে অক্টোবর, ২০২২ রাত ১১:০১
কাছের-মানুষ বলেছেন: ভয়াবহ অবস্থা। আশ্রয়ই কেন্দ্রগুলোর অবস্থা কেমন সেখানে?
আমি আমেরিকায় আগে যেই স্টেইটে ছিলাম, সেখানে প্রতি বছর টর্নেডো হত ঘনঘন, টর্নেডো হলে মোবাইলে অটোমেটিক মেসেজ আসত, বাইরে জোরে সাইরেন বাজত। আমাদের কাছাকাছি আশ্রয় কেন্দ্র ছিল, সেখানে চলে যেতাম প্রায়!
০৯ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:২৭
জুন বলেছেন: মন্তব্যের উত্তর দিতে অনিচ্ছাকৃত দেরির জন্য দুঃখিত কাছের মানুষ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সব সময় সাথে আছেন বলে।
২৩| ২৪ শে অক্টোবর, ২০২২ রাত ১১:২৪
শেরজা তপন বলেছেন: @খায়রুল আহসান ফ্যাক্টরি থেকে আসার সময়ে একহাটু পানিতে নাকানি চুবানি খেয়ে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গিয়েছিল।
ব্যাপক ফ্যাসাদ গিয়েছে আজকে। বেড়ি বাধের রাস্তায় ঝড় বৃষ্টিতে গাড়ি থেকে বাইরে বের হোয়া ছিল মুশকিল!!
০৯ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:২৮
জুন বলেছেন: আশাকরি ব্লগার খায়রুল আহসান আপনার উত্তর দেখেছেন শেরজা তপন
২৪| ২৫ শে অক্টোবর, ২০২২ রাত ১২:২৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
জুন আপু, এখন কেমন আছেন?
শুনেছি ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ঐ এলাকায়। জলোচ্ছ্বাস হয়েছে।
০৯ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:৩৩
জুন বলেছেন: আমার জন্য উদবিগ্নতা প্রকাশের জন্য অশেষ ধন্যবাদ সত্যপথিক। আমরা ভালোই ছিলাম। জ্বলোচ্ছাস তো দেখিনি, বীচের সাথে সায়মনে ছিলাম। অনেক রাত পর্যন্ত জেগেও ছিলাম। তবে গাড়ি ঘোড়া দেখে মনে হলো স্থানীয় সরকারের উচ্চ পদস্থ লোকজন ছাড়াও দুর্যোগ ব্যাবস্থাপনার লোকজন ছিল সেখানে অবস্থা দেখার জন্য।
মন্তব্যের জবাব দিতে অনেক দেরী হয়ে গেল অসুস্থতার জন্য আন্তরিক দুঃখিত আমি।
২৫| ২৫ শে অক্টোবর, ২০২২ রাত ৩:০৮
বিষন্ন পথিক বলেছেন: সামর্থ থাকলে ঝড়ও বিলাস হয়ে যায়, জানতাম না বিষয়টা
০৯ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:৪০
জুন বলেছেন: বিষন্ন পথিক আপনার কথায় বহু আগে চেন্নাই যাবার পথে করমন্ডল এক্সপ্রেসে এক বাংলাদেশী সহযাত্রীর কথা মনে পরলো। আমরা সারা বছর ক্ষুদ কুড়ো জমিয়ে সপরিবারে ভ্রমনে বের হই শুনে ভদ্রলোক খুব আক্ষেপ করলো। তার খুব শখ দেশ বিদেশ ঘোরার, কিন্তু সামর্থ্য থাকা সত্বেও তার অর্থনীতিবিদ স্ত্রী হিসাব নিকাশ করে তাকে দেখিয়ে দেন এতে কত টাকা খরচ আর এ টাকা জমিয়ে কত জায়গা জমি কেনা যাবে। আর প্রকৃতির রূপ সে যাই হোক তা দেখার চোখ থাকা চাই সাথে মন। অনেক বড়লোক আছে টাকার গদিতে শুয়ে তাদের সেই চোখ বা মন কোনটাই নাই।
যাইহোক অনেক কিছু বলে ফেললাম আশাকরি কিছু মনে করবেন না। ধন্যবাদ মন্তব্যের জন্য।
২৬| ২৫ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ঘূর্ণিঝড়ের প্রভাব ঢাকাতেও । বাসার সামনে পর্যন্ত পানিতে ডুবা ছিল
০৯ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:৪২
জুন বলেছেন: অনেক অনেক দিন পর আপনাকে আমার ব্লগে দেখে খুব ভালো লাগলো ফাতেমা ছবি।হ্যা আমার আত্নীয় স্বজনরাও বলেছে ঢাকায় অনেক ঝড় বৃষ্টি হয়েছে। উত্তর দিতে দেরি হলো বলে দুঃখিত আমি।
২৭| ২৫ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৩৮
জ্যাকেল বলেছেন: আপা, ঝড় দেখতে গেছেন, সিরিয়াসলি?
(প্লিজ নেগেটিভ সেন্সে নিবেন না)
০৯ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:৪৫
জুন বলেছেন: জী সত্যিই ঝড় দেখতেই গিয়েছিলাম জ্যাকেল। কক্সবাজার আমি কমপক্ষে ১৭/১৮ বার গিয়েছি। সুতরাং এটা পুরোই ঝড় দেখা প্রকৃতির এক ভয়ংকর রূপ দেখা কর্মসূচী
অসুস্থতার জন্য মন্তব্যের উত্তর দিতে দেরি হয়ে গেল ক্ষমাপ্রার্থী।
২৮| ২৫ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৫৭
অপু তানভীর বলেছেন: ঝড় কেমন উপভোগ করলেন? আমি শুয়ে বসে বই পড়ে মুভি দেখে দিন পার করে দিয়েছি !
০৯ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:৪৭
জুন বলেছেন: আমরা দারুণ উপভোগ করেছি অপু। রুম থেকে, বারান্দা থেকে, বীচ থেকে।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। উত্তর দিতে দেরি হলো বলে দুঃখিত আমি।
২৯| ২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:১৩
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সাবধানেই থাকার চেষ্টা করছি রাজীব নুর। এত দামী হোটেল কিন্ত যে ভাবে দরজার গ্লাস ঝরঝর শব্দ করছে মনে হচ্ছে যে কোন মুহূর্তে ভেংগে পরবে
এবার অনেকে এই ঝড় দেখতে কক্সবাজার গিয়েছে। বিষয়টা দুঃখজনক।
০৯ ই নভেম্বর, ২০২২ সকাল ৯:০১
জুন বলেছেন: কে কিভাবে দেখে এটাই হলো আসল কথা রাজীব নুর। মানুষ তো এডভেঞ্চার এর জন্য কত কিছু করে। যদি ঘরেই বসে থাকতো তাহলে আর পৃথীবিতে কিছুই আবিষ্কার হতো না
উত্তর দিতে দেরি হলো বলে দুঃখিত আমি
৩০| ২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:১০
শ।মসীর বলেছেন: আমি আছি
সমস্যা হল কি বোর্ড এ কি চেপে কিছু লেখা হয়না !!!
শুভ কামনা ।
০৯ ই নভেম্বর, ২০২২ সকাল ৯:০৬
জুন বলেছেন: আমারও আর ইদানীং কিছু লিখতে ইচ্ছে করে না শামসীর। আমি ছোটবেলা থেকেই কোন ঝগড়াঝাটি, ক্যাচাল এসবে থাকতে পছন্দ করতাম না, এখনো করি না। এখন এই বয়সে ব্লগে অনর্থক ক্যাচাল কাদা ছোড়াছুড়ি আমি সহ্য করতে পারি না। আমার যে প্যাশন ছিল সামান্য কিছু লেখার তাও হারিয়ে ফেলছি। এখন শুধু ছবি ব্লগ দিয়ে নামকাওয়াস্তে হাজির থাকছি। হয়তো এই আগ্রহও একদিন হারিয়ে যাবে স্বাভাবিক নিয়মে। যাইহোক অনেক কিছু বলে ফেললাম। ভালো থাকুন বরাবরের মতই। আমাদের তুই কি নিশ্চয় অনেক বড় হয়ে গেছে? ভাবিকে সালাম জানাবেন।
৩১| ২৬ শে অক্টোবর, ২০২২ ভোর ৬:২৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: আশা করি ঝড়ের কারণে বিপদে পড়েননি। তবে অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে। ৯ জন মারা গেছে দেখলাম পেপারে। ঝড় কেমন দেখলেন জানাবেন। তবে আমার মনে হয় জোয়ারের পানি অনেক বেশী উঠলেও ঝড়বৃষ্টি এবার কম হয়েছে চট্টগ্রাম এলাকাতে।
০৯ ই নভেম্বর, ২০২২ সকাল ৯:১৬
জুন বলেছেন: ঝড়ের কারনে বিপদে পরিনি তবে ফিরে আসার পর অসুস্থ হয়ে পরি। তাই আপনাদের উত্তর গুলো সময় মত দিতে পারিনি বলে আন্তরিক দুঃখিত সাড়ে চুয়াত্তর। দুর্যোগে মৃত্যু সব সময়ই দুঃখজনক। অনেক সময় তাদের উদাসীনতা বা আশংকার কারণেও ক্ষতির মুখে পরে।
ভালো থাকুন অনেক অনেক, শুভকামনা রইলো।
৩২| ২৯ শে অক্টোবর, ২০২২ রাত ১১:১৮
খায়রুল আহসান বলেছেন: সাড়ে চুয়াত্তর বলেছেন: আশা করি ঝড়ের কারণে বিপদে পড়েননি - আমিও সেটাই ভাবছি এবং আশা করছি আপনি ইতোমধ্যে নিরাপদে বাড়ি ফিরে এসেছেন। সম্ভব হলে একবার পোস্টে এসে জানিয়ে যাবেন বলে আশা করছি।
০৯ ই নভেম্বর, ২০২২ সকাল ৯:২২
জুন বলেছেন: আপনার এই কনসার্নের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে খায়রুল আহসান। আসলে ঝড়েব কোন সমস্যা হয়নি বা ফিরে আসাতেও। কিন্ত আসার ৩/৪ দিন পর থেকে আমি অসুস্থ ছিলাম ভালো মতই। তার উপর আমার ছেলেটা ফিরে গেল কানাডা, এটাও আমার উপর একটা মানসিক চাপ সৃষ্টি করেছে।
দোয়া করবেন যেন সব কিছু সামলে ভালো থাকি। একটু মানসিক শান্তির জন্য ব্লগে আসি সেখানেও দেখি অনর্থক একে অপরের বিরুদ্ধে ক্যাচাল করছে, কাদা ছোড়াছুড়ি করছে, শেষ হয়েও হয় না। কতক্ষণ এভয়েড করা যায় এসব! ভালো লাগে না এখন আর ব্লগে আসতে। ভালো থাকুন সব সময়।
ভালো থাকবেন।
৩৩| ৩০ শে অক্টোবর, ২০২২ সকাল ৭:২২
সোহানী বলেছেন: আরে ঝড়-ঝন্জায় কক্সবাজারে কেন???? আশা করি নিরাপদেই আছেন।
কক্সবাজারে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। এরকম ঝড়ে আমাদের বাসায় আশ্রয় নিতো তখনকার আশেপাশের জেলে পরিবার। বাবা তাদের জন্য বাসার ড্রয়ইরুম ছেড়ে দিতো সাথে গেস্টহাউজতো ছিলই।
০৯ ই নভেম্বর, ২০২২ সকাল ৯:২৪
জুন বলেছেন: আমরা যখন সীতাকুণ্ড ছিলাম তখন আশেপাশের অনেক টিন মাটির বাড়ির লোকজন আমাদের বাসায় সারারাত থেকেছিল। আপনার কথায় মনে পরলো সোহানী। উত্তর দিতে দেরি হলো বলে দুঃখিত।
৩৪| ০২ রা নভেম্বর, ২০২২ দুপুর ১২:২৩
ভার্চুয়াল তাসনিম বলেছেন: ঝড় শেষ। এখন সুন্দর পোষ্ট দিয়ে একটু রোদ উঠুক।
১০ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:৩৪
জুন বলেছেন:
দেশের উপর ধেয়ে আসা ঝড়তো শেষ কিন্তু সামুর ঝড় তো শেষ হয় না তাসনিম। একবার শেষ হতে না হতেই আবার খুচিয়ে ঘা সৃস্টি করে চলে দিনের পর দিন।
ব্যাক্তিগত বা বাস্তব আর ভার্চুয়াল কোন জগতেই আমি হিংসা দ্বেষ কুটকচালী- ঝগড়াঝাটি, কাউকে অপমান অপদস্ত করা ভীষণ ভীষণ ভাবে অপছন্দ করি তাসনিম।
আমি যে সামুকে পছন্দ করতাম একদা তা আর নেই। ছবি ব্লগ দেই আমি যে মরে যাইনি তা জানান দেয়ার জন্য। ভালো থাকুন সব সময় এই শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১| ২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪৫
মোহাম্মদ গোফরান বলেছেন: আমি একবার ফীল নিসিলাম ঝগড়ের সমুদ্র পাড় থেকে। সেই।