নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

সাময়িক পোস্ট। আমার লেখা ও প্রথম পাতা

০২ রা জুলাই, ২০২৩ দুপুর ১২:৩৮

আমি গতকাল থেকে খেয়াল করলাম এক একটা পোস্ট ২৪ ঘন্টা পর্যন্ত প্রথম পাতায় আছে। আর দু:খ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি যে, আমি যদি এখন একটা লেখা দেই তো ঘন্টা খানেকের মধ্যে সেটা দ্বিতীয় পাতায় চলে যাবে শিউর কেউ দেখার আগেই /:)
ক্যানো ক্যানো আমার সাথে এমন ঘটে বারবার :((

মন্তব্য ৫৯ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০২৩ দুপুর ১২:৪৪

শাহ আজিজ বলেছেন: ভুত চেপেছে সামুর পাতায় । কিছু যজ্ঞ পুজা দিলে ঠিক হয়ে যাবে মনে হয় :-B

০২ রা জুলাই, ২০২৩ দুপুর ১:০৪

জুন বলেছেন: এখন সামুতে পুজা আর্চা করতে হবে শাহ আজিজ ভাই :-*

২| ০২ রা জুলাই, ২০২৩ দুপুর ১২:৫২

আমি সাজিদ বলেছেন: কেমন আছেন জুন আপু? ঈদ কেমন কাটলো?

০২ রা জুলাই, ২০২৩ দুপুর ১:০৭

জুন বলেছেন: আমি আছি চলছে এক রকম আমি সাজিদ। কোরবানির ঈদ আর বাড়ির গিন্নীর জন্য কি সুখ বয়ে আনে বলেন? কর্তা মশাইরা তো মাংস এনেই খালাস, তারপর তারপর কি যে হ্যাপা :((
আপনি ভালো আছেন তো? কই থাকেন আপনি দেশে নাকি দেশের বাইরে??

৩| ০২ রা জুলাই, ২০২৩ দুপুর ১২:৫৩

রাজীব নুর বলেছেন: এটা সাময়িক।
সব ঠিক হয়ে যাবে। জয় বাংলা।

০২ রা জুলাই, ২০২৩ দুপুর ১:০৯

জুন বলেছেন: সব ঠিক হলেই ভালো রাজীব নুর। ঈদ দুই পরী আর সুরভী ভাবীকে নিয়ে কেমন কাটালেন ?

৪| ০২ রা জুলাই, ২০২৩ দুপুর ১:০৫

আমি সাজিদ বলেছেন: জুন আপুর নতুন ট্রাভেল ব্লগ চাই।

০২ রা জুলাই, ২০২৩ দুপুর ১:১২

জুন বলেছেন: দোয়া করেন আমি যেন শীঘ্রই কোথাও যাইতে পারি আমি সাজিদ। অবশ্য ১০ জুন আমি এক মাস ব্যাংকক থেকে ঢাকা এসেছি। তবে এখন থাইল্যান্ড এর অনেক অনেক জায়গা ঘুরেছি। তাই আশেপাশে ঘুরেই সময় কাটে।
আচ্ছা লিখবো একটা।

৫| ০২ রা জুলাই, ২০২৩ দুপুর ১:০৬

কিরকুট বলেছেন: আচ্ছা আমি খুজে খুজে পড়ে নেব !!

০২ রা জুলাই, ২০২৩ দুপুর ১:১৫

জুন বলেছেন: আপনি জীবনে আমার একটা লেখা চৌক্ষের সামনে থাকার পরও কি পড়েছেন বলেন দেখি :-*
আবার খুজে খুজে পড়বেন! কি যে কন না কন চিরকুট /:)
যাইহোক আমার এই ছাইপাঁশ লেখায় আসার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে :)

৬| ০২ রা জুলাই, ২০২৩ দুপুর ১:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি যেখানে থাকেন সেখানে সম্ভবত সময় দ্রুত চলে যার কারণে ১০ ঘণ্টাকে আপনার কাছে এক ঘণ্টা মনে হচ্ছে। আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র অনুযায়ী মহাকর্ষের প্রভাব কমে গেলে অথবা আপনার গতি কমে গেলে সময়য়ের গতি কমে যায়। তাই আপনার কাছে মনে হচ্ছে যে ঘণ্টা খানেকের মধ্যে আপনার পোস্ট দ্বিতীয় পাতায় চলে যাচ্ছে। :) আপনি কি এখন পৃথিবীতে আছেন। উত্তর জানলে সমাধান দেয়া সহজ হবে আমার জন্য।

অথবা আপনি মনে হয় ব্লগ কর্তৃপক্ষের বারা ভাতে ছাই দিয়েছেন। :)

এই সমস্যার সমাধান হোল ব্লগ কর্তৃপক্ষকে আপনি অনুরোধ করেন যে দ্বিতীয় পাতা তুলে দিতে। ব্লগে শুধু একটাই পাতা থাকবে যেটার নাম হবে প্রথম পাতা। তাহলে আর আপনার পোস্ট দ্বিতীয় পাতায় যেতে পারবে না। :)

আবার ঈদে গরুর মাংস বেশী খেলেও এটা হতে পারে।

০২ রা জুলাই, ২০২৩ বিকাল ৩:৩১

জুন বলেছেন: আপনি যেই গুরুত্ব সহ আমার এই সামান্য পোস্টে মন্তব্য করেছেন যে আমি উত্তরের ভাষা হারিয়ে ফেলেছি সাড়ে চুয়াত্তর। খেয়ে দেয়ে একটু শক্তি বাড়িয়ে আসলাম দেখি কি উত্তর দিতে পারি।
প্রথম উত্তর আমি এই পৃথিবীর একজন নগন্য প্রানী, আমার সময় আর দশটা মানুষের মতই ২৪ ঘন্টা দিন রাত্রি। তবে দ্বিতীয় পাতায় পোস্ট যাবার ব্যাপারে আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি যে আমি যাহা বলিয়াছি সত্য বলিয়াছি B-)
কুফা তের বচ্ছর এই ব্লগের আংগিনার এক কোনে পরে দিনাতিপাত করছি, আমার পক্ষে ব্লগের ভাড়া ভাতে ছাই দেয়া কল্পনার অগম্যা :(
আসেন ঈদের ছুটির পর আমরা সকলে মিলে এক দাবী করি সামু ব্লগের দ্বিতীয় পাতা তুলে দিতে হবে দিতে হবে =p~
গরুর মাংস বেশি খাইনা হাই কোলস্টেরল :(
মজার একটি মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে সাচু। আমার সকল লেখার সাথে থাকবেন আমি থাকি না থাকি ;)

৭| ০২ রা জুলাই, ২০২৩ দুপুর ১:১৭

আমি সাজিদ বলেছেন: আমি ভালো আছি। আপনি সাউথ এশিয়ার অন্য একটি দেশে চাকরিতে আছি আপাতত৷ দেশের বাইরে থাকলে দেশের জন্য মায়া বাড়ে। এই নিয়ে ২০২০ সালের পর এইটা দেশের বাইরে আমার দ্বিতীয় চাকরি। মাঝে ছয় মাসের জন্য দেশে ছিলাম। আমি এখন সেই কোলাহল মিস করি, পিলপিল করে হাঁটা হাজার হাজার মানুষ আর ব্যস্ত মার্কেট - হাট বাজার মিস করি। হর্নও মিস করছি। দেশের সেই অনিশ্চয়তা মিস করছি। সেই সাথে পরিবারের সবাই আর রিলেটিভসদের তো মিস করছিই। জীবনযুদ্ধ আর নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে তো সেক্রিফাইস করতেই হবে!

০২ রা জুলাই, ২০২৩ বিকাল ৩:৩৪

জুন বলেছেন: আমার মনে হয় আপনি সিংগাপুর থাকেন না হয় মালয়েশিয়া। যাই হোক যেখানেই থাকুন ভালো থাকুন এই দোয়া করি। আমার পরিচিত সবাই একই কথা বলে ঢাকার হৈচৈ মিস করে। তবে ঘন্টার পর ঘন্টা যখন যানজটে বসে থাকে তখন কিন্তু সত্যি কারোই ভালো লাগে না।
আরেক বার এসেছেন তার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে আমি সাজিদ। ভালো থাকুন সব সময়।

৮| ০২ রা জুলাই, ২০২৩ দুপুর ১:১৮

রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন: আপনি জীবনে আমার একটা লেখা চৌক্ষের সামনে থাকার পরও কি পড়েছেন বলেন দেখি :-*
আবার খুজে খুজে পড়বেন! কি যে কন না কন চিরকুট /:)
যাইহোক আমার এই ছাইপাঁশ লেখায় আসার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে



আমি আপনার সব লেখা পড়ি ।

০২ রা জুলাই, ২০২৩ বিকাল ৩:৩৬

জুন বলেছেন: চিরকুটের সাথে আপনার কি সম্পর্ক :-* আপনি তো রানার ব্লগ। আর আপনি আমার সব লেখা পড়েন সে আমি জানি। মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৯| ০২ রা জুলাই, ২০২৩ দুপুর ১:৪৩

বিজন রয় বলেছেন: আপা, ওটা আমার বেলাও হয়।

আমি দেখি যে, একটি পোস্ট অনেকক্ষণ ধরে সবার উপরে আছে। অথচ আমি পোস্ট দিলে তারপর ৩/৪ পোস্ট এসে হাজির হয়।

কেন জানিনা।

জাদিদ জানে।

০২ রা জুলাই, ২০২৩ বিকাল ৩:৩৮

জুন বলেছেন: অনেক বচ্ছর পর আপনাকে দেখে অনেক ভালো লাগলো বিজন রয়। আমার অভিজ্ঞতার সাথে মিল খুজে পেয়ে ভালো লাগলো অনেক।
ভালো থাকুন সব সময়।

১০| ০২ রা জুলাই, ২০২৩ দুপুর ২:২১

শেরজা তপন বলেছেন: ব্লগে কিছু ব্লগার আছেন যাদের ভিউ ও মন্তব্য কম থাকে। যখন একটা পোস্ট অনেকক্ষন ঝুলে থাকে ও মন্তব্য কম থাকে তখন তারা অপেক্ষা করে জনপ্রিয় কোন ব্লগারের পোস্টের জন্য। সেই পোস্ট আসলে হ্লগ জমজমাট হবে ভেবে খুব দ্রুত পোস্ট আসতে শুরু করে । আপনার পোস্ট আসার পরে এতবেশি পোস্ট আসার কারন আপনি অতি অতি জনপ্রিয় ব্লগার ।

০৩ রা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:২২

জুন বলেছেন: আমি এখন ভাবছি একটা পোস্ট দিবো শেরজা কারন ব্লগের সবচেয়ে আর সর্বপ্রিয় ব্লগার শেরজা তপন একটি অসাধারণ পোস্ট দিয়েছে। শিরোনাম ঈদ কড়চা। এলহন এই গরুর লেজ ধরে যদি বৈতরণী পার হওয়া যায় মানে কিছু মন্তব্য যদি পাওয়া যায় আমার হিবিজিবি লেখায় ;)
অনেক অনেক ধন্যবাদ সব সময় আমার লেখায় থাকেন বলে। বিভিন্ন কারণে আমি একটু অনিয়মিত থাকায় অনেক লেখাই মিস হয়ে যায়। আশাকরি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন 8-|

১১| ০২ রা জুলাই, ২০২৩ দুপুর ২:৩৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপু,
এইডা একটা ঈদ। দ্বিতীয় পাতার ঈদ। দ্বিতীয় পাতা এটা বড্ড উপভোগ করে। আমাদের কপাল পুড়ে =p~ :-B


ঈদ মোবারক আপু

০৩ রা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:২৫

জুন বলেছেন: ভাই এই দুই লাইনের পোস্টে এত মন্তব্য দেখে সত্যি আমি অভিভূত। আমার প্রতি আপনাদের আন্তরিকতায় আমি কৃতজ্ঞ।
আপনিও অনেক দিন কিছু লিখেন না। কেন? লিখে লিখে আমাদের ব্লগটাকে জমজমাট করে তুলুন এই আর্জি রইলো তা সেটা মুহুর্তেই যাক না হয় দ্বিতীয় পাতায় । মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।

১২| ০২ রা জুলাই, ২০২৩ দুপুর ২:৩৮

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: শুভকামনা রইল।

০৩ রা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:২৭

জুন বলেছেন: আপনার জন্যও রইলো অজস্র শুভকামনা সৈয়দ মোজাদ্দাদ আল হাসনাত। অনেক ভালো থাকুন।

১৩| ০২ রা জুলাই, ২০২৩ রাত ৯:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার লেখা দশম পাতায় গেলেও পাঠক পড়ে।

০৩ রা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৩০

জুন বলেছেন: কি যে কন্না গিয়াস লিটন :-* সেই রাম ও নেই সেই অযোধ্যাও নেই যে যাই লিখি তাতেই পাঠক :(
অনেক অনেক শুভকামনা রইলো আন্তরিক এক মন্তব্যের জন্য।

১৪| ০২ রা জুলাই, ২০২৩ রাত ৯:৩৯

আমি সাজিদ বলেছেন: অনুমান ঠিক হয় নাই।

০৩ রা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৩৩

জুন বলেছেন: মাল দ্বীপ না হয় শ্রীলংকা আর নইলে কোরিয়া হংকং /:)

০৩ রা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৩৬

জুন বলেছেন: কুইজ বা অনুমান নির্ভর গেমস আমার খুব প্রিয় :)

১৫| ০২ রা জুলাই, ২০২৩ রাত ১০:৫৪

আহমেদ জী এস বলেছেন: জুন,




হায়রে অভাগী !!!!!!!!!!!!!! :(( :((
শাহ আজিজ এর মতোই বলি - ব্লগের পাতায় পানি পড়া ছিটান। :P

০৩ রা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৩৮

জুন বলেছেন: ভালো বলছেন পড়া পানি আহমেদ জী এস :)
এইটাই করতে হবে দ্বিতীয় পাতায় যাওয়া ঠেকাতে। আর কোন উপায় নেই দেখছি B-)
ভালো আছেন আশাকরি, অনেক দিন আপনার কোন লেখাজোকা নেই। ঘটনা কি!!

১৬| ০২ রা জুলাই, ২০২৩ রাত ১১:০৩

ডঃ এম এ আলী বলেছেন:



পোষ্ট দেয়ার পর প্রায় ১২ ঘন্টা পেরিয়ে গেছে ,
এখনো প্রথম পাতাতেই লেখাটি আছে ।
আশা করা যায় আরো বেশ লম্বা সময়
প্রথম পাতাতে থাকবেন ।

ব্লগের জেষ্ঠ ব্লগার শাহ আজিজ এর প্রস্তাব মত
যজ্ঞ পুজা দিলে হয়তা আর বেশী সময় প্রথম
পাতায় থাকার সুযোগ নাও থাকতে পারে ।
যজ্ঞ পুজার গুণে হুরমুর করে নতুন পোষ্ট
আসতে থাকবে ।

এখন বলেন যজ্ঞ পুজার আয়োজন করা হবে কিনা।
প্রতি বছর জুনের শেষ ও জুলাই মাসের প্রথম দিক পর্যন্ত
বিপদতারিনী দেবীর পুজা পালন করা হয়ে থাকে ।
এখনো সময় আছে। যদি বলেন তবে এখনই
আয়োজনে লেগে যাওয়া যায় । তবে এ যজ্ঞ পুজা
বেশ কঠিন, পুজার আগের দিন হতে নির্জলা উপবাস
সে সাথে যপ তপ মন্ত্র তো আছেই , তবে মেয়েদেরকে
দন্ডি দিতে হয় বিপদ তারানোর জন্য ।

বিপদতারিনী দেবীর পুজা যজ্ঞের সময় এর ভিতরে
আপনার পোষ্ট দেয়ায় এবং তা প্রথম পাতায় না থাকার
কষ্ট, সেও তো বলতে গেলে দন্ডিতুল্য। এ কারণেও হয়ত
সামুতে পোষ্টের খড়া অনেকটাই কেটে গেছে। এখন আশা
করা যায় বিপদ কেটে গিয়ে হবে মঙ্গল আর মঙ্গল ।
সামুর জন্য হবে শুভ আর সকলের জন্য পথ চলা
হবে মস্রিন , পোষ্টের পর পোষ্ট আসতে থাকবে ।

এমন গুরুত্বপুর্ণ ও সুফলদায়ী একটি পোষ্ট সাময়িকের
তকমা লাগিয়ে ঝুলে না থেকে স্থায়ী হলে মন্দ কি !

শুভেচ্ছা রইল ।

০৩ রা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৫৩

জুন বলেছেন: হা হা হা এমন মজার মন্তব্য পড়ে হেসেই মরছি। কিন্ত সময়মত উত্তর দিতেই পারিনি। আশাকরি ব্লগের বিপদতারিনী মন্ত্রটি আমার জন্যও প্রয়োগ করবেন ড: এম এ আলী ভাই।
হু দেখলাম পুরো ৪৮ ঘন্টা আমার পোস্ট কায়দা করে প্রথম পাতাতেই রয়ে গেল আর আমার সকল দুক্ষ কষ্টের অবসান হলো :)
অনেক অনেক ধন্যবাদ সব সময় আন্তরিকতার সাথে মন্তব্য করে সাথে থাকার জন্য। ভালো থাকুন অনেক অনেক এই দুয়া রইলো।

১৭| ০৩ রা জুলাই, ২০২৩ রাত ১২:৩১

মিরোরডডল বলেছেন:




দ্বিতীয় পাতায় চলে যাবে শিউর কেউ দেখার আগেই

জুনাপুর পোষ্ট মানেই ম্যাজিক!

হিং টিং ছট!
দ্বিতীয় পাতায় .......


০৩ রা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৫৬

জুন বলেছেন: জ্বী না মিররডডল আপনার এই হিংটিং ছট মন্ত্রে কাজ হয় নি। পুরো ৪৮ ঘন্টা আমি বহাল তবিয়তে প্রথম পাতায় রইলাম। তবে এই থাকা ব্লগের জন্য শুভ নয়। আশাকরি সারাক্ষণ ব্লগে ভালো ভালো পোস্ট আসুক।
চলে যাওয়া ঈদের অনেক শুভকামনা রইলো।

১৮| ০৩ রা জুলাই, ২০২৩ রাত ২:১২

কাছের-মানুষ বলেছেন: ব্লগাররা আসতে আসতে ফিরতে শুরু করেছে! এখন মনে হয় গতি এসেছে ব্লগে!

অনেকদিন আপনার নতুন কোন পোষ্ট দেখছি না!

০৩ রা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:০৮

জুন বলেছেন: এতদিন মনে হয় সবাই ঈদের ছুটিতে ছিল কাছের মানুষ। তবে আমি অনেক ঝামেলায় আছি। কত কিছু লিখতে ঈচ্ছে করে, কিন্ত সময় আমাকে দেয় না একটু অবসর। এমনকি আমি যে ভ্রমণ বিষয়ে লেখা পড়তে এত ভালোবাসি সেই আপনার সাথে আমি ওরিগন থেকে আরিজোনা যেতে পারছি না। প্রসংগত আমার বোন আরিজোনা ছিল একসময় পরে ক্যালিফোর্নিয়ার নাপা ভ্যালিতে সেটেল করে।
ভালো থাকুন সব সময়, শুভকামনা সবসময় এর জন্য।

১৯| ০৩ রা জুলাই, ২০২৩ ভোর ৪:০২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্লগে প্রথম পাতা বা পরের পাতা,
কিছুই যায় আসেনা ।
যেসব ব্লগার স্বনামখ্যাত , তাদের
লেখা অধিকাংশ ব্লগার পড়বে বা একটু হলে ও ঢুঁ মারবে ।

.......................................................................................
যেমন আমি ব্লগে খুব কম আসতে পারি
কিন্ত কিছু ব্লগে যাবই , নূতন কোন লেখা আছে কি ?

০৩ রা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:১৫

জুন বলেছেন: কত কিছু লিখলাম কিন্ত শংখচিল সেই অনেক অনেক উচু দিয়েই উড়ে যায়, নজরে পরে না ছোট খাটো প্রানীকূলের উপর :(
তা আছেন কেমন? সবার ব্যাস্ততাই বেড়ে গেছে, আক্ষেপ করে লাভ নেই। ভালো থাকুন সব সময়। মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

২০| ০৩ রা জুলাই, ২০২৩ সকাল ১০:২০

রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন: চিরকুটের সাথে আপনার কি সম্পর্ক :-* আপনি তো রানার ব্লগ। আর আপনি আমার সব লেখা পড়েন সে আমি জানি। মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।

ব্যাক্তিগত অব্যাক্তিগত সামাজিক রাজনৈতিক কোন সম্পর্ক নাই । আপনার প্রতি উত্তর খানা আমার বেশ লেগেছে তা কপি করে নিজের অবস্থান জানালাম ।

০৩ রা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:১৮

জুন বলেছেন: আমারও আপনার লেখালেখির মত মন্তবটিও অনেক অনেক ভালো লেগেছে রানার ব্লগ। চিরকুট কি আপনার মাল্টি নাকি! চুপিচুপি বলেন তো দেখি। আমার একটু একটু সন্দেহ হচ্ছে B-)
আবার এসেছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে সাথে চলে যাওয়া ঈদের শুভেচ্ছা জানবেন।

২১| ০৩ রা জুলাই, ২০২৩ দুপুর ১২:১৬

সামরিন হক বলেছেন: পেয়ে গেলাম আপনার পোস্ট। পড়েও নিলাম।খুশি থাকুন।
শুভেচ্ছা রইল ।

০৩ রা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:১৯

জুন বলেছেন: আপনাকে স্বাগত জানাই আমার ব্লগে সামরিন হক। এই নামে আমার এক কাজিন আছে তিবে হক না ইসলাম :)

২২| ০৩ রা জুলাই, ২০২৩ দুপুর ১:৩৩

সাহাদাত উদরাজী বলেছেন: যে পাতায় যাক, তবুও লিখুন।

০৩ রা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:২০

জুন বলেছেন: জী উদরাজী ভাই। আপনাকেও অনেক দিন পরে দেখলাম। অনেক শুভকামনা রইলো।

২৩| ০৩ রা জুলাই, ২০২৩ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সব ঠিক হলেই ভালো রাজীব নুর। ঈদ দুই পরী আর সুরভী ভাবীকে নিয়ে কেমন কাটালেন ?

ঈদ আমি একা কাটীয়েছি।
সুরভি আর কন্যা এবার ঈদ করতে গেছে নানা বাড়ি। এছাড়া সুরভির বোন অনেক বছর পর দেশে এসেছে। এজনু সুরভি তার বোনকে নিয়ে ব্যস্ত।

০৩ রা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫৭

জুন বলেছেন: আপনিও শশুর বাড়ি চলে যেতেন :)

২৪| ০৩ রা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০৮

করুণাধারা বলেছেন: আপনার লেখা পোস্ট দুই লাইনের হলেও আলোচিত পাতায় গেল দেখলেন তো সুতরাং নির্ভাবনায় লিখে যান। দ্বিতীয় তৃতীয় পাতাতে গেলেও খুঁজে খুঁজে পড়বো!

অনেকদিন পর আপনার পোস্টে এলাম। আসলে আমিই ব্লগে অনিয়মিত হয়ে গেছি। চেষ্টা করছি নিয়মিত হবার।

০৩ রা জুলাই, ২০২৩ রাত ৮:০০

জুন বলেছেন: আপনার লেখা পোস্ট দুই লাইনের হলেও আলোচিত পাতায় গেল দেখলেন তো সত্যি কথা বলতে কি আমি নিজেও অবাক হয়েছি করুনাধারা। আসলে ব্লগে আপনাদের মত জিনিয়াস লেখকদের অভাবই এর প্রমান। আসলেও আপনি নিয়মিত হোন এই প্রত্যাশা রইলো।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে সাথে চলে যাওয়া ঈদের শুভেচ্ছা :)

২৫| ০৩ রা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৪৯

ডার্ক ম্যান বলেছেন: জুনের সাথে পাঙ্গা নিলে জাদিদ খুন হয়ে যাবে। জাদিদের এত সাহস এখনো হয় নাই

০৩ রা জুলাই, ২০২৩ রাত ৮:০১

জুন বলেছেন: জুনের সাথে পাঙ্গা নিলে জাদিদ খুন হয়ে যাবে। জাদিদের এত সাহস এখনো হয় নাই :| :|

২৬| ০৫ ই জুলাই, ২০২৩ রাত ১২:২৮

আমি সাজিদ বলেছেন: I am trying to save lives. আল্লাহ এই চেষ্টাটা করার সৌভাগ্য দিয়েছেন সো দেশ টেশ বোধহয় ব্যাপার না। আর বাঙ্গালীর তো কৌতুহলের শেষ নাই!
ভালো থাকবেন।

০৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:১৮

জুন বলেছেন: আমরা বাংগালীরা বড়ই কৌতুহলী জাতি। মার্তিনেজকে দেখার জন্য কলকাতার লোকজন তার গাড়ির জানালা ভেংগে তাকে দেখেছে আমি সাজিদ :|
যাক যেখানেই থাকেন ভালো থাকুন এই দোয়া রইলো :)
আরেক বার আসার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।

২৭| ০৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু কালকে এমন হইছে আমার বেলাতেও । দেখি কী প্রথম পৃষ্ঠায় একদিন আগের পোস্ট এখনো রয়ে গেছে। আমি পোস্ট দিলাম কিছুক্ষণের মধ্যেই আমার পোস্ট গেছেগা দ্বিতীয় পাতায়। হাহাহা

০৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:১৯

জুন বলেছেন: আমার সাথে নিয়মিত এই শত্রুতা কাজী ফাতেমা :((
যাক তবু একজন সংগী পাওয়া গেল দুক্ষের ;)
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ও শুভকামনা।

২৮| ০৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:৩৫

অপু তানভীর বলেছেন: আমার সাথেও একই জিনিস হয় বারবার । আমি পোস্ট দিলেই কিছু সময় পরেই সেটা প্রথমপাতা থেকে গায়েব হয়ে যায় ।

০৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:২২

জুন বলেছেন: উপরে ১০ নং মন্তব্য দেখেন অপু, মনে হয় কেস ঐটাই =p~
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। দেকছেন এই সাময়িক পোস্ট কেমন হিট হয়ে ফিট হইলো। প্রথম পাতায় তো ছিলই অনেক্ষন তার উপর এত্ত এত্ত কমেন্ট :-*

২৯| ০৬ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:০১

আরোগ্য বলেছেন: আপু আপনার এই পোস্ট দীর্ঘ সময় প্রথম পাতায় ছিলো, আশা করি কষ্ট লাঘব হয়েছে। B-)

০৬ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:১৪

জুন বলেছেন: জী আর সেই খুশীতে আমি দ্বিতীয় একটি পোস্ট দিয়ে ফেলেছি ২৪ ঘন্টার মধ্যে B-)
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.