নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সন্ধ্যা আসে নেমে ধীর লয়ে,কখনো মেঘের চাদর গায়ে, কখনো বা ছায়া ছায়া যাকে বলে এক হাল্কা ছাই রঙ মেখে। আমি নিত্যদিনের মত ছাদে হেটে বেড়াই কারণ ডাক্তার বলেছে। হাটি আর হাটি আর ঘাড় তুলে দেখি আধখানা চাঁদটা এক জায়গায় ঠায় দাড়ানো ,আর আকাশের এধারে ওধারে কাচের কুচির মত দু একটা তারা ঝিকমিক করছে।
আমার মাথার উপর দিয়ে কোনাকুনি একের পর এক প্লেন উড়ে যায়। কোনটা নীচু একেবারে সব আলো দেখা যায় আর কোনটা অনেক উপর দিয়ে। ছাদের সীমানায় রাখা মোবাইলের দিকে দিকে বার বার তাকিয়ে দেখি। এখন আর আগের মত প্রতিদিন বেজে উঠে না, বলে না, কি অবস্থা! ছাদে উঠছো!
"হ্যা হ্যা আমি ছাদে, শোনো পাক্কা ৩০ মিনিট আমি হাটবো আর এই সময়টা তুমি আমার সাথে কথা বলবে"।
কি বলবো! প্রতিদিন কি এত কথা বলা যায়?
"যা খুশী বলতে পারো এই ধরো আবোলতাবোল "
"খেয়ে কাজ নেই আর কি! বললেই হলো আবোল তাবোল কথা বলতে হবে! আমার বিল উঠবে না!
"ছি ছি ছোট লোকের মত যত্তসব কিপটে মার্কা কথা। এই শোনো বাইরে গিয়ে দেখো একটা বিশাল প্লেন তোমার ছাদের উপর থেকে আমার ছাদের দিকে এগিয়ে আসছে, মনে হয় ল্যান্ড করবে"।
না না অনেক উপর দিয়ে যাচ্ছে মনে হয় না ল্যান্ড করবে, আমার ধারণা অন্য কোন দেশে যাচ্ছে। তবে যেখানেই যাক নিরাপদে অবতরন করুক সকল যাত্রী নিয়ে। তা তোমার কি রাতের রান্নাবান্না শেষ?।
"হ্যা সে সব সেরেই তো ছাদে উঠেছি"।
ও আচ্ছা, তারপর হলো কি তোমার তিরিশ মিনিট হাটা? ভালোই একটা ডিউটি হয়েছে আমার! নিজের গাটের পয়সা খরচ করে নিত্যদিন আপনার হাটার সংগী হতে হবে আমাকে! আমারে কি ছাগল পাইছেন।
"না না ছাগল না, ছাগল না, পাগল একটা আস্ত পাগল, যাও আর বাকি পাচ মিনিট আমি একা একাই হাটবো। সাথে থাকবে আমার মেঘ আর পাখিরা।
ছবি আমার তোলা
১১ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:১৩
জুন বলেছেন: আপনি কবি তাই ধরতে পেরেছেন কল্পনায় বোনা অনুভূতিকে। অনেক ধন্যবাদ কাজী ফাতেমা আপু আপনাকে
২| ১১ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:৪৭
শেরজা তপন বলেছেন: শেষে এসে একটু আপনি তুমি মিলিয়ে গেল!!
কাহিনী কি? ভাবের ঘোরে চলে যাচ্ছেন নাকি দিন দিন??
১১ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৪৯
জুন বলেছেন: শেষে এসে একটু আপনি তুমি মিলিয়ে গেল!! এখানেই তো আমার কবি ভাবের স্বার্থকতা শেরজা অনেক অনেক ধন্যবাদ পাগল ছাগলের গাব্য পড়ার জন্য
৩| ১১ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:৫৪
মোহামমদ কামরুজজামান বলেছেন: পাগল , আহা প্রেমের পাগল। সংগে'র পাগল।
আর এইসব পাগল আছে দেখেই এখনো পৃথিবী এত সুন্দর ও বেঁচে থাকা আনন্দময়।
জয়তু ইরম পাগল-ছাগল ।
গুলি মারো পয়সাকে,আলাপ চলতে থাকুক মোবাইলে -------------------------
১১ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৫৩
জুন বলেছেন: বন্ধুত্বের পাগল আবার যে কোন কিছুর পাগল হতে পারে কামরুজ্জামান। সব কিছুর মাঝে প্রেম টেনে আনেন ক্যানো
পাগল আছে বলেই দুনিয়া সুন্দর
অনেক অনেক ধন্যবাদ আমার পাগলা লেখাটি পড়ার জন্য।
তবে আপনাদের মত মানে আপনি আর শেরজার মত ফিচার লেখকরা আমার লেখা না বুঝলেও আমাদের ব্লগের বিখ্যাত কবি ছবি আপু কিন্তু ঠিকই বুঝেছে
৪| ১১ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:২৩
মিরোরডডল বলেছেন:
জুনাপু আর ইউ ওকে???
কেমন যেন পাগল পাগল মনে হচ্ছে।
পাগল মানুষ আমার ভালো লাগে কিন্তু তোমার পাগলামি দেখে ভয় পেয়েছি
বাই দ্যা ওয়ে, এটা কবিতা?
বুঝেছি, গদ্য কবিতা!
১১ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:০০
জুন বলেছেন: আরে মিররডডল এটা গদ্য কবিতাও না আবার পুরোপুরি কবিতাও না। এ হলো আমার মনের ভাবনা। মনে হচ্ছিল একটা কবিতা লিখি
পাগলা পোস্টে মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে সাথে শুভকামনা রইলো
৫| ১১ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৪০
বিষাদ সময় বলেছেন: সুুন্দর, কাব্যিক মনের কথা...
কষ্ট'ই কি কাব্যের সহজাত উৎস?
১২ ই জুলাই, ২০২৩ সকাল ৯:০৬
জুন বলেছেন: যত বড় বড় কবি দেখবেন তারা সবাই ভীষণ মানসিক আর অর্থনৈতিক কষ্টে দিন যাপন করেছে বিষাদ সময়! তবে আমার এই সব সমস্যা নেই তারপর ও একটু কাব্য লিখতে মিন চাইলো
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।
৬| ১১ ই জুলাই, ২০২৩ রাত ৯:২৪
শাহ আজিজ বলেছেন: খুব ভাল লাগছে পাগলাটে অনুভূতি নিয়ে অপ্রচলিত ধারার কবিতা , অসাধারন জুন !!
১২ ই জুলাই, ২০২৩ সকাল ৯:০৮
জুন বলেছেন: হেই শাহ আজিজ ভাই আমি যাই লিখি আপনি তার প্রশংসা করেন। আপনার মত একজন বিদগ্ধ পাঠক / লেখকের প্রশংসা পাওয়া ভাগ্যের ব্যাপার কিন্ত। অনেক অনেক ভালো থাকবেন।
৭| ১১ ই জুলাই, ২০২৩ রাত ৯:৪১
সাড়ে চুয়াত্তর বলেছেন: ডাক্তার কয়দিন পরে আবার দেখা করতে বলেছে? পারলে এইবার একটু আগেই ওনাকে দেখান।
১২ ই জুলাই, ২০২৩ সকাল ৯:১০
জুন বলেছেন: ডাক্তার তো তিন চার মাস পর পরই যেতে বলে কারন গেলেই এক গাদা টেস্ট তাই আমি নিজের চিকিৎসা নিজেই করি
মজার একটি মন্তব্য করেছেন তার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।
৮| ১১ ই জুলাই, ২০২৩ রাত ১০:৫৪
আহমেদ জী এস বলেছেন: জুন,
বাহ..... কবিতা লেখার মতোই পরিবেশ! মাথার উপরে সান্ধ্য আকাশে মেঘের খেলা, পায়ের নীচে খোলা ছাদ, কারো প্রতীক্ষিত কন্ঠের আশায় নিঃশ্চুপ পড়ে থাকা মোবাইলের দিকে ফিরে ফিরে তাকানো, অতীত কথোপকথনে মোহময় ভালোলাগার সুর সবটাই কবিতা লেখার জন্যে উপযুক্ত।
মন যখন বলছেই একটা কবিতা লিখবেন, লিখে ফেলুন ----- তুমি আজ কতো দূরে / ফোনের ওপারে চলে গেছো তবু / রয়েছো হৃদয় জুড়ে......
১২ ই জুলাই, ২০২৩ সকাল ৯:১৪
জুন বলেছেন: বিশাল কাব্যিক এক মন্তব্য আহমেদ জী এস! আমি তো ভাবলাম আপনার মত একজন বিখ্যাত কবি আমারও কবিতা লিখতে মুঞ্চায় শুনলে আইসা পচাইবেন
যাক আপনার প্রশংসা শুনে সাহস পেলাম। ব্লগের কবিতা বিদ্বেসীদের ( মি ট্যু) মনে দাগা দিয়ে আমার কবিতা রচনা চলতেই থাকবে, চলতেই থাকবে চলতেই থাকবে-----
মন্তব্যের জন্য ম্যালা ধন্যবাদ আপনাকে।
৯| ১১ ই জুলাই, ২০২৩ রাত ১১:৪৩
কাছের-মানুষ বলেছেন: মনের অনুভূতির কাব্যিক প্রকাশ। সুন্দর।
ছবিটা সুন্দর হয়েছে, ভোরের দিকের ছবি সম্ববত! এটা কোন জায়গার ছবি?
১২ ই জুলাই, ২০২৩ সকাল ৯:২০
জুন বলেছেন: ছবিটা ব্যাংককে আমার বাসার জানালা থেকে তোলা কাছের মানুষ। আর আমি নিজেই তুলেছি। প্রশংসাসুচক মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সব সময়।
১০| ১২ ই জুলাই, ২০২৩ রাত ১:০৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: মন বলেছে কাব্যিক মনকথা পড়ি।
১২ ই জুলাই, ২০২৩ সকাল ৯:২৫
জুন বলেছেন: হা হা হা ভালোই বলেছেন মহাজাগতিক চিন্তা। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
১১| ১২ ই জুলাই, ২০২৩ ভোর ৪:২১
মিরোরডডল বলেছেন:
জুনাপুকে পছন্দ করি, আবার পাগল মানুষ ভালো পাই।
জুনাপুর এই কবিতা পড়ে ভালো লাগা বেড়ে গেছে।
এরকম পাগলা কবিতা আরো লিখবে, মজার ছিলো
১২ ই জুলাই, ২০২৩ সকাল ১০:০৩
জুন বলেছেন: আপনি পাগল ভালো পান শুনে মনটা ঠান্ডা হলো মিরর
এইটা কবিতা হইছে! আমিতো লিখেছি আমার একটা কবিতা লিখতে মুঞ্চায়
আরেকবার এসেছেন তার জন্য শুকরিয়া।
১২| ১২ ই জুলাই, ২০২৩ সকাল ৭:১০
শার্দূল ২২ বলেছেন: ভাগ্যভালো যে আপু তুমি কবিতা লেখনি, আমার কবিতা একদম সহ্য হয়না, বানিয়ে বানিয়ে কিসব মিথ্যা কথা লেখে কবিরা একদমনি নিতে পারিনা।
কেমন আছো এভারগ্রীন আপু? সময় তোমার সাথে পাল্লা দিয়ে পার পাবেনা সে আমি ভালো করেই জানি। নচেকেতার গানের সেই লাইন- যদিও বয়স আমার হাজার বারো,মনের বয়স আমার সবে আঠারো।
তোমাকে আজীবন আমরা আঠার পাবো সেই প্রত্যাশা।
শুভ কামনা
১২ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:১১
জুন বলেছেন: তুমি আমার পোস্টের প্রথম মন্তব্য দিয়েছিলে তোমাকে ভোলা কি সহজ? তের বছর হয়ে গেল ব্লগে আমি তো তাও ঠেলেঠুলে আছি কোনরকম। তুমি তো সেই নাই হয়ে গেলে।
ভালো আছো তো? সব সময় ভালো থেকো ভালো মানুষ হয়ে যা তুমি অলরেডি আছোই
১৩| ১২ ই জুলাই, ২০২৩ সকাল ৮:২৬
রানার ব্লগ বলেছেন: কবিতা যারা লেখে এদের লোকে পাগল বলে। উপরের দুই তিনজনার মন্তব্যে তার ইশারা আশাকরি পেয়ে যাচ্ছেন।
১২ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৩২
জুন বলেছেন: কবিতা যারা লেখে এদের লোকে পাগল বলে।
এটা কি বললেন রানার ব্লগ
ভাবছি ব্লগের কবিরা নাকি এখন একযোগে আপনার উপর ঝাপিয়ে পড়ে!!
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।
১৪| ১২ ই জুলাই, ২০২৩ সকাল ১০:২৯
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: মনে হলো দুই প্রতিবেশী গিন্নি সই পেতেছে আর ফোনালাপে গল্প করে যাচ্ছে !!
সুন্দর বর্ণনা !!
১২ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪
জুন বলেছেন: দুই প্রতিবেশী গিন্নী সই! আমারও তাই মনে হয় নির্ঘোষ
পোস্টে আসা ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
১৫| ১২ ই জুলাই, ২০২৩ সকাল ১১:২৪
শায়মা বলেছেন: আমি সাধারনত পোস্ট পড়ার পর অন্যান্য সকলের মন্তব্য পড়ি না তবে আজ নামতে নামতে আহমেদ জি এস ভাইয়ার মন্তব্য পড়ে হাসতে হাসতে মরলাম।
(মন যখন বলছেই একটা কবিতা লিখবেন, লিখে ফেলুন ----- তুমি আজ কতো দূরে / ফোনের ওপারে চলে গেছো তবু / রয়েছো হৃদয় জুড়ে...... )
সত্যিই গানটা গেয়ে পোস্ট দাও আপুনি। হা হা
আর লেখাটা পড়ে বুঝলাম তুমি যখন ছাদে হাঁটো তখন কারো সাথে কথা বলে হাঁটাহাঁটির বোরিং টাইম পাস করো।
আসলেই আমি মাঝে মাঝে ভাবি আমার যখন চোখে ছানি পড়বে আমি চোখ অপারেশন করবো কি করে রে!!!!!!!! ডক্টর হাঁটতে বললে এই বোরিং হাঁটাহাঁটি করবো কি করে রে!!!!!! ডক্টরদেরকে আমি দেখতেই পারি না। তাদের চেহারাও দেখতে চাই না। তাই আমি তাদের কাছে হাজার সমস্যা হলেও যেতেই চাইনা। নিউমোনিয়া হয়ে যেতে হলো কিছুদিন আগে। তো তারপর নিউমোনিয়া সেরে গেলেও গান গাইতে গেলেই দেখি দম ফুরাই যায়। হায় হায় যেতেই হলো ডক্টরের কাছে। এত খাই খাই এই অসুখের পর যে ওজন বেড়ে ঢোল হয়ে যাচ্ছি। বললো হাঁটবেন, দৌড়াবেন হেন তেন আমি বললাম হায় হায় এই বোরিং কাজ আমার দ্বারা হবে না তার থেকে নাচি???
ডক্টর হা করে তাকিয়ে রইলেন, বললেন নাচেন? তবুও ওজন বাড়ছে কেনো??
আরে আমি কি করে বলি নাচতে গেলেও হাঁসফাস লাগে তাই ......
আসল কথা ওজনের সাথে সাথে আরেকটা জিনিসও বাড়ছে না?? সেটা আমি মনেই করতে চাই না......
যাইহোক এখন থেকে বোরিং হাঁটাহাঁটির সময় আমিও মনে মনে কবিতা লিখবো, গল্প লিখবো।
১২ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৪৩
জুন বলেছেন: হায় শায়মা তুমি দেখছি আমার পোস্টের চেয়েও বিশাল এক মন্তব্য করেছো আমি গান গাইতে পারি না তবে কোরাস পারি আসলে আমি কবিতা আবৃত্তি করতাম।
তোমার জন্য কবিগুরুর এক লাইন যা আমি ছাদে হাটার সময় মনে মনে আবৃত্তি করি।
যদিও সন্ধ্যা নামিছে মন্দ মন্থরে
সব সংগীত গেছে ইঙ্গিতে থামিয়া,
যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে,
যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া,
মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে,
দিক্-দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা--
তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা ।
ওজন কমানোর জন্য জিরা ভিজিয়ে পানি খাও নাহলে মৌরি। তুমি শুকাবেই শুকাবে গ্যারান্টি
মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ জেনো আর ভালো থেকো সব সময়। শুভকামনা রাত্রির।
১৬| ১২ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৩৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: মনের এলোমেলো ভাবনাগুলো পড়তে ভালই লাগছে।
১২ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৪৪
জুন বলেছেন: ভালো লাগার জন্য অনেক অনেক ভালো লাগা রইলো সৈয়দ মশিউর রহমান। আপনিও ভালো থাকুন সব সময়।
১৭| ১২ ই জুলাই, ২০২৩ রাত ৮:২৭
করুণাধারা বলেছেন: ইহাই কি কবিতা নাকি কবিতার ভূমিকা?
কিছু লেখা আছে, কথাগুলো পড়তে গেলে মনে হয়, দেখি না শেষে কয় কি হয়!! পড়া থামানো যায় না! এটা তেমনি একটি লেখা। এক টানে পড়ে গেলাম। ভালই লাগলো ধরেন। কিছু বুঝলাম না সেটা বলি কী করে...
১৩ ই জুলাই, ২০২৩ সকাল ১০:৩৫
জুন বলেছেন: করুনাধারা ইহা কোন ভাবেই কবিতা নয়, ইহাকে বলে গবিতা
বুঝেন আর না বুঝেন পড়ছেন তো আর এতেই মোগাম্বো খুশ
অসংখ্য ধন্যবাদ আমার আবোল তাবোল লেখায় আপনাকে পেয়ে।
১৮| ১২ ই জুলাই, ২০২৩ রাত ৮:৩৯
ঢাবিয়ান বলেছেন: এলোমেলো ভাবনা , ভালই লেগেছে পড়তে । এটাই জীবন
১৩ ই জুলাই, ২০২৩ সকাল ১০:৩৯
জুন বলেছেন: জী এর নামই জীবন। জানেন ঢাবিয়ান এই যে আমি হাটি এ সময় আমি মনে মনে অনেক দোয়া দরুদ পড়ি। কবিতা আওড়াই। ফেলে আসা দিনের কথা মনে করি। মানে কত্ত কিছু যাকে সত্যি বলা যায় আবোলতাবোল।
সব সময় আমার লেখালেখির সাথে সাথে থাকেন তাতে অনেক খুশী হই। ভালো থাকুন সব সময়।
১৯| ১৩ ই জুলাই, ২০২৩ সকাল ৯:৩৪
রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন: ভাবছি ব্লগের কবিরা নাকি এখন একযোগে আপনার উপর ঝাপিয়ে পড়ে!!
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।
শাহাবাগে যান বা আজিজ সুপার মার্কেটে যান অসংখ্য কবি পাবেন যাদের দেখার পর আপনার একটাই কথা মনে হবে " এরা কি পাগল "
১৩ ই জুলাই, ২০২৩ সকাল ১১:০৬
জুন বলেছেন: বহু বছর আগে একটা রেয়ার বই খুজতে দুইবার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তখনই সেই বিখ্যাত বই পাড়ায় অনেক পাগল ও নেশাতুর লোকজনকে চর্মচক্ষে দেখেছিলাম রানার ব্লগ। তবে তারা কবিতা লিখে কি না জানা হয় নি।
আরেকবার এসেছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।
২০| ১৩ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৫২
রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।
১৭ ই জুলাই, ২০২৩ সকাল ৮:৩৭
জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে
২১| ১৩ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৩৬
মোস্তফা সোহেল বলেছেন: কবিতাই তো পেলাম না ।আবার মনে হল পুরো লেখাটাই কবিতা ।
মন সময় সময় অনেক কিছু লিখতে বলে কিন্ত আলসেমি করে আর লেখা হয়না।
কিছু লিখতে গেলে কেন যে এত আলসেমি আসে বুঝি না।
আশা করি আপু ভাল আছেন?
১৭ ই জুলাই, ২০২৩ সকাল ৮:৩৮
জুন বলেছেন: লিখেন লিখেন আলসেমী ঝেড়ে মোস্তফা সোহেল। আমি ভালো আছি। আপনি ভালো তোব?
২২| ১৬ ই জুলাই, ২০২৩ সকাল ১০:১৫
সোহানী বলেছেন: ওকে বুঝলাম, জুন আপু ভ্রমণ ছাড়িয়া কবিতার পথে হাটিতেছে
১৭ ই জুলাই, ২০২৩ সকাল ৮:৪০
জুন বলেছেন: আরেহ আমিতো অনেক কবিতা লিখেছি ব্লগে। মনে হয় দেখেন নাই সেই সব উচ্চমার্গের কবিতা
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে সোহানী
২৩| ১৬ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৫৭
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ছবিতে প্লেন খুঁজে পেলাম না !!! হাহাহা। ভালো লাগলো কবিতা।
১৭ ই জুলাই, ২০২৩ সকাল ৮:৪৪
জুন বলেছেন: এই আকাশে আপনি প্লেন খুজে পাবেন না কামাল ভাই কারন এটা ব্যাংককের আকাশ, সুবর্নভুমি থেকে বেশ দূরে। অনেক দিন পর ব্লগে আর সেই সাথে আমার লেখায় আসলেন, তার জন্য খুব খুশি হয়েছি। ভালো থাকুন সব সময়।
২৪| ১৯ শে জুলাই, ২০২৩ রাত ১:২৮
মুক্তা নীল বলেছেন:
দিনশেষে আপন মনের ভাবনাগুলো অনুভূতি সহ সুন্দর করে প্রকাশ করেছেন আপা । আপনি সত্যি সুন্দর লিখেছেন আপা মিথ্যে বলছি না ।
২৬ শে জুলাই, ২০২৩ সকাল ১১:১৮
জুন বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ সব সময় আমার এইসব হাবিজাবি লেখায় অনুপ্রাণিত করার জন্য মুক্তানীল
শুভকামনা রইলো আপনার জন্য।
২৫| ২৫ শে জুলাই, ২০২৩ সকাল ১১:৪৫
সুপান্থ সুরাহী বলেছেন: অনুভূতিগুলো যত্নে থাকুক। এইসব ফিল জীবনে উপভোগ্য করে।
২৬ শে জুলাই, ২০২৩ সকাল ১১:২১
জুন বলেছেন: বাপ্রে গরীবের দুয়ারে হাতীর পাড়া মনে হয়। কই ছিলেন এতদিন সুপান্থ সুরাহী!! ভুলেই গেছেন মনে হয়! আপনার কবিতাগুলো অনেক মিস করি।
আন্তরিক একটি মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।
২৬| ২৬ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:১৫
আহমেদ জী এস বলেছেন: জুন,
কই হে! ব্লগ পাতা ছড়া আর কবিতায় ছেয়ে আছে আর আপনার একটি কবিতা লিখতে মন চাইলেও সেটা দেখছিনে কেন ?
ঝটপট একটা লিখে ফেলুন। এই যেমন---
"হাটছি ছাদে একা একা
পাচ্ছিনে কারো দেখা......"
২৬ শে জুলাই, ২০২৩ রাত ১০:০২
জুন বলেছেন: কই হে! ব্লগ পাতা ছড়া আর কবিতায় ছেয়ে আছে আর আপনার একটি কবিতা লিখতে মন চাইলেও সেটা দেখছিনে কেন ? জী আপনার উপদেশ শিরোধার্য করেছি কিন্ত ভেতরে কাব্য না থাকলে কি আর কবিতা লেখা হয়! নাকি সে কবিনী হতে পারে তারপর ও অংবং লিখে লিখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি আমার লেখাটিবপড়ে একটি মুল্যবান মতামত রেখে আসবেন যেন ভবিষ্যতে আমি বাংলা কাব্য সাহিত্যের একজন দিকপাল হতে পারি
অনেক অনেক ধন্যবাদ আপনাকে দারুণ একটা মন্তব্য রেখে যাওয়ার জন্য।
©somewhere in net ltd.
১| ১১ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর অনুভূতি আপুন