নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

একটি জিজ্ঞাসা

০৩ রা আগস্ট, ২০২৩ দুপুর ১:৩৪

আচ্ছা ব্লগে যে শৈশব নিয়ে একটা লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তার ফলাফল কি আপনারা কি কেউ জানেন? আমি জানি না তাই জানতে চাইছি #:-S ফেসবুক মার্কা পোস্ট দেয়ার জন্য আন্তরিক দু:খিত :(

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০২৩ দুপুর ১:৪০

নজসু বলেছেন:


আমিও জানিনা আপা। জানতে চাই ফলাফল হয়েছিলো নাকি শৈশবেই সেটা হারিয়ে গেছে?

০৩ রা আগস্ট, ২০২৩ দুপুর ১:৪৪

জুন বলেছেন: শৈশব না নজসু, মনে হয় ভূমিষ্ঠ হওয়ার আগেই সেটা হারিয়ে গেছে :(

২| ০৩ রা আগস্ট, ২০২৩ দুপুর ২:০৭

শেরজা তপন বলেছেন: যাদেরকে বিচারিক দায়িত্ব দেয়া হয়েছিল তাদের সম্ভবত খুঁজে পাওয়া যাচ্ছে না।

০৪ ঠা আগস্ট, ২০২৩ দুপুর ১২:১৮

জুন বলেছেন: আমারও তাই মনে হচ্ছে শেরজা :)

৩| ০৩ রা আগস্ট, ২০২৩ বিকাল ৩:৩১

কাছের-মানুষ বলেছেন: আপনারমত আমারো কয়েকদিন ধরে মনে পরছিল এই ব্যাপারটা!

০৪ ঠা আগস্ট, ২০২৩ দুপুর ১২:১৯

জুন বলেছেন: আমি গতকাল আমার একটি পোস্টের মন্তব্যের উত্তর দিতে গিয়ে মনে পরলো আমাদের না এই বিষয় নিয়ে একটা প্রতিযোগিতা ছিল!

৪| ০৩ রা আগস্ট, ২০২৩ রাত ১০:৩৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমরা সবাই এই নিয়ে তিমিরে আছি আপা !!

০৪ ঠা আগস্ট, ২০২৩ দুপুর ১২:২১

জুন বলেছেন: তিমির ভেদিয়া আলোক রশ্মি আসিবে শীঘ্রই দিকে দিকে নিনি,
এই আশায় রইলাম :)

৫| ০৩ রা আগস্ট, ২০২৩ রাত ১০:৫০

শায়মা বলেছেন: বিচারকেরা চিন্তায় আছে কাকে যে ফার্স্ট করে আর কাকে যে সেকেন্ড!!!


যাইহোক আমি বিচার করে দিচ্ছি

করুনাধারা আপু ফার্স্ট
একটা আপু তার ফার্স্ট বেবি হওয়ার স্মৃতি লিখেছিলো সে সেকেন্ড।

দুইজন নারীকে ফার্স্ট সেকেন্ড করে দেওয়াটা কেমন কেমন হয় না তাই রানার ব্লগকে থার্ড বানাই দিলাম। :)


এখন পুরষ্কার দেবে জুন আপুনি! :)

০৪ ঠা আগস্ট, ২০২৩ দুপুর ১২:২২

জুন বলেছেন: তুমি বিচারক হতে পারো শায়মা কিন্তু পুরস্কার তুলে দেয়ার দায়িত্ব আমি কিছুতেই নিতে পারবো না কিছুতেই না :((

৬| ০৩ রা আগস্ট, ২০২৩ রাত ১১:৪৫

খায়রুল আহসান বলেছেন: দেরি হয় হোক, আমার এখনও ঐ প্রতিযোগিতার অনেকগুলো পোস্ট পড়া হয় নাই! :)
এর আগেও নির্বাচনী ইশতেহার লেখার একটি প্রতিযোগিতা হয়েছিল। প্রায় পাঁচ বছর পর আরেকটা নির্বাচন এসে দুয়ারে কড়া নাড়ছে। সেটার কী হলো?

০৪ ঠা আগস্ট, ২০২৩ দুপুর ১২:২৩

জুন বলেছেন: আমার মনে হয় ব্লগারদের ক্যাচাল থেকে দৃষ্টি সরানোর জন্য ব্লগ কতৃপক্ষ মাঝে মাঝে এই ধরনের আয়োজন করে =p~

৭| ০৪ ঠা আগস্ট, ২০২৩ রাত ১২:৪৫

রাজীব নুর বলেছেন: দেরী হোক, যায়নি সময়।

০৪ ঠা আগস্ট, ২০২৩ দুপুর ১২:২৪

জুন বলেছেন: হু অপেক্ষা করছি। অপেক্ষার ফল মিষ্টি হয় বলেই জানি :)

৮| ০৪ ঠা আগস্ট, ২০২৩ বিকাল ৫:৪৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: শায়মা আপুর বিচার ঠিক হয় নাই। সঠিক বিচার হোল প্রথম - শায়মা হক। দ্বিতীয় - জুন আর তৃতীয় হোল - সাড়ে চুয়াত্তর। :)

০৬ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:১২

জুন বলেছেন: আর আমার বিচার হলো আমি প্রথম,আমি দ্বিতীয় আর আমিই তৃতীয় এর মাঝে আর কেউ নেই সাড়ে চুয়াত্তর =p~

৯| ০৪ ঠা আগস্ট, ২০২৩ রাত ১১:১৬

শায়মা বলেছেন: কেনো পারবে না আপুনি!!!!!!!!!!!
দুলাভাই না কত্ত বড়লোক !! মাত্র তিনটা গিফট কিনলে কি হয়!! :(

না হয় কমদামীই কিনো। :)


আর

০৪ ঠা আগস্ট, ২০২৩ দুপুর ১২:২৩০

লেখক বলেছেন: আমার মনে হয় ব্লগারদের ক্যাচাল থেকে দৃষ্টি সরানোর জন্য ব্লগ কতৃপক্ষ মাঝে মাঝে এই ধরনের আয়োজন করে

এই সত্য বলে দিলে!!!!!!!!!!!!!! হা হা হা হা হা হা হা



সাড়ে চুয়াত্তর বলেছেন: শায়মা আপুর বিচার ঠিক হয় নাই। সঠিক বিচার হোল প্রথম - শায়মা হক। দ্বিতীয় - জুন আর তৃতীয় হোল - সাড়ে চুয়াত্তর।


তুমি তৃতীয় কেনো!!!!!!!!!!!!!!!!!!!!!! হায় হায় !!! হায় হায় হায়!!!

০৬ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:২৬

জুন বলেছেন: শায়মা বলেছেন: কেনো পারবে না আপুনি!!!!!!!!!!!
দুলাভাই না কত্ত বড়লোক !! মাত্র তিনটা গিফট কিনলে কি হয়!! :(
না হয় কমদামীই কিনো। :) দুলাভাই যে এত্ত বড়লোক এটা আমি জানলাম না তুমি জানলা কেম্নে শায়মা :``<< আর গিফট আমি কিনে দিতে যাবো কেন! গিফট দেয়ার ভার যার হাতে থাকে সে কি নিজে কিনে! সামু আমার হাতে তুলে দিবে আর আমি জয়ীদের হাতে হ্যান্ড টু হ্যান্ড ট্রান্সফার X((
এইটা আমার অবজার্ভেশন ক্যাচাল নিবারন /দূরীকরণ পদ্ধতি, প্রতিযোগিতার আয়োজন ;)
লাস্টের কথা ঠিকই বলেছো শায়মা আমি তৃতীয় ক্যানো ক্যানো :((
মজার একটি মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ তোমাকে।

১০| ০৬ ই আগস্ট, ২০২৩ রাত ৩:২১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: জুন আপু,
আপনারা কী ভাবছেন ফলাফল প্রকাশের পূর্ব মুহূর্তে গ্যাঞ্জাম বাঁধাইয়্যা নিজেদের নাম কামাইয়্যা লইবেন! তা হুইবার নহে! =p~
আমাদের গ্রামেও একবার এমন হইছিলো, ভোটাভোটি শেষ হওয়ার পর যখন গোপনে জানা গেলো পরাজয় নিশ্চিত, তখনই তারা গ্যাঞ্জাম লাগানো শুরু করল, তাতে কী! তাতে কিছুই হয়নি, দিন শেষে জয় ছিল আমাদের। এবারও আমরা জিতুম B:-/ যদিও আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করিই নাই। তাতে কী হয়েছে, পরীক্ষা না দিয়াও তো আমাদের দেশে পুলাপান পেলাশ পায়। তয় আমি কেন পেতে পারি না! =p~
আমার পেলাশ লাগবে না, এক নাম্বার তালিকায় রাখলেই চলবে! বাকি দু'জনের নাম নিয়া আমার ক কিঞ্চিৎও মাথা ব্যথা নাই! =p~

১১| ০৬ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:০৪

শায়মা বলেছেন: ওকে ঠিক আছে সাড়ে ভাইয়া কিনবে। সে তোমাকে দেবে আর নিজেও নেবে আরেকটা মডু ভাইয়াকে দেবে। :)

১৪ ই আগস্ট, ২০২৩ সকাল ৯:৫০

জুন বলেছেন: ওকে ঠিক আছে সাড়ে ভাইয়া কিনবে। :-0 তাহলে তো আর কথাই নেই শায়মা ।
দেরিতে উত্তর দেয়ার জন্য আন্তরিক দুঃখিত :(

১২| ০৮ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:৪৪

রানার ব্লগ বলেছেন: যেহেতু নির্বাচন সামনে তাই নির্বাচনি অভিজ্ঞতা নিয়ে একটা প্রতিযোগীতা হতে পারে। আমি কাভা ভাইয়ের দৃষ্টি আকর্ষন করছি ।

১৪ ই আগস্ট, ২০২৩ সকাল ৯:৫৩

জুন বলেছেন: বাংলাদেশ আর থাইল্যান্ড দুটি দেশের নির্বাচন নিয়েই নানা রকম নাটক চলছে কিন্ত ভাই আমার এই বিষয় নিয়ে যথেষ্ট আগ্রহ থাকলেও পরিবেশ পরিস্থিতির কারনে লিখতে ভয় হয় :-&
উত্তরটা দিতে দেরি হলো বলে দুঃখিত রানার ব্লগ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.