নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইমাত্র ভালো রকম একটা ভুমিকম্প হলো। সবাই ভালো আছেন তো?
১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:০২
জুন বলেছেন: ভুমিকম্প এমন একটা দুর্যোগ যে এ ব্যাপারে সাবধান থাকার কোন সুযোগ নেই ঢাবিয়ান
২| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:০০
শায়মা বলেছেন: ১০ তলার উপরে পুরাই টালমাটাল হয়ে গেছিলাম আপুনি!
১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:০৩
জুন বলেছেন: আমি তোমার থেকে তিন তালা নীচে মানে সাত তালায় শায়মা। মাথা ঘুরছে, ভার্টিগো আছে কি না
৩| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:০৭
শাহ আজিজ বলেছেন: আমারও মাথা ঘুরছে । আমি আর কন্যা খাবার টেবিলে দুলুনি বেশ উপভোগ করেছি ।
১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:১২
জুন বলেছেন: আমার বিছানাটা দোলনার মত দুলে উঠলো শাহ আজিজ ভাই।
৪| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:১৭
শায়মা বলেছেন: উপরের দিকে ফ্লাটগুলো বেশি দুলুনী দেয় মনে হয়!
১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:২০
জুন বলেছেন: অবশ্যই, নীচে মানে রাস্তায় যারা ছিল তারা বোধ হয় টেরই পায়নি। বানানা গার্ডেন এর পোস্টে তোমার মন্তব্যে প্লাস শায়মা
৫| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:১৮
কামাল১৮ বলেছেন: ক্ষয় ক্ষতির খবর এখনো পাওয়া যায় নাই।আশা করি সবাই ভালো আছে।
১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:২১
জুন বলেছেন: মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী ৫.২ মাত্রা কামাল ১৮। আশা করি সবাই নিরাপদে আছে।
৬| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:২৮
শায়মা বলেছেন: ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:২০০
লেখক বলেছেন: অবশ্যই, নীচে মানে রাস্তায় যারা ছিল তারা বোধ হয় টেরই পায়নি। বানানা গার্ডেন এর পোস্টে তোমার মন্তব্যে প্লাস শায়মা
হা হা আপু বানানা গার্ডেন!!!
তুমিও অনেক দুষ্টু আছো শুধু ঝামেলা লাগলে সহ্য করতে পারবেনা ভেবেই চুপ থাকো। ঝামেলা থেকে দূরে থাকো!!
আমিও ঝামেলা পছন্দ করি না কিন্তু ঝামেলা কেউ লাগালে আমি তখন যুদ্ধাংদেহি।
দেখো আমি সবাইকেই ভালোবাসতে চাই যতক্ষণ সে বা তারা ভালোবাসার মত আচরণ করে। আমি অযথা গায়ে গা লাগিয়ে পায়ে পা লাগিয়ে কারো সাথেই লাগতে চাই না। কিন্তু কারো কারো স্বভাব সুখে থাকতে ভূতে কিলানো মানে কাজ নাই কাম নাই নিজের নিউজ পেপার রেখে অন্যের মানে পাশের জনের পেপারে কি আছে তার দিকে নজর দেওয়া।
নিজে যা পারে না তা নিয়ে হীনমন্যতায় ভুগে অন্যের দিকে আঙ্গুল তোলা তাও একবার না বার বার আমি মোটেও পছন্দ করি না।
পৃথিবীতে কিছু নেগেটিভ এনার্জীর মানুষ আছে তারা যত বড় পান্ডিত্য দেখাক না কেনো টক্সিক স্বভাব থেকে কখনও বের হয়ে আসতে পারবেনা বার বার পায়ে পাড়া দেবেই।
সেই পায়ে তাই কুড়াল পড়ারও দরকার আছে। হা হা
১৫ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৩৮
জুন বলেছেন: হেই শায়মা আমি তো বেশির ভাগ রাতেই টেন পিএম স্লিপ তাই এই মজার মজার মন্তব্যগুলো দেখতে পাই নি। যাও বা সকালে একটু দেখলাম কিন্ত কাজের পর কাজ আমাকে দিল না এতটুকু অবসর
জী আমি একদিন আমার পিয় কাক্কুর পোস্টে একটা মন্তব্য করেছিলাম সেখানে উনি এসে আমাকে ধুইয়ে কাপড় পরিয়ে দিল। আমার ব্যাপারে তোমার যেই ধারণা সেই মোতাবেক আমি এবাউট করলাম নো এন্সার। এমনকি কাক্কু যে কি না সব সময় সবার প্রতি খড়গ হস্ত সে কি না মিন মিন করে আমার হয়ে হাল্কা পাতলা একটা কৈফিয়ত দিল একদেশে থাকে বলে হয়তো
নেগেটিভ আর টক্সিক এই দুই প্রকার মানুষকেই আমি এবাউট ( আমার পরিচিত একজন এভয়েড কে বলে এবাউট) করি তবে তোমার মন্তব্যে ধন্যবাদ জানাইছে। একেই বলে শক্তের ভক্ত নরমের যম। আমি ওই মন্তব্য লিখলে আমাকে হয়তো ঝেনারেল করার জন্য অনুরোধ করতো ভাকার কাছে। তবে ভাকা আমাকে ভালো পায়। কারণ আমি কোনদিন মামুর কোন নীতি ভংগ করি নাই
তোমার এই মন্তব্যের মাধ্যমে আমার পোস্টে আবার না জানি কি ভুমিকম্প হয়ে সেই চিন্তায় থাকলাম
৭| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩৭
শায়মা বলেছেন:
মিস্টার মেন সিরিজের আমার একটা প্রিয় গল্প আছে যা আমি প্রায়ই বাচ্চাদেরকে পড়ে শুনাই।
মিঃ নোজি - মিঃ নোজী এমনই এক নোজী যে ট্রেইন বা পার্কে সেইম নিউজপেপার পড়া পাশের ব্যাক্তির নিউজপেপারেই চোখ দেবে নিজেরটা রেখে। আর যদি কখনও কারো এনভেলপের মুখবন্ধ লেটার টেবলে পড়ে থাকতে দেখে তো সেটা ছিড়ে ভেতরের খবর না পড়া পর্যন্ত তার শান্তি নেই। আবার রাস্তায় যেতে যেতে মানুষের বাড়ির পাঁচিলের ভেতর কি হচ্ছে বা অন্যের রুমের বন্ধ দরজার কি-হোলে চোখ রাখার ইচ্ছাটুকুও সে সামলাতে পারে না।
তারপর যা হবার তাই হলো সবাই মিলে শিক্ষা দিলো মিঃ নোজী সাহেবকে। একের পর এক অন্যের বিজনেসে নাক গলাতে গিয়ে শিক্ষা পেয়ে পেয়ে অবশেষে সে সেই বদভ্যাস থেকে ক্ষ্যান্ত হলেন। হা হা হা এই বইটা শুধু পিচ্চিপাচ্চা না অন্যের ব্যাপারে অযথা নাক গলানো বড় মানুষেরও পড়া উচিৎ এবং শিক্ষা নেওয়া উচিৎ।
১৫ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৪৫
জুন বলেছেন: দারুন একটা শিক্ষনীয় গল্প। তুমি ঠিকই বলেছো এখান থেকে ছোট বড় সবার কিছু না কিছু শিক্ষা নেয়া উচিত। তবে এটা কিন্তু তুমি আমার প্রিয় কাকুর উপর কোনভাবেই প্রয়োগ করতে পারবে না হু হু বলে দিলাম কিন্ত
কারণ উনি অদম্য,অজেয়, অক্ষয়,অজর,অব্যয় (ডিকশনারি [গুগুল ] দেখে অর্থ বুঝে নিও)
আরেক বার এসেছো তার জন্য মেলা ধন্যবাদ আর শুভকামনা শায়মা। দশ তালার উপর ভালো থেকো সব সময়।
৮| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৪৬
আহমেদ জী এস বলেছেন: জুন,
বিপদের কথা বটে! দেশের সবাই ভালো থাকুক।
তবে এক লাইনের পোস্টে এই মন্তব্যটি সহ, মন্তব্য প্রতিমন্তব্য মিলিয়ে ১৩টি হয়েছে। ঠিক যেন একহাত কাঁকুড়ের তের হাত বিচি...
১৫ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৪৮
জুন বলেছেন: তবে এক লাইনের পোস্টে এই মন্তব্যটি সহ, মন্তব্য প্রতিমন্তব্য মিলিয়ে ১৩টি হয়েছে। ঠিক যেন একহাত কাঁকুড়ের তের হাত বিচি হু আমিও অবাক হইলাম আহমেদ জী এস, আপ্নে পর্যন্ত আম্রিকার সমুদ্র সৈকত থেকে ছুইটা আসছেন কি সৌভাগ্য আমার
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
৯| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ১০:০৯
মামুinসামু বলেছেন: অনেক দিন পর তাৎক্ষণিক news পেলাম ব্লগে, পুরনো দিনের মত (দুইটা পোষ্ট পরপর)। সবাই সুস্থ থাকুক।
...
সামুর সবচেয়ে বেশী মন্তব্যের পোষ্টখানি মাত্র এক লাইনের ছিল @আহমেদ জী এস
১৫ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৫১
জুন বলেছেন: মামু আমার পোস্টও কিন্ত কম হিট হয় নাই কত মন্তব্য দেখছেন!!
আমার ব্লগে আসার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
১০| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৩০
রানার ব্লগ বলেছেন: এখন পর্যন্ত ভালো আঁছি।
১৫ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৫৩
জুন বলেছেন: ভালো থাকলেই ভালো, তবে আছির মধ্যে একটা চন্দ্রবিন্দু লাগাইছেন ক্যান! আমিতো ভুত ভাবছি রানার ব্লগ
১১| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৩৮
শায়মা বলেছেন: জুন আপুনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
তুমি কোথায় হারিয়ে গেলে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আবার দেখছি গা ঢাকা দিলে!!!!!!!!!!!!!!!!!!!
১৫ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৫৭
জুন বলেছেন: গা ঢাকা দেই নাই শায়মা কারন তুমি দশভুজা হয়ে আমার পিছে আছো, এখন আমি সাহসী
আসলে অনেক ভোরে উঠিতো তাই বেশির ভাগ রাতেই আমি ১০.৩০ পি এমের মধ্যে ঘুমের রাজ্যে তলিয়ে যাই
একেতো ভুমিকম্প তার উপর মাথাঘুরুন্টি তার উপর ---
১২| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৫৪
শেরজা তপন বলেছেন: আপনার ওখানে এখনো ভুমিকম্প হচ্ছে নাকি?
নবদম্পতিকে বিয়ের পরদিন রাশিয়ানেরা মজা করে জিজ্ঞেস করে 'স্তো উরাগান বিলি"?
'উরাগান' মানে 'ভুমিকম্প'!
আমরা বেশ টের পেয়েছি তবে ভয় পাই নাই।
১৫ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:০৬
জুন বলেছেন: আমার ওইখানে মানে শেরজা আমিতো ঢাকা শহরে বসে আছি আপাতত
আপনার রাশিয়ানরা বেশ রসিক। সেই সরোচিনেতসের মেলায় যাওয়ার সময় ঘোড়ার গাড়ির উপর বসা চাষি বৌকে ছেড়ে পথিক যুবক তার যুবতী সৎ মেয়ের দিকে সপ্রেম দৃষ্টি দিচ্ছিল, তাই দেখে সেই বুড়ি সৎ মায়ের গালি তো আমি সবটা লিখিই নাই যা কিনা আমার অনেক অনেক প্রিয় রুশ ডায়লগ। সেটা ছিল " গলায় গরাস ঠেকে মর তুই হতভাগা মুটে কোথাকার, তোর বাপের মাথায় কলসী ভাংগুক, নরকে দাড়ি পোড়াক তার ভুতেরা "।
আমিও ভয় পাই নাই তবে টের পেয়েছি বটে। মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।
১৩| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৫৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: টের পাই নাই। আমার হাত পা সব ঠিক আছে। কোন ক্ষতি হয় নাই।
১৫ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:১৩
জুন বলেছেন: টের পান্নাই বলেই হাত পা সব ঠিক আছে সাড়ে চুয়াত্তর, টের পেলেতো জানালা দিয়ে একটা লাফ দিতেন আর হাত পা
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে
১৪| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ১১:৩৩
রাজীব নুর বলেছেন: আফসোস টের পেলাম না।
১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৮:০৩
জুন বলেছেন: কই আছিলেন আপনি? সারা বাংলাদেশ সহ মিয়ানমার, ভুটান, চীন, ভারত টের পেলো
১৫| ১৫ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:০৩
শায়মা বলেছেন: ভাকা কি আপুনি??? হা হা হা হা হা হা হা হা মরে গেলাম হাসতে হাসতে দিনাজপুরের দিকে ভাপা পিঠাকে ভাকা পিঠা বলে। যাইহোক এই তাহলে কারণ আসল। তোমার মত আবাউট মনে আবাউট টার্ন করা মানুষও তাই বানানা গার্ডেন আর ভাকা বলে ফেললো!!!!
হা হা হা আসলে বানানা ভাইয়া অনেক সময়ই আমার পোস্ট নিয়ে ইঙ্গিত করে এটা সেটা লিখেছে পূর্বে। তাই আমার একটু রাগ লেগেছিলো যেমন কথা নাই বার্তা নাই ঢাবিয়ান ভাইয়া না কে যেনো একটা এক্সরে রিপোর্টে তেলাপোকা পোস্ট দিয়েছিলো যা দেখে আমি ভয়ে শেষ। সত্যি মিথ্যা বুঝিনি আর সেটা নিয়ে ভাইয়া নিজেই এক পোস্ট লিখলো সেখানে সেই তেলাপোকা দেখে আমি কেনো বুঝলাম না এই ভাইয়ার প্রশ্ন ছিলো। সেটা ভাইয়া বলতেই পারে আমি কেনো বুঝলাম না? তা না পোস্ট লিখলেন একজন ব্লগার যে কিনা তার কিচেন নিয়ে হেনো বলে তেনো ভাবে সেও এই তেলাপোকা দেখে কমেন্ট দিলো প্লাস দিলো এমন সব কি যেনো। যাইহোক আমি অবাক হলাম উদোর পিন্ডি চটকাতে গিয়ে ভাইয়া কেনো বুধোর পিন্ডির দিকে চোখ দিলো!!!!
যাইহোক তারপর সেটা নিরসন হলো আবার কিছুদিন পর সেই একই অবস্থা আমেরিকান কিচেন হেন তেন হনু আর বাংলাদেশের কিচেন নোংরা গন্ধ যাচ্ছেতাই মনু...... আরে বাবা আমি আমেরিকা গেলেই কি আমেরিকার হয়ে বাংলাদেশের কিচেন হেশেলকে তুচ্ছু তাচ্ছিলো করবো!!!!!!!! কেনোরে বাবা!!!!!!!!!! আমি বলতে পারি হ্যাঁ আমেরিকার এটা ভালো সেটা দেখে আমাদের শেখা উচিৎ তা না রক্তমাখা হেঁশেল গন্ধ ওয়ালা রান্নাঘর আমাদের আর দুইদিনের বৈরাগী যারা আমেরিকায় গিয়ে ভাতেরে কয় অন্ন তাদের ওপেন কিচেনই সেরা হয়ে যাবে এইভাবে বলা কি শোভা পায়!!!!!!!!!!
যতই বলো আর যাই করো প্রথমে ভাইয়া ভুল করে করেছে ভেবে কষ্ট লেগেছিলো কিন্তু বারবার এমন করার পর মনে হলো আসলে ভাইয়া একজন নেগেটিভ আটিচিউডের মানুষ নয়ত ভাইয়া সোজা ভাবে কিছুই দেখতে পারে না আর অবশ্যই
একটা গানা মনে পড়লো- ঢাকা শহর আইসা আমার মাথা ঘুরাইছে......... ঢাকা শহরের জায়গায় যে যার ইচ্ছা মত শহর বসাতে পারে।
যে কোনো কিছু তির্যকভাবে লিখে দৃষ্টি আকর্ষনেরও একটা আর্ট আছে। কিন্তু সব সময় অন্যদেরকে বিনা কারণে অযথা টেনে এনে দৃষ্টি আকর্ষনকে নাকি নেগেটিভ পাবলিসিটি বলে।
যাইহোক ভুল থেকেই আমরা শিখি এবং ভুল করে এবং দেখেও শিখি। শেখার কোনো শেষ নাই শেখার ইচ্ছাও বৃথা তাই।
১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৮:১৮
জুন বলেছেন: তোমার সর্বজ্ঞ ভাইয়ুমনি কোভিড ও বিভিন্ন ভ্যাক্সিন বিষয়ে একটা পোস্ট দিছিলো তাতে পৃথিবীর বিখ্যাত ফার্মেসী যেমন অক্সফোর্ড এস্ট্রাজেনেকা, মর্ডানা, ফাইজারের আবিস্কৃত ভ্যাক্সিনের আলাপ। আমি শুধু গিয়ে বলেছি " কাগু ভারতের একটা ফার্মেসী গো মুত্র দিয়ে নাকি কোভিডের ভ্যাক্সিন বানাচ্ছে অমুক নিউজে লিখছে দেখলাম"। সাথে সাথে গার্ডেন ভাইয়া আমার জ্ঞ্যান গরিমা নিয়ে টিটকারি সহযোগে আমার জ্ঞ্যান আহরনের সোর্স নিয়ে সেকি অবজ্ঞা। আমার নাকি সোর্সই হলো বিভিন্ন ট্যাবলেট (ট্যাবলয়েড)। তুমি বিশ্বাস করবে কি না জানি না, আমার মহাপরাক্রমশালী কাগু যার দাবড়ানিতে সারা ব্লগ দৌড়ের উপ্রে থাকে সেই কাগু মিন মিন করে তার জবাব দিল "না না, মানে উনি, না মানে, উনি আসলে, উম উম -- "। এরপর তোমার গার্ডেন ভাইয়ুমনি আমাকে যেখানে মন্তব্য করতে দেখলেই সেখানে আমাকে পচিয়ে আসে। একদিন দেখলাম কাফাছ (কাজী ফাতেমা) কান্না বিজড়িত কন্ঠে বলছে "ভাকা ভাই এই গার্ডেন ভাইয়া সব সময় আমার পিছনে লেগে থাকে কেন কেন"! ভাকা ভাই নো এন্সার তখন বুঝলাম আমার যে অস্ত্র আছে সেটাই হাতে নিতে হবে তা হলো এবাউট
এইজন্যই বলে আসছি ভাত কি মাইক্রোওয়েভে গরম করেন? যদি বলতাম শুঞ্চি মাইক্রোওয়েভ খাবার গরম করা স্বাস্থ্যের জন্য ভালো না। অম্নি বলতো আমি তার গিয়ানকে চ্যালেঞ্জ করছি ট্যাবলেট (ট্যাবলয়েড) এর ঘ্যান দিয়ে। তাই আমি এখন সব কিছু এবাউট করে চলি
হা হা হা হা
১৬| ১৫ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:১১
শায়মা বলেছেন: তোমার কাকু কে?? আমার পরান প্রিয় জ্ঞানি গুনী সবজান্তা ভাইয়াটা?? আসলে আমার মনে হয় নিজের দেশে থেকে যারা কিছুই করতে পারে না। এবং যারা হতাশাই ভুগে উন্নত দেশে ভাগ্য অন্বেষনে উড়াল দেয় আর তারপর উড়তেই থাকে উড়তেই থাকে বসার আর ডাল খুঁজে পায় না।
তখন আর মাটিতে পাই পড়ে না। তখনই নিজের স্বদেশ ভুলে স্বপ্নে শুধু দেশের ছবি দেখে আর স্বদেশ স্বদেশ করে বটে তবে ঐ যে কোনো ডাল খুঁজে না পেয়ে বসতে না পেরে বসতে না পেরে উড়ে বাংলাদেশের গুষ্ঠি উদ্ধার করতে। তখন দেশের সব খারাপ আর বাংলাদেশের কিচ্ছু হবে না ভাবে কারণ নিজেদেরকে যে হয়নি তাই। শকুনের দোয়ায় গরু মরে না এটাই ভুলে যায় কারণ তখন তারা পক্ষী। শকুনী পক্ষী!
সবাই তাই বলে না। শুধু যারা হতাশাই ভুগে উড়াল দিয়েছেন তারাই এমন করে।
১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৮:২৬
জুন বলেছেন: তুমি ঠিকই ধরেছো বলেই মনে হয়। তোমার সবজান্তা ভাইয়ু কই থাকে জানি না তবে আমার কাগু আম্রিকা থাকে আর সেখানকার সাথে আমাদের তুলনা করে
আবার দেখো এই ব্লগেই আমার একজন প্রিয় ব্লগার ছিল তার নাম মুয়া ভফিজ। খুব গুড রিলেশন, সে আমাকে পোস্ট উৎসর্গ করে তো আমি তাকে করি। ওয়ান ফাইন মর্নিং এ দেখলাম আমার প্রিয় মুয়া ভফিজ ভাই আমাকে এবাউট করছে
আমি আর কি করি শেষমেষ আমিও এবাউট করা শুরু করলাম
উপায় নাই মোমিন
১৭| ১৫ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: ছোট ভূমিকম্প টের পাইনি। তবে ভূমিকম্পের খবর ফেসবুকে বেশ প্রচার পাওয়ায় আশঙ্কায় ছিলাম এটি ফোরশক হলে বড় ভূমিকম্প হতে পারে যাক সেটি হয়নি। ভূমিকম্পের ইপিসেন্টার দেশের বর্ডআরএই । সুউচ্চ ভবনের বাসিন্দারা বেশি কাপাটা স্বাভাবিক। এগুলোতে ভূমিকম্প সহনীয় প্রযুক্তি যুক্ত করা দরকার। নাহলে ব্যাপক ধ্বংসযজ্ঞ হতে পারে। এমন প্রযুক্তি যুক্ত করতে শতকরা ত্রিশ শতাংশ বেশি খরচ হবে বলে প্রফেসর হুমায়ূন আখতার স্যারের সাক্ষাৎকারে জেনেছিলাম। নিরাপত্তা দরকার সর্বাগ্রে।
১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৯:১৩
জুন বলেছেন: সেলিম আনোয়ার আপনি এই বিষয়ে যথেষ্ট জ্ঞ্যান রাখেন বলেই আমি জানি কারণ আপনি একজন ভুতত্ববিদ। আমরা আসলে কোন ব্যাপারেই গুরুত্ব দেই না। নইলে পুরান ঢাকায় নিজ নিজ বাসার নীচে কেউ রাসায়নিকের গুদাম বানায়! মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সব সময়।
১৮| ১৫ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৪৩
রানার ব্লগ বলেছেন: চন্দ্রবিন্দু নিজ দায়িত্বে লেগে গ্যাছে। প্রকাশ পর দেখি আমি ভুতের মামাতো ভাই হয়ে গেছি।
১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৯:১৫
জুন বলেছেন: ভুতের মামাতো ভাই এর নাম জানেন তো রানার ব্লগ! আমি শুনেছি তাকে নাকি বলে মামদো ভুত
১৯| ১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৩৯
শায়মা বলেছেন: আপু তোমার এস এস সি থেকে এম এস সি এর পাস করার সাল আর রেজাল্ট দেখালে অনেকর মনে হয় চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। তুমি যে জ্ঞান পিপাসু এবং এখনও কত জানো তা হয়ত পুরুষবাদী সমাজের অনেকেই স্বপ্নেও ভেবে নিতে পারবে না।
আর মাইক্রোওয়েভে গরম করে খাবো যখন বৈদেশ যাবো বাড়িতে আয়া বুয়া থাকবে না নিজেই যখন হবো আয়া বুয়া ওকে??? হ্যাপী!!!!!!!!!
১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৯:১৯
জুন বলেছেন: আপু তোমার এস এস সি থেকে এম এস সি এর পাস করার সাল আর রেজাল্ট দেখালে অনেকর মনে হয় চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। আমার এত গিয়ান গরিমার কুএই উন্মুক্ত প্ল্যাটফর্মে বলা কি উচিৎ হবে শায়মা
হু ওভেনে গরম করে খেতে অত ভালো লাগে না যতটা লাগে টাটকা রান্না করা তরকারি আর গরম গরম ভাত
আর বৈদেশে আমি সেটেল করতে কখনোই যাবো না। অত কষ্ট আমার পোষাবেনা বাপু। সুখে থাকতে ভুতের কিল খেতে??
২০| ১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৯:০১
শায়মা বলেছেন: হায় হায় আমার রাজপুত্র ভাইয়াও এবাউট !!!!!!!!!!
হা হা হা তোমার কি হলো আপুনি!!!!!!!!!! সবাই এবাউট করছে কেনো!!
তবে ভূয়া ভাইয়া একটু রাগী রাগী হতে পারে তাই বলে এবাউট করার মত রাগী তো না!!!!!!!!!
মনে হয় তোমার ভুল হয়েছে আপুনি!!!
যাইহোক এই সব এবাউট মুট কি ভালো বলো??
একটু সাবধানে থাকলে কি হয় যেন কেউ কষ্ট না পায়। তা না একদম কার কাছে কই মনে কথা ( জি বাংলা সিরিয়াল)
তবে আপুনি সকলে এবাউট করে করে তোমাকে সাহসী করে তুলেছে এই যে তুমি এবাউট না করে মনের কথা বলে যাচ্ছো গড়গড়.....
১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩৬
জুন বলেছেন: আমি কাউকে এবাউট করি না, দেখোনা গার্ডেন ভাইয়া, কাগু এদের সবার পোস্টে আমি নিয়মিত যাই। শুধু মুয়ার ব্যবহারে কষ্ট পাইছি এই আর কি
২১| ১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৯:০৭
ঢাবিয়ান বলেছেন: জুন ও শায়মা আপু, ব্লগার ব্যনানা গার্ডেন সম্প্রতি আমাকে কমেন্টে ব্যান করেছে। আমাদের দেখতে না পারার কারন খুবই স্পষ্ট , কারন আমি উনার প্রানপ্রিয় দলের ঘোরতর সমালোচক। কিন্ত একটা বিষয় আমাকে খুবই আশ্চর্যান্বিত করে সেটা হল তিনি এই ব্লগের আপুদের পেছনে কেন সর্বদা লেগে থাকেন!! আপনাইও শায়মা আপুর আগে তিনি দী্ররঘদিন জ্বালাতন করেছেন সোহানী আপুকে। রহস্যটা কি ?
১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৯:২৮
জুন বলেছেন: কেন আপুদের পিছনে লাগে এটা বিশাল গবেষণার বিষয়। ও হ্যা ফাতেমা আপুর পেছনেও লেগেছিল। আর ফাতেমা আপু ভাকা ভাই এর কাছে বিচার দিয়েও সুষ্ঠু বিচার পায় নি ঢাবিয়ান
২২| ১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৯:১৬
শায়মা বলেছেন: হা হা ঢাবিয়ান ভাইয়া মনে হচ্ছে ভাইয়া নারী বিদ্বেষী তবে তোমার নাম তো নারীদের মতন না তবে কেনো তোমার পিছে ভাইয়া লাগবে???
হা হা আর তাছাড়া ভাইয়া মনে হয় না নারীদের পিছে লাগে, আসলে ভাইয়া ধরেই নেয় মেয়েরা কিছুই জানেনা কিছুই দেখেনি মানে ঐ যে কূয়োর ব্যাঙ টাইপ ভাবে আর কি একটু...... যাইহোক কূয়োর ব্যাঙ ও আসলে অনেক কিছুই জানে যা আমরা জানিনা.......
১৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৫০
জুন বলেছেন: আসলে ভাইয়া ধরেই নেয় মেয়েরা কিছুই জানেনা কিছুই দেখেনি
আসলে মেয়েরা কত্ত কিছু যে জানে
২৩| ১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৯:১৮
রানার ব্লগ বলেছেন: পোস্ট ভুমিকম্পের কিন্তু শায়মা এবং জুন শুরু করছে PNPC (পর নিন্দা পর চর্চা)
১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩৯
জুন বলেছেন: কি যে বলেন রানার ব্লগ! এইখানে কিছু কিছু মন্তব্যের পোস্ট মর্টেম হচ্ছে
২৪| ১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৯:২৪
শায়মা বলেছেন: ২৩. ১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৯:১৮০
রানার ব্লগ বলেছেন: পোস্ট ভুমিকম্পের কিন্তু শায়মা এবং জুন শুরু করছে PNPC (পর নিন্দা পর চর্চা)
ঐ চুপ!!!
আমরা কোথায় পরনিন্দা করলাম!!!!!!
একটু আপুনি তার দুঃখের কথা বলছিলো তাই শুনছিলাম আর সেই দুঃখের কারণ অনুসন্ধান করছিলাম। দুঃখ গবেষক টাইপ ব্যপার স্যপার!!!
তুমি তো দুই নৌকায় পা তুমি কি করতে এইখানে আসছো শুনি!!!!!!!!!!!!!
১৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৫৩
জুন বলেছেন: pnpc শব্দটা আমি ভারতীয় এক ম্যাগাজিনে পড়েছি যা নারী জাতির জন্য প্রকাশিত
২৫| ১৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:২৫
রানার ব্লগ বলেছেন: শায়মা বলেছেন: তুমি তো দুই নৌকায় পা তুমি কি করতে এইখানে আসছো শুনি!!!!!!!!!!!!!
আমার পা দুই নৌকায় কি করে হলো । আমি ভোলাভালা মানুষ । ক লিখতে কলম ভাঙ্গে আমার। সেই আমার বিরুদ্ধেই আপবাদ ।
১৭ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৩৪
জুন বলেছেন:
২৬| ১৬ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮
শায়মা বলেছেন: লেখক বলেছেন: pnpc শব্দটা আমি ভারতীয় এক ম্যাগাজিনে পড়েছি যা নারী জাতির জন্য প্রকাশিত........
নারীর জন্য প্রকাশিত!!!!!!
এইবার আর রক্ষা নাই রানার ব্লগভাইয়াজানের!!!!!!!!!! ক লিখতে কলম ভাঙ্গে এইবার পিএনপিসি এর প লিখতে পা ভাঙ্গা হবে!!!!!!!
১৭ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:২২
জুন বলেছেন: নারীদের জন্য প্রকাশিত মানে একদা বাংলাদেশের বেগম পত্রিকার মত আর কি
২৭| ১৭ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৩১
কিরকুট বলেছেন: শায়মা বলেছেন: এইবার আর রক্ষা নাই রানার ব্লগভাইয়াজানের!!!!!!!!!!
আহা !! জান বলে তার আগে ভাইয়া যোগ করার কি আছে !!
১৭ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৫৪
জুন বলেছেন: সবাই শায়মার আপাজান, ভাইজান, নতুন কিছু না চিরকূট। মন্তব্য যদিও আমার পোস্ট সংক্রান্ত না তারপর ও আসছেন তার জন্য ম্যালা ধন্যবাদ আপনাকে
২৮| ১৭ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৩৩
ঢাবিয়ান বলেছেন: ব্লগার কলাবাগান যে পরিমান লীগভক্ত, তাতে ছাত্রজীবনে মনে হয় ছাত্রলীগ করত। আর ছাত্রলীগাররা কেমন তাতো সবাই জানে। এই কারনেই হয়ত এই অবস্থা। ব্লগের সব আপুরই দেখছি অভিযোগ ইনার বিরুদ্ধে
১৭ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৫৩
জুন বলেছেন: ঢাবিয়ান মাটির টানে শেষ পর্ব দিলাম। ওইটা পড়েন
ওনার যথেষ্ট পোস্ট মর্টেম হইছে
২৯| ২১ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:৩১
করুণাধারা বলেছেন: এতদিন পরে এসে কিছু বলার নেই। কিন্তু মনে হলো একটা মন্তব্য করা দরকার, যাতে এক লাইনের পোস্টে সর্বাধিক মন্তব্য পাবার রেকর্ড এই পোস্টটিরই থাকে।
১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২২
জুন বলেছেন: আজ দেখলাম আপনার মন্তব্য করুনাধারা, মনে হয় রিখটার স্কেলে ২ দশমিক এক মাত্রার ছিল তাই নজরে পরে নাই
৫৯ কে ৬০ করে দেয়ার জন্য কি বলে যে ধন্যবাদ জানাবো। শুভকামনা রইলো অজস্র
©somewhere in net ltd.
১| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৫৭
ঢাবিয়ান বলেছেন: সাবধানে থাকবেন আপু