| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 নৌকা আকৃতির টবে নাইন ও ক্লক ফুল 
দিন দুই আগের ঘটনা,  রাত মনে হয় তিন সাড়ে তিন হবে। আমি একটি অসাধারণ স্বপ্ন দেখলাম। দেখলাম আমি একটি জনাকীর্ণ অনুষ্ঠানে গিয়েছি, আর সেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। ডার্ক ব্রাউন নাকি কফি কালার বুঝলাম না এক বেনারসি শাড়ি পরা যাতে স্বর্নালী কারুকাজ । হাতে সোনার চুড়ি, কানে দুল মাথায় অল্প ঘোমটাতে অপরূপ লাগছিল দেখতে। হাসি মুখে উনি আমার পাশে এসে বসলেন। তারপর আমরা কত যে গল্প করলাম তার ইয়াত্তা নাই। এত জীবন্ত স্বপ্ন সত্যি বলতে আমি কখনো দেখিনি। তারপর হঠাৎ করেই ঘুম ভেংগে গেল।  তখন মনে হলো আমি যদি একটা সেলফি তুলে রাখতাম কি ভালোই না হতো। 
ভোরের স্বপ্ন নাকি সত্য হয়ে থাকে বলে শুনেছি। আর ওনাদের দেখা নাকি সৌভাগ্যের লক্ষন। দেখি আমার কি হয় 
   
স্বপ্নটা আমার কল্পনাপ্রসুত না,  পুরাই বাস্তব।  
ছবি আমার মোবাইলে তোলা
 
১১ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১:১৯
জুন বলেছেন: আমি ওনাকে প্রায়ই দেখি। কি যে হবে বুঝতেছি না মহাজাগতিক  ![]()
২| 
১১ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১:১৪
মিরোরডডল  বলেছেন: 
যাহ্ !!! এখন কি হবে!!!
তো ঘুম থেকে উঠে ভাইয়াকে মাইর দাও নাই?
নিশ্চয়ই ভাইয়া তোমাকে কোল বালিশ মনে করে জড়িয়ে ধরেছিলো আর তোমার ঘুমটা ভেঙ্গে গেলো।
 
একটুর জন্য তোমার সেলফি মিস হয়ে গেলো জুনাপু ![]()
 
১১ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১:২২
জুন বলেছেন: তোমার ভাইয়া না, আমার ঘুম ভাংগাইয়া গেলোরে মরার কোকিলে  
   কোলবালিশ মনে করার কারণ নেই মিররডডল,  আমাদের বিছানাই শুধু না, ঘরও আলাদা কারণ কেউ কারো নাক ডাকা সহ্য করতে পারে না  
  
 
৩| 
১১ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১:২৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি যোগ্য লোক। আপনার উন্নতি হওয়া দরকার। ভালো কিছু হয়ত হতে পারে। সবচেয়ে বড় কথা খুশী থাকুন। কারণ খুশী থাকলে মানুষ সুস্থ্যও থাকে। এটাও এক প্রকার উন্নতি। যাক ভালো কিছু হলে ব্লগ পোষ দিয়ে জানাবেন। সে সময় আবার ব্লগারদের কথা ভুলে যাবেন না।
 
১১ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১:২৯
জুন বলেছেন: অবশ্যই জানাবো,  এই রকম খুশীর খবর কি লুকিয়ে রাখতে হয় নাকি মহাজাগতিক! যোগ্য লোক শুনে অনেক খুশী লাগছে ভাই ![]()
৪| 
১১ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১:২৭
মিরোরডডল  বলেছেন: 
তারপর আমরা কত যে গল্প করলাম তার ইয়াত্তা নাই। 
কি নিয়ে গল্প করলে সেটাও বলো শুনি।
ভোরের স্বপ্ন নাকি সত্য হয়ে থাকে বলে শুনেছি।
তাহলে আর দেরি কেনো, Get ready ![]()
আমার জীবনের যত উদ্ভট ভয়ংকর স্বপ্ন সব ভোররাতেই দেখে ঘুম ভাঙ্গে।
খুন করতেও দেখেছি একাধিকবার। আমি একজন পলাতক খুনের আসামি।
তাহলে আমারও প্রস্তুতি নেয়া দরকার।
আমায় যদি আর সামুতে না দেখো, বুঝে নিবে আমি জেইলে ![]()
অবশ্য চিন্তার বিষয়, ফাঁসি হবে না জেইল!!!!
 
১১ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১:৩২
জুন বলেছেন: না না না উন্নত দেশে জেলই হবে, ফাসী না মিরর। এই ধরো ৪০০/৫০০ বছর জেল  
  জেলের ঘানি টানতে টানতে তুমি নানী হবা আর আমি মহারানী  
  
৫| 
১১ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১:৩২
মিরোরডডল  বলেছেন: 
আমাদের বিছানাই শুধু না, ঘরও আলাদা
তাহলে তোমাদের প্রেম এখনো অটুট আছে।
দূরত্ব প্রেম বাড়ায়।
 
১১ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১:৩৫
জুন বলেছেন: শরতচন্দ্রের শ্রীকান্তের বিখ্যাত উক্তি বড় প্রেম শুধু কাছেই টানেনা, দুরেও ঠেলিয়া দেয়  আমাদের হইছে সেই অবস্থা।  আরেকটু ঠেলা দিলে দেয়ালের ঐ পারে  ![]()
৬| 
১১ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১:৪০
শূন্য সারমর্ম বলেছেন: 
পদ্মাসেতুর পর থেকে উনি সেলফি তুলছেন দেখা যাচ্ছে, আপনিও পারবেন।
 
১১ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১:৪২
জুন বলেছেন: আমি তো এখনো একটা বাশের সেতুও বানাইতে পারি নাই শুন্য সারমর্ম  
 
আমি কি পারবো  ![]()
৭| 
১১ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১:৪২
রাজীব নুর বলেছেন: প্রধানমন্ত্রীকে স্বপ্ন দেখেছেন!!! 
স্বপ্ন আসুক সত্যি হয়ে।
 
১১ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১:৫৩
জুন বলেছেন: জী রাজীব নুর আমি প্রায়ই দেখি কিন্ত সৌভাগ্য ধরা দিচ্ছে না ![]()
৮| 
১১ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১:৪২
মিরোরডডল  বলেছেন: 
নানী না, আমি হবো জেইলের রানী।
ওখান থেকে পোষ্ট লিখবো 'জেইল থেকে বলছি'।
আরেকটু ঠেলা দিলে দেয়ালের ঐ পারে ![]()
নাহ! সেটা করবে না। ভাইয়ার মনেওতো ভয় আছে।
তুমি কি আবার পাল্টা ঠেলা না দিয়ে থাকবে!
 
১১ ই সেপ্টেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৪৯
জুন বলেছেন: তাও ভালো রানী,  রাজকন্যা কংকাবতী না হলেই হলো। রূপে গুনে লক্ষী স্বরস্বতী হলেও প্রয়োজনে যুদ্ধংদেহী দেবী এথিনা। জেলে থাকলে তো কথাই নেই, আসামীরা সব মার খেয়ে চিতপটাং  
  
না পালটা ঠেলা দেয়ার মত শক্তি নাই  
   
মিররডডল অনেক ধন্যবাদ মজার মজার মন্তব্যে আমার সাধারণ লেখাটিকে অসাধারণ করার জন্য ![]()
৯| 
১১ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১:৪৩
ডার্ক  ম্যান বলেছেন: আমি ঘুমের ঘোরে অনেক স্বপ্ন দেখেছি। তবে মাত্র একটা সত্যি হয়েছিল । সেটা গতবছর আর আমার ঈদটাই মাটি হয়ে গেছিল। 
শক্তিমানদের সাথে সেলফি না থাকায় অনেক সময় নিজেকে অসহায় মনে হয়। 
বর্তমান প্রধানমন্ত্রীর সাথে দেখা হবার সম্ভাবনা ক্ষীণ। তবে ভবিষ্যৎ রাষ্ট্র প্রধানের সাথে দেখা হবার সম্ভাবনা আছে।
 
১১ ই সেপ্টেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৫১
জুন বলেছেন: আপনার স্বপ্নটা বইলেন আমাদের যে কি না ঈদ মাটি করার শক্তি রাখে 
  
তবে ভবিষ্যৎ রাষ্ট্র প্রধানের সাথে দেখা হবার সম্ভাবনা আছে। 
সে কে ডার্ক ম্যান   
  
মন্তব্যর মাঝে সাথে সাথে থাকেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
১০| 
১১ ই সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৪:৪৯
সোনালি কাবিন বলেছেন: মজা পেলাম । আপনার স্বপ্ন সত্যি হোক।
 
১১ ই সেপ্টেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৫২
জুন বলেছেন: দোয়া কইরেন 
 
আবার ছবিটা দেখছেন!  নৌকা মার্কা ফুলের টব ![]()
১১| 
১১ ই সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৫:৩৩
ঢাবিয়ান বলেছেন: স্বপ্ন সত্যে পরিনত করতে পিএম এর এর পিআর অফিসারের এর সাথে দেখা করেন। এক পোস্টে দেখলাম   তারাই নাকি পিএম এর সেলফি তোলার ব্যপারটা দেখাশোনা করেন  ![]()
 
১২ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ১১:৩১
জুন বলেছেন: আপনার মন্তব্য পড়ে হাসতে হাসতে শেষ ( শায়মার প্রিয় ডায়লগ  
 )  
আমারতো হাত খাটো তাই স্বপ্ন দেখেই সাধ মিটাচ্ছি ঢাবিয়ান 
  
তবে যাই কন স্বপ্নটা কিন্তু সেইরকম জীবন্ত ছিল  ![]()
১২| 
১১ ই সেপ্টেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৩৪
বাকপ্রবাস বলেছেন: বাস্তবে তিনি অপরূপ সুন্দরী নন, যেমনটা খালেদা জিয়া। স্বপ্নে দেখতে পারাটা এবং আপরূপ রূপে সেটা অবশ্যই আনন্দদায়ক একটা ব্যাপার।
 
১২ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ১১:৪২
জুন বলেছেন: শোনেন বাকপ্রবাস স্বপ্নে যখন পোলাও খাবেন তখন ঘি কম দিবেন ক্যানো  
  তবে যাই বলেন আমি কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক স্মার্ট এবং এলিগ্যান্টই দেখেছি ![]()
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।
১৩| 
১১ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ৮:০২
কামাল১৮ বলেছেন: মন্ত্রী টন্ত্রী হয়ে যেতে পারেন।
 
১২ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ১১:৪৩
জুন বলেছেন: লেডি হিরো আলম  ![]()
১৪| 
১১ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ৯:১৫
ডার্ক ম্যান বলেছেন: আমার প্রাক্তন স্ত্রী আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছিলেন।
 
১২ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ১১:৪৫
জুন বলেছেন: আমার প্রাক্তন স্ত্রী আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছিলেন।  
শোনেন ডার্ক ম্যান জীবন একটাই।  অতীত নিয়ে পরে থাকার অর্থ নেই।  আবার নতুন আর অনেক অনেক  ভালো কেউ আসুক আপনার জীবনে এই প্রত্যাশা রইলো।
১৫| 
১২ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ১২:০৬
ডঃ এম এ আলী বলেছেন: 
হাজার স্বপ্নের সারথি প্রধানমন্ত্রী, তাঁকে দেখবেন নাতো দেখবেনটা আর কাকে ।
তিনি পদ্মা সেতু,পাতালসেতু মেট্রো রেল, এলিভেটেট এক্সপ্রেসওয়েসহ অনেক
 স্বপ্ন বাস্তবায়নের রূপকার।  তাই জাতির প্রতি  লম্বা একটি সেলুট জানিয়ে
স্বপ্ন দেখে জেগে উঠে  ভুলে যাওয়া আপনার  সেলফি তোলার বাসনাসহ 
তাঁর সাথে বলা গল্পকথা/স্বপ্নকথাগুলি  বাস্তবায়নের রূপকার হিসাবে তিনি 
জনাকীর্ণ সভায়  আবির্ভুত হতেই পারেন তাতে বিষ্মিত হওয়ার কিছু নেই । 
 
 
কামনা করি আপনার দেখা স্বপ্নটি বাস্তব হয়ে দেখা দিক তব সন্মুখে ।
কবিগুরুর ভাষায় বলে যেতে চাই যে শুনবে তব বর্ণিত সব সপ্ন কথা-
সর্ব্বভ্রম ঘুচে যাবে নহিবে অন্যথা।
বিশ্বে কভু বিশ্ব ভেবে হবে না ঠকিতে,
সত্যেরে সে মিথ্যা বলি’ বুঝিবে চকিতে।
যা আছে তা নাই, আর, নাই যাহা আছে,
এ কথা জাজ্জ্বল্যমান হবে তার কাছে।
…………………………………
জগতে সকলি মিথ্যা সব মায়াময়
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয়।
প্রচ্ছদে নৌকার ডগায়  ফুটে থাকা  সুন্দর  সুন্দর নাইন ও ক্লক ফুলের ছবি
দেখে আজ হতে অর্ধ শতকেরো আগেকার একটি কথা/ঘটনা মনে পড়ে যায়।
সত্তরের সাধারণ নির্বাচনের সময় আমাদের দেশের গ্রামের সাপ্তাহিক হাটে
একটি কথা ভাইরাল  হয়ে যায় । কথাটি ছিল অনেকেই দেখেছে পদ্ম পাতায়
নাকি নৌকার ছবি ভেসে  উঠেছে । উল্লেখ্য সে সময় গ্রাম্য হাটে খোলা 
জায়গায় চট বিছিয়ে খুচরা লবন বিক্রেতারা পদ্ম পাতায় বন্য লতা দিয়ে 
পেচিয়ে পোটলাবেধে  তাতে  করে ক্রেতাদের নিকট লবন বিক্রি করত। 
সেই খান হতেই কথাটির  উৎপত্তি । শত শত মানুষ হুরমুর করে ছুটল
পদ্ম পাতায় উপর ভেসে উঠা নৌকার ছবি দেখতে । উল্লেখ্য সে সময়
আওয়ামী লিগের নির্বাচনী প্রতিক ছিল নৌকা । বেশ, আর যায়  কোথায়,
গ্রামে গঞ্জে নৌকার জোয়ার বয়ে চলল, লীগ  পেল একটি বিশাল বিজয়,
অবশ্য সে সময় আওয়ামী লীগের জনপ্রিয়তাও ছিল আকাশ ছোয়া । 
তাই এই নির্বাচনী বছরে আপনার স্বপ্ন কথনের সাথে নৌকার গলুই এর
ছবির কি কোন যুগসুত্র ঘটে যায় কিনা সে কথাটিই ভাবছি বসে এখন। 
শুভেচ্ছা রইল 
 
১২ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১২:০৩
জুন বলেছেন: থার্ড টার্মিনালের কথা বললেন না যে এম এ আলী ভাই  
  আসলেও দেশের উউন্নয়নের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অনেক অবদান যা অনস্বীকার্য। কিন্ত তার আশেপাশে বিশেষ করে কিছু পুরনো লোকজন তার ভাবমূর্তি নষ্ট করতে ---  আর ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে একটি জনাকীর্ণ ঘরোয়া অনুষ্ঠানে,  সভায় না।  এর জন্যই আমি মন খুলে ওনার সাথে কথা বলতে পেরেছি 
  
আপনি একমাত্র ব্যাক্তি যে নৌকা মার্কা ফুলের টবটাকে নোটিশ করেছেন,  আর কেউ না,  কেউ না  
  
পদ্মপাতায় নৌকার ছবির মত আমার জীবনেও কোন বিশাল খুশীর ঘটনা ঘটে কি না তার অপেক্ষায়। পদ্মপাতার কাহিনীটা বড়ই মনহরা 
 
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 
১৬| 
১২ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ১২:৪৭
আহমেদ জী এস বলেছেন: জুন,
কেয়াবাৎ.... কেয়াবাৎ.......
তাহলে সেলফি জোয়ারে আপনারও পোটকা নাচার সাধ হলো ?  
 
" দেখি আমার কি হয়  
 " বলে লেখা শেষ করেছেন। প্রধানমন্ত্রীর সাথে আপনার সেলফি যদি তোলা হয়েই যায় তবে আমরা ব্লগাররা সেই সেলফি দেখিয়ে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিতে পারবো -" দেখো সামু ক্যায়া চীজ হ্যায়........ 
 "
 
১২ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১২:০৭
জুন বলেছেন: জী আহমেদ জী এস, 
কিতা কইতে চান?  আমার ধারণা আপনি কিছুটা ঈর্ষান্বিত  
  
তবে পোটকা নাচ সম্পর্কে কোন ধারণা না থাকায় আবার আসতে হলো বলে পরবর্তী মন্তব্যে এই নাচের একটা ভিড্যু সংযোজন করবেন বলে আশা করি 
 
স্বপ্নটা এতই জীবন্ত ছিল যে ঘুম ভেঙেই মনে হলো করলাম কি!  একটা সেলফিও তুললাম না পাশাপাশি বসে থেকে!  
মন্তব্যে ভালোলাগা জানাচ্ছি।
১৭| 
১২ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ১:৫৬
জ্যাক স্মিথ বলেছেন: আমি কিন্তু স্বপ্নের ভিতরেও স্বপ্ন দেখি এবং এক সময় স্বপ্নকে নিয়ন্ত্রণ করতে পারাতম, এখনো পারবো একটু চেষ্ট করলে।
 
১২ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১২:১৬
জুন বলেছেন: স্বপ্নের ভেতর স্বপ্ন বাহ দারুণ তো!! এক সময় যখন পারতেন তখন এখনো অবশ্যই পারবেন জ্যাক স্মিথ। পোস্টটি পড়ার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।
১৮| 
১২ ই সেপ্টেম্বর, ২০২৩  ভোর ৫:২২
সোহানী বলেছেন: হায় হায় অল্পের জন্য সেলফি মিস হলো আপুমনি। নইলে এ সেলফি বেঁচে আপনি কোটি টাকার মালিক হতে পারতেন............. ![]()
 
১২ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ৮:৫৪
জুন বলেছেন: কোটি টাকা থেকে বঞ্চিত হোলাম সামান্য একটা সেলফির কারণে সোহানী   
  
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ রইলো ![]()
১৯| 
১২ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ৮:২৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: মনে হচ্ছে সেলফি নিয়ে একটা পোস্ট দেই। ![]()
 
১২ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ৮:৫৫
জুন বলেছেন: জলদি দ্যান মশিউর, আমরা পড়ি 
  অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
২০| 
১২ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ১১:৩৮
অপু তানভীর বলেছেন: আমার স্বপ্নে এখনও প্রধান মন্ত্রী আসেন নাই । এমন কি কোন বিখ্যাত কেউ ও আসে নাই । গরীব যেমন আমি আমার স্বপ্নও তেমন গরীব !  ![]()
 
১২ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ৮:৫৬
জুন বলেছেন: আপনি কারে দেখছেন অপু?  বিদিশা এরশাদকে  ![]()
২১| 
১২ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১:০৩
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
 
১৩ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ১০:১৮
জুন বলেছেন: হে হে হে--- তো কি পেলেন রাজীব নুর!  নতুন কিছু!! 
সত্যি বলতে কি  ব্লগারদের বিষয়ে আপনার এই আন্তরিকতা আমার খুব ভালো লাগে।
২২| 
১২ ই সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৩:০৬
পদাতিক চৌধুরি বলেছেন: আপু আমার যুক্তিতে দুটি কারণ এমন স্বপ্ন আসতে পারে।
এক- গতকাল বাংলাদেশ প্রধানমন্ত্রীকে যেভাবে পাশে হাঁটু মুড়ে কি একটা বলতে দেখলাম ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনক মহাশয়কে। কানাডার জাস্টিন টুডো বা সুনক মহাশয়রা যে এখনো বহু হৃদয়ে ঝড় তুলেতে পারে।এটা ভেবে এমন কোনো স্বপ্ন আসাটা স্বাভাবিক  
  
দুই - সাম্প্রতিক সময়ে আমি বাইরে থেকে যেটা বুঝতে পারছি, আওয়ামী লীগের বা শেখ হাসিনার তুমুল সমালোচনা ভারচুয়াল জগতের পাতায় পাতায়।ব্লগে যেমন @ কলাবাগান ও @ হাসান কালবৈশাখী ছাড়া আওয়ামী সমর্থক চোখে পড়েছে না। কয়েকদিন আগে আমার এক ফেসবুক ফ্রেন্ড বলছিলেন আওয়ামী লীগ নাকি সরকার ও দলের বিভিন্ন পদের জন্য লোক চেয়েও পাচ্ছে না।তাই রাস্তায় মোড়ে মোড়ে অফার লেটার নিয়ে অফার করছে। আমি বললাম,ধুর! তাই হয় কখনো? সে বললো, সংখ্যালঘু ও বেনিফিসিয়ারি ছাড়া সচেতন মানুষ সড়ে গেছে শাসকদল থেকে। যাইহোক ওপারের বন্ধুর সংক্ষিপ্ত কথোপকথনটা আপনার স্বপ্নে এসে ঠিকানা পেয়ে গেল। এবারে আবার সরকারে এলে বিদেশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কোনো একটি পদে আপনাকে দেখতে আগাম শুভেচ্ছা রইলো  
 
আপু সবটাই মজারছলে দেখতে অনুরোধ করছি। শুভেচ্ছা জানবেন।
 
১৩ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ১০:৩০
জুন বলেছেন: ঋষি সুনাক হাটু গাড়লে কি হবে পদাতিক! এদিকে ফরাসি প্রেসিডেন্ট মাখো তো রাস্তার পাশের সিংগাড়া আর আমড়ার জ্যুস খেয়ে ১০ টা প্লেন বিক্রি করে গেল  
  
ঋষি সুনাক যেমন তেমন কিন্ত ট্রুডো কি করছে তার নিজের দেশের জন্য?  টাকার জন্য হাজার হাজার স্টুডেন্ট বিশেষত ভারতীয় ছাত্রদের তো থাকার জায়গাই দিতে পারছে না। তারা নাকি তাবু খাটিয়ে বাইরে শুচ্ছে। কি অবস্থা।  আমেরিকার চামচামি করতে গিয়ে লাখ লাখ শরনার্থী আশ্রয় দিয়েছে।  কিন্ত তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী না দিতে পারছে বাসা, না দিতে পারছে কাজ। ( বানানা গার্ডেন আইসা না কিছু বলে আতংকিত)  
  
 দুই নম্বর প্যারার ব্যাপারে বলার জন্য লুকজন চৈলা আসছে আর আমি এদেশে থেকে এ ব্যাপারে কিছু বলতে পারবো না কারণ আমরা স্বাধীন গনতান্ত্রিক দেশে বসবাস করি 
 
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে পদাতিক।  ভালো থাকুন সব সময়। 
২৩| 
১২ ই সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৫:৫৫
করুণাধারা বলেছেন: স্বপ্নে নাকি রং দেখা যায় না। আপনি একেবারে শাড়ির রং ঠিকঠাক দেখে ফেললেন!!
আশাকরি অচিরেই আপনার স্বপ্ন বাস্তব রূপ নেবে। সেই দিন কি আর আমাকে চিনতে পারবেন!! ![]()
 
১৩ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ১০:৩৯
জুন বলেছেন: স্বপ্নে নাকি রং দেখা যায় না। এটাতো আমিও জানি কিন্ত স্বপ্নে তা দেখে আমি যারপরনাই বিস্মিত করুনাধারা। এত স্পষ্ট এমনকি শাড়িতে স্বর্নালী কারুকাজ পর্যন্ত দেখলাম  
  
দোয়া করেন বেচে থাকতে থাকতে যেন সেই সুদিন দেখে যেতে পারি আর আমার সকল কো ব্লগারদেরও স্মরণ করতে পারি  
  
অনেক অনেক শুভকামনা রইলো করুনাধারা।  ভালো থাকুন সব সময়।
২৪| 
১২ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ৯:৩০
কলাবাগান১ বলেছেন: @পদাতিক চৌধুরী,
আমাকে প্রকারন্তরে আওয়ামী বেনিফিসিয়ারী বলেছেন.......এখানে জামাত-বিনপি নস্ট প্রজন্ম ভুল করে.......জামাতি রা হয়ত বেনিফিট এর জন্য জামাতি-বিনপি কে সাপোর্ট করে, কিন্তু যারা আওয়ামী লীগ সাপোর্ট করে তারা প্রান এর থেকে করে। ১৯৭১ এ জামাতি আর তার পরবর্তীতে বিনপি/জামাত মিলে স্বাধীনতা বিরূধী কার্যকলাপই আমাকে তাদের থেকে মুখ সরিয়ে নিতে বাধ্য করেছে। মুক্তিযোদ্ধার পিঠে জামাত/শিবির এর এক কর্মীর ফ্লাইং কিক এর ছবি এখনও মনে হয় নিজের পিঠে লেগে আছে।  জীবনে কোনদিন এক পয়সার ও বেনিফিট পাই নাই আওয়ামী লীগ থেকে বরং নিজেই বেনিফিট দেই তাদের কেননা আমার তার দরকার নাই।
 
১৩ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ১০:৪০
জুন বলেছেন: ![]()
২৫| 
১২ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ৯:৫৩
শায়মা বলেছেন: আমি তো স্বপ্নে একদিন রুনা লায়লার সাথে গান গাচ্ছিলাম!!! 
 
আরেকদিন দেখলাম সে কি ভয়ানক স্বপ্ন! বাপরে! একজন আমাকে স্বপ্নে বকা দিলো আর আমি দিলাম এক ধাক্কা! সাথে সাথে সেই বেটা শূন্যে উড়ে গিয়ে ১০০ তলা ছাঁদ থেকে পড়ে গেলো! এত সহজেই বেটারে ১০০ তলা থেকে ফেলতে পারছি ভেবে খুশি না হয়ে আমি তো ভয়েই শেষ। পুলিশ আসলো রে..... 
 
যাইহোক কি লিখেছো শুনি??
লেখক বলেছেন: তাও ভালো রানী, রাজকন্যা কংকাবতী না হলেই হলো। রূপে গুনে লক্ষী স্বরস্বতী হলেও প্রয়োজনে যুদ্ধংদেহী দেবী এথিনা। জেলে থাকলে তো কথাই নেই, আসামীরা সব মার খেয়ে চিতপটাং ![]()
না পালটা ঠেলা দেয়ার মত শক্তি নাই ![]()
কি করে বুঝলে আমি প্রায় এমনই একটা স্বপ্ন দেখেছি!!!  ![]()
 
১৩ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ১০:৪৩
জুন বলেছেন: রুনা লায়লার সাথে গাইছো এইটা কোনো বড় কিছু হইলো না,  যদি লতা মংগেশকরের সাথে একটু চি চি করতা তাইলে বুঝতাম একটা কিছু  
  
যাক স্বপ্নে এক তালারেও একশ তালা মনে হয় এইটা কোন ব্যাপার না।  একশ তালা হপিলে তো তুমি এতদিন জেলের ঘানি টানতা আর দেবী এথেনা হইতা  
  
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে ![]()
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১:০৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: তাঁকে আমিও অনেকবার স্বপ্নে দেখেছি। আপনার স্বপ্নটা অসাধারণ।